সহবাসের সময় কী বলা হবে?

বর্ণনা

সহবাসের সময় স্বামী-স্ত্রীর কোনো দোয়া বলা ওয়াযিব কি না ? আর প্রথম সহবাসের আগে মুসলিম স্বামী-স্ত্রী জন্য সালাত আদায় করা ওয়াযিব কি না ? এ বিষয়ে ইসলাম কিউ এ জবাব দিচ্ছে অত্র ফতোয়াটিতে।

এ পেইজ এর দায়িত্বশীলের কাছে টীকা লিখুন

সম্পূর্ণ বিবরণ

সহবাসের সময় কী বলা হবে

{প্রশ্ন}

আমার প্রশ্নটি সেসব প্রশ্নের একটি, hvi wewfbœ DËi এসেছে| আর তা হচ্ছে : সহবাসের সময় স্বামী-স্ত্রীর কোনো দোয়া বলা ওয়াযিব কি না ? আর প্রথম সহবাসের আগে মুসলিম স্বামী-স্ত্রী জন্য সালাত আদায় করা ওয়াযিব কি না ?

{উত্তর}

আল-হামদুলিল্লাহ

ইসলামি আদবের একটি হচ্ছে মুসলিম তার স্ত্রীর নিকট আসার সময় বলবে :

" بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا " . رواه البخاري فتح رقم 138

এর উপকারিতা হচ্ছে, তাদের উভয়ের মাঝে কোন সন্তানের ফয়সালা হলে, শয়তান তার অনিষ্ট করতে করবে না।

{সূত্র}

ইসলাম কিউ

শায়খ মুহাম্মদ সালে আল-মুনাজ্জিদ