সাওমের ফযীলত

বর্ণনা

সাওমের ফযীলতের ওপর অনেক হাদিস রয়েছে। আদম সন্তানের ভালো কাজের ফল স্বরূপ ৭০ গুণ বেশি পাবেন এ রামযানে। সাওম পালনকারীর দো‘আ আল্লাহ সুবাহানাহু ওয়াতা‘আলা কুবুল করেন।সাওম পালনকারী ও কুরআন তেলাওয়াতকারীর জন্য সাওম ও কুরআন মাজীদ কিয়ামতের মাঠে সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা তা কবুল করবেন। রাইআন নামক জান্নাতের দরজা দিয়ে শুধু সাওম পালনকারীই প্রবেশ করবে। কোনো মুসলিম বান্দা আল্লাহর সন্তুষ্টি জন্য যদি ১টি সাওম পালন করে তার বিনিময়ে আল্লাহ তা‘আলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। এ ছাড়া তারাবীহ-এর সালাত পড়া সাওমের ফযীলতসমূহের অন্যতম।

Download
এ পেইজ এর দায়িত্বশীলের কাছে টীকা লিখুন