আমাদের নিজেদের অবশ্যই প্রশ্ন করা উচিত : কুরআন থেকে আমরা কি শিখেছি? কুরআন তেলাওয়াত করেছি, বহুবার কুরআন খতম করেছি, রমজানে দশবার খতম করছি কিন্তু তা কি আমাদের জীবনে কোন পরিবর্তন আনতে পেরেছ? এ দরসটি শায়খ আল-ফাওযানের দরস থেকে নেয়া।
লাইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রকৃতি মতই সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর এ তাওহীদ নিয়ে আল্লাহ সকল রাসূলকে পাঠিয়েছেন। সকল কিতাব এর জন্য নাযিল করেছেন। এ তাওহীদ হল ইসলামের মহান শিআর। এ প্রবন্ধটিতে তাওহীদ ও তার প্রকার, কুফর-নিফাকের প্রকার বর্ণনা করা হয়েছে।
Follow us: