প্রকৃতিগত কিছু অধিকার যা শরীয়ত প্রতিষ্ঠিত করেছে: গ্রন্থকার বলেন, ইসলামী শরীয়তের সৌন্দর্য হল ন্যায় প্রতিষ্ঠা করা ও সকলের যথাযথ অধিকার প্রদান করে দেয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নির্দেশ দেন ন্যায়পরায়নতা, ইহসানের। এ গ্রন্থে যে অধিকারগুলোর আলোচনা এসেছে তা হল : ১-আল্লাহ তাআলার অধিকার ২-নবী কারিম সা. এর অধিকার ৩-মাতা-পিতার অধিকার ৪-সন্তানের অধিকার ৫-আত্নীয়দের অধিকার ৬-স্বামী স্ত্রীর অধিকার ৭-শাসক ও শাষিতের অধিকার ৮-প্রতিবেশীর অধিকার ৯- মুসলমানদের অধিকার ১০- অমুসলিমদের অধিকার
Follow us: