www.globalminberbangla.com - গ্লোবাল মিম্বার বাংলা

www.globalminberbangla.com - গ্লোবাল মিম্বার বাংলা

বর্ণনা

গ্লোবাল মিম্বার প্রজেক্ট: মসজিদের মিম্বার থেকে প্রদত্ত জুমু‘আর খুতবা দেওয়ার ধারণা থেকে সংগৃহীত একটি প্রজেক্ট। কিন্তু যেহেতু মসজিদের মিম্বার স্থানীয় হয়ে থাকে আর সেখান থেকে সীমিতসংখ্যক ব্যক্তিরা উপকৃত হয়, তাই এই মিম্বারের মাধ্যমে সমগ্র বিশ্বে এর উপকারিতা ছড়িয়ে দিতে চেষ্টা করা হয়েছে।
একাধিক ভাষায় ইসলামের মৌলিক ভাবধারা ও মূল্যবোধের প্রচার-প্রসার এ প্রকল্পের মূল লক্ষ্য। আর তা বাস্তবায়নের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসলামের মৌলিক বিষয়সমূহ — যেগুলো উম্মতের মধ্যে প্রচার ও শিক্ষাদান আবশ্যক— সেগুলো বিভিন্ন ভাষায় ৬০টি খুতবার মাধ্যমে প্রকাশ করা।
প্রজেক্টটিতে থাকছে একটি জুমআর খুতবার গ্রন্থ রচনা ও প্রকাশ, যাতে থাকছে উক্ত ষাটটি খুতবা। খুতবাগুলো টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার-উপযোগী করার পাশাপাশি ইন্টারনেট ও আধুনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে। তাছাড়াও খুতবাগুলোর টেক্সট, অডিও, ভিডিও সংবলিত সিডি/ডিভিডিও প্রকাশ করা হবে।

সম্পূর্ণ বিবরণ

আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ