সুন্নাতের প্রসারিত ঝাণ্ডা : আল্লাহর সাহায্যপ্রাপ্ত দলের আকীদা
লেখকবৃন্দ : হাফেয ইবন আহমাদ আল-হাকামী - আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - জাকের উল্লাহ আবুল খায়ের
অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের
সম্পাদনা: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশক: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্ণনা
“সুন্নাতের প্রসারিত ঝাণ্ডা : আল্লাহর সাহায্যপ্রাপ্ত দলের আকীদা”: এ রিসালাটিতে মুক্তিপ্রাপ্ত ও সাহায্যপ্রাপ্ত দল আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ও বিশ্বাস সবিস্তারে সুন্দরভাবে প্রায় দু’ শ প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
- 1
সুন্নাতের প্রসারিত ঝাণ্ডা : আল্লাহর সাহায্যপ্রাপ্ত দলের আকীদা
PDF 2.7 MB 2019-05-02
বিষয়ভিত্তিক ক্যাটাগরি: