কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান (⮫)


 কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান

﴿ المعجم الميسر لفهم معانى القرآن الحكيم ﴾


 কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান

ভূমিকা

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد

ভাষা চর্চাকারীর কাছে অভিধানের গুরুত্ব অপরিসীম। শব্দকোষ ছাড়া যে কোনো বিদেশী ভাষার মর্ম বোঝা ও আয়ত্ব করা দুরূহই নয়- অসম্ভবও বটে। ভাষা চর্চাকারীগণ এ সত্যটুকু পদে পদে উপলব্ধি করেন। এমনকি ভাষাবিদগণের মতে, ‘যে কোনো ভাষার অর্ধেক জ্ঞান তার অভিধানেই নিহিত।’

বহুদিন যাবত কুরআনে কারীম বোঝার জন্য উন্নতমানের একটি আধুনিক অভিধানের অভাব অনুভব করছি- যা দ্বারা ‘নাহব সরফ’ পাঠকারীগণ সহজেই কালামুল্লাহর মর্ম বুঝতে পারবেন। এতে আরবী সাহিত্যের আদি ও সদা-চলমান শব্দভাণ্ডার হাতে এসে যাবে। তদুপরি মাদরাসায় পড়ার সার্থকতাও হাসিল হবে। কেননা ইসলামী শিক্ষার মৌলিক উদ্দেশ্য কুরআন হাদীস বুঝে মহান রবের সন্তুষ্টি মোতাবেক আমল করার যোগ্যতা অর্জন করা। হেদায়াতের ওপর অটল থাকা। যার ভিত্তি কুরআন হাদীসের মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন,

«تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ ».

‘আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, তোমরা বিভ্রান্ত হবে না যতদিন এ দুটি আঁকড়ে থাকবে : আল্লাহর কিতাব (কুরআন) এবং তাঁর নবীর সুন্নাহ (হাদীস)।’ [মুয়াত্তা মালেক : ৩৩৩৮]

অথচ বাংলাদেশের প্রচলিত মাদরাসাগুলোর সর্বোচ্চ ক্লাস পড়েও অনেক ক্ষেত্রে লক্ষ্যপূরণ হচ্ছে না। কোনো সরল আয়াতের অর্থ জিজ্ঞেস করলেও বলতে হয়- তরজমা দেখে পরে বলব। অথচ নামের সঙ্গে মাওলানা, আলিম উপাধি যুক্ত হয়েছে। তাহলে কি আরবী কিছু কিতাবাদি পড়লেই লোকে আলেম হয়ে যায়! আরবী ভাষাভাষী সকলেই কি তাহলে আলেম! না, না, এলেম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহিস সালামের রেখে যাওয়া সম্পত্তি। কুরআন ও সুন্নাহ।

আফসোস! শত আফসোস!! ইতোপূর্বে ইমামের ছাত্র ইমাম হয়েছেন, মুত্তাকীর প্রতিবেশী ওলিউল্লাহ হয়ে গেছেন। এখন আলেমের ছেলেও আলেম হয় না। মৌলভী মাওলানা হয় না। হয় কত কিছু।

হায় ভাগ্য! অজ্ঞতার ফেতনা স্রোতের মত বয়ে এলো। উত্তাল সাগরের ন্যায় ধেয়ে এলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহিস সালাম বলেছিলেন,

«تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا »

‘অচিরেই ফেতনা-ফাসাদ চাটায়ের পাতা গাঁথার ন্যায় ধারাবাহিকভাবে মানুষের অন্তরে আসতে থাকবে।’ [মুসলিম : ৩৮৬]

তাই হলো। যে জাতি অতীতে ছিলো “উন্নত শির’’, আজ তারা অধঃমুখী “আসফালা সাফিলিন”। যাঁরা হবেন শাসক, আজ তারা শাসিত।

বর্তমান অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইলমের বিষয়ে আমরা চরম দুর্দিনে বাস করছি। বিশেষত কুরআন ও সুন্নাহ বিষয়ে। তাই এখনি উদ্যোগী না হলে অদূর ভবিষ্যতে কুরআন তরজমা তার গ্রন্থেই সীমিত থাকবে। তাফসীর, বিশ্লেষণ ও গবেষণা তো সুদূরপরাহত। এখন আহ্বান এসেছে ভবিষ্যৎ গড়ার, আগামীর প্রস্তুতির। আল্লাহ তা‘আলা আমাদের সে নির্দেশনাই দিয়েছেন,

﴿ وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ ﴾ [الانفال: ٦٠] 

‘আর তাদের মুকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় কর’। {সূরা আল-আনফাল, আয়াত : ৬০}          

স্মর্তব্য যে, কুরআনে হাকীম প্রজ্ঞাময় কিতাব, মহান আল্লাহর ভাষা। যার পূর্ণ মর্মোদঘাটন দুর্বল মানুষের সাধ্যাতীত ব্যাপার। তবুও তিনি প্রেরণা দিচ্ছেন,

﴿ أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ ٢٤ ﴾ [محمد: ٢٤] 

‘তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?’ {সূরা মুহাম্মাদ, আয়াত : ২৪}

আরেক আয়াতে আল্লাহ আমাদের বলছেন,

﴿ وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٧ ﴾ [القمر: ١٧] 

‘নিশ্চয় আমি স্মৃতিচারণের জন্য কুরআনকে সহজ করে দিয়েছি, অতএব কেউ কি আছে স্মৃতিচারণকারী গবেষক?’ {সূরা আল-কামার, আয়াত : ১৭}

আরেক আয়াতে বলেছেন,

﴿ ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩ ﴾ [القيامة: ١٩] 

‘অতপর আমারই দায়িত্বে রইলো তার ব্যাখ্যা বর্ণনা করা।’ {সূরা আল-কিয়ামাহ, আয়াত : ১৯}

এসব বাণীর কারণেই মনে নিরাশা নেই, বরং আশান্বিত। তাই বুকভরা আশা নিয়ে এই অভিধান প্রণয়নের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। এতে তৃষ্ণাতুরের তেষ্টা সামান্য হলেও মিটবে বলে মনে আল্লাহর কাছে আশা করি।

সুপ্রিয় পাঠকমণ্ডলি! আরবী ব্যকরণের শব্দপ্রকরণশাস্ত্র ‘সরফ’ ও বাক্যগঠনশাস্ত্র ‘নাহব’ ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়। এই অভিধানের প্রথম অধ্যায়ে কুরআন মাজীদে ব্যবহৃত সকল শব্দ তার শব্দমূল তথা মাদ্দানুক্রমে সাজানো হয়েছে। এতে মাদ্দা সংখ্যা আছে প্রায় সাড়ে সতেরশ। একই শব্দমূল থেকে কুরআনে বর্ণিত সকল “ইসম” (বিশেষ্য) “ফি‘ল” (ক্রিয়া) “বাব” (ক্রিয়াশ্রেণী) “মাছদার” (ক্রিয়াবিশেষ্য) রূপ ও “হরফ” (অব্যয়) একাধিক বাংলা প্রতিশব্দসহ দেখানো হয়েছে। শব্দার্থের শেষে প্রয়োগক্ষেত্রের উদাহরণস্বরূপ আগে সূরা ও পরে আয়াত নম্বর এভাবে ‘০০-০০’ প্রদান করা হয়েছে। ক্রিয়ার ক্ষেত্রে বাবের অতীতকালবাচক রূপ (মাযী ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা) ইসমের ওয়াহেদ ও জমা মুকাসসারের সিগাসহ সর্বমোট প্রায় ৫৫০০ শব্দ এন্ট্রি হিসাবে গ্রহণ করা হয়েছে। একই বাব থেকে সমার্থসূচক বিভিন্ন “সিগা” উল্লেখ করে অযথাই গ্রন্থের কলেবর বৃদ্ধি করা হয়নি। কেননা কুরআন তরজমা তাদের কাজ যারা সিগার পরিবর্তনে অর্থের পরিবর্তন অনায়াসে বুঝতে পারেন। সমঝদারের জন্য ইশারাই যথেষ্ট। তাছাড়া তাতে বিরক্তির সৃষ্টি হয়। ক্রয় করতেও লেগে যায় অনেক মূল্য।

অভিধানের দ্বিতীয় পর্বে কুরআনুল কারীমের যেসব শব্দের মাদ্দা খুঁজে বের করতে গলদঘর্ম হতে হয়, তার একটি তালিকা তুলে ধরা হয়েছে। যা সহজে মাদ্দা অনুধাবনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

তৃতীয় পর্বে পাঠকবর্গের হিফয করার সুবিধার্থে প্রথম অধ্যায়ের এন্ট্রিগুলোই বাংলা অর্থসহ সংক্ষেপে পুনরুল্লেখ করা হয়েছে। যাতে পাঠকগণ সহজে মুখস্থ করতে পারেন। দীর্ঘ পরিধির কারণে মনোবল হারিয়ে হীনবল না হয়ে পড়েন। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার ছাত্রদের প্রতি লক্ষ্য করেছি, তারা “নাহব সরফ” যথেষ্ট পারে। পারে না শুধু শাব্দিক অর্থ। এ কারণেই বাক্যার্থ মিলানো আর হয়ে ওঠে না। ফলে ইলমী জিন্দেগী হ-য-ব-র-ল ছাড়া তেমন কিছু হয় না।

আমার বিশ্বাস আগ্রহী পাঠকগণ দৃঢ়প্রত্যয়ী হলে আল্লাহর ফযলে দৈনন্দিন অর্ধশত মাদ্দাও আয়ত্ব করতে পারবেন। এভাবে মুখস্থধারা চালু থাকলে সবকটি মাদ্দা অল্পদিনেই সমাপ্ত হবে ইন শাআল্লাহ। কিন্তু এর জন্য প্রয়োজন উদ্যম, অন্তর্জ্বালা, মনোযোগ ও অধ্যবসায়। দরকার ইখলাস ও একাগ্রতা। তাহলে বিন্দু বিন্দু মেহনত সাগরসম আশা পূরণে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

২০০৫ সালে অভিধানের পাণ্ডুলিপি তৈরি হলেও এ কথা ভেবে কোনো প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করিনি যে, আমার মতো অধমের লেখা কে আবার ছাপানোর ব্যবস্থা করবে? সাহিত্য জগতে প্রবীণগণের মূল্যায়ন বেশি, হওয়াও উচিত। নতুন কলম মুক্তা ঝরালেও তা মরীচিকার ন্যায় ম্লান হয়ে যায়, যা অনুচিত।

কুরআনে কারীমের সকল মাদ্দা, ইসম, ফি‘ল, হরফ ও বাব সংক্ষিপ্ত পরিসরে মুখস্থ করার উপযুক্ত এক অনন্য অভিধান।

সংকেত নির্দেশ

اج‘ اسم جمع  

জাতবাচক ইসম

جل‘ جمع لايوجد فى القران       

পরবর্তী বহুবচনটি পবিত্র কুরআনে নেই

ام‘ اسم مبالغة

অতিশয় অর্থজ্ঞাপক ইসম

ص‘ صفت مشبهة

বিশেষণ

و‘ واحد لايوجد فى القران

পরবর্তী একবচনটি পবিত্র কুরআনে নেই

ج‘ جمع

বহুবচন

مث‘ مؤنث

স্ত্রীলিঙ্গ

مص‘ مصدر

মূলধাতু

مف‘ اسم مفعول

কর্মবাচক

فا‘ اسم فاعل

কর্তাবাচক

 [ن]‘ نَصَرَ

 [ض]‘ ضَرَبَ

 [س]‘ سَمِعَ

 [ف]‘ فَتَحَ

 [ح]‘ حَسِبَ

 [ك]كَرُمَ

الف [৭৮]

أَبٌّ اج <أبب উদ্ভিদ, ঘাস, তৃণ, লতা, পশুখাদ্য ৮০:৩১

أَبَدًا <أبد সর্বদা, অনন্তকাল, প্রতিনিয়ত কখনও ২৪:

إِبْرَاهِيْم <أبرهم ইবরাহিম আলাইহিস সালাম ইবন আযার ২:১২৪

أَبَقَ [ن، ض] <أبق পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া ৩৭:১৪০

إِبِلٌ اج <أبل উট, উষ্ট্র ৬:১৪৪

أَبَابِيلَ وإِبِّيْلٌ পাখির ঝাঁক, ঝাঁকেঝাঁকে পাখি ১০৫:

أبٌ ج أباَءٌ <أبو পিতা, বাবা ১২:৮, চাচা; দাদা, পিতামহ, পিতৃপুরুষ ২:১৩৩, أَبَوَيْنِ দ্বিবচন: পিতা-মাতা, মা-বাবা ১২:৬; آباَءٌ  বহুবচন: পিতৃপুরুষ, বাপদাদা ২:১৭০

يَاأَبَتِ আব্বা!, আব্বাজান!, বাবা!, হে পিতা!, পিতাজি!, বাবাজি! ১২:

أَبَى [ف] <أبى মানতে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অসম্মতি জ্ঞাপন করা ২:৩১

اَتَى [ض] <أتى আসা, আগমন করা, ঘনিয়ে আসা, করে আসা ১৯:২৭, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা ১৬:২৬, সমকাম করা ৭:৮১, কর্ম করা, কাজ করা ৭:৮০, নবায়ন করা ১৪:১৯

اَتَى بِ আনা, নিয়ে আসা, সহকারে আসা ২৬:৮৯

آتَى، اِيْتَاءً দেওয়া, প্রদান করা, দান করা ১৬:৯০

آتِيٌ، آتِيَةٌ আসন্ন, আগত, আগমনকারী ১৯:৯৩

مَأتِيٌّ مف গন্তব্য, আগমনস্থল ১৯:৬১

المُؤتِيُ দাতা, প্রদানকারী, দানকারী ৪:১৬২

أَثَاثٌ و أَثَاثَةٌ <أثث আসবাবপত্র, সরঞ্জাম, উপকরণাদি, সামগ্রী ১৬:৮০

آثَرَ <أثر অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া, প্রভাবশালী বানানো, প্রভাবিত করা ৭৯:৩৮

اَثَرٌ ج آثاَرٌ নিদর্শন, পদাঙ্ক, চিহ্ন, পদচিহ্ন, প্রভাব, অবদান ২০:৮৪

اَثَارَة ঐতিহ্য, প্রমাণবাণী, নিদর্শনবাহী ৪৬:

اَثْلٌ جل آثَالٌ، أَثُوْلٌ <أثل নিষ্ফলাবৃক্ষ, ঝাউগাছ ৩৪:১৬

اِثْمٌ جل آثَامٌ <أثم অন্যায়, গুনাহ, পাপ, অপরাধ, অবাধ্যতা ৫:৩, শির্ক ৫:৬৩

اَثَامٌ পাপের কঠোর শাস্তি, দোযখের উপত্যকার নাম ২৫:৬৮

آثِمٌ، اَثِيمٌ পাপী, গুনাহগার, পাপকারী, অপরাধী, অবাধ্য ২:২৭৬

تَأثِيمٌ অশ্লীলতা, অপকথা, কুকথা, পাপকথা ৫২:২৩

اُجَاجٌ <أجج লবণাক্ত, লোনতা, কড়া লোনা, ক্ষারান্বিত ২৫:৫৩

يَأجُوجُ ইয়াজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪

مَأجُوجُ মাজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪

أَجَرَ [ن] <أجر মজদুরি করা, কাজ করা, শ্রম দেওয়া, চাকরি করা ২৮:২৭

اسْتَأجَرَ চাকুরিতে নেওয়া, কাজে নেওয়া, চাকর রাখা, মজদুর রাখা, শ্রমিক নিয়োগ দেওয়া ২৮:২৬

أجْرٌ ج أُجُور বিনিময়, বদলা, প্রতিদান, মজদুরি, পারিশ্রমিক, পুরস্কার ৫:৫, দেনমোহর, মোহরানা, স্ত্রীপণ, বধুপণ ৪:২৫

أجَّلَ <أجل সময় ধার্য করা, নির্ধারণ করা ৬:১২৮

أجَلٌ جل آجَالٌ নির্ধারিত সময়, মৃত্যু, ধ্বংস, শাস্তি ৬৩:১১

أجْل কারণ, হেতু, জন্য ৫:৩২

مُؤَجَّل নির্ধারিত, নির্দিষ্ট, ধার্যকৃত সময় ৩:১৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <أحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:

أخَذ [ن]، أخْذًا، أخْذَةً، آخَذَ <أخذ ধরা, নেওয়া, গ্রহণ করা, ৭:১৫৪, পাকড়াও করা, গ্রেপ্তার করা, দোষী সাব্যস্ত করা, কবলিত করা ২:২৮৬

اتَّخَذَ، اتِّخَاذ সাব্যস্ত করা, অবধারণ করা, গ্রহণ করা, বানানো ২:৫৪, মনোনীত করা ৪:১২৫

آخِذٌ ধারণকারী, গ্রহণকারী, পাকড়াওকারী ৫১:১৬

مُتَّخِذ সাব্যস্তকারী, গ্রহণকারী ১৮:৫১

أخَّرَ <أخر পিছে ফেলা, পশ্চাতে রাখা, রেখে যাওয়া, অবকাশ দেওয়া, অবসর দেওয়া, বিলম্বিত করা, মুলতবি করা, স্থগিত রাখা ৪:৭৭

تَأخَّرَ، اسْتَأخَرَ বিলম্বিত হওয়া, দেরি হওয়া, পিছিয়ে পড়া, পিছে পড়া, পিছপা হওয়া, পশ্চাতে থাকা, পশ্চাৎগামী হওয়া, পশ্চাৎবর্তী হতে চাওয়া ২:২০৩

مُسْتَأخِرٌ পশ্চাৎগামী, পশ্চাৎবর্তী, পরবর্তী ১৫:২৪

آخَرُ مث أُخْرَى ج أُخَرُ অন্য, অপর, আরোও, অপরাপর ২:১৮৪

الآخِرُ অনন্ত, অশেষ, ‘আল-আখির’ আল্লাহর গুণবাচক নাম, পরবর্তী, পশ্চাৎবর্তী, শেষ, সর্বশেষতম ৫৭:

الآخِرَة আখেরাত, পরকাল, পরপার, পরজগত, পরজনম ২:

أَخٌ ج إخْوان، إخْوَة <أخو ভাই, ভ্রাতা, সহোদর, জাতি ভাই, ভ্রাতৃত্ববন্ধন ৪:১২

أُخْتٌ ج أَخَوات বোন, ভগ্নী, সহোদরা ৫:৩১

إدٌّ جل إِدَدٌ <أدد জঘন্য, মন্দ, অশোভনীয় ১৯:৮৩

آدَم <أدم আদম আলাইহিস সালাম, আদি মানব, দেহের অভ্যন্তরীণ মানবাঙ্গ ২:৩১

أَدَّى، أدَاءٌ <أدى আদায় করা, পরিশোধ করা, প্রাপ্য দেওয়া, অর্পণ করা ২:১৭৮

إذْ، إذَا যখন, তখন, কারণ, কেননা, থাকলে, তখনি ২:৩০

إذًا হঠাৎ, সহসা, আকষ্মাৎ, তখন, তাহলে, তবে ২০:২০

أذِنَ [س]، إذْنٌ <أذن অনুমতি দেওয়া, নির্দেশ দেওয়া; শোনা, শ্রবণ করা, কর্ণপাত করা ৮৪:

آذَنَ، أذَّنَ، تَأَذَّنَ، أذَانٌ ডাকা, আহ্বান করা, ঘোষণা করা, এলান করা, আযান দেওয়া ১৪:

اسْتَأذَنَ অনুমতি চাওয়া ৯:৮৩

إذْنٌ ইচ্ছা, বিধিবিধান, অনুমতি ৪২:৫১

أُذُنٌ ج آذانٌ কান, কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রীয়, শ্রোতা, উৎকর্ণ, কানখাড়া, শ্রবণোন্মুখ, কাননির্ভর, কানসর্বস্ব, শ্রুতিমুগ্ধ, কর্ণবৎ, কানের মত ৯:৬১

مُؤَذِّنٌ ঘোষক, ঘোষণাকারী ৭:৪৪

آذَى <أذى কষ্ট দেওয়া, উত্ত্যক্ত করা, বিরক্ত করা, শাস্তি দেওয়া ১৪:১২

أَذًى কষ্ট, তকলিফ, নাপাকবস্তু, বিরক্তিকর ২:২২২, উকুন ২:১৯৬, প্রচণ্ডতা ৪:১০২

إِرْبَةٌ جل أُرَبٌ <أرب যৌন চাহিদা, সেক্স, উত্তেজনা, কামভাব ২৪:৩১

مَآرِبُ و مَأْربَةٌ চাহিদা, প্রয়োজন ২০:১৮

أَرْضٌ ج آرَاضٌ، أُرُوْضٌ <أرض মাটি, জমিন, দেশ, পৃথিবী, ভূমণ্ডল, ভূপৃষ্ঠ, ভূগর্ভ  ২:১১

أَرَائِكُ و أَرِيْكَةٌ <أرك সিংহাসন, মসনদ, রাজাসন ১৮:৩১

إِرَمَ <أرم ইরাম: আদ জাতির পিতা, ইরাম ইবন সাম ইবন নূহ আলাইহিস সালামের বংশধর ৮৯:

آزَرَ <أزر শক্তি যোগান, শক্ত করা, মজবুত করা, দৃঢ় করা ৪৮:২৯, আজার : ইবরাহিম আলাইহিস সালামের পিতা ৬:৭৪

أَزْرٌ [ض] দৃঢ় করা; শক্তি, বল, কোমর ২০:৩১

أَزَّ [ن]، أَزًّا <أزز উস্কানি দেওয়া, প্ররোচিত করা ১৯:৮৩

أَزِفَ <أزف ঘনিয়ে আসা, ঘনানো, নিকটবর্তী হওয়া ৫৩:৫৭

الآزِفَةُ ঘণঘটা, কিয়ামত, আকস্মিনী, তরস্বিনী, আশুগামিনী ৫৩:৫৭

أَسَرَ [ض] <أسر আটক করা, বন্দি করা, গ্রেফতার করা ৩৩:২৬

أَسْرٌ مص আকৃতি, কাঠামো, গঠন ৭৬:২৮

أَسِيرٌ ج أُسَارَى، الأَسْرَى বন্দি, আটক, ধৃত, কয়েদি ২:৮৫

إسْرائِيل আল্লাহর বান্দা, ইয়াকুব আলা. এর উপাধি ২:৪০

بَنِي إِسْرَائِيلَ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইহুদি-খ্রিষ্টান ২:৪০

أَسَّسَ <أسس ভিত্তি প্রস্তর স্থাপন করা, বুনিয়াদ রাখা, ফাউন্ডেশন করা ৯:১০৮

آسَفَ <أسف মর্মজ্বালা বাড়ান, মনস্তাপ বৃদ্ধি করা, ক্ষুব্ধ করা, মর্মাহত করা ৪৩:৫৫

أَسَفًا، أَسِفًا মর্মাহত হওয়া, অনুতাপে, দুঃখে, সখেদে,  আফসোসে ১৮:

أَسَفَى হায় আফসোস, হায় হায়!, আ-হাহা! ১২:৮৪

يُوسف ইউসুফ ইবন ইয়াকুব বিন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ১২:৮৪

إسْماعِيل ইসমাঈল ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১২৫

آسِنٌ <أسن পচাপানি, পানেটপানি ৪৭:১৫

غير آسِن স্বচ্ছপানি, নির্মলজল, নির্মলপানি, পচনমুক্ত, পচনহীন ৪৭:১৫

أُسْوَةٌ جل أُسًى، إِسًى <أسو আদর্শ, অনুসৃতি, মডেল; সহমর্মিতা, সান্ত¦না, প্রবোধ ৩৩:২১

آسَى، أَسِيَ [س] <أسى আক্ষেপ করা, সমবেদনা জানানো, আফসোস করা, পরিতাপ করা, ব্যথিত হওয়া, ম্রিয়মান হওয়া, নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া ৭:৯৩

أَشِرٌ جل أَشِرُوْنَ <أشر দাম্ভিক, স্পর্ধী, গর্বিত, অহঙ্কারী ৫৪:২৫

إِصْرٌ جل آصَارٌ <أصر ভার, বোঝা, ওয়াদা, প্রতিশ্রুতি ৩:৮১

أَصْلٌ ج أُصُولٌ <أصل মূল, গোড়া, শিকড়, উৎস ১৪:২৪

أَصِيْلٌ ج الآصَالُ সন্ধা, সায়াহ্ন, রাতের সূচনাকাল, দিনান্ত, অস্তকাল, গোধুলি ২৫:

أُفٍّ <أفف ছি-ছি!, উফ!, ধিক! ১৭:২৩

أُفُقٌ ج آفَاقٌ <أفق দিগন্ত, দিকচক্রবাল, দিকরেখা, আকাশপ্রান্ত ৫৩:

أَفَكَ [ض]، إفْكًا <أفك মুখ ফিরানো, বিমুখ করা, বিতৃষ্ণ করা, বিমুখ হওয়া, বিতৃষ্ণ হওয়া, হীনবল হওয়া, নিন্দিত হওয়া, অপবাদগ্রস্ত হওয়া ৫১:৯, মিথ্যা রটানো, অপবাদ দেওয়া ২৪:১১

أَفَّاكٌ মিথ্যাবাদী, মিথ্যুক, নিন্দুক ২৬:২২২

الْمُؤْتَفِكَةَ উল্টোমুখী, বিধ্বস্ত, পয়মাল ৫৩:৫৩

أَفَلَ [ض] <أفل সূর্য ডোবা, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া ৬:৭৭

الأَفِلِينَ অস্তগামী, অস্তায়মান, অস্তোন্মুখ, লুপ্তমান ৬:৬৭

أَفَ তবে কি? তারপরেও কি? ২:৪৪

أَكَلَ [ن]، أَكْلاً <أكل খাওয়া, আহার করা, ভক্ষণ করা, সেবন করা ২:১৭৪

آكِلٌ ভক্ষক, ভোজনকারী, ভোক্তা, ভোগকারী, আহারকারী ৩৭:৬৬

أَكَّالٌ খাদক, পেটুক ৫:৪২

مَأْكُولٌ ভক্ষিত, ভোজ্য, খাদ্য ১০৫:

أُكُلٌ ফল, খাদ্য, অন্ন ১৩:

أَلاَ জেনে রেখো, শুনে রাখ, শোন, সাবধান, খবরদার ২:১২

أَلَتَ [ض] <ألت কমানো, হ্রাস করা, কম দেওয়া ৫২:২১

الر অনবহিত অর্থ ১০:১

أَلَّفَ <ألف মিলন ঘটানো, যোজনা করা, গাঁথা, জুড়ে দেওয়া, ভালোবাসা সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা ৮:৬৩

الْمُؤَلَّفَةِ মিলনঘটিত, সংযোজিত ৯:৬০

إِيلاَفِ আকর্ষণ, আসক্তি, নিরাপদাবস্থা, নিরাপত্তা ১০৬:

أَلْفٌ হাজার, সহস্র ২:৯৬

أَلْفَيْنِ দুই হাজার ৮:৬৬

ج أُلُوفٌ، آلاف হাজার হাজার, অসংখ্য ২:২৪৩

إلًّا <ألل আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক ৯:

إلَّا তবে, কিন্তু, উপরন্তু, ব্যতীত, ছাড়া, নতুবা, অন্যথায়, একমাত্র, কেবলমাত্র, শুধু ২:

الذِى، الذان، الذَين، الذِين، التِى، الَّاتِى، الَّائِى যে, যে ব্যক্তি, যারা, যা, যেগুলো ২:১৭

أَلِمَ [س] <ألم কষ্ট করা, কষ্ট ভোগ করা, কষ্ট সহ্য করা, ভোগান্তি পোহানো ৪:১০৪

أَلِيمٌ কষ্টকর, কষ্টদায়ক, বেদনাদায়ক, সকরুণ, মর্মান্তিক, হৃদয়স্পর্শী, বিষাদময় ২:১০

الم অনবহিত অর্থ ২:১

المر অনবহিত অর্থ ১৩:১

المص অনবহিত অর্থ ৭:১

إلهٌ ج آلِهَةٌ <أله মা‘বুদ, উপাস্য, আরাধ্য, উপাসনাযোগ্য, এবাদতের উপযুক্ত ৬:১৯

الله ‘আল্লাহ’ অপরিহার্য সত্তার প্রকৃত নাম, কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই। ১:

اللهم হে আল্লাহ! ৩:৩৬

أَلَا، يَألُو [ن] <ألو ত্রুটি করা, কম করা ৩:১১৮

آلَى، يُوْلِىْ স্ত্রী ত্যাগের কসম করা, সহবাস না করার শপথ করা ২:২২৬

ائْتَلَى কসম করা, শপথ করা, হলফ করা, ত্যাগের শপথ করা, কসম খাওয়া ২৪:২২

آلاءٌ و إِلَى، أَلَى، إِلْيٌ <ألي অনুগ্রহ, দান, করুণা, সম্পদ, নেয়ামত ৫৫:১৩

إلَى পর্যন্ত, অবধি, সহ ২:১৪

إلْيَاس ইলিয়াস আলাইহিস সালাম ৬:৮৫

إلْيَاسِين ইলিয়াস আলাইহিস সালামের উম্মতগণ/ ইলিয়াস আলাইহিস সালাম ৩৭:১৩০

أَمْ অথবা, অন্যথায়, নতুবা, না-কি, তবে কি ২:

أمْتٌ جل إِمَاتٌ، أَمُوْتٌ <أمت টিলা, অসমতা, বন্ধুর ২০:১০৭

أمَدٌ جل آمَادٌ <أمد সময়, নির্ধারিত সময়, সুদীর্ঘকাল, ব্যবধান ৩:৩০

أَمَرَ [ن] <أمر আদেশ করা, হুকুম করা, নির্দেশ দেওয়া, অনুপ্রাণিত করা ২:২৭

ائْتَمَرَ পরামর্শ করা, অনুপ্রেরণা দেওয়া, মন্ত্রণা দেওয়া, আদেশ পালন করা ২৮:২০

الآمِرُ নির্দেশক, আদেশকারী, আদেশদাতা, অনুপ্রেরণাদাতা, উৎসাহদাতা ৯:১১২

أمَّارَةٌ কুচক্রিণী, প্ররোচনাদাত্রী ১২:৫৩

إمْرًا অপছন্দনীয়, বিষ্ময়কর, উস্কানিমূলক, প্ররোচনামূলক ১৮:৭৯

أمْرٌ ج الأمُور বিষয়, নির্দেশ, হুকুম, কাজ, ধর্মবিষয় ৯:৪৮; কথা, উক্তি ১৮:২১; শাস্তি, দণ্ড ১৪:২২; কিয়ামত, ফয়সালা ১৬:

أمْسِ جل آمَاسٌ أُمُوْسٌ <أمس গতকাল, বিগতকাল, বিগতদিন, অতীতে ১০:২৪

أمَلٌ جل آمَالٌ <أمل আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা ১৫:

آمِّيْنَ <أمم গমনেচ্ছুক, আকাঙ্ক্ষী ৫:

أُمٌّ ج أُمَّهَات মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী ২৮:৭; নবীজি (সা.) এর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনীন ৩৩:৬; মূল, গোড়া, আসল, উৎস ৩:৭; ঠিকানা, আশ্রয় ১০১:৯; রাজধানী, প্রধান নগর ২৮:৫৯

أُمَّةٌ ج أُمَمٌ উম্মত, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত ২:১৩৪; জাতিধর্ম, জাতধর্ম ২১:৯২; ধর্মাবলম্বী ৪৩:৩৩; বৎসর, বছর, কাল ১১:৮; নেতা, অনুসৃত ব্যক্তি ১৬:১২০

إمَامٌ ج أئِمَّةٌ ইমাম, নেতা, সর্দার, পথপ্রদর্শক ২:১২৪; রাজপথ, মহাসড়ক ১৫:৭৯; আমলনামা ১৭:৭১; লাওহে মাহফুজ ৩৬:১২

أُمِّيٌّ ج أُمِّيُّون নিরক্ষর, উম্মি, আরব জাতি, আরব দেশ ৬২:

أمَامَ সামনে, সমুখে, সম্মুখে ৭৫:

اِمَّا، أَمَّا অথবা, হয়, হয়তো, হয়তবা, নতুবা, তা না হলে, তবে, যখন ১৮:৭৯, ৮৬

أمِنَ [س] <أمن বিশ্বাস করা, নিরাপদ থাকা, নিশ্চিত হওয়া ৭:৯৭; আমানাত রাখা, গচ্ছিত রাখা, সংরক্ষনে দেওয়া ৩:৭৫

آمَنَ، إيمَانًا ঈমান আনা, স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা ১:১১; নিরাপত্তা দেওয়া, অভয় দেওয়া ১০৬:

ائْتَمَنَ আমানত রাখা, রক্ষিত থাকা, গচ্ছিত থাকা ২:২৮৩

آمِنٌ ج آمِنُون مث آمِنَةٌ নিরাপদ, নিঃশঙ্ক, অভয়, নিরাপত্তাময় ১৬:১১২

أمَانَةٌ ج أمانات আমানত, গচ্ছিত সম্পদ, রক্ষিত মালামাল ৩৩:৭২

الأمْنُ، أمَنَةٌ নিরাপত্তা, অভয়, শান্তি, স্বস্তি ৪:৮৩

أَمِينٌ বিশ্বস্ত, আমানতদার ৭:৬৮; ভরসাস্থল, নিরাপদ ৪৪:৫১

مَأْمَنَةٌ আশ্রয়কেন্দ্র, ভরসাস্থল, নিরাপদস্থান, সুরক্ষাশ্রয়, অভয়শালা, নিরাপদভূমি ৯:

مَأْمُونٌ নিঃশঙ্ক বস্তু, নিরাপদ, সংরক্ষিত ৭০:২৮

غيرُ مأمون আশঙ্কাজনক, অনিরাপদ, অরক্ষিত, আশঙ্কাজনক, বিভীষিকাপূর্ণ, ভয়ংকর ৭০:২৮

المُؤْمِنُ মুমিন, নিরাপত্তা প্রদানকারী ৫৯:২৩

أَمَةٌ ج إمَاءٌ <أمو দাসী, বাঁদি, বান্দি, ক্রীতদাসী ২:২২১

إنْ যদি ২:২৩

أنْ যে ২:২৬

أِنَّ নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহে ২:৬;২৬

اَنْتَ ( পুং. এক বচন ) তুই, তুমি, আপনি ২:৩২

اَنْتُمَا তোমরা দুজন, আপনারা দুজন ২৮:৩৫

اَنْتُمْ ( পুং. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা ২:২২

اَنْتِ ( স্ত্রী. এক বচন ) তুই, তুমি, আপনি

اَنْتُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা

أُنْثَى ج إنَاثٌ <أنث কন্যা, নারী, মহিলা, স্ত্রীলোক, স্ত্রীজাতি, মাদি ৩:৩৬; প্রতিমা, মূর্তি, দেবী ৪:১১৭

إنْجِيلٌ جل أَنَاجِيْلُ <أنجل ইঞ্জিল, বাইবেল, ঈসা আলাইহিস সালামের পর অবতীর্ণ আসমানি কিতাব ৩:

آنَسَ <أنس দেখা, দেখতে পাওয়া, অবগতি লাভ করা, খবর পাওয়া, আঁচ করতে পারা, আকর্ষণ করা, সন্ধান পাওয়া ২০:১০

اسْتَأنَسَ অবগতি কামনা করা, খবর দেওয়া, জ্ঞানগোচর করা, আকৃষ্ট করতে চাওয়া, জানান দেওয়া, খবর নেওয়া, অনুমতি নেওয়া ২৪:২৭

مُسْتَأنِسٌ খবরাখবর গ্রহণকারী, চিত্তাকর্ষক, উৎকর্ণ, শ্রুতিমুগ্ধ হয়ে উপবিষ্ট, মুগ্ধচিত্তে উপবিষ্ট ৩৩:৫৩

إنْسٌ، إنْسانٌ ج أُناسٌ، أَناسِيٌّ মানুষ, ইনসান, মনুষ্য, মানব, মানবজাতি, আকর্ষণকারী ২:৬০

إنْسِيًّا মানবসুলভ, মানবিক, মানুষী, মানবীয়, আকর্ষণীয় ১৯:২৬

أنْفٌ جل آنَافٌ، أُنُوْفٌ <أنف নাক, নাসা, নাসিকা ৫:৪৫

آنِفًا এই মাত্র, এখনই, সবেমাত্র, নাকের ডগায় ৪৭:১৬

أنَامٌ اج <أنم সৃষ্টি, সৃষ্টিকুল, মাখলুক, সৃষ্টিজীব ৫৫:১০

أَنَّى <أني কীভাবে, কোত্থেকে, কিরূপে, কেমন করে, যেভাবে ২:২২৩; কোথায়, কখন

أَنَى [ض] সময় হওয়া, সময় আসা ৫৭:১৬

ألَمْ يَأنِ সময় কি আসেনি? সময় কি হয়নি? ৫৭:১৬

آنٍ، آنِيَةٌ উথলীয়মান গরম পানি, ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, টগবগে পানি, উচ্ছ্বসিত পানি ৫৫:৪৪

آنِيَةٌ و إِنَاءٌ পাত্র, বরতন, বাসন, তশতরি ৮৮:

آنَاءٌ و إِنَى সময়, বেলা, প্রহর ৩:১৩৩

إنَاهُ তার রান্না করা, তার পাকানো ৩৩:৫৩

أوْ অথবা, নতুবা, কিংবা, বা ২:১৯

أَوَّبَ <أوب প্রত্যাবর্তন করা, বারবার তাসবিহ পড়া, গুণকীর্তন করতে থাকা ৩৪:১০

إيَابٌ প্রত্যাবর্তন, ফিরে আসা ৮৮:২৫

أَوَّابٌ ج الأوابين ইবাদাতপ্রবণ, উপাসনানুরাগী, তাওবাকারী, প্রায়শ্চিত্তকারী, প্রত্যাবর্তনকারী ৩৮:১৯

مَآبٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান, আশ্রয়স্থল ৩:১৪

أيُّوب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

آدَ، يَؤُوْدُ <أود ক্লান্ত বানান, ক্লান্ত করা, অবসন্ন করা ২:২৫৫

تَأويل <أول ব্যাখ্যা, বিবরণ, বাস্তবায়ন ১২:১০০; পরিণাম, পরিণতি ৪:৫৯

آلٌ পরিবার, পরিজন, গোষ্ঠী, বংশ, সম্প্রদায়, উম্মত, দল, জাতি ২:৪৯

الأوَّلُ অনাদি, প্রথম, আউয়াল ৫৭:

الأوَّلون  مث الأُوْلَى ج ইহকাল, পৃথিবী, প্রথম, প্রাচীন, পূর্ববর্তী, প্রথমা, পূর্ব ২৮:৭০

أُولُوْا، أُولات অধিকারী, মালিক, ওয়ালা, অভিভাবক ৬৫:

أُولاء، هؤُلاء এরা, এই সকল, এসব, এগুলো, এইতো এরা ৩:১১৯

أُولئِكَ তারা, ঐ সকল, ওসব, ওগুলো, যেগুলো ২:

أَوَّاهٌ <أوه মানবদরদি, বিশ্বপ্রেমী, কোমলহৃদয় ৯:১১৪

أوَى [ض] <أوي ঘর বাঁধা, আশ্রয় নেওয়া, আবাস বানানো, নিবাসী হওয়া ১৮:১০

آوَى আশ্রয় দেওয়া, আবাস দেওয়া, থাকতে দেওয়া ১২:১৯

المَأْوَى আশ্রয়স্থল, ঠিকানা, নিবাস, বাসস্থান ৩২:১৯

أَهْلٌ ج أهلون <أهل পরিবার, পরিজন, সন্তান-সন্ততি, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, বংশ ৫:১৯; বাসিন্দা, অধিবাসী ৭:৯; অধিকারী, মালিক, প্রাপক, ওয়ালা, যোগ্য, উপযুক্ত ৪:৫৮; অভিভাবক ৪:২৫

إِيْ হাঁ, অবশ্যই, কসম, শপথ ১০:৫৩

آيَةٌ ج آيَات <أيء আয়াত, কুরআনের অংশ বিশেষ, চিহ্ন, নিদর্শন, উপদেশ ২:২৪৮

أَيُّوب <أيب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

أَيَّدَ <أيد শক্তি যোগানো, শক্তিশালী করা, মদদ দেওয়া, সাহায্য করা ৮:৬২

أَيْدٌ শক্তি, বল, সাহায্য ৫১:৪৭

ذَا الأَيْدِ শক্তিমান, বলিষ্ঠ, শক্তিশালী, শক্তিধর, বলবিক্রম ৩৮:১৭

الأيْكَة <أيك আইকা: বন, জঙ্গল, কান্তার, গহীনবন, আইকা বন ৩৮:১৩

أصْحاب الأيكة আইকার অধিবাসী, বনবাসী, বনের অধিবাসী ৩৮:১৩

أيَامَى و أَيِّمٌ <أيم অবিবাহিত, বিয়েশুন্য, বিবাহযোগ্য, বিবাহমুক্ত, বিবাহহীন, যার বিবাহ বর্তমান নেই, বিবাহার্হ ব্যক্তি ২৪:৩২

الآنَ <أين এখন, মাত্র, কেবল ২:৭১

أَيَّانَ কখন, কবে, কোন সময় ৭:১৮৭

أَيْنَ কোথায়, কোনখানে, কই ৬:২২

أَيْنَمَا যেখানেই, যেখানে-সেখানে, যথাতথা, যত্রতত্র ২:১১৫

أَيٌّ কেউ, কোন, কোনটি, কী, কেন ৬:১৯

أَيًّا، أَيَّمَا যে কোন, কোনটি, যে কোন একটি ১৭:১১০

أَيُّهَ، أَيَّهَا، أَيَّتُهَا হে, জনাব, এই ২৪:৩১

إيَّا ই, যেমন إيَّاكَ তোমাকেই ১:৫

كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু, ঢের ঢের, প্রচুর, কতিপয়, কয়েক ৬৫:

باء [৮৭]

ب সঙ্গে, দ্বারা, দিয়ে, সাহায্যে, মাধ্যমে, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, প্রতি, কারণ, শপথ, হতে, তে, ভিতরে, অনুযায়ী, অনুরূপ, মত, সমান

بَابِلُ <ببل বাবেল: ফোরাত নদীর দুতীরে বিস্তীর্ণ খ্রীষ্টপূর্ব ৫৩৮ সনে ধ্বংসপ্রাপ্ত জাদুপ্রধান প্রাচীন শহর, ব্যাবিলন শহর ২:১০২

بِئْرٌ جل آبَارٌ <بأر কূপ, কুয়া ২২:৪৫

اِبْتَئَسَ <بأس দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, বিমর্ষ হওয়া ১১:৩৬

بَأْسٌ، بَأْسَاءُ যুদ্ধ, লড়াই, বিপদ, সমস্যা, দুরাবস্থা, দুর্দশা, অভাব, দারিদ্র, দরিদ্রতা ২:১৭৭; শক্তি, শক্তি ব্যয় ৪:৮৪; আযাব, শাস্তি ৪০:১৯

بَائِسٌ অভাবগ্রস্ত, বিপদাপন্ন, ক্ষুধার্ত ২২:২৮

بَئِيسٌ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, প্রচণ্ড ৭:১৬৫

بِئْسَ কতইনা খারাপ, কতইনা মন্দ, অতিমন্দ, নিকৃষ্টতর ২:১০২

بِئْسَمَا কতইনা মন্দ বিষয়, কতইনা নিকৃষ্ট বস্তু ২:৯০

الأَبْتَرُ <بتر লেজকাটা, নির্বংশ, লেজহীন, পুচ্ছহীন ১০৮:

بَتَّكَ <بتك কাটা, কর্তন করা, চিরা, ছেদন করা ৪:১১৯

تَبَتَّلَ، تَبْتِيلاً <بتل নিরালায় ধ্যান করা, বিজনে সাধনা করা, মুরাকাবা করা ৭৩:

بَثَّ [ن] <بثث ছড়ানো, বিক্ষিপ্ত করা, প্রসার করা, বিস্তার করা ৪:

بَثِّي আমার আক্ষেপ, দুঃখ, চিন্তা, পরিতাপ ১২:৮৬

مَبْثُوثٌ مث مَبْثُوثَةٌ বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ছিন্নভিন্ন ১০১:

مُنْبَثًّا বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, উড়ন্ত ৫৬:

انبَجَسَ <بجس ঝরণা ঝরা, প্রস্রবণ প্রবাহিত হওয়া ৭:১৬০

بَحَثَ [ف] <بحث অনুসন্ধান করা, তালাশ করা, মাটি খনন করা ৫:৩১

بَحْرٌ ج بِحَارٌ، أَبْحُرٌ <بحر সাগর, সমুদ্র, সিন্ধু, দরিয়া, পারাবার ২:৫০

بَحِيرَةٍ দেবতার জন্য উৎসর্গীকৃত পাঁচবার প্রজনন করা কানকাটা বাঁধনমুক্ত উটনী বা এমন পশু, ধর্মের ষাঁড় ৫:১০৩

بَخَسَ [ف] <بخس কমানো, কম দেওয়া, প্রাপ্য হ্রাস করা, ক্ষতি করা ২:২৮২

بَخْسٌ স্বল্পমান, অল্পমূল্য, ক্ষতি ১২:২০

بَاخِعٌ <بخع আত্মবিনাশী, ধ্বংসকারী, আত্মনাশক, আত্মনাশী ১৮:

بَخِلَ [س]، الْبُخْلِ <بخل কৃপণতা করা, কার্পণ্য করা, বখিল হওয়া ৪:৩৭

بَدَأَ [ف] <بدأ সূচনা করা, সৃষ্টি করা, আরম্ভ করা, সুত্রপাত করা ৭:২৯

أَبْدَأَ নবায়ন করা, সৃষ্টির সূচনা করা ২৯:১৯

بَدْرٌ <بدر বদর প্রান্তর, বদর কূপ, দ্বিতীয় হি. ১৭ রমজান শুক্রবারে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধের নাম ৩:১২৩

بِدَارًا তাড়াতাড়ি করা, দৌড়ানো, ছুটে যাওয়া, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, শীঘ্র করা, জলদি করা ৪:

ابْتَدَعَ <بدع উদ্ভাবন করা, প্রবর্তন করা, প্রচলন করা, চালু করা ৫৭:২৭

بَدِيعٌ উদ্ভাবক, আবিষ্কারক, প্রবর্তক ২:১১৭

بِدْعًا নতুন, অপূর্ব, অভিনব, প্রথম ৪৬:

بَدَّلَ، تَبْدِيلاً، تَبَدَّلَ <بدل পরিবর্তন করা, বিনিময় করা, বদল করা, রূপান্তর করা, হেরফের করা, রদবদল করা ২:৫৯

أَبْدَلَ বিনিময়ে দেওয়া, পরিবর্তে দেওয়া, বদলে দেওয়া ৬৬:

اسْتَبْدَلَ، إِسْتِبْدالٌ বদল চাওয়া, বিকল্প চাওয়া, বদলাতে চাওয়া, বিনিময় করতে চাওয়া, বদলে নেওয়া, বিনিময় করা, পরবির্তন আনা ৪:২০

بَدَلاً পরিবর্তন, বিনিময়, বদল ১৮:৫০

مُبَدِّلٌ পরিবর্তক, পরিবর্তনকারী, রদবদলকারী, রূপান্তরকারী, হেরফেরকারী ৬:৩৪

بَدَنٌ جل أَبْدَانٌ <بدن বদন, হৃষ্টপুষ্ট শরীর, স্থূলদেহ ১০:৯২

بُدْنٌ و بَدَنَةٌ، بَدْنَةٌ মক্কার হেরেমে হজের কুরবানীর হৃষ্টপুষ্ট উট বা গরু, মোটাতাজা কুরবানীর উট বা গরু ২২:৩৬

بَدَا [ن] <بدو প্রকাশ পাওয়া, বিকাশ হওয়া, বাস করা, ফাস হওয়া ৬:২৮

أَبْدَى প্রকাশ করা, বিকাশ ঘটানো, জাহির করা, প্রকাশিত করা ৭:২০

بَدْوٌ বাসস্থান, গ্রাম, মরুগৃহ ১২:১০০

البَادِ ج بادون মরুবাসী, যাযাবর, বাউণ্ডুলে, বহিরাগত ১১:২৭

مُبْدِيٌ প্রকাশকারী, ফাসকারী ৩৩:৩৭

بَذَّرَ، تَبْذِيرًا <بذر অপব্যয় করা, অপচয় করা, অনর্থক খরচ করা ১৭:২৬

مُبَذِّرٌ অপচয়কারী, অমিতব্যয়ী ১৭:২৭

بَرَأُ [ف] <برأ সৃষ্টি করা, স্পষ্ট বর্ণনা করা ৫৭:২২

أَبْرَأَ আরোগ্য করা, রোগমুক্ত করা, নিষ্কলুষ করা, সুস্থ করা ৫:১১০

بَرَّأَ নির্দোষ প্রমাণ করা, নিষ্কলুষ ঘোষণা করা, নিরাপরাধ সাব্যস্ত করা, দোষমুক্ত করা ৩৩:৬৯

تَبَرَّأَ অসন্তুষ্ট হওয়া, দায়িত্বমুক্ত হওয়া ২:১৬৬

بَرَاءَةٌ দায়মুক্ত হওয়া, নির্দোষ হওয়া, মুক্তিপত্র, ছাড়পত্র, দায়মুক্তি ৯:

بَرَاءٌ، بَرِيءٌ ج بُرَآءُ নির্দোষ, নিষ্কলুষ, দায়িত্বমুক্ত, জিম্মামুক্ত, অসন্তুষ্ট, অপ্রীত ৪৩:২৬

بَرِيَّةٌ جل بَرَايَا সৃষ্টি, সৃষ্টিকুল ৯৮:

البَارِئُ স্রষ্টা, সৃষ্টিকর্তা, বারী: আল্লাহর নাম ২:৫৪

مُبَرَّؤٌ নির্দোষ, নিষ্কলুষ ২৪:২৬

تَبَرَّجَ، تَبَرُّجٌ <برج সৌন্দর্য প্রদর্শন করা, দৃষ্টিরঞ্জন করা ৩৩:৩৩

مُتَبَرِّجَاتٍ সৌন্দর্য প্রদর্শিনী, প্রদর্শনকারিণী ২৪:৬০

بُرُوجٌ و بُرْجٌ গ্রহ, নক্ষত্র, রাশিচক্র ৮১:১;  দুর্গ, কেল্লা, প্রাসাদ, অট্টালিকা ৪:৭৮

بَرِحَ [س] <برح নিরস্ত হওয়া, ক্ষান্ত হওয়া, পরিত্যাগ করা, অটল থাকা ১২:৮০

بَرَدٌ، بَارِدٌ <برد শীতল, ঠাণ্ডা, শৈত্য ২১:৬৯; শীলা, বর্ষোপল, করকা ২৪:৪৩

بَرَّ [ض] <برر দয়া করা, কল্যাণ করা, সদাচার করা ২:২২৪

بَرٌّ، بِرٌّ ج أَبْرَارٌ، بَرَرَةٌ সততা, কল্যাণ, মঙ্গল, নেকি, পুণ্য ২:১৮৯; সৎ, পুণ্যবান, নেককার, ধার্মিক, কর্তব্যপরায়ণ, অনুগ্রশীল ৫২:২৮

بَرٌّ جل بُرُوْرٌ স্থলভাগ, ভূভাগ ১০:২২

بَرَزَ [ن]، بَرَّزَ، بَارِزَةً <برز প্রকাশিত হওয়া, বার হওয়া, সামনে আসা ৩:১৫৪

بَرْزَخٌ جل بَرَازِخُ <برزخ আড়াল, অন্তরাল, আড়, প্রতিবন্ধক, বাধা, সীমারেখা ২৩:১০০

الأَبْرَصُ <برص কুষ্ঠরোগী, কুষ্ঠী, কুঠিয়া ৫:১১০

بَرِقَ [س] <برق ঝলসে যাওয়া, চমক লাগা, ঝলক লাগা, চমকানো, চমকে ওঠা ৭৫:

بَرْقٌ جل بُرُوْقٌ চোখঝলসানো ঝলকানি, ঝলক, চমক, বিজলি, বিদ্যুৎ ২:১৯

أَبَارِيْقُ و إِبْرِيْقٌ চমকদার কেটলি, ঝকঝকে জগ, বদনা ৫৬:১৮

إِسْتَبْرَقٌ ঝকমকি রেশমী বস্ত্র, জরিকরা বস্ত্র, চোখ ঝলসানো রেশম, চকমকি সিল্কবস্ত্র, সিল্কের কাপড় ১৮:৩১

بَارَكَ <برك বরকত দেওয়া, প্রাচুর্য দেওয়া, পর্যাপ্ত করা, বাড়িয়ে দেওয়া, বরকতময় বানানো ৭:১৩৭

تَبَارَكَ সুমহান হওয়া, বরকতপূর্ণ হওয়া, প্রাচুর্যময় হওয়া, মহিমাময় হওয়া, মহিমাময় সাব্যস্ত হওয়া ৭:৫৪

بَرَكَاتٌ و بَرَكَةٌ বরকত, আশীর্বাদ, প্রাচুর্য, পর্যাপ্ত ৭:৯৬

مُبَارَكٌ مث مُبَارَكَةً বরকতময়, বরকতপূর্ণ, পবিত্র, সম্মানিত ৩:৯৬

أَبْرَمَ <برم পরিকল্পনা করা, সঙ্কল্প করা, স্থিরিকরণ, চূড়ান্ত করা ৪৩:৭৯

مُبْرِمٌ পরিকল্পনাকারী, প্রত্যয়ী, মননশীল, সঙ্কল্পকারী, চূড়ান্তকারী ৪৩:৭৯

بُرْهَانٌ جل بَرَاهِيْنُ <برهن প্রমাণ, দলিল, যুক্তি ৪:১৭৪

بَازِغٌ مث بَازِغَةً <بزغ চকচকে, বিকীর্যমান, ছটাবিচ্ছুরক, রশ্মিপতক, উদীয়মান ৬:৭৭

بَسَرَ [ن] <بسر মুখভার করা, মলিন হওয়া ৭৪:২২

بَاسِرَةٌ মলিন, বিষণ্ন, বিবস, মুখভার ৭৫:২৪

بَسَّ [ن]، بَسًّا <بسس চুরমার করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়িয়ে পাউডার করা ৫৬:

بَسَطَ [ن]، الْبَسْطُ <بسط প্রসারিত করা, বিস্তৃত করা, প্রশস্ত করা, প্রাচুর্য দেওয়া, ছড়ানো ৫:১১

بَاسِطٌ  প্রসারী, প্রসারণকারী ৫:২৮

بَسْطَةً বিশালতা, প্রাচুর্য ৭:৬৯

بِسَاطٌ جل بُسُطٌ، مَبْسُوطَة প্রসারিত, বিস্তৃত, বিস্তীর্ণ ৭১:১৯

بَاسِقَةٌ <بسق সুউচ্চ, লম্বা লম্বা, লম্বমান, বিশালকায় ৫০:১০

أَبْسَلَ <بسل বঞ্চিত করা, শাস্তিযোগ্য হওয়া ৬:৭০

تَبَسَّمَ <بسم হাসা, মুচকি হাসা ২৭:১৯

تَبَسَّمَ ضَاحِكًا মুসকিয়ে হেসে ফেলা, অট্টহাসি দেওয়া ২৭:১৯

بَشَّرَ <بشر সুসংবাদ দেওয়া, সুখবর দেওয়া, শুভসংবাদ দেওয়া, খোশখবর দেওয়া ২:২৫

أَبْشَرَ، اسْتَبْشَرَ সুসংবাদ গ্রহণ করা, খুশি হওয়া ৩:১৭০

بَاشَرَ খুশিতে আলিঙ্গন করা, মেলামেশা করা, সহবাস করা ২:১৮৭

بُشْرٌ সুসংবাদের প্রমাণস্বরূপ ৭:৫৭

بُشْرَى সুসংবাদ, খোশখবর ২:৯৭

بَشِيرٌ، مُبَشِّرٌ সুসংবাদদাতা ৫:১৯

مُسْتَبْشِرَةٌ সুসংবাদপ্রাপ্ত, উৎফুল্ল, আহ্লাদিত ৮০:৩৯

بَشَرٌ و بَشَرَةٌ মানুষ, মানব, আদম, ইনসান ৩:৪৭

بَصُرَ [ك]، أَبْصَرَ <بصر দেখা, দর্শন করা, তাকিয়ে দেখা, চোখ মেলে ধরা, স্বচক্ষে দেখা, অনুধাবন করা, বুঝা, বোধ হওয়া, দেখানো ১৯:৪২

بَصَّرَ، تَبْصِرَةً দেখানো, প্রদর্শন করা, প্রদর্শিত করা, দর্শনীয় বানানো ৭০:১০

أَبْصِرْ بِهِ সে কত চমৎকার দর্শক, সে কত প্রখর দৃষ্টিসম্পন্ন, সে কী চমৎকার পর্যবেক্ষক, সুদর্শক ১৮:২৬

بَصِيرٌ সর্বদ্রষ্টা, পর্যবেক্ষক ২:৯২

بَصِيرَةٌ ج بَصَائِرُ সাক্ষ্য, দৃশ্যমান প্রমাণ, দৃষ্টিশক্তি, দর্শনশক্তি, সুস্পষ্টোপদেশ ১২:১০৮

مُبْصِرٌ مث مُبْصِرَةً প্রদর্শনকারী, দিশাপ্রদর্শী স্মারক, প্রকাশ্য নিদর্শন, দৃশ্যমান, উজ্জ্বল, স্পষ্ট ১৭:১২

ج مُبْصِرُونَ، مُسْتَبْصِرِينَ বুঝবান, চক্ষুষ্মান, দর্শনকারী ৭:২০১

بَصَرٌ  ج أَبْصَارٌ চোখ, চক্ষু, আঁখি, দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি ১৬:৭৭

بَصَلٌ <بصل পেঁয়াজ ২:৬১

بِضْعٌ <بضع কয়েক, কতিপয়, কতক (তিন-নয় পর্যন্ত যে কোন সংখ্যা) ১২:৪২

بِضَاعَةً جل بَضَائِعُ মূলধন, পুঁজি, সামান, আসবাবপত্র, সামগ্রী ১২:৬২

بَطَّأَ <بطأ মন্থর হওয়া, পেছনে পড়া, অলসতা করা ৪:৭২

بَطِرَ [س]، بَطَرًا <بطر গর্ব করা, অহঙ্কার করা, অতি উৎফুল্ল হওয়া ৮:৪৭

بَطَشَ [ض]، بَطْشًا، الْبَطْشَةَ <بطش ধরা, পাকড়াও করা, কঠোর হস্তে দমন করা, অভিযান চালানো, শক্তি খাটানো, জোর খাটানো, শক্তি প্রয়োগ করা ৭:১৯৫

بَطَلَ [ن] <بطل বাতিল হওয়া, রহিত হওয়া, নষ্ট হওয়া, অকেজো হওয়া, বেকার হওয়া, নিরর্থ হওয়া, অকার্যকর হওয়া ৭:১১৮

أَبْطَلَ বাতিল করা, রহিত করা, নষ্ট করা, অকেজো করা, মিথ্যা প্রমাণিত করা, অকার্যকর করা ২:২৬৪

بَاطِلٌ বাতিল, রহিত, অকেজো, মিথ্যা, নিরর্থ, অনর্থক, নাহক, নষ্ট, অকার্যকর ৮:

مُبْطِلٌ অনর্থকারী, অনর্থবাদী, অকার্যকারী ৭:১৭৩

بَطَنَ [ن] <بطن গোপন থাকা, সুপ্ত থাকা, অস্পষ্ট থাকা ৬:১৫১

بَاطِنٌ অপ্রকাশমান, গোপনকারী, গোপক, অদৃশ্য সত্তা, আল-বাতিন: আল্লাহর গুণবাচক নাম ৫৭:৩ তখন অর্থ হবে অতি নিকটে; ভিতর দিক, আভ্যন্তরীণ, গোপন গুনাহ ৬:১২১

بَاطِنَةً গোপন. অপ্রকাশ্য ৬:১২০

بِطَانَةٌ ج بَطَائِنُ অন্তরঙ্গ বন্ধু, মনের মানুষ ৩:১১৮

بَطَائِنُ و بِطَانَةٌ অভ্যন্তর, ভিতর পাট, মাঝখান ৫৫:৫৪

بَطْنٌ ج بُطُونٌ পেট, উদর, অভ্যন্তর, ভিতর, গর্ভ, জরায়ু ৩:৩৫

بَعَثَ [ف]، البَعْثُ <بعث প্রেরণ করা, পাঠানো, পুনর্জীবন দেওয়া, পুনরুত্থান করা ২:৫৬

انبَعَثَ، انبِعَاث পুনরুত্থিত হওয়া, উঠা, দাড়ানো, চলা ৯১:১২

مَبْعُوثٌ প্রেরিত, উত্থিত, পুনরোত্থিত, পুনর্জীবিত ৬:২৯

بَعْثَرَ <بعثر নিষ্কাশন করা, উৎপাটন করা, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা, তুলে ফেলা, উন্মোচন করা, পুনরুত্থান করা, অনুসন্ধান করা, তোলা ১০০:

بَعُدَ [ك] <بعد দীর্ঘ হওয়া, মারাত্মক হওয়া ৯:৪২

بَعِدَ [س] ধ্বংস হওয়া, উচ্ছেদ হওয়া, নির্মূল হওয়া, অপসারণ, বিদূরণ ১১:৯৫

بَاعَدَ দূরত্ব বাড়ানো, দূরত্ব দীর্ঘ করে দেওয়া ৩৪:১৯

بُعْدَ المَشْرِقَيْنِ পূর্ব পশ্চিমের দূরত্ব ৪৩:৩৮

بُعْدًا ধ্বংস হোক, নিপাত যাক, দূর হোক ১১:৯৫

بَعِيدٌ সুদীর্ঘ, সুদূরপরাহত, দূরবর্তী, দীর্ঘ দূরত্ব, মারাত্মক, চরম ৩:৩০

بَعْدَ পর, পরে, পশ্চাতে, অতঃপর ২:২৭

مُبْعَدٌ দূরে অবস্থিত, দূরীভূত, বিদূরিত, দূরীকৃত, বিতাড়িত, অপসারিত ২১:১০১

بَعِيرٌ جل بُعْرَانٌ <بعر উট, উষ্ট্রী, উষ্ট্র, মরুতরণী ১২:৬৫

بَعْضٌ جل أَبْعَاضٌ <بعض কতক, কতিপয়,  কিছু, কোনো, কেউ, কেউ কেউ ২:৩৬

بَعُوضَةً মশা, মশক, মাছি, তুচ্ছবস্তু ২:২৬

بَعْلٌ <بعل মূর্তির নাম, বাল প্রতিমা ৩৭:১২৫

ج بُعُولَةٌ স্বামী, পতি ২:২২৮

بَغْتَةً <بغت হঠাৎ, সহসা, অচিরেই, আকস্মাৎ ৬:৩১

بَغْضَاءُ <بغض শত্রুতা, হিংসা, ঘৃণা, দুশমনি, অসন্তুষ্টি ৫:১৪

بِغَالٌ و بَغْلٌ <بغل খচ্চর, ১৬:

بَغَى [ض] <بغي সীমালঙ্ঘন করা, সীমাতিক্রম করা, বাড়াবাড়ি করা, উৎপীড়ন করা, নিপীড়ন করা, অত্যাচার করা, বিদ্রোহ করা, জুলুম করা ৪৯:৯; কামনা করা, চাওয়া, তালাশ করা ৬:১৬৪

ابْتَغَى، ابْتِغَاء তালাশ করা, সন্ধান করা, খোজ করা, কামনা করা, লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা ২৩:

انبَغَي সমীচীন হওয়া, শোভা পাওয়া, সঙ্গত হওয়া, যোগ্য হওয়া, কাম্য হওয়া, উচিত হওয়া ১৯:৯২

الْبَغْيُ বিদ্বেষ, হিংসা, শত্রুতা, বিদ্রোহ, জুলুম ৭:৩৩

الْبِغَاءُ কুকর্ম, ব্যভিচার ২৪:৩৩

بَغِيًّا পাপাচারী, ব্যভিচারী, কামিনী, বেশ্যা, বারাঙ্গনা ১৯:২০

بَاغٍ সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী ২:১৭৩

الْبَقَرُ، بَقَرَةٌ ج بَقَرَاتٍ <بقر গরু, গোরু, গাভী ২:৬৭

بُقْعَةٌ جل بُقَعٌ، بِقَاعٌ <بقع ভূমি, প্রান্তর ২৮:৩০

بَقْلٌ جل بُقُوْلٌ <بقل তরকারি, শাক সবজি ২:৬১

بَقِيَ [س] <بقي স্থায়ী থাকা, বাকি থাকা, অবশিষ্ট থাকা ২:২৭৮

أَبْقَى দীর্ঘস্থায়ী করা, স্থায়ী রাখা, বাকি রাখা, অবশিষ্ট রাখা ৫৩:৫১

أَبْقَى দীর্ঘস্থায়ী, টেকসই, অধিকতর স্থায়ী ২০:৭১

بَاقٍ مث بَاقِيَةً স্থায়ী, অবশিষ্ট বস্তু ১৬:৯৬

بَقِيَّةٌ অবশিষ্টাংশ, শ্রেষ্ঠত, নেকি, পুণ্য, সওয়াব ১১:৮৬

أُولُو بَقِيَّة জ্ঞানী, বুদ্ধিমান, শ্রেষ্ঠ ১১:১১৬

بِكْرٌ ج أَبْكَارٌ <بكر বালিকা, কুমারী ২:৬৮

بُكْرَةٌ، إِبْكَارٌ প্রভাত, উষা, প্রাতকাল, পূর্বাহ্ণ ১৯:১১

بَكَّةَ <بكك মক্কা নগরি ৩:৯২

أَبْكَمُ ج بُكْمٌ <بكم বোবা, মূক, কালা ১৬:৭৬

بَكَى [ض] <بكي কাঁদা, ক্রন্দন করা, অশ্রুপাত করা, রোদন করা ১২:১৬

أَبْكَى কাঁদানো, কান্দানো ৫৩:৪৩

بُكِيٌّ و بَاكِيٌ কান্নাজড়িত, ক্রন্দনরত, কান্নাবিজড়িত, সজলনয়নে ১৯:৫৮

بَل বরং, বরঞ্চ, তবে, এমনকি, তবুও, অথচ, তা সত্ত্বেও, তথাপি, আরও, অপরন্তু, অন্যথায়, বিকল্পে, না হলে, নইলে, নতুবা, নচেৎ ২:৮৮

بَلَدٌ، بَلْدَةٌ ج بِلاَدٌ <بلد শহর, নগর, গ্রাম, গঞ্জ, ভূমি, নগরি ৫০:১১

أَبْلَسَ <بلس নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া, ভগ্নহৃদয় হওয়া, নিষ্পৃহ হওয়া, হতভম্ব হওয়া ৩০:১২

مُبْلِسٌ নিরাশ, হতাশ, হতভম্ব, আশাহত, ভগ্নহৃদয়, নিষ্পৃহ ৬:৪৪

إِبْلِيسُ নিরাশ, ইবলিস: বিতাড়িত জিন শয়তানের উপাধী ২:৩৪

بَلَعَ [ف] <بلع শোষণ করা, চোষা, চুষে নেওয়া, শোষণ করা, জলটানা ১১:৪৪

بَلَغَ [ن] <بلغ পৌঁছা, তুঙ্গে ওঠা, চূড়ান্তে পৌঁছা, তুঙ্গে ওঠা, অতিমাত্রায় পৌঁছা, উপনীত হওয়া, পৌঁছানো ৪:

بَلَّغَ، أَبْلَغَ، الْبَلاَغُ পৌঁছানো, সংবাদ পৌঁছানো, তাবলীগ করা, প্রচার করা ৫:৬৭

بَالِغٌ مث بَالِغَةٌ চূড়ান্ত, চূড়ান্তে উপনীত, চূড়ান্তে পৌঁছবার যোগ্য, অকাট্য, সুদৃঢ় ৫:৯৫

بَلِيْغٌ চূড়ান্ত, প্রাঞ্জল ৪:৬৩

الْبَلاَغُ তাবলীগ, তাবলীগ করা, সংবাদ দান, প্রচারণা, যথেষ্টতা ২১:১০৬

مَبْلَغٌ পরিণতি, শেষসীমা, মাত্রা, অতিমাত্রা, পর্যায় ৫৩:৩০

بَلَا [ن]، أَبْلَى، إِبْتَلَي <بلو পরীক্ষা করা, নিরিক্ষা করা, যাচাই করা, আজমাইশ করা, পর্যবেক্ষণ করা, বালামুসিবতে পরীক্ষা করা ৫:৪৮

المُبْتَلِيُ পরীক্ষক, পর্যবেক্ষক, পরীক্ষাকারী, বালামুসিবতে পরীক্ষাকারী ২:২৪৯

بَلاَءٌ পরীক্ষা, পরীক্ষার বস্তু, বালামুসিবত ২:৪৯

بَلِيَ [س] <بلي বিনষ্ট হওয়া, ক্ষয় হওয়া, ধংস হওয়া, লয় হওয়া ২০:১২০

بَلَى হাঁ, বটে, অবশ্যই, নিশ্চয়, নিঃসন্দেহে, কেন নয় ২:৮১

بَنَانٌ و بَنَانَةٌ <بنن আঙুলের ডগা, আঙুলের মাথা, অঙ্গুলির অগ্রভাগ ৮:১২

إبْنٌ ج أبْنَاءٌ، بَنِينَ، بَنُونَ <بنو পুত্র, ছেলে, বেটা, সন্তান, বংশধর ২:৮৭

إِبْنَةٌ ج بَنَاتٌ কন্যা, মেয়ে, বেটি ৪:২৩

بُنَيّ স্নেহের পুত্র!, বৎস!, বেটা! ১১:৪২

بَنَى [ض] <بني বানানো, নির্মাণ করা, তৈরি করা ৯১:

بَنَّاءٌ নির্মাতা, রাজমিস্ত্রী, স্থপতি ৩৮:৩৭

بِنَاءٌ جل أَبْنِيَةٌ ছাদ, চাল, চালা ২:২২

بُنْيَانٌ مص নির্মাণ করা, দালান, প্রাসাদ, বিল্ডিং, ইমারত, দেয়াল, প্রাচীর, ভিত্তি ৬১:

مَبْنِيَّةٌ নির্মিত, স্থাপিত, বানানো, তৈরি ৩৯:২০

بَاءَ [ن] <بوأ আশ্রয় নেওয়া, অর্জন করা, উপযুক্ত হওয়া, প্রত্যাবর্তন করা ৮:১৬

بَوَّأَ আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া, বাসস্থান দেওয়া, অবস্থানস্থল দেওয়া ২২:২৬

تَبَوَّأَ আশ্রয় নেওয়া, বাড়ি করা, বসতি স্থাপন করা, বাসস্থান নির্মাণ করা ১০:৮৭

مُبَوَّأٌ আশ্রয়, বাসস্থান, বসতি ১০:৯৩

بَابٌ ج أَبْوَاب <بوب দরজা, ফটক, তোরণ, গেট ১২:২৫

بَارَ [ن] <بور ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ৩৫:১০

بُورٌ و بَائِرٌ، بَوَارٌ ধ্বংসশীল, নশ্বর, বিলুপ্তপ্রায় ২৫:১৮

بَالٌ <بول অবস্থা, দশা ১২:৫০

بَهَتَ [ف] <بهت নিরুত্তর করা, হতভম্ব বানানো, কিংকর্তব্যবিমূঢ় করা, থতমত খাওয়া, বিহ্বল হওয়া, হতবুদ্ধি হওয়া ২:২৫৮

بُهْتَانٌ অপবাদ, দুর্নাম, বদনাম, হতভম্বকর ৪:২০

بَهْجَةٌ <بهج সৌন্দর্য, শোভা, বাহার ২৭:৬০

بَهِيجٌ শোভাময়, সুরম্য, সুন্দর, বাহারী, চমৎকার, মনোরম, মনোহারী ২২:

ابْتَهَلَ <بهل মিথ্যুককে বদদোয়া করা, মুবাহালা করা ৩:৬১

بَهِيمَةٌ جل بَهَائِمُ <بهم গৃহপালিত চতুষ্পদ পশু ৫:১

بَاتَ [س]، بَيَاتًا <بيت রাত্রি যাপন করা, রাত কাটানো, নিশি যাপন ৭:

بَيَّتَ রাতে পরামর্শ করা, রাতে সাব্যস্ত করা, রাতে সিদ্ধান্ত নেওয়া ৪:৮১

بَيْتٌ ج بُيُوتٌ ঘর, গৃহ, বাড়ি ৩:৯৬

بَادَ [ض] <بيد ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ১৮:৩৫

ابْيَضَّ <بيض সাদা হওয়া, শুভ্র হওয়া, শুভ্রোজ্জ্বল হওয়া ৩:১০৭

أَبْيَضُ ج بِيضٌ  مث بَيْضَاءُ সাদা, শুভ্র, শুভ্রোজ্জ্বল ২:১৮৭

بَيْضٌ و بَيْضَةٌ ডিম, আন্ডা ৩৭:৪৯

بَايَعَ <بيع আনুগত্যের শপথ করা, বয়াত হওয়া, বয়াত করা ৯:১১১

تَبَايَعَ কেনাবেচা করা, ক্রয়বিক্রয় করা, চুক্তি করা, বিনিময় করা ২:২৮২

الْبَيْعُ ক্রয়বিক্রয়, কেনাবেচা, বিনিময়, চুক্তি ২:১৭৫

بِيَعٌ و بِيْعَةٌ গির্জা, খ্রীষ্টানদের উপাসনালয়, সিন্যাগগ, ইহুদিদের উপাসনালয় ২২:৪০

بَيَّنَ، أَبَانَ <بين সুস্পষ্ট বর্ণনা করা, সুস্পষ্ট ভাষায় কথা বলা, স্পষ্ট করা, প্রকাশ করা ৪৩:৫২

تَبَيَّنَ، اسْتَبَانَ স্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া, পরিষ্কার হওয়া, স্পষ্ট জানা ৬:৫৫

بَيِّنٌ مث بَيِّنَة ج بَيِّنَات স্পষ্ট, সুস্পষ্ট, অকাট্য, প্রমাণ, দলিল, সাক্ষ্য ১৮:১৫

مُبَيِّنَةٌ ج مُبَيِّنَات، مُبِينٌ، الْمُسْتَبِينَ স্পষ্টকারী, স্পষ্ট প্রকাশক, সুস্পষ্ট বর্ণনাকারী, সুস্পষ্টভাষী, সুস্পষ্ট, প্রকাশ্য, পরিস্ফুট, উজ্জ্বল, উত্তম বর্ণনা ৩৭:১১৭

بَيَانٌ، تِبْيَانٌ বিশদ বিবরণ, সুস্পষ্ট বর্ণনা করা, ভাব প্রকাশ করা, সুস্পষ্টভাষ্য, ব্যাখ্যান ৭৫:১৯

بَيْنَ মধ্যে, মাঝে, অভ্যন্তরে, মাঝখানে, ইতিমধ্যে, সামনে, মাঝামাঝি ২:৬৬

تاء [২৩]

تَ শপথ, কসম, দোহাই ২১:৫৭

تَبَّ [ض]، تَبَابٍ، تَتْبِيبٍ <تبب ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ১১১:

تَابُوتٌ جل تَوَابِيْتُ <تبت সিন্দুক, বাক্স ২:২৪৮

تَبَّرَ، تَتْبِيرًا، تَبَارٌ<تبر ধ্বংস করা, বিনাশ করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা ১৭:

مُتَبَّرٌ ধ্বংসপ্রাপ্ত, চুরমার, বিধ্বস্ত, ধ্বংসকৃত, লণ্ডভণ্ড, বিলীন ৭:১৩৯

تَبِعَ [س]، إتَّبَعَ، إتِّبَاع <تبع মেনে চলা, অনুসরণ করা, অনুগমন করা, অনুকরণ করা, আনুগত্য করা ২:৩৮

أَتْبَعَ অনুগত বানানো, অনুগামী বানানো, পশ্চাতে আনা, পিছু নেওয়া, ধাওয়া করা ১৫:১৮

تَابِعٌ ج تَبَعٌ অনুগামী, অনুসারী, অধীন, অনুচর, অনুচারী, অনুকরণকারী ২:১৪৫

مُتَّبَعٌ পশ্চাদ্ধাবিত, অবধাবিত, ধাবিত, তাড়িত, ধাওয়াকৃত ২৬:৫২

تَبِيعٌ جل تُبَعَاءُ অনুসারী, সাহায্যকারী, সহকারী ১৭:৬৯

مُتَتَابِعٌ একে একে, ক্রমাগত, ধারাবাহিক আগত, একের পর এক ৪:৯২

تُبَّعٌ ইয়ামনের ‘তুব্বা’ বংশ ৪৪:৩৭

تَتْرَا <تتر একের পর এক, ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে ২৩:৪৪

تِجَارَةٌ <تجر ব্যবসা, বানিজ্য, কারবার, তেজারত, বিনিময়, সওদাগরি ৪:৩৯

تَحْتَ <تحت নিচে, নিম্নে, তলদেশ ২:২৫

تُرَابٌ جل أَتْرِبَةٌ <ترب মাটি, ভূমি, জমিন, মৃত্তিকা ৩:৫৯

أَتْرَابٌ و تِرْبٌ সমবয়সী, বান্ধবী, সমবয়স্কা, যুবতী ৩৮:৫২

تَرَائِبُ و تَرِيْبَةٌ বক্ষস্থ হাড্ডি, বুকের পাটা ৮৬:

مَتْرَبَةٍ মাটিহীনতা, নিঃস্বতা, অতীব দরিদ্র, ভিটাহিন, ভিটাহারা ৯০:১৬

أَتْرَفَ <ترف বিলাসিতায় রাখা, সুখসমৃদ্ধি দেওয়া, শৌখিনতায় রাখা, শৌখিনপ্রিয় বানানো ২৩:৩৩

مُتْرَفٌ বিলাসপ্রিয়, শৌখিন, বিলাসী, বিলাসবহুল, ঐশ্বর্যশালী ৩৪:৩৪

تَرَكَ [ن] <ترك পরিহার করা, পরিত্যাগ করা, বর্জন করা, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, ছাড়া ২:১৭

تَارِكٌ বর্জনকারী, পরিহারকারী, ত্যাগী ১১:১২

تِسْعٌ مث تِسْعَةُ <تسع নয় (৯) ১৮:২৫

تِسْعُونَ নব্বই ৩৮:২৩

تَعْسٌ <تعس পতন ঘটা, অধঃপতন, ধ্বংস, সর্বনাশ, হেনস্তা, বঞ্চনা, গঞ্জনা, ধিক্কার, ধমকি ৪৭:

تَفَثٌ <تفث হজের বিধানাবলি, অবশিষ্ট বিধান, পূর্ণহজ্জ, করণীয় কার্যক্রম, দৈহিক ময়লা-চুল-নখ ইত্যাদি, অপরিচ্ছন্নতা, মলিনতা, আবর্জনা ২২:২৯

أَتْقَنَ <تقن মজবুত করা, সুদৃঢ় করা ২৭:৮৮

تِلْكَ ওই, ওই যে ২:১১১

تِلْكُمَا ওই দুটি ৭:২২

تِلْكُمْ ওই সব, ওগুলো ৭:৪৩

تَلَّ [ن] <تلل চিৎপাত করে শোয়ানো, ধরাশায়ী করা ৩৭:১০৩

تَلَا [ن]، تِلاَوَة <تلو পাঠ করা, আবৃত্তি করা, পড়া, তেলাওয়াত করা, পঠন ২:১২১

التَّالِيَاتِ আবৃত্তিকারী, তেলাওয়াতকারী ফেরেশতা ৩৭:

تَلَى [ض] <تلي পশ্চাতে আসা, পেছনে আসা ৯১:

تَمَّ [ض] <تمم পূর্ণ হওয়া, পূর্ণতা পাওয়া, সমাপ্ত হওয়া ৭:১৪২

أَتَمَّ، تَمَامًا সমাপন করা, পরিপূর্ণ করা, ভরে দেওয়া, পূর্ণতা দেওয়া ৬:১৫৪

مُتِمٌّ পূর্ণকারী, পরিপূরক, পূরণকারী, পূর্ণতা দানকারী, পূর্ণতাবিধায়ক ৬১:

التَنُّوْرُ جل تَنَانِيْرُ <تنر চুলা, চুল্লী, উনুন, আখা ১১:৪০

تَابَ [ن]، تَوْبٌ، تَوْبَةٌ <توب তওবা করা, প্রায়শ্চিত্ত করা, পাপশুদ্ধি করা, অনুতপ্ত হওয়া, পাপ বর্জন করা, পরিহার করা, ফিরে আসা, অভিমুখী হওয়া ২:৩৭

تَابَ على তওবা কবুল করা, পাপস্খালন করা ২:১২৮

التَّائِبُ তওবাকারী, অনুতপ্ত, পরিতপ্ত, পরিতাপগ্রস্ত ৬৬:

التَّوَّابُ বারবার তওবা কবুলকারী ২:৩৭

التَّوَّابِينَ বারবার তওবাকারী ২:২২২

مَتَابٌ তওবাস্থল, প্রত্যাবর্তনস্থল ১৩:৩০

تَارَةٌ جل تَارَاتٌ <تور একবার, বার, দফা ১৭:৬৯

التَّوْرَاةُ তাওরাত: মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাব, বাইবেল

التِّينُ <تين ডুমুর, আঞ্জির ৯৫:

تَاهَ [ض] <تيه উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করা, বিকৃত মস্তিষ্কে ফিরতে থাকা ৫:২৬

ثاء [২৩]

ثَبَتَ [ن]، ثُبُوتٌ <ثبت অটল থাকা, অনড় থাকা, দৃঢ়পদ থাকা, বহাল থাকা, অবিচল থাকা ৮:৪৫

ثَبَّتَ، تَثْبِيتًا অবিচল রাখা, দৃঢ়পদ করা, মজবুত করা, সুদৃঢ় করা ৪:৬৬

أَثْبَتَ অনড় বানানো, বহাল রাখা, সুদৃঢ় রাখা, পদস্থির রাখা, বন্দি করা, বেঁধে ফেলা, অবরোধ করা ৮:৩০

ثَابِتٌ সুদৃঢ়, মজবুত, অটল, অবিচল, বহাল, প্রমাণযোগ্য ১৪:২৪

ثُبُورٌ <ثبر ধ্বংস হওয়া, মরণ, বিনাশ, আত্মহনন, বিলুপ্তি, বিলীনতা ২৫:১৪

مَثْبُورٌ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসকৃত, চুরমার, বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিনাশিত, বিলুপ্ত, বিলীন ১৭:১০২

ثَبَّطَ <ثبط বিরত রাখা, হতোদ্যম করা, নিবারণ করা, নিরস্ত করা, থামিয়ে দেওয়া, প্রশমিত করা, ঠেকানো ৯:৪৬

ثُبَاتٌ و ثُبَةٌ <ثبو একে একে, আলাদা, পৃথক পৃথক ৪:৭১

ثَجَّاجٌ ام <ثجج মুষলধারা, প্রবাহমাণ ৭৮:১৪

أَثْخَنَ <ثخن পরাভূত করা, প্রবল হওয়া, প্রভুত্ব বিস্তার করা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, হত্যা করা, কতল করা, বধ করা, রক্তপাত ঘটানো, তুমুল যুদ্ধ করা ৪৭:

تَثْرِيبَ <ثرب অভিযোগ, অনুযোগ, তিরস্কার, নিন্দবাদ, দোষারোপ ১২:৯২

يَثْرِب মদীনা শরীফের প্রাচীন নাম ৩৩:১৩

الثَّرَى جل أَثْرَاءٌ <ثري মাটি, পাতাল, রসাতল ২০:

ثُعْبَانٌ جل ثَعَابِيْنُ <ثعب সাপ, সর্প, অজগর ৭:১০৭

ثَاقِبٌ<ثقب জ্যোতির্ময়, উজ্জ্বল, দীপ্ত, ভাস্বর, দ্যুতিশীল, আলোকময় ৩৭:১০

ثَقِفَ [س] <ثقف পাওয়া, দেখতে পাওয়া, নাগাল পাওয়া, নাগাল পাওয়া, ধরতে পারা, ধরে ফেলা, কাবু করা, বাগে আনা, করতলগত করা ২:১৯১

ثَقُلَ [ك] <ثقل ভারি হওয়া, ওজন বেশি হওয়া, গুরুভার হওয়া ৭:

أَثْقَلَ ভারি মনে করা, ভারাক্রান্ত করা, বোঝা চাপানো ৭:১৮৯

اثَّاقَلَ ভারি হয়ে বসা, ভারাক্রান্ত হয়ে পড়া, ভারি সাজা, গুরুভারে বসে পড়ার ভান করা ৯:৩৮

ثَقِيلٌ ج ثِقَالٌ ভারি, জমাট, কঠিন, ওজনদার, ওজনী ৭৩:

الثَّقَلاَنِ ভারবাহী মানুষ-জিন, বাহকদ্বয় ৫৫:৩১

أَثْقَالٌ و ثِقْلٌ বোঝা, পাপের বোঝা ১৬:

مُثْقَلٌ مث مُثْقَلَةٌ বোঝাইকৃত, ভারী, ভারাক্রান্ত ৩৫:১৮

مِثْقَالٌ (এক মিসকাল = ৪.২৫ গ্রাম স্বর্ণ) ওজন, ওজন পরিমাণ, পরিমাণ, সমপরিমাণ ৪:৪০

ثَلاَثٌ مث ثَلاَثَةِ <ثلث তিন, ত্রি

ثَلاَثُونَ ত্রিশ ৪৬:১৫

ثُلُثٌ এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ, তিনের এক ৪:১১

الثُلُثَان দুই তৃতীয়াংশ, তিন ভাগের দুই ভাগ, তিনের দুই ৪:১৭৬

ثَالِثٌ مث ثَالِثَة তৃতীয়, তৃতীয় জন, তৃতীয়টি ৫৩:২০

ثُلاَثَ তিনগুণ, তিন জন, একে তিন, তিন তিন করে ৪:

ثُلَّةٌ اج <ثلل দল, বড় দল, জামাত, কাফেলা, অনেক, অনেকে ৫৬:১৩

ثَمُود <ثمد সালেহ আলাইহিস সালামের উম্মত ৭:৭৩

أَثْمَرَ <ثمر ফল ধরা, ফলন হওয়া ৬:৯৯

ثَمَرَةٌ ج ثَمَرٌ، ثَمَرَات ফল, ফলমূল ২:২৫

ثَمَّ <ثمم সেখানে, তথায়, ওখানে ৮১:২১

ثُمَّ অতপর, তারপর, আবার, ফের, পুনরায়, পুনর্বার ২:১১৫

ثَامِنٌ <ثمن অষ্টম ১৮:২২

ثَمَانِيَ مث ثَمَانِيَةٌ আট, অষ্ট ২৮:২৭

ثَمَانِينَ আশি, অশীতি ২৪:

الثُّمُنُ এক অষ্টমাংশ, আট ভাগের এক ভাগ, আটের এক ৪:১২

ثَمَنٌ جل أَثْمَانٌ দর, বাজার দর, স্বল্পমূল্য ২:৪১

ثَنَى [ض] <ثني হিংসা গোপন করা, আক্রোশে পার্শ্ব ফিরা, মাথা বাঁকানো, ঘাড় বাঁকানো, ক্রোধে ভেংচি কাটা, বিমুখ হয়ে হুঁহ বলা, মাথা নোয়ানো, নতশির হওয়া, সুপ্ত রাখা, লুকিয়ে রাখা ১১:

اسْتَثْنَى ‘ইনশা আল্লাহ’ বলা, ‘আল্লাহ যদি চান’ বলা, লাঘব করা, বাদ দেওয়া ৬৮:১৮

ثَانِي দ্বিতীয়, আক্রোশে পার্শ্ব ফিরিয়ে, মাথা বাঁকিয়ে, মুখ ভেংচিয়ে বিমুখাবস্থায় ২২:

اثْنَانِ، اثْنَتَيْنِ দুই, দ্বি ৫:১০৬

مَثْنَى দুইগুণ, ডবল, দুই দুই করে, দুই জন, একে দুই ৩৪:৪৬

الْمَثَانِي বারবার পঠিত সুরা ‘আল-ফাতিহা’, পুনঃপুনঃ উক্ত, বারংবার পঠিত, পুনঃপঠিত ১৫:৮৭

ثَوَّبَ، أَثَابَ <ثوب দেওয়া, ছায়াব দেওয়া, বদলা দেওয়া, প্রতিদান দেওয়া, বিনিময় দেওয়া, বিনিময়ে প্রদান করা, প্রতিদানস্বরূপ প্রদান করা ৮৩:৩৬

ثَوَابٌ مص، مَثُوبَةٌ ছোয়াব, পুণ্য, প্রতিদান, বদলা, প্রাপ্তি ২:১০৩

مَثَابَةً পুন্যভূমি, তীর্থস্থান, পুন্যক্ষেত্র, আশ্রয়স্থল ২:১২৫

ثِيَابٌ و ثَوْبٌ কাপড়, বস্ত্র, পোশাক, পরিচ্ছদ, জামা ১১:

أَثَارَ <ثور ভূমি চাষ করা, ভূমি উৎকর্ষণ, উর্বর করা, লাঙল দেওয়া, উড়ানো, উৎক্ষেপণ ৩০:৪৮

ثَاوِي <ثوي অবস্থানকারী, বাসিন্দা, নিবাসী, বসবাসকারী, অধিবাসী ২৮:৪৫

مَثْوَى অবস্থানস্থল, বাসস্থান, ঠিকানা, নিবাস, ঠাই ২৮:৪৫

ثَيِّبَاتٌ و ثَيِّبَةٌ <ثيب অকুমারী, বিধবা, স্বামীহারা ৬৬:

جيم [৭৩]

جَئَرَ [ف] <جأر আর্তনাদ করা, বিলাপ করা, হাউমাউ করা, হায়হায় করা ২৩:৬৫

جُبٌّ جل جِبَابٌ <جبب কূপ, কুয়া ১২:১০

جِبْتٌ <جبت মূর্তি, প্রতিমা, দেবদেবী, উপাস্য জিন বা মানুষ ৪:৫১

جَبَّارٌ <جبر পরাক্রান্ত, পরাক্রমশালী, জবরদস্তিকারী, জবরদস্ত, বল প্রয়োগকারী, উদ্ধত, অবাধ্য, অত্যাচারী, স্বৈরাচারী ৫:২২

جِبْرِيلُ জিবরাইল, জিবরীল, রূহুল কুদুস আলাইহিস সালাম ২:৯৭

جَبَلٌ ج جِبَالٌ <جبل পাহাড়, গিরি, পর্বত ২:২৬০

جِبِلٌّ، جِبِلَّةٌ اج সৃষ্টি, জাতি, প্রকাণ্ড দল, মাখলুকাত ৩৬:৬২

جَبِيْنٌ جل جُبُنٌ <جبن কপাল, ললাট ৩৭:১০৩

جِبَاهٌ و جَبْهَةٌ <جبه কপাল, ললাট ৯:৩৫

جَبَى [ض]، اجْتَبَي <جبي আনা, আনায়ন করা, নিয়ে আসা, পছন্দ করা, মনোনিত করা, বাছাই করা, নির্বাচিত করা ১২:

جَوَابِيُ و جَابِيَةٌ <جبي পুকুর, প্রকাণ্ড পাত্র ৩৪:১৩

اجْتَثَّ <جثث ওপড়ানো, উপড়ে ফেলা, উৎপাটিত করা, মূলোৎপাটন করা ১৪:২৬

جَاثِمٌ <جثم অধোমুখী, অধোবদন, উপুড় হয়ে, হুমড়িয়ে পতিত ৭:৭৮

جَاثِيَةً، جِثِيًّا <جثي নতজানু হয়ে উপবিষ্ট,

নতজানু অবস্থা, ভারাক্রান্ত ৪৫:২৮

جَحَدَ [ف] <جحد অস্বীকার করা, অগ্রাহ্য করা, না মানা ৬:৩৩

جَحِيمٌ <جحم জাহিম : জাহান্নামের নাম, জাহান্নাম, নরক, প্রজ্বলনকারী, দগ্ধকারী, প্রজ্বলিত অগ্নি, অগ্নিগর্ভ ৫:১০

أَجْدَاثٌ و جَدَثٌ <جدث কবর, সমাধি ৩৬:৫১

جَدٌّ <جدد শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, শান, মর্যাদা ৭২:

جَدِيد নতুন, নব ১৩:

جُدَدٌ و جُدَّةٌ গিরিপথ, পাহাড়িপথ, পথ, রাস্তা, চিহ্ন, নিদর্শন ৩৫:২৭

أَجْدَرُ <جدر যোগ্যতম, যোগ্যতর, অধিক যোগ্য ৯:৯৭

جِدَارٌ ج جُدُرٌ প্রাচীর, দেয়াল ৫৯:১৪

جَادَلَ، جِدَالَ <جدل ঝগড়া করা, বাকবিতণ্ডা করা, তর্কাতর্কি করা, সংলাপ করা, প্রত্যুত্তর করা ৮:

جَدَلاً ঝগড়াকারী, ঝগড়াটে, ঝগড়াচ্ছলে ১৮:৫৪

جُذَاذًا و جُذَاذَةٌ <جذذ চূর্ণ-বিচূর্ণ, ঝুরিঝুরি, টুকরা, খণ্ড, অংশ ২১:৫৮

مَجْذُوذٌ খণ্ডবিখণ্ড, কর্তিত, বিরাম ১১:১০৮

جِذْعٌ ج جُذُوعٌ <جذع বৃক্ষের কাণ্ড, মূল, গুড়ি ১৯:২৩

جَذْوَةٍ <جذو জ্বলন্ত কয়লা, অগ্নিময় কয়লা, জ্বলন্ত অঙ্গার ২৮:২৯

جَرَحَ [ف]، اجْتَرَحَ <جرح ক্ষতি করা, অর্জন করা ৬:৬০

جُرُوحٌ و جُرْحٌ জখম, আঘাত ৫:৪৫

جَوَارِحُ و جَارِحَةٌ জখমকারী প্রাণী, শিকারী প্রাণী ৫:

جَرَادٌ و جَرَادَة <جرد পঙ্গপাল, টিড্ডি, পতঙ্গ ৭:১৩৩

جَرَّ [ن] <جرر টেনে আনা ৭:১৫০

جُرُزٌ جل أَجْرَازٌ <جرز অনাবাদি ভূমি, অকৃষ্য, অনাবাদি, অফলা, ঊষর ৩২:২৭

تَجَرَّعَ <جرع ঢোকে ঢোকে পান করা, অতিকষ্টে গিলা, গলধকরণ করা ১৪:১৭

جُرُفٌ ج أَجْرَافٌ <جرف গর্ত, স্রোতে কাটা গর্ত ৯:১০৯

جَرَمَ [ض] <جرم পাপাসক্ত করা, গুনাহের প্রতি উদ্বুদ্ধ করা, অপরাধপ্রবণ বানানো, অপরাধপ্রিয় বানানো ৫:

أَجْرَمَ، إِجْرَام অপরাধ করা, গুনাহ করা, অন্যায় করা ৬:১২৪

مُجْرِمٌ অপরাধী, পাপী, গুনাহগার ৬:১৫৫

لا جَرَمَ নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহ ১১:১২

جَرَي [ض]، مَجْرِي <جري প্রবাহিত করা, বয়ে চলা, বহা, প্রবাহিত হওয়া, বহমান থাকা ১১:৪১

جَارِيَةٌ ج جَارِيَات، الجَوَارِ চলন্ত নৌযান, প্রবাহমাণ, নৌযান ৬৯:১১

جُزْءٌ جل أَجْزَاءُ <جزء অংশ, খণ্ড, টুকরা ১৫:৪৪

جَزِعَ [س] <جزع ব্যাকুল হওয়া, অধীর হওয়া, অস্থির হওয়া, কাতর ১৪:২১

جَزُوعًا ব্যাকুল, অধীর, অস্থির, কাতর ৭০:২০

جَزَى [ض]، جَازَى، جَزَاءٌ <جزي বদলা দেওয়া, বিনিময় দেওয়া, প্রতিদান দেওয়া, পুরস্কার দেওয়া, পারিশ্রমিক দেওয়া, বদলা দেওয়া, শাস্তি দেওয়া ৩৪:১৭

جَازٍ উপকারী, উপকারকারী, বিনিময়দাতা

جِزْيَةٌ جل جُزْيٌ জিজিয়া, কর, শুল্ক, রক্ষণকর, আরক্ষাপণ ৯:২৯

جَسَدٌ جل أَجْسَادٌ <جسد শরীর, দেহ, বডি, অবয়ব ৭:১৪৮

تَجَسَّسَ <جسس গোয়েন্দাগিরি করা, গুপ্তচরবৃত্তি করা, গোপনে দোষ খোঁজা ৪৯:১২

جِسْمٌ ج أَجْسَامٌ <جسم শরীর, দেহ, কায়া, আকৃতি ২:২৪৭

جَعَلَ [ف] <جعل করা, বানানো, সৃষ্টি করা, সৃজন করা, নির্মাণ করা, স্থাপন করা, পরিণত করা, নির্ধারণ করা, ধার্য করা, স্থির করা ২:২২

جَاعِلٌ পরিকল্পক, সৃষ্টিকামী, স্রষ্টা, স্থাপক, মনোনিতকারী, পরিণতকারী ২:৩০

جُفَاءً <جفأ পানিতে ভাসা আবর্জনা, শ্রোতেবাহিত খড়কুটা, তুচ্ছবস্তু, নিক্ষিপ্ত বস্তু, বুদবুদিয়ে শুকানো ১৩:১৭

جِفَانٌ و جَفْنَةٌ <جفن বড় বড় পাত্র, বড় পেয়ালা, গামলা ৩৪:১৩

تَجَافَى <جفو ছত্রভঙ্গ হওয়া, বিচ্ছিন্ন হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, অস্থির হয়ে আলাদা হওয়া ৩২:১৬

أَجْلَبَ <جلب সমবেত করা, আনা ১৭:৬৪

جَلاَبِيْبُ و جِلْبَابٌ বড় চাদর ৩৩:৫৯

جَالُوْت <جلت আমালিকার কাফের রাজা যাকে দাউদ আলাইহিস সালাম বাদশা তালুতের নেতৃত্বে হত্যা করেন ২:১৫১

جَلَدَ [ض]، جَلْدَة <جلد চাবুক মারা, কশাঘাত করা, বেত্রাঘাত করা, দোররা মারা ২৪:

جُلُودٌ و جِلْدٌ، جَلَدٌ চামড়া, চর্ম ৪:৫৬

مَجَالِسُ و مَجْلِسٌ <جلس সভা, জালসা, মজলিস, বৈঠক, অধিবেশন ৫৮:১১

الْجَلاَلُ <جلل শীর্ষমর্যাদা, মহত্ব, শ্রেষ্ঠত্ব, মানমর্যাদায় বড়ত্ব, মান্যবর হওয়া ৫৫:২৭

جَلَّى <جلو প্রকাশিত করা, উদ্ভাসিত করা, উজ্জ্বল করা ৭:১৮৭

تَجَلَّى রশ্মিপাত করা, জ্যোতিপাত করা, ঔজ্জ্বল্যপাত করা, তাজাল্লি দেওয়া, ঝলক ফেলা ৭:১৪৩

الْجَلاَءُ নির্বাসন, দেশান্তর, দ্বীপান্তর, স্বদেশ থেকে বহিষ্করণ ৫৯:

جَمَحَ [ف] <جمح দৌড়ে পালানো, পলায়ন করা, পালানো, পলায়নপর হওয়া, চম্পট দেওয়া, ভেগে পড়া, দৌড়ে ফেরা ৯:৫৭

جَامِدَةً <جمد জড়বস্তু, জমাট, স্থির, অচল ২৭:৮৮

جَمَعَ [ف]، جَمْعًا <جمع জমা করা, সংগ্রহ করা, সঞ্চয় করা, একত্র করা, জড়ো করা, সমবেত করা, সমাবেশ করা, দলবদ্ধ করা, সঙ্ঘবদ্ধ করা, সমাবিষ্ট করা, সমন্বয় করা ৩:২৫

أَجْمَعَ একত্র করা, সমবেত করা, জড়ো করা, একমত হওয়া, সর্বসম্মত সিদ্ধান্ত করা ১২:১৫

اجْتَمَعَ একত্র হওয়া, সমবেত হওয়া, জমা হওয়া, জড়ো হওয়া, জমায়েত হওয়া, সমাবিষ্ট হওয়া, একজোট হওয়া, জোটবদ্ধ হওয়া ২২:৭৩

الْجَمْعَانِ সমবেত দুই দল, উভয় বাহিনী, বাহিনীদ্বয় ৩:১৫৫

جَامِعٌ একত্রকারী, জমাকারী ৩:

مَجْمَع جل مَجَامِعُ মিলনকেন্দ্র, মোহনা, সঙ্গমস্থল, মজমা ১৮:৬০

مَجْمُوعٌ সমাবিষ্ট, সম্মিলিত, সঙ্ঘবদ্ধ, একত্রকৃত, সমবেত ১১:১০৩

مُجْتَمِعٌ একত্র, মিলিত ২৬:৩৯

جَمِيعٌ ج أَجْمَعُونَ সকলে, একত্রে, একযোগে, সমুদয়, সব, সমাবিষ্ট, সম্মিলিত, সঙ্ঘবদ্ধ, ঐক্যবদ্ধ ২:২৯

الْجُمُعَة মিলন দিবস, শুক্রবার, জুমার দিন ৬২:

جَمَالٌ مص <جمل সৌন্দর্য, শোভা, বাহার, রূপলাবণ্য ১৬:

جَمِيلٌ সুন্দর, সুশ্রী, শোভনীয়, মঙ্গলময়, কল্যাণকর, উত্তম ১২:১৮

جَمَلٌ ج جِمَالَة উট, উষ্ট্র, উষ্ট্রী ৭:৪০

جُمْلَةً সম্পূর্ণ, পুরোপুরি, একত্রে, একবারে ২৫:৩২

جَمٌّ مص <جمم প্রচুর, অধিক, মাত্রাতীত ৮৯:২০

جَنَبَ [ن]، جَنَّبَ <جنب দূরে রাখা, রক্ষা করা ১৪:৩৫

اجْتَنَبَ، تَجَنَّبَ দূরে থাকা, পরিত্যাগ করা, বিরত থাকা, বেঁচে থাকা, পরিহার করা, বর্জন করা ৮৭:১১

جَنْبٌ ج جُنُوبٌ পাশ, দিক, পার্শ্ব, পার্শ্বদেশ, নৈকট্য, সান্নিধ্য; নিকটে, সন্নিকটে, সান্নিধ্যে, সকাশে, সমীপে, অদূরে, নাগালে; সেজদারত, শায়িতাবস্থা ১০:১২

جُنُبٌ দূর, দুরত্ব, দূরবর্তী, নাপাক, অপবিত্র, অশুচি ৪:৪৩

جَانِبٌ পার্শ্ব, পাশ, কিনারা, দিক ১৭:৬৮

جَنَحَ [ف] <جنح ঝুঁকে পড়া, হাত বাড়ানো, আকৃষ্ট হওয়া ৮:৬১

جَنَاحٌ ج أَجْنِحَة বাহু, ডানা, হাত, পাখা ৩৫:

جُنَاحٌ পাপ, গুনাহ, ক্ষতি, অপরাধ, দোষারোপ ২:১৫৮

جُندٌ ج جُنُودٌ <جند সেনা, সৈন্য, সৈনিক, সিপাহি, সেপাই, যোদ্ধা, সেনাদল, সেনানী, ফৌজ, বাহিনী,  সৈন্যদল, সেনাবাহিনী, লশকর ১৯:৭৫

جَنَفٌ [ض، س] <جنف পক্ষপাতিত্ব করা, গুনাহে ঝোকা, পাপপ্রবণ হওয়া ২:১৮২

مُتَجَانِفٌ পক্ষপাতিত্বকারী, পক্ষপাতী, অন্যায়প্রবণ, পাপপ্রবন ৫:

جَنَّ [ن] <جنن পর্দা ফেলা, আচ্ছন্ন করা, আবরণে ঢাকা, আচ্ছাদিত করা ৬:৭৭

جَانٌّ جل جَوَانٌّ সাপ, সর্প, ফনি, নাগ, জিন জাতি, জিন ২৭:১০

جِنٌّ مث جِنَّة جل جِنَّاتٌ জিন জাতি, জিন, জিনের প্রভাব, জিনের আছর, পাগলামি, বাতুলতা ৭:১৮৪

مَجْنُون পাগল, উন্মাদ, জিনে ধরা, মতিচ্ছন্ন ১৫:

جَنَّةٌ ج جَنَّات জান্নাত, স্বর্গ, জান্নাত, স্বর্গোদ্যান, নন্দনকানন, উদ্যান, বাগান, বাগবাগিচা ২:৩৫

جُنَّةٌ جل جُنَنٌ ঢাল, রক্ষাকবচ, আশ্রয় ৫৮:১৬

أَجِنَّةٌ و جَنِيْنٌ ভ্রুণ, কলল, গর্ভস্থ সন্তান ৫৩:৩২

جَنَي جل أَجْنَاءُ، جَنِيًّا <جني পাকা ফল, পক্ক, পরিপক্ক, সংগৃহিত পাক ফল, সংগ্রহযোগ্য ফল ৫৫:৫৪

جَابَ [ن] <جوب কেটে মসৃণ করা, কাটা ৮৯:

أَجَابَ উত্তর  দেওয়া, সাড়া দেওয়া, দোয়া কবুল করা ২:১৮৬

اسْتَجَابَ প্রত্যুত্তর করা, জবাব দেওয়া, সাড়া দেওয়া, মান্য করা, মেনে নেওয়া, আনুগত্য করা ৩:১৭২

جَوَابٌ جل أَجْوِبَةٌ সাড়া, উত্তর, জবাব ৭:৮২

مُجِيبٌ সাড়াদাতা, কবুলকারী ১১:৬১

الْجُودِيِّ <جود সিরিয়ার পাহাড় বা উপত্যকা ১১:৪৪

جِيَادٌ و جَوَادٌ দ্রুতগামী অশ্বপাল ৩৮:৩১

أَجَارَ <جور আশ্রয় দেওয়া, রক্ষা করা, প্রতিবেশী বানানো ২৩:৮৮

اسْتَجَارَ আশ্রয় চাওয়া, পতিবেশী হতে চাওয়া, পানাহ চাওয়া, আশ্রয় পার্থনা করা ৯:

جَاوَرَ প্রতিবেশী হওয়া ৩৩:৬০

جَارٌ جل جِيْرَانٌ প্রতিবেশী, সাহায্যকারী, আশ্রয়দাতা ৮:৪৮

جَائِرٌ বিপথগামী, অত্যাচারী ১৫:

مُتَجَاوِرَاتٌ সংলগ্ন, পার্শ্ববর্তী, পাশাপাশি অবস্থিত ১৩:

جَاوَزَ، تَجَاوَزَ <جوز অতিক্রম করা, পার হওয়া, পেরিয়ে যাওয়া, পার করা, মাফ করা, ক্ষমা করা, মার্জনা করা ৪৬:১৬

جَاسَ [ن] <جوس সন্ধান করা, ঢুকে পড়া ১৭:

جَاعَ [ن] <جوع ক্ষুধার্ত হওয়া, ক্ষুধা পাওয়া, ক্ষুধা লাগা ২০:১১৮

جُوعٌ ক্ষুধা, খিদে ২:১৫৫

جَوْفٌ جل أَجْوَافٌ <جوف পেট, উদর, অভ্যন্তর ৩৩:

جَوٌّ جل أَجْوَاءُ <جوو বায়ুমণ্ডল, শুন্যমণ্ডল, আকাশের শুন্যতা ১৬:৭৯

جَاهَدَ، جِهَادًا <جهد আপ্রাণ চেষ্টা করা, শক্তি ব্যয় করা, শক্তি খাটানো, জিহাদ করা, ধর্মযুদ্ধ করা ৮:৭২

جُهْدٌ، جَهْدٌ مص <جهد প্রচেষ্টা, আপ্রাণ চেষ্টা, প্রচেষ্টার চূড়ান্ত আকার, পরিশ্রম, আগ্রহ, সামর্থ্য, সাধ্য, মেহনত ৯:৭৯

مُجَاهِدٌ মুজাহিদ, জিহাদকারী, মুসলিম সেনা, ধর্মযোদ্ধা, সৈনিক, যোদ্ধা ৪:৯৫

جَهَرَ [ف]، جَهْرًا <جهر উচ্চস্বরে কথা বলা, উচ্চরবে ডাকা, সশব্দে বলা, প্রকাশ করা ১৩:১০

جَهْرَةً، جِهَارًا প্রকাশ্যভাবে, প্রকাশ্যে, উচ্চস্বরে, সশব্দে ৭১:

جَهَّزَ<جهز প্রস্তুত করে দেওয়া, সাজিয়ে দেওয়া ১২:৫৯

جَهَازٌ মালামাল, আসবাবপত্র, পাথেয়, সম্বল ১২:৫৯

جَهِلَ [س]، جَهَالَة <جهل মূর্খ হওয়া, মূর্খতা প্রকাশ করা, বোকামি করা, আহম্মকি করা, মতিভ্রম ঘটা ৬:১১১

جَاهِلٌ جل جُهَلَاءُ মূর্খ, নির্বোধ, অজ্ঞ ২:২৭৩

جَهُولٌ নিরেট মূর্খ, অতিশয় বোকা, গণ্ডমূর্খ ৩৩:৭২

الْجَاهِلِيَّةِ মূর্খতা, বর্বরতা, জাহেলিযুগ, ইসলামপূর্বযুগ ৩:১৫৪

جَهَنَّمُ <جهنم জাহান্নাম, নরক, জাহান্নাম, জাহান্নামের আগুন ৩:১২

جَاءَ [ض] <جيء আসা, আগমন করা, উপস্থিত হওয়া, পৌঁছা, সম্পাদন করা, কাজ করা, করে আসা, সমাগত হওয়া, উপনিত হওয়া, সম্মুখিন হওয়া, নাগাল পাওয়া, আনা, নিয়ে আসা, আনয়ন করা ২:৮৭

أَجَاءَ নিয়ে আসা, সমাগত করা, উপনিত করা, আনা ১৯:২৩

جَيْبٌ ج جُيُوبٌ <جيب পকেট, বগল, বক্ষস্থল, বক্ষদেশ, বুক, গলাবন্ধ ২৪:৩১

جِيْدٌ ج أَجْيَادٌ، جُيُوْدٌ <جيد ঘাড়, গর্দান, গ্রীবা ১১১:

حاء [১০২]

حَبَّبَ <حبب প্রিয় করে দেওয়া, অনুরক্ত বানানো, পছন্দনীয় করা ৪৯:

أَحَبَّ ভালোবাসা, পছন্দ করা, মুহাব্বত করা, প্রেম করা ২৮:৫৬

اسْتَحَبَّ ভালো মনে করা, পছন্দ করা, গ্রহণ করা, অবলম্বন করা ৯:২৩

حُبٌّ، مَحَبَّةً প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রণয়, মুহাব্বত, আসক্তি ৩:১৪

أَحَبُّ অধিক প্রিয়, প্রিয়তম, প্রিয়ভাজন ১২:

أَحِبَّاءُ و حَبِيْبٌ দোস্ত, বন্ধু, মিত্র, সুহৃদ, বন্ধুবান্ধব, মিত্রবর্গ, বন্ধুজন, হিতৈষী, ঘনিষ্ঠজন, আপনজন, প্রিয়জন, প্রিয়পাত্র, স্নেহধন্য ৫:১৮

حَبٌّ جل حُبُوْبٌ، حَبَّة جل حَبَّاتٌ বীজ, শস্য, দানা, শস্যদানা, শস্যবীজ ৬:৫৯

حَبَرَ [ن] <حبر বিনোদনে রাখা, সুখী বানানো, সুখ দেওয়া, সুখী করা, উৎফুল্ল করা, স্বাচ্ছন্দ্য দেওয়া ৩০:১৫

أَحْبَارٌ و حِبْرٌ ইহুদী আলেম, পাদ্রী, ইহুদী বিদ্যান, পণ্ডিত, বিশপ ৫:৪৪

حَبَسَ [ض] <حبس বন্দি করা, আটকানো, কয়েদ করা, বাধা দেওয়া, প্রতিহত করা ১১:

حَبِطَ [س] <حبط নস্যাৎ হওয়া, বরবাদ হওয়া, ভণ্ডুল হওয়া, নষ্ট হওয়া, বিনষ্ট হওয়া, নিষ্ফল হওয়া, বিফল হওয়া, অসার হওয়া, সারশূন্য হওয়া ৫:

أَحْبَطَ নস্যাৎ করা, বরবাদ করা, ভণ্ডুল করা, নষ্ট করা, ব্যর্থ করা, অকার্যকর বানানো, নিষ্ফল করা, ধ্বংস করা, অকেজো করা ৩৩:১৯

حُبُكٌ و حِبَاكٌ <حبك আকাশের কক্ষপথ, চলনপথ ৫১:

حَبْلٌ ج حِبَالٌ <حبل রশি, দড়ি, রজ্জু ৩:১০৩

حَبْلِ الوَرِيْدِ শাহরগ, রক্তবাহী ধমনী ৫০:১৬

حَتْمًا <حتم অনিবার্য, আবশ্যিক, অপরিহার্য, নিশ্চিত বিষয় ১৯:৭১

حَتَّى <حتي পর্যন্ত, অবশেষে, পরিশেষে, এমনকি, যতক্ষণ, এভাবেই ২:৫৫

حَثِيثٌ <حثث দ্রুত চলা, ক্ষিপ্র হওয়া, ডিঙিয়ে চলা ৭:৫৪

حِجَابٌ جل حُجُبٌ <حجب পর্দা, আবরণ, আবরণী, অন্তরায়, আড়াল ৭:৪৬

مَحْجُوبٌ পর্দাবৃত, আবরিত, আবরণে ঢাকা, বাধাপ্রাপ্ত ৮৩:১৫

حَجَّ [ن]، حَجٌّ، حِجٌّ <حجج হজ করা, হজব্রত পালন করা, কাবায় গমনের ইচ্ছা করা ২:১৫৮

حَاجَّ، تَحَاجَّ ঝগড়া করা, বাদানুবাদ করা, বাকবিতণ্ডা করা, দলিলবাজি করা ৪০:৪৭

حَاجٌّ جل حُجَّاجٌ، حَجِيْجٌ হাজী, হজকারী, মক্কাগামী, হজব্রত পালনরত ৯:১৯

حِجَجٌ و حِجَّةٌ বছর, সাল, বৎসর ২৮:২৭

حُجَّةٌ جل حُجَجٌ দলীল, প্রমাণ, যুক্তি ২:১৫০

حِجْرٌ <حجر নিষিদ্ধ, অস্পৃশ্য, অবৈধ, বাধা, প্রতিবন্ধক, আড়াল, অন্তরাল, জ্ঞান, প্রতীভা, বুদ্ধি, ‘হিজর’ মদীনার উত্তরে তাবুকের পথে প্রাচীন সামুদ জাতির আবাসভূমি ১৫:৮০

مَحْجُورٌ বাধাপ্রাপ্ত, দুর্লঙ্ঘনীয়, সংরক্ষিত ২৫:২২

حُجُورٌ و حُجُرٌ কোল, ক্রোড়, অঙ্কদেশ, অঙ্কতল, তত্ত্বাবধান ৪:২৩

حُجُرَاتٌ و حُجْرَةٌ কামরা, কোঠা, প্রকোষ্ঠ, রুম ৪৯:

حَجَرٌ ج حِجَارَة পাথর, প্রস্তর, শিলা, পাষাণ ২:৬০

حَاجِزٌ <حجز বাধাদানকারী, প্রতিবন্ধক, বেড়া, অন্তরাল, ২৭:৬১

حَدَبٌ جل أَحْدَابٌ <حدب টিলা, উচ্চস্থান, মালভূমি ২১:৯৬

حَدَّثَ <حدث বলা, কথা বলা, বর্ণনা করা, প্রকাশ করা, প্রচার করা, অবহিত করা ৯৯:

أَحْدَثَ নতুনভাবে সৃষ্টি করা, আবিষ্কার করা, ঘটানো ৬৫:

مُحْدَثٌ নতুন সৃষ্টি, নবসৃষ্ট, আবিষ্কৃত, অভিনব, ঘটনীয়, নতুন ২১:

حَدِيث ج أَحَادِيثُ কুরআন, বাক্য, কথা, উপকথা, কাহিনী, কল্পকাহিনী, স্বপ্ন, স্বপ্নকথা, নতুন কথা, নতুন রচনা, সংবাদ ১২:২১

حَادَّ <حدد বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, শত্রুতা পোষণ করা, সূচালো ব্যবহার করা, শাণিত মেজাজ প্রদর্শন করা, ধারালো কথা বলা, গালমন্দ করা, গালি দেওয়া, কটুক্তি করা ৫৮:২২

حُدُودٌ و حَدٌّ সীমারেখা, শাস্তিবিধান, ন্যায়বিধান, সীমা, শেষপ্রান্ত, নির্দেশাবলী, বিধানমত শাস্তি, ন্যায়ানুগ শাস্তি ২:১৮৭

حَدِيدٌ ج حِدَادٌ লোহা, লৌহদণ্ড, তীক্ষ্ন, তীক্ষ্নলোহা, ধারালো, শাণিত ১৮:৯৬

حَدَائِقَ و حَدِيْقَةٌ <حدق বাগবাগিচা, উদ্যান, বাগান, কানন, কুঞ্জ, নিকুঞ্জ, স্বর্গোদ্যান, নন্দনকানন ২৭:

حَذِرَ [س]، حَذَرٌ <حذر সতর্ক হওয়া, সতর্ক থাকা, সাবধান হওয়া, ভয় পাওয়া, ভয় করা ২:১৯

حَذَّرَ সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো ৩:২৮

حِذْرٌ সতর্কতা, সাবধানতা, ভয়ভীতি, অস্ত্রশস্ত্র ৪:১০২

حَاذِرٌ অস্ত্রধারী, ভীতু, ভীরু, ভীত, ভয়ার্ত, সন্ত্রস্ত ২৬:৫৬

مَحْذُورٌ ভয়ঙ্কর, ভয়াবহ, ভীতিপ্রদ, ভীতিবিহ্বল ১৭:৫৭

حَارَبَ، حَرْبٌ <حرب যুদ্ধ করা, লড়াই করা, অস্ত্রধারণ করা, রণসজ্জা করা ৫:৩৩

مِحْرَابٌ ج مَحَارِيبُ মসজিদের মিহরাব, অস্ত্রাগার, দুর্গ, কেল্লা, রণাঙ্গন, যুদ্ধক্ষেত্র, প্রাসাদ, বালাখানা ৩:৩৭

حَرَثَ [ن] <حرث ফসল ফলানো, ক্ষেতখামার করা, বীজবপন করা, বোনা, চাষাবাদ করা ৫৬:৬৩

حَرْثٌ ক্ষেত, শস্যক্ষেত্র, আবাদীভূমি, ফসলি জমিন, বীজতলা, ফসল, ফসলখেত ২:৭১

حَرَجٌ <حرج ক্ষতি, অন্যায়, কষ্ট, গুনাহ, পাপ, অসঙ্গতি, আপত্তি, সংকীর্ণতা, সমস্যা, অসুবিধা ৫:

حَرْدٌ <حرد আক্রোশ, মনোবাঞ্ছা, লালসা, সামর্থ্য, ‘হারদ’ নামক স্থান ৬৮:২৫

تَحْرِيرٌ <حرر মুক্ত করা, আজাদ করা, মুক্তি দেওয়া ৪:৯২

مُحَرَّرٌ  মুক্ত, উৎসর্গিত, নিবেদিত ৩:৩৫

حُرٌّ جل أَحْرَارٌ স্বাধীন, মুক্ত, আজাদ ২:২৭৮

حَرٌّ، حَرُورٌ তাপ, উত্তাপ, উষ্ণতা, গ্রীষ্ম, গরমি ৯:৮১

حَرِيرٌ উষ্ণ রেশমী বস্ত্র, সিল্ক ২২:২৩

حَرَسٌ <حرس পাহারাদার, প্রহরী, রক্ষী, চৌকিদার, রক্ষক, গার্ড ৭২:

حَرَصَ [ن] <حرص লোভ করা, লালসা করা, আকাঙ্ক্ষা করা ৪:১২৯

حَرِيصٌ، أَحْرَصُ লোভী, অতিলোভী, উচ্চাকাঙ্ক্ষী ৯:১২৮

حَرَّضَ <حرض উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা যোগানো, সঞ্জীবিত করা ৪:৮৩

حَرَضٌ হৃদরোগী, মরণাপন্ন, মৃতপ্রায়, চিররোগী ১২:৮৫

حَرَّفَ <حرف বিকৃত করা, অপলাপ করা, অপব্যাখ্যা করা, অর্থান্তর করা, অর্থ উল্টানো, পরিবর্তন করা ৪:৪৬

مُتَحَرِّفٌ রণবীর, রণকৌশলী, রণকৌশল পরিবর্তনকারী ৮:১৬

حَرْفٌ جل أَحْرُفٌ، حُرُوْفٌ প্রান্ত, কিনারা, কূল, তট, কূলভূমি, ভাঙ্গন, ঠুনকো, পার্শ্ব, পর্বতশৃঙ্গ, বিকৃতি, দ্বিধা, দোটানা, দোলাচল, গা বাচিয়ে কিছু করা, অশান্ত ২২:১১

حَرَّقَ <حرق পোড়ানো, জ্বালানো, জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে ভস্মীভূত করা, পুড়িয়ে ছাই বানানো, অগ্নিদগ্ধ করা, পুড়িয়ে মারা ২০:৯৭

احْتَرَقَ ভস্মীভূত হওয়া, অগ্নিদগ্ধ হওয়া, পুড়ে মরা, পুড়ে যাওয়া ২:২৬৬

حَرِيقٌ ص ভস্মকারী, দগ্ধকারী, দহনকারী, প্রজ্বালক, প্রজ্বলনকারী ৩:১৮১

حَرَّكَ <حرك নড়ানো, ঝাঁকানো, গতিসঞ্চার করা, আন্দোলিত করা ৭৫:১৬

حَرَّمَ <حرم সম্মানিত করা, মর্যাদা দেওয়া, হারাম করা, নিষিদ্ধ করা, অবৈধ করা ২:১৭৩

حَرَمًا সম্মানিত, পবিত্র, মর্যাদাপূর্ণ, সম্মানযোগ্য, হারাম নগরি, মক্কা- মদীনা ২৮:৫৭

حَرَامٌ ج حُرُمٌ হারাম, অবৈধ, নাজায়েয,  নিষিদ্ধ, হারাম মাস, ইহরামাবস্থা, মুহরিম, সম্মানিত, সম্মানার্হ, পবিত্র, শ্রদ্ধেয় ৫:

حُرُمَاتٌ و حُرْمَةٌ সম্মানিত বস্তু, পবিত্র ২:১৯৪

مَحْرُومٌ বঞ্চিত, নিরাশ, যার প্রাপ্য হ্রাস করা হয়েছে ৫১:১৯

مُحَرَّمٌ مث مُحَرَّمَةٌ হারাম, হারামকৃত, অবৈধ, নাজায়েয, নিষিদ্ধ ২:৮৫

تَحَرَّى <حرو অবলম্বন করা, গ্রহণ করা, ধারণা করা, সংকল্প করা, সন্ধান করা, অনুসন্ধান করা ৭২:১৪

حِزْبٌ ج أَحْزَابٌ <حزب দল, জামাত, জটলা, সম্প্রদায়, বাহিনী ৫:৫৬

حَزِنَ [س]، حَزَنًا <حزن মর্মাহত হওয়া, দুঃখ পাওয়া, ব্যথিত হওয়া, দুঃখিত হওয়া, বিমর্ষ হওয়া, ম্রিয়মাণ হওয়া, শোকার্ত হওয়া, চিন্তিত হওয়া ৯:৪০

حَزَنَ [ن] ব্যথিত করা, দুঃখ দেওয়া, মর্মাহত করা, ব্যথা দেওয়া, চিন্তান্বিত করা, দুশ্চিন্তাগ্রস্ত করা ২১:১০৩

حُزْنٌ جل أَحْزَانٌ দুঃখ, বেদনা, বিষাদ, ব্যথা, শোক, চিন্তা, দুশ্চিন্তা ১২:৮৬

حَسِبَ [س]، احْتَسَبَ <حسب ধারণা করা, মনে করা, চিন্তা করা, কল্পনা করা, গণ্য করা, হিসাব করা, গণায় ধরা ৫:৭১

حَاسَبَ হিসাব নিকাশ করা, হিসাব নেওয়া, হিসাব দেওয়া, হিসেব মেলানো ৮৪:

حَسْبٌ যথেষ্ট, বদলা, শুধুমাত্র ৮:৬৪

حَاسِبٌ হিসাবকারী, হিসাবরক্ষক ৬:৬২

حِسَابٌ، حُسْبَانٍ হিসাব, নিকাশ, গণনা, গণনা করা, গণনার্থে ৬:৫২

حَسِيْبًا হিসাবকারী, গণনাকারী, যথেষ্ট ৪:

حَسَدَ [ن، ض]، حَسَدًا <حسد হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, পরশ্রীকাতর হওয়া ১১৩:

حَاسِدٍ হিংসুক, বিদ্বেষী, পরশ্রীকাতর ১১৩:

اسْتَحْسَرَ <حسر ক্লান্ত হওয়া, অলসতা করা ২১:১৯

حَسْرَةٌ ج حَسَرَاتٍ আফসোস, পরিতাপ, অনুতাপ, দুঃখ, ক্ষোভ ৩৫:

يَاحَسْرَتَى হায় আফসোস!, হায় পরিতাপ! ৩৯:৫৬

حَسِيرٌ، مَحْسُورٌ ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, দুর্বল, পরিতপ্ত, অনুতপ্ত ৬৭:

حَسَّ [ن] <حسس হত্যা করা, বধ করা, কতল করা, নিথর বানানো, অনুভূতিনাশ করা ৩:১৫২

أَحَسَّ টের পাওয়া, অনুভব করা, বুঝতে পারা, অস্তিত্ব অনুভব করা ৩:৫২

تَحَسَّسَ অনুসন্ধান করা, অস্তিত্বের সন্ধানে যাওয়া ১২:৮৭

حَسِيسٌ সাড়াশব্দ, ক্ষীণকণ্ঠ, ক্ষীণতম শব্দ, শব্দ, দুমদাম ২১:১০২

حُسُومًا <حسم অবিরাম, অশুভ, দুর্ভাগ্যস্বরূপ ৬৯:

حَسُنَ [ك] <حسن সুন্দর হওয়া, উত্তম হওয়া, চমৎকার হওয়া ৪:৬৯

أَحْسَنَ، إِحْسَانًا সুন্দর করা, সৎকাজ করা, উত্তমাচরণ করা, সদাচরণ করা, সদয় ব্যবহার করা, ইহসান করা, অনুগ্রহ করা, পরোপকার করা ৬:১৫৪

حُسْنٌ সুন্দর, উত্তম, সৌন্দর্য, উত্তমতা, উত্তম প্রতিদান ৩:১৪

حَسَنٌ ج حِسَانٌ مث حَسَنَةٌ ج حَسَنَاتٍ উত্তম, সুন্দর, সুদর্শন, সুশ্রী, চমৎকার, সুন্দরী, মঙ্গল, শ্রেষ্ঠ, সৎকাজ, নেকী, পুণ্য, সাওয়াব, উত্তমবস্তু ১১:৮৮

أَحْسَنُ مث الْحُسْنَى সর্বোত্তম, অতি উত্তম, সুন্দরতম, সৎপরায়ণ, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর, সেরা, প্রতিদান, কল্যাণ, উত্তম প্রতিদান, সদাচারণ, ইহসান ৪:৫৯

مُحْسِنٌ، مُحْسِنَةٌ সৎকর্মশীল, ইহসানকারী, মঙ্গলকারী, উত্তম আমলকারী ২:১১২

حَشَرَ [ن]، حَشْرٌ <حشر একত্র করা, সমাবেত করা, জমা করা, জড়ো করা, সমাবেশ ঘটানো, হাশর করা, সম্মেলিত করা ৫৯:

حَاشِرٌ সমবেতকারী, একীভূতকারী, সম্মেলক, সংগ্রাহক ৭:১১১

مَحْشُورَةً সমবেত, দলবদ্ধ, সঙ্ঘবদ্ধ, একত্র, একীভূত ৩৮:১৯

حَصَبٌ <حصب ইন্ধন, জ্বালানি, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ২১:৯৮

حَاصِبًا পাথরবৃষ্টি, শিলামেঘ, বজ্রসহ বৃষ্টি, প্রস্তরবর্ষী ঝটিকাবায়ু, বরফ ও শীলা বর্ষণকারী মেঘমালা ১৭:৬৮

حَصْحَصَ <حصحص প্রকাশিত হওয়া, প্রমাণ হওয়া ১২:৫১

حَصَدَ [ن، ض]، حَصَادٌ <حصد ফসল কাটা, শস্য কাটা, কাটা, কর্তন করা ১২:৪৭

حَصِيدٌ ص কর্তিত, কর্তনীয়, কর্তনযোগ্য, কর্তিত ফসল, কাটা ফসল, কেটে আনার উপযুক্ত, আহরণযোগ্য ফসল, শস্যকর্তিত জমিন ১১:১০০

حَصِرَ [س] <حصر আবদ্ধ হওয়া, সংযমী হওয়া, অবদমিত হওয়া, নিবৃত্ত হওয়া, বন্দি করা, আবদ্ধ করা, নিবৃত্ত করা ৯:

أَحْصَرَ আবদ্ধ করা, বাধাপ্রাপ্ত করা, আটকা পড়া ২:১৯৬

حَصُورٌ সংযমী, নিয়ন্ত্রক, আত্মনিয়ন্ত্রক, শান্তস¦ভাব, আত্মদমনকারী ৩:৩৯

حَصِيرٌ দমনকেন্দ্র, কারাগার, বন্দিশালা, জেলখানা ১৭:

حَصَّلَ <حصل প্রকাশ করা, একত্র করা, খোসামুক্ত করে একত্র করা ১০০:১০

أَحْصَنَ <حصن রক্ষা করা, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করা, আত্মসংবরণ করা, বিবাহ দেওয়া ৪:২৫

تَحَصُّنًا লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করা, ইজ্জত বাঁচানো, সম্ভ্রম বাঁচানো, লজ্জাস্থানের যথাযথ সংরক্ষণ ২৪:৩৩

مُحْصِنٌ বিবাহকামী, পাণিপ্রার্থী, বিবাহার্থী, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা কারী, বিবাহকল্পে ৪:২৪

مُحْصَنَةٌ লজ্জাস্থানের পবিত্রতা রক্ষাকারী, পতিব্রতা, পতিপরায়ণা, পবিত্রা, বিশুদ্ধচরিত্রা ৪:২৫

مُحَصَّنَةٍ সুরক্ষিত, দুর্ভেদ্য ৫৯:

حُصُونٌ و حِصْنٌ কেল্লা, দূর্গ, সুরক্ষিত কেল্লা, দুর্ভেদ্যদূর্গ, রক্ষীকেল্লা ৫৯:

أَحْصَى <حصي পরিসংখ্যান করা, গণনা করা, হিসাব করা ১৮:৪৯

أَحْصَى অধিক হিসাবী, শ্রেষ্ঠ গানিতিক, সঠিক গণনাকারী, পরিসংখ্যানকারী ১৮:১২

حَضَرَ [ن] <حضر উপস্থিত হওয়া, বিদ্যমান হওয়া, হাজির হওয়া, সমাগম হওয়া, উপগত হওয়া, আবির্ভূত হওয়া, আসা, আসতে পারা, এসে পৌঁছা ৪:

أَحْضَرَ  উপস্থাপিত করা, পেশ করা, উপনিত করা ৮১:১৪

حَاضِرٌ উপস্থিত, বিদ্যমান, উপস্থিতি, বাসিন্দা, অবস্থানকারী ১৮:৪৯

مُحْضَرٌ، مُحْتَضَرٌ হাজির, উপস্থাপিত, অবস্থাপিত, উপস্থিতির সময়, উপস্থিতযোগ্য, উপাগত ৩৭:৫৭

حَضَّ [ن] <حضض উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, প্রেরণা যোগানো, উৎসাহ দেওয়া ৬৯:৩৪

تَحَاضَّ পরস্পরে অনুপ্রাণিত করা ৮৯:১৮

حَطَبٌ جل أَحْطَابٌ <حطب ইন্ধন, জ্বালানি, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ১১১:

حِطَّةٌ <حطط লাঘব করা, পাপস্খলন করা, ক্ষমা করা, তওবা তওবা বলা ২:৫৮

حَطَمَ [ض] <حطم পিষে ফেলা, নিষ্পেষিত করা, পিষ্ট করা, গুঁড়িয়ে দেওয়া, চুরমার করা ২৭:১৮

حُطَامًا পিষ্ট, নিষ্পেষিত, ঝুরঝুরে, ঝুরিঝুরি, গুঁড়া, চূর্ণ, চূর্ণবিচূর্ণ ৩৯:২১

الْحُطَمَةُ পিষ্টকারী জাতাকল, চূর্ণকারক, ভস্মীভূতকারী অগ্নিময় জাহান্নাম, জাহান্নামের স্তর বিশেষ ১০৪:

مَحْظُورٌ <حظر সীমিত, সীমাবদ্ধ, নিষিদ্ধ, বাধাপ্রাপ্ত, নিবারিত, খোয়াড়াবদ্ধ, বেড়াবদ্ধ ১৭:২০

مُحْتَظِرٌ খোঁয়াড় নির্মাতা, খোঁয়াড়ের মালিক, খোঁয়াড় ৫৪:৩১

حَظٌّ جل حُظُوْظٌ <حظظ অংশ, ভাগ, প্রাপ্য, সৌভাগ্য, অদৃষ্ট ৪:১১

حَفَدَةً و حَافِدٌ <حفد নাতি, নাতিনাতনি, সেবক, পরিচারিকা ১৬:৭২

حُفْرَةٍ جل حُفَرٌ <حفر গর্ত, খাদ, কূপ, কুয়ো, গর্ভস্থান ৩:১০৩

الْحَافِرَةِ প্রথম সৃষ্টি, আদি সৃষ্টি, মূল সৃষ্টি, পূর্বাবস্থা ৭৯:১০

حَفِظَ [س]، حِفْظًا، حَافَظَ <حفظ রক্ষা করা, হেফাযত করা, সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, যত্ন নেওয়া, যত্নবান হওয়া, সামলে রাখা, সামলানো, সামাল দেওয়া ৪:৩৪

اسْتَحْفَظَ সংরক্ষণ কামনা করা, দেখাশোনার দায়িত্ব দেওয়া, রক্ষণাবেক্ষণের ভার দেওয়া, সংরক্ষণের প্রত্যাশা করা ৫:৪৪

حَفِيظٌ، حَافِظٌ ج حَفَظَةً রক্ষক, রক্ষাকারী, সংরক্ষক, সর্বরক্ষী, রক্ষণাবেক্ষণকারী, হাফিজ, মুহাফিজ ৬:৬১

مَحْفُوظٌ সংরক্ষিত, সুরক্ষিত, নিরাপদ, সযত্নে, সযতনে, হেফাজতে ২১:৩২

حَفَّ [ن] <حفف ঘিরে রাখা, পরিবেষ্টন করা, আবেষ্টন করা ১৮:৩২

حَافِّينَ পরিবেষ্টনকারী, প্রদক্ষিণকারী ২৯:৭৫

أَحْفَى <حفو নমনীয় বানানো, চাপ সৃষ্টি করা, চাপপ্রয়োগ করা, পীড়াপীড়ি করা ৪৭:৩৭

حَفِيٌّ ص উৎসুক, অনুসন্ধানী, শ্নেহশীল, সদয়, নমনীয়, মেহেরবান, দয়ালু ৭:১৮৭

حُقُبٌ ج أَحْقَابٌ <حقب দীর্ঘকাল, যুগযুগ, অনন্তকাল ১৮:৬০

أحْقَافٌ و حِقْفٌ <حقف বালুর টিলা, বালুকাময় সুউচ্চ উপত্যকা, বালুকাস্তীর্ণ বন্ধুর জনপদ ৪৬:২১

حَقَّ [ض] <حقق অনিবার্য হওয়া, অবধারিত হওয়া, যথাযথ হওয়া, হক হওয়া, ঠিক হওয়া, সত্যে প্রমাণিত হওয়া, বাস্তবসম্মত হওয়া, যথাযোগ্য হওয়া, উপযুক্ত হওয়া, ন্যায় হওয়া, যোগ্য বানানো ৭:৩০

أَحَقَّ সত্যপ্রমাণিত করা, অনিবার্য করা, যথাযথ করা, ঠিক করা ৮:

اسْتَحَقَّ উপযুক্ত হওয়া, হকদার হওয়া, যোগ্য হওয়া, অধিকারী হওয়া, অধিকার চর্চা করা ৫:১০৭

حَقٌّ جل حُقُوْقٌ আল্লাহ, সত্য, হক, চিরসত্য, কুরআন, মোজেযা, রাসূল, ঠিক, হকানুযায়ী, উপযুক্ত, যথাযথ, যথাযোগ্য, মানমতো, মানসম্মত, বাস্তবসম্মত, অধিকার, প্রাপ্য, পাওনা, দাবী, কর্তব্য, ন্যায়, যুক্তি ২:২৬

أَحَقُّ অধিক হকদার, সর্বাধিক যোগ্য, যোগ্যতর, যোগ্যতম, অধিক যোগ্য ২:২২৮

حَقِيقٌ ص যোগ্য, উপযুক্ত, অবধারিত, অনিবার্য কর্তব্য, বাস্তবসম্মত ৭:২২৮

الْحَاقَّةُ সত্যঘটমান, অনিবার্য, আবশ্যিক বিষয়, কিয়ামত ৬৯:

حَكَمَ [ن] <حكم হুকুম করা, বিচার করা, শাসন করা, ফয়সালা করা, নিষ্পত্তি করা, মীমাংসা করা, আদেশ করা, রায় দেওয়া ৫:

حَكَّمَ বিচারক বানানো, শাসক মানা, হাকিম বানানো, সালিস মানা, ফয়সাল মানা, বিচারের ভার দেওয়া, মামলা করা ৫:৪৩

أَحْكَمَ অবধারিত বানানো, শিরোধার্য করা, মজবুত করা, সুদৃঢ় করা, ফয়সালা করে ফেলা, ফয়সালাকৃত বানানো, সাব্যস্ত করা, অরহিত করা ১১:

تَحَاكَمَ মীমাংসা চাওয়া, বিচার চাওয়া, বিচারে রায় চাওয়া, মামলা করতে যাওয়া ৪:৬০

حُكْمٌ جل أَحْكَامٌ হুকুম, আদেশ, আইন, দণ্ডাদেশ, বিচার, ফয়সালা, প্রজ্ঞা, জ্ঞান, বিচারশক্তি, বিচারক, ফয়সাল, আসমানি কিতাব ৩:৭৯

 حَكَمٌ، حَاكِمٌ ج حُكَّامٌ বিচারক, হাকিম, বিচারকর্তা, সালিস, ফয়সাল ৪:৩৫

حَكِيمٌ جل حُكَمَاءُ হাকীম, আল্লাহ, প্রজ্ঞাময়, সুক্ষ্মজ্ঞানী, বিজ্ঞানী, বিদ্বান, দার্শনিক, বিচারপতি, হিকমত ওয়ালা, প্রজ্ঞাবান, শ্রেষ্ঠ ফয়সাল ২:৩২

حِكْمَةٌ جل حِكَمٌ হিকমত, সুক্ষ্মজ্ঞান, বিচারশক্তি, প্রজ্ঞা, উৎপন্নমতিত্ব, জ্ঞান, ফয়সালা, হাদীস, সুন্নাত ২:১২৯

أَحْكَمُ বিচারপতি, মহাশাসক, প্রধান বিচারক ১১:৪৫

مُحْكَمَةٌ ج مُحْكَمَاتٌ অরহিত, অবধারিত, শিরোধার্য, মজবুত, সুদৃঢ়, ফয়সালাকৃত, বিচারপূর্ণ, সুসাব্যস্ত, সুস্পষ্ট ৩:

حَلَفَ [ض] <حلف হলফ করা, শপথ করা, প্রতিজ্ঞা করা, অঙ্গীকার করা, কসম করা, দৃঢ়পণ করা, দৃঢ়প্রতিজ্ঞা করা ৫:৮৯

حَلاَّفٌ অত্যধিক শপথকারী, হলফকারী, অনর্থক শপথকারী ৬৮:১০

حَلَقَ [ض] <حلق মাথা কামানো, মাথা মুণ্ডানো, নেড়ে হওয়া, চুল চাঁছা ২:১৯৬

مُحَلِّقٌ মাথা মুণ্ডনকারী, মস্তকমুণ্ডিত, কেশমুণ্ডনকারী, মস্তকমুণ্ডানো, নেড়াবস্থা, মুণ্ডিতকেশী ৪৮:২৭

حُلْقُومٌ جل حَلَاقِيْمُ <حلقم গলা, কণ্ঠনালী, খাদ্যনালী, গলবিল, নলি ৫৬:৮৩

حَلَّ [ن، ض] <حلل হালাল হওয়া, বৈধ হওয়া, জায়েয হওয়া, অনিষিদ্ধ হওয়া, অবতরণ করা, নেমে আসা, আপতিত হওয়া, হজের ইহরাম খুলে নিষিদ্ধতা মুক্ত হওয়া ৫:

أَحَلَّ হালাল করা, বৈধ করা, অসম্মান করা, লঙ্ঘন করা ৫:

حِلٌّ، حَلاَلٌ مص হালাল, বৈধ, অনিষিদ্ধ

حِلٌّ অবতরণকারী, বৈধ বাসিন্দা, অধিবাসী ৯০:

حَلاَئِلُ و حَلِيْلَةٌ হালাল নারী, বৈধ স্ত্রী, স্ত্রী, বউ, বধু ৪:২৩

تَحِلَّة শপথ প্রত্যাহার করা, কসম বাতিল করা ৬৬:

مَحِلٌّ পশু হালালের স্থান, কুরবানীর স্থান, জবাইখানা, মাজবাহ ২:১৯৬

مُحِلّ হালালকারী, বৈধকারী ৫:

حُلُمٌ ج أَحْلاَمٌ <حلم সাবালকত্ব, যৌবন, স্বপ্নদোষ, অলীকস্বপ্ন, মনের কল্পনা, কল্পকথা, বুদ্ধি, বিবেক, জ্ঞান, আকল, আক্কেল, বোধ ১২:৪৪

حَلِيمٌ বুদ্ধিমান, জ্ঞানী, মহাজ্ঞানী, সহিষ্ণু, ধৈর্যশীল, সহনশীল, গম্ভীর ২:২২৫

حَلَّي <حلي গহনা পরানো, অলঙ্কৃত করা, ভূষিত করা, মণ্ডিত করা, অলংকারপূর্ণ করা, সাজানো, সজ্জিত করা ৭৬:২১

حِلْيَةٌ جل حِلًى؛ حُلِيٌّ و حَلْيٌ গহনা, অলংকার, ভূষণ, বিভূষণ, বিভূষা, আভরণ ১৩:১৭

حم অনবহিত অর্থ ৪০:১

حَمَأٌ <حمأ পঁচা কাদা মাটি, পাঁক, পঙ্ক, কর্দম ১৫:১৮

حَمِئَةٍ কর্দমাক্ত, পঙ্কিল, ক্লেদাক্ত, ঘোলাপানি ১৮:৮৬

حَمِدَ [س]، حَمْدٌ <حمد ‘আলহামদুলিল্লাহ’ বলা, প্রশংসা করা, তারিফ করা, গুণগান করা, গুণকীর্তন করা, স্তুতি করা, সাধুবাদ দেওয়া, সংবর্ধনা দেওয়া, বন্দনা করা, প্রশংসা ১:

الْحَامِدُ প্রশংসাকারী, বন্দনাকারী, স্তুতিকারী, বন্দী ৯:১১২

الْحَمِيدُ، مَحْمُودٌ প্রশংসিত, প্রশংসার্হ, বন্দনাযোগ্য ১৪:

أَحْمَدُ আহমাদ স., সর্বাধিক প্রশংসাকারী, অতিপ্রশংসিত ৬১:

مُحَمَّدٌ মুহাম্মাদ স., প্রশংসিত, প্রশংসাযোগ্য, প্রশংসনীয় ৩:১৪৪

حُمْرٌ و أَحْمَرُ লাল, লালবর্ণ, লালচে ৩৫:২৭

حِمَارٌ ج حَمِيرٌ، حُمُرٌ <حمر গাধা, গর্দভ ৬২:

حَمَلَ [ض] <حمل বহন করা, পরিবহন করা, নিয়ে বেড়ানো, ভ্রমণ করা, বিহার করা, গর্ভধারণ করা, গর্ভে বাচ্চা বহন করা ৩১:১৪; বোঝা চাপানো, আক্রমণ করা ৭:১৭৬

حَمَّلَ বোঝা চাপানো, বহন করানো, দায়িত্বারোপ করা, ভার অর্পণ করা ২:২৮৬

احْتَمَلَ বহন করা, সহ্য করা, সধৈর্যে বহন করা ৪:১১২

حَمْلٌ ج أَحْمَالٌ গর্ভ, ভ্রুণ, গর্ভস্থ সন্তান ৬৫:

حِمْلٌ جل أَحْمَالٌ বোঝা, বরাদ্ধ ১২:৭২

حَامِلٌ ج الْحَامِلاَتِ বহনকারী, বাহক, পরিবাহী, পরিবহনকারী ২৯:১২

حَمَّالَةَ অধিক বহনকারিণী, সরবরাহকারিণী, চাপপ্রয়োগকারিণী ১১১:

حَمُولَةً ভারবাহী পশু, মেরুদণ্ডী প্রাণী ৬:১৪২

حَمِيمٌ جل حَمَائِمُ، أَحِمَّاءُ <حمم গরম পানি, উত্তপ্ত পানি, অগ্নিতপ্ত ফুটন্ত ঝরণার পানি, অত্যুষ্ণ জল, অগ্নিতুল্য পানি ৬:৭০; অন্তরঙ্গ বন্ধু, প্রিয়বন্ধু, অকপটবন্ধু ২৬:১০১

يَحْمُومٌ উত্তপ্ত, তপ্ত ধোঁয়া, কালো ধুঁয়া, জাহান্নামের একটা পাহাড়ের নাম, অগ্নিগিরির ধুম্রকুঞ্জ, জাহান্নামের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের নিকষ কালো ধোঁয়া ৫৬:৪৩

حَمَى [ض] <حمي গরম করা, উত্তপ্ত করা ৯:৩৫

حَامِيَةٌ দহনশীল, তাপমান, উত্তপ্ত অগ্নি, দাউদাউ করা, দাহ্যমান, অগ্নিগর্ভ ৮৮:

الحَمِيَّةٌ মনের আগুন, উত্তাপ, মনস্তাপ, উত্তেজনা, ঘৃণা, জিদ, অহংবোধ ৪৮:২৬

حَامٍ মূর্তির তরে সমর্পিত উট, দেবতার নামে উৎসর্গিত দশবার প্রজননকারী পুরুষ উট ৫:১০৩

حَنِثَ [س]، حِنْثٌ جل أَحْنَاثٌ <حنث শপথ ভাঙা, অঙ্গীকার ভঙ্গ করা; কসম ভঙ্গ, পাপ কাজ, পাপাচার, অপরাধ, গুনাহ ৩৮:৪৪

حَنَاجِرُ و حَنْجَرَةٌ <حنجر গলা, কণ্ঠনালী, গলবিল, নলি ৩৩:১০

حَنِيذٌ <حنذ ভূনা গোশত, ভাজা মাংস ১১:৬৯

حَنِيفٌ ج حُنَفَاءَ <حنف একরোখা, একনিষ্ঠ, একাগ্রচিত্ত, সৎপরায়ণ, আল্লাহভিমূখী, ইবরাহিমী ধর্মাবলম্বী ২:১৩৫

احْتَنَكَ <حنك লাগাম পরানো, দুর্বল করা, ধর্মচ্যুত করা, পরাজিত করা, ধ্বংস করা, বিনাশ করা, নবজাতককে খেজুর বা মিষ্টান্ন চিবিয়ে খাওয়ানো ১৭:৬২

حَنَانٌ <حنن কোমলতা, স্নেহমমতা, ভালোবাসা, সোহাগ, অনুরাগ, আগ্রহ ১৯:১৩

حُنَيْنٍ হুনাইন: মক্কার এক উপত্যকা ৯:২৫

حُوبٌ <حوب পাপ, অন্যায়, অপরাধ, গুনাহ ৪:

حُوتٌ ج حِيتَانٌ <حوت মাছ, মৎস ১৮:৬৩

حَاجَةً جل حَوَائِجُ <حوج প্রয়োজন, চাহিদা, হাজত, অভাব ১২:৬৮

اسْتَحْوَذَ <حوذ জয়ী হওয়া, পরাজিত করা, পরাভূত করা, বশীভূত করা, দুর্বল করা, প্রভাব বিস্তার করা, প্রভাব খাটানো, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, স্বাধীন হওয়া, স্বনির্ভর হওয়া ৫৮:১৯

حَارَ [ن] <حور ফিরা, ফিরে আসা ৮৪:১৪

حَاوَرَ، تَحَاوُرٌ জেরা করা, তর্কাতর্কি করা, বাদানুবাদ করা, সংলাপ করা, প্রশ্নোত্তর করা, কথা প্রসঙ্গে বলা ১৮:৩৪

حُورٌ و حَوْرَاءُ নিকষকালো মণিবিশিষ্ট, হুর, জান্নাতের নারী, অপ্সরা ৪৪:৫৪

حَوَارِيٌّ ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের উপাধী, ধোপা, সাহায্যকারী ৩:৫২

مُتَحَيِّزٌ <حوز সপক্ষ অবলম্বনকারী, পক্ষাবলম্বী, পক্ষপাতী, সপক্ষে মিলনার্থে ৮:১৬

حَاشَ [ن] <حوش দোষত্রুটি মুক্ত হওয়া

حَاشَ لله সে আল্লাহর রহমতে দোষত্রুটি মুক্ত হয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুমহান হয়েছেন ১২:৩১

أَحَاطَ <حوط বেষ্টন করা, ঘিরে রাখা, পরিবেষ্টিত করা, সামলে রাখা, সামাল দেওয়া, জ্ঞানাবদ্ধ করা, আয়ত্তে নেওয়া ২:৮১

مُحِيطٌ مث مُحِيطَةٌ বেষ্টনকারী, পরিবেষ্টক, জ্ঞানাবদ্ধকারী, আয়ত্তবান, সামালদাতা, নিয়ন্ত্রক, নিয়ন্তা ২:১৯

حَالَ [ن] <حول আড়াল হওয়া, অন্তরাল হওয়া, প্রতিবন্ধক হওয়া, অন্তরায় সৃষ্টি করা, বাঁধ সাধা ১১:৪৩

حَوْلٌ جل أَحْوَالٌ সময়ের অন্তরাল, বছর, বৎসর; চতুর্দিক, চারদিক, পরিবেশ,  আশপাশ, আশেপাশে ২:১৭

حِوَلٌ، تَحْوِيلاً পরিবর্তন, রদবদল, এপাশ ওপাশ, অবস্থান্তর, স্থানান্তর ১৮:১০৮

<حوم حَامٍ মূর্তির তরে সমর্পিত উট, দেবতার নামে উৎসর্গিত দশবার প্রজননকারী পুরুষ উট ৫:১০৩

الْحَوَايَا و حَوِيَّةٌ <حوي নাড়িভুঁড়ি, অন্ত্র, অন্ত্রের চর্বি, চর্বিমিশ্রিত অন্ত্র ৬:১৪৬

أَحْوَى লাল-কালো ও সবুজের সমাহার, সবুজ শ্যামল ৮৭:

حَيْثُ <حيث যে স্থানে, যেখানে, যেথায়, যত্র, সেখানে ২:৩৫

حَيْثُمَا যেখানেই, যে কোন স্থানে, যেখানে সেখানে, যত্রতত্র, যেথায়ই ২:১৫০

حَادَ [ض] <حيد সরে পড়া, পলায়ন করা, সরে যাওয়া, টালবাহানা করা, গা বাঁচিয়ে চলা, এড়িয়ে চলা ৫০:১৯

حَيْرَانٌ جل حَيَارَى <حير হয়রান, হতভম্ব, পেরেশান, কিংকর্তব্যবিমূঢ়, বিচলিত ৬:৭১

مَحِيصٌ <حيص আশ্রয়স্থল, পালানোর জায়গা, পলায়নস্থল, পানাহগাহ ১৪:২১

حَاضَ [ض] <حيض হায়েয হওয়া, ঋতুস্রাব হওয়া, ঋতুবতী হওয়া, মাসিক হওয়া।

مَحِيضٌ নারীর ঋতু, ঋতুস্রাব, হায়েয, মাসিক  ৫:

حَافَ [ض] <حيف জুলুম করা, বেইনসাফি করা, অন্যায় করা, অবিচার করা ২৪:৫০

حَاقَ [ض] <حيق বেষ্টন করা, ঘিরে নেওয়া, ঘেরাও করা, পরিবেষ্টন করা, ঘিরে রাখা, আপতিত হওয়া ৬:১০

حِيْلَةٌ جل حِيَلٌ <حيل হিলা, ফন্দি, কৌশল, উপায়, তদবির ৪:৯৮

حِينٌ جل أَحْيَانٌ <حين সময়, কাল, দীর্ঘকাল, লগ্ন, যখন, সুবর্ণ সুযোগ ২:৩৬

حِينَئِذٍ সে সময়, তখন, তৎকালে, ওই সময় ৫৬:৮৪

حَيَّ [س] <حيي বেঁচে থাকা, সজীব হওয়া, প্রাণবন্ত হওয়া, জীবনীশক্তি লাভ করা ৮:৪২

حَيَّى، تَحِيَّةً সালাম করা, অভিবাদন করা, সম্মান প্রদর্শন করা, ‘দীর্ঘজীবী হও’ বলা, ৪:৮৬

أَحْيَى জীবিত করা, জীবনদান করা, সজীব করা, জীবিত রাখা, সবুজ-শ্যামল করা, সঞ্জীবিত করা ২:২৮

اسْتَحْيَى، اسْتِحْيَاءٍ জীবন কামনা করা, বাঁচিয়ে রাখা, বাঁচানো, জীবিত রেখে দেওয়া, জিন্দা রাখা, হত্যা না করা, প্রাণে বাঁচানো; লজ্জা পাওয়া, লজ্জিত হওয়া, লজ্জাবোধ করা, শরম করা ২:২৬

حَيٌّ ج أَحْيَاءٌ জীবিত, জিন্দা, জীবন্ত, প্রাণবন্ত;  চিরজীবী, চিরঞ্জীব ৩:২৭

حَيَاةٌ، مَحْيَا জীবনকাল, বেঁচে থাকা; হায়াত, আয়ু, জীবন, প্রাণ, ইহজীবন, জীবদ্দশা ২:৮৫

حَيَوَانٌ مص জীবন, প্রাণ, আসল জীবন ২৯:৬৪

مُحْيِ জীবিতকারী, জীবনদাতা, প্রাণের স্রষ্টা, প্রাণ সৃষ্টিকারী, প্রাণের সঞ্চারক ৩০:৫০

يَحْيَى ইয়াহইয়া ইবন যাকারিয়া আলাইহিমাস সালাম ৬:৮৫

حَيَّةٌ جل حَيَّاتٌ সাপ, সর্প, ফণী, নাগ, বিষধর, ফণাকার ২০:২০

خاء [৭১]

خَبْءٌ مص <خبأ গুপ্ত, গোপনীয়, গোপন বিষয় ২৭:২৫

أَخْبَتَ <خبت নত হওয়া, অবনমিত হওয়া, বিনয়ী হওয়া, অনুনয় বিনয় করা, নমঃস্বীকার করা, নতি স্বীকার করা, প্রণতি করা, ভক্তিনতি করা ১১:২৩

مُخْبِتٌ বিনয়ী, অবনত, অনুনয় বিনয়কারী, বিনীতপ্রাণ, ভক্তিমান ২২:৩৪

خَبُثَ [ك] <خبث অশ্লীল হওয়া, নোংরা হওয়া, নাপাক হওয়া, অপবিত্র হওয়া, জমিন অনুর্বর হওয়া, অজন্মা হওয়া,  বিরান হওয়া ৭:৫৮

خَبِيثٌ مث خَبِيثَةٌ ج خَبِيثَاتٌ، خَبَائِثُ অশ্লীল, নোংরা, নোংরামি, নাপাক, অপবিত্র, কুকর্ম, খারাপ, খবীস, অশালীন, দুষ্কর্মা, পাপাত্মা, অজন্মা ৪:

خُبْرٌ مص <خبر জ্ঞান, প্রজ্ঞা, বুঝশক্তি, উপলব্ধি, অনুধাবন, বিজ্ঞান, প্রতিভা, অভিজ্ঞতা ১৮:৬৮

خَبَرٌ ج أَخْبَارٌ খবর, সংবাদ, বৃত্তান্ত, অবস্থা ২৭:

خَبِيرٌ ص অভিজ্ঞ, সর্বজ্ঞ, বিজ্ঞ, জ্ঞানী, সবজান্তা, পূর্ণজ্ঞাত ২:২৩৪

خُبْزٌ جل أَخْبَازٌ <خبز রুটি, নান ১২:৩৬

تَخَبَّطَ <خبط মোহাবিষ্ট করা, মস্তিষ্কবিকৃত করা, মস্তিষ্কবিকৃতি ঘটানো, বিপদগ্রস্ত করা, শোচনীয় বানানো ২:২৭৫

خَبَالٌ <خبل ক্ষতি করা, বিপর্যয় ঘটানো, ক্ষতিসাধন করা ৩:১১৮

خَبَا [ن] <خبو নীভু নীভু হওয়া, নির্বাপিত হওয়া, নিভে যাওয়া ১৭:৯৭

خَتَّارٌ ام <ختر অতিশয় ধোঁকাবাজ, প্রতারক, ধোঁকাবাজ, প্রবঞ্চক, শঠ ৩১:৩২

خَتَمَ [ض] <ختم সিল মারা, মার্কা মারা, মহর লাগানো, সিলমোহর মারা, বন্ধ করে দেওয়া, শিশা ঢালাই করা ২:

خَاتَمٌ جل خَوَاتِمُ সিলমোহর, আংটি, শেষ, সমাপ্তি ৩৩:৪০

خِتَامٌ جل خُتُمٌ، مَخْتُومٌ সিলকৃত, সিলমারা, মোহরকৃত, মোহরাঙ্কিত, সর্বশেষ ৮৩:২৫, ২৬

خَدٌّ جل خُدُوْدٌ <خدد গাল, গণ্ড, কপোল, গণ্ডফলক ৩১:১৮

أُخْدُودٌ جل أَخَادِيْدُ গভীর গর্ত, গুহা, খন্দক, গর্ত ৮৫:

خَدَعَ [ف]، خَادَعَ <خدع ধোঁকা দেওয়া, প্রতারণা করা, প্রবঞ্চনা করা ২:

خَادِعٌ ধোঁকার শাস্তি বিধায়ক, প্রবঞ্চনার শাস্তিদাতা ৪:১৪২

أَخْدَانٌ و خِدْنٌ<خدن পরকিয়া প্রেমী, গুপ্ত প্রেমিক বা প্রেমিকা, উপপতি, উপপত্নী ৪:২৫

خَذَلَ [ن] <خذل অপমান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় করা, অবমাননা করা, নাজেহাল করা, অপমানিত করা, অসম্মান করা, বেইজ্জত করা, পরিত্যাগ করা, অসহায়তা করা, সহায়তা না করা, সহায়হীন বানানো ৩:১৬০

خَذُولٌ লাঞ্ছিতকারী, লাঞ্ছনাকারী, সাহায্য ত্যাগকারী, অসহায়ক, অনুপকারী, অসহযোগী ২৫:২৯

مَخْذُولٌ অপমানিত, পরিত্যক্ত, লাঞ্ছিত, সহায়হীন ১৭:২২

أَخْرَبَ، خَرَابٌ <خرب খারাপ বানানো, নষ্ট করা, ধ্বংস করা, বিনাশ করা, বিরান করা ৫৯:

خَرَجَ [ن]، خُرُوجٌ، مُخْرَجٌ <خرج বের হওয়া, বাইরে যাওয়া, বেরনো, বেরিয়ে পড়া, নির্গমন করা, বহির্গমন করা, প্রস্থান করা, চলে যাওয়া, নির্গত হওয়া, নিঃসরণ হওয়া, বেরিয়ে আসা, উপনিত হওয়া, প্রকাশ হওয়া, উৎপন্ন হওয়া, আহরিত হওয়া ১৯:১১

أَخْرَجَ، إِخْرَاجًا বের করা, বহিষ্কার করা, বের করে দেওয়া, অপসারিত করা, আহরণ করা, অঙ্কুরিত করা, উৎপন্ন করা, প্রকাশ করা ২:২২

اسْتَخْرَجَ বের করে নেওয়া, নিষ্কাশন করা, নিঃসৃত করা, নির্গত করা ১২:৮৯

خَارِجٌ বহির্গমনকারী, বহিগম্য, বেরুবার ৬:১২২

مَخْرَجٌ বাহিরপথ, বহির্দ্বার, প্রস্থানপথ, বের হওয়ার রাস্তা ৬৫:

مُخْرِجٌ বাহিরকারী, প্রকাশক, প্রকাশকারী, বাহ্যমান ২:৭২

مُخْرَجٌ বহিষ্কৃত, নিষ্কাশিত, বিনিঃসৃত, মন্থনকৃত ২৩:৩৫

خَرْجٌ، خَرَاجٌ جل أَخْرَاجٌ কর, শুল্ক, রাজস্ব, ট্যাক্স, চাঁদা, আহার্য, রিজিক ২৩:৭২

خَرْدَلٌ و خَرْدَلَةٌ <خردل সরিষা, রাই, অণু, নগণ্য বস্তু ২১:৪৭

خَرَّ [ض] <خرر পতিত হওয়া, পড়ে যাওয়া, ঢলে পড়া, অবনত হওয়া, লুটিয়ে পড়া, ছিটকে পড়া ৭:১৪৩

خَرَصَ [ن] <خرص অনুমান করা, আন্দাজ করা, কল্পকথা বলা, কল্পনাপ্রসূত কথা বলা, মিথ্যা বলা ৬:১১৬

خَرَّاصٌ ام কল্পনাপ্রবণ, অনুমানকারী, অলীক কাহিনীকার, মিথ্যাবাদী ৫১:১০

خُرْطُومٌ جل خَرَطِيْمُ <خرطم শুঁড়, নাক, শুণ্ড ৬৮:১৬

خَرَقَ [ض] <خرق ফাড়া, বিদীর্ণ করা, ছিদ্র করা, ছিদ্রান্বেষণ করা, অপবাদ দেওয়া ১৭:৩৭

خَازِنٌ ج خَزَنَةٌ <خزن প্রহরী, দারোগা, খাজানার মালিক, খাজাঞ্চী, খাজনাদার, ভাণ্ডারী, সঞ্চয়কারী ১৫:২৩

خَزَائِنُ و خِزَانَةٌ কোষাগার, ধনভাণ্ডার, খাজানা, ধনাগার, তোশাখানা ৬:৫০

خَزِيَ [س] <خزي অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, অপদস্থ হওয়া, ধিকৃত হওয়া, লজ্জিত হওয়া ২০:১৩৪

أَخْزَى অপমান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় করা, অপমানিত করা, অসম্মান করা, বেইজ্জত করা, বেহুরমতি করা, অবমাননা করা, নাজেহাল করা, অসহায়তা করা, সহায়তা না করা, সহায়হীন বানানো ৩:১৯২

خِزْيٌ مص অপমান, মানহানি, অবমাননা, লাঞ্ছনা, গঞ্জনা, ধিক্কার, বেইজ্জতি, হেনস্তা ২:৮৫

أَخْزَى অধিক লাঞ্ছনাকর, অপমানজনক, অবমাননাকর, ধিক্কারজনক, ধিক্করপূর্ণ, বিদ্রুপাত্মক, লজ্জকর ৪১:১৬

مُخْزِي অপমানকারী, লাঞ্ছনাকারী, হেয়কারী, অসম্মানকারী ৯:

خَسِئَ [س] <خسأ লাঞ্ছিত হওয়া, বেইজ্জত হওয়া, অপমানিত হওয়া, অপদস্থ হওয়া, ধিকৃত হয়ে পড়ে থাকা ২৩:১০৮

خَاسِئٌ ج خَاسِئِينَ ধিকৃত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, অক্ষম ২:৬৫

خَسِرَ [س] <خسر ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়া, বিনাশ হওয়া; ক্ষতিগ্রস্ত করা, ক্ষতি করা, নাশ করা, বিনাশ করা, ধ্বংস করা, সর্বনাশ করা ৬:৩১

أَخْسَرَ ক্ষতিগ্রস্ত করা, মাপে কম দিয়ে ক্ষতি করা ৮৩:

تَخْسِيرٍ، خُسْرًا، خُسْرَانًا، خَسَارًا ক্ষতি, খেসারত, লোকসান, ধ্বংস, সর্বনাশ ১১:৬৩

خَاسِرٌ مث خَاسِرَةٌ ক্ষতিকারক, ক্ষতিকর, অনিষ্টকর, সর্বনাশা; ক্ষতিগ্রস্ত, বিনাশিত, ধ্বংসশীল, নশ্বর ২:২৭

الأَخْسَرُ সর্বাধিক ক্ষতিগ্রস্ত, অধিক ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিকর, ধ্বংসাত্মক ১১:২২

مُخْسِرٌ ক্ষতিসাধক, ক্ষতিকারক, ওজন হ্রাসকারী ২৬:১৮১

خَسَفَ [ض] <خسف পোঁতা, প্রোথিত করা, ভূগর্ভে বিলীন করা, জমিন ধসানো, দাবিয়ে দেওয়া, পুতে ফেলা ২৮:৮২; চন্দ্রগ্রহণ লাগা, আলোকহীন হওয়া, নিষ্প্রভ হওয়া ৭৫:

خُشُبٌ و خَشَبٌ <خشب কাঠ, কাষ্ঠ ৬৩:

خَشَعَ [ف]، خُشُوعًا <خشع ভয়াবনত হওয়া, বিনয়ী হওয়া, বিনম্র হওয়া, নত হওয়া, কাকুতিমিনতি করা, ক্ষীণ হওয়া, অনুচ্চ হওয়া, স্তব্ধ হওয়া, ভীত হওয়া ১৭:১০৯

خَاشِعٌ ج خُشَّعًا ভয়াবনত, বিনয়ী, অবনত, আনত, বিনম্র, আল্লাহভীরু, বিনয়াবনত ৩৩:৩৫

خَشِيَ [س]، خَشْيَةً <خشي তাজিম করা, সমীহ করা, ভক্তি করা, ভয় করা, ভীত হওয়া, ঘাবড়ে যাওয়া, আতকে ওঠা, আশঙ্কা করা ৪:২৫

اخْتَصَّ <خصص বিশেষিত করা, বৈশিষ্ট্যপূর্ণ কর, খাস করা, স্বাতন্ত্র্য দেওয়া, একান্ত বানানো ২:১০৫

خَاصَّةً বিশেষত্ব, বৈশিষ্ট্য, খাসিয়াত, বিশেষত, বিশেষভাবে ৮:২৫

خَصَاصَةٌ বিশেষ অভাব, চরম অভাব, স্বতন্ত্র চাহিদা, ক্ষুধা, দীনতা, দৈন্য ৫৯:

خَصَفَ [ض] <خصف পাতা জোড়া দিয়ে পরিধান করা, জড়ানো, জড়িয়ে নেওয়া, সেলাই করা ৭:২২

اخْتَصَمَ <خصم ঝগড়া করা, বিবাদ করা, কলহ করা, বাগবিতণ্ডা করা, পক্ষ টানা, প্রতিপক্ষ হওয়া, বিপক্ষে যাওয়া ৩:৪৪

يَخِصِّمُ، تَخَاصُم পরস্পরে ঝগড়া করা, বাগবিতণ্ডা করা, তর্কাতর্কি করা, তর্কবিতর্ক করা, পক্ষপাতিত্ব করা, পক্ষ টানা ৩৬:৪৯

خَصْمٌ جل خُصُوْمٌ؛ خَصِمٌ، خَصِيمٌ ام শত্রু, বাদী, বিবাদী, কলহকারী, কলহপ্রবণ, ঝগড়াটে, কলহপ্রিয়, প্রতিপক্ষ ৩৮:২১

خِصَامٌ শত্রুতা, কলহ, ঝগড়া, বিবাদ, পক্ষপাতিত্ব, তর্কাতর্কি ২:২০৩

مَخْضُودٌ <خضد কাঁটাবিহিন, কাঁটাকর্তিত, কণ্টকহীন ৫৬:২৮

خَضِرٌ و خَضِرَةٌ <خضر সবুজ ফসল, শাকসবজি ৬:৯৯

أَخْضَرُ، خُضْرٌ সবুজ রঙের, সবুজ, সবুজাভ, হরিদ্বর্ণ ৩৬:৮০

مُخْضَرَّةً সবুজ, শ্যামলিমা ২২:৬৩

خَضَعَ [ف] <خضع অবনত করা, ক্ষীণ করা, অনুচ্চ করা ৩৩:৩২

خَاضِعٌ বিনয়ী, অবনত, আনত, বিনম্র, আল্লাহভীরু ২৬:

أَخْطَأَ <خطأ ভুল করা, ভুলবশত গুনাহ করা ৩৩:

خَطَئًا ভুলক্রমে, ভুলবশত ৪:৯২

خَاطِئٌ مث خَاطِئَةٍ পাপী, গুনাহগার, ভুলকারী, ভুলপরায়ণ, অন্যায়কারী, অপরাধী ৬৯:৩৭

خِطْئٌ، خَطِيئَةً ج خَطَايَا ভুল, অন্যায়, গুনাহ, পাপ, অপরাধ; পাপরাশি, ভুলভ্রান্তি ১৭:৩১

خَاطَبَ، خِطَابًا <خطب সম্বোধন করা, ডাকা, কথা বলা, কথাবার্তা বলা, বাদানুবাদ করা,  ৭৮:৩৭

فَصْل الْخِطَابِ নির্ভুল বিচারশক্তি, কথার প্রাঞ্জলতা, সুস্পষ্টবাক, সত্যমিথ্যার উন্মেষকবাণী ৩৮:২০

خَطْبٌ جل خُطُوْبٌ আবস্থা, দশা, ব্যাপার, কাজ, বিষয় ২০:৯৫

خِطْبَةٌ مص বিয়ের প্রস্তাব, বাগদান ২:২৩৫

خَطَّ [ن] <خطط আঁকা, অঙ্কন করা, লেখা, রচনা করা ২৯:৪৮

خَطِفَ [س]، خَطْفَةٌ، تَخَطَّفَ <خطف ছোঁ মেরে নেওয়া, ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, হরণ করা ৩৭:১০

خُطُوَاتٌ و خُطْوَةٌ <خطو পদাঙ্ক, পদচিহ্ন পদক্ষেপ, কদম ২:১৬৮

خَافَتَ، تَخَافَتَ <خفت ফিসফিস করা, কানাকানি করা, অনুচ্চকন্ঠে বলা, চুপিসারে বলা, একান্তে পরামর্শ করা ১৭:১১০

خَفَضَ [ض] <خفض অবনমিত করা, ডানা বিছিয়ে দেওয়া, সদয় হওয়া, সদাচরণ করা ১৫:৮৮

خَافِضَةٌ অবনতকারী, অসম্মানকারী, বেইজ্জতকারী, হীনসাধনকারী ৫৬:

خَفَّ [ض] <خفف হালকা হওয়া, লঘু হওয়া, অল্পভার হওয়া, পাতলা হওয়া, ভারহীন হওয়া ৭:

خَفَّفَ، تَخْفِيفٌ লাঘব করা, উপশম করা, হ্রাস করা, পাতলা করা, স্বল্পভার করা, ঘোচানো, ছাড় দেওয়া ২:৮৬

اسْتَخَفَّ হালকা মনে করা, নির্বোধ বানানো, উদ্ভ্রান্ত বানানো, মস্তিষ্কবিকৃত বানানো, বিকারগ্রস্ত বানানো, বিচলিত করা, সহজে লাভ করা ১৬:৮০

خَفِيفٌ ج خِفَافٌ হালকা, পাতলা, লঘু, লাঘবাবস্থা, সহজলভ্য, সুলোভ ৯:৪১

خَفِيَ [س]، خُفْيَةً <خفي গোপন থাকা, লুকিয়ে থাকা, গুপ্ত থাকা, অজ্ঞাত থাকা ৩:

أَخْفَي গোপন করা, লুকানো, লুকিয়ে রাখা, ধামাচাপা দেওয়া, প্রকাশ না করা, অপ্রকাশিত রাখা ৬০:

اسْتَخْفَى লুকাতে চাওয়া, লুকাতে পারা, গোপন রাখতে চাওয়া, ধামাচাপা দিতে চাওয়া ৪:১০৮

خَفِيٌّ ص গোপন, হালকা, অপ্রকাশ, ঝাপসাদৃষ্টি, দুর্বলদৃষ্টি, নীচুস্বর, নিম্নস্বর, ক্ষীণকণ্ঠ ১৯:

أَخْفَى অধিক গোপনীয়, অতিগুপ্ত, গুপ্ততম মনের বিষয়, অপ্রকাশিত, অপ্রকাশিতব্য ২০:

خَافِيَةٌ গোপন বিষয়, গুপ্ত, নিগূঢ় ৬:৬৩

مُسْتَخْفٍ গোপনকারী, আত্মগোপনকারী, গুপ্তবেশী, ছদ্মবেশী, গুপ্তচর ১৩:১০

خَلَدَ [ن]، خُلُودٌ <خلد চিরঞ্জীব হওয়া, অমর হওয়া, চিরকাল বাস করা, চিরদিন থাকা, অনন্তকাল থাকা, আনন্তিক হওয়া ৫০:৩৪

أَخْلَدَ অমর করা, চিরজীবী করা, অনন্তকাল রাখা, চিরকাল রাখা, জমিন আঁকড়ে ধরা, আকৃষ্ট হওয়া, অধমুখী হওয়া ৭:১৭৬

خُلْدٌ অমরত্ব, চিরন্তন, শাশ্বত, চিরস্থায়ী, আনন্তিক, আবহমান, চিরকালীন ১০:৫২

خَالِدٌ অমর, চিরঞ্জীব, চিরজীবী, চিরায়ুষ্মান, অনন্তকাল বসবাসরত ৪:১৩

مُخَلَّدٌ চিরকুমার, অমরসঙ্গী, চিরজীবীত, চিরায়ুপ্রাপ্ত ৫৬:১৭

خَلَصَ [ن] <خلص নির্জনে বসা, বিজনে বসা, নিরালায় বসা, একান্তে বসা, একাগ্রতা অবলম্বন করা ১২:৮০

أَخْلَصَ একনিষ্ঠ বানানো, মনোনিত করা, বেছে নেওয়া, খাঁটি করা, বিশুদ্ধ করা, শোধন করা ৩৮:৪৬

اسْتَخْلَصَ একান্ত বানানো, মনোনিত করা, পছন্দ করা, বাছাই করা ১২:৫৪

خَالِصٌ مث خَالِصَةٌ খালেস, নির্ভেজাল, খাঁটি, বিশুদ্ধ, একতরফা ২:৯৪

مُخْلِصٌ একনিষ্ঠ, একাগ্রচিত্ত, খাঁটি বান্দা, নিবিষ্টমনে, একচিত্তে, নির্ভেজাল মন ২:১৩৯

مُخْلَصٌ মনোনিত, পছন্দনীয়, পবিত্রমানা, আত্মনিষ্ঠ, সংযত ১৯:৫১

خَلَطَ [ض] <خلط মিশ্রিত করা, মিলানো, সংমিশ্রিত করা, অংশাংশী করা ৯:১০২

خَالَطَ মিলেমিশে থাকা, মিলানো, মিলিয়ে নেওয়া, একাকার হয়ে যাওয়া, একাত্ম হওয়া ২:২২০

اخْتَلَطَ মিশে যাওয়া, মিশ্রিত হওয়া, সংমিশ্রণে উৎপন্ন হওয়া, ঘণসন্নিবিষ্ট হওয়া ১০:২৪

خُلَطَاءُ و خَلِيْطٌ মিশ্রণকারী, অংশীদার, শরীক ৩৮:২৪

خَلَعَ [ف] <خلع খোলা, খুলে ফেলা, খালি করা, উন্মুক্ত করা  ২০:১২

خَلَفَ [ن]، خَلِيفَةً <خلف পরে আসা, পশ্চাতে আসা, অনুসরণ করা, পিছু নেওয়া, পিছে চলা, অনুক্রমণ করা, প্রতিনিধি হওয়া, প্রতিনিধিত্ব করা ৭:১৪২

خَلَّفَ পেছনে ফেলা, পশ্চাতে রাখা, ক্ষান্তি দেওয়া ৯:১১৮

خَالَفَ، خِلاَفٌ বিরোধিতা করা, মতবিরোধ করা, বৈপরিত্য প্রদর্শন করা, বিপরীতগামী হওয়া ৫:৩৩

أَخْلَفَ বিপরীত করা, খেলাফ করা, অঙ্গীকার ভঙ্গ করা ২০:৮৬

تَخَلَّفَ পিছপা হওয়া, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ হওয়া ৯:১২০

اخْتَلَفَ، اخْتِلاَفًا ইখতিলাফ করা, মতভেদ করা, মতানৈক্য করা; মতবিরোধ করা, বিরোধ করা, কলহ করা ৪:৮২

اسْتَخْلَفَ প্রতিনিধি বানানো, খলিফা বানানো, স্থলাভিষিক্ত বানানো, অনুসৃত বানানো ২৪:৫৫

خَلْفٌ অযোগ্য উত্তরাধিকারী, কুসন্তান, বংশধর, সন্তানসন্ততি, পশ্চাদ্বর্তী, পরবর্তী ৭:১৬৯

خَلْفَ পেছনে, পিছে, পরে, পশ্চাতে ১০:৯২

خَالِفٌ ج خَوَالِفُ، مُخَلَّفٌ পশ্চাৎমুখী, পশ্চাৎবর্তী, পশ্চাৎপদ, পিছিয়েপড়া, পিছিয়েথাকা ৯:৮১

خِلاَفٌ বিপরীত, পেছনে, পশ্চাতে, বিপরিতভাবে ১৭:৭৬

خِلْفَةً অনুক্রমণশীল, পরিবর্তনশীল, পর্যায়ক্রমিক ২৫:৬২

خَلِيفَةً ج خَلاَئِفُ، خُلَفَاءُ খলীফা, প্রতিনিধি, স্থলাভিষিক্ত, অনুসৃত ২:৩০

مُخْلِفٌ খেলাফকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, বিপরীতকারী ১৪:৪৭

اخْتِلاَفٌ ইখতিলাফ, অনুক্রমণ, মতভেদ, মতানৈক্য, মতবিরোধ, বিরোধ, কলহ, অনৈক্য, বিবর্তন, গরমিল, পরিবর্তন ১০:

مُخْتَلِفٌ ভিন্নমুখী, বিচিত্র, বৈসাদৃশ্য, মতভেদকারী, ভিন্নমতাবলম্বী, বিরোধমান, বিরোধপূর্ণ ৬:১৪১

مُسْتَخْلَفٌ স্থলাভিষিক্ত, স্থলবর্তী, খলিফা, প্রতিনিধী, নায়েব, অনুসৃত ৫৭:

خَلَقَ [ن]، خَلْقًا <خلق সৃষ্টি করা, সৃজন করা, রচনা করা, রূপ দেওয়া, পয়দা করা, গঠন করা, গড়া, বানানো ২:২১

خَلْقٌ সৃষ্টি, সৃষ্টজীব, সৃষ্টজগত, সৃষ্টবস্তু, মাখলুক, সৃষ্টিরূপ ৭:৫৪

خَالِقٌ، خَلاَّقٌ স্রষ্টা, সৃষ্টিকর্তা, সৃজনকারী, রচনাকারী, রূপকার ১৫:২৮

مُخَلَّقَةٍ পূর্ণাঙ্গসৃষ্ট, পূর্ণাকৃতিবিশিষ্ট, পূর্ণাকারবিশিষ্ট, সুশ্রী, রূপপূর্ণ ২২:৫০

غَيْر مُخَلَّقَةٍ অপূর্ণাঙ্গসৃষ্ট, অপূর্ণাকৃতিবিশিষ্ট, অপূর্ণাকারবিশিষ্ট, অপূর্ণরূপ,  বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অঙ্গবিকৃত, অসুশ্রী ২২:৫০

اخْتِلاَقٌ বানানো কথা, রূপকথা, সৃষ্টকথা, মনগড়া কথা, অলীক বিষয়, কাল্পনিক ৩৮:

خَلاَقٌ ام অংশ, প্রাপ্য, ভাগ ২:১০২

خُلُقٌ جل أَخْلَاقٌ সৃষ্টিগত স্বভাব, রূপমাধূর্য, স্বভাব, চরিত্র, নৈতিকতা, নীতি, চালচলন ৬৮:

خُلَّةٌ ج خِلاَلٌ <خلل বন্ধুত্ব, মিত্রতা, সৌহার্দ্য, হৃদ্যতা, একাত্মতা, অন্তরঙ্গতা ২:১৫৪; মাঝে, মধ্যে, মাঝখানে, ভিতরে, অভ্যন্তর, অন্তঃপুর ১৭:

خَلِيلٌ ج أَخِلاَّءُ অন্তরঙ্গ বন্ধু, অকপট বন্ধু, মিত্র, দোস্ত, অন্তরঙ্গ, ঘনিষ্ঠ ৪:১২৫

خَلاَ [ن]  <خلو একান্তে বসা, মুক্তমনে বসা, মুক্তচিত্ত হওয়া, খালি হওয়া; অতিবাহিত হওয়া, গত হওয়া, বিগত হওয়া, চলে যাওয়া, অতীত হওয়া, প্রস্থান করা, বিদায় নেওয়া, অন্তর্ধান হওয়া ৫:৭৫

خَلَّى খালি করা, মুক্ত করা, অবারিত করা, পথ ছেড়ে দেওয়া, পথ ফাঁকা করা ২:১৪

تَخَلَّى খালি হওয়া, উন্মুক্ত হওয়া, প্রকাশিত হওয়া, গর্ভশুন্য হওয়া ৮৪:

خَالِيَةٌ খালি, মুক্ত, গত, বিগত, অতীত ৬৯:২৪

خَامِدٌ <خمد নির্বাপিত, স্তিমিত, নিস্তেজ, নিব্যমান, নিভু নিভু ২১:১৫

خَمْرٌ <خمر মদ, মাদক, মাদকদ্রব্য, মদিরা, মদ্য, সুরা, শরাব, নেশাদ্রব্য ৫:৯১

خُمُرٌ جل خِمَارٌ চাদর, ওড়না, কাপড়ের আঁচল ২৪:৩১

خَمْسَةٌ <خمس পাঁচ, পঞ্চ ৩:১২৫

خَامِسَةٌ পঞ্চম, পঞ্চমত, পাঁচ নম্বর ২৪:

خَمْسِينَ পঞ্চাশ ২৯:১৪

خُمُسٌ এক পঞ্চমাংশ, পাঁচভাগের একভাগ, পাঁচের এক ৮:৪১

مَخْمَصَةٌ <خمص তীব্র ক্ষুধা, বুভুক্ষা, ক্ষুধাকাতর, অসহ্যক্ষুধা, ক্ষুধার জ্বালা, জঠরানল ৫:

خَمْطٌ <خمط তিক্ত ফল, বিস্বাদ, স্বাদহীন ৩৪:১৬

خِنزِيرٌ ج خَنَازِيرُ <خنزر শূকর, খিঞ্জীর, শুয়োর, বরাহ, ভূদার ৫:

خَنَّاسٌ ام <خنس গুপ্ত প্রবঞ্চক, গোপনে প্ররোচনাদাতা, জিন শয়তান ১১৪:

خُنَّسٌ و خَانِسٌ দিবসের গুপ্ত তারকা, গোপননক্ষত্র, গ্রহ, তারকা, জ্যোতিষ্ক, নক্ষত্রমণ্ডল, তারামণ্ডল, গ্রহপুঞ্জ ৮১:১৫

مُنْخَنِقَةٌ <خنق গলা টিপে মারা পশু, কণ্ঠরোধে মৃতপ্রাণী, ফাঁস দিয়ে মারা পশু ৫:

خُوَارٌ <خور গরুর ডাক, হাম্বা হাম্বা, বাঁশি, বাঁশরি ৭:১৪৮

خَاضَ [ن]، خَوْض <خوض কথার কথা বলা, বাচালতা করা, বাজেকথায় লিপ্ত হওয়া, প্যাচাল পাড়া, বাড়িয়ে বলা, বাক্যালাপ করা, সমালোচনা করা ৬:৯১

خَائِضٌ বাচাল, অমিতবাক, বাজেপ্রসঙ্গ আলোচনাকারী, প্যাচালী ৭৪:৪৫

خَافَ [س]، خَوْفًا، خِيفَةً <خوف ভয় করা, ভীত হওয়া, ঘাবড়ানো, আঁতকে ওঠা, আশঙ্কা করা, শঙ্কিত হওয়া, ভীতসন্ত্রস্ত হওয়া, অনিষ্টের আশঙ্কা করা ৭:৩৫

خَوَّفَ، تَخْوِيفًا ভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, ত্রাসসৃষ্টি করা, হুমকি দেওয়া, শাসানো ১৭:৫৯

تَخَوُّفٌ ভীত হওয়া, ভীতিপ্রদর্শন করা ১৬:৪৭

خَائِفٌ ভীত, ভীতসন্ত্রস্ত, সশঙ্ক, শঙ্কমান; সশঙ্কে, সন্তপর্ণে, ত্রস্তভাবে ২:১১৪

خَوَّلَ <خول দেওয়া, দান করা, নেয়ামত দেওয়া ৬:৯৪

خَالٌ ج أَخْوَال মামা, খালু, মাতুল ২৪:৬১

خَالاَتٌ و خَالَةٌ খালা, মামী ২৪:৬১

خَانَ [ن]، خِيَانَةً، اخْتَانَ <خون খিয়ানত করা, আত্মসাৎ করা, বিশ্বাসঘাতকতা করা, গ্রাস করা, ক্ষয় করা, ক্ষয়ক্ষতি করা, মেরে দেওয়া, প্রবঞ্চনা করা, ধোঁকাবাজি করা ৮:৭১

خَوَّانٌ، خَائِنٌ مث خَائِنَةٌ খিয়ানতকারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, ক্ষতিকারক, প্রবঞ্চক, ধোঁকাবাজ ৪:১০৭

خَاوِيَةٌ <خوي ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান ২:২৫৯

خَابَ [ض] <خيب ব্যর্থ হওয়া, বিফল হওয়া, নিষ্ফল হওয়া, অসফল হওয়া, অকৃতকার্য হওয়া, নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া ১৪:১৫

خَائِبٌ ব্যর্থ, হতাশ,  আশাহত, নিরাশ, অসফল, অকৃতকার্য, অক্ষম, অপারগ ৩:১২৭

اخْتَارَ، تَخَيَّرَ، خِيَرَةٌ <خير পছন্দ করা, বাছাই করা, মনোনীত করা, নির্বাচিত করা, অধিকার দেওয়া, বেছে নেওয়া, গ্রহণ করা ৭:১৫৫

خَيْرٌ ج أَخْيَارٌ مث خَيْرَاتٌ উত্তম, ভালো, ভালোমানুষ, অতিউত্তম, সর্বোত্তম, বাছাইকরা, মনোনীত, পছন্দনীয়, পছন্দসই, কল্যাণ, মঙ্গল, সম্পদ, সম্পত্তি, ধনসম্পদ, উত্তম ঘোড়া, অশ্ব ৩৮:৩২

خَيْطٌ جل خُيُوْطٌ <خيط সুতা, সুতো, সুতলি, ফিতা, প্রভাত রেখা ২:১৮৭

خِيَاطٌ সূচ, সুই, সীবনযন্ত্র, সীবনী ৭:৪০

خَيَّلَ <خيل ধাঁধা লাগানো, খেয়াল করানো, ধাঁধাগ্রস্ত করা, প্রহেলিকাময় করা, কাল্পনিক বানানো, কল্পনায় আনা, মনে হওয়া, মনে আসা ২০:৬৬

مُخْتَالٌ খেয়ালপ্রবণ, কল্পনাপ্রবণ, যথেচ্ছাপ্রবণ, ধাঁধাগ্রস্ত, অহঙ্কারী, আত্মাভিমানী ৪:৩৬

خَيْلٌ جل خُيُوْلٌ অহঙ্কারের বস্তু, ঘোড়া, অশ্ব, বাজী, ঘোটক, হ্রেষী, অশ্বারোহী সৈন্য, ঘোড়সওয়ার ৩:১৪

خِيَامٌ و خِيْمَةٌ <خيم খিমা, তাবু, শিবির, পর্দা ৫৫:৭২

دال [৪৭]

دَاْبٌ <دأب স্বভাব, প্রকৃতি, অবস্থা, কার্য, লাগাতার, অবিরাম, ধারাবাহিক, যথারীতি, উত্তমরূপে ১২:৪৭

دَائِبٌ স্বাভাবিক, বিরামহীন, অধ্যবসায়ী, অবিরাম গতিশীল, অক্লান্ত, সমপ্রকৃতির ১৪:৩৩

دَابَّةٌ ج دَوَابٌّ <دبب বিচরণকারী, প্রাণী, জীব, জন্তু, জানোয়ার, চতুষ্পদপশু, মেরুদণ্ডী, সরীসৃপ, ভারবাহী পশু ৩৫:৪৫

دَبَّرَ <دبر নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, ব্যবস্থাপনা করা, ব্যবস্থা গ্রহণ করা, সামলে নেওয়া ১০:

تَدَبَّرَ، إدَّبَّرَ চিন্তা করা, গভীরধ্যান করা, পর্যবেক্ষণ করা, গবেষণা করা ৪:৮২

أَدْبَرَ، إِدْبارٌ পৃষ্ঠপ্রদর্শন করা, পশ্চাদপসরণ করা, পিছু হটা, পলায়ন করা, সরে পড়া, মুখ ফিরানো, বিমুখ হওয়া ৭০:১৭

المُدَبِّرات ব্যবস্থাপক ফেরেশতা, কার্যক্রমে নিয়োজিত ফেরেশতা, কার্যনির্বাহক ৭৯:

مُدْبِرٌ পৃষ্ঠপ্রদর্শনকারী, পশ্চাদপসরণকারী, বিমুখ, পলায়নপর ২৭:১০

دَابِرٌ শিকড়, মূল, উৎস, ভিত্তি, পশ্চাৎ ৮:

دُبُرٌ ج أَدْبَارٌ পিঠ, পৃষ্ঠ, পশ্চাৎ, পৃষ্ঠদেশ, পিছন, বিপরীতদিক ৮:১৬

مُدَّثِّرٌ <دثر চাদর মুড়িয়ে শয়নকারী, বস্ত্রাবরক, চাদরধারী, কম্বলধারী, কম্বলমুড়োন ব্যক্তি ৭৪:

دُحُورٌ، مَدْحُورٌ <دحر বিতাড়িত, তাড়িত, ধাবনীয়, ধাওয়া খাওয়া ৩৭:

أَدْحَضَ <دحض ব্যর্থ করা, বাতিল করা, রদ করা, প্রতিহত করা, বিচ্যুত করা, স্খলন ঘটানো ১৮:৫৬

دَاحِضَةٌ، مُدْحَضٌ ব্যর্থ, বাতিল, স্থানচ্যুত, প্রতিহত ৪২:১৬

دَحَا [ن] <دحو বিছানো, বিস্তৃত করা, সম্প্রসারিত করা ৭৯:৩০

دَاخِرٌ<دخر অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, তুচ্ছতাচ্ছিল্য ১৬:৪৮

دَخَلَ [نمُدْخَلٌ <دخل প্রবেশ করা, ঢোকা, অন্তর্ভুক্ত হওয়া, উপনিত হওয়া, আসা, আগমন করা, দখল করা ৩:৩৭

أَدْخَلَ প্রবেশ করানো, ঢোকানো, প্রবিষ্ট করা, অন্তর্ভুক্ত করা, শামিল করা, দখল দেওয়া ৫:৬৫

دَاخِلٌ প্রবেশকারী, অন্তর্ভুক্ত, আগন্তুক, দখলকারী ৫:২২

مُدْخَلٌ প্রবিষ্ট, প্রবেশপথ, প্রবেশদ্বার, প্রবেশস্থান, আশ্রয় ৭:৩১

مُدَّخَلٌ প্রবেশস্থান, আশ্রয়, গোঁজার ঠাই ৯:৫৭

دَخَلٌ مص আসন্ন প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ, আত্মসাৎ, খিয়ানত, ধোঁকা, প্রতারণা, ভেজাল ১৬:৯২

دُخَانٌ جل أَدْخِنَةٌ، دَوَاخِيْنُ <دخن ধোঁয়া, ধুঁয়া, ধুম্র, ধুম্রকুঞ্জ ৪১:১১

دَرَأَ [ف] <درأ সরানো, বিদূরিত করা, দূর করা, অপসারণ করা, অন্যদিকে গড়িয়ে দেওয়া, প্রতিহত করা ২৪:

إدَّارَأَ অন্যদিকে গড়ানো, অন্যকে দায়ী করা, দোষারোপ করা, দোষ চাপানো ২:৭২

اسْتَدْرَجَ <درج ক্রমান্বয়ে ধ্বংস করা, ক্রমান্বয়ে পাকড়াও করা, আস্তে আস্তে গুটিয়ে আনা, ধুকিয়ে মারা ৭:১৮২

دَرَجَةٌ ج دَرَجاتٌ ক্রম, স্তর, সোপান, পদমর্যাদা, সম্মান ৪:৯৫

مِدْرارٌ <درر ঘনমেঘ, মেঘপুঞ্জ, বারিবাহী মেঘমালা, অঝোরধারা, প্রবলবর্ষণ, বর্ষণমুখর ৬:

دُرِّيٌّ جل دَرَارِيُّ আলোকবিচ্ছুরক, উজ্জ্বল, জ্যোতির্ময়, আলোকময়, চকচকে, ঝকঝকে ২৪:৩৫

دَرَسَ [ن]، دِرَاسَةً <درس পড়া, পাঠ করা, অধ্যায়ন করা, ক্লাস করা, ঘণ্টা করা ৬:১৫৬

إِدْرِيس নবী ইদ্রীস আলাইহিস সালাম ১৯:৫৬

أَدْرَكَ <درك ধরে ফেলা, পেয়ে বসা, ধারণ করা, নাগালে আনা ১০:৯০

تَدَارَكَ، إِدَّارَكَ পরস্পরে ধরে ফেলা, নাগাল পাওয়া, পতিত হওয়া, আপতিত হওয়া, পরিপূর্ণ হওয়া, চূড়ান্তে পৌঁছা, শেষ হওয়া ১৭:৬৬

دَرَكٌ নাগাল পাওয়া, ধরতে পারা, ধরে ফেলা ২০:৭৭

الدَّرْكُ পতনস্থল, নিম্নস্তর, নিম্নপুরী, স্তর, জাহান্নামের একটা স্তর ৪:১৪৫

مُدْرَكٌ ধৃত, নাগালাবদ্ধ, ধরাপড়া, হস্তধৃত, আবদ্ধ, পরাভূত ২৬:৬১

دَرَاهِمُ و دِرْهَمٌ <درهم এক দিরহাম = ২.৯৭ গ্রাম রূপা, রৌপ্যমুদ্রা, রূপার টাকা, মুদ্রা ১২:২০

دَرَى [ض] <دري জানা, অবগত হওয়া, জানতে পারা, খবর রাখা, উপলব্ধি করা, ধারণা করা ৬৫:

أَدْرَى জানানো, অবগত করা, অবহিত করা, জানতে দেওয়া, জ্ঞাপন করা, খবর দেওয়া, ধারণা দেওয়া ৬৯:

دُسُرٌ و دِسَارٌ <دسر পেরেক, পিন, কাঁটা, কীলক, খিল ৫৪:১৩

دَسَّ [ن]، دَسَّى <دسس মাটিতে গেড়ে দেওয়া, ঢোকানো, বসিয়ে দেওয়া, পুঁতে দেওয়া, প্রোথিত করা, কলুষিত করা ১৬:৫৯

دَسَّى <دسي মাটিতে গেড়ে দেওয়া, কলুষিত করা, পুঁতে ফেলা, বিভ্রান্ত করা ৯১:১০

دَعَّ [ن]، دَعًّا <دعع আঘাত করা, গলা ধাক্কানো, ধাক্ক দিয়ে তাড়ানো, বিতাড়িত করা, তাড়িয়ে নেওয়া ৫২:১৩

دَعَا [ن]، دُعَاءً، دَعْوَةٌ <دعو ডাকা, আহ্বান করা, সম্বোধন করা, আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা, দাওয়াত করা, প্রার্থনা করা, ফরিয়াদ করা, দুয়া করা, চাওয়া, কামনা করা ২:১৮৬

ادَّعَى চাওয়া, ফরিয়াদ করা, দাবি করা, বাদী হওয়া, ইচ্ছা করা ৪১:৩১

دُعَاءٌ جل أَدْعِيَةٌ দুয়া, ডাক, আহ্বান, নিমন্ত্রণ, চাওয়া ২:১৮৬

دَاعِيٌ جل دُعَاةٌ আহ্বানকারী, প্রার্থী, আহ্বায়ক, প্রার্থনারত ২:১৮৬

الدَّعْوَى দাবি, চাহিদা, হাঁকডাক, চিৎকার, সম্ভাষণ ৭:

أَدْعِيَاءُ و دَعِيٌّ যাকে ছেলে ডাকা হয়েছে, পালকপুত্র, পৌষ্যপুত্র, পালিতপুত্র, বানানোছেলে ৩৩:

دِفْءٌ جل أَدْفَاءُ <دفأ শীতের পোশাক, শীতবস্ত্র, তাপ, উত্তাপ, উষ্ণতা, গরমি ১৬:

دَفَعَ [ف]، دَافَعَ، دَفْعٌ <دفع প্রতিহত করা, দফা করা, প্রতিরোধ করা, অপসারণ করা, দূর করা, নিয়ন্ত্রণ করা, অর্পণ করা, প্রদান করা, দেওয়া, দমন করণ, বাধাদান, নিবারণ ৪:

دافِعٌ প্রতিহতকারী, প্রতিরোধক, নিয়ন্ত্রক, অপসারণকারী, অর্পণকারী, প্রদানকারী, দমনকারী ৫২:

دافِقٌ <دفق বেগবান, প্রবাহমাণ, সবেগে নির্গত, সবেগে নিক্ষিপ্ত ৮৬:

دَكَّ [ن]، دَكًّا، دَكَّةٌ <دكك চুরমার করা, চূর্ণবিচূর্ণ করা, ভাঙচুর করা, ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়া, বিধ্বস্ত করা, সমান  করা, সমতল বানানো ৮৯:২১

دَكَّاءٌ جل دَكَّاوَاتٌ সমতল ভূমি, সমভূমি, বিধ্বস্ত, চুরমার, চূর্ণবিচূর্ণ ১৮:৯৮

دُلُوكٌ <دلك হেলে পড়া, ঢলে পড়া, ঢলা, হেরা, ঝুঁকে পড়া, ঝোঁকা ১৭:৭৮

دَلَّ [ن] <دلل পথ দেখানো, অবগত করা, নিদর্শন দেখানো, সন্ধান দেওয়া, নিয়ে যাওয়া, পৌঁছানো ২০:৪০

دَلِيلٌ جل أَدِلَّةٌ পথপ্রদর্শক, দিশারী, নিদর্শন, প্রমাণ ২৫:৪৫

دَلَّى، أَدْلَى <دلو ঝুলিয়ে দেওয়া, নামানো, নামিয়ে দেওয়া, ফেলা, কথা বলে ফেলা, কথা পাড়া, মিথ্যামামলা করা ২:১৮৮

تَدَلَّي ঝুঁকা, আকৃষ্ট হওয়া, নামা, নেমে আসা, নিকটবর্তী হওয়া, কাছে আসা ৫৩:

دَلْوٌ جل دِلَاءٌ বালতি, কুপের বালতি, ঝুলন্ত বালতি ১২:১৯

دَمْدَمَ <دمدم ধ্বংস করা, ধ্বংসলীলা চালানো, ঝাঁপিয়ে পড়া, আগ্রাসন চালানো ৯১:১৪

دَمَّرَ، تَدْمِيْرًا <دمر ধ্বংস করা, বিলুপ্ত করা, বিনাশ করা, নিপাত করা, উচ্ছেদ করা, ধ্বংসলীলা চালানো, ঝাঁপিয়ে পড়া, আগ্রাসন চালানো ১৭:১৬

دَمْعٌ جل دُمُوْعٌ <دمع চোখের পানি, অশ্রু, অশ্রুজল, নয়নজল, আঁসু ৫:৮৩

دَمَغَ [ف] <دمغ আঘাতে মগজ বের করা, ভীষণ আঘাত করা, প্রচণ্ড প্রহার করা, মাথা গুড়িয়ে দেওয়া, মস্তক ভেঙে চূর্ণ করা ২১:১৮

دَمٌ ج دِمَاءٌ <دمو রক্ত, শোনিত, রুধির, লোহু, খুন ২:৩০

دِينَارٌ جل دَنَانِيْرُ <دنر এক দিনার = ৪.২৫ গ্রাম স্বর্ণ, স্বর্ণমুদ্রা, স্বর্ণের টাকা, মোহর, আশরাফি, মুদ্রা ৩:৭৫

دَنَا [ن] <دنو নিকটবর্তী হওয়া, কাছে আসা, সংলগ্ন হওয়া, লাগালাগি হওয়া ৫৩:

أَدْنَى নিকটে টানা, মুড়িয়ে নেওয়া, মুড়ি দেওয়া, ঝুলিয়ে দেওয়া ৩৩:৫৯

دَانٍ مث دَانِيَةٌ নিকটবর্তী, সংলগ্ন, ঝুলন্ত ৫৫:৫৪

الأدْنَي নিকটতম, অধিক নিকটবর্তী, ছোট, কমা, নিম্নমানের, নিকৃষ্টতম ২:৬১

الدُنْيا جل دُنًى নিকটবর্তী স্থান, নিকৃষ্টস্থান, দুনিয়া, পৃথিবী, ইহলোক, বিশ্বজত, জাহান, বসুন্ধরা, ধরণী, অবনী, মেদিনী, সৃষ্টিতল, মাটি, জমিন, পার্থিব, ইহলৌকিক, ইহকালীন ২:৮৫

دَاوُدُ <دود দাউদ আলাইহিস সালাম ২:২৫১

دَارَ [ن] <دور চোখ পাকানো, ঘুরানো, উল্টানো, বিষ্ফারিত হওয়া ৩৩:১৯

أَدَارَ নগদ লেনদেন করা, নগদ কারবার করা, আদান প্রদান করা, বিনিময় করা, লেনদেন করা ২:২৮২

دَارٌ ج دِيَارٌ বাড়ি, গৃহ, প্রাসাদ, শহর, নগর, অঞ্চল, প্রদেশ, দেশ, পৃথিবী, পরকাল, অবস্থানস্থল, ঘোরা ফেরার স্থান ২:৮৪

دَيَّارٌ  গৃহবাসী, বাসিন্দা, অবস্থানকারী, অধিবাসী, সন্ন্যাসী, যাযাবর, যোগী ৭১:২৬

دَائِرَةٌ ج دَوَائِرُ দুর্দিন, দুর্বিপাক, কালের চক্র, অকাল, দুষ্কাল, সংকটকাল, দুঃসময়, বিপদ, বিপর্যয়, দুর্ভাগ্য ৯:৯৮

دَاوَلَ <دول অদলবদল করা, পালাক্রমে আনা, পালাবদল করা, ঘুরানো, ঘুরিয়ে দেওয়া, আবর্তন ঘটানো, পরিবর্তন করা, বদলানো ৩:১৪০

دُولَةٌ جل دُوْلَاتٌ পুঞ্জীভূত সম্পদ যা হাতবদল হতে থাকে, পুজিপতির সম্পত্তি, কুক্ষিগত সম্পদ, গ্রাসকরা দৌলত ৫৯:

دَامَ [ن] <دوم দীর্ঘস্থায়ী হওয়া, অব্যাহত থাকা, স্থিতিশীল থাকা, চলতে থাকা, করতে থাকা, থাকা ৫:২৪

دَائِمٌ চিরস্থায়ী, স্থিতিশীল, স্থায়ী, চলমান, অব্যাহতগতি ১৩:৩৫

دُونَ <دون ব্যতীত, বাদে, ছাড়া, ছেড়ে, বিনা, বিনে, সামনে, সম্মুখে, নিকটে, অল্প, স্বল্প, নগণ্য, নীচ, হীন, হেয়, নি¤েœ, কম, নিম্নতর, ছোট ২:২৩

دَهْرٌ جل دُهُوْرٌ <دهر যুগ, সময়, কাল, জামানা, মহাকাল ৭৬:

دِهَاقٌ ص <دهق পরিপূর্ণ, উপচেপড়া, টইটই, টইটম্বুর, কানায় কানায় ৭৮:৩৪

مُدْهَامَّةٌ <دهم অতিশ্যামল উদ্যান, গাঢ়সবুজরঙের উদ্যান, নন্দনকানন ৫৫:৬৪

أَدْهَنَ <دهن তেল মাখানো, নমনীয় হওয়া, শৈথিল্য প্রদর্শন করা, শিথিলতা করা ৬৮:

مُدْهِنٌ শিথিলকারী, বলগাহীন, শিথিলতা প্রদর্শনকারী, শিথিল, চাটুকার ৫৬:৮১

دُهْنٌ جل أَدْهَانٌ তেল, জয়তুনের তেল ২৩:২০

دِهَانٌ جل أَدْهِنَةٌ রক্তিম তৈলাক্ত চামড়া ৫৫:৩৮

أَدْهَي <دهي আকস্মিক, মহাবিপদ, ঘোরতর বিপদ, বিভীষিকাময় ৫৪:৪৬

دَانَ [ض] <دين ধর্ম গ্রহণ করা, ধর্ম মনোনীত করা ৯:২৯

تَدَايَنَ ঋণ করা, ঋণ গ্রহণ করা, ধার নেওয়া, কর্জ নেওয়া,  লেনদেন করা, কারবার করা, হিসাব-নিকাশ করা ২:২৮২

دَيْنٌ جل دُيُوْنٌ ঋন, ধার, কর্জ, দেনা ৪:১২

دِيْنٌ جل أَدْيَانٌ দীন, ধর্ম, ধর্মবিশ্বাস, ধর্মমত, ইসলাম, মতাদর্শ, আনুগত্য, মেনে চলা, পালন করা, কিয়ামত, বিচার, হিসাব, প্রতিদান, বদলা ৩:১৯

يوم الدين কিয়ামত, বিচারদিন, বিচারদিবস, কিয়ামতদিবস, প্রতিদানদিবস, বদলার দিন ১:

مَدِينٌ বিচারাধিন, বিচারণীয়, বদলাপাপ্ত, প্রতিফল প্রাপ্ত ৩৭:৫৩

غَير مَدِينٍ প্রতিফল অপ্রাপ্ত, অবিচার্য, বিচারহীন, বদলাহীন, বিচারমুক্ত ৫৬:৮৬

ذال [২২]

ذَا এই

هذا، هذه এই, এটা, এই বস্তু ২:২৫

هذان، هتان এ দুটি, উভয়টা, এরা দুজন, উভয়ে ২০:৬৩

أُولاَئِكَ، هؤُلاَءِ এরা, এগুলো ২:৩১

ذَلِكَ ওইটা, উহা ২:

ذَانِك، ذَلِكُمَا ওই দুটি ২৮:৩২

ذَلِكُمْ، ذَلِكُنَّ ওরা, ওগুলো, তোমাদের তাতে, তোমাদের ওতে ২:৪৯

كَذَلِك মূলত ছিল (كَذَا + لك) তোমার জন্যে এমনই, তোমার জন্যে ওটাই

ذِئْبٌ جل ذِيَابٌ <ذأب বাঘ, নেকড়ে, শার্দুল, বৎসাদন ১২:১৪

مَذْئُوْمٌ <ذأم ঘৃণিত, লাঞ্ছিত, নিন্দিত, অপছন্দনীয়, অপমানিত ৭:১৮

ذُبَابٌ جل أَذِبَّةٌ، ذِبَّانٌ <ذبب মশা, মাছি, মক্ষিকা ২২:৭৩

ذَبَحَ [ف] <ذبح জবাই করা, কুরবানী করা, বধ করা, নিধন করা ২:৭১

ذَبَّحَ নির্মমভাবে জবাই করা, হত্যা করা, গণনিধন করা, গণহত্যা করা, প্রাণে মারা ২:৪৯

ذِبْحٌ مص জবায়ের পশু, উৎসর্গিত প্রাণী, জবাইযোগ্য ৩৭:১০৭

مُذَبْذَبٌ <ذبذب দু‘মনা, দোদুল্যমান, দোটানচিত্ত, সংকোচচিত্ত, দ্বিধাগ্রস্ত ৪:১৪৩

إِدَّخَرَ <ذخر সঞ্চয় করা, জমা করা, গুদামজাত করা, পুঞ্জীভূত করা ৩:৪৯

ذَرَأَ [ف] <ذرأ সৃষ্টি করা, সৃজন করা, পয়দা করা, অসংখ্য সৃষ্টি করা, ছড়ানো, বিস্তৃত করা ৬:১৩৬

ذَرَّةٌ جل ذَرَّاتٌ <ذرر গুঁড়ি পিঁপড়া, কণা, অণু, পরমাণু, জাররা ৪:৪০

ذُرِّيَّةٌ ج ذُرِّيَات ডিম্বাণু, বংশধর, সন্তানসন্ততি, ভবিষ্যৎপ্রজন্ম ১৩:২৩

ذَرْعٌ ج ذِرَاعٌ <ذرع বাহু, হাত, গজ, বাহুবল, শক্তি, ক্ষমতা, মনোবল ১১:৭৭

ذَرَا [ن]، ذَرْوًا <ذرو ধূলাবালি উড়ানো, বিক্ষিপ্ত করা, উড়ানো ১৮:৪৫

الذّاَرِيَات প্রচণ্ডবেগে ধূলাবালি উৎক্ষেপণকারী ৫১:১

مُذْعِنٌ <ذعن অনুগত, বিনীত, বশ্যতা স্বীকারকারী, নতিস্বীকারকারী, বাধ্যগতাবস্থায় ২৪:৪৬

أَذْقَانٌ و ذَقَنٌ <ذقن থুতনি, চিবুক, নতশির, অধোবদন, অধোচিবুক, অধোমুখে ১৭:১০৭

ذَكَرَ [ن]، ذِكْرٌ <ذكر স্মরণ করা, জিকির করা, ইয়াদ করা, বর্ণনা করা, উল্লেখ করা, সমালোচনা করা, স্মৃতিচারণ করা, মনে আনা, জপা, খেয়াল করা, ধ্যান করা, সাধনা করা ২:৪০

ذَكَّرَ، تَذْكِرَةٌ স্মরণ করানো, মনে করানো, উপদেশ দেওয়া, মন্ত্রণা দেওয়া ২:২৮২

تَذَكَّرَ، إِذَّكَّرَ স্মরণ করা, মনোনিবেশ করা, উপদেশ গ্রহণ করা, নসিহত কবুল করা, স্মরণ করানো ৭:

إِدَّكَرَ স্মরণ হওয়া, মনে আসা, খেয়াল হওয়া, স্মরণ করা, চিন্তা করা, মনোনিবেশ করা, ফিকির করা, গবেষণা করা ১২:৪৫

ذِكْرٌ جل أَذْكَارٌ স্মরণ, জপন, জিকির, উপদেশ, ওহী, কুরআন, স্মৃতি, বর্ণনা, আলোচনা, ইয়াদ ৩:৫৮

ذِكْرَى، تَذْكِرَةٌ স্মরণ করা, স্মৃতিচারণ, উপদেশ গ্রহণ, উপদেশ দান, স্মরণীয়, স্মারক, স্মারকলিপি, উপদেশ, নসিহত, উপদেশবাণী, স্মরণচিহ্ন, সতর্কবাণী, স্মৃতিকথা ৬:৬৮

مَذْكُورٌ আলোচিত, আলোচ্য, উল্লেখ্য, উল্লেখযোগ্য, স্মরণীয়, বর্ণিত, উল্লেখিত ৭৬:

مُذَكِّرٌ উপদেশদাতা, নসিহতকারী, উপদেষ্টা, মন্ত্রণাদাতা ৮৮:২১

ذَاكِرٌ জিকিরকারী, স্মৃতিচারণকারী, স্মরণকারী ৩৩:৩৫

ذَكَرٌ ج ذُكُورٌ، ذُكْرَانٌ পুরুষ, পুরুষজাতি, নর ৩:৩৬

مُدَّكِرٌ স্মরণকারী, চিন্তাবিদ, চিন্তাশীল, চিন্তাফিকিরকারী, মনোনিবেশকারী, গবেষক ৫৪:১৫

ذَكَّي <ذكو জবাই করা, জবাই করে হালাল বানানো ৫:

ذَلَّ [ض] <ذلل অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, অবনমিত হওয়া, নুয়ে পড়া ২০:১৩৪

ذَلَّلَ، تَذْلِيلاً অধীন করা, অনুগত কর, অসহায় বানানো, আয়াত্তাধীন করা, কর্তৃত্বাধীন করা ৭৬:১৪

أَذَلَّ অপমানিত করা, লাঞ্ছিত কর, মানহানি করা, অপদস্থ করা, হেয় করা ৩:২৬

ذُلٌّ، ذِلَّةٌ অপমান, লাঞ্ছনা, হীনতা, নীচতা, অসম্মান, বিনয়, নম্রতা, আনুগত্য, অধীনতা ২:৬১

أَذِلَّةٌ অপমানিত, মানহীন, লাঞ্ছিত, তুচ্ছ, অপদার্থ, নিকৃষ্ট ৫:৫৪

أَذَلُّ ج اذَلِّين হীনতম, অতিলাঞ্ছিত, লাঞ্ছনাকর, অসম্মানী, সর্বাধিক অপমানিত, ইতর, অপদার্থ ৬৩:

ذَلُولٌ ج ذُلُلٌ অধীন, বশীভূত, অনুগত, তাবেদার, অবনত, বিনীত, সমতল ১৬:৬৯

ذِمَّةٌ جل ذِمَمٌ <ذمم জিম্মা, দায়িত্ব, প্রতিজ্ঞা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি ৯:

مَذْمُومٌ নিন্দিত, তিরষ্কৃত, অপ্রিয়, মন্দ ১৭:১৮

ذَنْبٌ ج ذُنُوبٌ <ذنب পাপ, অন্যায়, গুনাহ, অপরাধ, দোষ, ত্রুটি, ভুল, দোষারোপ, পাপরাশি, প্রাপ্য, পাপের শাস্তি ৪০:

ذَنُوبٌ পাপের শাস্তি, প্রাপ্য, পাওনা, পানির পালা, কূপের বালতি, নির্ধারিত সময়, এবাদতের ওয়াক্ত ৫১:৫৯

ذُوْ، ذَا، ذِي، ذَوَا، ذَوَيْ، ذَوِيْ، ذَاتَ، ذَوَاتَ মালিক, অধিকারী, বিশিষ্ট, ওয়ালা ৫৫:১২

ذَادَ [ن] <ذود বিরত থাকা, বারণ করা, বিরত রাখা, বাধা দেওয়া, আটকে রাখা ২৮:২৩

ذَاقَ [ن] <ذوق আস্বাদন করা, স্বাদ গ্রহণ করা, চাখা, মজা বুঝা, ভোগ করা, খাওয়া, বরণ করা ৬৫:

أَذَاقَ চাখানো, মজা দেখানো, আস্বাদন করানো, ভোগ করানো, ভোগ করতে দেওয়া, বরণ করানো ৩০:৩৩

ذَائِقٌ مث ذَائِقَةٌ স্বাদ গ্রহণকারী, ভোগকারী, ভুক্তভোগী, ভোগকারী, আস্বাদী ৩:১৮৫

ذَهَبَ [ف]، ذَهَابًا <ذهب যাওয়া, গমন করা, চলে যাওয়া, পালানো, দূর হওয়া, সরে পড়া, রওনা দেওয়া, প্রস্থান করা, স্থানান্তর করা ২:১৭

ذَهَبَ بِ، أَذْهَبَ নিয়ে যাওয়া, ছিনিয়ে নেওয়া, সরিয়ে নেওয়া, স্থানান্তরিত করা, নিরুদ্দেশ করা, উধাও করা, দূর করা, দূরিভূত করা, নিঃশেষ করা ২:১৭

ذَاهِبٌ গমনকারী, গমনশীল, গমনোন্মুখ ৩৭:৯৯

ذَهَبٌ جل أَذْهَابٌ স্বর্ণ, সোনা, সুবর্ণ, কঞ্চন, কনক, হিরণ্য, ধনসম্পদ ৩:১৪

ذَهَلَ [ف] <ذهل ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া, স্মৃতিহীন হওয়া. স্মৃতিভ্রষ্ট হওয়া, মতিভ্রম ঘটা ২২:

أَذَاعَ <ذيع প্রচার করা, সম্প্রচার করা, প্রচারণা করা, রটানো, রটানা করা, ছড়ানো ৪:৮৩

راء  [৮৯]

رَأْسٌ ج رُءُوسٌ <رأس মাথা, মস্তক, মুণ্ড, শির, মড়ো, মূল, মূলধন, পুঁজি, আসল ২:২৭৯

رَأْفَةٌ <رأف কোমলহৃদয় হওয়া, হৃদয় গলা, দয়াপরবশ হওয়া, দয়া করা, মেহেরবানি করা, কোমলতা, মমতা, মায়া, স্নেহ ২৪:

رَؤُوْفٌ ص রউফ: আল্লাহর নাম, মেহেরবান, করুণাশীল, কোমলহৃদয়, হৃদয়বান, দয়ালু, দয়াপরবশ, অতিশয় দয়ালু, স্নেহপরায়ণ, সহানুভূতিশীল, অনুগ্রহশীল ২:১৪৩

رَأَى [ف] <رأي দেখা, দর্শন করা, দৃষ্টিগোচর হওয়া, প্রত্যক্ষ করা, তাকানো, লক্ষ্য করা, চাওয়া, দৃষ্টিপাত করা, অবলোকন করা, ভেবে দেখা, মনে করা, মত দেওয়া, রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া. বিবেচনা করা, অবগত হওয়া ৬:৭৬

أَرْأَى দেখানো, দর্শানো, প্রদর্শন করা, নজর কাড়া, দৃষ্টি আকর্ষণ করা, গোচরীভূত করা, জানানো, অবগত করা ৪:১০৫

تَرَاءَى সম্মুখিন হওয়া, মুখোমুখি হওয়া, গোচরীভূত হওয়া, একে অপরকে দেখা, পরস্পরকে দেখা, চোখাচোখি করা ৮:৪৮

رَاءَى، رِئَاءٌ লোক দেখানো, রিয়া করা, প্রদর্শন করা, দৃষ্টি আকর্ষণ করা ৪:৩৮

رَأْيٌ جل  آرَاءٌ، أَرْآءٌ বাহ্যত দেখা, চোখের দেখা, দৃষ্টি, মত, বুদ্ধি, অভিমত, রায়, সিদ্ধান্ত ১১:২৭

رِءْيًا দেখতে, দৃশ্যে, আকারে, আকৃতিতে, অবয়বে, গঠনে, পারিপাট্য, পোছপাছ ১৯:৭৪

الرُّءْيَا مص স্বপ্ন, খাব ১২:৪৩

رَبٌّ ج أَرْبَابٌ <ربب রব, প্রভু, মুনিব, প্রতিপালক, পালনকর্তা, পরওয়ারদেগার, কর্তা, মালিক, মুনীব, সর্দার, অভিভাবক, দেবতা ৩:৬৪

رِبِّيٌّ  আল্লাহওয়ালা, আল্লাহভক্ত, ধার্মিক, তাপস, সাধক, দল, সঙ্গীসাথী ৩:১৪৬

رَبَّانِيٌّ আল্লাহওয়ালা, আল্লাহভক্ত, আল্লাহভীরু,  ধার্মিক, তাপস, সাধক, আলিম, ফকিহ, বিশেষজ্ঞ, পণ্ডিত, সর্বজ্ঞ, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান, হাকীম, বিজ্ঞানী, ইলম-ফিকহ ও হিকমতওয়ালা ৩:৫১

رَبَائِبُ و رَبِيْبَةٌ সৎমেয়ে, স্ত্রীর মেয়ে ৪:২৩

رَبِحَ [س] <ربح লাভজনক হওয়া, উপকারী হওয়া, ফলপ্রসু হওয়া, লব্ধকাম হওয়া, সার্থক হওয়া ২:১৬

تَرَبَّصَ، تَرَبُّصٌ <ربص প্রতীক্ষা করা, অপেক্ষা করা, প্রত্যাশা করা, কালক্ষেপণ কর, স্থগিত রাখা ৯:৫২

مُتَرَبِّصٌ প্রতীক্ষমাণ, প্রত্যাশী, অপেক্ষাকারী, অপেক্ষক, অপেক্ষমাণ ৯:৫২

رَبَطَ [ض] <ربط বাঁধা, বদ্ধমূল করা, বেঁধে দেওয়া, দৃঢ় করা, মজবুত করা, আত্মপ্রত্যয় করা ১৮:১৪

رَابَطَ অটল থাকা, দৃঢ় থাকা, অবিচল থাকা, সাহসী হওয়া ৩:২০০

رِبَاطٌ সীমান্ত পাহারা দেওয়া, বেঁধে রাখা, ঘোড়া বাঁধার স্থান, আস্তাবল, অশ্বশালা, তেজস্বী অশ্বপাল ৮:৬০

أَرْبَعٌ، أَرْبَعَة <ربع চার, চারি, চৌ ২৪:৪৮

رَابِعٌ চতুর্থ, চতুর্থত, চার নম্বর ১৮:২২

رُبَاعٌ চারগুণ, চার জন, একে চার, চার চার করে ৪:

الرُّبُعُ এক চতুর্থাংশ, চারভাগের একভাগ, চারের এক ৪:১২

أَرْبَعِينَ চল্লিশ ২:৫১

رَبَا [ن] <ربو বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, বেড়ে যাওয়া, বেড়ে ওঠা, বড় হওয়া, স্ফীত হওয়া, ফুলে ওঠা ২২:

رَبَّي বাড়িয়ে তোলা, বড় করা, লালনপালন করা, প্রতিপালন করা, তারবিয়াত করা ১৭:২৪

أَرْبَى বাড়িয়ে দেওয়া, বাড়ানো, পরিবর্ধন করা ২:২৭৬

رَابِيًا مث رَابِيَةً বাড়ন্ত, বর্ধনশীল, বর্ধমান, স্ফীত, স্ফারিত, বিস্ফারিত, ভীষণ, প্রচণ্ড ১৩:১৭

أَرْبَى অধিক লাভজনক, বর্ধনশীল, বর্ধিষ্ণু, ক্রমবর্ধমান, উন্নত, ক্ষমতাবান ১৬:৯২

الرِّبَوا বর্ধমানবস্তু, সুদ, রিবা, কুসীদ, চক্রবৃদ্ধিসুদ, ক্রমবর্ধমানসুদ ৩:১৩০

رَبْوَةٌ جل رُبًى উচ্চভূমি, টিলা, পাহাড়, স্ফীতভূমি, মালভূমি, বাড়ন্তভূমি ২:২৬৫

رَتَعَ [ف] <رتع ঘুরে বেড়ানো, বিনোদন করা, আমোদ করা, প্রমদ করা, বিহার করা, বিহারাহার করা, তৃপ্তিভরে খাওয়া ১২:১২

رَتْقًا <رتق বন্ধ, বন্ধমুখ, সংযুক্ত, মিলিত ২১:৩১

رَتَّلَ، تَرْتِيلاً <رتل বিশুদ্ধভাবে পড়া, তারতীলের সঙ্গে পাঠ করা, স্পষ্ট ও সুমধুরকণ্ঠে আবৃত্তি করা, শ্রুতিমুগ্ধ হয়ে তেলাওয়াত করা ৭৩:

رَجَّ [س]، رَجًّا <رجج কাঁপা, কম্পিত হওয়া, প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া ৫৬:

رِجْزٌ، رُجْزٌ ص <رجز পাপ, অপবিত্রতা, পঙ্কিলতা, কলুষতা, শাস্তি, বিপদ, মুসীবত, মূর্তি, মূর্তিপূঁজা, অপবিত্র ২:৫৯

رِجْسٌ جل أَرْجَاسٌ <رجس পাপ, অপবিত্রতা, নোংড়া, ময়লা, নাপাক, কলুষ, দুষ্কৃত, শাস্তি, অধম, অনাচার ৫:৯০

رَجَعَ [ض]، رَجْعٌ، رُجْعَى، <رجع مَرْجِعٌ ফিরে আসা, ঘুরে আসা, ফিরানো, ফেরত আসা, ফিরত পাঠানো, প্রত্যাবর্তন করা, আবর্তন করা, রুজু করা, রুজু হওয়া, প্রত্যাগমন করা, পুনর্যাত্রা করা ৫০:

أَرْجَعَ ফিরিয়ে আনা, ফেরত পাঠানো, পেশ করা, ফিরানো, প্রত্যাহার করা, রুজু করা ২:২৮

تَرَاجَعَ প্রত্যাহার করে নেওয়া, রজয়াত করা, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া, পুনর্বিবাহ করা, পরস্পরের কাছে যাতায়াত করা, পুনর্যাত্রা করা ২:২৩০

رَاجِعٌ প্রত্যাবর্তনশীল, প্রত্যাবর্তনকারী ২:৪৬

مَرْجِعٌ প্রত্যাবর্তন, আবর্তন, ফিরে আসা, প্রত্যাবর্তনস্থল, আশ্রয়স্থল, আবর্তনস্থল ৩:৫৫

رَجَفَ [ن] <رجف কাঁপা, প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া, থরথর করা, কাঁপানো, প্রকম্পিত করা ৭৯:

الرَّاجِفَةُ প্রকম্পণকারী, কাঁপানিয়া, কম্পমান, কম্পনশীল, শিঙার প্রথম ফুৎকার ৭৯:

الرَّجْفَةُ প্রকম্পণ, ভূমিকম্প ৭:৭৮

مُرْجِفٌ রোমাঞ্চকর গুজব রটনাকারী, গুজব রটনাকারী ৩৩:৬০

رَجُلٌ ج رِجَالٌ <رجل মানুষ, মানব, লোক, ব্যক্তি, মানবজাতি, পুরুষ, নর, নরকুল, প্রাপ্তবয়স্ক পুরুষ ৪:

رِجْلٌ ج أَرْجُلٌ পা, পদ, কদম, চরণ ৫:

رَجِلٌ পদাতিক সৈন্য, পদব্রজী বাহিনী, পদযাত্রী সৈন্যদল ১৭:৬৪

رَجَمَ [ن]، رَجْمًا <رجم পাথর মারা, প্রস্তর নিক্ষেপ করা, রজম করা, প্রস্তরাঘাতে হত্যা করা, পাথর মেরে হত্যা করা ১১:৯১

رَجْمًا بِالغَيب আন্দাজে ঢিল ছোড়া, অনুমানে কথা বলা ১৮:২০

رُجُومٌ নিক্ষেপ করার পাথর, নিক্ষিপ্ত পাথর, উল্কা, ক্ষেপণাস্ত্র ৬৭:

رَجِيمٌ، مَرْجُوم প্রস্তরাঘাত খাওয়া, প্রস্তর নিক্ষিপ্ত, শয়তান, অভিশপ্ত, বিতাড়িত, রজমকৃত, প্রস্তরাঘাতে হত্যাকৃত ৩:৩৬, ২৬:১১৬

رَجَى [ن] <رجو আশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা, বাসনা করা, প্রত্যাশা করা, সাধ জাগা, শখ করা, ইচ্ছা করা ১০:

أَرْجَى আশা দিয়ে রাখা, বিলম্বিত করা, ঢিল দেওয়া, অবকাশ দেওয়া, শিথিল করা, সুযোগ দেওয়া, স্থগিত রাখা, মুলতুবি রাখা, দূরে রাখা ৩৩:২১

مَرْجُوًّا প্রত্যাশিত, কাক্সিক্ষত ব্যক্তি, বাঞ্ছিত, অভীষ্ট, উদ্দিষ্ট ১১:৬২

مُرْجًى আশান্বিত, প্রতীক্ষিত, আশার আলো, বিলম্বিত ৯:১০৬

أَرْجَاءٌ و رَجًا কিনারা, প্রান্ত, পার্শ¦দেয়াল ৬৯:১৭

رَحُبَ [ك] <رحب বিস্তৃত হওয়া, প্রশস্ত হওয়া, সুবিস্তীর্ণ হওয়া, চওড়া হওয়া, বিশাল হওয়া, সুবিশাল হওয়া, সুপরিসর হওয়া, মস্তবড় হওয়া, বিরাট হওয়া, স্বাগতম জানানো, খোশ আমদেদ জানানো, অভ্যার্থনা দেওয়া ৯:২৫

مَرْحَبًا প্রশস্ত স্থান, মহাস্থান, অভিনন্দনকেন্দ্র, অভ্যার্থনাকক্ষ ৩৮:৫৯

رَحِيقٌ ص <رحق বিশুদ্ধ পানীয়, খাঁটি শরাব, নির্র্ভেজাল সুরা ৮৩:২৫

رَحْلٌ ج رِحَالٌ <رحل রসদপত্র, মালপত্র, বোঝা, থলি, শস্যের বস্তা ১২:৭০

رِحْلَة সফর করা, পর্যটন, বাণিজ্যিক ভ্রমণ, কাফেলা ১০৬:

رَحِمَ [س]، رَحْمَةً، رُحْمًا، مَرْحَمَةٌ <رحم দয়া করা, অনুগ্রহ করা, রহম করা, অনুকম্পা করা, করুণা করা, কৃপা করা, রহমত দেওয়া, মমতা করা, মায়া করা, মেহেরবাণী করা, ভালোবাসা, আন্তরিক হওয়া ১৮:৮১

أَرْحَمُ সর্বাধিক দয়ালু, অধিক দয়াবান, অতি দয়ালু, সর্বাধিক কৃপাশীল ৭:১৫১

أَرْحَمُ الراحِمين সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের দয়াল, সর্বশ্রেষ্ঠ মেহেরবান ৭:১৫১

الرَّاحِمُ দয়াকারী, কৃপাকারী ১২:৬৪

رَحِيمٌ ج رُحَمَاءُ، رَحْمنٌ রহীম, রহমান, দয়ালু, দরদী, দয়াল, সদয়, দয়াবান, দয়াপরবশ, সদাশয়, কৃপাময়, করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু, নিতান্ত দয়াশীল ৪৮:১৪

أَرْحَامٌ و رِحْمٌ করুণার পাত্র, মাতৃগর্ভ, জরায়ু, গর্ভাশয়, গর্ভকোষ, গর্ভজ, গর্ভজাত আত্মীয়, আত্মীয়স্বজন, আত্মীয়তা ৩:

رُخَاءٌ <رخو মৃদুভাব, আলতোভাব, কোমলতায়, নরমভাবে, আরগোছে ৩৮:৩৬

رِدْءٌ جل أَرْدَاءُ <ردأ সাহায্যকারী, সহকারী, সহায়ক, সহযোগী, সাহায্যার্থে ২৮:৩৬

رَدَّ [ن]، رَدٌّ، مَرَدٌّ <ردد ফিরত দেওয়া, ফেরত পাঠানো, প্রত্যাখ্যান করা, ফিরিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, প্রত্যাহার করা, ফিরিয়ে নেওয়া, জবাব দেওয়া, রদ করা, রোধ করা, প্রতিরোধ করা, প্রতিহত করা, খণ্ডন করা, অর্পণ করা, সোপর্দ করা, ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা ২:১০৯

تَرَدَّدَ ফিরতে থাকা, ঘুরপাক খাওয়া, ইতস্তত করা, দ্বিধা করা ৯:৪৫

ارْتَدَّ ফিরা, ঘোরা, ফিরে যাওয়া, পশ্চাতে ফিরা, মুরতাদ হওয়া, ধর্মত্যাগ করা, উল্টা চলা, পূর্বাবস্থায় ফিরে আসা, প্রত্যাবর্তন করা ১২:৯৬

رَادٌّ ফিরতদাতা, রদকারী, অপসারণকারী, দূরকারী, প্রত্যাহারকারী, প্রত্যার্পণকারী, অর্পণকারী ১৬:৭১

مَرَدٌّ প্রতিহতকারী, দূরকারী, অপসারণকারী, প্রত্যাবর্তনস্থল, পরিণাম ১৩:১১

مَرْدُودٌ ফেরতযোগ্য, প্রত্যাবর্তনীয়, অপসারণীয়, অপসারিত, প্রতিহত ১১:৭৬

غَيْر مَرْدُودٍ অফেরতযোগ্য, অপ্রতিহত, অনিবার্য ১১:৭৬

رَدِفَ [س] <ردف সহগামী হওয়া, সহগামী হওয়া, অনুসরণ করা, পরবর্তীতে আসা, পরপর আসা ২৭:৭২

الرَّادِفَةُ অনুগামী, পরবর্তী, পশ্চাদ্বর্তী, শিঙ্গার দ্বিতীয় ফুৎকার ৭৯:

مُرْدِفٌ অনুগামী, ক্রমাগত অবতরণকারী ৮:

رَدْمٌ جل رُدُوْمٌ <ردم অটল প্রাচীর, সুদৃঢ় প্রাচীর, মজবুত দেয়াল ১৮:৯৫

رَدِيَ [س]، تَرَدَّى <ردي অকেজো হওয়া, অচল হওয়া, পতন ঘটা, পড়ে যাওয়া, পতিত হওয়া, ভূপাতিত হওয়া,  ধ্বংস হওয়া, বিনাশ হওয়া ২০:১৬

أَرْدَى অকেজো করা, অচল করা, পতন ঘটানো, ফেলে দেওয়া, পতিত করা, ভূপাতিত করা,  ধ্বংস করা, বিনাশ করা ৪১:২৩

الْمُتَرَدِّيَةُ পতনে মরা পশু, ভূপাতিতপশু ৫:

أَرْذَلُ ج أَرْذَلُونَ، أَرَاذِلُ <رذل সর্বাধিক হীন, নিশ্চল, অক্রিয়াশীল, অকর্মণ্য, অথর্ব, দুঃসময়, অচলাবস্থা ১১:২৭

أَرْذَل العُمر অকর্মণ্য বয়স, বয়সের দুঃসময়, নিষ্ক্রিয় বয়স, বর্ষীয়াণ, থুড়থুড়ে বুড়ো, থুত্থুড়ে, খুনখুনে, অচলবয়সী, শেষবয়সী, জরাগ্রস্ত ১১:২৭

رَزَقَ [ن] <رزق রিজিক দেওয়া, খাওয়ানো, খোরাক দেওয়া, আহার্য দেওয়া, রুজি দেওয়া, অন্ন দেওয়া, খাবার দেওয়া, খানা খাওয়ানো, ভোগ্যবস্তু দেওয়া, রসদ দেওয়া, ধনসম্পদ দেওয়া ২:

رِزْقٌ جل أَرْزَاقٌ রিজিক, উপভোগ্যবস্তু, ভোগ্যবস্তু, খানা, খাদ্য, আহার্য, রুজি, বৃষ্টি, সম্পদ ৮:

الرَّازِقُ রিজিকদাতা, আহার্যদাতা ৫:১১৪

خَيْر الرَّازِقِينَ সর্বোত্তম  রিজিকদাতা, সর্বশ্রেষ্ঠ আহার্যদাতা ৫:১১৪

الرَّزَّاقُ সর্বাধিক রিজিকদাতা, সর্বোত্তম  রিজিকদাতা, সর্বশ্রেষ্ঠ আহার্যদাতা ৫১:৫৮

رَاسِخٌ <رسخ সুদক্ষ, পণ্ডিত, পারদর্শী, সুগভীর, বিশেষজ্ঞ, বিচক্ষণ ৩:

الرَّسُّ <رسس রস: উপত্যকার নাম, খনি, পুরাতন এক কূপের নাম ২৫:৩৮

أصْحَاب الرَّسِّ রস-অধিবাসী ২৫:৩৮

أَرْسَلَ <رسل পাঠানো, প্রেরণ করা, রসূল প্রেরণ করা, দূত পাঠানো, রিসালাত দেওয়া, নবী বানানো ২:১১৯

رَسُولٌ ج رُسُلٌ রসূল, নবী, পয়গাম্বর, প্রেরিতপুরুষ, দূত, ফেরেশতা, বার্তাবাহক, সংবাদবাহক, ধর্মপ্রচারক, মুখপাত্র ২:৮৭

رِسَالَة রিসালাত, নবুওয়াত, পয়গাম, বার্তা, সংবাদ, মুখপত্র, সংবাদপত্র, পুস্তিকা, বার্তাবহনের দায়িত্ব ৫:৬৭

مُرْسَلٌ ج، مث الْمُرْسَلاَتِ রসূল, নবী, দূত, প্রেরিত, প্রেরিত পুরুষ, প্রেরিত বায়ু, প্রেরিত ফেরেশতা ৭:৫৯

مُرْسِلٌ مث مُرْسِلَةٌ প্রেরক, প্রেরণকারী  ৩৫:

أَرْسَى <رسو পোঁতা, প্রোথিত করা, গেড়ে দেওয়া, মজবুত করা, পেরেক মারা, স্থাপিত করা, স্থির করা, জলযান নোঙ্গর করা, কায়েম করা, অটল বানানো ৭৯:৩২

مُرْسَا স্থিরতা, স্থিতি, স্থাপন, নোঙ্গর, কায়েম, অনুষ্ঠান, নির্ধারিত সময় ৭৯:৪২

رَوَاسِيَ، رَاسِيَاتٍ و رَاسِيَةٌ স্থিরক, স্থিরকারী পাহাড় পর্বত, অনঢ়পাহাড়, সুদৃঢ় পর্বতমালা, কম্পনরোধক পর্বতমালা ১৩:

رَشَدَ [ن] <رشد হেদায়াত লাভ  করা, হেদায়াত পাওয়া, সৎপথে চলা, দিশা পাওয়া, সুপথপ্রাপ্ত হওয়া ২:১৮৬

رُشْدٌ، رَشَادٌ مص হেদায়াত, সৎপন্থা, ন্যায়পন্থা, ধর্মপথ, দিশাপ্রাপ্তি, জ্ঞান, পূর্ণজ্ঞান, সঠিকজ্ঞান, বয়োপ্রাপ্তি, বুদ্ধি, সাবলকত্ব ৪০:২৯

رَاشِدٌ হেদায়াত লাভকারী, সৎপথ অবলম্বনকারী, হেদায়াতপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত ৪৯:

رَشِيدٌ হেদায়াতপ্রাপ্ত, ন্যায়পন্থী, নীতিবান, নীতিনিষ্ঠ, আদর্শবান, ভদ্র, সুপথে পরিচালিত, সঠিক, ন্যায্য, উচিত ১১:৭৮

مُرْشِد পথপ্রদর্শক, দিশারী, হেদায়াতকারী, পথের দিশা ১৮:১৭

رَصَدٌ جل أَرْصَادٌ <رصد সীমান্তপ্রহরী, সতর্কপ্রহরী, পাহারাদার, চৌকিদার, ওঁত পেতে রাখা উল্কাপিণ্ড, প্রহরা ৭২:

إِرْصَادًا، مَرْصَدٍ، مِرْصَادًا পুলসিরাত, জাহান্নামের সীমান্ত, জাহান্নামের প্রহরাঘাঁটি, ওঁত পেতে বসে থাকার ঘাঁটি ৯:১০৭

مَرْصُوصٌ <رصص সিসাঢালা, বুলেটপ্রুফ, সুদৃঢ়, সজবুত, বজ্রকঠিন, লৌহবৎ, অটল, অবিচল ৬১:

أَرْضَعَت <رضع স্তন্যপান করানো, দুগ্ধপান করানো, স্তন্যদান করা, দুধমা হওয়া, ধাইমা হওয়া ২২:

اسْتَرْضَعَ ধাত্রী নিযুক্ত করা, দুধপান করিয়ে নেওয়া, ধাত্রী রাখা ২:২৩৩

الرَّضَاعَةَ স্তন্যদান করা, দুগ্ধপানের মেয়াদ ২:২৩৩

مُرْضِعَة স্তন্যদানকারিণী, ধাত্রী, ধাইমা, মা, মাতা, জননি, দুধমা, দুুধমাতা ২২:

الْمَرَاضِع দুধপানের স্থান, স্তন্য, ধাত্রী, ধাইমা, দুধমা, দুগ্ধদাত্রী ২৮:১২

رَضِيَ [س]، رِضْوَان <رضي রাজি হওয়া, তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, সম্মত হওয়া, তৃপ্ত হওয়া, খুশি হওয়া, সুপ্রীত হওয়া, অভিপ্রায় জানানো, সায় দেওয়া ৫:

أَرْضَى রাজি করা, তুষ্ট করা, সন্তুষ্ট করা, তৃপ্ত করা, খুশি করা, সম্মতি দেওয়া, স্বীকৃতি দেওয়া, সমর্থন করা ৯:

تَرَاضَى، تَرَاضٍ আপোশ করা, অনুমোদন করা, পরস্পরে রাজি হওয়া, পরস্পরে সম্মত হওয়া ৪:২৪

ارْتَضَى রাজি হওয়া, পছন্দ করা, অনুমতি দেওয়া, সন্তুষ্ট হওয়া ২১:২৭

رَاضِيَةٌ সন্তুষ্টচিত্ত, আত্মতুষ্ট, সন্তুষ্ট, খুশি, সুখী, আনন্দময়, আনন্দঘন, বিনোদনপূর্ণ, সানন্দ, উৎফুল্ল ৬৯:২১

رَضِيًّا، مَرْضِيًّا، مَرْضِيَّةً সন্তোষভাজন, পছন্দনীয়, মনোরম, আহ্লাদিত, অনুমোদিত ৮৯:২৮

رِضْوَانٌ، مَرْضَاتَ সন্তুষ্টি, সন্তোষ, সম্মতি, রেজামন্দি, অনুমোদন, অভিপ্রায় ৩:১৫

رَطْبٌ جل رِطَابٌ <رطب তরতাজা, রসাল, টাটকা, আদ্রবস্তু ৬:৫৯

رُطَبٌ جل أَرْطَابٌ রসাল খেজুর, টাটকা পক্ক খেজুর ১৯:২৫

رُعْبٌ مص<رعب ভয়, আতঙ্ক, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ, দাপট, মহিমা ৮:১২

رَعْدٌ جل رُعُوْدٌ <رعد র‘দ: মেঘচালনাকারী ফেরেশতার নাম, বজ্র, অশনি, বজ্রধ্বনি, গর্জন, মেঘগর্জন, বজ্রনির্ঘোষ ২:১৯

رَعَى [ف]، رِعَايَة <رعي লক্ষ্য রাখা, রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধান করা, যত্ন নেওয়া, চরানো ৫৭:২৭

 رَاعٍ ج رَاعُونَ، رِعَاءٌরক্ষক, রাখাল, রক্ষণাবেক্ষণকারী, অভিভাবক, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক ২:১০৪

الْمَرْعَى চারণভূমি, চারণক্ষেত্র, ঘাস, তৃণাদি, লতাপাতা ৮৭:

رَغَبَ [ف]، رَغَبًا <رغب আগ্রহ করা, সাধ করা, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, আশা করা, অভিলাষ করা, অভিপ্রায় করা, স্পৃহা করা, কামনা করা, প্রত্যাশা করা, চাওয়া, পছন্দ করা ৯৪:

رَغَبَ عن অনাগ্রহী হওয়া, নিঃস্পৃহ হওয়া, অনীহ হওয়া, বিতৃষ্ণ হওয়া ২:১৩০

رَاغِبٌ আগ্রহী, আশাবাদী, আকাঙ্ক্ষী , আশাবাদী, আকৃষ্ট ৯:৬৯

رَاغِبٌ عن অনাগ্রহী, বিতৃষ্ণ, বিমুখ, নিঃস্পৃহ ১৯:৪৬

رَغَدًا ص <رغد প্রচুর পরিমাণে, পর্যাপ্ত, তৃপ্তিভরে, যথেষ্ট ২:৩৫

مُرَاغَمٌ <رغم ধূলি, স্থান, আশ্রয়স্থল, হিজরতভূমি, প্রবাসালয়, পরদেশ, পরভূমি, ভিন্নস্থান, অন্যত্র ৪:১০০

رُفَاتٌ <رفت চূর্ণবিচূর্ণ, ঝুরিঝুরি, ঝুরঝুরে, ছাতুছাতু, গুড়াগুড়া ১৭:৪৯

رَفَثٌ مص <رفث অশ্লীলতা, স্ত্রীসম্ভোগ, সহবাস, সঙ্গম ২:১৮৭

رِفْدٌ جل رُفُوْدٌ <رفد উপঢৌকন, নিবেদন, সাহায্য, প্রতিফল, উপহার, পুরস্কার, ইনাম ১১:৯৯

مَرْفُودٌ উপহারযোগ্য, অর্পণীয়, নিবেদনীয়, নিবেদনযোগ্য, নৈবেদ্য, নিবেদ্য ১১:৯৯

رَفْرَفٌ جل رَفَارِفُ <رفرف রফরফ: বালিশ ও কোমল গদির মসনদ ৫৫:৭৬

رَفَعَ <رفع উঠানো, উঁচু করা, সুউচ্চ করা, উত্তোলন করা, উপরে তোলা, উন্নত করা, উন্নিত করা, উচ্চাসনে বসানো, গৌরবান্বিত করা, শ্রেষ্ঠত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, মর্যাদাবান করা ২:২৫৩

رَافِعٌ مث رَافِعَةٌ উচ্চকারী, উঁচুকারী, উন্নিতকারী, উত্তোলনকারী, সমুন্নতকারী, মর্যাদাদাতা, পদমর্যাদাদানকারী ৩:৫৫

رَفِيعٌ  সমুন্নতকারী, উন্নতকারী ৪০:১৫

مَرْفُوعٌ مث مَرْفُوعَةٌ উচ্চ, সুউচ্চ, উন্নত, উন্নিত, উত্তোলিত ৫২:

رَفِيقٌ جل رُفَقَاءُ <رفق বন্ধু, সখা, বান্ধব, আন্তরিক, আন্তরিকতায়, বন্ধুহিসাবে ৪:৫৯

مِرْفَقٌ ج مَرَافِقُ সাহায্যসূত্র, বন্ধুত্বের মাধ্যম, সহযোগিতার উপায়, কনুই, হাতের কনুই ১৮:১৬

مُرْتَفَقٌ সাহায্যের স্থান, আশ্রয়, বিশ্রামাগার ৫:

رَقَبَ [ن]، تَرَقَّبَ، ارْتَقَبَ <رقب অপেক্ষা করা, প্রতীক্ষা করা, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা, দৃষ্টিনিবদ্ধ করা, তীক্ষ্নদৃষ্টি রাখা, লক্ষ করা, অবলোকন করা, গ্রাহ্য করা, ভ্রুক্ষেপ করা, রক্ষা করা ৯:

رَقِيبٌ جل رُقَبَاءُ অপেক্ষমাণ, নিরীক্ষক, পর্যবেক্ষক, অপেক্ষমাণ প্রহরী, সতর্ক প্রহরী, রকীব: আল্লাহর নাম ৪:১

مُرْتَقِبٌ অপেক্ষমাণ, প্রতীক্ষমাণ ৪৪:৫৯

رَقَبَة ج رِقَابٌ ঘাড়, গরদান, গ্রীবা, কন্ধর, শিরোধি, দাস, ক্রীতদাস, গোলাম, বাঁদী, দাস-দাসী ৪:৯২

رُقُودٌ و رَاقِدٌ <رقد ঘুমন্ত, নিদ্রিত, নিদ্রামগ্ন, নিদ্রাচ্ছন্ন, ঘুমকাতর ১৮:১৮

مَرْقَدٌ নিদ্রালয়, শয়নকক্ষ, কবর, সমাধি, কবরস্থান, চিরশয্যা, বিছানো, শয্যা ৩৬:৫২

رَقٌّ جل رُقُوْقٌ <رقق কাগজ, চামড়ার কাগজ, চর্মপত্র ৫২:

رَقٍّ منشور প্রসারিত চর্মপত্র, লাওহে মাহফুজ ৫২:

الرَّقِيمِ <رقم লিখিত ফলক, প্রস্তরে খোদিত বিবরণ, রকীম: এক স্থানের নাম ১৮:৯

مَرْقُومٌ লিখিত, প্রস্তরে লিখিত, খোদাইকৃত ফলক, লিপিফলক, , শিলালিপি ৮৩:

رَقِيَ [س]، رُقِيٌّ، إرْتَقَى <رقي আরোহণ করা, উর্ধ্বারোহণ করা, চড়া, উপরে ওঠা ১৭:৯৩

رَاقٍ ঝাড়ফুঁককারী, ওঝা, মন্ত্রপাঠক, চিকিৎসক, ডাক্তার ৭৫:২৭

التَّرَاقِيُ و تَرْقُوَةٌ গলার হাড়, কণ্ঠাস্থি, কণ্ঠনালী, শ্বাসনালীর উপরের অংশ ৭৫:২৬

رَكِبَ [س] <ركب আরোহণ করা, চড়া, চেপে বসা, সোয়ার হওয়া, বাহন বানানো ২৯:৬৫

رَكَّبَ গঠন করা, বিন্যস্ত করা, জোড়া দেওয়া, অঙ্গ মিলানো ৮২:

مُتَرَاكِبٌ সংযুক্ত, মিলিত, যুগ্ম, বিজড়িত ৬:৯৯

رَكْبٌ جل رُكُوْبٌ؛ رُكْبَانٌ و رَاكِبٌ আরোহী, আরোহণকারী, যাত্রী, সোয়ার, যাত্রীদল, কাফেলা ৮:৪২

رِكَابٌ، رَكُوبٌ বাহন, আরোহণের উট, আরোহণী ৫৯:

رَوَاكِد و رَاكِدٌ <ركد অচল, স্থির, নিশ্চল, অবরুদ্ধ, গতিহীন, শ্রোতহীন, নিথর ৪২:৩৩

رِكْزٌ <ركز মৃদুস্বর, সাড়াশব্দ, অনুচ্চকণ্ঠ, ক্ষীণকণ্ঠ, স্বল্পাওয়াজ, ভনভনানি ১৯:৯৮

أَرْكَسَ <ركس ঘুরিয়ে দেওয়া, উল্টে দেওয়া, ফিরানো, রত করা, লিপ্ত করা, নিপতিত করা ৪:৮৮

رَكَضَ <ركض দৌড়নো, দ্রুত চলা, দৌড়ে পালানো, পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া, পা চালানো, পদাঘাত করা, লাথি মারা, পা ফেলা ২১:১২

رَكَعَ [ف] <ركع মাথা ঝোঁকানো, মাথা নোয়ানো, নত হওয়া, রুকু করা, নামাজ পড়া ৭৭:৪৮

رَاكِعٌ ج رُكَّعٌ রুকুকারী, নামাজি, নামাজ আদায়কারী ২:৪৩

رَكَمَ [ن] <ركم একত্র করা, স্তুপীকৃত করা,  পুঞ্জিত করা, পুঞ্জীভূত করা, রাশীকৃত করা ৮:৩৭

رُكَامٌ، مَرْكُومٌ পুঞ্জীভূত, একত্র, স্তরে স্তরে সন্নিবেশিত, স্তরবিশিষ্ট ২৪:৪৩

رَكَنَ [ف] <ركن ঝোঁকা, আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়া ৪:১২

رُكْنٌ جل أَرْكَانٌ যার প্রতি সবাই ঝুঁকে থাকে, স্তম্ভ, খুঁটি, প্রতাপ, ভাবমর্যাদা, ক্ষমতা, সভাসদ, পাত্রমিত্র ১১:৮০

رِمَاحٌ و رُمْحٌ <رمح বর্শা, বল্লভ, বল্লম, নেজা ৫:৯৪

رَمَادٌ جل أَرْمِدَةٌ <رمد ছাই, ভস্ম, ছার, খাক, ছাইপাঁশ ১৪:১৮

رَمْزٌ جل رُمُوْزٌ <رمز ইশারা, আকার, ইঙ্গিত, সঙ্কেত ৩:৪১

رَمَضَانَ <رمض রমজান : হিঃ নবম মাস, রোজার মাস ২:১৮৫

رَمِيمٌ ص <رمم পুরাতন হওয়ার কারণে প্রতিটি জোড়া আলাদা হয়ে খুলে পড়া, ঝুরঝুরে অস্থি, ক্ষয়প্রাপ্ত হাড়, বিগলিত, জীর্ণশীর্ণ, চূর্ণবিচূর্ণ, ঝুরিঝুরি, ঝুরঝুরে, ছাতুছাতু, গুড়াগুড়া ৩৬:৭৮

رُمَّانٌ اج <رمن আনার, ডালিম, দাড়িম্ব, বেদানা ৬:৯৯

رَمَى [ض] <رمي নিক্ষেপ করা. ছুড়ে মারা, আন্দাজে কথা বলা, অপবাদ দেওয়া, দোষারোপ করা ৮:১৭

أَرَاحَ <روح বিকেলে ফিরিয়ে আনা, সন্ধায় ফিরিয়ে আনা ১৬:

رَوَاحٌ বিকেল ভ্রমণ, সন্ধায় ভ্রমণ, সান্ধ্যবিহার, বিকালের গতিপথ ৩৪:১২

رَوْحٌ স্বাচ্ছন্দ্য, সুখ, আনন্দ, বিনোদন, দয়া, অনুগ্রহ রহমত, করুণার বায়ু, সুশীতল বায়ু ১২:৮৭

رَيْحَانٌ جل رَيَاحِيْنُ রাইহান ফুল, সুবাস, সুঘ্রাণ, রিজিক ৫৬:৮৯

رُوحٌ جل أَرْوَاحٌ রূহ, আত্ম, প্রাণ, প্রাণশক্তি, মহাপ্রাণ, ওহী, কুরআন, ফেরেশতা ১৭:৮৫

رُوحُ القدس জিবরাইল আলাইহিস সালামের উপাধি, পবিত্রাত্মা ১৬:

رِيحٌ ج الرِّيَاحُ বাতাস, বায়ু, হাওয়া, সমীরণ, শক্তি, সাহস, শ্বাস ১০:২২

أَرَادَ <رود কামনা করা, চাওয়া, অভিপ্রায় করা, আকাঙ্ক্ষা করা, মনস্থ করা ২:২৬

رَاوَدَ ফুসলানো, অভিপ্রেত করা, ইচ্ছানুরূপ করা, আশাবদ্ধ করা ১২:২৬

رُوَيْدًا ইচ্ছামত চলতে দাও, সুযোগ দাও, অবকাশ দাও ৮৬:১৭

رَوْضَة ج رَوْضَاتٌ <روض বাগান, উদ্যান, কানন, কুঞ্জ, বাগিচা ৩০:১৫

رَوْعٌ مص <روع ভয়, ভীতি, শঙ্কা, ত্রস্ততা ১১:৭৪

رَاغَ [ن] <روغ গোপনে প্রবেশ করা, চুপিসারে প্রবেশ করা, যাওয়া, ঢোকা, গোপনে আক্রমণ করা, হানা দেওয়া, ঝাপিয়ে পড়া ৩৭:৯১

الرُّومُ <روم রোম নগরী, ইটালির রাজধানী, রোমান, ইটালিয়ান, গ্রীক ৩০:

رَهَبَ [ف] <رهب ভয় করা, ভয় পাওয়া, পরোয়া করা ২:৪০

 أَرْهَبَ، اسْتَرْهَبَভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুমকি দেওয়া, ত্রাস সৃষ্টি করা, ভীত বানানো ৮:৬০

رَهْبٌ، رَهْبَةٌ، رَهَبٌ مص ভয় করা, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, উচাটন ২৮:৩২

رُهْبَانٌ و رَاهِبٌ গম্ভীর, খৃষ্টান তপস্বী, বিশপ, রাহিব, পাদ্রী, তাপস, সন্ন্যাসী, বৈরাগী, বিরাগী, সংসারত্যাগী, যোগী, ঋষি, মুনি, সাধু ৫:৮২

رَهْبَانِيَّةٌ বৈরাগ্য, সর্বত্যাগ, তাপস্য, উপরতি ৫৭:২৭

رَهْطٌ جل أَرْهَاطٌ <رهط পরিবার, সম্প্রদায়, দল, জামাত, জনসমষ্টি ১১:৯১

رَهَقَ [ف] <رهق আচ্ছন্ন করা, আবৃত করা, ছেয়ে ফেলা, পেয়ে বসা, আপতিত হওয়া ১০:২৬

أَرْهَقَ বিপদে ফেলা, বিপদগ্রস্ত করা, আপতিত করা, কঠোরতা করা, বাড়াবাড়ি করা ১৮:৭৩

رَهَقًا বিপদাচ্ছন্ন হওয়া, বিপদ, জুলুম, অন্যায় ৭২:

رَهِينٌ، رَهِينَةٌ <رهن রেহান, আবদ্ধ, বন্ধক, বন্ধকী, রেহানাবদ্ধ, জামিন, দায়িত্বশীল, দায়ী, পণবন্দী, বন্ধকস্বরূপ ৫২:২১

رِهَانٌ و رِهْنٌ বন্ধক রাখা, বন্ধক, জামিন, বন্ধকী সম্পদ ২:২৮৩

رَهْوٌ مص <رهو শান্ত, নিশ্চল, স্থির, নিস্তরঙ্গ, তরঙ্গহীন ৪৪:২৪

ارْتَابَ <ريب সন্দেহ করা, সন্দেহে পড়া, সন্দিহান হওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া, সন্দিগ্ধ হওয়া, সংশয়ান্বিত হওয়া ২৯:৪৮

رَيْبٌ، رِيبَةً সন্দেহ, সংশয়, অবিশ্বাস, সন্দিগ্ধতা, অস্পষ্টতা, ধাঁধা ২:

مُرِيبٌ দ্বিধাসৃষ্টিকারী, সন্দিহানকারী, সন্দিগ্ধকারী, সন্দেহসৃষ্টিকারী, সংশয়াপন্নকারী, সন্দেহজাগ্রতকারী ১১:৬২

مُرْتَابٌ সন্দেহকারী, সংশয়ী, সন্দিহান ৪০:৩৪

رِيشٌ جل رِيَاشٌ <ريش সৌন্দর্যের পোশাক, সাজসজ্জার বস্ত্র, সম্পদ, সৌন্দর্য, জামজমকতা, জৌলুশতা, আড়ম্বরতা ৭:২৬

رِيعٌ و رِيْعَةٌ <ريع টিলা, পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চস্থান ২৬:১২৮

رَانَ [ض] <رين মরিচা ধরানো, জং ধরানো, ঘুনে ধরানো, কলুষিত করা ৮৩:১৪

زاء [৪২]

زَبَدٌ جل أَزْبَادٌ <زبد ফেনা, গাদ, গ্যাঁজলা, গাঁজ, কাইট ১৩:১৭

زَبُورٌ ج زُبُرٌ<زبر জাবুর: দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, ফলকে লিখিত কিতাব, গ্রন্থ, পুস্তক ২১:১০৫

زُبُرٌ و زُبْرَةٌ টুকরা টুকরা, খণ্ড খণ্ড, খণ্ডবিখণ্ড, দল ২৩:৫৩

زُبَرٌ و زُبْرَةٌ লোহার পাত, লৌহখণ্ড ১৮:৯৬

الزَّبَانِيَةَ <زبن জাহান্নামের ফেরেশতা, শাস্তির ফেরেশতা ৯৬:১৮

زُجَاجَةٌ جل زُجَاجٌ <زجج কাঁচ, কাচ, শিশা ২৪:৩৫

ازْدَجَرَ <زجر ধমক দেওয়া, ধমকি দেওয়া, ঝাড়ি মারা ৫৪:

مُزْدَجَرٌ ধমক, ধমকি, তিরস্কার, উপদেশ, ধমকির জায়গা ৫৪:

زَجْرٌ، زَجْرَةٌ ধমক, একধমক, সতর্ক করা ৩৭:

الزَّاجِرَاتِ সতর্ককারী, ধমকদাতা, প্রতিরোধকারী ৩৭:

أَزْجَى <زجو চালানো, চালিত করা, পরিচালনা করা ১৭:৬৬

مُزْجَاةٌ অল্প, অপর্যাপ্ত, সামান্য, নগণ্য, অচলমুদ্রা ১২:৮৮

زَحْزَحَ <زحزح অপসারণ করা, বিদূরণ করা, অপসারিত হওয়া ৩:১৮৫

مُزَحْزِحٌ অপসারণকারী, বিদূরণকারী ২:৯৬

زَحْفٌ جل زُحُوْفٌ <زحف যুদ্ধ, রণাঙ্গন ৮:১৫

زُخْرُفٌ جل زَخَارِفُ <زخرف সজ্জিত, অলঙ্কৃত, স্বর্ণখচিত, স্বর্ণের, সোনালী ৬:১১২

زَرَابِيُّ و زرْبِيَّةٌ <زرب গালিচা, কার্পেট, মখমল ৮৮:১৬

زَرَعَ [ف] <زرع চাষাবাদ করা, ফসল ফলানো, বীজ বপন করা, রোপণ করা ১২:৪৭

زَارِعٌ، زُرَّاع চাষী, কিষাণ, বপনকারী, কৃষক ৪৮:২৯

زَرْعٌ ج زُرُوعٌ চাষাবাদ, কৃষি আবাদ, ক্ষেত, শস্যক্ষেত, ফসল, শস্য ১৩:

زُرْقٌ جل أَزْرَقٌ <زرق নীলচোখবিশিষ্ট, দৃষ্টিহীন, অন্ধাবস্থা ২০:১০২

ازْدَرَى <زري ঘৃণা করা, তুচ্ছ ভাবা, তাচ্ছিল্য করা, লাঞ্ছিত মনে করা ১১:৩১

زَعَمَ [ن]، زَعْمٌ <زعم ধারণা করা, মনে করা, অনুমান করা, দাবি করা, বলা ৬:২২

زَعِيمٌ جل زُعَمَاءُ দায়িত্বশীল, জিম্মাদার, দায়ীক, ভার গ্রহণকারী ১২:৭২

زَفِيرٌ مص <زفر দীর্ঘ নিঃশ্বাস, আর্তনাদ, কাতরকণ্ঠ, কাতরানি ১১:১০৬

زَفَّ [ض] <زفف দৌড়ানো, তরা করা ৩৮:৯৪

زَقُّومٌ <زقم জাক্কুম: জাহান্নামের বিস্বাদ তিক্তফলের কণ্টকাকীর্ণ বিষাক্ত গাছ ৩৭:৬২

زَكَرِيَّا <زكر জাকারিয়া আলাইহিস সালাম ৩:৩৭

زَكَى [ن]، زَكَاةً، تَزَكَّى، ازَّكَّى <زكي পবিত্র হওয়া, জাকাত দেওয়া, শোধিত হওয়া ২৪:২১

زَكَّى পবিত্র করা, সংশোধিত করা, আত্মশুদ্ধি করা, নিষ্পাপ দাবি করা, নিষ্কলুষ মনে করা, কলঙ্কমুক্ত ভাবা, সংশোধিত মনে করা ৯১:

أَزْكَى বিশুদ্ধতর, বিশুদ্ধকারক, পবিত্রকারক, শুদ্ধতর, অধিক শুদ্ধিকর, অতিপূত, অধিক পবিত্র ২:২৩২

زَكِيٌّ  مث زَكِيَّةً পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষ ১৯:১৯

الزَّكَاة جل زَكَوَاتٌ পবিত্রতা, জাকাত, মালের পবিত্রতা, সম্পদের শোধনী ২:৪৩

زَلْزَلَ، زِلْزَالٌ، زَلْزَلَة <زلزل কম্পন হওয়া, ভূকম্পন হওয়া, ভূমিকম্প হওয়া, ভূস্পন্দন হওয়া, প্রকম্পিত হওয়া ২২:

أَزْلَفَ <زلف নিকটবর্তী করা, কাছে আনা, ঘনীভূত করা ২৬:৬৪

زُلْفَةً ج زُلَفٌ প্রথমাংশ, শুরুভাগ, সূচনালগ্ন, নিকটবর্তী সময় ৬৭:২৭

زُلْفَى অধিক নিকটবর্তী, নৈকট্য, পদমর্যাদা ৩৪:৩৭

أَزْلَقَ <زلق পিছলে ফেলে দেওয়া, বদনজর লাগানো, পদস্খলিত করা ৬৮:৫১

زَلَقٌ مص পিচ্ছিলভূমি, মরুভূমি, বৃক্ষলতাহীন জমিন ১৮:৪০

زَلَّ [ض] <زلل পিছলে পড়া, পদস্খলিত হওয়া ২:২০৯

أَزَلَّ পদস্খলিত করা, পিছলে ফেলা ২:৩৬

اسْتَزَلَّ পদস্খলন কামনা করা, ফেলতে চাওয়া ৩:১৫৫

أَزْلاَمٌ و زَلَمٌ <زلم তীর, ভাগ্য, ভাগ্যতীর ৫:

زُمَرٌ و زُمْرَةٌ <زمر দলেদলে, বহুদলে, জামাতবদ্ধভাবে ৩৯:৭১

مُزَّمِّلٌ <زمل চাদর মুড়িয়ে শয়নকারী, আবরণে ঢাকা, আবৃত, চাদরাবৃত, বস্ত্রাবৃত ৭৩:

زَمْهَرِيرٌ <زمهر শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীত, কনকনে শীত ৭৬:১৩

زَنجَبِيلٌ <زنجبل জানজাবিল: জান্নাতের নহর, শুকনো আদা, শুষ্কাদ্র, আদার শুঁঠ, আদ্রক ৭৬:১৭

زَنِيمٌ <زنم জারজ সন্তান, পিতৃপরিচয়হীন, হারামজাদা, কুখ্যাত, অপবাদগ্রস্ত, নিন্দিত ৬৮:১৩

زَنَى [ض]، الزِّنَى <زني ব্যভিচার করা, জেনা করা, অপমিলন ১৭:৩২

الزَّانِي مث الزَّانِيَةُ ব্যভিচারী, জেনাকারী, ব্যভিচারিণী, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা ২৪:

زَوَّجَ <زوج জোড়া মিলানো, যুগল বানানো, মিলন ঘটানো, বিবাহ করানো, শাদি দেওয়া, বিয়ে দেওয়া ৩৩:৩৭

زَوْجٌ ج أَزْوَاجٌ জোড়া, একজোড়া, একরকম, যুগল, দম্পতি, স্বামী-স্ত্রী, পতিপত্নী, সঙ্গিনী, সহধর্মিণী, স্ত্রী, অপ্সরা ৪:২০

تَزَوَّدَ <زود পাথেয় নেওয়া, পথখরচা নেওয়া ২:১৯৭

زَادٌ جل أَزْوَادٌ، أَزْوِدَةٌ পাথেয়, পথখরচা, পথের সম্বল ২:১৯৭

زَارَ [ن] <زور যিয়ারত করা, সাক্ষাত করা, দেখা, দেখতে পাওয়া ১০২:

تَزَاوَرَ পাশ কেটে যাওয়া, মোড় নেওয়া, বাঁকা হয়ে যাওয়া, বাঁকিয়ে যাওয়া, ঘুরে যাওয়া ১৮:১৭

زُورٌ ص মিথ্যা কথা, অসত্য কথা, বানাওয়াট ২২:৩০

زَالَ [ن]، زَوَالٌ <زول স্থানচ্যুত হওয়া, সরে যাওয়া, টলে যাওয়া, ঢলে পড়া ১৪:৪৪

زَاهِدٌ <زهد নিরাসক্ত, অনাগ্রহী, দরবেশ, তাপস, সাধক, সংসারত্যাগী, সন্ন্যাসী ১২:২০

زَهْرَةٌ جل زَهْرٌ <زهر ফুলের বাহার, সুষমা, বসন্তবাহার, ফুলশোভা, সৌন্দর্য, চাকচিক্য, জৌলুশ, জাকজমক ২০:১৩১

زَهَقَ [ف]، زَهُوقًا <زهق ধ্বংস হওয়া, বিলীন হওয়া, নির্মূল হওয়া, বিতাড়িত হওয়া, বিদূরিত হওয়া, ধ্বংসশীল হওয়া, অপসৃত হওয়া ১৭:৮১

زَاهِقٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, বিলীন, অপসৃয়মাণ, বিলীয়মান, নির্মূল, চুরমার ২১:১৮

زَيْتٌ <زيت জইতুনের তেল, তেল, তৈল ২৪:৩৫

زَيْتُونَة، الزَّيْتُونَ জইতুন, জলপাইফল, জলপাইগাছ ৬:৯৯

زَادَ [ض]، زِيَادَةٌ، ازْدَادَ <زيد বাড়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, অধিক হওয়া, বৃদ্ধি করা, বাড়ানো, বাড়িয়ে দেওয়া ৯:৩৭

مَزِيدٌ অতিরিক্ত, অধিক, রিজার্ভ, আরও, বেশি ৫০:৩০

زَيْدٌ জায়েদ রা. ৩৩:৩৭

زَاغَ [ض]، زَيْغٌ <زيغ বক্র হওয়া, পথচ্যুত হওয়া, বিমুখ হওয়া, বিভ্রম হওয়া, দৃষ্টিবিভ্রাট ঘটা ৫৩:১৭

أَزَاغَ  বক্র করা, পথচ্যুত করা, বিমুখ করা, বিভ্রম করা, বিভ্রাট ঘটানো ৬১:

زَيْغٌ مص বক্রতা, জটিলতা, সন্দেহ ৩:

زَالَ [س] <زيل দূর হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, ক্ষান্ত হওয়া, নিরস্ত হওয়া; সর্বদা থাকা, স্থির থাকা, চলতে থাকা, ক্ষান্ত না হওয়া ২১:১৫

زَيَّلَ পৃথক করা, বিচ্ছেদ ঘটানো ১০:২৮

تَزَيَّلَ পৃথক থাকা, দূরে থাকা, সরে যাওয়া, আলাদা হওয়া ৪৮:২৫

زَيَّنَ <زين সাজানো, সজ্জিত করা, সাজিয়ে রাখা, পরিপাটি করা, সাজসজ্জা করা, অলঙ্কৃত করা, সুন্দর-সুষমামণ্ডিত করা ৬:৪৩

ازَّيَّنَ সজ্জিত হওয়া, অলঙ্কৃত হওয়া, সুন্দর-সুষমাপূর্ণ হওয়া, শ্যামল হওয়া ১০:২৪

زِينَةٌ সৌন্দর্য, সুষমা, সাজসজ্জা, অলঙ্কার, ভূষণ, আভরণ, প্রসাধনী, পারিপাট্য, অনাবিলতা, পোশাক-পরিচ্ছদ ৭:৩২

سين  [১১০]

سَ অচিরেই, অতিসত্বর, শীঘ্রই, দ্রুত, এখনি, তাড়াতাড়ি, এইমাত্র, শবেমাত্র, আশু, অনতিবিলম্বে ৭৮:

سَأَلَ [ف]، سُؤَالٌ <سأل জিজ্ঞাসা করা, জিজ্ঞেস করা, জানতে চাওয়া, প্রশ্ন করা, কৌতুহল প্রকাশ করা, চাওয়া, যাচনা করা, প্রার্থনা করা, আশা করা, কামনা করা, দাবি করা ৩৮:২৪

سُؤْلٌ দাবি, যাচনা, প্রার্থনীয়, চাহিদা, কাম্যবস্তু, দাবি ২০:৩৬

سَائِلٌ যাচনাকারী, প্রার্থী, ভিক্ষুক, প্রশ্নকারী, জিজ্ঞাসু, জিজ্ঞাসক, কৌতুহলী, অনুসন্ধিৎসু, দাবিদার ৭০:

مَسْئُولٌ প্রার্থিত, কাম্য, জিজ্ঞাসিত, প্রশ্নের সম্মুখিন ১৭:৩৪

سَئَمَ [ف] <سأم অতিষ্ঠ হওয়া, ক্লান্ত হওয়া, বিরক্ত হওয়া, বিরাগভাজন হওয়া ২:২৮২

سَبَأٌ <سبأ ইয়ামনের সাবা সম্প্রদায়, সাবা শহর, সাবার অধিবাসী ২৭:২২

سَبَّ [ن] <سبب গালি দেওয়া, মন্দ বলা, গালমন্দ করা ৬:১০৮

سَبَبٌ ج أَسْبَابٌ উপায়, উপকরণ, মাধ্যম, রশি, দড়ি, রজ্জু ১৮:৮৫

سَبَتَ [ض]، سُبَاتًا <سبت বিশ্রাম করা, আরাম করা, শনিবারে উৎসব করা, শনিবারপালন করা ৭:১৬৩

سَبْتٌ جل سُبُوْتٌ শনিবার, বিশ্রামদিবস ২:৬৫

سَبَحَ [ف]، سَبْحًا <سبح কর্মব্যস্ত হওয়া, কাজে রত হওয়া, সন্তরণ করা, সাঁতার কাটা, অবিরত চলা, সন্তরণ ২১:৩৩

سَبَّحَ، تَسْبِيحٌ ‘সুবহানাল্লাহ’ বলা, তাসবীহ জপা, আল্লাহর গুণগান করা, ‘আল্লাহ পূতপবিত্র’ বলা, গুণকীর্তন করা, তাসবীহ পড়া, পবিত্রতা ঘোষণা করা, মহিমাকীর্তন করা, নামাজ পড়া ২৪:৪১

السَّابِحَاتِ দ্রুতচলমান, দ্রুতধাবমান, সন্তরণকারী ৭৯:

سُبْحَان মহিমাময়, পূতপবিত্র, অতিপবিত্র, নিষ্কলুষ, নিষ্কলুষতা বা পবিত্রতা ঘোষণা করা ২:৩২

الْمُسَبِّحُ তাসবীহ পাঠকারী, পবিত্রতা ঘোষণাকারী, গুণকীর্তনকারী ৩৭:১৬৬

أَسْبَاطٌ و سِبْطٌ <سبط নাতি-নাতনী, গোত্র, বংশ, ইহুদিজাতি ২:১৩৬

سَبْعٌ مث سَبْعَةٌ <سبع সাত, সপ্ত ২:২৯

سَبْعُونَ সত্তর, সপ্ততি ৬৯:৩২

سَبُعٌ جل سِبَاعٌ হিংস্র প্রাণী, বন্যপশু ৫:

أَسْبَغَ <سبغ পূর্ণ করে দেওয়া, ভরে দেওয়া, ভরপুর করে দেওয়া ৩১:২০

سَابِغَاتٍ و سَابِغَةٌ প্রশস্ত লৌহবর্ম ৩৪:১১

سَبَقَ [ض]، سَبْقًا <سبق অগ্রীম হওয়া, আগে হওয়া, অগ্রগামী হওয়া, অগ্রবর্তী হওয়া, অগ্রসর হওয়া, আগে যাওয়া, আগে বেড়ে যাওয়া ৭৯:

سَابَقَ، اسْتَبَقَ দৌড়ে চলা, দৌড়ে যাওয়া, দৌড়াদৌড়ি করা, তরা করা, প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা ৫৭:২১

سَابِقٌ ج، مث سَابِقَاتِ অগ্রগামী, অগ্রবর্তী, অগ্রসরমান, বিজয়ী ৩৫:৩২

مَسْبُوقٌ পশ্চাদ্বর্তী, পরাজিত ৫৬:৬০

سَبِيلٌ ج سُبُلٌ <سبل পথ, রাস্তা, সড়ক, সরণি, বীথি, পন্থা, উপায়, রাস্তাঘাট ৫:১২

سِتَّةِ <ستت ছয়, ষড়, ষষ্ঠ ৭:৫৪

سِتِّينَ ষাট, ষষ্টি ৫৮:

اسْتَتَرَ <ستر আবৃত করা, গোপন করা, আড়াল করা, লুকানো, আত্মগোপন করা ৪১:২২

سِتْرٌ جل أَسْتَارٌ আবরণ, পর্দা, যবনিকা, আচ্ছাদন, ঘোমটা ১৮:৯০

مَسْتُورًا আবৃত, গুপ্ত, আচ্ছাদিত, সুপ্ত ১৭:৪৫

سَجَدَ [ن]، السُّجُودِ <سجد সেজদা করা, মাথা নত করা, নামাজ পড়া, বন্দেগি করা, ইবাদত করা ২:৩৪

سَاجِدٌ ج سُجَّدٌ، سُجُودٌ সেজদাকারী, নামাজি, সেজদারত, মাথা নতকারী, নামাজ আদায়কারী, উপাসনাকারী, ইবাদতগুজার ৩৯:

مَسْجِدٌ ج مَسَاجِدُ মসজিদ, সিজদালয়, সিজদার স্থান, ইবাদতখানা ২:১৪৪

أَسْجَرَ، سَجَّرَ <سجر অগ্নিপূর্ণ করা, আগুন ধরানো, দাহ করা, অগ্নিসংযোগ করা, পোড়ানো, প্রজ্বলিত করা, পূর্ণ করা, ভর্তি করা, তরঙ্গায়িত করা, বন্যা বয়ে দেওয়া ৪০:৭২

مَسْجُورٌ অগ্নিময়, প্রজ্বলিত, অগ্নিপূর্ণ, জাহান্নামের অগ্নিগর্ভ, অশান্ত প্লাবন, উত্তাল ৫২:

السِّجِلُّ <سجل পুস্তিকা, দলীল, নথি ২১:১০৪

سِجِّيلٌ নাম লিখা পাথর, নথিকৃত প্রস্তরখণ্ড, কঙ্কর, পাথর ১১:৮২

سَجَنَ [ن] <سجن বন্দী রাখা, জেলে ঢোকানো, কারাগারে প্রেরণ করা ১২:৩৫

مَسْجُونٌ বন্দী, কয়েদি, আবদ্ধ ২৬:২৯

سِجْنٌ جل سُجُوْنٌ জেল, কারাগার, বন্দীশালা, কয়েদখানা, জেলখানা ১২:৩৩

سِجِّينٌ সিজ্জীন: পাপাত্মার বন্দীশালা, জাহান্নামের নিম্নতম স্থান ৮৩:

سَجَى [ن] <سجو অন্ধকার হওয়া, আঁধার হওয়া, অন্ধকারাচ্ছন্ন হওয়া, আবরিত হওয়া, ছেয়ে যাওয়া, ঢাকা পড়া, নিঝুম হওয়া, গভীর হওয়া ৯৩:

سَحَبَ [ف] <سحب টেনে আনা, হেঁছড়ানো ৪০:৭১

سَحَابٌ و سَحَابَةٌ টেনে আনা মেঘ, ঘনায়মান মেঘপুঞ্জ, মেঘ, জলধর, নীরধ ২:১৬৪

أَسْحَتَ <سحت ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা ২০:৬১

سُحْتٌ جل أَسْحَاتٌ ধ্বংসাত্মক, হারাম, কালোটাকা, অবৈধ সম্পদ, ধ্বংসাত্মক মালামাল ৫:৪২

سَحَرَ [ف] <سحر জাদু করা, জাদুগ্রস্ত করা ৭:১১৬

سِحْرٌ جل أَسْحَارٌ، سُحُوْرٌ জাদু, জাদুবিদ্যা, ইন্দ্রজাল, ভেলকি, মায়াবিদ্যা ২:১০২

سَاحِرٌ ج سَحَرَةٌ  জাদুকর, ভেলকিবাজ, ঐন্দ্রজালিক, মায়াবী ১০:

سَحَّارٌ বিজ্ঞজাদুকর, জাদুবিদ, জাদুপারদর্শী, জাদুবিশেষজ্ঞ ২৬:৩৮

مَسْحُورٌ، الْمُسَحَّرُ জাদুগ্রস্ত, মায়ামুগ্ধ ১৫:১৫

سَحَرٌ ج أَسْحَارٌ শেষরাত্র, নিশান্তক, সাহরির সময় ৫৪:৩৪

سُحْقًا <سحق দূর হোক, দূরে থাক ৬৭:১১

سَحِيقٌ দূরবর্তী, বহুদূর, দূরদূরান্ত ২২:৩১

إسْحَاق ইসহাক ইবন ইবরাহীম আলাইহিস সালাম ২:১৩৩

سَاحِلٌ جل سَوَاحِلُ <سحل কিনারা, তট, সৈকত, বেলাভূমি, সমুদ্রের তীর, বীচ ২০:৩৯

سَخِرَ [س] <سخر ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রƒপ করা, ব্যঙ্গ করা ৯:৭৯

سَخَّرَ অনুগত বানানো, বশীভূত করা, সেবায় নিয়োজিত করা, নিয়মের অধীন করা, হুকুমের তাবেদার বানানো, আজ্ঞানুবর্তী করা ১৩:

اسْتَسْخَرَ ঠাট্টা করতে চাওয়া, উপহাস করা, ব্যঙ্গ করা, বিদ্রƒপ করা, ইয়ারকি করা, মজাক করা ৩৮:১৪

سَاخِرٌ উপহাসকারী, ঠাট্টাকারী, বিদ্রƒপকারী

سُخْرِيًّا، سِخْرِيًّا ঠাট্টার পাত্র, উপহাস্য, উপহাসের পাত্র, সেবক, কর্মী, বিদ্রƒপ ২৩:১১০

مُسَخَّرٌ অনুগত, সেবায় নিয়োজিত, হুকুমের তাবেদার, আজ্ঞানুবর্তী ২:১৬৪

سَخِطَ [س] <سخط অসন্তুষ্ট হওয়া, রুষ্ট হওয়া, ক্ষুব্ধ হওয়া, নাখোশ হওয়া, রাগান্বিত হওয়া, রাগা, রেগে যাওয়া ৫:৮০

أَسْخَطَ বিরক্ত করা, রাগানো, রুষ্ট করা, ক্ষুব্ধ করা, ক্রুদ্ধ করা, অসন্তুষ্ট করা, নাখোশ করা, রাগিয়ে দেওয়া ৪৭:২৮

سَخَطٌ অসন্তুষ্টি, নাখোশ, অসন্তোষ, ক্ষোভ, ক্রোধ, বিরক্তি, রাগ ৩:১৬২

سَدًّا <سدد আড়াল, অন্তরাল, বাঁধ, পর্দা, প্রাচীর, সরলপ্রাচীর, পর্বত ১৮:৯৩

سَدِيدًا সঠিক, সরল, সোজা ৪:

سِدْرٌ جل سُدُوْرٌ مث سِدْرَةٌ <سدر বরই, কুল, বদরী ৩৪:১৬

سِدْرَةِ المنتهي সিদরাতুল মুনতাহা: শেষ প্রান্তের বদরীবৃক্ষ, সপ্তমাকাশের সর্বশেষ বরই বৃক্ষের সীমানা ৫৩:১৪

السُّدُسُ <سدس এক ষষ্ঠাংশ, ছয়ভাগের একভাগ, ছয়ের এক ৪:১১

سَادِسٌ ষষ্ঠ, ষষ্ঠজন, ষষ্টটি ১৮:১২

سُدًى <سدو বাধ্যবাধকতাহীন, স্বাধীন, কর্মহীন, অকেজো, অনর্থক, লাগাম বিহীন, শর্তহীন, নিঃশর্ত ৭৫:৩৬

سَرَبٌ جل أَسْرَابٌ <سرب সুড়ঙ্গ, সুরঙ্গ, মরীচিকার মত, দৃষ্টিবিভ্রাট ১৮:৬১

سَرَابٌ মরীচিকা, দৃষ্টিবিভ্রম, মৃগতৃষ্ণা, মৃগতৃষ্ণিকা, অপেরণ ২৪:৩৯

سَارِبٌ বিচরণশীল, চলমান, চলন্ত ১৩:১০

سَرَابِيلُ و سِرْبَالٌ <سربل পোশাক-পরিচ্ছদ, জামা-কাপড়, পরিধেয় বস্ত্র ১৬:৮১

سِرَاجٌ جل سُرُجٌ <سرج বাতি, প্রদীপ, দীপ, পিদিপ, চেরাগ, আলোকবর্তিকা, জ্যোতিষ্ক, সূর্য ২৫:৬১

سَرَحَ [ف] <سرح সকালে চরাতে যাওয়া ১৬:৬

سَرَّحَ، تَسْرِيحٌ، سَرَاحًا বিচ্ছেদ করা, বন্ধনমুক্ত করা, বিদায় করা ৩৩:২৮

السَّرْدُ اج <سرد লোহার পোশাক বানানো, লৌহবর্ম ৩৪:১১

سُرَادِقُ جل سُرَادِقَاتٌ <سردق চাঁদোয়া, তাবু, শামিয়ানা, পর্দা, দেয়াল, প্রাচীর, আবরণ ১৮:২৯

سَرَّ [ن]، سُرُورًا <سرر মনোরঞ্জন করা, আনন্দ দেওয়া, আনন্দিত করা, খুশী করা ২:৬৯

أَسَرّ، إِسْرَارًا গোপন করা, রহস্যাবৃত করা, লুকোচুরি করা, ছাপানো, চেপে যাওয়া ৭১:

سِرٌّ جل أَسْرَارٌ রহস্য, ভেদ, গোপন বিষয়, গোপনে, নির্জনে, একান্তে, নিভৃতে, বিজনে, নিরিবিলিতে, নিরালায়, চুপিসারে ২:২৩৫

مَسْرُورٌ সহাস্য, সানন্দে, হাস্যবদনে, আনন্দের সঙ্গে ৮৪:

سَرَائِرُ و سَرِيْرَةٌ রহস্য, গূঢ়তথ্য, গোপন, গুপ্ত ৮৬:

السَّرَّاءُ সচ্ছলতা, আর্থিক স্বাচ্ছন্দ্য, ধনাঢ্যতা, প্রাচুর্য, সুখের সময় ৩:১৩৪

سُرُرٌ و سَرِيْرٌ সিংহাসন, রাজাসন, খাট, চৌকি ১৫:৪৭

سَارَعَ <سرع দৌড়নো, ছুটে যাওয়া, দ্রুতগতিতে চলা, তড়িঘড়ি করা, তাড়াতাড়ি করা, দ্রুত করা, ঝাঁপিয়ে পড়া, প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা ২১:৯০

سَرِيعٌ ج سِرَاعٌ দ্রুতগতিসম্পন্ন, জলদি, তড়িঘড়ি, তাড়াতাড়ি, শীঘ্র-শীঘ্র, তরাকারী, দ্রুতকারী, দ্রুতগামী ৫:

أَسْرَعُ দ্রুততম, অধিক দ্রুত, শীঘ্রকারী ৬:৬২

أَسْرَفَ، إِسْرَافًا <سرف অপব্যয় করা, অমিতব্যয় করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অমিতাচার করা ৪:

مُسْرِفٌ অপব্যয়ী, অমিতব্যয়ী, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী ৪০:৩৪

سَرَقَ [ض] <سرق চুরি করা ১২:৭৭

اسْتَرَقَ চুরি করা, আড়ি পেতে শোনা ১৫:১৮

السَّارِقُ مث السَّارِقَةُ চোর, চোরা, তস্কর ৫:৩৮

سَرْمَدًا <سرمد স্থায়ী, চিরস্থায়ী, চিরন্তন, আনন্তিক, দীর্ঘস্থায়ী ২৮:৭১

سَرَى [ض] <سري গত হওয়া, বিদায় নেওয়া, রাত পোহানো ৮৯:

أَسْرَى রাতে ভ্রমণ করা, নৈশভ্রমণ করা, নৈশবিহার করা, রাতে ভ্রমণ করানো ১৭:

سَرِيٌّ جل أَسْرِيَةٌ সারি: নদীর নাম, বহমান, প্রবাহমাণ, নহর, ঝরণা, নির্ঝরিণী, খাল ১৯:২৪

سَطَحَ [ف] <سطح বিস্তৃত করা, বিছানো, বিছিয়ে দেওয়া, সমতল করা ৮৮:২০

سَطَرَ [ن] <سطر লেখা, লিপিবদ্ধ করা ৬৮:

مَسْطُورٌ، مُسْتَطَرٌ লিপিবদ্ধ, লিখিত ৫২:

أَسَاطِيرُ و أُسْطُوْرَةٌ কল্পকাহিনী, উপলেখ্য, কল্পনায় লেখা, উপকথা ৬:২৫

سَطَا [ن] <سطو আক্রমণ করা, হামলা করা, হানা দেওয়া, ঝাপিয়ে পড়া, অভিযান চালানো, পাকড়াও করা, কঠোর হস্তে দমন করা, শক্তি খাটানো ২২:৭২

سَعِدَ [س] <سعد ভাগ্যবান করা, সৌভাগ্যশীল হওয়া, খোশনসীব বানানো ১১:১০৫

سَعِيدٌ جل سُعَدَاءُ ভাগ্যবান, খোশনসীব, সৌভাগ্যশালী ১১:১০৮

سَعَّرَ<سعر প্রজ্বলিত করা, আগুনে জ্বালানো, দগ্ধ করা, অগ্নিপূর্ণ করা ৮১:১২

سَعِيرٌ সাঈর: জাহান্নামের নাম, জ্বলন্ত অগ্নিকুণ্ড, অগ্নিময়স্থান, প্রজ্বলিত আগুন, অগ্নিগর্ভ ৪:১০

سُعُرٌ মাথার গরমি, পাগলামি, উন্মত্ততা, বাতুলতা ৫৪:২৪

سَعَى [ف]، سَعْيًا <سعي চেষ্টা করা, সচেষ্ট হওয়া, প্রয়াস চালানো, অপচেষ্টা করা, দৌড়নো, ছুটে আসা, ছুটাছুটি করা, দ্রুত চলা ২:১১৪

مَسْغَبَةٍ <سغب ক্ষুধা, দুর্ভিক্ষ, ক্ষুধার্ত হওয়া

ذِيْ مَسْغَبَةٍ ক্ষুধার্ত, ক্ষুধাতুর, বুভুক্ষু, ক্ষুধিত ৯০:১৪

مَسْفُوحٌ <سفح প্রবাহিত, বহমান, নিঃসৃত ৬:১৪৫

مُسَافِحٌ مث مُسَافِحَةٌ অসৎ, ব্যভিচারী, জেনাকারী, অসতী, ব্যভিচারিণী, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা ৪:২৪

أَسْفَرَ <سفر আলোকময় হওয়া, উদ্ভাসিত হওয়া, আঁধার ঘোচানো ৭৪:৩৪

مُسْفِرَةٌ আলোকোজ্জ্বল, নির্মল, সহাস্যবদন ৮০:৩৮

سَفَرَة و سَافِرٌ লেখক, লিপিকার ৮০:১৫

سَفَرٌ ج أَسْفَارٌ সফর, ভ্রমণ, পর্যটন, বিহার, প্রবাস ৫:

أَسْفَارٌ و سِفْرٌ লেখ্য, লিখিত ইলম, লিপিবদ্ধজ্ঞান, জ্ঞানভাণ্ডার, গ্রন্থ, কিতাবাদি ৬২:

سَفَعَ [ف] <سفع হেঁছড়ে নেওয়া, টেনে হেঁছড়ে নিক্ষেপ করা, টানাটানি করে নেওয়া ৯৬:১৫

سَفَكَ [ض] <سفك রক্তপাত করা, রক্ত ঝরানো, হত্যা করা ২:৩০

سَافِلٌ جل سَوَافِلُ <سفل নিম্নমুখী, অধমুখী, তলদেশ, নিকৃষ্ট, অধম ১১:৮২

أَسْفَلُ ج الأَسْفَلِينَ مث السُّفْلَى নিম্নতম, হীনতম,  অতিহীন, সর্বাধিক নীচ, অধঃতম, অধম ৯৫:

سَفِينَةٌ جل سُفُنٌ <سفن নৌকা, খেয়া নৌকা, জাহাজ, নৌযান, কিশতি, তরণী  ১৮:৭৯

سَفِهَ [س]، سَفَهًا، سَفَاهَة <سفه বোকামি করা, নির্বুদ্ধিতা প্রদর্শন করা, নির্বোধ হওয়া, মূর্খ বানানো ২:১৩০

سَفِيهٌ ج سُفَهَاءُ বোকা, নির্বোধ, মূর্খ, আহাম্মক, নিরেট, গবেট ২:১৩

سَقَرٌ <سقر সাকার: জাহান্নামের নাম, অগ্নিময় জাহান্নাম, অগ্নিগর্ভ ৭৪:২৭

سَقَطَ [ن] <سقط পতিত হওয়া, পড়া, পতন হওয়া, অনুশোচনা করা, পরিতাপ করা,  আফসোস করা, পস্তানো ৭:১৪৯

أَسْقَطَ، سَاقَطَ পতন ঘটানো, নামিয়ে আনা, পাড়া, ফেলা ১৯:২৫

سَاقِطٌ ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান ৫২:৪৪

سَقْفٌ ج سُقُفٌ <سقف ছাদ, ছাউনি, চালা ১৬:২৬

سَقِيمٌ جل سُقَمَاءُ <سقم অসুস্থ, পীড়িত, বিমার, রুগণ, রোগা ৩৭:৮৯

سَقَى [ض]، أَسْقَي <سقي পান করানো, তৃষ্ণা নিবারণ করা, জমিনে সেচ দেওয়া ২:৭১

اسْتَسْقَى পানি চাওয়া, বৃষ্টি প্রার্থনা করা, পান করতে চাওয়া ২:৬০

سِقَايَة، سُقْيَا পান করানো, পানীয় দেওয়া, পানপাত্র, পানির পাত্র ৯:১৯

مَسْكُوبٌ <سكب প্রবাহিত, বহমান, প্রবাহমাণ ৫৬:৩১

سَكَتَ [ن] <سكت নিশ্চুপ হওয়া, নীরব হওয়া, চুপ করা, থামা, স্তিমিত হওয়া, চুপ থাকা ৭:১৫৪

سَكَّرَ<سكر নেশাগ্রস্ত করা, মাতাল বানানো, চোখে ধাঁধা লাগানো, নজরবন্দি করা ১৫:১৫

سَكَرًا মাদকদ্রব্য, নেশাদ্রব্য, নবিজ, মদ, মদিরা ১৬:৬৭

سَكْرَة جل سَكَرَاتٌ নেশাঘোর, মত্ততা, মদিরতা, নেশায়, মাতলামি ৫০:১৯

سُكَارَى و سُكْرَانٌ নেশাগ্রস্ত, মত্ত, উন্মত্ত, মাতাল, নেশায় বুঁদ ৪:৪৩

سَكَنَ [ن] <سكن বাস করা, বসবাস করা, বিশ্রাম করা, অবস্থান করা, থাকা, প্রশান্ত হওয়া, শান্তি পাওয়া, সুখ লাভ করা ৬:১২

أَسْكَنَ বসবাস করানো, অধ্যুষিত করা, বসতিপূর্ণ করা, অবস্থান করানো, থাকতে দেওয়া, রেখে দেওয়া, পুনর্বাসন দেওয়া, বাসস্থান দেওয়া ১৪:৩৭

سَكَنٌ، سَكِينَةٌ শান্তি, প্রশান্তি, বিশ্রাম, আরাম, সুখ, শান্তনা, শান্তিনীড়, শান্তনালয় ৯:২৬

مَسْكَنٌ ج مَسَاكِنُ বাসস্থান, বাসগৃহ, আবাসগৃহ, বিশ্রামাগার, শান্তনালয় ৩৪:১৫

مَسْكُونَة বসতিপূর্ণ, অধ্যুষিত, বাসযোগ্য ২৪:২৯

غَير مَسْكُونَةٍ বসতহীন, অনধ্যুষিত, বাসের অযোগ্য, বিরাণগৃহ ২৪:২৯

الْمَسْكَنَةُ নিঃস্বতা, দৈন্য, দিনতা, হীনতা, আশ্রয়হীনতা ২:৬১

مِسْكِينٌ ج مَسَاكِينُ মিসকিন, দরিদ্র, নিঃস্ব, নিঃসম্বল, নিরবলম্বন, নিরাশ্রয় ২:৮৩

سِكِّينٌ جل سَكَاكِيْنُ ছুরি, চাকু, ছুরিকা ১২:৩১

سَلَبَ [ن] <سلب ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, অপহরণ করা, ছিনতাই করা ২২:৭৩

أَسْلِحَةٌ و سِلَاحٌ <سلح অস্ত্রশস্ত্র, হাতিয়ার, সাঁজোয়া ৪:১০২

سَلَخَ [ف] <سلخ টেনে বের করা, চামড়া ছিলে আনা ৩৬:৩৭

انسَلَخَ বের হয়ে যাওয়া, অতিবাহিত হওয়া, অতীত হওয়া ৯:

سَلْسَبِيلٌ <سلسبل সালসাবিল: জান্নাতের প্রবাহমাণ ঝরনা, স্বর্গপ্রপাত, স্বর্গচ্যানেল, বহমান প্রস্রবণ ৭৬:১৮

سِلْسِلَةٌ ج سَلاَسِلُ <سلسل শিকল, শৃঙ্খল, লৌহশৃঙ্খল, জিঞ্জির ৪০:৭১

سَلَّطَ <سلط চাপিয়ে দেওয়া, প্রভুত্বদান করা, আধিপত্যদান করা, পরাক্রম করা, প্রভাবশালী বানানো, প্রতাপান্বিত করা, ক্ষমতায়ন করা, ক্ষমতাবান করা, বীর্যশালী বানানো ৪:৯০

سُلْطَانٌ جل سَلَاطِيْنُ প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা, মহাশক্তি, আধিপত্য, দলীল, প্রমাণ, মোজেযা, সনদ ৭:৭১

سُلْطَانِيَهْ আমার সেই প্রতাপ, আমার সেই আধিপত্য ৬৯:২৯

سَلَفَ [ن]، سَلَفًا <سلف অতীত হওয়া, গত হওয়া, পূর্ববর্তী হওয়া, বিগত হওয়া ২:২৭৫

أَسْلَفَ অতীতে করা, পূর্বে করা, আগে পাঠানো ১০:৩০

سَلَقَ [ن] <سلق কটুক্তি করা, কটাক্ষ করা, কড়া কথা বলা, তিক্ত কথা বলা ৩৩:১৯

سَلَكَ [ن] <سلك চলা, চালানো, চালু করা, চালিত করা, চালান করা, প্রবেশ করানো, ঢুকানো, অনুপ্রবেশ করা, সৃষ্টি করা, বানানো ২০:৫৩

تَسَلَّلَ <سلل সরে পড়া, সটকে পড়া, বের হয়ে যাওয়া ২৪:৬৩

سُلاَلَةٍ নির্যাস, মূলপ্রদার্থ, মূলধাতু, উপাদান ২৩:১২

سَلَّمَ، سَلاَمًا، تَسْلِيمًا <سلم ‘আস-সালামু আলাইকুম’ বলা, সালাম বলা, সালাম করা, আশীর্বাদ করা, অভিনন্দন জানানো, প্রণাম করা, অভিবাদন করা ৪:৬৫

أَسْلَمَ، الإِسْلاَمُ ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা ৩:১৯

السِّلْمُ শান্তি, ইসলাম ধর্ম, নিরাপত্তা ২:২০৮

الإِسْلاَمُ ইসলাম ধর্ম ৩:১৯

السَّلَمُ مص শান্তিচুক্তি, সন্ধিচুক্তি, পূর্ণাংশ, অখণ্ড, অংশমুক্ত, পুরো ৩৯:২৯

سَالِمٌ নিরাপদ, সুস্থ, সবল, সক্ষম, সুস্থির ৬৮:৪৩

سَلاَمٌ সালাম, অভিবাদন, সংবর্ধনা, শান্তি, নিরাপত্তা ৫০:৩৪

سَلِيمٌ جل سُلَمَاءُ সুস্থ, নিষ্কলুষ, নির্মল, নিষ্পাপ ২৬:৮৯

مُسْلِمٌ مث مُسْلِمَةٌ মুসলিম, মুসলমান, অনুগত, আত্মসমর্পণকারী, আজ্ঞাবহ ৩৭:২৬

مُسَلَّمَةٌ ত্রুটিমুক্ত, ত্রুটিহীন, নিখুঁত, নিরাপদ, স্বীকৃত, অর্পণীয় ২:৭১

مُسْتَسْلِمٌ নিরাপত্তাকামী, শান্তিকামী, আত্মসমর্পণকারী, অনুগত ৩৭:২৬

سُلَّمٌ جل سَلَالِمُ সিঁড়ি, সোপান, আরোহণী ৫২:৩৮

سُلَيْمان সুলাইমান ইবন দাউদ আলাইহিস সালাম ২৭:২৬

السَّلْوَى <سلو স্বর্গীয় পাখির ভুনা, জান্নাতি পাখির গোশত ২:৫৭

سَامِدٌ <سمد উদাসীন, অন্যমনস্ক, ক্রিড়ারত, বিমুখ, অবিবেচক ৫৩:৬১

سَامِرٌ <سمر চাঁদনী রাতের গল্পকার, নৈশগাল্পিক ২৩:৬৭

السَّامِرِيُّ সামিরী: ইহুদী এক স্বর্ণকারের নাম, সামিরি বংশীয় ২০:৮৭

سَمِعَ [س]، سَمْعًا <سمع শোনা, শ্রবণ করা, কর্ণগোচর করা, কর্ণপাত করা, কানে নেওয়া ১৮:১০১

أَسْمَعَ শোনানো, কানে দেওয়া, কর্ণগত করা ৮:২৩

اسْتَمَعَ، اسَّمَّعَ কানপেতে শোনা, কানখাড়া করা, উৎকর্ণ করা, শ্রুতিমুগ্ধ হওয়া, মনোনিবেশ করা ৩৭:

سَمْعٌ جل أَسْمَاعٌ শোনা, কান, কর্ণ, শ্রবণশক্তি, শ্রবণেন্দ্রিয় ১০:৩১

سَمِيعٌ ص সর্বশ্রোতা, অধিক শ্রবণকারী ২:১২৭

سَمَّاعٌ، مُسْتَمِعٌ শ্রোতা, শ্রবণকারী, উৎকর্ণ, মনোনিবেশকারী, গুপ্তচর ৫:৪১

مُسْمَعٌ শ্রবণযোগ্য, শ্রবণীয়, কর্ণগোচরিত, শ্রবণমগ্ন, শ্রোতা, শোনার মতো ৪:৪৬

مُسْمِعٌ উৎকর্ণকারী, কর্ণগতকারী ৩৫:২২

أَسْمِعْ بِـ কতইনা উত্তম শ্রোতা, কতইনা যোগ্যশ্রোতা, কত উত্তম শ্রবণকারী ১৮:২৬

سَمْكٌ <سمك উচ্চতা, ছাদ, আকাশতল, গগনপট, গগনাঙ্গন ৭৯:২৮

سَمٌّ جل سِمَامٌ <سمم ছিদ্র, সুঁচের ছিদ্র ৭:৪০

سَمُومٌ جل سَمَائِمُ উত্তপ্ত, অগ্নিস্ফুলিঙ্গ, লুহাওয়া, গরম বাতাস, উত্তপ্তবায়ু ১৫:২৭

أَسْمَنَ <سمن মোটা করা, পরিপুষ্ট করা ৮৮:

سَمِينٌ ج سِمَانٍ মোটা, স্থুলকায়, পরিপুষ্ট, হৃষ্টপুষ্ট, মোটাতাজা, মোটাসোটা ৫১:২৬

سَمَّي، تَسْمِيَةٌ <سمو নাম রাখা, নামকরণ করা, অভিধা দেওয়া ৫৩:২৭

مُسَمًّى নামধারী, নামাঙ্কিত, নাম্নী, অভিহিত, অভিধেয়, আখ্যাত, উক্ত, নির্ধারিত ৬:

سَمِيًّا সমনামক, সমনাম্নী, সমকক্ষ, সমতুল্য, নামধারী, নামক, নামবিশিষ্ট ১৯:

اسْمٌ ج أَسْمَاءٌ নাম, আখ্যা, অভিধা, নামধাম ৫:

سَمَاءٌ ج السَّمَاوَاتِ আকাশ, আসমান, গগন, অম্বর, নীলিমা, নভঃ, রোদসী, নভোমণ্ডল, আকাশমণ্ডল ২:২৯

سُنبُلٌ ج سَنَابِلُ مث سُنبُلَة ج سُنبُلاَتٍ <سنبل শস্যের শীষ, মুকুল, ছড়া, মঞ্জরি ২:২৬১

مُسَنَّدَةٌ <سند ঠেকযুক্ত, দেয়ালে ঠেস লাগানো, ঠেকনা দেওয়া, পেলা দেওয়া ৬৩:

سُندُسٌ اج <سندس মিহি রেশমী বস্ত্র, রেশমী কাপড় ১৮:৩১

تَسْنِيمٌ <سنم তাসনীম: স্বর্গীয় জলপ্রপাত, জান্নাতি ফোয়ারা, অমৃতসুধা ৮৩:২৭

سِنٌّ جل أَسْنَانُ <سنن দাঁত, দন্ত ৫:৪৫

سُنَّةٌ ج سُنَنٌ সুন্নাত, তরীকা, পন্থা, প্রথা, রীতিনীতি ১৫:১৩

مَسْنُونٌ পঁচা কাদামাটি ১৫:২৮

تَسَنَّهَ <سنه পঁচে যাওয়া, ঝুরঝুরে হওয়া ২:২৫৯

سَنَا <سنو/ سني চমক, ঝলকানি, ঝলক, দ্যুতি, আলোকচ্ছটা ২৪:৪৩

سَنَة ج سِنِينَ বছর, বর্ষ, বৎসর, সাল, অব্দ ২:৯৬

سَاءَ [ن]، السَوْءُ <سوأ মন্দ হওয়া, নিকৃষ্ট হওয়া, জঘন্য হওয়া, অপমানকর হওয়া, দুঃখিত হওয়া, বিষণ্ন হওয়া, বিরক্ত হওয়া, মন্দ লাগা ৯:

أَسَاءَ মন্দ করা, অন্যায় করা ৪১:৪৬

سُوءُ جل أَسْوَاءُ মন্দ, অপ, কষ্ট, বিপদাপদ, শ্বেতকুষ্ঠ, স্বাদ, অন্যায়, অপমান, লাঞ্ছনা, পাপ, দোষ, হত্যা ২:৪৯

سُوأَى জঘন্য, মন্দ কাজ, কুকর্ম, জাহান্নাম ৩০:১০

السَّيِّئُ  مث السَّيِّئَة ج سَيِّئَاتٌ মন্দ কাজ, অন্যায়, খারাপ, দুর্ভাগ্য, অমঙ্গল, গুনাহ, পাপ, পাপরাশি, অনিষ্ঠতা, মন্দ ৩৫:৪৩

سَوْئَةٌ ج سَوْءَاتُ আবরণীয়, গুপ্তব্য, লাশ, মৃতদেহ, গুপ্তাঙ্গ, যৌনাঙ্গ, লজ্জাস্থান ৭:২২

أَسْوَأُ مث سُوأَى মন্দতম, অতিমন্দ, জঘন্যতম, নিকৃষ্টতর ৩৯:৩৫

الْمُسِيْئُ অন্যায়কারী, দুষ্কৃতিকারী, পাপী, দোষী ৪০:৫৮

سَاحَةٌ جل سَاحَاتٌ <سوح আঙ্গিনা, প্রাঙ্গন ৩৭:১৭৭

اسْوَدَّ <سود মলিন হওয়া, কালো হওয়া ৩:১০৬

أَسْوَدُ ج سُودٌ কালো বর্ণ, কৃষ্ণ ২:১৮৭

مُسْوَدٌّ مث مُسْوَدَّةٌ কালো, মলিন, বিষণ্ন ১৬:৫৮

سَيِّدٌ ج سَادَةٌ সর্দার, নেতা, মালিক, স্বামী, পতি ৩:৩৯

تَسَوَّرَ <سور প্রাচীর ডিঙিয়ে ঢোকা, দেয়াল টপকিয়ে প্রবেশ করা ৩৮:২১

سُوْرٌ جل سِيْرَانٌ প্রাচীর, দেয়াল, নগরপ্রাচীর, সীমান্তপ্রাচীর ৫৭:১৩

أَسْوِرَةٌ ج أَسَاوِرُ বাহুভূষণ, বাজুবন্ধ, চুড়ি, কাঁকন, কঙ্কণ, বালা, শঙ্খবলয়, হাতের রাখি ১৮:৩১

سُوْرَةٌ ج سُوَرٌ সুরা: কুরআনের অধ্যায়, সুরা, অধ্যায়ের সীমানা ১১:১৩

سَوْطٌ جل أَسْوَاطٌ <سوط চাবুক, বেত, দোররা, কশা, কশাঘাত, বেত্রাঘাত ৮৯:১৩

سَاعَةٌ جل سَاعَاتٌ <سوع সময়, মুহূর্ত, ক্ষণকাল, ঘণ্টা, কিয়ামত ৬:৩১

سُوَاعًا দেবীর নাম ৭১:২৩

أَسَاغَ <سوغ গিলা, গিলে ফেলা, গলাধঃকরণ করা, ঢোক গিলা, পেটে ঢোকানো, গ্রাস করা ১৪:১৭

سَائِغٌ সুপেয়, তৃষ্ণানিবারক, তৃপ্তিকর ৩৫:১২

سَوْفَ <سوف অচিরেই, অতিসত্বর, শীঘ্রই, দ্রুত, জলদি, তাড়াতাড়ি, আশু, অনতিবিলম্বে ৪:৩০

سَاقَ [ن] <سوق হাঁকানো, চালানো, চালিত করা, তাড়িত করা, বিতাড়িত করা, তাড়িয়ে নেওয়া ৭:৫৭

سَائِقٌ চালক, তাড়নাকারী, বিতাড়ক ৫০:২১

الْمَسَاقُ চালনার গন্তব্য, তাড়িয়ে নেওয়ার স্থান, চালনা, গতি, তাড়না ৭৫:৩০

السَّاقُ ج السُّوقُ চলৎশক্তি, পায়ের নলা, নলকিনী, জঙ্ঘা, কাণ্ড ৭৫:২৯

أَسْوَاقٌ و سُوْقٌ বাজার, হাট, মার্কেট ২৫:

سَوَّلَ <سول অতিরঞ্জিত করা, চিত্তরঞ্জন করা, মনোরঞ্জিত করা, হৃদয়গ্রাহী বানানো, মনোপূত করা, রঙ চড়ানো, সাজিয়ে বলা, বানিয়ে বলা, শোভাময় করা, শোভিত করা, আশা জাগানো, ফুসলানো, প্রলুব্ধ করা ১২:১৮

سَامَ [ن] <سوم শাস্তি দেওয়া, কষ্টভোগ করানো, শাস্তির স্বাদ চাখানো, মজা দেখানো, আস্বাদন করা, নমুনাস্বরূপ দেওয়া ২:৪৯

أَسَامَ চরানো, চরতে দেওয়া, চারণভূমিতে ছেড়ে দেওয়া ১৬:১০

مُسَوِّمٌ নিশানাকারী, চিহ্নদাতা ৩:১২৫

مُسَوَّمَةً নিশানাযুক্ত, চিহ্নিত, নাম লিখা ৩:১৪

سِيْمَا নিশানা, নিদর্শন, চিহ্ন, নমুনা ২:২৭৩

سَوَّى، سَاوَى <سوي সমান করা, বরাবর করা, সমতা বজায় রাখা, সুঠাম বানানো, পূর্ণাঙ্গ করা, যথাযথ করা, ভরে ফেলা ১৮:৩৭

اسْتَوَى উপরে উঠা, বরাবর হওয়া, মনোনিবেশ করা, স্থির হওয়া, যথার্থ হওয়া, পূর্ণতা লাভ করা, সমকক্ষ হওয়া, আরোহণ করা ২:২৯

اسْتَوَى على العرش আরশের উপর উঠা ৭:৫৪

سُوَى সমতল, সমভূমি ২০:৫৮

سَوَاءٌ جل أَسْوَاءُ সমান, সমতুল্য, সমরূপ, এক রকম, একই রকম, বরাবর, যথাযথ, মধ্যভাগ, মধ্যস্থল, মাঝখান ২:

سَوِيٌّ ص সুঠামদেহী, সরলপথ, সমতল, সঠিক, যথার্থ, যথাযথ ২০:১২৫

السَّاهِرَة <سهر সমতল ময়দান, সরলপ্রান্তর ৭৯:১৪

سُهُولٌ و سَهْلٌ <سهل নরম সমভূমি ৭:৭৪

سَاهَمَ <سهم লটারি করা, ভাগ্যপরিক্ষা করা, কিছু নিক্ষেপ করে লটারি করা ৩৭:১৪১

سَاهٍ <سهو উদাসীন, অন্যমনস্ক, অমনোযোগী, আপনভোলা, আত্মভোলা, ভুলো, যে ভুলে থাকে ৫১:১১

سَائِبَةٌ <سيب ধারাবাহিক দশবার মাদী বাচ্চা প্রসবীনী কানকাটা বাঁধনমুক্ত মানতের উটনী, দেবীর নামে ছাড়া পশু ৫:১০৩

سَاحَ [ض] <سيح সফর করা, পরিভ্রমণ করা, ঘুরে বেড়ানো ৯:

سَائِحٌ রোজাদার মুসাফির, অনাহারে ভ্রমণকারী ৯:১১২

سَارَ [ض]، سَيْرًا <سير সফর করা, ভ্রমণ করা, পর্যটন করা, চলা, চলমান হওয়া, বেড়ানো, বিহার করা ৫২:১০

سَيَّرَ গতিশীল করা, চালানো, চলমান করা ১৩:৩১

سِيرَةٌ جل سِيَرٌ জীবনের গতি, জীবন চরিত, স্বভাব, চরিত্র, প্রকৃতি ২০:২১

سَيَّارَةٌ جل سَيَّارَاتٌ কাফেলা, যাত্রীদল, ভ্রমণকারী, অভিযাত্রীদল ৫:৯৬

مُصَيْطِرٍ، مُسَيْطِرٍ <سيطر প্রহরী, পাহারাদার, দারোগা, শাসক, নিয়ন্ত্রক, নিয়ন্তা, তত্ত্বাবধায়ক ৮৮:২২

سَالَ [ض] <سيل প্রবাহিত হওয়া, ¯্রােতোময় হওয়া, বয়ে চলা ১৩:১৭

أَسَالَ প্রবাহিত করা, বহমান করা ৩৪:১২

سَيْلٌ جل سُيُوْلٌ প্রবাহ, শ্রোত, বন্যা ১৩:১৭

سَيْنَاء، سِيْنِيْنَ <سين সিরিয়ায় অবস্থিত তুর পর্বতের সিনাই উপত্যকা ২৩:২০

شين  [৬২]

مَشْئَمَةٌ <شأم দুর্ভাগ্য, অশুভ, বাম দিক ৫৬:

أصحاب الْمَشْئَمَةِ দুর্ভাগা, বামপন্থী, অশুভপন্থী, অলক্ষ্মী, দোজখি ৫৬:

شَأْنٌ جل شُئُوْنٌ <شأن অবস্থা, দশা, ব্যাপার, কাজ ১০:৬১

شَبَّهَ <شبه সমরূপ করা, অনুরূপ করা, সদৃশ করা, সন্দিহান করা, ধাঁধাগ্রস্ত করা ৪:১৫৭

تَشَابَهَ সাদৃশ্যপূর্ণ হওয়া, সমরূপী হওয়া, রূপকময় হওয়া ২:৭০

مُشْتَبِهًا، مُتَشَابِهٌ، مُتَشَابِهَةٌ সাদৃশ্যপূর্ণ, অনুরূপ, সরূপ, রূপকময়, দ্ব্যর্থক, একাধিক অর্থবিশিষ্ট ৬:৯৯

أَشْتَاتٌ و شَتٌّ <شتت বিচ্ছিন্নভাবে, পৃথক পৃথক, আলাদা ২৪:৬১

شَتَّى جل شَتِيْتٌ বিভিন্ন, রকমারি, নানারকম, বিক্ষিপ্ত, ছত্রভঙ্গ ২০:৫৩

شِتَاءٌ جل أَشْتِيَاءُ <شتو শীতকাল, শীতকালীন ১০৬:

شَجَرَ [ن] <شجر ঝগড়া করা, বাকবিতণ্ডা করা, তর্কাতর্কি করা, সংলাপ করা, কথা প্যাঁচানো ৪:৬৫

شَجَرٌ جل أَشْجَارٌ مث شَجَرَةٌ جل شَجَرَاتٌ গাছ, বৃক্ষ ১৬:১০

شُحٌّ <شحح কৃপণতা, কার্পণ্য, লোভ ৪:১২৮

أَشِحَّةٌ و شَحِيْحٌ কৃপণ, বখিল, ব্যয়কুণ্ঠ, লোভী ৩৩:১৯

شُحُومٌ و شَحْمٌ <شحم চর্বি, মেদ, তেল ৬:১৪৬

مَشْحُونٌ <شحن পরিপূর্ণ, ভর্তি, পূর্ণ, পণ্যবোঝাই ২৬:১১৯

شَخَصَ [ف] <شخص আঁড়চোখে দেখা, অপলক দৃষ্টিতে তাকানো, পলকহীন চাহনি, দৃষ্টি স্থির থাকা ১৪:৪২

شَاخِصَةٌ পলকহীন দৃষ্টিমান, বিষ্ফারিত দৃষ্টি, স্থিরনেত্র ২১:৯৭

شَدَّ [ن] <شدد বাঁধা, বন্ধন করা, মজবুত করা, দৃঢ় করা, কঠোরতা করা ৩৮:২০

اشْتَدَّ প্রবল হওয়া, কড়া হওয়া, দৃঢ় হওয়া ১৪:১৮

شَدِيدٌ ج شِدَادٌ، أَشِدَّاءُ প্রবল, ভীষণ, ভয়ানক, কঠোর, শক্তিশালী, মজবুত, কঠিন, ভয়াবহ, মারাত্মক, বিভীষিকাপূর্ণ ৪৮:১৬

أَشَدُّ কঠোরতর, ভীষণতম, অধিক কঠোর, পাষাণসম, অধিক, সর্বাধিক ২:৭৪

أَشُدٌّ পূর্ণযৌবন, ভরাযৌবন, প্রাপ্তযৌবন, যৌবনবান, সাবালক, শক্তিশিখর ২২:

شَرِبَ [س]، شُرْبٌ <شرب পান করা, পিপাসা মেটানো, তৃষ্ণা নিবারণ করা ৫৬:৫৫

أَشْرَبَ পান করানো, পিপাসা মেটানো ২:৯৩

شِرْبٌ جل أَشْرَابٌ পান করার পালা, পানের সময়, নালা, ড্রেন ২৬:১৫৫

شَارِبٌ পানকারী, গলাধঃকরণকারী ৫৬:৫৪

شَرَابٌ جل أَشْرِبَةٌ পানীয়, শরবত, শরাব ৬:৭০

مَشْرَبٌ ج مَشَارِبُ পানীয়, পান করার স্থান, ঘাট ২:৬০

شَرَحَ [ف] <شرح খোলা, উন্মুক্ত করা, প্রশস্ত করা, প্রসারিত করা, সম্প্রসারণ করা ১৬:১০৬

شَرَّدَ <شرد ধাওয়া করা, ছত্রভঙ্গ করা, তাড়িয়ে দেওয়া ৮:৫৭

شِرْذِمَةٌ جل شَرَاذِمُ <شرذم ক্ষুদ্র দল, বাহিনী, জামাত ২৬:৫৪

شَرٌّ جل شُرُوْرٌ <شرر অধিক মন্দ, ক্ষতিকর, নিকৃষ্ট, অন্যায়, অনিষ্ট, ক্ষতি, অমঙ্গল ২:২৬৬

أَشْرَارٌ و شَرِيْرٌ মন্দ, নিকৃষ্ট, খারাপ, ক্ষতিকর, অনিষ্টকর ৩৮:৬২

شَرَرٌ و شَرَرَةٌ অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের ফুলকি ৭৭:৩২

أَشْرَاطٌ و شَرَطٌ <شرط কিয়ামতের আলামত, লক্ষণ, চিহ্ন, নিদর্শন, সূচনা ৪৭:১৮

شَرَعَ [ف] <شرع আইন প্রণয়ন করা, শরয়ী বিধিবিধান দেওয়া, শরিয়তসম্মত করা ৪২:১৩

شُرَّعٌ و شَارِعٌ ভাসমান অবস্থা, পানির উপর দৃশ্যমান ৭:১৬৩

شِرْعَةٌ جل شِرْعَاتٌ، شَرِيعَةٌ جل شَرَائِعُ পথ, রাস্তা, পন্থা, তরিকা, পদ্ধতি, শরীয়ত, দীন, বিধান ৫:৪৮

أَشْرَقَ <شرق আলোকিত হওয়া, চমকানো, জ্যোতির্ময় হওয়া ৩৯:৬৯

شَرْقِيٌّ، شَرْقِيَّةٌ পূর্বদিকস্থ, পূর্বদিকের, প্রাচ্যের, পূর্বমুখী ১৯:১৬

الإِشْرَاقُ সকাল, পূর্বাহ্ণ  ৩৮:১৮

مُشْرِقٌ প্রভাত যাপনাবস্থা, ভোর উদযাপনাবস্থা ১৫:৭৩

الْمَشْرِقُ সূর্যোদয়ের স্থান, উদয়াচল, পূর্বদিক ২:১১৫

الْمَشْرِقَيْنِ শীত গ্রীষ্মের উদয়াচল, অর্ধজাহান, অর্ধপৃথিবীর দূরত্ব ৪৩:৩৮

الْمَشَارِقِ প্রত্যাহিক উদয়াচল ৭:১৩৭

أَشْرَكَ <شرك শরীক করা, শিরক করা, অংশীদার করা ৭:১৭৩

شَارَكَ ভাগী হওয়া, অংশ নেওয়া, যৌথভাবে মালিক হওয়া ১৭:৬৪

الشِّرْكُ مص শিরক করা, শরীক বানানো, বহুত্ববাদ, অংশীবাদ, অংশীদারী ৩১:১৩

شَرِيكٌ ج شُرَكَاءُ অংশীদার, শরীক, অংশীবাদী, শিরককারী ৬:১৬৩

مُشْرِكٌ مث مُشْرِكَةٌ মুশরিক, আল্লাহর সঙ্গে শিরককারী, করীককারী ২:২২১

مُشْتَرِكٌ অংশীদার, শরীক, ভোগকারী ৩৭:৩৩

شَرَى [ض]، اشْتَرَى <شري কেনা, কেনাবেচা করা, ক্রয়বিক্রয় করা, বিনিময় করা, পরিবর্তন করা, বদলানো ২:১০২

شَطْئٌ جل أَشْطَاءُ، شُطُوْءٌ <شطأ চারা, অঙ্কুর, কুড়ি, শীষ ৪৮:২৯

شَاطِئٌ جل شَوَاطِئُ প্রান্ত, কিনারা, পার্শ্ব ২৮:৩০

شَطْرٌ جل شُطُوْرٌ <شطر দিক, অভিমুখ ২:১৪৪

أَشَطَّ <شطط সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরঞ্জিত করা, সীমা ছাড়ানো ৩৮:২২

شَطَطٌ مص অতিরঞ্জন, অতিরঞ্জিত, বাড়াবাড়ি, সীমাতিরিক্ত, বাড়তি, অসত্য ১৮:১৪

شَيْطَانٌ ج شَيَاطِينُ <شطن শয়তান, অবাধ্য, দুষ্ট, অহাঙ্কারী, পিশাচ, ইবলিস, জিন ২:৩৬

شُعُوبٌ و شَعْبٌ <شعب সম্প্রদায়, গোত্র, উম্মত, জাতি, গোষ্ঠী, বংশ৪৯:১৩

شُعَبٌ و شُعْبَةٌ শাখা, প্রশাখা, অংশ, বিভাগ ৭৭:৩০

شُعَيْبٌ শুয়াইব আলাইহিস সালাম ৭:৮৮

شَعَرَ [ن] <شعر বুঝা, অনুভব করা, জানা, বুঝতে পারা, টের পাওয়া ২:

أَشْعَرَ বুঝিয়ে দেওয়া, অবহিত করা, জানানো ৬:১০৯

أَشْعَارٌ و شَعْرٌ পশম, লোম, রোম ১৬:৮০

شِعْرٌ جل أَشْعَارٌ কবিতা, কাব্য, শে‘র ৩৬:৬৯

شَاعِرٌ ج الشُّعَرَاءُ কবি, কাব্যিক ২১:

الشِّعْرَى নক্ষত্র, লুব্ধক তারা, শি‘রা নক্ষত্র ৫৩:৪৯

مَشْعَرٌ، شَعَائِرُ و شَعِيْرَةٌ নিদর্শন, আলামত, চিহ্ন, প্রতীক ৫:

الْمَشْعَر الحرام মাশ‘আরুল হারাম: মুযদালিফা ময়দান বা তার কিছু চিহ্নিত স্থান ২:১৯৮

اشْتَعَلَ <شعل শুভ্রোজ্জ্বল হওয়া, চুল পাকা, শুভ্র হওয়া, শুভ্রতা ধারণ করা ১৯:

شَغَفَ [ف] <شغف মাতানো, প্রেমে মজা, ভালোবাসা, মাতোয়ারা বানানো, মাতিয়ে তোলা, আসক্ত করা ১২:৩০

شَغَلَ [ف] <شغل কর্মব্যস্ত করা, কর্মরত রাখা ৪৮:১১

شُغُلٌ جل أَشْغَالٌ কাজ, পেশা, কর্ম ৩৬:৫৫

شَفَعَ [ف]، شَفَاعَةً <شفع সুপারিশ করা, শাফায়াত করা, তদবির করা, উমেদারি করা, মিলন ঘটানো ৪:৮৫

شَافِعٌ، شَفِيعٌ ج شُفَعَاءُ সুপারিশকারী, শিলনকারী, সুপারিশ কবুলকারী ৬:৭০

شَفْعٌ جل أَشْفَاعٌ জোড়, জোড়া, যুগল ৮৯:

أَشْفَقَ <شفق ভীত হওয়া, শঙ্কিত হওয়া, আতঙ্কিত হওয়া, উদ্বিগ্ন হওয়া ৫৮:১৩

مُشْفِقُ ভীত, সন্ত্রস্ত, ভীরু, শঙ্কিত, উদ্বিগ্ন, আতঙ্কিত, কাপুরুষ ২১:২৮

شَفَقٌ جل أَشْفَاقٌ অস্তাচলের লাল ও সাদা আভা, সান্ধ্য আভা ৮৪:১৬

شَفَتَيْنِ <شفه ওষ্ঠধর, দুই ঠোট, ওষ্ঠদ্বয় ৯০:

شَفَى [ض]، شِفَاءٌ <شفي সুস্থ করা, নিরাময় করা, আরোগ্য করা, চিকিৎসা করা, রোগমুক্ত করা ২৬:৮০

شِفَاءٌ جل أَشْفِيَاءُ আরোগ্য, রোগমুক্তি, শেফা, নিরাময়, সুস্থতা ১০:৫৭

شَفَا جل أَشْفَاءُ কিনারা, কূল, ধার, প্রান্ত, পাড় ৩:১০৩

شَقَّ [ن]، شَقًّا <شقق চিরে ফেলা, বিদীর্ণ করা, ফাটানো, ভেঙে ফেলা, বিধ্বস্ত করা, কঠোরতা করা, চাপ প্রয়োগ করা, চাপ সৃষ্টি করা, কষ্ট দেওয়া, কষ্টসাধ্য করা ২৮:২৭

شَاقَّ، شِقَاقٌ বিরোধিতা করা, শত্রুতা করা, বিরুদ্ধাচরণ করা, বাকবিতণ্ডা করা, ঝগড়া করা, তর্কাতর্কি করা, মনে দাগ কাটা, হৃদয় চৌচির করে দেওয়া, গালমন্দ করা, কটুক্তি করা, কষ্টে ফেলা ৪:৩৫

تَشَقَّقَ، اشَّقَّقَ، انشَقَّ বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, ভেঙে পড়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ২:৭৪

شِقٌّ مص কষ্ট, পরিশ্রম, ভাঙন, ফাটল, বিদীর্ণতা ১৬:

شُقَّةٌ جل شُقَقٌ পথের ক্লান্তি, সফরের গ্লানি, দীর্ঘভ্রমণ ৯:৪২

أَشَقُّ অধিক ক্লান্তিকর, শ্রান্তিকর, বিদীর্ণকারী, বিদারী, বিদারক, যন্ত্রণাকর, যন্ত্রণাদায়ক ১৩:৩৪

شَقَى [ن] <شقو، شَقِيَ [س] <شقي হতভাগা হওয়া, দুর্ভাগা হওয়া, হতভাগ্য হওয়া, বদনসীব হওয়া, দুর্ভোগ পোহানো, কষ্ট করা, বিপদে পড়া, অসুখী হওয়া ২০:১২৩

شَقِيٌّ جل أَشْقِيَاءُ হতভাগা, অভাগা, হতভাগ্য, দুর্ভাগা, বদনসীব, বিপদগ্রস্ত, অসুখী ১৯:

الأَشْقَى বেশি হতভাগা, দুর্ভাগ্যতম, হতচ্ছাড়া, কপালপোড়া, পোড়াকপালে, কমবখত, বদবখত, চিরদুখী ৮৭:১১

شِقْوَةٌ  দুর্ভাগ্য, ভাগ্যদোষ, পোড়াকপাল, ভাগ্যবিড়ম্বনা, দুরদৃষ্ট, কপালের ফের ২৩:১০৬

شَكَرَ [ن]، شُكُورًا، شُكْرًا <شكر কৃতজ্ঞতা করা, শুকরিয়া আদায় করা, উপকার স্বীকার করা, ধন্যবাদ জ্ঞাপন করা, ধন্য হওয়া, বাধিত হওয়া ২৫:৬২

شَاكِرٌ কৃতজ্ঞ, শুকরগুজার, ধন্যবাদদাতা, কৃতজ্ঞতার পুরস্কারদাতা ২:১৫৮

شَكُورٌ ام শাকূর: আল্লাহর নাম, অতিশয় কৃতজ্ঞ, কৃতজ্ঞতার পুরস্কারদাতা, গুণগ্রাহী ৩৪:১৩

مَشْكُورًا কৃতজ্ঞতাপূর্ণ, কৃতজ্ঞধন্য, বাধিত, কৃতজ্ঞতার সঙ্গে গৃহীত ১৭:১৯

مُتَشَاكِسٌ <شكس পরস্পর বিরোধী, স্বার্থপর, হিংসুটে, হিংসুক ৩৯:২৯

شَكٌّ جل شُكُوْكٌ <شكك সন্দেহ, সংশয়, দ্বিধা, সংকোচ, দোদুল্যমানতা ৪:১৫৭

شَكْلٌ جل أَشْكَالٌ <شكل অনুরূপ, সমরূপ, একই প্রকার, এক ধরণের, আকৃতি, সুরত ৩৮:৫৮

شَاكِلَةٌ جل شَوَاكِلُ অনুরূপ, সমরূপ, পদ্ধতি, তরিকা, রীতিনীতি, প্রথা ১৭:৮৪

اشْتَكَي، شَكَا [ن] <شكو অনুযোগ করা, অভিযোগ করা, নিবেদন করা, কষ্ট ব্যক্ত করা ১২:৮৬

مِشْكَاةٌ দীপাধার, চেরাগদান, শামাদান, দীপগাছা, গাছা, দীপপাত্র, বাতিঘর ২৪:৩৫

أَشْمَتَ <شمت শত্রুকে উস্কে দেওয়া, শত্রুতে হাসানো, খুশী করা, আনন্দিত করা ৭:১৫০

شَامِخَاتٌ و شَامِخَةٌ <شمخ সুউচ্চ, উন্নত, উঁচুউঁচু ৭৭:২৭

اشْمَأَزَّ <شمأز বিরক্তি বোধ করা, সংকুচিত হওয়া, বিমর্ষ হওয়া, ক্ষুব্ধ হওয়া ৩৯:৪৫

شَمْسٌ جل شُمُوْسٌ <شمس সূর্য, রবি, রোদ্র, রোদ্রতাপ, সূর্যতাপ ২:২৫৮

اشْتَمَلَ <شمل শামিল করা, সংকুলান হওয়া, কুলানো, সমন্বিত হওয়া, সম্বলিত হওয়া, যুক্ত হওয়া, পরিব্যাপ্ত করা, ব্যাপক করা, গর্ভে ধারণ করা ৬:১৪৩

شِمَالٌ ج شَمَائِلُ দিক, উত্তরদিক, বামদিক, বামপার্শ্ব, বামহাত ১৮:১৭

أصحاب الشِّمَال বামপন্থী, বামপার্শ্বস্থ, দোজখী ৫৬:৪১

شَنَئَانٌ مص <شنأ শত্রুতা, বিদ্বেষ, দুশমনি ৫:

شَانِئٌ শত্রু, বিদ্বেষী, দুশমন, বিরুদ্ধবাদী, প্রতিপক্ষ, বিপক্ষ ১০৮:

شَوْبٌ مص  <شوب মিশ্রিতদ্রব্য, সংমিশ্রিত বস্তু ৩৭:৬৭

أَشَارَت <شور ইশারা করা, ইঙ্গিত করা, সংকেত করা, আভাস দেওয়া, পরামর্শ দেওয়া ১৯:২৯

شَاوَرَ পরামর্শ করা, মশোয়ারা করা, মন্ত্রণা দেওয়া ৩:১৫৯

شُورَى مص পরামর্শ, মন্ত্রণা, মশোয়ারা ৪২:৩৮

تَشَاوُرٌ পারস্পরিক পরামর্শ, পরস্পরে মশোয়ারা করা ২:২৩৩

شُوَاظٌ <شوظ অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ ৫৫:৩৫

الشَّوْكَةِ <شوك কাঁটা, কণ্টক, সূচ, বর্শা, টেটা ৮:

شَوَى [ض] <شوي চামড়া দগ্ধ করা, ভুনা করা, পোড়ানো, আগুনে ঝলসানো ১৮:২৯

الشَّوَى و شُوَاةٌ চামড়া, চর্ম ৭০:১৬

شِهَابٌ ج شُهُبٌ <شهب অগ্নিপিণ্ড, অগ্নিশিখা, উল্কা, জ্বলন্ত তারকা, উজ্জ্বল নক্ষত্র ৭২:

شَهِدَ [س] <شهد প্রত্যক্ষ করা, চাক্ষুষ দেখা, হাজির হওয়া, উপস্থিত থাকা, স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষী হওয়া, শহিদ হওয়া, শাহাদত বরণ করা ২:১৮৫

أَشْهَدَ সাক্ষী বানানো, উপস্থিত করা, হাজির করা ৭:১৭২

اسْتَشْهَدَ সাক্ষ্য দিতে বলা, সাক্ষী বানানো  ২:২৭২

شَاهِدٌ ج شُهُودٌ، الأَشْهَادُ সাক্ষী, সাক্ষ্যদাতা, প্রত্যক্ষদর্শী, সাক্ষীস্বরূপ ১১:১৮

شَهِيدٌ ج شُهَدَاء শহীদ, সাক্ষী, প্রত্যক্ষদর্শী, উপস্থিত ২:২৮২

شَهَادَةٌ  ج شَهَادَاتٍ সাক্ষ্যদান, প্রমাণ, প্রকাশ্য, দৃশ্যমান, প্রত্যক্ষ, চাক্ষুষ, উপস্থিত ২৪:

مَشْهَدٌ প্রত্যক্ষের সময় বা স্থল, আগমনকাল, উপস্থিতির সময়, সমাবেশস্থল ১৯:৩৭

مَشْهُودٌ সাক্ষ্যনীয়, সাক্ষ্যযোগ্য, যার সাক্ষ্য দেওয়া হয়, চাক্ষুষ, উপস্থিতির সময়, উপস্থিত, দৃশ্যমান, দৃষ্টি ৮৫:

شَهْرٌ  ج الشُّهُورُ، أَشْهُرٌ <شهر মাস ২:১৯৭

شَهِيقٌ مص <شهق আর্তনাদ, কর্কশস্বর, চিৎকার, গোঙানো, গাধার ডাক ১১:১০৬

اشْتَهَى <شهو কামনা করা, বাসনা করা, চাওয়া, আকাঙ্ক্ষা করা ২১:১০২

شَهْوَةٌ  ج الشَّهَوَاتِ কামনা, বাসনা, চাহিদা, খাহেশ, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি ৭:৮১

شَاءَ [س] <شيأ ইচ্ছা করা, চাওয়া, কামনা করা, আকাঙ্ক্ষা করা, বাসনা করা, সংকল্প করা, অভিপ্রায় করা, অভিরুচি ব্যক্ত করা ২:২০

شَيْءٌ  ج أَشْيَاءٌ কাম্যবস্তু, কিছু, সমান্য, বস্তু, জিনিস, দ্রব্য, সামগ্রী, বিষয়, ব্যাপার,  ২:২০

شَيْبٌ مث شَيْبَةً <شيب চুলের শুভ্রতা, প্রবীণতা, বৃদ্ধদশা, বার্ধক্য, বার্ধক্যবশত ১৯:

شِيبٌ جل أَشْيَبُ শুভ্রকেশী, প্রবীণ, বৃদ্ধ, বুড়ো, বর্ষীয়ান, বয়স্বী ৭৩:১৭

شَيْخٌ ج شُيُوخٌ <شيخ বৃদ্ধ, বুড়ো, বুড়া, বর্ষীয়ান, মুরব্বী, বয়স্কব্যক্তি ১১:৭২

مَشِيدٌ، مُشَيَّدَة <شيد সুউচ্চ, সুদৃঢ়, দৃঢ়ীকৃত, দুর্ভেদ্য ২২:৪৫

شَاعَ [ض]  <شيع প্রচারিত হওয়া, প্রসার ঘটা, ছড়িয়ে পড়া, ব্যাপক হওয়া ২৪:১৯

شِيعَةٌ ج شِيَعٌ، أَشْيَاعٌ উম্মত, জাতি, গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত, জনসমষ্টি ৬:৬৫

صاد [৬৩]

ص অনবহিত অর্থ ৩৮:১

الصَّابِئُ <صبأ সাবি: তারকা পুজারী ৫:৬৯

صَبَّ [ن]، صَبًّا <صبب ঢালা, ফেলা, ফেলে দেওয়া, পতিত করা ৮০:২৫

صَبَّحَ <صبح প্রভাতে আসা, প্রাতে পৌঁছা, সকালে আপতিত হওয়া, প্রত্যূষে আঘাত হানা ৫৪:৩৮

أَصْبَحَ، الإِصْبَاحِ প্রভাত করা, প্রভাত কাটানো, সকাল করা, উষাকালে সাক্ষাৎ করা, হওয়া, প্রাত, প্রাতঃকাল, উষা, উষার  আলো ৬:৯৬ 

صُبْحٌ، صَبَاحٌ جل أَصْبَاحٌ প্রভাত, প্রাত, প্রাতঃকাল, উষা, উষার  আলো ১১:৮১

مُصْبِحٌ প্রভাতকারী, প্রভাতযাপন রত, প্রভাত করা অবস্থা, প্রাতঃকালে, প্রভাতযাপনে, প্রভাতকালীন ১৫:৬৬

مِصْبَاحٌ ج مَصَابِيحُ প্রদীপ, বাতি, চেরাগ, আলোক বর্তিকা ২৪:৩৫

صَبَرَ [ض]، صَبْرًا <صبر ধৈর্য ধরা, সবর করা, সহ্য করা, বরদাশত করা, সহিষ্ণু হওয়া, সহনশীল হওয়া ৬:৩৪

اصْطَبَرَ، صَابَرَ সহিষ্ণু হওয়া, সহনশীল হওয়া, অটল থাকা, দৃঢ়পদ থাকা, স্থিরচিত্ত থাকা, সুস্থির থাকা ৩:২০০

ما أَصْبَرَه কত বড় ধৈর্যশীল, সে তুলনাহীন সহিষ্ণু ২:১৭৫

صَابِرٌ مث صَابِرَةٌ ধৈর্যশীল, ধৈর্যবান, সহিষ্ণু, দৃঢ়পদ, স্থিরপদ ১৮:৬৯

صَبَّارٌ অসম্ভব ধৈর্যশীল, অতিশয় সহনশীল, অতিসহিষ্ণু, শ্রেষ্ঠ ধৈর্যশীল ১৪:

أَصَابِعُ و اصْبعٌ <صبع আঙুল, অঙ্গুলি ২:১৯

صِبْغٌ جل صَبَاغٌ <صبغ রকমারি তরকারি, ব্যঞ্জন, রঙিন শাকসবজি ২৩:২০

صِبْغَةٌ مص রঙ, চিত্রকলা, চিত্রপট, ধর্মমত, ইসলাম ধর্ম, দ্বীন ইসলাম ২:১৩৮

صَبَى [ن] <صبو ঝোঁকা, আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়া ১২:৩৩

صَبِيٌّ جل صِبْيَانٌ শিশুবাচ্চা, চিত্তাকর্ষক শিশু,  শিশু, শৈশব ১৯:১২

صَحِبَ [س] <صحب সঙ্গী বানানো, বন্ধু পাওয়া, সঙ্গ দেওয়া, সঙ্গ লাভ করা, সাহায্য করা ২১:৪৩

صَاحَبَ সঙ্গী বানানো, সঙ্গ দেওয়া, সাহচর্য দেওয়া, সাথী হওয়া ১৮:৭৬

صَاحِبٌ ج أَصْحَابٌ সহচর, সাথী, সঙ্গী, বন্ধু, সহযাত্রী, মালিক, অধিকারী, ওয়ালা, অধিবাসী, অবলম্বনকারী, পন্থী, বিশিষ্ট ৪:৩৬

صَاحِبَةٌ সঙ্গিনী, স্ত্রী, পত্নী, বান্ধবী ৬:১০১

صِحَافٌ و صُحْفَةٌ <صحف বড় পেয়ালা, থালা, বাসন, ডিশ, গামলা ৪৩:৭১

صُحُفٌ و صَحِيْفَةٌ ছহীফা, পুস্তিকা, লিখিতফলক, বার্তাপত্র, সংবাদপত্র ৮৭:১৮

الصَّاخَّةُ <صخخ শঙ্খধ্বনি, শঙ্খনাদ, বিকটশব্দ, মহানাদ, সিঙ্গার ফুৎকারধ্বনি, কানের তলিফাটা বিকটশব্দ ৮০:৩৩

صَخْرَةٌ ج الصَّخْرُ <صخر বড় পাথর, প্রস্তর, পাহাড় ৮৯:

صَدَّ [ن]، صَدٌّ، صُدُودٌ <صدد বাধা দেওয়া, বিরত রাখা, নিবৃত্ত করা, ফিরিয়ে রাখা, আটকে রাখা, আটকানো, বিরত থাকা ৪:৬১

صَدِيدٌ ص বাধাপ্রাপ্ত পুঁজ পানি, আটকানো রক্ত, আবদ্ধপুঁজ ১৪:১৬

صَدَرَ [ن]، أَصْدَرَ <صدر প্রস্থান করা, ফিরা, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা ৯৯:

صَدْرٌ ج صُدُورٌ বক্ষ, বুক, সিনা, বিবেক, অন্তর, হৃদয় ৭:

صَدَعَ [ف]، صَدْعٌ <صدع প্রচার করা, প্রসার ঘটানো, ছড়িয়ে দেওয়া, ব্যাপক করা, ঘোষণা করা, ফাটানো, বিদীর্ণ করা, চারা গজানো, অঙ্কুরণ ৮৬:১২

اصَّدَّعَ বিভক্ত হওয়া, বিক্ষিপ্ত হওয়া, ছত্রভঙ্গ হওয়া ৩০:৪৩

صَدَّعَ মস্তিষ্ক এলোমেলো করে দেওয়া, মাথাব্যথা করা, মাথাধরা, শিরঃপীড়া করা, মাথাব্যথায় কষ্ট পাওয়া ৫৬:১৯

مُتَصَدِّعٌ ফাটলযুক্ত, চৌচির, বিদীর্ণমান, ব্যথাতুর ৫৯:২১

صَدَفَ [ض] <صدف পাশ কেটে যাওয়া, পার্শ্ববরণ করা, এড়িয়ে চলা, বিমুখ হওয়া ৬:৪৬

الصَّدَفَيْنِ দুই পর্বতের পার্শ্ব ১৮:৯৬

صَدَقَ [ن]، صِدْقًا <صدق সত্য বলা, সত্যকথা বলা, সত্যপ্রমাণ করা ২:১৭৭

صَدَّقَ، تَصْدِيقٌ সত্যায়ন করা, সত্য সাব্যস্ত করা, প্রত্যায়ন করা, সমর্থন করা, দৃঢ়বিশ্বাস করা, সত্যবাদী বলা ২৮:৩৪

تَصَدَّقَ، اصَّدَّقَ সদকা করা, দান করা, খয়রাত করা, জাকাত দেওয়া, ক্ষমা করা, মাফ করা, মার্জনা করা ৫:৪৫

صَادِقٌ مث صَادِقَةٌ সত্য, সত্যবাদী, সত্যভাষী, যথার্থবাদী ১৯:৫৪

أَصْدَقُ অধিক সত্যবাদী, বড় সত্যভাষী ৪:৮৭

صَدَقَةٌ ج صَدَقَات সদকা, দান, খয়রাত, জাকাত ২:১৯৬

صَدُقَاتٌ و صَدُقَةٌ মোহরানা, বধুপণ, দেনমোহর, স্ত্রীপণ ৪:

صَدِيقٌ جل أَصْدِقَاءُ বন্ধু, বান্ধব, সুহৃদ, পরমবন্ধু ২৪:৬১

صِدِّيقٌ مث صِدِّيقَةٌ সত্যপরায়ণ, অতিশয় সত্যবাদী, সত্যসভাবী ৪:৬৯

مُصَدِّقٌ সত্যায়নকারী, সত্যসাব্যস্তকারী, প্রত্যায়নকারী, সমর্থনকারী, সত্যপ্রমাণকারী, দৃঢ়বিশ্বাসী ৩৭:৫২

مُصَّدِّقٌ، مُصَّدِّقَةٌ، مُتَصَدِّقٌ দানশীল, দানকারী ৫৭:১৮

تَصْدِيَةً <صدي হাততালি বাজানো, তালি দেওয়া, হাততালি দেওয়া ৮:৩৫

تَصَدَّى কারো কথার প্রতি উদগ্রীব  হওয়া, মুগ্ধ হওয়া, বিমোহিত হওয়া, মনোনিবেশ করা, চিন্তা করা, ভাবা ৮০:

صَرْحٌ جل صُرُوْحٌ <صرح রাজপ্রাসাদ, অট্টালিকা, রাজভবন, ইমারত ২৮:৪৪

اسْتَصْرَخَ، اصْطَرَخَ <صرخ হাঁকাহাঁকি করা, হাঁকডাক করা, আর্তনাদ করা, ফরিয়াদ করা, সাহায্যের চিৎকার করা ২৮:১৮

صَرِيخٌ جل صُرَخَاءُ، مُصْرِخٌ আর্তনাদকারী, ফরিয়াদী, সাহায্যকামী, সাহায্যকারী, উদ্ধারকারী  ৩৬:৪৩

أَصَرَّ <صرر বাড়াবাড়ি করা, জিদ ধরা, গোঁ ধরা ৭১:

صِرٌّ কনকনে শীত, শৈত্যপ্রবাহ, তুষারপাত ৩:১১৭

صَرَّةٌ আর্তনাদ করা, চিৎকার করা, হাঁকডাক করা, লোকজন, জটলা, জনসমষ্টি ৫১:২৯

صَرْصَرٌ جل صَرَاصِرُ <صرصر তুফান, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়, ঝোড়ো হাওয়া, শীতলবায়ু, তুষারঝড় ৬৯:

صِرَاطٌ جل صُرُطٌ <صرط রাস্তা, পথ, সরলপথ, পুলসিরাত ১:

صَرْعَى و صَرِيْعٌ <صرع ভূপাতিত, ভূলণ্ঠিত, মৃতপতিত, পড়ে থাকা লাশ ৬৯:

صَرَفَ [ض]، صَرْفًا <صرف ফিরানো, ঘুরিয়ে দেওয়া, বিরত করা, বিরত রাখা ২৫:১৯

صَرَّفَ، تَصْرِيفٌ ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, বিশদবিবরণ দেওয়া, সুস্পষ্ট বর্ণনা করা, নানাভাবে বুঝানো, ঘূর্ণন, ফের, পরিবর্তন ২:১৬৪

انْصَرَفَ ফিরে যাওয়া, ফিরত যাওয়া, ঘুরে যাওয়া ৯:১২৭

مَصْرُوفٌ ফেরতযোগ্য, প্রত্যাহত, ফিরে যাওয়ার, বাধাপ্রাপ্ত, প্রতিরোধ্য ১১:

مَصْرِفٌ ফিরতি পথ, ফেরতপথ, প্রত্যাশ্রয়, প্রত্যাবর্তনস্থল ১৮:৫৩

صَرَمَ [ض] <صرم ফসল কাটা, শস্য কাটা, ফল পাড়া, কর্তন করা ৬৮:১৭

صَارِمٌ শস্য কর্তনকারী, ফসল সংগ্রাহক ৬৮:২২

صَرِيمٌ কাটা ফসল, কর্তিত ফসল, শস্যকর্তিত ক্ষেত ৬৮:২০

صَعِدَ [س] <صعد ঊর্ধ্ব গমন করা, আরোহণ করা, উপরে ওঠা, চড়া ৩৫:১০

أَصْعَدَ، اصَّعَّدَ আরোহণ করা, হাঁপাতে হাঁপাতে উপরে ওঠা, হাঁপিয়ে চড়া ৩:১৫৩

صَعَدٌ ঊর্ধ্বমুখী শাস্তি, কঠোর শাস্তি, চড়া শাস্তি ৭২:১৭

صَعُودٌ উচ্চঘাটি, কঠিন বিপদ, জাহান্নামের একটি পর্বত ৭৪:১৭

صَعِيدٌ و صُعُدٌ উচ্চভূমি, ভূপৃষ্ঠ, মাটি, মৃত্তিকা, মালভূমি ৫:

صَعَّرَ <صعر ঘৃণায় মুখ ফিরানো, মুখ বাঁকানো, মুখভার করা ৩১:১৮

صَعِقَ [س] <صعق অজ্ঞান করা, বেহুঁশ করা, বর্জাঘাত করা, বেহুঁশ হওয়া, বজ্রাহত হওয়া, মূর্ছা যাওয়া, সংজ্ঞাহীন হওয়া, জ্ঞান হারানো ৩৯:৬৮

صَعِقٌ ص বেহুঁশাবস্থা, বজ্রাহত, মূর্ছিত, বেঁহুশ, সংজ্ঞাহীন ৭:১৪৩

صَاعِقَةٌ ج صَوَاعِقُ বজ্রাঘাত, বজ্রধ্বনি, বিস্ফোরণের বিকট শব্দ, মহাগর্জনে বজ্রাঘাতকারী বিদ্যুৎ, সংজ্ঞাহারী বজ্র, বজ্রনিনাদ ২:১৯

صَاغِرٌ <صغر হেয়, লাঞ্ছিত, তুচ্ছ, অপমানিত ৯:২৯

صَغَارٌ লাঞ্ছনা, অপমান, তুচ্ছতা, গঞ্জনা ৬:১২৪

صَغِيرٌ جل صِغَارٌ مث صَغِيرَةٌ جل صَغَائِرُ ছোট, ক্ষুদ্র, তুচ্ছ, স্বল্প, নগন্য ২:২৮২

أَصْغَرُ অধিক ছোট, ক্ষুদ্রতম, অতিক্ষুদ্র ১০:৬১

صَغَى [ن، ض] <صغو ঝোঁকা, অবনত হওয়া, আকৃষ্ট হওয়া ৬৬:

صَفَحَ [ف]، صَفْحًا <صفح উপেক্ষা করা, ভ্রুক্ষেপ না করা, ক্ষমা করা, মার্জনা করা, প্রত্যাহার করা ৫:১৩

أَصْفَادٌ و صَفْدٌ، صَفَدٌ <صفد শিকল, জিঞ্জির, শৃঙ্খল, বেড়ী ১৪:৪৯

صُفْرٌ و أَصْفَرُ مث صَفْرَاءُ، <صفر مُصْفَرٌّ হলদে রঙ, হলুদ বর্ণ, পিত্তবর্ণ, ফ্যাকাশে, বিবর্ণ ২:৬৯

صَفْصَفٌ جل صَفَاصِفُ <صفصف সমতলভূমি, নিস্ফলা পতিত জমিন, অনুর্বরজমি ২০:১০৬

صَفٌّ جل صُفُوْفٌ <صفف সারি, শ্রেণী, সারিবদ্ধ, কাতারবদ্ধ ৬১:

صَوَافٌّ، صَّافٌّ  ج،  مث صَافَّاتٍ সারিবদ্ধ দণ্ডায়মান, সারিবদ্ধ, লাইন ধরে ৩৭:

مَصْفُوفَةٌ সারিবদ্ধ, লাইনধরা, সুবিন্যস্ত ৫২:২০

الصَّافِنَاتُ <صفن অতিদ্রুতগামী অশ্ব ৩৮:৩১

أَصْفَى، اصْطَفَى <صفو মনোনীত করা, নির্বাচিত বানানো, নির্বাচন করা, বাছাই করা, পছন্দ করা ১৭:৪০

الْمُصْطَفَي মনোনীত, নির্বাচিত, পছন্দনীয়, বাছাইকৃত ৩৮:৪৭

مُصَفًّى ছাফ, পরিষ্কার, ফ্রেশ, পছন্দসই, রুচিকর, রুচি¯িœগ্ধ, রুচিপূর্ণ ৪৭:১৫

صَفْوَانٌ اج মসৃণ পাথর, পরিষ্কার বড় পাথর, নির্মলপ্রস্তর ২:২৬৪

الصَّفَا সাফা: মক্কার কঙ্করময় প্রসিদ্ধ পাহাড় ২:১৫৮

صَكَّتْ [ن] <صكك চপেটাঘাত করা, থাপ্পড় মারা, কপাল চাপড়ানো ৫১:২৯

صَلَبَ [ن، ض]، أُصَلِّبُ <صلب ক্রুশবিদ্ধ করা, শূলে চড়ানো ১২:৪১

صُلْبٌ ج أَصْلاَبٌ মেরুদণ্ড, শিরদাঁড়া, ঔরস, পিঠ ৮৬:

صَلَحَ [ن، ف] <صلح সৎ হওয়া, সৎকর্মশীল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, সংশোধিত হওয়া ১৩:২৩

أَصْلَحَ، إِصْلاَحًا সংশোধন করা, সংশোধন আনা, আত্মশোধন করা, শুদ্ধি করা, সংস্কার করা, নিষ্পত্তি করা, সন্ধি করা, শান্তিচুক্তি করা, আপোষ করা, মীমাংসা করা, প্রজনযোগ্য করা, প্রজননক্ষম বানানো ২১:৯০

صُلْحٌ اج সংশোধন, শুদ্ধি, সংস্কার, নিষ্পত্তি, সন্ধি, শান্তিচুক্তি, আপোষ, মীমাংসা ৪:১২৮

صَالِحٌ সালেহ আলাইহিস সালাম ১১:৬২

صَالِحٌ مث صَالِحَةٌ সৎ, নেককার, সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, ধার্মিক, ভালো, ভালোকাজ, সৎকাজ, উপযুক্ত, যোগ্য ২:২৫

مُصْلِحٌ সংস্কারক, শুদ্ধিকারী, কল্যাণকারী, সৎকর্মশীল ২:২২০

صَلْدٌ جل أَصْلَادٌ <صلد মসৃণ পাথর, পরিষ্কার পাথর, নির্মলপ্রস্তর ২:২৬৪

صَلْصَالٍ <صلصل শুকনা কাদামাটি, ঠনঠনে কাদা, শুষ্ক ঠনঠনে কাদামাটি, শুষ্কপঙ্ক ১৫:২৬

صَلَّى <صلو নামাজ পড়া, সালাত আদায় করা, প্রার্থনা করা, দুয়া করা, দুরুদ পড়া, মাগফেরাত কামনা করা, রহম করা, রহমত বর্ষণ করা ৩:

صَلاَةٌ ج صَلَوَاتٌ নামাজ, সালাত, প্রার্থনা, দুয়া, দুরুদ, মাগফেরাত কামনা, রহম, রহমত বর্ষণ, নামাজঘর, মসজিদ, গির্জা, খ্রীষ্টানদের উপাসনালয়, সিন্যাগগ, ইহুদিদের উপাসনালয় ২২:৪০

الْمُصَلِّي নামাজি, মুসল্লি, নামাজ আদায়কারী ৭০:২২

مُصَلًّى নামাজের স্থান, জায়নামাজ, মুসল্লা ২:১২৫

 صَلِيَ [س]، صِلِيًّا <صليআগুনে প্রবেশ করা, দগ্ধ হওয়া, পোড়া ১৯:৭০

أَصْلَى، صَلَّى، تَصْلِيَةٌ আগুনে প্রবেশ করানো, অগ্নিদগ্ধ করা, আগুনে নিক্ষেপ করা, পোড়ানো ৪:৩০

اصْطَلَى আগুন তাপানো, তপ্ত হওয়া, উত্তাপ নেওয়া, উষ্ণতা নেওয়া ২৭:

صَالِ অগ্নিতে প্রবেশকারী, অগ্নিদগ্ধ, দগ্ধিভূত ৩৭:১৬৩

صَامِتٌ <صمت নিরব, চুপকারী, চুপচাপ, নিশ্চুপ ৭:১৯৩

الصَّمَدُ <صمد অমুখাপেক্ষী, সকলে যার মুখাপেক্ষী, শাশ্বত ১১২:

صَوَامِعُ و صَوْمِعَةٌ <صمع গির্জা, চার্চ, খৃষ্টাশ্রম, পাদ্রীচার্চ, বিশপাশ্রম, মন্দির ২২:৪০

صَمَّ [س] <صمم বধির হওয়া, কালা হওয়া, শ্রুতিহীন হওয়া, শ্রবণশক্তিহীন হওয়া ৫:৭১

أَصَمَّ বধির বানানো, কালা বানানো, শ্রবণশক্তি নষ্ট করা ৪৭:২৩

أَصَمُّ ج صُمٌّ বধির, কালা, বয়রা, ঠসা ১১:২৪

صَنَعَ [ف] <صنع করা, কাজ করা, গড়া, নির্মাণ করা, তৈরি করা, বানানো, শিল্পকর্ম করা, প্রতিপালন করা ৫:১৪

اصْطَنَعَ পছন্দমতো গড়া, মনোনীত করা, পছন্দ করা ২০:৪১

صُنْعٌ، صَنْعَةٌ নির্মাণ, শিল্প, কারিগরি, দক্ষতা ১৮:১০৪

مَصَانِعُ و مَصْنَعٌ কারখানা, কর্মশালা, নির্মিত, সুরক্ষিত দূর্গ, দুর্ভেদ্য দূর্গ ২৬:১২৯

أَصْنَامٌ و صَنَمٌ <صنم মূর্তি, প্রতিমা, দেবদেবী ৬:৭৪

صِنْوَانٌ و صِنْوٌ <صنو দুই শাখাবিশিষ্ট বৃক্ষ, যমজবৃক্ষ, সমকক্ষ ১৩:

أَصَابَ <صوب স্পর্শ করা, লক্ষ্যস্থলে পৌঁছা, পৌঁছা, আঘাত হানা, আক্রান্ত করা, বিপদ আসা, পাওয়া, অর্জন করা, পেয়ে বসা, ভাগ্যে জোটা, লাভ করা, পতিত হওয়া, আপতিত হওয়া ১১:৮১

مُصِيبٌ، مُصِيبَةٌ স্পর্শকারী, আক্রান্তকারী, মুসিবত, আপতনশীল বিপদ, দুর্ঘটনা ১১:৮১

صَوَابٌ সঠিক, সত্য, নির্ভুল, বাস্তবতা ৭৮:৩৮

صَيِّبٌ কালিমাখা মেঘ, বৃষ্টিমুখর মেঘ, প্রবলবর্ষণ ২:১৯

صَوْتٌ ج أَصْوَاتٌ <صوت আওয়াজ, স্বর, কণ্ঠ, শব্দ, কণ্ঠস্বর ৩১:১৯

صَارَ [ن] <صور পোষ মানানো, বশীভুত করা, বশ মানানো ২:২৬০

صَوَّرَ আকৃতি প্রদান করা, রূপ দেওয়া, রূপায়ণ করা, গঠন দেওয়া, চিত্রায়ণ করা, সুগঠিত করা, কল্পনা করা ৩:

صُورَةٌ ج صُوَرٌ আকার, আকৃতি, গঠন, সুরত, কায়া, রূপ ৮২:

الْمُصَوِّرُ আকৃতিদাতা, রূপকার, চিত্রকর, গঠনকারী, শিল্পী ৫৯:২৪

الصُّوْرُ শিঙ, শিঙা, শিঙ্গা, শঙ্খ,  ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি ৬:৭৩

صُوَاعٌ جل صِيْعَانٌ <صوع পেয়ালা, গ্লাস, পানপাত্র ১২:৭২

أَصْوَافٌ و صُوْفٌ <صوف পশম, লোম, রোম ১৬:৮০

صَامَ [ن]، صَوْمًا، صِيَامًا <صوم রোজা রাখা, সিয়াম সাধনা করা ১৯:২৬

الصَّائِمُ রোজাদার, সাঈম ৩৩:৩৫

صَهَرَ [ف] <صهر গলানো, বিগলিত করা, দগ্ধ করা ২২:২০

صِهْرٌ جل أَصْهَارٌ বিবাহসূত্রের আত্মীয়, শ্বশুরকুলের আত্মীয়, বৈবাহিক সম্পর্ক ২৫:৫৪

صَيْحَةٌ مص <صيح মহাগর্জন, মহানাদ, বিস্ফোরণের বিকট শব্দ, হৈচৈ, বড় শব্দ, উচ্চশব্দ ১১:৬৭

اصْطَادَ <صيد প্রাণী শিকার করা ৫:২

صَيْدٌ শিকার, শিকার করা ৫:

صَارَ [ض] <صير  হওয়া, থাকা, প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া ৪২:৫৩

مَصِيرٌ প্রত্যাবর্তনস্থল, পরিণাম, পরিণতি, আশ্রয়, ফেরার পথ ২:১২৬

صَيَاصِي و صِيْصَةٌ <صيص দুর্গসমুহ, কেল্লা, গড়, সেনাকেন্দ্র ৩৩:২৬

صَيْفٌ جل صُيُوْفٌ، أَصْيَافٌ <صيف গরমকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকালীন ১০৬:

ضاد [২৫]

ضَأْنٌ و ضَائِنُ <ضأن ভেড়া, মেষ ৬:১৪৩

ضَبْحٌ <ضبح চালানো, হাঁকানো, সশব্দে উর্ধশ্বাসে চলা ১০০:

مَضَاجِعُ و مَضْجَعٌ <ضجع বিছানা, শয্যা, শয়নের স্থান ৩:৩৪

ضَحِكَ [س] <ضحك হাসা, হেসে ওঠা ৯:৮২

أضْحَكَ হাসানো ৫৩:৪৩

ضَاحِكٌ مث ضاحكة সহাস্য, হাসিমাখা, হাসিপূর্ণ ২৭:১৯

ضَحِيَ [س] <ضحي রোদ পোহানো, সূর্যতাপ সহ্য করা ২০:১১৯

الضُّحَى রোদ, সূর্যতাপ, কিরণ, সকাল, প্রাতঃকাল, উষাকাল, পূর্বাহ্ণ ৭:৯৮

ضِدٌّ جل أَضْدَادٌ <ضدد বিপক্ষ, বিপরীত, বিরোধী ১৯:৮২

ضَرَبَ [ض]، ضَرْبًا <ضرب মারা, আঘাত করা, প্রহার করা, অবস্থা বর্ণনা করা, দৃষ্টান্ত পেশ করা, উদাহরণ দেওয়া, উপমা দেওয়া, সফর করা, ভ্রমণ করা, পর্যটন করা, চলা, পদচারণা করা, পা মারা, পায়ে চলা, পদক্ষেপ করা, সিল মারা, মার্কা মারা, মার্কা মেরে দেওয়া ২:৬১

ضَرَّ [ن]، ضَرًّا، ضُرٌّ، ضِرَارًا <ضرر ক্ষতি করা, অনিষ্ট করা, অপকার করা, লোকসান করা, বিপদে ফেলা, সংকট সৃষ্টি করা ২:১৩১

ضَرَرٌ جل أَضْرَارٌ ক্ষতি, অনিষ্ট, অপকরা, লোকসান, বিপদ ৪:৯৫

ضَارٌّ ক্ষতিকারক, ক্ষতিকারী, অনিষ্টকারী, ক্ষতিকর ৫৮:১০

ضَرَّاءُ جل أَضُرٌّ দুরাবস্থা, অসুবিধা, সংকট, ক্ষতি, অভাব, অসুখণ্ডবিসুখ

مُضَارٌّ ক্ষতিকর, অনিষ্টকারী ৪:১২

مُضْطَرٌّ ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, নিরুপায়, উপায়ান্তরহীন, অসহায়, সংকটাপন্ন ২৭:৬২

تَضَرَّعَ، تَضَرُّعًا، اضَّرَّعَ <ضرع বিনীত হওয়া, মিনতি করা, আরতি করা, অনুনয় করা, অনুনয়-বিনয় করা ৬:৪৩

ضَرِيْعٌ বিষকাঁটা ঘাস, কাঁটাযুক্ত বিষাক্ত ঘাস, দোজখিদের খাবার ঘাস ৮৮:

ضَعُفَ [ك] <ضعف দুর্বল হওয়া, কমজোর হওয়া ৩:১৪৬

ضَاعَفَ দ্বিগুন দেওয়া, বাড়িয়ে দেওয়া, বহুগুন দেওয়া ২:২৪৫

اسْتَضْعَفَ দুর্বল ভাবা, কমজোর ভাবা, দুর্বল মনে করা, দুর্বল গণ্য করা ৭:১৫০

ضِعْفٌ দ্বিগুন, ডবল, বহুগুন ৭:৩৮

أضْعَافٌ و ضِعْفٌ বহুগুন, অগনিত ২:২৪৫

ضَعْفٌ مص দুর্বলতা, দুর্বল ৩০:৫৪

ضَعِيفٌ ج ضُعَفَاءُ، ضِعَافٌ দুর্বল, অক্ষম, ক্ষমতাহীন, কমজোর ২:১৬৬

الأضْعَفُ অধিক দুর্বল, অতিদুর্বল, দুর্বলতম, দুর্বলতর ১৯:৭৫

مُضْعِفٌ দ্বিগুনগ্রাহী, দ্বিগুন প্রাপক ৩০:৩৯

مُسْتَضْعِفٌ দুর্বলশ্রেণী, দুর্বলভাবাপন্ন, পরাধীন ৪:৯৭

ضِغْثٌ ج أَضْغَاثُ <ضغث বিক্ষিপ্ত, এলোমেলো, অলীকস্বপ্ন, কল্পনা, বিক্ষিপ্ত তৃণশলাকা, ঘাসের আঁটি, ঝাড়–, ৩৮:৪৪

أَضْغَانٌ و ضِغْنٌ <ضغن হিংসা, ঘৃণা, বিদ্বেষ, মনোবিদ্বেষ, অনিচ্ছা, অসন্তুষ্টি ৪৭:২৯

ضَفَادِعُ و ضِفْدِعٌ، ضَفْدَعٌ <ضفدع ব্যাঙ, দাদুর, ভেক, বর্ষাঘোষ ৭:১৩৩

ضَلَّ [ض]، ضَلاَلا، ضَلاَلةً <ضلل পথচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া, পথনির্দেশহীন থাকা, দিকনির্দেশনাহীন থাকা, গোমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়া, পদস্খলন হওয়া, পতন হওয়া, ধ্বংস হওয়া, বিপথগামী হওয়া, বিপথে যাওয়া, ভিন্নপথ ধরা, উধাও হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, হারানো; ভ্রষ্টতা, ভ্রান্তি, গোমরাহী ৭:৬০

أَضَلَّ পথচ্যুত করা, বিচ্যুত করা, ব্যর্থ করা, পথভ্রান্ত করা, ভ্রষ্ট করা, গোমরাহ করা, পথভ্রষ্ট করা, পদস্খলন ঘটানো, পতন ঘটানো, ধ্বংস করা, বিপথগামী করা, বিপথে নিয়ে যাওয়া, পথহারা বানানো ৪:৮৮

ضَالٌّ দিশাহীন, পথনির্দেশহীন, দিকনির্দেশনাহীন, বেদিশা, পথহারা, পথচ্যুত, পথভ্রান্ত, গোমরাহ, ভ্রষ্ট, বিপথগামী ৯৩:

الأَضَلُّ অধিক ভ্রান্ত, ভ্রষ্টতর, বড় গোমরাহ, বড় বিভ্রান্ত ২৫:৪২

تَضْلِيْلٌ পথচ্যুত করা, লক্ষ্যভ্রষ্ট করা, নস্যাৎ করা, ধ্বংস করা, বিভ্রান্তি, লক্ষ্যহীনতা ১০৫:

مُضِلٌّ বিভ্রান্তকারী, গোমরাহকারী, পথচ্যুতকারী ২৮;১৫

ضَامِرٌ جل ضَوَامِرُ <ضمر দুর্বল উট, হালকা-পাতলা উট, ক্ষীণকায় উষ্ট্রী ২২:২৭

ضَمَّ [ن] <ضمم মিলানো, লাগানো, লগ্নি করা, চেপে ধরা ২০:২২

ضَنْكٌ مص <ضنك সংকীর্ণ, সঙ্কটাপন্ন, দুরাবস্থাপন্ন, দারিদ্র, দরিদ্রতা ২০:১২৪

ضَنِينٌ ص <ضنن কৃপণ, বখীল, মিতবাক, সংযতবাক ৮১:২৪

أَضَاءَ <ضوأ আলো দেওয়া, আলো ছড়ানো, আলোকিত করা, আলোক বিকীর্ণ করা, বিচ্ছুরিত করা ২:১৭

ضِيَاءٌ و ضَوْءٌ আলোকময়, উজ্জ্বল, স্নিগ্ধ আলোকময়, জ্যোতিষ্মান ১০:

ضَاهَأَ <ضهي অনুরূপ করা, অনুকরণ করা ৯:৩০

ضَيْرٌ مص<ضير অসুবিধা, ক্ষতি, সমস্যা ২৬:৫০

ضِيْزَي ص <ضيز অন্যায় বণ্টন, অসংগত, অন্যায্য, বেইনসাফি, অসমতা ৫৩:২২

أَضَاعَ <ضيع নষ্ট করা, নিষ্ফল করা, অকেজো করা, বিনষ্ট করা, বরবাদ করা ১৯:৫৯

ضَيَّفَ <ضيف আপ্যায়ন করা, মেহমানদারি করা, আতিথেয়তা করা ১৮:৭৭

ضَيْفٌ جل ضُيُوْفٌ، أَضْيَافٌ মেহমান, অতিথি ১৫:৬১

ضَاقَ [ض] <ضيق সংকীর্ণ হওয়া, অপ্রশস্ত হওয়া, অসংকুল হওয়া, সংকীর্ণমনা হওয়া ৯:২৫

ضَيَّقَ সংকীর্ণ করা, অপ্রশস্ত করা, অপ্রসন্ন করা ৬৫:

ضَيْقٌ، ضَيِّقٌ، ضَائِقٌ সংকীর্ণ, অপ্রশস্ত, অপ্রসন্ন ১৬:১২৭

طاء [৩৭]

طَبَعَ [ف] <طبع সিল মারা, মোহর মারা, মার্কা মারা ৪:১৫৫

طَبَقٌ  ج طِبَاقٌ <طبق স্তর, পর্যায়ক্রম, থর, অবস্থা, থালা, তবাক ৮৪:১৯

طَحَا [ن] <طحو বিছানো, বিস্তৃত করা, প্রশস্ত করা ৯১:

طَرَحَ [ف] <طرح নিক্ষেপ করা, ছুড়ে মারা, ফেলে দেওয়া ১২:

طَرَدَ [ن] <طرد তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা, বহিষ্কার করা, বের করে দেওয়া ১১:৩০

طَارِدٌ বহিষ্কারক, বিতাড়ক ১১:২৯

طَرْفٌ اج <طرف দৃষ্টি, নজর, পলক, চাহনি ১৪:৪৩

طَرَفٌ ج أَطْرَافٌ কিনারা, প্রান্ত, দিক, চতুর্দিক, প্রান্তসমুহ ১৩:৪১

طَارِقٌ <طرق সান্ধ্যতারা, শুকতারা, নিশাগন্তুক, নৈশতিথি ৮৬:

طَرِيقٌ، طَرِيْقَةٌ  ج طَرَائِقُ পথ, রাস্তা, পন্থা, পদ্ধতি, রীতিনীতি, তরিকা, স্তর ২০:৭৭

طَرِيٌّ ص <طري টাটকা, তাজা, সতেজ, অম্লান ১৬:১৪

طس অনবহিত অর্থ ২৭:১

طسم অনবহিত অর্থ ২৬:১

طَعِمَ <طعم আহার করা, খাওয়া, ভক্ষণ করা, ভোজন করা ৫:৯৩

أَطْعَمَ، إطْعَامٌ খাওয়ানো, খেতে দেওয়া, আহার্য দেওয়া, খানা দেওয়া ৫:৮৯

اسْتَطْعَمَ আহায্য চাওয়া, খেতে চাওয়া, খানা চাওয়া ১৮:৭৭

طَاعِمٌ ভক্ষক, ভোজনকারী, ভক্ষণকারী ৬:১৪৫

طَعَامٌ جل أَطْعِمَةٌ খানা, খাদ্য, আহার্য, অন্ন, আহার, ভোজ্য, ভোজ ২:৬১

طَعْمٌ جل طُعُوْمٌ স্বাদ, মজা ৪৭:১৫

طَعَنَ [ف]، طَعْنًا <طعن নিন্দা করা, তিরস্কার করা, ভর্ৎসনা করা, পরনিন্দা করা, কুৎসা করা, আঘাত দেওয়া, খোঁচা মারা ৯:১২

طَغَي [ن، ف، س] <طغي অবাধ্য হওয়া, উদ্ধত হওয়া, নাফারমান হওয়া, সীমালঙ্ঘন করা, বিদ্রোহী হওয়া ২০:২৪

أَطْغَى অবাধ্য বানানো, উদ্ধত বানানো, বিদ্রোহী বানানো, নাফারমানি করা ৫০:২৭

طَاغُوْنَ و طَاغٍ অবাধ্য, পাপাচারী, সীমালঙ্ঘনকারী, নাফরমান, উদ্ধত, বিদ্রোহী ৫১:৫৩

الأطْغَي অধিক অবাধ্য, বড় পাপী ৫৩:৫২

طَاغِيَةٌ، طَغْوَي، طُغْيَانٌ অবাধ্যতা, স্বেচ্ছাচারিতা, নাফারমানি, সীমালঙ্ঘন, পাপাচার, শয়তানি ৯১:১১

طَاغُوتٌ اج তাগুত: শয়তান, আল্লাহদ্রোহী, জাদুকর, মূর্তির নাম ২:২৫৭

أَطْفَأَ <طفأ নিভানো, নির্বাপিত করা, নিভিয়ে দেওয়া ৫:৬৪

مُطَفِّفٌ <طفف মাপে কমদাতা ৮৩:১

طَفِقَ [س] <طفق করতে লাগা, শুরু করা ৭:২২

طِفْلٌ ج أَطْفَالٌ <طفل শিশু, বাচ্চা, নাবালেগ, কিশোর, বালক ২৪:৩১

طَلَبَ [ن]، طَلَبًا <طلب অনুসন্ধান করা, খোজ করা, তালাশ, প্রার্থনা করা, অন্বেষণ করা, চাওয়া, কামনা করা ৭:৫৪

طَالِبٌ جل طُلَّابٌ، طَلَبَةٌ প্রার্থনাকারী, অন্বেষী, প্রার্থী, আকাঙ্ক্ষী, কামী ২২:৭৩

مَطْلُوبٌ অনুসন্ধানযোগ্য, প্রার্থনীয়, যাচ্য, যাচনীয়, কাম্য, প্রার্থিত ২২:৭৩

طَالُوتُ <طلت তলুত: বাদশার নাম ২:২৪৭

طَلْحٌ و طَلْحَةٌ <طلح কলা, কলার কাঁদি ৫৬:২৯

طَلَعَ [ن]، طُلُوعًا <طلع উদিত হওয়া, সূর্যোদয় হওয়া, সূর্য উঠা ১৮:১৭

أَطْلَعَ অবগত করা, জানানো ৩:১৭৯

اطَّلَعَ অবগত হওয়া, জানা, উঁকি মেরে দেখা ১৮:১৮

مَطْلَعًا উদয়াচল, উদয়স্থল, পূর্বদিক ৯৭:

مُطَّلِعٌ অবগত, অনুসন্ধানী ৩৭:৫৪

طَلْعٌ و طَلْعَةٌ খেজুরের কাঁদি, গুচ্ছ, ছড়া ৬:৯৯

طَلَّقَ، الطَّلاَقُ <طلق তালাক দেওয়া, বিবাহ বিচ্ছেদ করা, বন্ধন ছিন্ন করা ২:২২৭

انْطَلَقَ চলা, চলে যাওয়া ১৮:৭১

المُطَلَّقَاتُ তালাকপ্রাপ্তা, ছিন্নবন্ধন ২:২২৮

طِلٌّ جل طِلَالٌ <طلل অল্প বৃষ্টি, শিশির, লঘু বৃষ্টি ২:২৬৫

طَمَثَ [ض] <طمث স্পর্শ করা, ছোঁয়া, সহবাস করা ৫৫:৫৬

طَمَسَ [ض] <طمس নিশ্চিহ্ন করা, বিলুপ্ত করা, অদৃশ্য করা, অন্ধ করা, নিষ্প্রভ করা ৪:৪৭

طَمِعَ [س]، طَمَعًا <طمع প্রত্যাশা করা, কামনা করা, বাসনা করা, লোভ করা ৭:৫৬

طَامَّةٌ <طمم গ্রাসকারী, সর্বগ্রাসী, মহাপ্রলয়, কিয়ামত ৭৯:৩৪

اطْمَأَنَّ <طمن আশ্বস্ত হওয়া, শঙ্কামুক্ত হওয়া, আশঙ্কামুক্ত হওয়া, নিরাপদ হওয়া, শান্তি পাওয়া, প্রশান্তি লাভ করা, আশান্বিত হওয়া ২:২৬০

مُطْمَئِنٌّ مث مطمئِنَّة আশ্বস্ত, শঙ্কামুক্ত, আশঙ্কামুক্ত, নিরাপদ, প্রশান্ত, আশান্বিত, আস্থাশীল ১৬:১০৬

طَوْدٌ جل أَطْوَادٌ <طود পর্বত, মহাপর্বত, পর্বতচূড়া ২৬:৬৩

الطُّورُ <طور তুর পর্বত, সিনাই পর্বত ৫২:

أَطْوَارٌ و طِوْرٌ، طَوْرٌ বৈচিত্রময়, রকমারি, বিচিত্ররূপ, সাদৃশ্যহীন, বিসদৃশ, অতুলিত, অতুল্য ৭১:১৪

طَوَّعَ <طوع অনুগত বানানো, বশে আনা, আগ্রহী করা, উদ্বুদ্ধ করা, সম্মত করা, রাজি করা ৫:৩০

أَطَاعَ আনুগত্য করা, মেনে চলা, হুকুম পালন করা, বশে থাকা ৩:১৬৮

تَطَوَّعَ স্বেচ্ছায় আনুগত্য করা, নফল আমল করা ২:১৫৮

اسْطَاعَ، اسْتَطَاعَ আনুগত্য করতে চাওয়া, হুকুমপালন করতে চাওয়া, পারা, সক্ষম হওয়া, ক্ষমতা রাখা, সামর্থ্য রাখা, যথাসাধ্য চেষ্টা করা ২:২১৭

طَوْعًا অনুগত হওয়া, স্বেচ্ছায়, সদিচ্ছায়, অনুগত হয়ে ৩:৮৩

طَاعَةً আনুগত্য, বশ্যতা ৪:৮১

طَائِعٌ অনুগত, অনুগতাবস্থায়, সদিচ্ছায় ৪১:১১

مُطَاعٌ মান্যবর, অনুসৃত ৮১:২১

مُطَّوِّعٌ নফরগুজার, নফল দানকারী, স্বেচ্ছায় খয়রাতকারী, বেশি বেশি ছদকাকারী, দানবীর ৯:৭৯

طَافَ [ن]، إطَّوَّفَ <طوف কাবা শরীফ তোয়াফ করা, প্রদক্ষিণ করা, ঘোরা, আবর্তন করা, ঘুরঘুর করা, বিচরণ করা ৬৪:১৯

طَائِفٌ প্রদক্ষিণকারী, ঘূর্ণমান, ঘূর্ণায়মান, বিচরণকারী, বিপদ, শাস্তি, কুচিন্তা ৬৮:১৯

طَائِفَةٌ দল, শ্রেণী, জামাত, কতিপয় ৩:৬৯

طَوَّافٌ বিচরণশীল, ঘুরঘুরকারী, যে ঘুরে ফিরে আসে, চাকর নকর ২৪:৫৮

طُوفَانٌ و طُوْفَانَةٌ ঝড় তুফান, ঝোড়ো হাওয়া, টর্নেডো, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবায়ু ৭:১৩৩

طَوَّقَ <طوق গলায় শিকল বাঁধা, গলাবন্ধ লাগানো, বেড়ি পরানো ৩:১৮০

أطَاقَ কষ্টকর হওয়া, আয়াসসাধ্য হওয়া, কষ্ট করে করা, অতিকষ্টে করা, সাধ্যে কুলানো, সামর্থ্য রাখা, ক্ষমতা রাখা, অক্ষম হওয়া, দুঃসাধ্য মনে করা, সাধ্যাতীত ভাবা ২:১৮৪

الطَّاقَةُ সাধ্য, ক্ষমতা, সামর্থ্য ২:২৪৯

طَالَ [ن]، طُوْلا، تَطَاوَلَ <طول দীর্ঘায়িত হওয়া, বিলম্বিত হওয়া, দীর্ঘকালব্যাপী হওয়া, দীর্ঘমেয়াদী হওয়া, সুদীর্ঘ হওয়া ২৮:৪৫ উচ্চতা, দৈর্ঘ, বিশালতা ১৭:৩৭

طَوْلٌ مص সম্পদ, ধন, আয় ৪:২৫

طَوِيلٌ جل طِوَالٌ দীর্ঘ, অনেকক্ষণ ৭৩:

طَوَى [ض]، طَيًّا <طوي ভাঁজ করা, গুটানো, সঙ্কুচিত করা, গ্রন্থন করা ২১:১০৪

مَطْوِيَّاتٌ সঙ্কুচিত, গুটানো, কুঞ্চিত ৩৯:৬৭

طُوَي তুয়া: উপত্যকার নাম ২০:১২

طه অনবহিত অর্থ ২০:১

طَهُرَ [ك] <طهر পবিত্র হওয়া, পাক হওয়া, নিষ্কলুষ হওয়া ২:২২২

طَهَّرَ، تَطْهِيرًا পবিত্র করা, পাক করা, নিষ্কলুষ করা, পরিচ্ছন্ন করা, জীবাণুমুক্ত করা, পবিত্র রাখা, গোসল করা, ধোয়া ৩:৪২

تَطَهَّرَ، إِطَّهَّرَ পবিত্রতা অর্জন করা, গোসল করা ৫:

طَهُوْرٌ، أطْهَرُ পবিত্রতম, পবিত্রতর, অতিবিশুদ্ধ, বিশুদ্ধতর, অধিক পবিত্র, পবিত্রকারী, শুদ্ধিকারক, পরিশোধক ২৫:৪৮

مُطَهِّرٌ পবিত্রকারী, শুদ্ধিকারী, আত্মশুদ্ধিকারী ৯:১০৮

مُطَهَّرَة পবিত্রতমা, শুচিনারী ২:২৫

مُطَهَّرٌ পবিত্রাত্মা, পাকসাফ, পূতপবিত্র, পাকপবিত্র, ফেরেশতা ৫৬:৭৯

مُتَطَهِّرٌ পবিত্রতা অর্জনকারী, পরিচ্ছন্ন হয়ে গোসলকারী ২:২২২

طَابَ [ض] <طيب উপভোগ্য হওয়া, সুখকর হওয়া, সুখপ্রদ হওয়া, বিলাসবহুল হওয়া, সুখকর হওয়া ৪:

طُوبَى তুবা: জান্নাতের বৃক্ষ, আশীর্বাদ, উপভোগ্য, বিলাশিতা, সুখ ১৩:১৯

طَيِّبٌ ج طَيِّبون مث طَيِّبَة ج طَيِّبَاتٌ উত্তম, পবিত্র, সুশ্রী, ভোগ্যবস্তু, বিলাসদ্রব্য, স্বর্গসুখ, পবিত্রসুখ, পবিত্র পুরুষ, পবিত্র নারী, উত্তম নারী ২৪:২৬

طَارَ [ض] <طير পাখার ভরে চলা, উড়া, উড্ডয়ন করা ৬:৩৮

تَطَيَّرَ، اطَّيَّرَ অশুভ লক্ষণ ভাবা, অলক্ষ্মী মনে করা, অলক্ষ্মুণে ভাবা ২৭:৪৭

طَائِرٌ جل طَيْرٌ অশুভ লক্ষণ, অলক্ষ্মণ, অলক্ষ্মী পাখী, অশুভপাখী ৬:৩৮

طَيْرٌ اج، جل طُيُوْرٌ، أَطْيَارٌ পাখি, পক্ষী, বিহঙ্গ, চিড়িয়া, পাকপক্ষি, পাখপাখালি, পাখপাখাল পাখিকুল ২:২৬০

مُسْتَطِيرٌ পক্ষপ্রসারী, ডানা ঝাপটানি, উড়নকামী, উড্ডয়নোদ্যত, বিক্ষিপ্ত ৭৬:

طِينٌ <طين কাদামাটি, পঙ্ক, কর্দম, পঙ্কজ ৩:৪৯

ظاء [০৮]

ظَعْنٌ مص <ظعن ভ্রমণ, সফর, পর্যটন, যাত্রা ১৬:৮০

أَظْفَرَ <ظفر জয় করা, বিজয় করা, জয়ী বানানো, জয়াস্ত্র দেওয়া, নখর দেওয়া ৪৮:২৪

ظُفُرٌ جل أَظْفَارٌ নখ, নখর, অস্ত্র ৬:১৪৬

ذِي ظُفُرٍ নখবিশিষ্ট, নখরওয়ালা, নখরালা, দুর্ধর্ষ, হিংস্রপ্রাণী, বন্যপশু, জয়েষ্ণুপাণী ৬:১৪৬

ظَلَّ [س] <ظلل হওয়া, স্থায়ী থাকা, চিরন্তন হওয়া, শুরু করা, ছায়াচ্ছন্ন হওয়া, নিষ্প্রভ হওয়া, মলিন হওয়া ১৬:৫৮

ظَلَّلَ ছায়াদান করা, আচ্ছন্ন করা ২:৫৭

ظِلٌّ ج ظِلالٌ ছায়া, বিম্ব, প্রতিরূপ ৭৭:৩০

ظُلَّة ج ظُلَلٌ ছায়াচ্ছন্ন, ছায়াদার, তাবু, চাদোয়া, শামিয়ানা ৭:১৭১

ظَلِيْلٌ ص শীতল ছায়া, সনিবিড় ছায়া, ছায়াঘন, ছায়াগ্রহণকারী ৪:৫৭

ظَلَمَ [ض]، الظُّلْمُ <ظلم জুলুম করা, অন্যথা করা, অন্যায় করা, অবিচার করা, অপাত্রে প্রয়োগ করা, অত্যাচার করা, নির্যাতন করা, উৎপীড়ন করা, শিরক করা, গুনাহ করা, পাপ করা, বেইনসাফি করা, সীমালঙ্ঘন করা, অনধিকার চর্চা করা, কমবেশি দেওয়া, বেশকম করা, হেরফের করা, জুলুম, অন্যায় ২:৫৪

ظَالِمٌ مث ظالمة জুলুমাত্মক, জুলুমবাজ, জালিম, অন্যথাকারী,  নির্যাতক, উৎপীড়ক, গুনাহার, পাপী, অত্যাচারী, মুশরিক ২:৩৫

مَظْلُومٌ মজলুম, নির্যাতিত, নিপীড়িত ১৭:৩৩

أظْلَمُ، ظَلُوْمٌ، ظَلَّامٌ অধিক জুলুমকারী, বড় জালিম, জুলুমবাজ, অতিজালেম, অন্যায়প্রবণ, বেইনসাফ ১৪:৩৪

أَظْلَمَ অন্ধকার হওয়া, তমাসাচ্ছন্ন হওয়া ২:২০

مُظْلِمٌ অন্ধকারঘনায়মান, অন্ধকারাচ্ছন্ন, তমাসাচ্ছন্ন ১০:২৭

ظُلُمَاتٌ و ظُلْمَةٌ ঘোর অন্ধকার, তিমিরপুঞ্জ, নিবিড়-তিমির, অন্ধতমস ২:১৭

ظَمَأَ [ف]، ظَمَأً <ظمأ তৃষ্ণার্ত হওয়া, পিপাসার্ত হওয়া, পিপাসা লাগা, তেষ্টা পাওয়া ২০:১১৯

ظَمْآنٌ جل ظِمانٌ পিপাসার্ত, তৃষ্ণাতুর, তৃষ্ণার্ত ২৪:৩৯

ظَنَّ [ن] <ظنن ধারণা করা, মনে করা, অনুমান করা, আন্দাজ করা, খেয়াল করা, কল্পনা করা, সন্দেহ করা ২:৪৬

ظَنٌّ ج ظُنُونٌ ধারণা, অনুমান, আন্দাজ, খেয়াল, কল্পনা, সন্দেহ ৩৩:১০

ظَانٌّ ধারণাকারী, ভাবোন্মাদ, সন্দেহকারী, সন্দিহান, কল্পনাপ্রবণ ৪৮:

ظَهَرَ [ف] <ظهر প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া, উদ্ঘাটন করা, প্রকাশ্যে পাওয়া, জয়ী হওয়া, প্রবল হওয়া, আরোহণ করা ৪৩:৩৩

ظَاهَرَ বিক্ষোভপ্রদর্শন করা, পরস্পরে সহযোগিতা করা, সমর্থন করা, সাহায্য করা, জিহার করা: স্ত্রীকে ‘তুমি আমার মায়ের মতো’ বলা ৩৩:৪

أَظْهَرَ জয়ী বানানো, জয়যুক্ত করা, প্রকাশ করা, দুপুর করা, অবহিত করা ৬৬:

تَظَاهَرَ পৃষ্ঠপোষকতা করা, পরস্পরে সহায়তা করা, সাহায্য করা, আক্রমাণ করা ২:৮৫

ظَهْرٌ ج ظُهُورٌ পৃষ্ঠ, পিঠ, পশ্চাৎ, পিছন ৩৫:৪৫

الظَاهِرُ জাহির: আল্লাহর গুণবাচক নাম, প্রকাশমান, প্রকাশ্য, জয়ী, বিজয়ী, প্রবল ৫৭:

ظاهرة প্রকাশ্য, গোচরিভূত ৩১:২০

ظَهِيرٌ اج পৃষ্ঠপোষক, পরিপোষক, সাহায্যকারী, সদাজয়ী, পরাক্রান্ত ৩৪:২২

ظَهِيرَةٌ جل ظَهَائِرُ দুপুর বেলা, দ্বিপ্রহর, মধ্যাহ্ন ৩৪:৫৮

ظِهْرِيّ পেছনে ফেলা বস্তু, পশ্চাতে নিক্ষিপ্ত বস্তুসম, তুচ্ছবস্তু, ফেলনা ১১:৯২

عين [১০৩]

عَبَأَ [ف] <عبأ পরোয়া করা, ধার ধারা, তুয়াক্কা করা ২৫:৭৭

عَبَثَ [ف]، عَبَثًا <عبث অনর্থ করা, অনর্থক কাজে লিপ্ত থাকা, খেল-তামাশা করা, খেলাধুলা করা ৩৬:১২৮

عَبَدَ [ن]، عِبَادَةٌ <عبد দাসত্ব করা, উপাস্য বানানো, ইবাদত করা, উপাসনা করা, বন্দেগি করা, গোলামি করা, আরাধনা করা, পূঁজা করা ১:

عَبَّدَ দাস বানানো, গোলাম বানানো, ভৃত্য বানানো ২৫:২২

عَبْدٌ  ج عِبَادٌ، عَبِيدٌ দাস, বান্দা, গোলাম, ভৃত্য ৮:৪১

عَابِدٌ আবেদ, উপাসক, ইবাদতকারী, ইবাদতগুজার ১১৯:

عَبَرَ [ن] <عبر উক্তি জানা, ইবারত জানা, ব্যাখ্যাবিশারদ হওয়া, তত্ত্বজ্ঞ হওয়া, তত্ত্বজ্ঞানী হওয়া ১২:৪৩

اعْتَبَرَ বিবেচনা করা প্রাজ্ঞতা অর্জন করা, তত্ত্বজ্ঞান অর্জন করা, উপদেশ গ্রহণ করা ৫৯:

عَابِرٌ পথচারী, পথিক, পর্যটক, মুসাফির ৪:৪৩

عِبْرَةٌ جل عِبْرٌ তত্ত্বজ্ঞান, প্রাজ্ঞতা, উপদেশ, নসীহত, দুরদর্শিতা, শিক্ষা ৩:১৩

عَبَسَ [ض] <عبس ভ্রুকুঞ্চন করা, ভ্রুকুটি করা, বাঁকাচোখে তাকানো, মুখ মলিন করা, কঠোর হওয়া ৭৪:২২

عَبُوسٌ ص ভ্রুকুটিপূর্ণ, বাঁকাচোখ, মলিনকারী, কঠোর, ভয়ংকর ৭৬:১০

عَبْقَرِيٌّ اج <عبقر রেশমী কোলবালিশ, জান্নাতের রেশমীচাদর, মূল্যবান বিছানা ৫৫:৭৬

اسْتَعْتَبَ <عتب প্রত্যাবর্তন কামনা করা, তওবা কামনা করা, তওবা করতে চাওয়া, আপত্তি করা, ওজর গ্রহণ করা, অনুমতি চাওয়া, অনুগ্রহ চাওয়া ৪১:২৪

مُعْتَبٌ তওবা কবুলকৃত, অনুগ্রহপ্রাপ্ত, পাপশুদ্ধ, সন্তুষ্ট ৪১:২৪

أَعْتَدَ <عتد প্রস্তুত করা, প্রস্তুত রাখা, তৈরি করা

عَتِيدٌ مف প্রস্তুত, উপস্থিত, স্থাপিত ৫০:১৮

عَتِيقٌ مف <عتق প্রাচীন, স্বাধীন, আজাদ, মুক্ত, নিরাপদ ২২:২৯

 البيت الْعَتِيقপ্রাচীন গৃহ, কাবা শরীফ ২২:২৯

عَتَلَ [ض] <عتل নিপতিত করা, ভূপাতিত করা, নামানো, নীচে ফেলা, গহ্বরে নিক্ষেপ করা ৪৪:৪৭

عُتُلٌّ ص নিপতিত, সংকীর্ণমনা, ইতর, নীচ, হীন, অনুদার, অত্যাচারী, পেটুক ৬৮:১৩

عَتَى [ن]، عُتُوًّا <عتو বাড়াবাড়ি করা, ধৃষ্টতা প্রদর্শন করা, বিদ্রোহ করা, অবাধ্য হওয়া ২৫:২১

عِتِيًّا বাড়াবাড়ি, ধৃষ্টতা, চরম, প্রচণ্ডতা, মাত্রাধিক্য, অতিমাত্রা ১৯:

عَاتِيَةٌ অবাধ্য, প্রচণ্ড, বিদ্রোহী, অশিষ্ট ৭৯:

عَثَرَ [ف]، أَعْثَرَ <عثر অবহিত করা, জ্ঞাত করা, অবগত করা, প্রকাশ করা, প্রকাশিত করা, ফাস করা ৫:১০৭

عَثَى [ض] <عثو গোলযোগ সৃষ্টি করা, ফেৎনা ছড়ানো, বিপর্যয় সৃষ্টি করা ২:৬০

عَجِبَ [س] <عجب অবাক হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্য হওয়া, চমক লাগা ৭:৬৯

أَعْجَبَ অবাক করা, বিস্মিত করা, চমক লাগানো, তাক লাগানো, চমকে দেওয়া, চমৎকৃত করা, সন্তুষ্ট করা, খুশি করা ২:২২১

عُجَابٌ، عَجِيبٌ ام؛ عَجَبٌ مص বিস্ময়কর, আশ্চর্যজনক, চমকপ্রদ, অবাক করা, তাজ্জব ৩৮:

عَجَزَ [ض] <عجز অক্ষম হওয়া, অসমর্থ হওয়া, দুর্বল হওয়া, অপারগ হওয়া ৫:৩১

أَعْجَزَ অক্ষম করে দেওয়া, অপারগ করা, পরাজিত করা, জয়লাভ করা, দমন করা, পরাভূত করা, পরাস্ত করা, পরাহত করা, দুর্বল করা ৮:৫৯

مُعَاجِزٌ অক্ষমকামী, অক্ষম, পরাজিত, অপারগ, পরাভূত, দুর্বল, সামর্থহীনবস্থা ২২:৫১

مُعْجِزٌ অক্ষমকারী, পরাজিতকারী, অপরাজেয়, অদম্য, দিগি¦জয়ী, বিশ্বজয়ী, বিশ্ববিজয়ী, দুর্বলকারী, অক্ষমকামী ৯:

عَجُوزٌ جل عَجَائِزُ অকর্মণ্য অক্ষম বৃদ্ধা, বয়স্কা নারী, বৃদ্ধা রমণী, বুড়ি ১১:৭২

أَعْجَازٌ و عِجْزٌ গাছের গুঁড়ি, কাণ্ড ৫৪:২০

عِجَافٌ و عَجْفَاءُ <عجف শীর্ণকায়, দুর্বল, কৃশকায়, রোগাটে, ছোটখাটো ১২:৪৩

عَجِلَ [س]، تَعَجَّلَ <عجل তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা, দৌড়নো, ছুটে আসা, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, ক্ষিপ্র করা, শীঘ্র করা, জলদি করা ২০:৮৪

عَجَّلَ তাড়াতাড়ি দেওয়া, জলদি দেওয়া, দ্রুত দেওয়া ১৮:৫৮

أَعْجَلَ তাড়াহুড়া করানো, তরা করতে বলা, দ্রুত করতে বলা, অগ্রগামী করা, শীঘ্রগামী করা, আশুগামী করা, দ্রুতধাবিত করা ২০:৮৩

اسْتَعْجَلَ، اسْتِعْجَالٌ ত্বরা কামনা করা, শীঘ্রতা কামনা করা, ক্ষিপ্রকামী বানানো, দ্রুততা চাওয়া, দ্রুতি প্রার্থনা করা ৪৬:২৪

عَاجِلَةٌ ক্ষিপ্র জগত, পৃথিবী, দুনিয়া, ইহজগত, তরাশীল ১৭:১৮

عَجَلٌ، عَجُولٌ ام ত্বরাপ্রবণ, তরাশীল, অতিশয় ক্ষিপ্র, শীঘ্রকারী, ক্ষিপ্রকারী, চটপটে ২১:৩৭

عِجْلٌ جل عِجَالٌ গরুর বাছুর, গোবৎস ২:৫১

الأَعْجَمُ <عجم আজমী, অনারবী মানুষ ২৬:১৯৮

أَعْجَمِيٌّ আজমী, অনারব, অনারবী ভাষা ১৬:১০৩

عَدَّ [ن]، عَدًّا <عدد গণ্য করা, গোনা, হিসাব করা, সংখ্যা নিরূপণ করা ১৯:৯৪

عَدَّدَ গুনে রাখা, গুনে গুনে রাখা, কৃপণতা করা ১০৪:

أَعَدَّ প্রস্তুত করা, তৈরি করা, প্রস্তুতি নেওয়া ২:২৪

اعْتَدَّ গণনা করা, গুনে পূর্ণ করা, পরিসংখ্যান করা ৩৩:৪৯

عَادٌّ গণনাকারী, হিসাবী, হিসাবকারী ২৩:১১৩

عَدَدٌ جل أَعْدَادٌ সংখ্যা, গণনা, কতক, কয়েক ১০:

عِدَّةٌ جل عِدَدٌ সংখ্যা, স্ত্রীর ইদ্দত, নির্ধারিত সময় ৬৫:

عُدَّةٌ جل عُدَدٌ  সম্বল, আসবাবপত্র, সামরিক সাজ, যুদ্ধোপকরণ, যুদ্ধসরঞ্জাম ৯:৪৬

مَعْدُودٌ مث مَعْدُودَةٌ কয়েকটি, কতিপয়, গুটিকয়েক, হাতেগোনা, কতেক, গুণিত, গণাগন্তি, নির্ধারিত, নির্দিষ্ট ১১:১০৪

عَدَسٌ اج <عدس ডাল, মশুরী ২:৬১

عَدَلَ [ض]، عَدْلٌ <عدل সুবিচার করা, ইনসাফ করা, বদলা যথাযথ দেওয়া, সমতা বজায় রাখা, ন্যায়পরায়ণতা প্রদর্শন করা ৬:৭০

عَدْنٌ مص <عدن আদন: জন্নাতের নাম, চিরকাল থাকা, স্থায়ী বসবাস, বাসযোগ্য, বাসোপযোগী, বসবাস ৯:৭২

عَدَا [ن] عُدْوَانٌ، عَدْوًا، اعْتَدَى<عدو تَعَدَّى، সীমালঙ্ঘন করা, সীমাতিক্রম করা, বাড়াবাড়ি করা, জুলুম করা, বেড়ে যাওয়া ২:৮৫

عَادَي শত্রুতা করা, দুশমনি করা ৬০:

الْعَادِيَاتِ বাড়ন্ত গতিশীল অশ্বরাজি, দ্রুতধাবনকারী ঘোড়া ১০০:

عَادٍ ج عَادُونَ، مُعْتَدِى،  مُعْتَدُونَ সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী,  বিদ্রোহী, জালিম ২:১৭৩

عَدُوٌّ ج أَعْدَاءٌ শত্রু, দুশমন, বৈরী, বিরোধী ৭:২২

عَدَاوَةٌ শত্রুতা, বৈরিতা, দুশমনি ৫:১৪

عُدْوَةٌ جل عِدَاءٌ  উপত্যকার প্রান্ত, কিনারা

الْعُدْوَةِ الدنيا বদর প্রান্তের মদীনার নিকটবর্তী দিক ৮:৪২

الْعُدْوَةِ القُصْوَى বদর প্রান্তের মদীনার দূরবর্তী মক্কামুখী দিক ৮:৪২

عَذَّبَ <عذب আজাব দেওয়া, শাস্তি দেওয়া, সাজা দেওয়া, কর্মফল দেওয়া, বদলা দেওয়া ২৫:৫৩

عَذَابٌ جل أَعْذِبَةٌ আজাব, শাস্তি, সাজা, দণ্ড ২:

مُعَذِّبٌ শাস্তিদাতা, আজাবদানকারী, দণ্ড প্রদানকারী ৭:১৬৪

عَذْبٌ جل عِذَابٌ সুমিষ্ট পানীয়, সুপেয় পানীয়, সুস্বাদু পানি ২৫:৫৩

اعْتَذَرَ <عذر বাহানা প্রকাশ করা, ওজরখাহি করা, ছুতো খাড়া করা, আপত্তি করা, কারণ দর্শানো ৯:৬৬

عُذْرٌ جل أَعْذَارٌ؛ مَعْذِرَةٌ ওজর, বাহানা, কৈফিয়তমূলক, জবাবদিহিমূলক ১৮:৭৬

مُعَذِّرٌ বাহানাকারী, হেতুবাদী ৯:৯০

مَعَاذِيرُ و مِعْذَارٌ ওজরসমূহ, বাহানা, ছল ৭৫:১৫

عُرُبٌ و عَرُوْبٌ <عرب স্বামীভক্ত, প্রেমিকা, হৃদয়মোহিনী, চিত্তহারিণী, প্রেমময়ী, লাস্যময়ী, বরাঙ্গনা, কামিনী ৫৬:৩৭

عَرَبِيٌّ আরব্য, আরবী, আরবীয়, আরবীভাষা, আরবীভাষী ১২:

أَعْرَابٌ و أَعْرَابِيٌّ আরব্য, আরব বেদুইন, আরবদেশী, গ্রাম্য ৯:৯৭

عَرَجَ [ن] <عرج আরোহণ করা, চড়া, ঊর্ধ্বগমন, পা উঠানো, ধাপ দেওয়া, পদচারণা করা, পায়চারি করা ৭০:

أَعْرَجُ খোঁড়া, লেংড়া, খঞ্জ ২৪:৬১

مَعَارِجُ و مِعْرَاجٌ ধাপী, সিঁড়ি, সোপান, আরোহণী, ঊর্ধ্বসিঁড়ি ৪৩:৩৩

عُرْجُونٌ جل عَرَاجِيْنُ <عرجن খেজুরের শুষ্কডাল ৩৬:৩৯

مَعَرَّةٌ <عرر অভাব, দুর্যোগ, ক্ষতি, কষ্ট, বিপদাপদ ৪৮:২৫

مُعْتَرٌّ অভাবী, ভিক্ষুক, গরীব, অকাতরে প্রার্থনাকারী, যে চেয়ে বেড়ায়, যাচক, সাহায্যপ্রার্থী ২২:৩৬

عَرَشَ [ض] <عرش মাচা তৈরি করা, উঁচু করে নির্মাণ করা ৭:১৩৭

عَرْشٌ ج عُرُوْشٌ، أَعْرَاشٌ আরশ: আল্লাহ তায়ালার অধিষ্ঠানস্থল, আসনস্টেজ, সিংহাসন, ছাদ, মাচা ২:২৫৯

مَعْرُوشَات মাচান করা, মাচা দ্বারা উঁচু করা, মাচানির্মিত ৬:১৪১

عَرَضَ [ض]، عَرْضًا <عرض উপস্থাপন করা, প্রদর্শন করা, পেশ করা, সামনে উপস্থিত করা, গোচরিত করা, প্রসারিত করা ১৮:১০০

عَرَّضَ ইশারায় বুঝানো, আকার ইঙ্গিতে বলা ২:২৩৫

أَعْرَضَ، إِعْرَاضًا বিমুখ হওয়া, মুখ ফিরানো, অবজ্ঞা করা, বিরত থাক, পরিহার করা ৪:১২৮

مُعْرِضٌ বিমুখ, বিমুখতাপ্রদর্শনকারী, অবজ্ঞাকারী  ২:৮৩

عَرْضٌ مص প্রশস্ততা, প্রস্থ, প্রদর্শনী ৫৭:২১

عَرِيضٌ প্রশস্ত, বিরাট, বিশালাকার ৪১:৫১

عَرَضٌ جل أَعْرَاضٌ ধনসম্পদ, মালামাল, আসবাবপত্র, সরঞ্জাম, সামগ্রী, পাথেয় ৯:৪২

عَارِضٌ বিস্তারশীল মেঘ, সম্প্রসারণশীল, ক্রমবর্ধমান, বিক্ষিপ্ত মেঘমালা ৪৬:২৪

عُرْضَةٌ ঢাল, লক্ষ্যবস্তু, উদ্দেশ্য ২:২২৪

عَرَفَ [ض] <عرف চিনা, জানা, চিনে নেওয়া, পরিচয় পাওয়া, চিনতে পারা, চিহ্ন পাওয়া, নিদর্শন পাওয়া, অনুধাবন করা, লক্ষ্য করা ২২:৭২

عَرَّفَ চিনানো, জানানো, পরিচিত করা, পরিরচয় দেওয়া ৪৭:

تَعَارَفَ একে অপরকে চিনা, পরস্পরে পরিচিত হওয়া ১০:৪৫

اعْتَرَفَ ‘চিনি’ বলা, ‘জানা’ ব্যক্ত করা, স্বীকার করা, স্বীকারোক্তি দেওয়া ৯:১০২

عُرْفٌ، مَعْرُوفٌ، مَعْرُوفَةٌ পরিচিত, সুবিদিত, জানা, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, শাস্ত্রানুমোদিত, উপদেশ, ভালো কথা, মঙ্গলজনক, কল্যাণস্বরূপ, উপকার, অনুগ্রহ, সৎকর্ম ৭:১৯৯

أَعْرَافٌ و عُرْفٌ আ‘রাফ: জান্নাত-জাহান্নামের মাঝখান ৭:৪৬

عَرَفَاتٌ আরাফা ময়দান, পরিচয়স্থল ২:১৯৮

الْعَرِمُ <عرم আরিম: ইয়ামনের একটি বাঁধ ৩৪:১৬

اعْتَرَى <عرو আঘাত দেওয়া, দুরাশায় ফেলা, হতাশ করা ১১:৫৪

الْعُرْوَةُ হাতুড়ি, ডাণ্ডা, রশি ২:২৫৬

عَرِيَ [س] <عري বিবস্ত্র হওয়া, উলঙ্গ হওয়া, নগ্ন হওয়া, দিগম্বর হওয়া, বস্ত্রহীন হওয়া ২০:১১৮

الْعَرَاءُ উন্মুক্ত প্রান্তর, খালি ময়দান, খোলা জায়গা, তৃণলতাহীন প্রশস্ত প্রান্তর, মরুপ্রান্তর ৩৭:১৪৫

عَزَبَ [ن] <عزب অগোচরে যাওয়া, অন্তরাল হওয়া, দূরে চলে যাওয়া, গায়েব হওয়া, গোপন থাকা ১০:৬১

عَزَّرَ <عزر সম্মান প্রদর্শন করা, সাহায্য করা, সহায়তা করা ৫:১২

عُزَيْرٌ উজাইর আলাইহিস সালাম ৯:৩০

عَزَّ [ض]، عِزًّا <عزز বলপ্রয়োগ করা, শক্তিপ্রয়োগ করা, জোর খাটানো, দাপট দেখানো, পরাক্রম হওয়া, বিজয়ী হওয়া, শ্রেষ্ঠ হওয়া, সম্মানিত হওয়া ৩৮:২৩

أَعَزَّ، عَزَّزَ সম্মানিত করা, মর্যাদা দেওয়া, সবল করা, শক্তি যোগান, শক্তিশালী করা, জোরদার করা ৩৬:১৪

عِزَّةٌ مص ইজ্জত, সম্মান, মর্যাদা, মহিমা, শ্রেষ্ঠত্ব, শক্তি ৩৫:১০

 عَزِيزٌ ج أَعِزَّةٌমিশরের বাদশা, শ্রেষ্ঠ, সম্মানিত, মহিমাময়, মর্যাদাবান, মর্যাদাকর, বিজয়ী, শক্তিধর, জোরদার, পরাক্রমশালী ১২:৫১

أَعَزُّ অধিক শক্তিধর, শ্রেষ্ঠতর, অধিক সম্মানিত, সম্ভ্রান্ত ১১:৯২

الْعُزَّى মুশরিকদের শক্তিদেবী ৫৩:১৯

عَزَلَ [ض] <عزل পৃথক করে দেওয়া, দূরে রাখা, পরিত্যাগ করা, কিনারা করা, অপসারণ করা ৩৩:৫১

اعْتَزَلَ পৃথক হওয়া, একাকী হওয়া, আলাদা হওয়া, একাকী থাকা, পরিত্যাগ করা ৪৪:২১

مَعْزُولٌ অপসারিত, পরিত্যাক্ত, বরখাস্ত, বিদূরিত ২৬:২১২

مَعْزِلٌ পৃথক স্থান, নিরিবিলি, নিরালা, বিজন, নির্জন, একাকীত্ব, কিনারা ১১:৪২

عَزَمَ [ض]، عَزْمًا <عزم মনস্থ করা, মনস্থির করা, দৃঢ়সঙ্কল্প করা, সিদ্ধান্ত করা, সাব্যস্ত করা, দৃঢ়চেতা হওয়া, দৃঢ়প্রতিজ্ঞ হওয়া, সিদ্ধান্ত হওয়া, সাব্যস্ত হওয়া ৪৭:২১

عِزِينَ و عِزَةٌ <عزو দলেদলে, সারিবদ্ধ ৭০:৩৭

تَعَاسَرَ <عسر পরস্পরে জিদ ধরা, কঠোরাচরণ করা, অসম্মত হওয়া, বিরোধিতা করা ৬৫:

عَسِرٌ، عَسِيرٌ কঠিন, কঠোর, জটিল, কষ্টসাধ্য, কষ্টদায়ক, সংকটাপন্ন ৫৪:

عُسْرٌ، عُسْرَةٌ কাঠিন্য, কঠোরতা, সংকীর্ণতা, দুরাবস্থা, দুর্দশা, অভাব, অনটন ২:১৮৫

عُسْرَى কঠিনতম, কঠিনতর, চরম সংকটাবস্থা ৯২:১০

عَسْعَسَ <عسعس অন্ধকার বিস্তার করা, আঁধারে ঢাকা, আচ্ছন্ন করা, তমাসাচ্ছন্ন করা, অন্ধকার দূর হওয়া, আঁধার বিদায় নেওয়া ৮১:১৭

عسق অনবহিত অর্থ ৪২:২

عَسَلٌ جل عُسُوْلٌ <عسل মধু, মৌ ৪৭:১৫

عَسَى <عسي উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া, আশা করা যায়, হতে পারে, প্রায়, সম্ভবত, নিকটবর্তী, অচিরেই, অতিসত্বর, শীঘ্রই, দ্রুত, এখনি, তাড়াতাড়ি, আশু, অনতিবিলম্বে ২:২১৬

عَاشَرَ <عشر ঘনিষ্ঠ হওয়া, অন্তরঙ্গ হওয়া, সঙ্গী হওয়া, সদাচরণ করা ৪:১৯

عَشِيرٌ مث عَشِيرَةٌ ঘনিষ্ঠ, গোত্র, সঙ্গী, সাথী, সহচর, আত্মীয়স্বজন, নিকটজন, ঘনিষ্ঠজন, আপনজন, পরিবার ৯:২৪

عِشَارٌ ج عَشَائِرُ দশ মাসের গর্ভবতী উটনী ৮১:৪

مَعْشَرٌ جل مَعَاشِرُ সম্প্রদায়, জাতি, দল, গোত্র, গোষ্ঠী, বংশ, জামাত ৬:১২৮

مِعْشَارٌ দশমাংশ, দশভাগের একভাগ, দশের এক ৩৪:৪৫

عَشْرٌ مث عَشْرَةٌ، عَشَرٌ مث عَشَرَةٌ দশ, দশ দিন ২:২৩৪

عِشْرُونَ কুড়ি, বিশ, বিংশ ৮:৬৫

عَشَا [ن] <عشو বিমুখ হওয়া, দৃষ্টি ফিরানো, রাতকানা হওয়া, উদাসীন থাকা ৪৩:৩৬

عَشِيٌّ، عَشِيَّةٌ، عِشَاءٌ সন্ধ্যা, সায়াহ্ন, ইশার সময়, বিকাল বেলা, বৈকাল ১২:১৬

عُصْبَةٌ جل عُصَبٌ <عصب দল, সংঘ, সম্প্রদায়, জাতি, দল, গোত্র, গোষ্ঠী, বংশ, জামাত ১২:

عَصِيبٌ جل عُصُبٌ সঙ্কটপূর্ণ, বিপদসংকুল, বিভীষিকাপূর্ণ, ভীষণকঠিন ১১:৭৭

عَصَرَ [ض] <عصر রস নিংড়ানো, চিপা, চাপ দেওয়া ১২:৩৬

الْمُعْصِرَاتِ বর্ষণকারী মেঘ, বারিবাহী মেঘমালা, মেঘে চাপ সৃষ্টিকারী বায়ু, চাপে সঙ্কুচিত মেঘমালা ৭৮:১৪

عَصْرٌ جل عُصُوْرٌ আসরের সময়, যুগ, সময়, অপরাহ্ণ ১০৩:

إِعْصَارٌ নিম্নচাপ, অগ্নিবৃষ্টি, অগ্নিবর্ষণ, অনলবর্ষণ, ঝঞ্ঝাবায়ু, সাইক্লোন ২:২৬৬

عَصْفٌ جل عُصُوْفٌ <عصف শস্যের খোসা, ঘাস, ঝোড়ো হাওয়া, ঝঞ্ঝাবায়ু ৭৭:

عَاصِفٌ مث عَاصِفَةٌ ج عَاصِفَاتٌ ঝঞ্ঝাবায়ু, তুফান, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টাইফুন, দুর্যোগপূর্ণ ১০:২২

عَصَمَ [ض] <عصم রক্ষা করা, হেফাজত করা, বাচানো, নিষ্কৃতি দেওয়া, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া ৫:৬৭

اعْتَصَمَ আকড়ে ধরা, শক্ত করে ধরা, ধারণ করা ৪:১৪৬

عَاصِمٌ রক্ষাকারী, মুক্তিদাতা, পরিত্রাণদাতা ১০:২৭

عِصَمٌ و عِصْمَةٌ আকড়ানোর বস্তু, রশি, বন্ধন, বিবাহবন্ধন, দাম্পত্য ৬০:১০

عَصَا ج عِصِيٌّ <عصو লাঠি. যষ্ঠি ২৬:৪৪

عَصَى [ض]، عِصْيَانٌ <عصي পাপ করা, অবাধ্য হওয়া, অমান্য করা, নাফরমানি করা, হুকুম না মানা ২০:১২১

عَصِيٌّ جل عَصِيُّوْنَ পাপী, অবাধ্য, নাফরমান ১৯:১৪

مَعْصِيَةٌ جل مَعَاصِىُ পাপ, অবাধ্যতা, নাফরমানি, অমান্য ৫৮:

عَضُدٌ جل أَعْضَادٌ <عضد বাহু, বাহুবল, শক্তি, সাহায্যকারী ১৮:৫১

عَضَّ [س] <عضض কামড়ানো, দাঁতে কাটা, ছোবল মারা, দংশন করা ৩:১১৯

عَضَلَ [ن] <عضل বাধা দেওয়া, বারণ করা, কঠোরতা করা ২:২৩২

عِضِينَ و عِضَةٌ <عضو টুকরা টুকরা, মিথ্যা, মিথ্যাপন্ন ১৫:৯১

عِطْفٌ جل أَعْطَافٌ <عطف পার্শ্ব, কাঁধ, ঘাড়, গ্রীবা ২২:

عَطَّلَ <عطل অবকাশ দেওয়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, ছুটি দেওয়া ৮১:

مُعَطَّلَةٌ অবকাশযোগ্য, বর্জনীয়, অকেজো, পরিত্যক্ত, নষ্ট ২২:৪৫

أَعْطَى <عطو দেওয়া, অর্পণ করা, প্রদান করা, দান করা ২০:৫০

تَعَاطَى নেওয়া, করায়ত্ব করা, ধরা, ধরে ফেলা, পেয়ে যাওয়া, নাগালে আনা ৫৪:২৯

عَطَاءٌ جل أَعْطِيَةٌ দান, উপঢৌকন, বখশিশ, হাদিয়া ১৭:২০

عَظَّمَ <عظم সম্মান করা, মর্যাদা দেওয়া, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, ভক্তি করা, বড় মনে করা, বড় মানা, বিশালতা দেওয়া ২২:৩০

أَعْظَمَ বড় করা, বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া ৬৫:

عَظِيمٌ جل عِظَامٌ، عُظَمَاءُ আজিম: আল্লাহর নাম, বড়, সুমহান, সম্মানিত, শ্রেষ্ঠ, বিরাট, বিশাল, গুরুত্বপূর্ণ, অতিরিক্ত, সাংঘাতিক, ভয়ঙ্কর, ভয়াবহ ২:২৫৫

أَعْظَمُ অধিক সম্মানিত, মহত্তম, সুমহান, বিশালতম, বৃহত্তর, বৃহত্তম ৯:২০

عَظْمٌ ج عِظَامٌ হাড়, হাড্ডি, অস্থি, হাড্ডিসার, কঙ্কাল ২৩:১৪

عِفْرِيتٌ جل عَفَارِيْتُ <عفرت দুর্দান্ত শক্তিশালী জিন, দানব জিন ২৭:৩৯

اسْتَعَفَّ <عفف সংযমী থাকা, সংযম অবলম্বন করা, পবিত্র থাকা, পাপমুক্ত থাকা, বিরত থাকা ৪:

التَّعَفُّفُ সংযমী থাকা, না চাওয়া, হাত না পাতা, যাচনা না করা, অযাচন, তুষ্ট থাকা, ভিক্ষা না করা ২:২৭৩

عَفَا [ن] <عفو ক্ষমা করা, মাফ করা, মার্জনা করা, ভুল মনে করা, অতিরঞ্জিত মনে করা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া ৩:১৫৫

الْعَفْوُ অতিরিক্ত, প্রয়োজনাতীত সস্পদ ২:২১৯

عَفُوٌّ، الْعَافِي ক্ষমাকারী, মার্জনাকারী, মাফকারী ২২:৬০

عَقَّبَ <عقب পিছন ফেরা, ফিরে চাওয়া ২৭:১০

عَاقَبَ শাস্তি দেওয়া, বদলা নেওয়া, প্রতিশোধ গ্রহণ করা ২২:৬০

أَعْقَبَ পশ্চাদ্বর্তী করা, পরিণতিতে দেওয়া ৯:৭৭

عُقْبٌ، عُقْبَى শুভপরিণতি, প্রতিদান, বিনিময়, পরকাল, আখেরাত ১৮:৪৪

عَقِبٌ ج أَعْقَابٌ পশ্চাৎ, পিছন, পায়ের গোড়ালি, বংশধর ৩:১৪৪

عِقَابٌ مص শাস্তি, পরিণাম, প্রতিশোধ, আজাব ৫:

عَقَبَةٌ جل عُقَبٌ ঘাটি, পার্বত্যঘাটি, প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড ৯০:১১

عَاقِبَةٌ مص পরিণাম, পরিণতি, পরকাল, পরকালীন কল্যাণ, শুভপরিণাম, কুপরিণতি ১১:৪৯

مُعَقِّبٌ পশ্চাদক্ষেপক, পশ্চাদপ্রসরণকারী, প্রতিরোধকারী, নিবারণকারী, চৌকিদার ১৩:৪১

مُعَقِّبَاتٌ একে একে অবতরণকারী ফেরেশতা ১৩:১১

يَعْقُوبُ ইয়াকুব ইবন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১৩২

عَقَدَ [ض]، عَقَّدَ <عقد পণ করা, মজবুত করা, সুদৃঢ় করা, বাঁধা, বন্ধন করা ৪:৩৩

عُقْدَةٌ ج عُقَدٌ বন্ধন, গিরা, চুক্তি, পণ, বাকজড়তা ২০:২৭

عُقُودٌ و عَقْدٌ চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, পণ ৫:

عَقَرَ [ض] <عقر পা কেটে হত্যা করা, হত্যা করা, কর্তন করা, উট জবাই করা ৭:৭৭

عَاقِرٌ جل عَوَاقِرُ বন্ধ্যা, বাঁজা, নাড়ীকাটা, গর্ভনাড়ী কর্তিত ১৯:

عَقَلَ [ض] <عقل বুঝতে পারা, জ্ঞান রাখা, অনুভব করা, বুঝা, জ্ঞাত হওয়া, সমঝদার হওয়া, বোধসম্পন্ন হওয়া, বিবেক খাটানো ২:৭৫

عَقِيمٌ جل عِقَامٌ، عُقْمٌ <عقم বন্ধ্যা, বাঁজা, বংশনাশী, বংশবিধ্বংসী, নির্বংশক, অশুভ, ধ্বংসকারী, প্রলয়ঙ্করী, অফলা, ফলহীন, অফলা, পরাগায়ণের অযোগ্য ২২:৫৫

عَكَفَ [ن] <عكف অবস্থান করা, জমে বসা, নিবেদন করা ৭:১৩৮

عَاكِفٌ অবস্থানকারী, বাসকারী, স্থানীয়, মসজিদে অবস্থানকারী, ইতিকাফকারী, উপাসনাকারী ২০:৯১

مَعْكُوفٌ অবস্থিত, আটকানো, বাধাপ্রাপ্ত ৪৮:২৫

عَلَقَةٌ ج عَلَقٌ <علق ঝুলন্ত রক্তপিণ্ড, জরায়ুতে জমাটবদ্ধ রক্তপিণ্ড, মজবুতভাবে এঁটে থাকা রক্ত  ৯৬:

مُعَلَّقَةٌ ঝুলন্ত, ঝুলানো, দোদুল্যমান ৪:১২৯

عَلِمَ [س]، عِلْمًا، تَعَلَّمَ <علم জানা, শিখা, শিক্ষা করা, জ্ঞাত হওয়া, সজ্ঞান থাকা, জ্ঞানশীল থাকা, বিদগ্ধ থাকা, অবগত হওয়া, অবহিত হওয়া, জ্ঞানার্জন করা ২:১০২

عَلَّمَ শিখানো, শিক্ষা দেওয়া, জ্ঞাপন করা, অবহিত করা ২:৩১

عَالِمٌ ج عُلَمَاءٌ আলিম, বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞানী, পণ্ডিত, বিশারদ ৬:৭৩

مَعْلُومٌ জানা, জ্ঞাত, বিদিত, নির্ধারিত, তত্ত্ব, তথ্য ১৫:

مُعَلَّمٌ শিক্ষিত, প্রশিক্ষিত, শিক্ষাপ্রাপ্ত, শিখানো ৪৪:১৪

أَعْلَمُ অধিক জ্ঞানী, বেশি জ্ঞানী, অতিবিদ্বান, প্রচুর জ্ঞানী ৬:১১৭

عَلِيمٌ ص আলিম: আল্লাহর নাম, মহাজ্ঞানী, জ্ঞানবিদগ্ধ, বিজ্ঞানী, অতিবিদ্বান, সর্বজ্ঞ, সবজান্তা ২:২৯

عَلاَّمٌ ص মহাজ্ঞানী, সর্বজ্ঞ ৫:১০৯

عِلْمٌ جل عُلُوْمٌ জ্ঞান, বিদ্যা, তথ্য, বিজ্ঞান ২:১২০

أَعْلاَمٌ و عَلَمٌ পাহাড়, পর্বত, গিরি, প্রাসাদ, টাওয়ার ৪২:৩২

الْعَالَمِينَ و عَالَمٌ বিশ্বজগত, মহাজগত, সর্বজগত, সকল জগত, জগতসমুহ ১:

عَلاَمَاتٌ و عَلَامَةٌ আলামত, চিহ্ন, নিদর্শন, স্মারক ১৬:১৬

أَعْلَنَ <علن ঘোষণা করা, এলান করা, প্রচার করা, প্রচারণা চালানো, প্রকাশ্যে ব্যক্ত করা, জাহির করা ১৬:১৯

عَلاَنِيَةً প্রকাশ্যে, প্রকাশ্যভাবে, বাহ্যিকভাবে, বাহ্যত ২:২৭৪

عَلاَ [ن]، عُلُوًّا <علو বড়ত্ব প্রদর্শন করা, বড়াই করা, প্রাধান্য বিস্তার করা, আধিপত্য বিস্তার করা, জয়ী হওয়া, প্রবল হওয়া, বিদ্রোহ করা, অবাধ্য হওয়া ১৭:

تَعَالَى সুমহান হওয়া, গৌরবান্বিত হওয়া, উর্ধ্বে ওঠা, মহান, উচ্চ, বড় ৬:১০০

تَعَالَ এসো, আস ৩:৬১

اسْتَعْلَى জয়ী হওয়া, কর্তৃত্ব লাভ করা ২০:৬৪

عَالِيٌ ج عَالِينَ বড়াইকারী, অবাধ্য, উদ্ধত, উদ্ধত, দাম্ভিক, উচ্চমর্যাদাবান ২৩:৪৬

الْعُلَى و عُلْيَا؛ عَالِيَةٌ উচ্চ, উন্নত, সমুন্নত, উর্ধ¦ ৬৯:২২

عَالِيٌ উপর, উপরিভাগ, বাহ্যিক পোশাক ৭৬:২১

الْعَلِيُّ ص আলি: আল্লাহর নাম, সুমহান, শ্রেষ্ঠ, অতি উচ্চ, মহিয়ান, মহিমাময় ২:২৫৫

أَعْلَى ج الأَعْلَوْنَ مث الْعُلْيَا সর্বোচ্চ, উচ্চতম, সমুন্নত, আধিপত্যশীল, প্রবল, আধিপত্য বিস্তারকারী,  মহত্তর, শ্রেষ্ঠতম, অধিক মর্যাদাবান ১২:৬০

مُتَعَالٌ সর্বোচ্চ মর্যাদাবান, মহামহিয়ান, সুমহান ১৩:

عِلِّيُّونَ، عِلِّيِّينَ و عِلِّيٌّ উচ্চতম স্থান, সর্বোচ্চ পর্যায়, উপর ওয়ালা ৮৩:১৮

عَلَى উপর, সামনে, কাছে, পক্ষে, বিপক্ষে, বিপরীতে, আবশ্যক, কর্তব্য, দায়িত্ব, জন্য, প্রতি ২:

تَعَمَّدَ <عمد ইচ্ছা করে কিছু করা, স্বেচ্ছায় করা ৩৩:

عَمَدٌ ج عِمَادٌ খুঁটি, স্তম্ভ, থাম, খাম্বা, উচ্চথামবিশিষ্ট প্রাসাদ, উচ্চ ইমারত, টাওয়ার ৮৯:

مُتَعَمِّدٌ ইচ্ছাকারী, স্বেচ্ছাকর্তা, স্বেচ্ছাজীবী, স্বেচ্ছাচারী, স্বেচ্ছায়, ইচ্ছা করা অবস্থায় ৪:৯৩

عَمَرَ [ن]، عِمَارَةٌ <عمر চাষাবাদ করা, আবাদ করা, রক্ষাণাবেক্ষণ করা, উৎকর্ষ সাধন করা, বাস করা, বসবাস করা ৩০:

عَمَّرَ দীর্ঘজীবী করা, দীর্ঘায়ুদান করা ৩৫:৩৫

اعْتَمَرَ উমরা করা, উমরা পালনের ইচ্ছা করা ২:১৫৮

اسْتَعْمَرَ আবাদ করানো, বসবাস করানো, বসবাস করতে দেওয়া ১১:৬১

الْمَعْمُورُ বসতিপূর্ণ, জনবহুল ৫২:

البيت الْمَعْمُور উর্ধ্বাকাশে অবস্থিত ফেরেশতাদের কাবা ৫২:৪

مُعَمَّرٌ দীর্ঘহায়াতপ্রাপ্ত, দীর্ঘায়ু, দীর্ঘজীবী ৩৫:১১

عَمْرٌ، عُمُرٌ جل أَعْمَارٌ বয়স, জীবন, আয়ু, হায়াত ১৫:৭২

الْعُمْرَةُ উমরা হজ পালন ২:১৯৬

عِمْرَان ইমরান: মুসা আলাইহিস সালামের পিতা, ঈসা আলাইহিস সালামের নানা, অধিবাসী, আবাদকারী, বসবাসকারী, বসতি ৩:৩৩

عَمِيقٌ جل عُمُقٌ <عمق দূরদূরান্ত, দূরবর্তী, বহুদূর, প্রত্যন্ত অঞ্চল, অজপাড়াগাঁ, গহীনপল্লী, গভীর ২২:২৭

عَمِلَ [س]، عَمَلاً <عمل আমল করা, পালন করা, কাজ করা, কর্ম সাধন করা, মেহনত করা, পরিশ্রম করা, উপার্জন করা, কামানো, কামাই করা ২৫:৭০

عَمَلٌ ج أَعْمَالٌ আমল, কাজ, কর্ম, মেহনত, পরিশ্রম, উপার্জন, কর্মফল ২:১৩৯

عَامِلٌ جل عُمَّالٌ مث عَامِلَةٌ আমলকারী, পালনকারী, কর্মী, পরিশ্রমী, মেহনতী, শ্রমিক, কর্মচারী, রাজকর্মচারী, রাজমিস্ত্রী, কর্মকাতর ৩:১৯৫

عَمٌّ ج أَعْمَامٌ <عمم চাচা, ফুফা ৩৩:৫০

عَمَّاتٌ و عَمَّةٌ ফুফু, চাচী ৩৩:৫০

عَمَّ، عَمَّا কী বিষয়? কী সম্বন্ধে? যে বিষয়, যা কিছু ৭৮:

عَمِهَ [س] <عمه দিশেহারা হওয়া, হতভম্ব হওয়া, হতবুদ্ধি হওয়া, অন্ধ হওয়া, উদ্ভ্রাান্ত হয়ে ঘোরা ২:১৫

عَمِيَ [س] <عمي অন্ধ হওয়া, দৃষ্টিহীন হওয়া, অজ্ঞ হওয়া, আঁধার হওয়া, ভ্রান্ত হওয়া ২২:৪৬

أَعْمَى অন্ধ বানানো, দৃষ্টিহীন করা, জ্যোতিহীন করে দেওয়া, দৃষ্টিবিভ্রাট ঘটানো ৪৭:২৩

عَمَّي অন্ধ করে রাখা, দেখতে না দেওয়া, দৃষ্টির আড়ালে রাখা, অগোচরে রাখা, অন্ধকারে রাখা, সুপ্ত রাখা, গোপন রাখা, দুর্বোধ্য বানানো ১১:২৮

الْعَمَى অন্ধত্ব, ভ্রান্তি, অজ্ঞতা, দৃষ্টিহীনতা, গোপনতা, অগোচর ৪১;১৭

عَمُونَ، عَمِينَ و عَمِيٌ؛ أَعْمَى ج عُمْيٌ، عُمْيَانٌ অন্ধ, দৃষ্টিহীন, নির্বোধ, ভ্রান্ত, অজ্ঞ, অন্ধাবস্থা ৬:৫০

عَنْ থেকে, সম্পর্কে, সম্বন্ধে, ব্যাপারে, বিপক্ষে, দূরত্বে

عَمَّ، عَمَّا কী বিষয়? কী সম্বন্ধে? যে বিষয়, যা কিছু ৭৮:

عِنَبٌ ج أَعْنَابٌ <عنب আঙুর, আঙ্গুর, দ্রাক্ষাফল, কিসমিস ১৭:৯১

عَنِتَ [س] <عنت কষ্ট পাওয়া, কষ্টে পড়া, সঙ্কটে পড়া, দুরাবস্থায় পড়া, অপরাধ করা ৩:১১

أَعْنَتَ কষ্টে ফেলা, কষ্ট দেওয়া, দুরাবস্থায় ফেলা ২:২২০

عَنَتٌ مص কষ্ট, পাপ, ব্যভিচার ৪:২৫

عَنِيدٌ جل عُنُدٌ <عند বিরুদ্ধাচরণকারী, বিরুদ্ধবাদী, জেদী,  একগুঁয়ে, অবাধ্য, ঝগড়াটে, বিরোধী ১১:৫৯

عِندَ নিকটে, কাছে, সন্নিকটে, সময়ে, কালে, পার্শ্বে, চতুর্দিকে, চারদিকে ২:৫৪

عُنُقٌ ج أَعْنَاقٌ <عنق ঘাড়, গ্রীবা, গর্দান, গলা ১৭:১৩

عَنْكَبُوْتٌ جل عَنْكَبُوْتَاتٌ، عَنَاكِبُ <عنكب মাকড়শা, মর্কট, জালকীট, অষ্টপাদ, অষ্টাপদ ২৯:৪১

عَنَى [ن] <عنو বিনীত হওয়া, অবনত হওয়া, ঝোঁকা ২০:১১১

عِوَجٌ <عوج বক্রতা, অসরল, কুটিলতা, উঁচু-নীচু, বন্ধুর ৭:৪৫

عَادَ [ن] <عود ফিরা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, বিরত হওয়া, আবার করা, পুনর্বার করা, পুনরাবৃত্তি করা ৫:৯৫

أَعَادَ পুনরায় করা, ফিরিয়ে আনা, প্রত্যাহার করা, পুনরাবৃত্তি ঘটানো, পুনর্জীবনদান করা, পুনর্সৃষ্টি করা ১০:

عَائِدٌ প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনশীল ৪৪:১৫

مَعَادٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান ২৮:৮৫

عَادٌ হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ৭:৬৫

عِيدٌ جل أَعْيَادٌ ঈদ, উৎসব, আনন্দের দিন, যে দিবস বারবার আসে, পুনর্মিলন অনুষ্ঠান, পুনর্মিলনী ৫:১১৪

عَاذَ [ن]، مَعَاذٌ <عوذ আশ্রয় নেওয়া, শরণাপন্ন হওয়া, পানাহ নেওয়া ৪০:২৮

أَعَاذَ আশ্রয় দেওয়া, পানাহ দেওয়া, আশ্রয়দান করা, থাকতে দেওয়া ৩:৩৬

اسْتَعَاذَ আশ্রয় প্রার্থনা করা, পানাহ চাওয়া, শরণার্থী হওয়া, নির্ভরতা কামনা করা ৭:২০০

مَعَاذٌ আশ্রয়, পানাহ, শরণ, সহায়, ভরসা, নির্ভরতা, আশ্রয়স্থল ১২:২৩

عَوْرَةٌ ج عَوْرَاتٌ <عور গুপ্ত, গুপ্তাঙ্গ, গোপনীয়, পর্দা, পর্দাবৃত, পর্দোপযোগী, সুরক্ষাযোগ্য, প্রতিরক্ষাণির্ভর, রক্ষণীয়, অরক্ষিত ২৪:৩১

مُعَوِّقٌ <عوق প্রতিরোধকারী, বাধাদাতা ৩৩:১৮

عَالَ [ن] <عول পক্ষপাতিত্ব করা, পক্ষাবলম্বন করা, বেইনসাফি করা, অন্যায়ভাবে প্রাপ্যাধিক নেওয়া, পথচ্যুত হওয়া ৪:

عَامٌ جل أَعْوَامٌ <عوم বছর, বৎসর, সাল, অব্দ ২:২৫৯

أَعَانَ <عون সাহায্য করা, সহায়তা করা, মদদ করা, মদদ দেওয়া, দান করা, অনুদান দেওয়া, রিলিফ দেওয়া, ত্রাণ দেওয়া ২৫:

تَعَاوَنَ পরস্পরে সাহায্য করা, একে অপরকে সহায়তা করা, পরস্পরে সহযোগী হওয়া ৫:

اسْتَعَانَ সহায়তা কামনা করা, সাহায্য প্রার্থনা করা, মদদ চাওয়া, অনুদান চাওয়া ১:

مُسْتَعَانٌ যাচ্য, যাচনীয়, সাহায্যকেন্দ্র, সাহায্যের আধার, ভরসাস্থল, সহায়স্থল, ভরসা ১২:১৮

عَوَانٌ جل عُوْنٌ কুমারী, মধ্যম বয়সী, মাঝামাঝি বয়সী ২:৬৮

عَهِدَ [س] <عهد অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, চুক্তিপত্র দেওয়া, প্রতিজ্ঞাপত্র দেওয়া, প্রতিশ্রুতি নেওয়া, তাগিদ দেওয়া, আদেশ দেওয়া, হুকুম করা, জোর দেওয়া, নির্দেশ দেওয়া ২:১২৫

عَاهَدَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, চুক্তিনামায় স্বাক্ষর করা, প্রতিশ্রুতি দেওয়া ৯:

عَهْدٌ جل عُهُوْدٌ অঙ্গীকার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, চুক্তিপত্র, চুক্তি, আদেশ, দায়িত্ব ২:২৭

عِهْنٌ جل عُهُوْنٌ <عهن পশম, রঙিন পশম, উন, ধুনকারের উড়ন্ত তুলা ৭০:

عَابَ [ض] <عيب ত্রুটিপূর্ণ করা, নষ্ট করা, দোষাযুক্ত করা ১৮:৭৯

عِيرٌ جل عِيْرَاتٌ <عير কাফেলা, যাত্রীদল, ভ্রমণকারী, অভিযাত্রীদল ১২:৭০

عِيسَى <عيس ঈসা আলাইহিস সালাম ২:৮৭

عِيشَةٌ مص <عيش বিলাসী জীবন, সুখময় জীবন ৬৯:২১

مَعَاشٌ جل مَعَايِشُ জীবিকা উপার্জনকাল ৭৮:১১

مَعِيشَةٌ ج مَعَايِشُ জীবিকা, জীবনোপকরণ, জীবনসামগ্রী, আহার্য ২৮:৫৮

عَائِلٌ <عيل অভাবী, দরিদ্র, অভাবগ্রস্ত, নিঃস্ব, দুর্দশাগ্রস্ত, দুরাবস্থাপন্ন ৯৩:

عَيْلَةٌ مص অভাব, দারিদ্র, দরিদ্রতা, নিঃস্বতা, দুর্দশা, দুরাবস্থা ৯:২৮

عَيْنٌ ج عُيُونٌ <عين ঝরণা, প্রস্রবণ, নির্ঝর, নির্ঝরিণী, জলপ্রপাত, ফোয়ারা ৮৮:১২

أَعْيُنٌ و عَيْنٌ চোখ, আঁখি, নয়ন, চক্ষু, নেত্র, লোচন, দৃষ্টি ৫:৪৫

عِينٌ و عَيْنَاءُ আয়তলোচনা, ডাগর চক্ষুবিশিষ্ট হুর, কৃষ্ণকালো নয়নমণির অধিকারিণী, পটলচেরা চাহনী ৩৭:৪৮

مَعِينٌ ص মায়িন: জান্নাতের প্রবাহমাণ ঝরণা, প্রবাহমাণ পানি, ঝরণা, পানি, পবিত্র পানীয় ২৩:৫০

عَيِيَ يَعْيَى [س] <عيي অক্ষম হওয়া, অপারগ হওয়া, ক্লান্ত হওয়া ৫০:১৫

غين [৪৯]

غَابِرٌ <غبر পশ্চাদ্বর্তী, পরবর্তী, অনুগামী, পেছনে পড়া ৭:৮৩

غَبَرَةٌ اج ধূলাবালি, মলিনতা, ধূলো, ধূলি, ময়লা, আবর্জনা ৮০:৪০

التَّغَابُنُ <غبن হারজিত, লোকসান, লস, পরাজয়, কিয়ামত, আখেরাত ৬৪:

غُثَاءٌ جل أَغْثَاءُ <غثو আবর্জনা, খড়কুটা, জঞ্জাল, ময়লা, ধূলাবালি, টুকরা-টুকরা ২৩:৪১

غَادَرَ <غدر ফেলে রাখা, ত্যাগ করা, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া, পেছনে ফেলা ১৮:৪৭

غَدَقٌ مص <غدق পর্যাপ্ত বৃষ্টি, মূষলধারা, প্রচুর পানি, ভারিবর্ষণ ৭২:১৬

غَدَا [ن]، غُدُوًّا <غدو প্রভাত করা, প্রাতে যাওয়া, প্রভাতে আসা, সকালে বের হওয়া, সকালে যাওয়া ৬৮:২২

غَدًا আগামীকাল, কালকিয়ামত, প্রাতে চলা, সকালে অতিক্রম করা ৩৪:১২

غُدُوٌّ، غَدَاةٌ প্রভাত, প্রাতঃকাল, উষাকাল, উষা, প্রত্যুষ, সকাল ১৩:১৫

غَدَاءٌ جل أَغْدِيَةٌ সকালের খানা, নাস্তা, প্রাতঃরাশ, পথ্য, খাবার ১৮:৬২

غَرَبَ [ن]، غُرُوبٌ <غرب অস্ত যাওয়া, অস্তমিত হওয়া, সূর্যাস্ত হওয়া, সূর্য ডোবা ১৮:১৭

مَغْرِبٌ ج مَغَارِبُ মাগরিব, সূর্যাস্তের স্থান, সূর্যাস্তের সময়, অস্তাচল, পশ্চিমদিক, পাশ্চাত্য, পশ্চিমাঞ্চল ১৮:৮৬

الْمَغْرِبَيْنِ শীত-গ্রীষ্মের অস্তাচলদ্বয় ৫৫:১৭

غَرْبِيٌّ مث غَرْبِيَّةٌ পশ্চিমা, পাশ্চাত্য, প্রতীচ্যের, পশ্চিমের, পশ্চিমদিকস্থ, পশ্চিমমুখী  ২৮:৪৪

غُرَابٌ جل أَغْرِبَةٌ কালো কাক, বায়স ৫:৩১

غَرَابِيبُ و غِرْبِيْبٌ নিকষ কালো, গাড় কালো, কুচকুচে, মিশকালো ৩৫:২৭

غَرَّ [ن]، غُرُورٌ <غرر ধোঁকা দেওয়া, প্রতারিত করা, প্রবঞ্চিত করা ৭:২২

غَرُورٌ ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, শঠ ৩১:৩৩

اغْتَرَفَ <غرف অঞ্জলি ভরে নেওয়া, অঞ্জলিতে পানি নেওয়া ২:২৪৯

غُرْفَةٌ جل غِرَافٌ এক অঞ্জলি পানি ২:২৪৯

غُرَفٌ، غُرُفَاتٌ و غُرْفَةٌ কামরা, কক্ষ, বালাখানা, প্রকোষ্ঠ, প্রাসাদ ২৫:৭৫

أَغْرَقَ <غرق ডোবানো, নিমজ্জিত করা, চুবানো, তলিয়ে দেওয়া, সলিলসমাধিস্থ করা ২৬:৬৬

غَرْقٌ، غَرَقٌ ডোবা, নিমজ্জন, ডোবানি, নিমজ্জিত হওয়া ৭৯:

مُغْرَقٌ নিমজ্জিত, জলমগ্ন, তলায়মান, সলিলসমাধিস্থ ১১:৩৭

غَارِمٌ، مُغْرَمٌ <غرم ঋণগ্রস্ত, ঋণে ভারাক্রান্ত, ক্ষতিগ্রস্ত, জরিমানাদাতা ৯:৬০

غَرَامٌ ص জরিমানা, ধ্বংসাত্মক, কষ্টকর ২৫:৬৫

مَغْرَمٌ ঋণ, কর্য, ধার, দেনা, ক্ষতি, জরিমানা, লোকসান ৫২:৪০

أَغْرَي <غري লেলিয়ে দেওয়া, প্ররোচনা দেওয়া ৫:১৪

غَزْلٌ جل غُزُوْلٌ <غزل তাঁতের সূতাপূর্ণ চরকা ১৬:৯২

غُزًّى و غَازٍ <غزو যোদ্ধা, মুজাহিদ, যুদ্ধরত ৩:১৫৬

غَاسِقٌ <غسق অন্ধকার রাত, আঁধার রজনি, অন্ধকারে আগত বিপদাপদ ১১৩:

غَسَقٌ আঁধার নামা, অন্ধকারাচ্ছন্ন হওয়া, অন্ধকার, তমাসা ১৭:৭৮

غَسَّاقٌ পুঁজ, দোজখিদের দেহনির্গত পুঁজপানি ৩৮:৫৭

غَسَلَ [ض] <غسل ধোয়া, ধৌত করা, প্রক্ষালন করা, ধোলাই করা ৫:

اغْتَسَلَ গোসল করা, গা ধোয়া, ¯œান করা ৪:৪৩

مُغْتَسَلٌ গোসলের পানি, গোসলখানা, ¯œানাগার, হাম্মাম, হাম্মামখানা ৩৮:৪২

غِسْلِينٌ পুঁজবৃক্ষ, দোজখিদের  পুঁজ ধোয়া টগবগে পানি, অত্যন্ত গরম পানি ৬৯:৩৬

غَشِيَ [س]، غَشَّى، أَغْشَي <غشي ঢেকে নেওয়া, আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, আবৃত করা, আবরিত করা, আচ্ছাদন ফেলা, ঢাকনা দেওয়া ২০:৭৮

تَغَشَّا ঢেকে নেওয়া, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, সহবাস করা ৭:১৮৯

اسْتَغْشَى কাপড় জড়ানো, আবরণে ঢাকা, আবরণ ফেলা, পর্দা ফেলা ৭১:

غَاشِيَةٌ ج غَوَاشٍ সর্বগ্রাসী আবরণ, কিয়ামত, বিপদ, আচ্ছাদনকারী শাস্তি ৭:৪১

غِشَاوَةٌ পর্দা, ঢাকনা, আবরণ, আচ্ছাদন, অন্তরাল, আড়াল ২:

الْمَغْشِيُّ আচ্ছাদিত, আবরিত, আচ্ছন্ন, আবৃতমস্তিষ্ক, বেহুশ, মূর্ছিত, মূর্ছাপ্রাপ্ত, সংজ্ঞাহীন ৪৭:২০

غَصْبٌ <غصب ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা, জোরপূর্বক নেওয়া, শোষণ করা ১৮:৭৯

غُصَّةٌ جل غُصَصٌ <غصص ক্রোধ, রাগ

طَعَامًا ذَا غُصَّةٍ ক্রোধোদ্দীপক খাদ্য, রাগোদ্রেককর খাদ্য, কাঁটাযুক্ত খাদ্য, যে খাদ্য গলায় আটকে যায় ৭৩:১৩

غَضِبَ [س] غَضَبٌ <غضب রাগ করা, রুষ্ট হওয়া, রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া, ক্ষুব্ধ হওয়া, কোপিত হওয়া, গজব, রাগ, রোষানল, রোষ, ক্রোধ, অভিসম্পাত, অভিশাপ, অসন্তুষ্টি ২:৯০

غَضْبَانٌ ام، مُغَاضِبٌ রাগান্বিত, ক্রোধান্বিত, রোষবশে, রোষান্বিত, ক্ষুব্ধ, কোপিত, রুষ্টাবস্থা, ক্ষিপ্তাবস্থা ৭:১৫০

الْمَغْضُوبُ অভিশপ্ত, রোষানলে পতিত, গজবগ্রস্ত ১:

غَضَّ [ن] <غضض অবনত করা, অনুচ্চ করা, আনত করা, নত রাখা, নিম্নমুখী করা, নীচু করা ২৪:৩১

أَغْطَشَ <غطش অন্ধকারাচ্ছন্ন করা, তমাসাচ্ছন্ন করা, আঁধারময় করা, আঁধারে ঢাকা ৭৯:২৯

غِطَاءٌ جل أَغْطِيَةٌ <غطو পর্দা, যবনিকা, আবরণ, আচ্ছাদন, ঢাকনা, অন্তরাল, আড়াল ১৮:১০১

غَفَرَ [ض]، غُفْرَانٌ، مَغْفِرَةٌ <غفر ক্ষমা করা, মাফ করা, মার্জনা করা, পাপ মোচন করা, অনুকম্পা করা ২:২৮৫

أَسْتَغْفَرَ، اسْتِغْفَارٌ ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, ক্ষমাপ্রার্থনা করা, ক্ষমাভিক্ষা চাওয়া, মার্জনা কামনা করা, কৃপাভিক্ষা চাওয়া ৯:৮০

غَافِرٌ، غَفُورٌ، غَفَّارٌ গফুর, গফফার, অতিশয় ক্ষমাশীল, ক্ষমাপ্রিয়, ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমাবান, মার্জনাকারী ৪০:

مُسْتَغْفِرٌ ক্ষমাপ্রাথী, মার্জনাকামী, কৃপাপ্রার্থী ৩:১৭

غَفَلَ [ن] <غفل গাফেল হওয়া, উদাসীন হওয়া, উদাস হওয়া, সহজ সরল হওয়া, আনমনা হওয়া, অন্যমনস্ক হওয়া, অলস হওয়া, নির্লিপ্ত হওয়া, অনাগ্রহী হওয়া ৪:১০২

أَغْفَلَ গাফেল করা, উদাসীন বানানো, অলস বানানো, অনাগ্রহী বানানো ১৮:২৮

غَافِلٌ গাফেল, উদাসীন, আনমনা, সরলমনা, বিতৃষ্ণ, মোহবর্জিত ২:৭৪

غَفْلَةٌ مص উদাসীনতা, সরলতা, অসাবধানতা, বিতৃষ্ণা, অলসতা, অন্যমনস্কতা ২১:

غَلَبَ [ض] <غلب প্রবল হওয়া, জয়ী হওয়া, বিজয়ী হওয়া, প্রভাবিত করা, পরাস্ত করা, পরাজিত করা, পরাভূত করা, পরাহত করা,  অক্ষম করে দেওয়া, অপারগ করা, দুর্বল করা ৩০:

غَلَبٌ مص পরাজয় বরণ, পরাভব, পরাজিত ৩০:

غَالِبٌ প্রবল, প্রভাবশালী, জয়ী, বিজয়ী, জয়শীল, জয়েষ্ণু, অপরাজেয় ৩:১৬০

مَغْلُوبٌ পরাজিত, বশীভূত, কাহিল, প্রভাবান্বিত ৫৪:১০

غُلْبٌ جل غَلْبَاءُ প্রচুর বৃক্ষ, ঘনসন্নিবিষ্ট ফলবাগান, ঘন স্বর্গোদ্যান ৮০:৩০

غَلَظَ [ن] <غلظ কঠোর হওয়া, কঠোরতা করা, রূঢ় হওয়া, রূঢ় ব্যবহার কর, রূঢ়সভাব হওয়া, বদমেজাজি হওয়া, কঠিন হওয়া, নির্দয় হওয়া, দৃঢ় পদক্ষেপ নেওয়া ৯:৭৩

اسْتَغْلَظَ দৃঢ়পদ হওয়া, মজবুত হওয়া, শক্তিশালী হওয়া, মোটা হওয়া, ঘনাকার ধারণ করা ৪৮:২৯

غَلِيظٌ ج غِلاَظٌ কঠোর, নির্দয়, বদমেজাজি, কঠিন, প্রচণ্ড, মারাত্মক, বিশালাকার ৬৬:

غِلْظَةٌ কঠোরতা, দৃঢ়তা, রূঢ়তা, নির্দয়তা ৯:১২৩

غُلْفٌ و غِلَافٌ <غلف গিলাফে ঢাকা, গিলাফ পরানো, আবৃত, আচ্ছাদিত, আবরিত, কোষাবদ্ধ ২:৮৮

غَلَّقَ <غلق বন্ধ করা, তালা মারা, তালাবদ্ধ করা, তালা দেওয়া, তালা লাগানো ১২:২৩

غَلَّ [ن] غِلٌّ <غلل আত্মসাৎ করা, খিয়ানত করা, চুরি করা, খিয়ানত, আত্মসাৎ, বিদ্বেষ, হিংসা ৩:১৬১

غُلَّتْ বাঁধা, বেঁধে ফেলা, বন্দি করা, বেড়ি পরানো, শিকলে বাঁধা ৫:৬৪

أَغْلاَلٌ و غُلٌّ লোহার বেড়ি, শিকল, জিঞ্জির ৭:১৫৭

مَغْلُولَةٌ শৃঙ্খলিত, বেড়িবদ্ধ, বাঁধা ৫:৬৪

غُلاَمٌ ج غِلْمَانٌ <غلم নবযুবক, যুব, যুবা, নওজোয়ান, তরুণ, কিশোর, উঠতিবয়স, বালক, সন্তান, ছেলে, পুত্র, সেবক, দাস, খাদেম, গোলাম, ভৃত্য, জান্নাতের চিরকুমার সেবক ৫২:২৪

غَلَا [ن] <غلو বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, অতিরঞ্জিত করা ৪:১৭১

غَلَى [ض]، غَلْيٌ <غلي উথলে ওঠা, টগবগ করা, ফোটা ৪৪:৪৫

غَمْرَةٌ ج غَمَرَاتٌ <غمر অজ্ঞানতা, হুশহীনতা, সংজ্ঞাহীনতা, মূর্খতা, আবৃতমস্তিষ্ক, বেহুশি, মৃত্যুযন্ত্রণা ৬:৯৩

تَغَامَزَ <غمز কটাক্ষ করা, চোখটিপ মারা, চোখের ইশারা করা ৮৩:৩০

أَغْمَضَ <غمض চোখ মিটমিট করা, চোখ বুজা ২:২৬৭

غَمٌّ جل غُمُوْمٌ <غمم দুঃখ, বেদনা, দুশ্চিন্তা, মর্মপীড়া, বিষণ্নতা, শোকতাপ ৩:১৫৩

غُمَّةٌ جل غُمَمٌ ধাঁধা, মনের সংকীর্ণতা, শোকাবহ, মর্মজ্বালার কারণ, হতভম্বতা, অন্ধকার ১০:৭১

غَمَامٌ جل غَمَائِمُ সাদা মেঘ, মেঘমালা ২:৫৭

غَنِمَ [س] <غنم গনিমত অর্জন করা, যুদ্ধলব্ধসম্পদ লাভ করা, জয়ধন অর্জন করা, বিজয়বিত্ত হাসিল করা ৮:৪১

مَغَانِمُ و مَغْنَمٌ গনিমত, যুদ্ধলব্ধসম্পদ, বিজয়বিত্ত, ধনসম্পদ, ধনরত্ন, ধনদৌলত ৪৮:১৫

غَنَمٌ جل أَغْنَامٌ ছাগল, ভেড়া, মেষ ৬:১৪৬

غَنِيَ [س] <غني থাকা, বাস করা, বসবাস করা ৭:৯২

أَغْنَى ধনী করা, প্রাচুর্যপূর্ণ করা, অভাবমুক্ত করা, অভাব দূর করা, অভাব পূরণ করা, প্রয়োজন পূরণ করা, চাহিদা পূরণ করা, স্বাচ্ছন্দ্যদান করা, অমুখাপেক্ষী করা, কাজে আসা, উপকার করা, প্রতিহত করা, প্রতিরোধ করা, ফিরিয়ে দেওয়া, যথেষ্ট করা, পর্যাপ্ত করা, যথেষ্ট হওয়া, ৭:৪৮

اسْتَغْنَى স্বয়ংসম্পন্ন হতে চাওয়া, অমুখাপেক্ষী হওয়া, অভাবমুক্ত হওয়া, বেপরোয়া হওয়া ৮০:

غَنِيٌّ ج أَغْنِيَاءٌ গনী: আল্লাহর নাম, ধনী, অভাবমুক্ত, অমুখাপেক্ষী, স্বয়ংসম্পন্ন, প্রাচুর্যময় ৬০:

مُغْنِىٌ অকেজোকারী, প্রাচুর্যময়, সম্পদদাতা, প্রতিরোধক, প্রতিরক্ষী, বিদূরণকারী ১৪:২১

أَغَاثَ <غوث/ غيث বৃষ্টি দিয়ে সাহায্য করা, বৃষ্টি বর্ষণ করা, সাহায্য করা, ফরিয়াদ কবুল করা ১৮:২৯

اسْتَغَاثَ বৃষ্টি প্রার্থনা করা, বৃষ্টি চাওয়া, সাহায্য চাওয়া, ফরিয়াদ করা ২৮:১৫

يَغُوثُ সিংহ দেবতা ৭১:২৩

غَيْثٌ جل غُيُوْثٌ বৃষ্টি, বাদল ৩১:৩৪

غَارٌ جل أَغْوَارٌ، غِيْرَانٌ <غور গর্ত, গহ্বর, গুহা, সওর পর্বতের গুহা ৯:৪০

مَغَارَاتٌ و مَغَارَةٌ পর্বতের গুহা ৯:৫৭

غَوْرٌ مص গুহায় প্রবিষ্ট, গহীনে প্রবিষ্ট, তলায়মান, পানি লিয়ার অতিক্রম করা ১৮:৪১

غَاصَ [ن] <غوص ডুব দেওয়া, নিমজ্জিত হওয়া ২১:৮২

غَوَّاصٌ ام ডুবুরী, ডুবারু ৩৮:৩৭

غَائِطٌ جل غِيْطَانٌ، أَغْوَاطٌ <غوط পায়খানা, পেশাবখানা, টয়লেট ৪:৪৩

غَوْلٌ مص <غول মাতলামি, মাতালতা, নেশা, মাথা ব্যথা ৩৭:৪৭

غَوَى [ض] <غوي পথচ্যুত হওয়া, পথভ্রান্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, ভ্রষ্ট হওয়া, গোমরাহ হওয়া, বিপথগামী হওয়া ২০:১২১

أَغْوَي পথচ্যুত করা, পথভ্রান্ত করা, বিভ্রান্ত করা, ভ্রষ্ট করা, গোমরাহ করা, বিপথগামী করা ২৮:৬৩

غَيٌّ গঈ: জাহান্নামের নাম, গোমরাহি, ভ্রান্তি, বিপথ, ভ্রান্ততা, শাস্তি, ধ্বংসা, দুর্ভাগ্য ২:২৫৬

غَوِيٌّ، غَاوِيٌ গোমরাহ, পথচ্যুত, পথভ্রান্ত, বিভ্রান্ত, ভ্রষ্ট, বিপথগামী, মূর্তিপূঁজক ২৮:১৮

اغْتَابَ <غيب গীবত করা, পরনিন্দা করা, অপরের দোষচর্চা করা, কুৎসা রটানো ৪৯:১২

غَيْبٌ ج غُيُوبٌ গায়েব, অদৃশ্য, অন্তরাল, গুপ্ত, লুকায়িত, অন্তর্দৃষ্টি, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়বহির্ভূত বিষয়, মনশ্চক্ষুবহির্ভূত বিষয়, পরোক্ষ ২:

بِالْغَيْبِ গায়েব সম্পর্কে, অদৃশ্য বিষয়ে, অদৃশ্যভাবে, অলক্ষ্যে, অগোচরে, আড়ালে, অলক্ষিতভাবে, না দেখে, গোপনে, অন্তঃস্থল থেকে, মন দ্বারা, হৃদয় দ্বারা, আন্তরিকভাবে ২:

غَائِبٌ مث غَائِبَةٌ অদৃশ্যমান, অদৃশ্য, অনুপস্থিত, দৃষ্টিবহির্ভূত, দৃষ্টির আড়াল ২৭:২০

غَيَابَةٌ جل غَيَابَاتٌ অদৃশ্যতা, তলদেশ, গভীর গর্ত, অন্ধকূপ ১২:১০

غَيَّرَ <غير পরিবর্তন করা, বিবর্তন ঘটানো, বদল করা, রূপান্তর করা, ১৩:১১

تَغَيَّرَ পরিবর্তন হওয়া, বিবর্তন ঘটা, বদল হওয়া, ভিন্নরূপ হওয়া, অন্নরূপ হওয়া, রূপান্তরিত হওয়া, নষ্ট হওয়া ৪৭:১৫

مُغَيِّرٌ পরিবর্তনকারী, বিবর্তনকারী, পরিবর্তক, রূপান্তরকারক ৮:৫৩

الْمُغِيرَات আক্রমণকারী অশ্ব, অপহরণকারিণী ১০০:

غَيْر ব্যতীত, ছাড়া, বহির্ভূত, তবে, অ, বে, হীন, বিহীন, নয়, অন্য, ভিন্ন, তবে, কিন্তু ১:

غَاضَ [ض] <غيض কম করা,  হ্রাস করা, কমানো ১৩:

غِيضَ কম হওয়া, পানি শুকিয়ে যাওয়া ১১:৪৪

غَاظَ [ض] <غيظ রাগান্বিত করা, চটানো, রোষান্বিত করা, ক্রোধান্বিত করা, রুষ্ট করা, ক্রোধযুক্ত করা, রাগানো, রগচটানো, অন্তর্জ্বালা সৃষ্টি করা, রাগান্বিত  হওয়ার সুযোগ সৃষ্টি করা, ৯:১২০

غَيْظٌ مص রাগ, রোষ, ক্রোধ, মনস্তাপ, অন্তর্জ্বালা, আক্রোশ ৩:১১৯

غَائِظٌ ক্রোধোদ্দীপক, ক্রোধোদ্রেককর, ক্রোধের উদ্রেককারী ২৬:৫৫

تَغَيُّظٌ রাগান্বিত হওয়া, রুখে ওঠা, রেগে সশব্দে ফুসে ওঠা, দাঁতে দাঁত কষা, দাঁত খিঁচিয়ে, সরোষে, আক্রোষে ২৫:১২

فاء [৭৪]

فَ অতপর, অনন্তর, তারপর, পরে, পরক্ষণে, অতএব, সুতরাং, তাই, কাজেই, ফলে, এখন, তখন, তখনি, অমনি, তৎক্ষণাৎ, অতর্কিতে, হুট করে, আচমকা, অবিলম্বে, নিমেষেই, তাহলে, তবে, এবং, কেননা, হঠাৎ, আকস্মাৎ, সহসা

فُؤَادٌ ج أَفْئِدَةٌ <فأد অন্তর, মন, হৃদয়, দিল, অন্তঃকরণ ১৭:৩৬

فِئَةٌ ج فِآتٌ، فِئُوْنَ <فأي দল, জামাত, বাহিনী, লশকর, পক্ষ, সম্প্রদায় ৩:১৩

فَتَأَ [ف] <فتأ করতে থাকা, সর্বদা করা, অবিরত থাকা ১২:৮৫

فَتَحَ [ف]، فَتْحًا <فتح খোলা, উন্মুক্ত করা, উন্মোচন করা, প্রকাশিত করা, বিজয়দান করা, জয়ী করা, ফয়সালা করা, মীমাংসা করা ৪৮:

فَتَّحَ খোলা, উন্মুক্ত করা ৭:৪০

اسْتَفْتَحَ বিজয় কামনা করা, মীমাংসা চাওয়া, বিজয় চাওয়া ২:৮৯

فَتْحٌ জয়, বিজয়, সাফল্য, মক্কা বিজয় ৫৭:১০

فَاتِحٌ বিচারক, মীমাংসাকারী, জয়ী, বিজেতা ৭:৮৮৯

فَتَّاحٌ শ্রেষ্ঠবিচারক, মহাবিচারক, বিচারপতি ৩৪:২৬

مُفَتَّحَةٌ খোলা, উন্মুক্ত, অবারিত ৩৮:৫০

مَفَاتِحُ و مِفْتَحٌ চাবি, কুঞ্জি, ভাণ্ডার, খাজানা ৬:৫৯

فَتَرَ [ن] <فتر কমানো, হ্রাস করা, শিথিলতা করা, অলসতা করা, বিরতি দেওয়া ২১:২০

فَتَّرَ বেশি কমানো, হ্রাস করা, ছাড় দেওয়া ৪৩:৭৫

فَتْرَةٌ جل فَتَرَاتٌ বিরতি, মধ্যবর্তী ব্যবধান ৫:১৯

فَتَقَ [ن] <فتق পৃথক করা, বিভক্ত করা, বিযুক্ত করা, আলাদা করা ২১:৩০

فَتِيلٌ جل فَتَائِلُ <فتل বাতির সলিতা, তাগা,  সামান্য, নগণ্য, তিল পরিমাণ ৪:৪৯

فَتَنَ [ض]، فِتْنَةٌ، فُتُونٌ <فتن পরীক্ষা করা, আজমাইশ করা, পরখ করা, যাচাই করা, শাস্তি দেওয়া, বিপদ আনা, বিপদে ফেলা, ফেতনায় ফেলা, ফেতনা সৃষ্টি করা, পরীক্ষায় ফেলা ২০:৪০

فَاتِنٌ বিপদাপন্নকারী, বিপদ আনয়নকারী, বিপদগ্রস্তকারী, ফেতনাবাজ, ফেতনা সৃষ্টিকারী, পরীক্ষক ৩৭:১৬২

مَفْتُونٌ বিপদগ্রস্ত, পরীক্ষাগ্রস্ত, ফেতনাপূর্ণ, পাগল, বিকারগ্রস্ত, বিপ্রকৃত, স্মৃতিবিপন্ন ৬৮:

فِتْنَةٌ جل فِتَنٌ ফেতনা, ফাসাদ, পরীক্ষা, পরীক্ষক, পরীক্ষার বস্তু, বিপদবিশৃঙ্খলা, বিপর্যয়, কলহ, বিবাদ, গোলযোগ, কোন্দল, তুলকালাম, লঙ্কাকাণ্ড ২:১০২

أَفْتَى <فتو ফতওয়া দেওয়া, সমাধান দেওয়া, উত্তর দেওয়া, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া ৪:১২৭

اسْتَفْتَى ফতওয়া চাওয়া, জিজ্ঞাসা করা, সমাধান চাওয়া, বিধান চাওয়া ৫:১২৭

فَتًى  ج فِتْيَةٌ، فِتْيَانٌ যুবক, বালক, সেবক, খাদেম, চালক, ভৃত্য ১৮:১০

فَتَيَاتٌ و فَتَاةٌ ক্রীতদাসী, সেবিকা, বান্দি, বাঁদী ৪:২৫

فَجٌّ ج فِجَاجٌ <فجج দীর্ঘপথ, গিরিপথ, প্রশস্ত রাস্তা, মহাসড়ক ২২:২৭

فَجَرَ [ن] <فجر প্রবাহিত করা, ঝরণা ঝরানো, ফাটানো, পাপ করা, পাপাচার করা, অন্যায় করা, ব্যভিচার করা ৭৫:

فَجَّرَ، تَفْجِيرًا দ্রুতবেগে প্রবাহিত করা, বিস্ফোরিত করা, ফাটিয়ে বের করা ১৮:৩৩

تَفَجَّرَ، انفَجَرَ প্রবাহিত হওয়া, বিস্ফোরিত হওয়া, সবেগে প্রবাহিত হওয়া ২:৭৪

فَاجِرٌ ج فُجَّارٌ، فَجَرَةٌ পাপী, পাপাচারী, ব্যভিচারী, কবিরা গুনাহকারী, বড়গুনাহগার ৭১:২৭

فُجُورٌ مص পাপ, অন্যায়, ব্যভিচার, দুষ্কৃতি, পাপাচার ৯১:

فَجْرٌ প্রভাত, ঊষা, ফজর ১৭:৭৮

فَجْوَةٌ جل فَجَوَاتٌ <فجو প্রশস্ত চত্তর, ময়দান, মাঠ, ফাকা জায়গা ১৮:১৭

فَحْشَاءُ، فَاحِشَةٌ ج فَوَاحِشُ <فحش অপকর্ম, অশ্লীলতা, ব্যভিচার, নিষিদ্ধকাজ, নির্লজ্জতা, মন্দকাজ, শরীয়তপরিপন্থী কাজ ৭:২৮

فَخُورٌ ام <فخر দাম্ভিক, অহঙ্কারী, গর্বকারী ১১:১০

تَفَاخُرٌ গর্ব করা, বড়াই করা, গৌরব প্রকাশ করা, অহঙ্কার করা ৫৭:২০

فَخَّارٌ و فَخَّارَةٌ আগুনে পোড়ানো মাটি, পোড়ামাটি, মৃৎপাত্র, মাটির খোলা, খর্পর, খোলাকুচি, টালি ৫৫:১৪

فَدَي [ض]، افْتَدَى <فدي ফিদয়া দেওয়া, মুক্তিপণ দেওয়া, বিনিময়ে দেওয়া, উদ্ধার করা ৩৭:১০৭

فَادَى ফিদয়া নেওয়া, মুক্তিপণ নেওয়া, নিষ্কৃতিপণ নেওয়া ২:৮৫

فِدَاءٌ، فِدْيَةٌ মুক্তিপণ, ফিদয়া, নিষ্কৃতিপণ, বিনিময়, বিনিময়ে ৪:৭৪

فُرَاتٌ <فرت সুস্বাদু পানি, মিঠাপানি, সুমিষ্ট পানীয় ২৫:৫৩

فَرْثٌ جل فُرُوْثٌ <فرث গোবর, পশুর মল, অন্ত্রস্থ গোবর ১৬:৬৬

فَرَجَ [ض] <فرج বিদীর্ণ করা, ছিদ্র করা, ফাঁক করা, ফাটল সৃষ্টি করা, ফাটানো ৭৭:

فَرْجٌ ج فُرُوجٌ ফাটল, ফাঁক, গর্ত, ছিদ্র, নারীর যৌনাঙ্গ, যোনি, লজ্জাস্থান, সতীত্ব, নারীত্ব ২১:৯১

فَرِحَ [س] <فرح আনন্দ করা, ফুর্তি করা, আমোদ করা, প্রমোদ করা, আহ্লাদ করা, উল্লাস করা, খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, পুলকিত হওয়া ৯:৮১

فَرِحٌ ج فَرِحُونَ উল্লাসী, আমোদী, মহাখুশি, আহ্লাদী, প্রফুল্ল, পুলকিত, মাতোয়ারা, হরষী ১১:১০

فَرْدٌ ج فُرَادَى <فرد একাকী, একক, একে একে ১৯:৮০

الْفِرْدَوْسُ <فردس ফিরদাউস: সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোত্তম জান্নাত ১৮:১০৭

فَرَّ [ض]، فِرَارًا <فرر পালানো, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া, পলায়নপর হওয়া, নিরুদ্দেশে যাওয়া, উধাও হওয়া, ধাবিত হওয়া, ছুটে যাওয়া, ছুটে আসা ৩৩:১৩

مَفَرٌّ পালাবার পথ বা স্থান ৭৫:১০

فَرَشَ [ن، ض] <فرش বিছানো, ছড়ানো, বিছিয়ে দেওয়া ৫১:৪৮

فَرْشٌ اج ছোট পশু, খর্বকায় প্রাণী, যে পশুর পশম দ্বারা গদি বানানো হয় ৬:১৪২

فِرَاشٌ ج فُرُشٌ বিছানা, তোষক, গদি, জাজিম, কোলবালিশ ২:২২

فَرَاشٌ و فَرَاشَةٌ বিক্ষিপ্ত প্রজাপতি, নিয়ন্ত্রণহারা প্রজাপতি, এলোমেলো পতঙ্গ ১০১:

فَرَضَ [ض] <فرض ফরজ করা, আবশ্যক করা, অবধারিত করা, অপরিহার্য করা, নির্ধারণ করা, ধার্য করা, সাব্যস্ত করা, কর্তব্য সাব্যস্ত করা ২:১৯৭

فَرِيضَةٌ جل فَرَائِضُ ফরজ, আবশ্যিক, আল্লাহর আদেশ, বিধান, অবধারিত মোহরানা, বধুপণ যা পরিশোধ করা ফরজ ৪:১১

مَفْرُوضٌ ফরজকৃত, ফরজ, আবশ্যিক, অবধারিত, নির্দিষ্ট, নির্ধারিত ৪:

فَارِضٌ কর্তব্য ধার্যকারী, বেশী বয়স্ক, বৃদ্ধ, পরিণত বয়সী, বর্ষিয়াণ ২:৬৮

فَرَطَ [ن]، فُرُطًا <فرط অতিরঞ্জিত করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, সীমা ছাড়ানো, চরমপন্থী হওয়া, উগ্র হওয়া, উতরানো ২০:৪৫

فَرَّطَ অতিছাড় দেওয়া, নরমানো, হালকা করা, মৃদু ভাবা, শিথিলতা করা, কাটছাঁট করা, হ্রাস করা, কমানো, লাঘব করা, ছাটাই করা, সংক্ষিপ্ত করা, বাদছাঁদ দেওয়া, সংকুচিত করা, সংকীর্ণ করা, কর্তব্যে ত্রুটি করা, কমানো, ঘাটতি দেখানো ৩৯:৫৬

مُفْرَطٌ চরমভাবে বিস্মৃত, একেবারে অগ্রবর্তী, নিপতিত ১৬:৬২

فَرْعٌ جل فُرُوْعٌ <فرع শাখা, প্রশাখা, অংশ, বিভাগ, ডালপালা ১৪:২৪

فِرْعَوْنُ جل فَرَاعِنَةٌ <فرعن ফিরাউন: মিশররাজের উপাধি, ফারাও ২:৪৯

فَرَغَ [ن] <فرغ ফারেগ হওয়া, অবসর হওয়া, শেষ করা ৯৪:

أَفْرَغَ ঢেলে দেওয়া, খালি করা, নিঃশেষ করা, পাত্র শুন্য করা, পূর্ণ করা ২:২৫০

فَارِغٌ শুন্যহৃদয়, অধৈর্য, অধীরা ২৮:১০

فَرَقَ [ن]، فَرْقًا، فَرَّقَ، فَارَقَ،<فرق فِرَاقٌ পৃথক পৃথক করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা, খণ্ডবিখণ্ড করা, বিদীর্ণ করা, ফেড়ে ফেলা, পার্থক্য করা, বিভক্ত করা, অনৈক্য সৃষ্টি করা, বিচ্ছেদ ঘটানো, বিতরণ করা, বণ্টন করা ২০:৯৪

فَرِقَ [س] বিচ্ছেদের আশঙ্কা করা, ভয় করা ৯:৫৬

تَفَرَّقَ، تَتَفَرَّقَ পৃথক হওয়া, আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, খণ্ডবিখণ্ড হওয়া, বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, পার্থক্য হওয়া, বিভক্ত হওয়া, অনৈক্য সৃষ্টি করা, বিচ্ছেদ ঘটা ৯৮:

فِرْقٌ جل فُرُوْقٌ ভিন্নাংশ, খণ্ড, টুকরা, অংশ ২৬:৬৩

فِرْقَةٌ جل فِرَقٌ؛ فَرِيقٌ جل أَفْرِقَةٌ ভিন্নদল, বিভাগ, সম্প্রদায়, জামাত, অংশ ৯:১২২

فُرْقَانٌ কুরআন, সত্য-মিথ্যা পৃথককারী, হক-বাতিল পৃথককারী গ্রন্থ, প্রমাণ, মুজিজা, মোজেজা, বদর যুদ্ধ ৮:৪১

الْفَارِقَاتُ পৃথককারী, পার্থক্যকারী, বিভক্তকারী, বিচ্ছিন্নকারী, বণ্টনকারী, বিতরণকারী ৭৭:

مُتَفَرِّقٌ বিভক্তমান, বিচ্ছিন্ন, বিভিন্ন, পৃথক পৃথক ১২:৩৯

فَارِهِينَ <فره সদর্পে, দর্পভরে, গর্বের সঙ্গে ২৬:১৪৯

افْتَرَى، افْتِرَاءً <فري মিথ্যা রচনা করা, মিথ্যা উদ্ভাবন করা, মনগড়া বানানো, জালিয়াতি করা, জাল করা, নকল করা, অপবাদ দেওয়া, মিথ্যা দোষারোপ করা ৬:২১

الْمُفْتَرِي মিথ্যা রচয়িতা, অপবাদদাতা, মিথ্যা উদ্ভাবক, জালিয়াতিকারী, জালকারী, নকলকারী ১৬:১০১

مُفْتَرًى মিথ্যা রচিত, কৃত্রিম, কল্পিত, জাল, উদ্ভাবিত ২৮:৩৬

فَرِيٌّ ص অপবাদযোগ্য, দোষারোপযোগ্য,  মারাত্মক, অঘটনের বিষয়, অঘটন, অদ্ভূত ১৯:২৭

أَفْتَرَى সে কি মিথ্যা রচনা করেছে? ৩৪:৮

اسْتَفَزَّ <فزز উৎখাত করা, বিতাড়িত করা, পদস্খলন ঘটানো, বিচলিত করা, অস্থির করে তোলা, বহিষ্কার করা ১৭:৬৪

فَزِعَ [سفَزَعٌ <فزع অস্থির হওয়া, হতভম্ব হওয়া, আতকে ওঠা, ভীত হওয়া, ভীতসন্ত্রস্ত হওয়া, ত্রস্ত হওয়া ২৭:৮৭

فَزَّعَ عَنْ অস্থিরতা দূর করা, ভীতি কাটানো ৩৪:২৩

فَزَعٌ جل أَفْزَاعٌ অস্থিরতা, ভীতি, ভয়, ত্রাস, আতঙ্ক ২১:১০৩

فَسَحَ [ف]، تَفَسَّحَ <فسح স্থান প্রশস্ত করা, বসতে দেওয়া, স্থান দেওয়া ৫৮:১১

فَسَدَ [ن، ض] <فسد দূষিত হওয়া, নষ্ট হওয়া, বিপর্যস্ত হওয়া, লণ্ডভণ্ড হওয়া, ভণ্ডুল হওয়া, তছনছ হওয়া, গোলমেলে হওয়া, ধ্বংস হওয়া, শান্তিহীন হওয়া ২:২৫১

أَفْسَدَ দূষিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্ত করা, বিপর্যয় সৃষ্টি করা, গোলযোগ ছড়ানো, অরাজকতা করা, অশান্তি সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, স্বেচ্ছাচারিতা করা, প্রলয় সৃষ্টি করা ২৭:৩৪

فَسَادٌ مص ফাসাদ, বিবাদ, ঝগড়া, অনিষ্ট, অমঙ্গল, দূষণ, বিশৃঙ্খলা ৫:৩২

مُفْسِدٌ দূষিতকারী, বিশৃঙ্খল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, হাঙ্গামাকারী ২:১২

تَفْسِيرٌ <فسر তাফসীর, ব্যাখ্যা, বর্ণনা, বিবরণ ২৫:৩৩

فَسَقَ [ن]، فِسْقٌ، فُسُوقٌ <فسق পাপ করা, অন্যায় করা, অপকর্ম করা, অসঙ্গত কিছু করা, অপরাধ করা, শরীয়তের সীমা ছাড়ানো, ফাসিক হওয়া, অবাধ্য হওয়া ১৮:৫০

فَاسِقٌ পাপী, ফাসিক, অপরাধী, অবাধ্য, শরীয়তের হুকুম লঙ্ঘনকারী  ৪৯:

فَشِلَ [س] <فشل হীনবল হওয়া, বিচলিত হওয়া, ভীরু হওয়া, কাপুরুষ হওয়া, সাহস হারানো ৩:১২২

أَفْصَحُ <فصح অধিকতর বাগ্মী, স্পষ্টভাষী ২৮:৩৪

فَصَلَ [ض] <فصل যাত্রা করা, রওনা করা, প্রস্থান করা, বের হওয়া, পৃথক হওয়া, ছাড়া, ত্যাগ করা, মীমাংসা করা, ফয়সালা করা,  ২:২৪৯

فَصَّلَ، تَفْصِيلاً পৃথক পৃথক করে বলা, খুলে খুলে বর্ণনা করা, ব্যাখ্যা করা, বিশদ বিবরণ দেওয়া, বিস্তারিত বর্ণনা করা

فَصْلٌ جل فُصُوْلٌ  মীমাংসা, বিচার, ফয়সালা, মীমাংসাপূর্ণ ৮৬:১৩

يَوم الْفَصْلِ মীমাংসাদিবস, বিচারদিন, রোজকিয়ামত, ফয়সালাদিবস ৩৭:২১

كَلِمَةُ الْفَصْلِ বিচারবাণী, বিচারের কথা, ফয়সালার প্রতিশ্রুতি ৪২:২১

قَولٌ فَصْلٌ বিশদ বিবরণ, ফয়সালাপূর্ণ বাণী, সুস্পষ্টবাণী, কুরআন ৮৬:১৩

فَصْلَ الخِطَاب বাগ্মীতাপূর্ণ বিচার শক্তি, সুস্পষ্ট সম্বোধন ৩৮:২০

الْفَاصِلُ বিচারক, বিচারপতি, পার্থক্যকারী, মীমাংসাকারী ৬:৫৭

فِصَالٌ শিশুকে মাতৃস্তন থেকে পৃথক করা, মায়ের দুধ ছাড়ানো, স্তন্য ত্যাগের সময় ২:২৩৩

فَصِيلَةٌ جل فَصَائِلُ স্বজাতি, গোষ্ঠী, বংশ, গোত্র, সম্প্রদায় ৭০:১৩

مُفَصَّلٌ সুস্পষ্ট, বিস্তারিত, বিশদ বিবরণ, ব্যাখ্যাপূর্ণ ৬:১১৪

انفِصَامٌ <فصم খণ্ডন, ভাঙন, বিচূর্ণন, ভেঙে যাওয়া ২:২৫৬

فَضَحَ [ف] <فضح লাঞ্ছিত করা, অপমান করা, মানহানি করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপদস্থ করা, হেয় করা, অপমানিত করা, অসম্মান করা, বেইজ্জত করা, বেহুরমতি করা ১৫:৬৮

اَنفَضَّ <فضض দূরে সরা, সরে পড়া, ছিটকে পড়া, বিচ্ছিন্ন হওয়া ৩:১৫৯

فِضَّةٌ جل فِضَضٌ রূপা, চাঁদি, রজত ৩:১৪

فَضَّلَ، تَفْضِيلاً <فضل শ্রেষ্ঠত্ব দেওয়া, ফজিলত দেওয়া, মর্যাদা দেওয়া, বিশেষত্ব দেওয়া, স্বতন্ত্রতা দেওয়া, অনন্যতাদান করা, বৈশিষ্ট দেওয়া ১৭:২১

تَفَضَّلَ শ্রেষ্ঠত্ব অর্জন করা, ফজিলত হাসিল করা, সম্মানার্জন করা, বিশেষত্ব লাভ করা ২৩:২৪

فَضْلٌ جل فُضُوْلٌ শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা, অনন্যতা, বিশেষত্ব, বৈশিষ্ট, প্রাধান্য, বরকত, রহমত, হেদায়াত, মেহেরবাণী, অনুগ্রহ, দান, ক্ষমা ২:৬৪

أَفْضَى <فضي মেলামেশা করা, সান্বিধ্যে আসা, পৌঁছা ৪:২১

فَطَرَ [ن] <فطر সৃষ্টি করা, বিদীর্ণ করা, ফেড়ে বের করা, উদ্ভাবন করা, আবিষ্কার করা ৬:৭৯

تَفَطَّرَ، انفَطَرَ বিদীর্ণ হওয়া, ভেঙে পড়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ৪২:

فَاطِرٌ স্রষ্টা, সৃষ্টিকর্তা, উদ্ভাবক, আবিষ্কারক ৩৫:

فِطْرَةٌ جل فِطَرٌ সৃষ্টিগত স্বভাব, সৃষ্টিগত যোগ্যতা, স্বভাব, প্রকৃতি ৩০:৩০

فُطُورٌ و فَطَرٌ ফাটল, বিদারণ, ত্রুটি, চিড়, সামঞ্জস্যহীনতা ৬৭:

مُنفَطِرٌ বিদীর্ণমান, ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, ভঙ্গুর ৭৩:১৮

فَظٌّ جل أَفْظَاظٌ <فظظ কর্কশ, রূঢ়, অভদ্র, বদমেজাজি অশ্লীলভাষী ৩:১৫৯

فَعَلَ [ف]، فِعْلٌ <فعل করা, ঘটানো, কাজ করা, সম্পাদন করা, সক্রিয় হওয়া, করণেচ্ছু হওয়া ৭:১৫৫

فَعْلَةٌ করণীয়, কর্তব্য, ঘটাবার, করবার ২৬:১৯

فَاعِلٌ কর্তা, সংঘটক, ঘটক, সম্পাদনকারী, কারক, অনুষ্ঠাতা, নির্বাহক, ক্রিয়াশীল, করিষ্ণু, করণেচ্ছু, ব্রতী, নিরত ১৮:২৩

فَعَّالٌ অতিশয় ক্রিয়মাণ, সক্রিয়, করিষ্ণু ১১:১০৭

مَفْعُولٌ কৃত, ঘটিতব্য, সম্পাদিত, ঘটনীয়, সংঘটনীয় ৪:৪৭

فَقَدَ [ض] <فقد হারানো, হারিয়ে ফেলা, খোয়ানো, খুইয়ে বসা ১২:৭১

تَفَقَّدَ হারানো বস্তু তালাশ করা, সন্ধান করা, তালাশ করা, অনুসন্ধান করা, খোঁজ করা ২৭:২০

فَقْرٌ جل فُقُوْرٌ <فقر দরিদ্রতা, দারিদ্র, দৈন্য, দীনতা, নিঃস্বতা, গরিবানা, গরিবি ২:২৬৮

فَقِيرٌ ج فُقَرَاءُ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, অভাবী, নিঃস্ব, দীন, সম্বলহীন ৪:

فَاقِرَةٌ جل فَوَاقِرُ মেরুদণ্ড ভাঙা বিপদ, কোমর ভাঙা বিপদ ৭৫:২৫

فَاقِعٌ <فقع পাকা রং, গাড় হলদে, উজ্জ্বল হলদে ২:৬৯

فَقِهَ [س] <فقه বোঝা, বুঝতে পারা, জানা, উপলব্ধি করা, অনুভব করা, অনুধাবন করা ৪:৭৮

تَفَقَّهَ ফকীহ হওয়া, পাণ্ডিত্য অর্জন করা, বিশেষজ্ঞতা অর্জন করা, বিজ্ঞ হওয়া ৯:১২২

فَكَّرَ، تَفَكَّرَ <فكر ফিকির করা, চিন্তা করা, চিন্তাভাবনা করা. বিবেচনা করা, কল্পনা করা, অনুমান করা, ভাবা ৭৪:১৮

فَكٌّ <فكك মুক্ত করা, আজাদ করা, ছাড়ানো ৯০:১৩

مُنفَكٌّ দেবদেবীকে ত্যাগকারী, শিরক বর্জনকারী, কুফরমুক্ত, মুক্তি লাভকারী, ক্ষান্ত, নিরস্ত, নিরত, প্রত্যাবর্তনকারী ৯৮:

تَفَكَّهَ <فكه প্রলাপ বকা, বকবক করা, বিস্ময়াবিষ্ট হওয়া, অনুতাপ করা, লজ্জিত হওয়া ৫৬:৬৫

فَكِهٌ، فَاكِهٌ সহাস্য, হাসিমুখ, রসিক, রঙ্গপ্রিয়,  উল্লাসী, আনন্দিত, আমোদী ৮৩:৩১

فَاكِهَةٌ ج فَوَاكِهُ ফল, ফলমূল, ফলফলাদি ৩৬:৫৭

أَفْلَحَ <فلح সফল হওয়া, কৃতকার্য হওয়া, সার্থক হওয়া, কামিয়াব হওয়া, কৃতার্থ হওয়া, মনোবাঞ্ছা পূর্ণ হওয়া, আশাপূরণ হওয়া ২৩:

مُفْلِحٌ সফল, কৃতকার্য, কামিয়াব, সার্থক, কৃতার্থ, সাফল্যমণ্ডিত, সিদ্ধমনোরথ ২:

انفَلَقَ <فلق বিদীর্ণ হওয়া, চিরা, চিরে যাওয়া, ফেটে যাওয়া, বিভাজিত হওয়া ২৬:৬৩

فَلَقٌ جل أَفْلَاقٌ আঁধারচেরা ঊষার আলো, প্রভাত, প্রভাতকিরণ ১১৩:

فَالِقٌ বিদীর্ণকারী, বীজাঙ্কুরকারী, প্রভাত উন্মেষক ৬:৯৫

فُلْكٌ اج <فلك নৌকা, কিশতি, জাহাজ, নৌযান, সমুদ্রযান ২:১৬৪

فَلَكٌ جل أَفْلَاكٌ আকাশ, কক্ষপথ  ২১:৩৩

فُلاَنٌ <فلن অমুক, অমুক ব্যক্তি ২৫:২৮

فَنَّدَ <فند দুর্বল ভাবা, উপহাস করা, ব্যাঙ্গ করা, তামাশা করা ১২:৯৪

أَفْنَانٌ و فَنَنٌ <فنن শাখা, প্রশাখা, ডালপালা ৫৫:৪৮

فَانٍ <فني ধ্বংসশীল, নশ্বর, বিলুপ্তপ্রায়, অনিত্য, বিনশ্বর, ক্ষয়শীল ৫৫:২৬

فَاتَ [ن]، فَوْتٌ <فوت ফউত হওয়া, হারানো, হাতছাড়া হওয়া, নাগালের বাইরে যাওয়া ৩:১৫৩

تَفَاوُتٌ অসামঞ্জস্যতা, গরমিল, অমিল, বৈসম্য, ব্যবধান, পার্থক্য ৬৭:

فَوْجٌ ج أَفْوَاجٌ <فوج দল, জামাত, বাহিনী, বহর, দলে দলে ৬৭:

فَارَ [ن] <فور উথলে ওঠা, উচ্ছ্বসিত হওয়া, বিস্ফোরিত হওয়া, ফেটে পানি বের হওয়া ১১:৪০

فَوْرٌ مص তাড়াতাড়ি,  আশু, আকস্মাৎ, হঠাৎ, তৎক্ষণাত ৩:১২৫

فَازَ [ن]، فَوْزًا <فوز কৃতকার্য হওয়া, সফল হওয়া, কামিয়াব হওয়া, কৃতার্থ হওয়া, মুক্তি পাওয়া ৩৩:৭১

فَائِزٌ কৃতকার্য, সফল, কামিয়াব, সার্থক, কৃতার্থ, সাফল্যমণ্ডিত ৯:২০

مَفَازٌ مث مَفَازَةٌ সফলতা, কৃতকার্যতা, কামিয়াবি, মুক্তিকেন্দ্র, পরিত্রাণালয়, আশ্রয়স্থল, জান্নাত ৭৮:৩১

فَوَّضَ <فوض অর্পণ করা, সোপর্দ করা, সমর্পণ করা, সঁপে দেওয়া, রুজু করা ৪০:৪৪

أَفَاقَ <فوق ফিরা, সংজ্ঞা ফিরে পাওয়া, হুশ ফিরা, জ্ঞান ফিরা, চেতনালাভ করা ৭:১৪৩

فَوَاقٌ ফিরত, প্রত্যাবর্তন, পুনরাগমন, পুনর্জ্ঞান, স্বল্পসময়, বিরতি, বিরাম ৩৮:১৫

فَوْقَ উপর, উপরে, উপরিভাগ, উর্ধ্বে, অতি, শ্রেষ্ঠ ৩:৫৫

فُومٌ اج <فوم রসুন, গম, গধুম, গন্দম, খাদ্য শস্য ২:৬১

فَاهٌ  ج أَفْوَاهٌ <فوه মুখ, কথা, জবান, উচ্চারণ ১৩:১৪

فَهَّمَ <فهم বুঝানো, বুঝিয়ে দেওয়া ২১:৭৯

فِي মধ্যে, ভিতরে, আছে ২:

فَاءَ [ض] <فيأ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ফাও লাভ করা, ৪৯:

أَفَاءَ ফিরিয়ে দেওয়া, ফাও প্রদান করা, বিনাযুদ্ধে সম্পদ দেওয়া, ধনসম্পদ দান করা ৫৯:

تَفَيَّأَ প্রত্যাবর্তন করা, ছায়া ফিরে আসা, ছায়া ঢলে পড়া, ফাও-ছায়া হওয়া ১৬:৪৮

فَاضَ [ض] <فيض প্রবাহিত হওয়া, সিক্ত হওয়া, ভিজে যাওয়া ৫:৮৩

أَفَاضَ প্রবাহিত করা, সিক্ত করা, গা ভাসানো, প্রত্যাবর্তন করা, দ্রুত যাওয়া, লিপ্ত হওয়া, রত হওয়া, ঢালা ৭:৫০

فِيلٌ جل أَفْيَالٌ <فيل হাতি, হস্তী, গজ ১০৫:

أَصْحَاب الْفِيلِ হস্তী বাহিনী ১০৫:১

قاف [৮১]

ق অনবহিত অর্থ ৫০:১

مَقْبُوحٌ <قبح কুৎসিত, বিশ্রী, কুশ্রী, কদাকার, বীভৎস ২৮:৪২

أَقْبَرَ <قبر কবর দেওয়া, সামাধি দেওয়া, সমাহিত করা, কবরস্থ করা, মাটি দেওয়া ৮০:২১

قَبْرٌ ج قُبُورٌ কবর, সমাধি, গোর ৯:৮৪

مَقَابِرُ و مَقْبَرَةٌ গোরস্থান, কবরস্থান, মাকবারা, সমাধিভূমি ১০২:

اقْتَبَسَ <قبس আলো নেওয়া, আগুন নেওয়া, সংগ্রহ করা, পাওয়া ৫৭:১৩

قَبَسٌ جل أَقْبَاسٌ জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার, অগ্নিশিখা, আলাত, সংগৃহিত আগুন ২০:১০

قَبَضَ [ض]، قَبْضًا <قبض অধিকার করা, দখলে আনা, ধরা, ধারণ করা, কবজা করা, আয়ত্তে নেওয়া, হাতে নেওয়া, হস্তগত করা, করায়ত্ত করা, মুষ্ঠিবদ্ধ করা, থাবা দিয়ে ধরা, সংকুচিত করা ২০:৯৬

قَبْضَةٌ جل قَبْضَاتٌ একমুষ্ঠি, একমুঠো, একমুঠ, একখাবলা, করায়ত্ত ৩৯:৬৭

مَقْبُوضَةٌ অধিকৃত, করগত, হস্তগত, করায়ত্ত, কবজাযোগ্য, দখলযোগ্য ২:২৮৩

قَبِلَ [س]، قَبُولٌ، تَقَبَّلَ <قبل সামনাসামনি কবুল করা, গ্রহণ করা, মেনে নেওয়া ৩:৩৭

أَقْبَلَ সামনে আসা, সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, অভিমুখী হওয়া, অগ্রসর হওয়া ৩৭:২৭

قَابِلٌ সামনাসামনি কবুলকারী, গ্রহণকারী, গ্রাহ্যকারী, গ্রহিতা ৪০:

مُتَقَابِلٌ মুখোমুখী, সামনাসামনি ১৫:৪৭

مُسْتَقْبِلٌ আগমনকারী, আগন্তক, আগুয়ান, আগত, ভবিষ্যতের ৪৬:২৪

قِبْلَةٌ কিবলা, কা‘বা, বায়তুল্লাহ, কিবলাদিক ২:১৪৩

قَبِيلٌ جل قُبَلَاءُ؛ قَبَائِلُ و قَبِيْلَةٌ সামনে, সম্মুখে, সামনাসামনি, সাক্ষাতে, সঙ্গবদ্ধ, দলবদ্ধ, গোত্র, গোষ্ঠী, পরিবার, দল, জামাত, সৈন্য, অগ্রবর্তী বাহিনী ৭:২৭

قُبُلٌ সামনে, সম্মুখে, পরোভাগে, মুখোমুখী ১২:২৬

قِبَلٌ অভিমুখ, দিক, পক্ষ, সম্মুখগতি, মোকাবেলার শক্তি ২৭:৩৭

قَبْلُ সামনে, প্রাক, পূর্বে, আগে, ইতিপূর্বে ২:২৫

قَتَرَ [ن] <قتر ব্যয়কুণ্ঠ হওয়া, কৃপণতা করা, কার্পণ্য করা, সংকীর্ণমনা হওয়া, বিষণ্ন হওয়া ২৫:৬৭

قَتَرَةٌ ج قَتَرٌ ধূলা, মলিনতা, কুণ্ঠাভাব, বিষণ্নতা, সংকীর্ণভাব ১০:২৬

مُقْتِرٌ؛ قَتُورٌ ص কৃপণ, বখীল, কিপটে, কঞ্জুস, ব্যয়কুণ্ঠ, বিষণ্ন, সংকীর্ণমনা, দরিদ্র, নিঃস্ব, অভাবী, অস্বচ্ছল ২:২৩৬; ১৭:১০০

قَتَلَ [ن]، قَتْلٌ <قتل হত্যা করা, বধ করা, খুন করা, মেরে ফেলা, ধ্বংস করা ৫:৩৯

قَتَّلَ، تَقْتِيلاً টুকরা টুকরা করে হত্যা করা, কুটিয়ে হত্যা করা, কুরে কুরে মারা, কচুকাটা করা, গণনিধন করা ৭:১৪১

قَاتَلَ، قِتَالاً পরস্পরে হত্যা করা, যুদ্ধ বাঁধানো, যুদ্ধ লাগানো, যুদ্ধে জড়ানো, যুদ্ধ করা, লড়াই করা, জিহাদ করা, ধ্বংস করা ৩:১৪৬

اقْتَتَلَ খুনাখুনি করা, হানাহানি করা, মারামারি করা, লড়াই করা, আত্মকলহে লিপ্ত হওয়া, দ্বন্দ্বে লিপ্ত হওয়া ২:২৫৩

قَتْلَى و قَتِيْلٌ নিহত ব্যক্তি, হত ২:১৭৮

قِثَّاءٌ اج <قثأ শসা জাতীয় ফল, খিরাই, কাকড়ি ২:৬১

اقْتَحَمَ <قحم ঢুকে পড়া, প্রবেশ করা ৯০:১১

مُقْتَحِمٌ প্রবেশকারী, প্রবেশমান ৩৮:৫৯

قَدْ নিশ্চয়, অবশ্যই, এইমাত্র, ইতিমধ্যে,  হয়তো, কখনও ২:৬০

قَدْحٌ مص <قدح প্রাণীর ক্ষুরের আঘাতে আগুন জ্বালানো, ক্ষুরাঘাতে অগ্নি প্রজ্বলন ১০০:

قَدَّ [ن] <قدد ছিড়ে ফেলা, ছিন্ন করা, ফেড়ে ফেলা, বিচ্ছিন্ন করা ১২:২৫

قِدَدٌ و قِدَّةٌ ছিন্নমূল, বিভক্ত, বিভিন্ন ৭২:১১

قَدَرَ [ض] <قدر সম্মান করা, মর্যাদা দেওয়া, মূল্যায়ন করা, মাননির্ণয় করা, পরিমিত করা, নির্ধারিত করা, শাস্তি ধার্য করা, সংকীর্ণ করা, পারা, সক্ষম হওয়া, সক্ষমতা অর্জন করা, অধিকার প্রতিষ্ঠা করা ৬:৯১

قَدَّرَ، تَقْدِيرًا নির্ধারিত করা, ধার্য করা, পরিমিত করা, নিহিত রাখা, অনুমান করা, মনঃস্থির করা ২৫:

قَدْرٌ جل أَقْدَارٌ সম্মান, মর্যাদা, মর্যাদাপূর্ণ, সম্মাননীয়, উপযুক্ত, যথার্থ, নির্ধারিত, পরিমিত, ধার্য ৬:৯১

قَادِرٌ সক্ষম, ক্ষমতাবান, ক্ষমতাশালী, প্রবল, পরাক্রমশালী, পরাক্রান্ত ৭৫:

قَدِيرٌ ص সর্বক্ষম, পরাক্রান্ত, শক্তিশালী, শক্তিমান ২:২০

قَدَرٌ جل أَقْدَارٌ؛ مِقْدَار পরিমাণ, নির্ধারিত, ধার্য ২০:৪০

مَقْدُورٌ মূল্যায়নযোগ্য, উপযুক্ত, নির্ধারিত, পরিমিত, ধার্যকৃত ৩৩:৩৮

مُقْتَدِرٌ শক্তিশালী, বিজয়ী, সক্ষম, সর্বসক্ষম, পরাক্রমশালী ৪৫:৫৫

قُدُورٌ و قِدْرٌ ডেগচী, ডেগ, বড় পাত্র ৩৪:১৩

قَدَّسَ <قدس পবিত্রতা ঘোষণা করা, নিষ্কলুষ ঘোষণা করা, ত্রুটিমুক্ত বলা ২:৩০

قُدُّوسٌ، مُقَدَّسٌ، مُقَدَّسَةٌ، قُدُسٌ পবিত্র ঘোষিত, নিষ্কলুষ, পবিত্র, পূত, পাক ২০:১২

رُوح الْقُدُسِ পবিত্রাত্মা, পবিত্রপ্রাণ, জিবরাঈল আলাইহিস সালামের উপাধি২:৮৭

قَدِمَ [س] <قدم আসা, আগমন করা, এসে পৌঁছা, এগিয়ে আসা, ফিরে আসা, পৌঁছা ২৫:২৩

قَدَمَ [ن] অগ্রগামী হওয়া, অগ্রণী হওয়া, আগে যাওয়া, অগ্রবর্তী হওয়া, পূর্ববর্তী হওয়া, পরিচালনা করা, সর্দারি করে নিয়ে যাওয়া ১১:৯৮

قَدَّمَ অগ্রগামী করা, আগে আগে করা, অগ্রে করা, পূর্বে করা, আগে পাঠানো, সম্মুখীন করা, পেশ করা, উপস্থাপন করা ৩৮:৬১

تَقَدَّمَ অগ্রগামী হওয়া, অগ্রণী হওয়া,  পূর্বে হওয়া, আগে হওয়া ৪৮:

اسْتَقْدَمَ অগ্রগামী হতে পারা, অগ্রগতি কামনা করা, অগ্রবর্তী হওয়া, পূর্বগামী হওয়া, ত্বরাগামী হওয়া ৭:৩৪

قَدَمٌ ج أَقْدَامٌ পা, পদ, কদম, চরণ, পদমর্যাদা, পদগৌরব, উঁচুপদ, কর্তৃত্ব ১০:

قَدِيمٌ جل قُدَمَاءُ পুরাতন, প্রাচীন, পূর্ববর্তী, আগেকার, আগের ১২:৯৫

الأَقْدَمُ পূর্ববর্তী, পূর্বপুরুষ ২৬:৭৬

مُسْتَقْدِمٌ অগ্রগামী, অগ্রসর, অগ্রগতিকামী, অগ্রবর্তী, পূর্বগামী, ত্বরাগামী ১৫:২৪

اقْتَدَى <قدو অনুসরণ করা, অনুসৃত বানানো ৬:৯০

مُقْتَديٌ অনুসরণকারী, মুক্তাদী, অনুসারী ৪৩:২৩

قَذَفَ [ض] <قذف নিক্ষেপ করা, ছুড়ে মারা, ফেলে দেওয়া, ঢেলে দেওয়া, আঘাত হানা ৩৩:২৬

قَرَأَ [ف] <قرأ পড়া, তেলাওয়াত করা, পাঠ করা, আবৃত্তি করা ২৬:১৯৯

أَقْرَأَ পড়ানো, পাঠ করানো, পড়িয়ে দেওয়া ৮৭:

القُرْآنُ পাঠ করা, পঠিতব্য, বারবার পঠিতব্য গ্রন্থ, অবশ্যপাঠ্য ২:১৮৫

قُرُوءٌ و قُرْءٌ ঋতু¯্রাব, হায়েজ, মাসিক, স্ত্রীরজঃ, পবিত্রতা ২:২২৮

قَرِبَ [س]، اقْتَرَبَ <قرب নিকটবর্তী হওয়া, কাছে আসা, নৈকট্যে আসা, ঘনিয়ে আসা ৭:১৯

قَرَّبَ নিকটবর্তী করা, নৈকট্য হাসিল করা, কুরবানী করা, উৎসর্গ করা, নিবেদন করা, নজরানা দেওয়া ৫:২৭

قُرْبَةٌ  ج قُرُبَاتٌ، أَقْرَبُ  مث قُرْبَى নিকটবর্তী, নৈকট্য, সান্নিধ্য, আত্মীয়তা, নিকটতম, অতিনিকটে, সন্নিকট ৯:৯৯

قَرِيبٌ جل أَقْرِبَاءُ নিকটবর্তী, সন্নিকট, অদূরে, কাছে, নিকটজন, অতিনিকটে ২:১৮৬

قُرْبَانٌ مص কুরবানী, উৎসর্গ, নৈকট্যার্থে, নৈকট্যের আশায় ৫:২৭

مَقْرَبَةٌ مص আত্মীয়তা, ঘনিষ্ঠতা, নৈকট্যতা ৯০:১৫

ذَا مَقْرَبَة আত্মীয়, নিকটজন, ঘনিষ্ঠ ৯০:১৫

مُقَرَّبٌ নৈকট্যপ্রাপ্ত, সান্নিধ্যপ্রাপ্ত, অন্তরঙ্গ, প্রিয়, ঘনিষ্ঠ, নিকটজন ৪:১৭২

قَرْحٌ جل قُرُوْحٌ <قرح জখম, ক্ষত, আঘাত, বিপদ ৩:১৪০

قِرَدَةٌ و قِرْدٌ <قرد বানর, বাঁদর, হনুমান, মুখপোড়া ২:৬৫

قَرَّ [ض، س] <قرر শীতল হওয়া, ঠাণ্ডা হওয়া, প্রশান্ত হওয়া, স্থিতিশীল হওয়া, জুড়ানো, প্রশান্তি পাওয়া, সান্ত¦না লাভ করা ২০:৪০

قَرْنَ তোমরা (স্ত্রী) প্রশান্তি লাভ কর, স্থির থাক ৩৩:২৩

أَقَرَّ স্বীকার করা, স্বীকৃতি  দেওয়া, স্থিতিশীলতা দেওয়া, স্থিতিশীল রাখা, অবস্থান দেওয়া ২২:

اسْتَقَرَّ স্থিতিশীল থাকা, অটল থাকা, স্থির থাকা ৭:১৪৩

قَرَارٌ مص স্থিতি, স্থিরতা, স্থিতিশীলতা, স্থায়িত্ব, প্রশান্তি, সুস্থির, প্রশান্ত, প্রশান্তিময়, বিশ্রামালয় ৪০:৩৯

قُرَّةٌ مص প্রশান্তি, সান্ত¦না, শীতলতা, শীতলকারী ২৮:

مُسْتَقَرٌّ স্থায়ী নিবাস, সান্ত¦নালয়, শান্তিকুঞ্জ, শান্তিনিকেতন, আরামঘর, বিশ্রামাগার, নিবাস, বাসস্থান, বাসভবন ২:৩৬

مُسْتَقِرٌّ অবস্থানকারী, স্থির, সুস্থির, স্থিতিপ্রবণ, স্থায়িত্বপন্থী, স্থিতিশীল, স্থিতিচারী, স্থিতিবাজ ৫৪:

قَوَارِيرُ و قَارُوْرَةٌ কাঁচের মতো স্বচ্ছ রূপালি পানপাত্র, কাঁচের পাত্র ৭৬:১৫

قُرَيْشٌ <قرش কুরাইশ: নবীজী স. এর বংশ ১০৬:

قَرَضَ [ض] <قرض পাশ কেটে যাওয়া, কেটে পড়া, পাশে রেখে যাওয়া ১৮:১৭

أَقْرَضَ ঋণ দেওয়া, কর্জ দেওয়া, ধার দেওয়া ৫:১২

قَرْضٌ جل قُرُوْضٌ ঋণ, কর্জ, ধার, দেনা ৫৭:১১

قِرْطَاسٌ ج قَرَاطِيسُ <قرطس কাগজ ৬:৭

قَارِعَةٌ <قرع করাঘাতকারী, কিয়ামত, মহাপ্রলয়, বিপদ ১০১:

اقْتَرَفَ <قرف অর্জন করা, কামানো, উপার্জন করা, আয় করা ৯:২৪

مُقْتَرِفٌ অর্জনকারী, উপার্জনকারী ৬:১১৩

قَرْنٌ ج قُرُونٌ <قرن শিং, শৃঙ্গ, বংশ, জাতি, সম্প্রদায়, শতাব্দী, প্রজন্ম, শতাব্দীবাসী, শতবছরের বসতি ৬:

الْقَرْنَيْنِ দুই শিং, শৃঙ্গদ্বয় ১৮:৮৬

ذِي الْقَرْنَيْنِ দুই শিং বিশিষ্ট, বেনীবিশিষ্ট ১৮:৮৬

قَرِينٌ ج قُرَنَاءُ বন্ধু, সহচর, দোস্ত, সাথীসঙ্গী ৩৭:৫১

مُقْرِنٌ শৃঙ্খলাবদ্ধকারী, বশীভূতকারী ৪৩:১৩

مُقَرَّنٌ শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত, শিকল পরানো, বেড়ী পরানো ১৪:৪৯

مُقْتَرِنٌ সহচর, সঙ্গী ৪৩:৫৩

قَارُون কারূন ২৮:৭৬

قَرْيَةٌ  ج الْقُرَى <قري গ্রাম, পল্লী, বসতি, বস্তি, শহর, নগর, লোকালয়, মফস্বল ২:৫৮

أُمُّ الْقُرَى নগরমাতা, প্রধান শহর, প্রথম শহর, মক্কা, মক্কা নগরি ৬:৯২

قَسْوَرَةٌ جل قَسَاوِرَةٌ <قسور সিংহ, শিকারী, তীরন্দাজ শিকারী ৭৪:৫১

قِسِّيسٌ <قسس ধর্মযাজক, ধর্মগুরু, পোপ, পাদ্রী, রাহেব ৫:৮২

أَقْسَطَ <قسط ইনসাফ করা, ন্যায়বিচার করা, সুবিচার করা, ন্যায়পরায়ণতা করা ৪:

قَاسِطٌ বেইনসাফকারী, অন্যায়কারী ৭২:১৪

أَقْسَطُ অধিক ন্যায়পরায়ণ, ইনসাফগার ৩৩:

مُقْسِطٌ ন্যায়পরায়ণ, ইনসাফকারী, ইনসাফগার, সুবিচারক ৫:৪২

قِسْطٌ اج ইনসাফ, যথাযথ, ন্যায়ানুগ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ, ন্যায্যতা, অপক্ষপাত ৩:২১

قِسْطَاسٌ جل قَسَاطِيْسُ <قسطس ন্যায়বিচার, ন্যায়দণ্ড, দাড়িপাল্লা, তুলাদণ্ড, নিক্তি ১৭:৩৫

قَسَمَ [ض] <قسم বণ্টন করা, ভাগ করা, বিভাজন করা, অংশাংশী করা, বিনিময় করা, প্রাপ্য পৃথক করা ৪৩:৩২

أَقْسَمَ، قَاسَمَ কসম খাওয়া, শপথ করা, দৃঢ়প্রতিজ্ঞা করা, হলফ করা, প্রতিজ্ঞা করা, অঙ্গীকার করা, দৃঢ়পণ করা ৭:৪৯

تَقَاسَمَ পরস্পরে শপথ করা, অঙ্গীকারবদ্ধ হওয়া ২৭:৪৯

اقْتَسَمَ বণ্টনে আগ্রহী হওয়া, বণ্টন করতে চাওয়া ৫:

قَسَمٌ جل أَقْسَامٌ কসম, শপথ, দৃঢ়প্রতিজ্ঞা, হলফ, প্রতিজ্ঞা, অঙ্গীকার, দৃঢ়পণ ৮৯:

قِسْمَةٌ جل قِسَمٌ কিসমত, ভাগ্য, বণ্টন, ভাগ, অংশ ৪:

مَقْسُومٌ বণ্টিত, বণ্টনযোগ্য, বণ্টনীয়, নির্ধারিত অংশ ১৫:৪৪

مُقَسِّمٌ، مُقْتَسِمٌ বণ্টনকারী, বণ্টনকামী, বণ্টনপ্রার্থী ২৫:৯০

قَسَى [ن] <قسو পাথর হওয়া, পাষাণ হওয়া, শক্ত হওয়া, কঠোর হওয়া, কঠিন হওয়া ২:৭৪

قَسْوَةٌ مص কঠোরতা, নিষ্ঠুরতা, কাঠিন্য, পাষাণ, পাথর ২:৭৪

قَاسِيَةٌ পাথর, পাষাণ, শক্ত, কঠোর, নিষ্ঠুর ৫:১৩

اقْشَعَرَّ <قشعر পশম খাড়া হওয়া, শিউরে ওঠা, শিহরিত হওয়া, কেপে ওঠা ৩৯:২৩

قَصَدَ [ض] <قصد মধ্যমপন্থী হওয়া, ন্যায়ানুগ হওয়া, ন্যায়পন্থী হওয়া ৩১:১৯

قَصْدٌ مص মধ্যমপন্থা, ন্যয়পন্থা, সোজাপথ, সংক্ষিপ্তপথ ১৬:

قَاصِدٌ মধ্যমপন্থী, ন্যায়পন্থী, সংক্ষিপ্ত, নাতিদীর্ঘ ৯:৪২

مُقْتَصِدٌ  مث مُقْتَصِدَةٌ মধ্যমপন্থী, ন্যায়পন্থী, মধ্যমপন্থাবলম্বী ৩১:৩২

قَصَرَ [ن] <قصر  হ্রাস করা, কমানো, লাঘব করা, নামাজ কসর করা ৪:১০১

أَقْصَرَ কম করা, ক্ষান্ত হওয়া, লাঘব করা, প্রশমিত করা ৭:২০২

قَصْرٌ ج قُصُورٌ প্রাসাদ, ইমারত, ভবন, অট্টালিকা ২২:৪৫

قَاصِرَاتٌ জান্নাতি আনতনয়না রমণী, সীমিতলোচনা তরুণী, সীমিতনয়না, আয়তলোচনা, দৃষ্টি সীমাবদ্ধকারিণী, দৃষ্টি সীমাবদ্ধরক্ষণশীলা তরুণী ৩৭:৪৮

مَقْصُورَاتٌ সীমাবদ্ধরক্ষিত তরুণীগণ, প্রাসাদে রক্ষিত, পর্দাবৃত, সুরক্ষিত, আচ্ছাদিত ৫৫:৭২

مُقَصِّرٌ চুল খাটকারী, চুলছাটা, হ্রাসকারী, কসরকারী ৪৮:২৭

قَصَّ [ن] <قصص কেচ্ছা বলা, কাহিনী বর্ণনা করা, ঘটনা বলা, পদাঙ্ক অনুসরণ করে চলা, পদাঙ্কে চলা, পদক্ষেপ নেওয়া, পা ফেলা ১৮:১১

قَصَصٌ مص পদাঙ্ক অনুসরণ করা, পদচিহ্ন লক্ষ্য করা, কেচ্ছা, কাহিনী, ঘটনা, গল্প, পদাঙ্ক, পদচিহ্ন ১৮:৬৪

قِصَاصٌ কিসাস, সমহত্যা, হত্যার বদলায় হত্যা ২:১৭৯

قَاصِفٌ <قصف তুফান, ঝঞ্ঝাবায়ু, ঝড় তুফান, ঝোড়ো হাওয়া, টর্নেডো, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবায়ু ১৭:৬৯

قَصَمَ [ض] <قصم ধ্বংস করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা, চুরমার করা ২১:১১

قَصِيٌّ جل أَقْصَاءُ <قصو দূরবর্তী ব্যবধান, তফাৎ, দূরত্ব ১৯:২২

أَقْصَى مث قُصْوَى দূরতম, দূরপ্রান্ত, বহুদূর ১৭:

قَضْبٌ اج <قضب শাকণ্ডসবজি, তরিতরকারি ৮০:২৮

انْقَضَّ <قضض ভূমিস্মাৎ হওয়া, পতনোন্মুখ হওয়া, ভেঙে পড়া ১৮:৭৭

قَضَى [ض] <قضي ফয়সালা করা, বিচার করা, মীমাংসা করা, সমাধা করা, স্থির করা, সাব্যস্ত করা, স্থাপন করা, শেষ করা, শেষ ফয়সালা করা, পূর্ণতায় পৌঁছানো, আদেশ করা, দূর করা, পালন করা, আদায় করা ১৯:৩৫

قَاضٍ কাজি, বিচারক, ফয়সালাকারী, মীমাংসাকারী, পূর্ণতাদাতা, আদেশদাতা, আদায়কারী, পালনকারী, সম্মাদনকারী ২০:৭২

قَاضِيَةٌ শেষ ফয়সালাকারী, মৃত্যুদাতা, চূড়ান্ত ফয়সালা, মৃত্যু ৬৯:২৭

مَقْضِيٌّ চূড়ান্ত, বিচার্য, ফয়সালাকৃত, মীমাংসিত, সাব্যস্ত ১৯:২১

قِطْرٌ <قطر গলিত তামা, তাম্র, পিতল, কপার ৩৪:১২

أَقْطَارٌ و قُطْرٌ প্রান্ত, কিনারা, প্রত্যন্ত অঞ্চল, অজপাড়াগাঁ, মফস্বল ৫৫:৩৩

قَطِرَانٌ আলকাতরা, পীচ, গন্ধক, সালফার ১৪:৫০

قِطٌّ جل قِطَطٌ <قطط আমলনামা, প্রাপ্য, অংশ, রিজিক ৩৮:১৬

قَطَعَ [ف] <قطع কাটা, কর্তন করা, কেটে ফেলা, বর্জন করা, কেটে পড়া, অতিক্রম করা, পথ মাড়ানো, পথ কর্তন করা ৯:১২১

قَطَّعَ টুকরা টুকরা করা, ছিন্নবিচ্ছিন্ন করা, খণ্ড খণ্ড করা, কচুকাটা করা, কাপড় কেটে পোশাক বানানো ৪৭:১৫

تَقَطَّعَ কেটে যাওয়া, কাটা, কেটে পড়া, কর্তিত হওয়া, বিচ্ছিন্ন হওয়া, বিভক্ত করা, ভাগ বাটোয়ারা করা, ভাগাভাগি করা, বিভেদ সৃষ্টি করা ৬:৯৪

 قِطْعٌ مث قِطْعَةٌ ج قِطَعٌটুকরা, খণ্ড, অংশ ১১:৮১

قَاطِعَة চূড়ান্তকারিণী, কর্তনকারী, অকাট্য ২৭:৩২

مَقْطُوعٌ কর্তিত, কর্তনীয়, কর্তনযোগ্য, ছেদ্য, ব্যাহত, বিরাম, বিরতি, ছেদ ১৫:৬৬

لا مَقْطُوعَة অবিরাম, অকর্তনীয়, অবিরাম, বিরামহীন, নিরবচ্ছিন্ন, ছেদ নেই ১৫:৬৬

قُطُوفٌ و قِطْفٌ <قطف ফলের থোকা,  ফলগুচ্ছ, ছড়া ৬৯:২৩

قِطْمِيرٌ <قطمر খেজুরের বিচির ছিলকা, তুচ্ছবস্তু ৩৫:১৩

قَعَدَ [ن]، قُعُودًا <قعد বসা, বসে থাকা, উপবেশন করা, উপবিষ্ট হওয়া, অবসর গ্রহণ করা ৮৫:

قَاعِدٌ ج قَعِيدٌ উপবিষ্ট, উপবেশনরত, বসা, বসা অবস্থা, অবসরাবস্থা ১০:১২

الْقَوَاعِدُ و قَاعِدَةٌ যে নারী যৌন চাহিদামুক্ত হয়ে বসেছে, অবসরযৌবনা, যৌনাবসরপ্রাপ্ত, যৌবনোত্তীর্ণা, গর্ভধারণে অক্ষম, ভিত্তি, মূল ২:১২৭

مَقْعَدٌ ج مَقَاعِدُ বসার স্থান, আসন, ক্ষেত্র ৯:৮১

مُنقَعِرٌ <قعر যা উপড়ে গেছে, ওপড়ানো, ছিন্নমূল ৫৪:২০

أَقْفَالٌ و قُفْلٌ<قفل তালা, বন্ধন ৪৭:২৪

قَفَا [ن] <قفو অনুসরণ করা, পিছু লাগা, পিছু নেওয়া ১৭:৩৬

قَفَّي অনুসরণ করানো, অনুসারী বানানো, পশ্চাতে পাঠানো, অনুগামী করা, ক্রমান্বয়ে প্রেরণ করা ২:৮৭

أَقْلَبَ <قلب ফেরত পাঠানো, ফিরত দেওয়া, প্রত্যাবর্তন করানো, উলটে দেওয়া ২৯:২১

قَلَّبَ উলটে দেওয়া, পরিবর্তন করা, উলটপালট করা, ঘুরানো, উলটানো ৯:৪৮

تَقَلَّبَ، انقَلَبَ، تَقَلُّبٌ উলটে যাওয়া, ফিরে যাওয়া, ঘুরে যাওয়া, আসা, ফিরে আসা, ঘুরে আসা, ঘোরাফিরা করা, চলাফেরা করা, প্রত্যাবর্তন করা, ঘুরা, ঘূর্ণন, ডিগবাজি খাওয়া ২৪:৩৭

مُنقَلِبٌ আবর্তনশীল, প্রত্যাবর্তনশীল, প্রত্যাবর্তনকারী, ঘূর্ণয়মান ৭:১২৫

مُنقَلَبٌ، مُتَقَلَّبٌ প্রত্যাবর্তনস্থল, ঘূর্ণনকেন্দ্র, ঘোরাফিরার স্থান, গন্তব্য ৪৭:১৯

قَلْبٌ ج قُلُوبٌ পরিবর্তনশীল বস্তু: অন্তর, মন, হৃদয়, দিল, চিত্ত, মর্ম, পরাণ, অন্তঃকরণ ৩:১৫১

قَلاَئِدُ و قِلَادَةٌ <قلد হার, রশি, কুরবানীর ফিতা বা হার পরানো পশু, কুরবানীর পশু ৫:

مَقَالِيدُ و مِقْلَادٌ ভাণ্ডার, চাবিকাঠি ৩৯:৬৩

أَقْلَعَ <قلع বৃষ্টি বন্ধ করা, বর্ষণ বন্ধ করা, ক্ষান্ত হওয়া ১১:৪৪

قَلَّ [ض] <قلل কম হওয়া, অল্প হওয়া, হ্রাস হওয়া, কমে যাওয়া, লাঘব হওয়া ৪:

أَقَلَّ সহজে বহন করা, হালকা ভারে বহন করা, আলতো করে নেওয়া, উড়িয়ে নেওয়া ৭:৫৭

قَلَّلَ কম করে দেখানো, কম দেওয়া, হ্রাস করা, লাঘব করা ৮:৪৪

قَلِيلٌ ج قَلِيلُونَ مث قَلِيلَةٌ অল্পক, অল্প, স্বল্প, কম, লঘু, সামান্য, নগণ্য, প্রতুল, কিঞ্চিত, একটু, কতিপয়, গুটিকয়েক, মুষ্টিমেয়, অল্পপরিমাণ ২:৪১

أَقَلُّ অধিক কম, সামান্যতম, অতিনগণ্য, অল্পক, লঘিষ্ঠ, নগণ্য ১৮:৩৯

قَلَمٌ ج أَقْلاَمٌ <قلم কলম, লেখনি ৩:৪৪

قَلَى [ض] <قلي ঘৃণা করা, তুচ্ছ ভাবা, তাচ্ছিল্য করা, বিরূপ হওয়া, অতিষ্ঠ হওয়া, বিরক্ত হওয়া, অখুশি হওয়া ৯৩:

الْقَالِينَ ঘৃণাকারী, অখুশি, বেজার, নারাজ ২৬:১৬৮

مُقْمَحٌ <قمح উর্ধ্বমুখী, আকাশমুখী, উর্ধ্বদৃষ্টি অবস্থা ৩৬:

قَمَرٌ جل أَقْمَارٌ <قمر চাঁদ, চন্দ্র, শশী, চন্দ্রিমা ৬:৭৭

قَمِيصٌ جل قُمَصٌ <قمص কামিজ, কামিস, কুর্তা, অঙ্গবাস, জামা ১২:২৫

قَمْطَرِيرٌ <قمطرر কঠোর, কঠিনদিবস, কিয়ামত ৭৬:১০

مَقَامِعُ و مِقْمَعَةٌ <قمع মুগুর, হাতুড়ি, ডাণ্ডা ২২:২১

قُمَّلٌ و قُمَّلَةٌ <قمل উকুন, উকুন জাতীয় কীট ৭:১৩৩

قَنَتَ [ن] <قنت একাগ্রচিত্ত হওয়া, আত্মনিবেশ করা, মনোনিবেশ করা, অনুগত হওয়া ৩৩:৩১

قَانِتٌ একাগ্রচিত্ত, আত্মনিবিষ্ট, নিষ্ঠাবান, অনুগত, বাধ্যগত, এবাদতে মত্ত ৩৯:

قَنَطَ [ن، ض] <قنط নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া, হতোদ্যম হওয়া, ভগ্নহৃদয় হওয়া, নিষ্পৃহ হওয়া ৪২:২৮

قَانِطٌ নিরাশ, হতাশ, আশাহত, হতোদ্যম, ভগ্নহৃদয়, নিষ্পৃহ ১৫:৫৫

قَنُوطٌ ام অতিশয় নিরাশ, ভগ্নমনা, চরম হতাশ ৪১:৪৯

قِنْطَارٌ ج قَنَاطِيرُ <قنطر ভাণ্ডার, খাজানা, অঢেল সম্পদ, বিপুল সম্পদ, কুইন্টাল, কোটি ৩:৭৫

مُقَنطَرَةٌ ভাণ্ডারজাত, স্তুপিকৃত ৩:১৪

قَانِعٌ <قنع অল্পেতুষ্ট, সংযমী, অভাবী ২২:৩৬

مُقْنِعٌ উর্ধ্বমুখী, উত্থিতমস্তক, উন্নতশির ১৪:৪৩

قِنْوَانٌ و قِنْوٌ <قنو খেজুর গুচ্ছ, কাঁদি, থোকা, গোছা, ছড়া, ডালা ৬:৯৯

أَقْنَى <قني সম্পদশালী করা, ধনাঢ্য করা ৫৩:৪৮

قَابٌ <قوب ধনুক পরিমাণ, ধনুর্গুণ, শিঞ্জনী, ছিলা, ধনুর্বাণের মাঝের ব্যবধান ৫৩:

قَابَ قَوسَين  দুই ধনুক পরিমাণ, দুই ধনুকের ব্যবধান ৫৩:

أَقْوَاتٌ و قُوْتٌ <قوت আহার্য, খাদ্য, রিজিক, খোরাক ৪১:১০

مُقِيتٌ আহার্যদাতা, রিজিকদাতা, ভরণপোষণকারী ৪:৮৫

قَوْسٌ جل قِسِيٌّ، أَقْوَاسٌ <قوس ধনুক, ধনু ৫৩:

قَاعٌ ج قِيعَةٌ جل أَقْوَاعٌ، قِيْعَانٌ <قوع মরুভূমি, সমভূমি, সমতলভূমি, মসৃণ জমিন ২০:১০৬

قَالَ [ن]، قَوْلٌ، قِيْلٌ <قول বলা, কথা বলা, উক্তি করা, বর্ণনা করা, বক্তব্য করা, মন্তব্য করা, মতামত দেওয়া ৪:

تَقَوَّلَ বানিয়ে বলা, মিথ্যা বলা, মিথ্যারোপ করা, গুজব ছড়ানো ৫২:৩৩

قَوْلٌ  ج أَقْوَالٌ، أَقَاوِيلُ কথা, উক্তি, বর্ণনা, বাণী, বাক্য, বক্তব্য, মন্তব্য, মতামত, গল্প, কল্পকাহিনী, কল্পিত কথা, ভিত্তিহীন গুজব ৬৯:৪০

قَائِلٌ বক্তা, প্রবক্তা, উক্তিকারী, মতপোষনকারী ১২:১০

قَامَ، قِيَامًا <قوم দাঁড়ানো, খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া, ওঠা, অবস্থিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, কায়েম হওয়া, সম্পন্ন হওয়া ৪:

أَقَامَ، إِقَامٌ، إِقَامَةٌ দাঁড় করানো, খাড়া করা, উঠানো, অবস্থান করা, কায়েম করা, সম্পন্ন করা, প্রতিষ্ঠিত করা, যথার্থ করা ২১:৭৩

اسْتَقَامَ কায়েম থাকতে চাওয়া, অবস্থানে অটল থাকা, সুস্থির থাকা, অটল থাকা, দৃঢ়পদ থাকা, সোজা চলা, সঠিক হওয়া, সোজা হওয়া, সরল হওয়া ৯:

قَائِمٌ ج قِيَامٌ مث قَائِمَةٌ দণ্ডায়মান, সুস্থির, দৃঢ়পদ, প্রতিষ্ঠাতা, দাঁড়ানো, খাড়া, স্থির, প্রতিষ্ঠিত, অটল ৩:৩৯

قَوَّامٌ ام দৃঢ়পদ, অবস্থান মজবুতকারী, অভিভাবক, তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক, কর্তৃত্বশীল, বলীয়ান, পৃষ্ঠপোষক ৪:৩৪

الْقَيُّومُ ام চিরকায়েম, স্বাধিষ্ঠপ্রভু, স্রষ্টানিয়ন্তা ৩:

أَقْوَمُ সঠিকতর, কায়েমকারী, বেশিদৃঢ়পদ, অতিসোজা, অধিকতর যোগ্য ২:২৮২

مَقَامٌ অবস্থানস্থল, দাঁড়ানোর স্থান, অবস্থান, বাসস্থান, মর্যাদা, পদমর্যাদা ২:২২৫

مُقَامٌ، مُقَامَةٌ অবস্থানস্থল, বাসস্থান, ঠাই ৩৫:৩৫

مُقِيمٌ কায়েমকারী, প্রতিষ্ঠাকারী, সম্পাদনকারী, আদায়কারী, স্থায়ী, চিরস্থায়ী ৫:৩৭

قِيَمٌ، قَيِّمٌ، قَيِّمَةٌ সুসম্পন্ন, প্রতিষ্ঠিত, চিরকায়েম, যথার্থ, সঠিক, নির্ভুল, বিশুদ্ধ, সরল, চিরস্থায়ী ৯:৩৬

قَوَامٌ মাঝামাঝি দৃঢ়পদ, সুস্থির, মধ্যমপন্থা, ন্যায়সঙ্গত, সমতা ২৫:৬৭

تَقْوِيمٌ গঠন, আকৃতি, কাঠামো ৯৫:

مُسْتَقِيمٌ সোজাচলমান, অটলপন্থী, সরল, সোজা, সঠিক, যথার্থ, সুদৃঢ়, চিরসত্য ১:

قِيَامَةٌ দাঁড়ানো, খাড়া হওয়া, কিয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, হাশর, বিচারদিবস ২:৮৫

قَوْمُ جل أَقْوَامٌ কওম, উম্মত, জাতি, গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত, লোকজন, অনুসারী ২:১১৮

قُوَّةٌ ج الْقُوَى <قوو শক্তি, বল, তকত, সামর্থ, জোর, প্রতাপ, ক্ষমতা ৫৩:

قَوِيٌّ جل أَقْوِيَاءُ শক্তিশালী, শক্তিধর, বলবান, বলিয়ান, সামর্থবান, প্রতাপশালী, ক্ষমতাবান, প্ররাক্রমশালী, পরাক্রান্ত ৮:৫২

الْمُقْوِي মরুচারী, মরুবাসী, মরুভূমির মুসাফির ৫৬:৭৩

قَهَرَ [ف] <قهر শক্তি খাটানো, জুলুম করা, ক্ষমতা প্রয়োগ করা, জোরজবরদোস্তি করা, নির্যাতন করা, জুলুম করা ৯৩:

قَاهِرٌ প্রবল, পরাক্রমশালী, শক্তিশালী, বিজয়ী, তেজী, তেজীয়ান, তেজস্বী ৭:১২৭

قَهَّارٌ মহাপরাক্রমশালী, মহাশক্তিমান, বিজয়ী ৩৯:

قَيَّضَ <قيض নির্ধারণ করা, আবশ্যিক করা, লেলিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, নিয়োজিত করা ৪১:২৫

قَائِلٌ <قيل দুপুরে নিদ্রামগ্ন, দুপুরে শোয়া ব্যক্তি, দ্বিপ্রহরে নিদ্রাবস্থা, দ্বিপ্রহরে শয্যাশায়ী, মধ্যাহ্ননিদ্রায় বিভোর ৭:

مَقِيلٌ দুপুরের বিশ্রামাগার, দ্বিপ্রহরের শয্যাগার, মধ্যাহ্নশয্যা, বিশ্রামাগার ২৫:২৪

كاف [৫৯]

كَ ( পুং. এক বচন ) তোমার, তোমাকে ২:

كَذَلِك মূলত ছিল (كَذَا + لك) তোমার জন্যে এমনই, তোমার জন্যে ওটাই

كُمَا ( দ্বি. বচন ) তোমাদের, তোমাদেরকে ৭:২০

كُمْ ( পুং. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ২:১৪

كِ ( স্ত্রী. এক বচন ) তোমার, তোমাকে ১৯:১৯

كُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ১২:২৮

كَأْسٌ جل كُئُوْسٌ <كأس পেয়ালা, পানপাত্র, গ্লাস, সুরাবাটি, মদিরাপাত্র ৭৬:

كَأَنَّ، كَأَنَّمَا কেমন যেন, যেন ২২:৩১

وَيْكَأَنَّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক! ২৮:৮২

كَأَيٍّ، كَأَيِّنْ কত, কতিপয়, অনেক, বহু, অসংখ্য, প্রচুর, অগনিত ৩:১৪৬

كَبَّ [ن] <كبب মাথা নিচের দিকে করে ফেলা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৭:৯০

مُكِبٌّ অধোশির, অধোমুখী, নিম্নমুখী, নিপাতিত ৬৭:২২

كَبَتَ [ض] <كبت হেয় করা, অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা, লাঞ্ছিত করা, অবমাননা করা, অপদস্থ করা, নাজেহাল করা, অসম্মান করা, বেইজ্জত করা ৩:১২৭

كَبَدٌ جل أَكْبَادٌ، كُبُوْدٌ <كبد শ্রমসাধ্যতা, সহ্যক্ষমতা, সুঠামদেহ, কষ্ট, ক্লান্তি ৯০:

كَبِرَ [س] <كبر বড় হওয়া, বালেগ হওয়া, বয়স হওয়া ৪:

كَبُرَ [ك] বড় হওয়া, বড় হয়ে দাঁড়ানো, বড় আকার ধারণ করা, বাড়াবাড়ি হওয়া, অতিরঞ্জিত হওয়া, অসহনীয় হওয়া, উদ্বেগের বিষয় হওয়া, কঠিন হওয়া ৬:৩৫

أَكْبَرَ বড় করা, বড় করে দেখা, মহান মনে করা, বড় শ্রদ্ধা করা, মাসিক হওয়া, বড় হওয়া, বালেগ হওয়া ১২:৩১

كَبَّرَ، تَكْبِيرًا  আল্লাহু আকবার বলা, বড়ত্ব বর্ণনা করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, গুণগান করা, গুনকীর্তন ১৭:১১১

تَكَبَّرَ، اسْتَكْبَرَ، اسْتِكْبَارًا নিজেকে বড় মনে করা, বড়াই করা, গর্ব করা, অহংকার করা, স্পর্ধা করা, ধৃষ্টতা দেখানো ৭:১৩

مُتَكَبِّرٌ، مُسْتَكْبِرٌ অহংকারী, দাম্ভিক, বেয়াড়া, আমিত্বপূর্ণ, আত্মগর্বী, আত্মাভিমানী ৪০:২৭

 كِبْرٌঅহংকার, বড়াই, দর্প, দম্ভ, অহমিকা, স্পর্ধা, বড় দায়িত্ব, বড় ভূমিকা ২৪:১১

كِبَرٌ বার্ধক্য, প্রবীণতা, বড়োবয়স, শেষ বয়স ৩:৪০

كَبِيرٌ ج كُبَرَاء বড়, মহা, শ্রেষ্ঠ, মহান, প্রধান, সর্দার, নেতা, দলপতি, গুরুজন, বড়জন ৩৩:৬৭

كَبِيرَةٌ ج كَبَائِرُ বড়, মহা, শ্রেষ্ঠ, ভীষণ, কাবিরা গুনাহ, মহাপাপ ৪:৩১

كُبَّارٌ অতিবড়, বিরাট, বিশাল, অনেক বড় ৭১:২২

أَكْبَرُ  ج أَكَابِرُ  مث كُبْرَى  ج كُبَرٌ বৃহত্তম, সবচেয়ে বড়, শ্রেষ্ঠতম, কঠোরতম, কঠিনতম, ভীষণতম, বিভীষিকাপূর্ণ, বড় ৬:১২৩

الْكِبْرِيَاءُ مص শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, বড়াই, আমিত্ব ১০:৭৮

كَبْكَبَ <كبكب নিম্নমুখী করে ফেলা, উল্টে  ফেলা, মাথা নিচের দিকে করে পোতা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৬:৯৪

كَتَبَ [ن] <كتب লেখা, লিখে রাখা, লিপিবদ্ধ করা, লিখে দেওয়া, বিধান করা, নির্দেশ দেওয়া, ফরজ করা, অবধারিত করা, ভাগ্যে লিখে দেওয়া ৫:২১

اكْتَتَبَ লিখানো, লিখে নেওয়া, লিখিয়ে নেওয়া ২৫:

كَاتَبَ মুকাতাব বানানো, দাসের চুক্তিপত্রে মুক্তিপণের পরিমাণ লেখা ২৪:৩৩

كَاتِبٌ جل كُتَّابٌ কাতিব, লেখক, কেরানি ২১:৯৪

كِتَابٌ ج كُتُبٌ কিতাব, কুরআন, গ্রন্থ, বই, লিপি, চিঠি, লিখিত পুস্তক, আল্লাহর বাণী, ওহি, আমলনামা, আজ্ঞালিপি, ফরমান, সনদ ২:

مَكْتُوبٌ লিখিত, লিপিবদ্ধ, হুকুমনামা, রচিত ৭:১৫৭

كَتَمَ [ن] <كتم গোপন করা, লুকানো, চেপে যাওয়া, ধামাচাপা দেওয়া, আড়াল করা ২:৪২

كَثِيبٌ جل كُثُبٌ، كُثْبَانٌ <كثب বালি, বালুকা, বালুকারাজি, বালুস্তুপ ৭৩:১৪

كَثُرَ [ك] <كثر বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া, অধিক হওয়া, বাড়া ৪:

كَثَّرَ، أَكْثَرَ বৃদ্ধি করা, বেশি করা, অধিক করা, বাড়ানো, জুড়ে দেওয়া, সংখ্যাধিক্য করা ৭:৮৬

اسْتَكْثَرَ বাড়াতে চাওয়া, অধিক অর্জন করা, ধনী হওয়া, অনেক সঞ্চয় করা, পুঞ্জিভুত করা ৭:১৮৮

كَثْرَةٌ বর্ধন, পরিবর্ধন, আধিক্য, সংখ্যাধিক্য, প্রাচুর্য, বহুলতা, বাহুল্য ৫:১০০

كَثِيرٌ  مث كَثِيرَةٌ বেশি, বিস্তর, প্রভূত, বহুত, অনেক, বহু, প্রচুর, অধিক, অতিরিক্ত, যথেষ্ট, পর্যাপ্ত, অজস্র, অগণিত, অসংখ্য, অঢেল, অসীম ৪:

أَكْثَرُ সবচেয়ে বেশি, অধিকতর, অনেক বেশি, অধিকাংশ, বেশির ভাগ, অধিক সংখ্যক, অনেকে, বহুলোক ৪:১২

تَكَاثُرٌ প্রাচুর্য, আধিক্য, সম্পদের মোহ, ধনসম্পদ, ধনবর্ধন ১০২:

الْكَوْثَرُ কাউসার: জান্নাতের সুপেয় পানির হাউজ, হাউজে কাউসার ১০৮:

كَدْحٌ <كدح আপ্রাণ চেষ্টা করা, ঘামঝরা মেহনত করা, রক্ত ঘামানো সাধনা করা ৮৪:

كَادِحٌ রক্ত ঘামানো মেহনতকারী, অধ্যবসায় পরিশ্রমী, পরিশ্রমপরায়ণ ৮৪:

انكَدَرَ <كدر প্রভাহীন হওয়া, নিষ্প্রভ হওয়া, মলিন হওয়া, বিক্ষিপ্ত হওয়া ৮১:

أَكْدَى <كدي কৃপণতা করা, অল্প দেওয়া, দান না করা, অল্প খরচ করে বিরত থাকা, বিরত থাকা, পুরাপুরি দান না করা, দান করবে না বলে দেওয়া ৫৩:৩৪

كَذَبَ [ض] <كذب মিথ্যা বলা, অসত্য বলা, মিথ্যা মনে করা, মিথ্যা হওয়া, অসত্য হওয়া

كَذَّبَ، تَكْذِيبٌ، كِذَّابًا মিথ্যুক বলা, মিথ্যাবাদী বলা, মিথ্যাচার করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা অভিহিত করা, মিথ্যা প্রমাণ করা, অসত্য প্রমাণ করা, অবিশ্বাস করা, মিথ্যা সাব্যস্ত করা, ধাপ্পাবাজি করা, ৭৮:২৮

كَذِبٌ جل أَكَاذِيْبُ মিথ্যা, অসত্য, ভুয়া, অলীক, উড়োকথা, অবান্তর, মিথ্যাচার ৩:৭৫

كَاذِبٌ مث كَاذِبَةٌ মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা, অসত্য, অবাস্তব, অবান্তর ৫৬:

كَذَّابٌ মিথ্যাচারী, মিথ্যাপ্রিয়, চরম মিথ্যুক, অতিশয় মিথ্যুক, ধাপ্পাবাজ, ধড়িবাজ ৩৮:

مَكْذُوبٌ মিথ্যাপন্ন, মিথ্যাযোগ্য, মিথ্যা, মিথ্যে, অসত্য ১১:৬৫

غَير مَكْذُوبٍ মিথ্যা নয়, অসত্য নয়, পরম সত্য, বাস্তব, অমিথ্যা, অমিথ্যে ১১:৬৫

مُكَذِّبٌ মিথ্যাচারী, মিথ্যারোপকারী, মিথ্যা প্রতিপন্নকারী, ধাপ্পাবাজ, অবিশ্বাসী ৬:১১

كَرْبٌ جل كُرُوْبٌ <كرب বিপদ, বিভীষিকা, দুশ্চিন্তা, মনস্তাপ, দুঃখ, উৎকণ্ঠা, আশঙ্কা, অধীরতা ৬:৬৪

كَرَّةٌ جل كَرَّاتٌ <كرر একবার, আরেক বার, আবার, দ্বিতীয় বার, পুনরায়, নতুনভাবে, প্রত্যাবর্তন ৭৯:১২

كَرَّتَيْنِ দ্বিতীয় বার, পুনর্বার ৬৭:

كُرْسِيٌّ جل كَرَاسِيُّ <كرس কুরসী: আল্লাহর সিংহাসন, রাজাসন, চেয়ার ২:২৫৫

كَرَّمَ، أَكْرَمَ، الإِكْرَام <كرم সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া, সম্মানিত করা, শ্রেষ্ঠত্ব দেওয়া, অভিজাত বানানো ১২:২১

كَرِيمٌ ج كِرَامٌ সম্মানিত, মহৎ, অভিজাত, সম্ভ্রান্ত, কুলীন, সদয়, দানশীল, ভদ্র, শিষ্ট, গণ্যমান্য, বরেণ্য, শ্রদ্ধেয়, মর্যাদাশালী, খ্যাতনামা, সম্মানজনক, সম্মানের, অনিন্দ্য, গৌরবজনক, মর্যাদাপূর্ণ ৮০:১৬

الأَكْرَمُ সর্বাধিক সম্মানিত, জনপ্রিয়, প্রিয়জন, অধিক মর্যাদাশীল, মহামহিম ৬:

مُكَرَّمَةٌ، مُكْرَمٌ সম্মানিত, সম্মানার্হ, শ্রদ্ধেয়, অভিজাত, কুলীন ৮০:১৩

مُكْرِمٌ সম্মানদাতা, সমীহকারী, সমাদরকারী, মানসম্মান রক্ষাকারী, মানরক্ষক ২২:১৮

كَرِهَ [س] <كره অপছন্দ করা, ঘৃণা করা, খারাপ মনে করা, ভালো না লাগা, অমনঃপূত হওয়া, বেজার হওয়া, বিরক্ত হওয়া ৪:১৯

كَرَّهَ অপছন্দ বানানো, ঘৃণিত বানানো, অপ্রিয় করা, অপ্রিতিকর করা, স্বভাববিরুদ্ধ করা, ঘৃণার বস্তু বানানো, ঘৃণাকর বানানো ৪৯:

أَكْرَهَ، إِكْرَاهٌ বল প্রয়োগ করা, শক্তি খাটানো, বাধ্য করা ২০:৭৩

كَرْهٌ বলপূর্বক, বল প্রয়োগে, বাধ্য হয়ে, অনিচ্ছায়, গোমড়ামুখে, বেজারভাবে ৩:৮৩

كُرْهٌ অপ্রিয়, অপছন্দ, না পছন্দ, বাধ্য হয়ে, অতিকষ্ট, কষ্ট, ঘৃণার বিষয়, ঘৃণাভরে, সবলে ২:২১৬

كَارِهٌ অপছন্দকারী, অপ্রীত, ঘৃণাকারী, বিমুখ, বেজার, অখুশি, ক্ষুব্ধ ৮:

مَكْرُوهٌ মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, অপ্রিয়, অপ্রিতিকর, বিরক্তিকর ১৭:৩৮

كَسَبَ [ض]، اكْتَسَبَ <كسب অর্জন করা, উপার্জন করা, কামাই করা, হাসিল করা, কর্তব্যপালন করা, কর্ম করা ২৪:১১

كَسَادٌ <كسد দাম কমা, বাজার মন্দা হওয়া, লস হওয়া, লোকসান হওয়া, মূল্যহ্রাস, দাম পড়া ৯:২৪

كِسَفٌ، كِسْفٌ و كِسْفَةٌ <كسف টুকরা, অংশ, খণ্ড, ফালি ৫২:৪৪

كُسَالَى و كَسْلَانٌ <كسل অলস, আলসে, নিরুৎসাহ, অনাগ্রহী, আলস্যপরায়ণ ৯:৫৪

كَسَا [ن] <كسو পরিধান করানো, পরানো, কাপড় দেওয়া ২৩:১৪

كِسْوَةٌ جل كُسًى পোশাক, পরিচ্ছদ, পরিধেয়, জামাকাপড়, অঙ্গাবরণ, অঙ্গবাস ৫:৮৯

كَشَطَ [ض] <كشط গুটিয়ে ফেলা, অপসারণ করা, স্থানচ্যুত করে ভাঁজ করা, উন্মুক্ত করা, অনাবৃত করা ৮১:১১

كَشَفَ [ض]، كَشْفٌ <كشف খোলা, খুলে ফেলা, উন্মুক্ত করা, অনাবরণ করা, মোচন করা, মুক্ত করা, দূর করা, অপসারণ করা, বিদূরণ করা, প্রকাশ করা ১৭:৪৬

كَاشِفٌ مث كَاشِفَةٌ উন্মোচক, মোচক, নিবারক,  উন্মুক্তকারী, অপসারক, প্রকাশক ৩৯:৩৮

كَاظِمٌ، كَظِيمٌ <كظم রাগ সংবরণকারী, সংযমী, সংযমপরায়ণ, সহনশীল, সহিষ্ণু, অব্যাকুল, আত্মনিয়ন্তা, বিমর্ষ, ম্রয়িমাণ, ব্যথিত, বিষাদগ্রস্ত, বিষণ্ন ১২:৮৪

مَكْظُومٌ সংযত, সুসংযত, ইচ্ছানিবৃত, আত্মনিয়ন্ত্রিত ৬৮:৪৮

الْكَعْبَيْنِ <كعب গোড়ালির উপরস্থ উঁচু হাড্ডি, পায়ের টাখনু, গিট, গুলি, ঘণফল ৫:

الْكَعْبَةُ কা‘বা: বাইতুল্লাহ যা পৃথিবীর প্রথম সমুন্নত গৃহ ৫:৯৫

كَوَاعِبُ و كَاعِبَةٌ উন্নতস্তন হুর, স্ফীতস্তন কোমলমতী কুমারী, অপ্সরা, হুর, হুরী ৭৮:৩৩

كُفُؤًا <كفأ সমকক্ষ, সমতুল্য, সম, সাদৃশ্যপূর্ণ, সদৃশ, মতো, অনুরুপ, প্রতিম ১১২:

كِفَاتٌ <كفت জীবিতমৃতের পর্যাপ্ত জায়গা, ধারণক্ষম, ধারক, সর্বসংকুল, সংকুলানপাত্র, অপরিমেয় স্থান, বিস্তৃত, প্রশস্ত ৭৭:২৫

كَفَرَ [ن]، كُفْرٌ، كُفْرَانٌ، كُفُوْرٌ <كفر কুফরি করা, ইমান না আনা, বেইমান হওয়া, কাফের হওয়া, অবিশ্বাস করা, অমান্য করা, গোপন করা, নিয়ামত গোপন করা, লুকানো, প্রকাশ না করা, অস্বীকার করা, স্বীকার না করা, অগ্রাহ্য করা, না শুকরি করা, কৃতজ্ঞতা না করা,  অকৃতজ্ঞ হওয়া, কৃতঘœ হওয়া ৩:৫২

كَفَّرَ অপরাধ গোপন করা, গুনাহ লুকানো, গুনাহ মাফ করা, পাপ মোচন করা, দোষমুক্ত করা ২:২৭১

كَافِرٌ ج كَفَرَةٌ، كُفَّارٌ مث كَافِرَةٌ ج كَوَافِرُ কাফের, বেইমান, অমুসলিম, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারকারী, নিয়ামত গোপনকারী, না শুকর, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, বিধর্মী ৩:১৩ কৃষক, কিষাণ, বিজ মাটিতে গোপনকারী ৫৭:২০

كَفُورٌ، كَفَّارٌ বড় কাফের, অতিবেইমান, অতিকৃতঘœ, চরম না শুকর, অবিশ্বাসী, নিয়ামত গোপনকারী ১১:

كَفَّارَةٌ কাফফারা, পাপের আবরণী, আবরণী, পাপমোচক, পাপমোচনী, মার্জনী, খেসারত, জরিমানা ৫:৪৫

كَافُورٌ جل كَوَافِيْرُ কাফুর: জান্নাতের সুগন্ধি ঝরণা, কর্পুর, কর্পুরের ঝরণা ৭৬:

كَفَّ [ن] <كفف গুটিয়ে নেওয়া, টেনে নেওয়া, সংবরণ করা, জমিয়ে নেওয়া, বাধা দেওয়া, বিরত রাখা, নিবৃত্ত করা, অবদমিত করা ৪:৮৪

كَفٌّ جل أَكُفٌّ، كُفُوْفٌ হাত, হস্ত, হাতের তালু ১৩:১৪

كَافَّةٌ সম্পূর্ণ, সবাই, পুরাপুরি, সর্বতোভাবে, সামগ্রিকভাবে, একযোগে, দলে দলে ৯:৩৬

كَفَلَ [ن] <كفل দায়িত্ব নেওয়া, জিম্মাদার হওয়া, জামিন হওয়া, তত্ত্বাবধান করা, রক্ষণাবেক্ষণ করা, প্রতিপালনের জন্য নেওয়া ৩:৪৪

كَفَّلَ، أَكْفَلَ দায়িত্ব দেওয়া, অভিভাবক বানানো, তত্ত্বাবধায়ক বানানো, জামিন বানানো ৩:৩৭

كِفْلٌ جل أَكْفَالٌ সমপরিমাণ অংশ, মতো ৪:৮৫

كِفْلَيْنِ দ্বিগুন, দুই অংশ, ডবল, দুই ধরণের প্রতিদান ৫৭:২৮

ذَا الْكِفْلِ জুলকিফল আলাইহিস সালাম২১:৮৫

كَفِيلٌ جل كُفَلَاءُ কফিল, জামেন, প্রতিভূ, অবধায়ক, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল ১৬:৯১

كَفَى [ض] <كفي যথেষ্ট হওয়া, পর্যাপ্ত হওয়া, প্রচুর হওয়া, রক্ষা করা ৪:

كَافٍ যথেষ্ট, রক্ষণশীল, অনেক বেশি ৩৯:৩৬

كَلَأَ [ف] <كلأ তত্ত্বাবধান করা, দেখভাল করা, দেখাশোনা করা, হেফাজত করা, রক্ষা করা, নিরাপদ রাখা ২১:৪২

كَلْبٌ جل كِلَابٌ <كلب কুকুর, কুত্তা, সারমেয় ৭:১৭৬

مُكَلِّبٌ কুকুরের কর্মকারী, শিকারে নিয়োজিত পশুপাখি, হিংস্র প্রাণী ৫:

كَالِحٌ <كلح কুৎসিত, কদাকার, বিকৃতবদন, বিকৃতমুখ, বীভৎস, ফ্যাকাশে ২৩:১০৪

كَلَّفَ <كلف বিধান দেওয়া, বিধানারোপ করা, দায়িত্ব অর্পণ করা, দায়ী করা, চাপ দেওয়া, ভার অর্পণ করা, আদিষ্ট করা, বোঝা চাপানো, চাপিয়ে দেওয়া, কষ্ট দেওয়া ৬৫:

مُتَكَلِّفٌ ভানকারী, ভনিতাকারী, প্রবঞ্চক, মিথ্যাদাবিদার, ছলাকুশলী ৩৮:৮৬

كَلٌّ <كلل বোঝা, ভারি বোঝা, বড় সমস্যা, পরমুখাপেক্ষী ১৬:৭৬

كُلٌّ সমস্ত, সকল, যাবতীয়, সমুদয়, যতসব, সবকিছু, প্রতিটি বস্তু, প্রত্যেকে, সকলে, সবকটি, পুরো, পুরাপুরি, সব, সবাই ২:২০

كُلَّمَا যখনই, তখনই, যতবার, ততবার, প্রত্যেক বার, প্রতিবার, যাই ২:২০

كَلاَلَةٌ পিতামাতা ও সন্তানহীন, বেওয়ারিশ, স্বজনহীন ৪:১২

كَلَّا আদৌ তেমন নয়, কিছুতেই না, কখনও না, হতেই পারে না, মোটেই না, এরূপ নয় ১৯:৭৫

كَلَّمَ، تَكْلِيمًا، تَكَلَّمَ <كلم বলা, কথা বলা, আলাপ করা, আলোচনা করা, কথোপকথন করা ৪:১৬৪

كَلِمَةُ  ج كَلِمَات، كَلِمٌ؛ كَلَامٌ اج কথা, বাণী, বাক্য, উক্তি, আলাপ, আলোচনা, কথাবার্তা, প্রতিশ্রুতি, নেয়ামত, ওহি, কুরআন, নেয়ামত ৯:

كِلاَ، كِلْتَا উভয়, দুই, -দ্বয় ১৭:২৩

كَمْ কত, কতটি, কয়টি, কতিপয়, বহু, অনেক ৪৪:২৬

أَكْمَلَ <كمل পূর্ণ করে দেওয়া, পূর্ণাঙ্গ করা, পূর্ণ করা, পরিপূর্ণ করা ৫:

كَامِلٌ مث كَامِلَةٌ পরিপূরক, পরিপূর্ণ, সম্পূর্ণ, পূর্ণাঙ্গ ২:১৯৬

أَكْمَامٌ و كِمٌّ <كمم খোসা, ঝিল্লিকোষ, আবরণ ৫৫:১১

الأَكْمَهُ جل كُمْهٌ <كمه অন্ধ, জন্মান্ধ, পূর্ণ অন্ধ ৩:৪৯

كَنُودٌ <كند অত্যন্ত অকৃতজ্ঞ, অতিকৃতঘœ, নাশোকর, অবিশ্বাসী, বিদ্রোহী, অস্বীকারকারী ১০০:

كَنَزَ [ض] <كنز পুঞ্জীভূত করা, জমিয়ে রাখা, গুদামজাত করা, সঞ্চয় করা, রাশীকৃত করা, স্তুপিকৃত করা, বাক্সবন্দি করা ৯:৩৫

كَنْزٌ ج كُنُوزٌ পুঞ্জীভূত সম্পদ, ভাণ্ডার, স্তুপ, খাজানা, হামার, সঞ্চিতধন ২৬:৫৮

كُنَّسٌ و كَانِسٌ <كنس তারকা, লুকায়িত তারকা, অস্তমিত নক্ষত্র, চলন্ত জ্যোতিষ্ক, ধূমকেতু, ঝাঁটাতারা, গতিশীল তারকাপুঞ্জ ৮১:১৬

أَكَنَّ <كنن গোপন করা, লুকিয়ে রাখা, হৃদয়ে পোষা, ঢেলে রাখা, পর্দা ফেলা, আবরিত করা, ঢাকনা দেওয়া ২:২৩৫

أَكِنَّةٌ، أَكْنَانٌ و كِنٌّ পর্দা, গেলাফ, আবরণ, ঢাকনা, গোপনাশ্রয় ১৬:৮১

مَكْنُونٌ গুপ্ত, পর্দাবৃত, আবরিত, আবরণে ঢাকা, প্যাকেটজাত, সুরক্ষিত ৩৭:৪৯

أَكْوَابٌ و كُوْبٌ <كوب গ্লাস, পানপাত্র, মগ, পেয়ালা ৪৩:৭১

كَادَ [س، ض] <كود উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি পৌঁছা, ইচ্ছা করা, সক্ষম হওয়া, পারা ২:৭১

كَوَّرَ <كور পেচানো, জড়িয়ে নেওয়া, আলোক গুটিয়ে নেওয়া, আলোকহীন করা ৮১:

كَوْكَبٌ  ج كَوَاكِبُ <كوكب নক্ষত্র, তারা, জ্যোতিষ্ক, জ্যোতির্মণ্ডল, সিতারা, নক্ষত্রমালা, তারকামালা, তারাজগৎ ৩৭:

كَانَ [ن] <كون হওয়া, থাকা, ছিল, আছে ২:১০

اسْتَكَانَ বিনত হওয়া, নত হওয়া, অক্ষম হওয়া, দুর্বল হওয়া, দমিত হওয়া ৩:১৪৬

مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা, বাসস্থান, স্বস্থান, আলয়, গৃহ ৬:১৩৫

كَوَى [ض]، تُكْوَى <كوي সেক দেওয়া, সেকা, দাগ দেওয়া, দগ্ধ করা, ইস্ত্রি করা, ইস্তিরি করা, আইরন করা ৯:৩৪

كَهْفٌ جل كُهُوْفٌ <كهف পাহাড়ের প্রশস্ত গুহা, গিরিগহ্বর, গিরিগুহা, শৈলগহ্বর ১৮:১১

كَهْلٌ جل كُهُوْلٌ <كهل ত্রিশোর্ধ, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ, বার্ধক্যে ৩:৪৬

كَاهِنٌ جل كَهَنَةٌ <كهن গণক, ভবিষ্যদ্বক্তা, গণৎকার, পুরোহিত, পাদ্রী ৫২:২৯

كَيْ، لِكَي যেন, যাতে, যার ফলে, ফলশ্রুতিতে ২০:৩৩

كَيْلَا، لِكَيْلاَ যেন না, যাতে না, যেন না হয়, যাতে না হয় ২২:

كَادَ [ض]، كَيْدًا <كيد ষড়যন্ত্র করা, দুর্ভিসন্ধি করা, ফন্দি আটা, কৌশল করা, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, ধোঁকাবাজি করা, চক্রান্ত, চালাকি, ধূর্ততা, শঠতা ৮৬:১৫

الْمَكِيدُ চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতারণার শিকার, ফাঁদে পড়া, ফাঁদে বিদ্ধ, প্রতারিত,  ৫২:৪২

كَيْفَ <كيف কেমন, কিরূপ, কী ধরণের, কিভাবে, কেমন করে, যেরূপ ২:২৮

كَالَ [ض]، كَيْلٌ، اكْتَالَ <كيل মাপা, ওজন করা, পরিমাপ করা ৮৩:

كَيْلٌ جل أَكْيَالٌ ওজন, পরিমাণ, মাপ, সের-কাঠার পরিমাপ, বরাদ্ধ ৭:৮৫

مِكْيَالٌ جل مَكَايِيْلُ সের, কাঠা, ওজন পাল্লা, পরিমাপক, ওজনের একক ১১:৮৪

لام [৫৮]

لَ، لِ এর, জন্য, কারণ, হেতু, নিমিত্ত, কসম, শপথ, অবশ্যই, নিশ্চয়ই, নিঃসন্দেহে, নিশ্চিত, অবধারিত, যেন, যাতে, কখনও ২:

لَا না, নয়, নই, নহে, নৈবচ, কখনও না ১:

أَلاَ জেনে রেখো, শুনে রাখ, শোন, সাবধান, খবরদার ২:১২

فَلاَ তবে নয়, সুতরাং নয় ২:৩৮

أَفَلاَ তারপরেও কি... নয়? তবুও কি... নয়? ২:৪৪

أَوَلاَ তাহলে কি... নয়? তবে কি ... নয়? ২:৭৭

لَاتَ নেই, ছিল না ৩৮:

لُؤْلُؤٌ و لُؤْلُؤَةٌ <لألأ মুক্তা, মণি, মাণিক্য, মানিক, মোতি, রত্ন, হীরা, হীরক, জহরত ৫২:২৪

لُبٌّ ج الأَلْبَابُ <لبب জ্ঞান, বুদ্ধি, মতি ৩:

أُولِى الأَلْبَاب জ্ঞানী, বুদ্ধিমান, মতিবান, ধীমান, মতিমন্ত, প্রজ্ঞাবান ৩:

لَبِثَ، تَلَبَّثَ <لبث থামা, থেমে থাকা, দেরি করা, থাকা, অবস্থান করা, বাস করা, অপেক্ষা করা, বিলম্ব করা ৩৩:১৪

لَابِثٌ অবস্থানকারী, বাসিন্দা, বাসকারী, অধিবাসী ৭৮:২৩

لُبَدٌ، لِبَدٌ و لُبْدَةٌ <لبد অনেক, অপরিমেয়, পর্যাপ্ত, সম্পূর্ণ, সমস্ত, পুরো, পুরোপুরি, সকল ৯০:

لَبَسَ [ض]، لَبْسٌ <لبس সন্দেহ করা, সংশয় করা, মিলানো, মিশানো, মিলিয়ে ফেলা, গুলিয়ে ফেলা, মিশ্রিত করা, একাকার করা, গরমিল করা, গোঁজামিল দেওয়া, ভুলসিদ্ধান্ত নেওয়া, তালগোল পাকানো, অন্ধকারে থাকা, ঢাকা পড়ে থাকা ৬:

لَبِسَ [س] পরিধান করা, পরা, গায়ে দেওয়া ১৬:১৪

لِبَاسٌ جل أَلْبِسَةٌ লিবাস, পোশাক, পরিচ্ছদ, পরিধেয়, বস্ত্র, আভরণ, আবরণ, কাপড় ২:১৮৭

لَبُوسٌ লৌহবর্ম, রণবস্ত্র, বর্ম, লিবাস, পোশাক ২১:৮০

لَبَنٌ جل أَلْبَانٌ <لبن দুধ, দুগ্ধ ৪৭:১৫

مَلْجَأٌ <لجأ আশ্রয়স্থল, পানাহ, আশ্রয়কেন্দ্র, আশ্রম, অবলম্বন ৯:৫৭

لَجَّ <لجج গভীর হওয়া, ডুবে থাকা, মত্ত থাকা, তলিয়ে যাওয়া, অটল থাকা, অনড় থাকা, জিদ করা ২৩:৭৫

لُجَّةٌ جل لُجَجٌ؛ لُجِّيٌّ গভীর জলাশয়, অতল দরিয়া, অথৈ সাগর ২৭:৪৪

أَلْحَدَ، إِلْحَادٌ <لحد সত্যচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া, বিপথগামী হওয়া, পথ পরিবর্তন করা, বাঁকাপথ ধরা, বক্রপথে চলা, পথভ্রষ্ট হওয়া, অপব্যাখ্যা করা, ধাবিত হওয়া, আকৃষ্ট হওয়া ২২:২৫

مُلْتَحَدٌ কাক্সিক্ষত, আশ্রয়, পানাহ, আশ্রম ১৮:২৭

إِلْحَافٌ <لحف দুর্বলতা প্রকাশ করে সাহায্য চাওয়া, কাকুতি মিনতি করা, অনুনয় বিনয় করা, যাচনা করা, আর্জি করা ২:২৭৩

لَحِقَ [س] <لحق সম্পৃক্ত হওয়া, মিলিত হওয়া, যোগ দেওয়া ৬২:

أَلْحَقَ সম্পৃক্ত করা, মিলিত করা, মিলন ঘটানো, অন্তর্ভূক্ত করা ৫২:২১

لَحْمٌ ج لُحُومٌ <لحم গোশত, মাংস ২২:৩৭

لَحْنٌ جل أَلْحَانٌ، لُحُوْنٌ <لحن কণ্ঠস্বর, ভঙ্গিমা, বাচনভঙ্গি, সুর ৪৭:৩০

لِحْيَةٌ جل لُحًى <لحي দাড়ি, শ্মশ্রু ২০:৯৪

أَلَدُّ ج لُدٌّ <لدد অতি ঝগড়াটে, কলহপ্রিয়, বিবাদকারী, কুটিল, কলহপরায়ণ, বিসংবাদী ২:২০৪

لَدُنْ <لدن নিকট, পক্ষ, সান্নিধ্য, সন্নিধান, কাছে, সমীপে ১১:

لَدَى <لدي নিকট, কাছে, সমীপে, সকাশে, সান্নিধ্য ৩:৪৪

لَذَّ [س] <لذذ সুস্বাদু ও মজাদার ভাবা, তৃপ্তিকর ভাবা, তৃপ্তিদায়ক হওয়া ৪৩:৭১

لَذَّةٌ جل لَذَّاتٌ মজাদার, রুচিকর, সুস্বাদু, সুপেয়, রুচিকর, মুখরোচক ৩৭:৪৬

لَازِبٌ ص <لزب আঠালি মাটি, ঠনঠনে, চটচটে, শক্ত ৩৭:১১

أَلْزَمَ <لزم আবশ্যিক করা, বাধ্যতামূলক করা, অবশ্যম্ভাবী করা, অবশ্যকর্তব্য করা, অপরিহার্যকর্তব্য করা, লাগিয়ে রাখা, অনিবার্য করা, অবিচ্ছেদ্য করা ১৭:১৩

لِزَامٌ ص আবশ্যিক, অবশ্যম্ভাবী, অবিচ্ছেদ্য, অনিবার্য শাস্তি ২৫:৭৭

لِسَانٌ ج أَلْسِنَةٌ <لسن জিব্বা, জিহ্বা, রসনা, ভাষা, বাকশক্তি, কথা, মুখপাত্র, ভাষাগত ১৬:৬২

تَلَطَّفَ <لطف কোমল আচরণ করা, কোমলতা প্রদর্শন করা, সহানুভূতি দেওয়া, দয়া করা ১৮:১৯

لَطِيفٌ جل لُطَفَاءُ কোমল, স্নেহশীল, দয়ালু, সহানুভূতিশীল, নমনীয়, সূক্ষ্মদর্শী ৬:১০৩

تَلَظَّى <لظي দাউ দাউ করে জ্বলা, প্রজ্বলিত হওয়া, লেলিহান হওয়া, গনগনে হওয়া, শিখায়িত হওয়া, শিখা লকলক করা, দহনশীল হওয়া ৯২:১৪

لَظَى مص লেলিহান শিখা, জ্বলন্ত আগুন, অগ্নিশিখা, লেলিহান অগ্নি, গনগনে আগুন, জাহান্নামের আগুন ৭০:১৫

لَعِبَ [س]، لَعِبٌ <لعب খেলা, খেলা করা, , তামাশা করা, কৌতুক করা ৬:৯১

لَعِبٌ مص খেলাধুলা, তামাশা, ক্রীড়ানক, খেলনা, পুতুল, খেলাঘর ৬:৩২

لاَعِبٌ খেলোয়াড়, তামাশারত, খেলাবস্থায়, খেলোয়াড়বেশে, ক্রীড়ারত, ক্রীড়াবিদ ২১:

لَعَلَّ <لعل আশা করা যায়, সম্ভবত, হয়তো, হয়তোবা, হতে পারে, যাতে, যেন, অবশ্য, অবশ্যই, নিশ্চয়ই, নিঃসন্দেহে ২:২১

لَعَنَ [ف]، لَعْنًا <لعن অভিশাপ করা, রহমত থেকে বঞ্চিত করা, লানত করা, অভিসম্পাত দেওয়া, বদ দুয়া করা, গালি দেওয়া, অনিষ্ট কামনা করা ৩৩:৬৮

لَعْنَةٌ جل لَعَنَاتٌ অভিশাপ, লানত, বঞ্চনা, অশুভ কামনা, বদ দুয়া, বিষদৃষ্টি, শ্যেনদৃষ্টি ২:৮৯

لَاعِنٌ অভিশাপকারী, লানতকারী, গালিদাতা ২:১৫৯

مَلْعُونٌ مث مَلْعُونَةٌ অভিশপ্ত, শপ্ত, শাপগ্রস্ত, শাপিত, অভিশাপগ্রস্ত, অশুভ, অমঙ্গল ৩৩:৬১

لُغُوبٌ مص <لغب ক্লান্তির লেশ, ক্লেশ, দুর্বলতা, শ্রান্তি ৫০:৩৮

لَغَا [ن، س]، لَغْوًا <لغو বকবক করা, বাজে কথা বলা, আবোল তাবোল বকা, অনর্থ কথা বলা, বাচালতা করা, বকাবকি করা, গোলমাল করা, হৈচৈ করা ৪১:২৬

لَغْوٌ، لاَغِيَةٌ বকবকানি, বকাবকি, বাচালতা, বকুনি, আবোল তাবোল, আজেবাজে, বিপ্রলাপ, অনর্থ কথা, অসার কথা, অনর্থকতা, বেহুদা, অসারতা ৮৮:১১

لَفَتَ [ض] <لفت ফিরানো, পেছনে ফিরানো, ঘুরিয়ে দেওয়া ১০:৭৮

الْتَفَتَ ফিরা, ফিরে চাওয়া, পেছনে তাকনো, পেছনে ফিরানো, ভ্রুক্ষেপ করা, লক্ষ্য করা, নজর ফেরানো, দৃষ্টি দেওয়া ১১:৮১

لَفَحَ [ف] <لفح পোড়ানো, দগ্ধ করা, জ্বালিয়ে দেওয়া, অগ্নি সংযোগ করা, আগুন লাগানো ২৩:১০৪

لَفَظَ [ض] <لفظ বলা, উচ্চারণ করা, মুখে আনা ৫০:১৮

الْتَفَّ <لفف পেঁচানো, জড়িয়ে যাওয়া, বিজড়িত হওয়া, সন্নিবিষ্ট হওয়া ৭৫:২৯

أَلْفَافٌ و لِفٌّ ঘণসন্নিবেশিত বাগান, সংযুক্ত বৃক্ষরাজি ৭৮:১৬

لَفِيفٌ ص বিজড়িত, লাগোয়া, সন্নিবিষ্ট, উপচীয়মান, দলে দলে ১৭:১০৪

أَلْفَي <لفو ঘটনাক্রমে পাওয়া, দেখতে পাওয়া, প্রত্যক্ষ করা ২:১৭০

اَلْقَابٌ و لَقَبٌ <لقب উপাধি, খারাপ নাম, অপনাম, পূর্বনাম, খারাপ গুনের উল্লেখ ৪৯:১১

لَوَاقِحُ و لَاقِحٌ <لقح পানিবাহী বায়ু, বৃষ্টি বহনকারী বাতাস, বারিবাহী বায়ুমালা, পরাগায়ণযোগ্য বায়ু, গর্ভসঞ্চারী বায়ু, পরাগায়ণকারী বাতাসে উড়ন্ত মেঘমালা ১৫:২২

الْتَقَطَ <لقط কুড়িয়ে নেওয়া, কুড়ানো, তুলে নেওয়া, উঠানো ২৮:

لَقِفَ [س] <لقف গিলা, গিলে ফেলা, গ্রাস করা, গলাধঃকরণ করা, ঢোক গিলা, খেয়ে ফেলা, পেটে ঢোকানো ৭:১১৭

الْتَقَمَ <لقم গিলা, গিলে ফেলা, গ্রাস করা, গলাধঃকরণ করা, ঢোক গিলা, খেয়ে ফেলা, পেটে ঢোকানো ৩৭:১৪২

لُقْمَانُ লোকমান হাকীম আলাইহিস সালাম ৩১:১৩

لَقِيَ [س]، الْتَقَى، لَاقَي <لقي সাক্ষাৎ করা, সাক্ষাৎ পাওয়া, মিলিত হওয়া, মিলন ঘটা, যৌথ হওয়া, একযোগে চলা, পাওয়া, পেয়ে বসা, দেখা পাওয়া, মুখোমুখী হওয়া, সামনা-সামনি হওয়া ৪৩:৮৩

لَقَّى সাক্ষাৎ করানো, প্রদর্শন করা, দেখানো, দর্শানো, দেখতে দেওয়া, দেওয়া, তাউফিক দেওয়া, শিখানো, শিক্ষা দেওয়া ৭৬:১১

أَلْقَى ক্ষেপণ করা, নিক্ষেপ করা, প্রক্ষেপণ করা, ঢালা, ঢেলে দেওয়া, বিক্ষিপ্ত করা, নিশানা বানানো, স্থাপন করা, সংস্থাপন করা, উপস্থাপন করা, পেশ করা, রাখা, দেওয়া ৪:৯৪

تَلَقَّى সাক্ষাত করা, সৌজন্যসাক্ষাত কর, অভ্যর্থনা জানানো, প্রত্যক্ষ করা, পাওয়া, গ্রহণ করা, প্রত্যক্ষ গ্রহণ করা, শিখা, উচ্চারণ করা, জপা, মুখে আনা, বলে বেড়ানো, রটনা করা ২:৩৭

لِقَاءٌ، التَّلاَقُ সাক্ষাৎ, মোলাকাত, প্রত্যক্ষ, প্রদর্শন, উপস্থাপন, সামনা সামনি, মিলন, মিলনি, কিয়ামতের সাক্ষাৎ ৪০:১৫

تِلْقَاءٌ সাক্ষাতে, দিকে, অভিমুখ, পক্ষ ৭:৪৭

لاَقِي، مُلاَقٍ সাক্ষাৎকারী, অভিমুখী, মুখোমুখি।দর্শন লাভকারী, প্রত্যক্ষকারী, যে সাক্ষাৎ পাবে  ১৫:২০

مُلْقِيٌ ج،  مث الْمُلْقِيَات  উপস্থাপক, পেশকারী, উপস্থাপনকারী, নিক্ষেপকারী ৭৭:

الْمُتَلَقِّيَانِ আমল প্রত্যক্ষক, কর্ম পরিদর্শক, প্রত্যক্ষ গ্রহণকারী, আমল প্রত্যক্ষ ও গ্রহণকারী ফেরেশতাদ্বয় ৫০:১৭

لكِن، لكِنَّ কিন্তু, উপরন্তু, অথচ, বরং, তবে, এমনকি ২:১২

لِمَ কেন?, কি জন্য? কি কারণে? ৩:৬৫

لِمَا যা, যার, যা কিছুর, যা কিছু আছে তা, যার কারণে ২:৪১

لَمْ না, নয়, কখনও না, নৈবচ ২:

لَمَا নিশ্চয় ইহা, অবশ্যই তা ২:৭৪

لَمْحٌ مص <لمح পলক, দৃষ্টি, দৃষ্টিপাত ১৬:৭৭

لَمَزَ [ض] <لمز ভ্রুকুটি করা, ভ্রুকুঞ্চন করা, মুখভার করা, মুখ বাঁকানো, মুখভেংচানো, ব্যঙ্গ করা, মুখখিঁচানো, কটাক্ষ করা, বিদ্রূপ করা, অবজ্ঞা করা, নিন্দা করা, দুর্নম করা ৯:৫৮

لُمَزَةٌ ص ভ্রুকুটিকারী, কটাক্ষকারী, নিন্দুক, বিদ্রূপকারী, ব্যঙ্গকারী, ছিদ্রান্বেষী, দোষান্বেষী ১০৪:

لَمَسَ [ن، ض] <لمس স্পর্শ করা, ছোঁয়া, হাত দেওয়া, ঘেঁষা, সংস্পর্শ করা ৬:

لاَمَسَ শৃঙ্গার করা, কামকলা করা, মাখামাখি করা, মলামলি করা, ডলাডলি করা, সহবাস করা, রতিক্রিয়া করা, সঙ্গম করা ৫:

الْتَمَسَ হাতড়ানো, তালাশ করা, অনুসন্ধান করা, খোঁজা, খোঁজ করা, অন্বেষণ করা, পাত্তা করা, খোঁজাখুজি করা ৫৭:১৩

لَمًّا <لمم সবটুকু, পুরোটা, সম্পূর্ণভাবে, একত্রে, জমা করে, অনেক বেশি ৮৯:১৯

لَمَمٌ مص ছোট গুনাহ, সগীরা, পাপের কাছাকাছি, অন্যায়, গুনাহ করা, তাওবা করা, সাভাবিক অপরাধ করা ৫৩:৩২

لَمَّا না, নয়, নৈবচ, কখনও, যখন, তখন, সে সময়, কিন্তু, তবে ৬:

لَنْ না, নয়, কখনও নয় ২:৫৫

لَوْ যদি, হলে, তাহলে ২:৯৬

لَوْلاَ যদি না, না হলে, তা নাহলে, যদি না হত, কেন না ২:৬৪

لَوْ مَا কেন নয়? তবে কেন নয়? ১৫:৭

اللَاتُ <لوه ‘লাত’ নামক মুর্তি ৫৩:১৯

لَوْحٌ ج أَلْوَاحٌ <لوح ফলক, তক্তা, শ্লেট, বোর্ড, লিখিত ফলক ৮৫:২২

لَوْحٍ مَحْفُوظ লাওহে মাহফুজ: সুরক্ষিত লিখিত বিদ্যাফলক ৮৫:২২

لَوَّاحَةٌ ভস্মকারী, দগ্ধকারী, দহনকারী, প্রজ্বালক, প্রজ্বলনকারী, দগ্ধায়ক, দাহক ৭৪:২৯

لِوَاذٌ مص <لوذ আত্মগোপন করা, আশ্রয় নেওয়া, পানাহ নেওয়া, পারস্পরিক আশ্রয় ২৪:৬৩

لُوطٌ <لوط লুত আলাইহিস সালাম ১১:৭৪

لَامَ [ن]، لَوْمَةٌ <لوم তিরস্কার করা, ভর্ৎসনা, পরনিন্দা করা, কুৎসা করা, ধিক্কার দেওয়া, নিন্দা করা, বকুনি দেওয়া ১২:৩২

تَلاَوَمَ পরস্পরে নিন্দা করা, একে অপরকে তিরস্কার করা, বকাবকি করা ৬৮:৩০

لاَئِمٌ নিন্দুক, নিন্দাকারী, পরনিন্দাকারী, কুৎসাকারী, ভর্ৎসনাকারী, বিদ্রূপকারী, তিরস্কারকারী, বকাবকিকারী ৫:৫৪

اللَّوَّامَة তিরস্কারকারিণী প্রাণ, অতিনিন্দুকিনী, অনুশোচনাকারিনী ৭৫:

مُلِيمٌ، مَلُومٌ নিন্দিত, নিন্দনীয়, তিরস্কৃত, তিরস্কারযোগ্য, ধিকৃত, ভর্ৎসিত, অভিযুক্ত, অনুশোচিত ৫১:৪০

لَوْنٌ ج أَلْوَانٌ <لون রং, রঙ, বর্ণ, আভা, কালার ২:৬৯

لَوَى [ن]، لَيًّا، لَوَّى <لوي বাঁকা করা, পেঁচানো, কথা পেঁচানো, বিদ্রূপ করা, ভ্রুকুটি করা, মুখভেংচানো, ঝাকি দেওয়া, হেলানো, দুলানো, ঝাকানো, ঝোকানো ৪:৪৬

لَهَبٌ مص <لهب অগ্নিশিখা, স্ফুলিঙ্গ, অগ্নিস্ফুলিঙ্গ ৭৭:৩১

أبِي لَهَبٍ আবু লাহাব, অগ্নিশিখাবিশিষ্ট, শিখাধারী, অগ্নিশর্মা, অগ্নিপুরুষ, অগ্নিশিখার পিতা ১১১:

لَهَثَ [ف] <لهث হাঁপানো, হাঁসফাঁস করা, কাতরানো, হাঁপিয়ে পড়া, ক্লান্ত হওয়া, জিহ্বা বের করে শ্বাস নেওয়া, দম না থাকা, বেদম হওয়া ৭:১৭৬

أَلْهَمَ <لهم ইলহাম করা, অন্তরে কথা ঢেলে দেওয়া, প্রত্যাদেশ করা, হৃদয়ে নাড়া দেওয়া, হৃদয়ে কথা উদিত করা, মনে করানো ৯১:

أَلْهَا <لهو উদাসীন বানানো, বিমুখ করা, গাফেল করা, আনমনা বানানো, অন্যমনস্ক করা ১০২:

تَلَهَّى উদাসীন হওয়া, অনীহ হওয়া, উদাস হওয়া, আনমনা হওয়া, নিঃস্পৃহ হওয়া, ৮০:১০

لَهْوٌ مص উদাসীন্যসামগ্রী, বিনোদনসামগ্রী, খেলনা, খেলা, তামাশা ৬:৩২

لاَهِيَةٌ উদাসীনী, অন্যমনস্ক, নিঃস্পৃহ, বিতৃষ্ণ, অনাগ্রহী, আনমনা, উদাস ২১:

لَاتَ [ض] <ليت কমানো, কম দেওয়া, হ্রাস করা, অনুতপ্ত বানানো, আক্ষেপে ফেলা ৪৯:১৪

لَيْتَ কতইনা ভালো হতো!, যদি হতো!, হায়!, আফসোস! ৪:৭৩

لَيْسَ <ليس না হওয়া, না, নয়, নহে, নাই, নেই ২:১১৩

لَيْلٌ مث لَيْلَةٌ ج لَيَالِيُ <ليل রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, যামিনী, রাতে, রাত্রিবেলা ৬৯:

لَانَ [ض] <لين নরম হওয়া, কোমল হওয়া, নম্র হওয়া, সহজ হওয়া, নমনীয় হওয়া, শিথিল হওয়া, সদয় হওয়া, ভদ্র হওয়া ৩:১৫৯

أَلَانَ নরম করা, মোলায়েম করা, পেলব করা ৩৪:১০

لِينَةٌ اج সতেজ-কোমল খেজুরবৃক্ষ, তরতাজা খেজুরবৃক্ষ  ৫৯:

لَيِّنٌ ص নরম, কোমল, ভদ্রোচিত, সৌজন্য, সহজ, মিষ্টি ২০:৪৪

ميم [৭৫]

مَا কি?, কী বস্তু?, কোন বস্তু?, কী জিনিস?, যা , যা কিছু, না, নয়, নহে ২:১৭

أَفَمَا তারপরেও কি.. না? তবুও কি.. না ৩৭:৫৮

بِمَا কিসের দ্বারা, কি নিয়ে,  তা নিয়ে, এমন কিছু নিয়ে, যা কিছু সহ, তা সম্পর্কে, যা কিছু..সম্পর্কে, তার কারণে ২:

فَبِمَ، فَبِمَا অতএব কি বিষয়ে, অতএব যা দ্বারা  ১৫:৫৪, ৩:১৫৯

مَاذَا কী? কী বস্তু?, কোন বস্তু?, কী জিনিস ২:২৬

مِائَةٌ جل مِئُوْنَ، مِئَاتٌ <مأي শত, একশত ২:২৫৯

مِائَتَيْنِ দুইশত ৮:৬৫

مَتَّعَ <متع উপভোগ করানো, ভোগ করতে দেওয়া, সম্ভোগ করানো, উপকৃত করা, বিলসদ্রব্য দেওয়া ২:১২৬

تَمَتَّعَ، اسْتَمْتَعَ ভোগ করা, উপভোগ করা, সম্ভোগ করা, উপকৃত হওয়া, উপসেবন করা, উপভোগ করতে চাওয়া, সুখান্বেষণ করা, বিলাসিতায় থাকা, ভোগবিলাসে থাকা, উপকারলাভ করা ২:১৯৬

مَتَاعٌ  ج أَمْتِعَةٌ ভোগ্যবস্তু, ভোগ্যপণ্য, বিলাসদ্রব্য, ভোগ্যসামগ্রী, সামগ্রী, দ্রব্যসামগ্রী, আসবাবপত্র, মালপত্র, মালামাল, সুখসম্ভার, সম্পত্তি, পুঞ্জি, পুঁজি ৪:১০২

مَتِينٌ ص <متن সুদৃঢ়, মজবুত, প্রচণ্ড, শক্ত, প্রচণ্ড শক্তি ৭:১৮৩

مَتَى <متي কখন, কোন সময়, কবে ২:২১৪

تَمَثَّلَ <مثل আকৃতি ধারণ করা, আত্মপ্রকাশ করা, প্রকাশিত হওয়া, প্রকাশ হওয়া ১৯:১৭

مِثْلٌ، مَثَلٌ  ج أَمْثَالٌ মতো, ন্যায়, সদৃশ, অনুরূপ, উপমা, উদাহরণ, দৃষ্টান্ত, নজির, সমকক্ষ, সমান, সমতুল্য, তুল্য, তুলনা, প্রবাদ, প্রবচন, দৃষ্টান্ততুল্য অবস্থা, গুণাগুণ, বর্ণনা, কাহিনী ২:১৭

أَمْثَلُ مث مُثْلَى তুলনাহীন, দৃষ্টান্ততূল্য, শ্রেষ্ঠ ব্যক্তি, বেনজির ব্যক্তিত্ব, অনুপম, আদর্শবান, অপ্রতিম, অতুলনীয়, প্রসিদ্ধজন ২০:৬৩

مَثُلاَتٌ দৃষ্টান্তমূলক শাস্তি, শাস্তির দৃষ্টান্ত ১৩:

تَمَاثِيلُ সমরূপ সৃষ্টি, প্রতিমূর্তি, আকৃতি, পুতুল, ছবি ২১:৫২

مَجِيدٌ  ص <مجد প্রভাবশালী, মহান, মহিয়ান, সম্মানিত, মর্যাদাবান, মহিমান্বিত, গৌরবান্বিত, গৌরবময় ৫০:১‘

مَجُوسٌ و مَجُوْسِيٌّ <مجس মাজুসি, অগ্নীধ, অগ্নিপূজক, অগ্নি উপাসক, যাজ্ঞিক, হোমকর্তা, সাগ্নিক ২২:১৭

مَحَّصَ <محص বিশুদ্ধ করা, খাটি করা, নির্ভেজাল বানানো, পরিশোধন করা, পূত করা, পবিত্র করা ৩:১৪১

مَحَقَ [ف] <محق নিঃশেষ করা, ধ্বংস করা, নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, বিলোপ সাধন করা, নিপাত করা, বরকতহীন করা ২:২৭৬

مِحَالٌ <محل কৌশল, কঠোর শাস্তি, প্রচণ্ড শক্তি ১৩:১৩

امْتَحَنَ <محن পরীক্ষা করা, যাচাই করা, পরখ করা, আজমাইশ করা, যাচপর্তাল করে শোধন করা ৪৯:১৩

مَحَا [ن] <محو মুছে ফেলা, বিলীন করা, মুছে দেওয়া, নিশ্চিহ্ন করা, বিনাশ করা, নাম নিশানা মুছে ফেলা, চিহ্ন না রাখা ১৭:১২

مَوَاخِرُ و مَاخِرٌ <مخر চলমান নৌযান, কলমুখরিত জাহাজ ১৬:১৪

مَخَاضٌ مص <مخض প্রসব বেদনা, প্রসবযন্ত্রণা, ব্যথা ওঠা, লেবারপেইন ১৯:২৩

مَدَّ [ن]، مَدًّا <مدد টানা, লম্বা করা, দীর্ঘ করা, বিস্তৃত করা, বিস্তার করা, প্রসারিত করা, সম্প্রসারণ করা, বিছানো, সময় বাড়ানো ১৯:৭৫

أَمَدَّ সাহায্য করা, মদদ করা, বরাদ্ধ দেওয়া, সহায়তা করা, অঢেল দেওয়া, বাড়িয়ে দেওয়া, শক্তিবৃদ্ধি করা, শক্তিশালী করা, সহায়ক বানানো ৩:১২৪

مَدَدٌ সাহায্য, সহায়তা, অনেক সাহায্য,  সহায়ক, সাহায্যার্থে, আধিক্য, অনেক ১৮:১০৯

مِدَادٌ جل مُدُدٌ লেখার সহায়ক, কালি, দোয়াতের কালি ১৮:১০৯

مُمِدٌّ সাহায্যকারী, মদদগার, সাহায্যদাতা ৮:

مَمْدُودٌ، مُمَدَّدَةٌ দীর্ঘ, প্রলম্বিত, বিস্তৃত, প্রসারিত, দীর্ঘকায়, লম্বা, বিপুল, প্রচুর ৫৬:৩০

مُدَّةٌ جل مُدَدٌ সময়, নির্ধারিত সময়, মেয়াদ, সময়সীমা, স্থিতিকাল ৯:

مَدِيْنَةٌ  ج مَدَائِنُ <مدن মদীনা, শহর, নগর, নগরী, পুরী ৯:১০১

مَدْيَنُ মাদইয়ান: হজরত শুয়াইব আলাইহিস সালামের শহর ৭:৮৫

مَرِيئًا <مرأ তৃপ্তিদায়ক, প্রীতিপ্রদ, প্রীতিকর, মজাকর, সতৃপ্ত হয়ে, তৃপ্তিতে, তৃপ্তিভোরে ৪:

مَرْءٌ، اِمْرَءٌ প্রাপ্তবয়স্ক মানুষ, ব্যক্তি, সুদর্শন পুরুষ, সুঠাম পুরুষ, আকর্ষণীয় পুরুষ, স্বামী ২:১০২

امْرَأَةٌ، مَرْأَةٌ প্রাপ্তবয়স্কা নারী, রমণী, মহিলা, স্ত্রীলোক, সুদর্শনা, মনোরমা, সুন্দরী, রূপসী ৪:১২

مَارُوتُ <مرت মারুত: ব্যাবিলনের ফেরেশতা ২:১০২

مَرَجَ [ن] <مرج প্রবাহিত করা, ছেড়ে রাখা, মিলিত করা, মিশ্রিত করা, সংযুক্ত করা ২৫:৫৩

مَارِجٌ রংবেরঙের লেলিহান অগ্নিশিখা, রঙিন স্ফুলিঙ্গ, কৃষ্ণস্ফুলিঙ্গ, ধূমবিহীন আগুন ৫৫:১৫

مَرِيجٌ ص মিশ্রিত, নানাবিধ, বহুধা, রকমারি, ভ্রান্তি, ভ্রান্ততা, ভ্রষ্টতা, গোমরাহি, গোলমেলে ৫০:

الْمَرْجَانُ প্রবাল, মুক্তা, মুক্তো, বিচিত্রময় মুক্তা ৫৫:১৫

مَرَحَ [ف]، مَرَحٌ <مرح বড়াই করা, উল্লাস করা, উৎফুল্ল হওয়া, উল্লাসিত হওয়া, আস্ফালন করা, স্পর্ধা করা, আত্মাভিমান করা ৪০:৭৫

مَرَدَ [ن] <مرد বড়াই করা, বেড়ে যাওয়া, গর্ব করা, অবাধ্য হওয়া, অমান্য করা, নিষেধ না মানা, বিদ্রোহ করা, মাথা উঁচু করে চলা, আস্পর্ধা দেখানো, ঔদ্ধত্য প্রদর্শন করা, বাড়াবাড়ি করা ৯:১০১

مَارِدٌ، مَرِيدٌ বড়াইকারী, অবাধ্য, বিদ্রোহী, মাথা উঁচু, অশিষ্ট, দুষ্ট, দাম্ভিক, উদ্ধত, অভিমানী ৩৭:

مُمَرَّدٌ গৌরবময় ভবন, সুউচ্চ অট্টালিকা, উন্নতভবন, বড়ায়ের প্রাসাদ ২৭:৪৪

مَرَّ [ن]، مَرًّا <مرر অতিক্রম করা, চলা, চলাচল করা, চলাফেরা করা, গমন করা, অতীত হওয়া, যাওয়া, প্রস্থান করা ২৭:৮৮

مُسْتَمِرٌّ চলমান, অব্যাহত, অবিরাম, চিরাচরিত, নিরবচ্ছিন্ন, স্থায়ী, বিরামহীন, আবহমান ৫৪:

أَمَرُّ অতিকড়া, তিক্ততর, তিতা, চলন্ত, গতিশীল, দীর্ঘস্থায়ী, চিরবিষাদময়, বেদনাদায়ক, মর্মঘাতী ৫৪:৪৬

مَرَّةٌ ج مَرَّاتٌ বার, দফা, কিস্তি, পর্ব, একবার, বহুবার, বারংবার ২৪:৫৮

مِرَّةٌ  جل مِرَرٌ শক্তি, ক্ষমতা, বল, দৃঢ়তা ৫৩:

ذُوْ مِرَّةٍ শক্তিশালী, বলবান, ক্ষমতাবান, বলিয়ান ৫৩:

مَرِضَ [س] <مرض অসুস্থ হওয়া, রোগাক্রান্ত হওয়া, পীড়িত হওয়া, ব্যাধিগ্রস্ত হওয়া ২৬:৮০

مَرَضٌ جل أَمْرَاضٌ রোগ, ব্যাধি, অসুস্থতা, পীড়া, অসুস্থতা, অসুখ ২:১০

مَرِيضٌ ج مَرْضَى অসুস্থ, রোগী, পীড়িত, রুগণ, রোগা, রোগার্ত, আর্ত ৫:

الْمَرْوَةَ <مرو মারওয়া: কাবার নিকটবর্তী একটি পাহাড় ২:১৫৮

مَارَى، مِرَاءً، تَمَارَى، امْتَرَى <مري তর্ক করা, তর্কবিতর্ক করা, সংলাপ করা, কথা কাটাকাটি করা, বিতণ্ডা করা, বাদানুবাদ করা, ঝগড়া করা, সন্দেহ করা, সন্দেহ করে ঝগড়া করা, সন্দিহান হওয়া, কলহ করা, বিবাদ করা ১৮:২২

مُمْتَرِيٌ তর্ককারী, তার্কিক, বিতর্ককারী, সন্দেহকারী, সন্দিহান, সন্দিগ্ধ, সন্দেহপ্রবণ, সংশয়াকুল, খুঁতখুঁতে, দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, ঝগড়াকারী, বিবাদকারী, বিসংবাদী ২:১৪৭

مِرْيَةٌ جل مَرَايَا তর্ক, সন্দেহ, দিধা, সংশয়, খুঁতখুঁতানি, বিসংবাদ ১১:১৭

مَرْيَمُ <مرم মারইয়াম আলাইহিস সালাম, মরিয়ম, মেরী ২:৮৭

مِزَاجٌ جل أَمْزِجَةٌ <مزج মিক্সচার, মিশ্রণ, মিশ্রিত দ্রব্য, সংমিশ্রণ ৭৬:

مَزَّقَ، مُمَزَّقٌ <مزق খণ্ডখণ্ড করা, খণ্ডবিখণ্ড করা, কুচিকুচি করা, কুটিকুটি করা, টুকরো টুকরো করা, ছিন্নভিন্ন করা, ছিন্নবিচ্ছিন্ন করা, ঝুরিঝুরি করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়ো করা, পাউডার করা ৩৪:

مُزْنٌ و مُزْنَةٌ <مزن মেঘ, সাদামেঘ, বৃষ্টিভরা মেঘ ৫৬:৬৯

مَسَحَ [ف]، مَسْحًا <مسح মোছা, পোঁছা, হাত বুলানো, মুছে ফেলা, পশু জবায়ের সময় গলায় হাত বুলানো, জবাই করা, বধ করা, কর্তন করা, আঘাত করা ৩৮:৩৩

الْمَسِيحُ ঈসা আলাইহিস সালাম ৩:৪৫

مَسَخَ [ف] <مسخ বিকৃত করা, আকৃতি বীভৎস করা, বিশ্রী বানানো, কুৎসিত করে দেওয়া, বিদঘুটে করা, কদাকার বানানো, রূপান্তর করা ৩৬:৬৭

مَسَدٌ جل أَمْسَادٌ <مسد খেজুরের বাকলের রশি, যে কোন রশি, দড়ি, শিকল ১১১:

مَسَّ [س]، مَسٌّ <مسس স্পর্শ করা, টাচ করা, ছোঁয়া, ঘেঁষা, লাগা, সংস্পর্শ করা, অঙ্গস্পর্শ করা, অনুভব করা, অনুভুতি, মজা ৫৪:৪৮

تَمَاسَّ শৃঙ্গার করা, কামকলা করা, মাখামাখি করা, মলামলি করা, ডলাডলি করা, সহবাস করা, রতিক্রিয়া করা, সঙ্গম করা ৫৮:

مِسَاسٌ مص স্পর্শ করা, গা ঘেঁষা, সংস্পর্শে যাওয়া ২০:৯৭

لَا مِسَاسَ স্পর্শ নয়, অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না, সংস্পর্শ নয় ২০:৯৭

أَمْسَكَ، إِمْسَاكٌ، مَسَّكَ، <مسك اسْتَمْسَكَ আটকে রাখা, আবদ্ধ রাখা, ধরে রাখা, ধারণ করা, আকড়ে ধরা, কাউকে না দেওয়া, বিরত রাখা ২:২২৯

مُمْسِكٌ، مُمْسِكَةٌ، مُسْتَمْسِكٌ আটককারী, আবদ্ধকারী, ধারক, ধারণকারী, বাধাদাতা, প্রতিবন্ধক, বিরতকারী ৩৫:

مِسْكٌ و مِسْكَةٌ মেশক, কস্তুরী, মৃগনাভি, আম্বর, সুগন্ধি ৮৩:২৬

أَمْسَا <مسو সন্ধ্যা করা, সাঁঝবেলা ঘরে ফেরা, গোধূলি বরণ করা ৩০:১৭

أَمْشَاجٌ و مَشْجٌ <مشج মিশ্রিত, নরনারীর সংমিশ্রিত বীর্য, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, রক্তমাংসের বিমিশ্রণ ৭৬:

مَشَى [ض]، مَشْيٌ <مشي পায়ে হেঁটে চলা, পদব্রজে চলা, গমন করা, চলা, হাটা, যাওয়া, প্রস্থান, গমন, চলন ৩১:১৯

مَشَّاءٌ ام অধিক গমনকারী, ছিদ্রান্বেষী, নিন্দুক, পরচর্চাকারী ৬৮:১১

مِصْر جل أَمْصَارٌ <مصر মিসর: মিশরদেশ, শহর, নগর, গ্রাম, গুচ্ছগ্রাম, লোকালয় ২:৬২

مُضْغَةٌ <مضغ গোশতের টুকরা, মাংসপিণ্ড, গোশতপিণ্ড, মাংসখণ্ড ২২:

مَضَى [ض]، مُضِيًّا <مضي গমন করা, চলা, যাওয়া, হাটা, অতিক্রম করা, গমন, চলন, প্রস্থান ৩৬:৬৭

أَمْطَرَ <مطر বৃষ্টিপাত করা, বৃষ্টিবর্ষণ করা, বর্ষণ করা ৭:৮৪

مَطَرٌ جل أَمْطَارٌ বৃষ্টি, বর্ষা, বাদল, বর্ষণ, বারিধারা, জলধারা, অঝোরধারা ৭:৮৪

مُمْطِرٌ বর্ষণকারী, বর্ষণমুখর, বৃষ্টিদাতা, বৃষ্টিদানকারী ৪৬:২৪

تَمَطَّى <مطو অঙ্গভঙ্গি করে চলা, হাত দুলিয়ে চলা, গর্বভরে চলা ৭৫:৩৩

مَعَ সঙ্গ, সঙ্গে, সঙ্গে, সহ, সহকারে, একত্রে, একসঙ্গে, একযোগে, যৌথভাবে, সঙ্গে নিয়ে, সত্ত্বেও ২:৪৩

مَعْزٌ و  مَاعِزٌ<معز ছাগ, ছাগল, বকরি, মেষ ৬:১৪৩

مَاعُوْنٌ اج <معن পানি, বৃষ্টির পানি, জাকাত, দান, অনুগ্রহ, উপহার, উপকরণ, গৃহস্থ ব্যবহার্য সামগ্রী, দা, কুড়াল, বাসন ১০৭:

مَعِينٌ ص মায়িন: জান্নাতের প্রবাহমাণ ঝরণা, প্রবাহমাণ পানি, ঝরণা, প্রস্রবণ, পানি, পবিত্র পানীয় ২৩:৫০

أَمْعَاءٌ و مَعْيٌ، مِعْيٌ <معي নাড়িভুঁড়ি, অন্ত্র, নাড়ি, ভুঁড়ি, আঁতড়ি, অন্তর্জঠর ৪৭:১৫

مَقْتٌ مص <مقت জঘন্য, বিরক্তিকর, ঘৃণিত, অত্যধিক না পছন্দ, ক্ষোভ, অবজ্ঞা, অসন্তুষ্টি, অন্তর্দাহ, অশ্রাব্য ৪০:১০

مَكَثَ [ن]، مُكْثٌ <مكث থামা, থাকা, দেরি করা, অপেক্ষা করা, অবস্থান করা, বাস করা ১৭:১০৬

مَاكِثٌ অবস্থানকারী, বাসিন্দা, অপেক্ষমাণ, স্থিতিশীল ১৮:

مَكَرَ [ن]، مَكْرٌ <مكر কৌশল করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, বাহানা করা, ফান করা, ছলনা করা, ফন্দি আটা

مَاكِرٌ কৌশলী, প্রতারক, প্রবঞ্চক, বাহানাকারী, ফন্দিবাজ, ছলনাময়ী ৩:৫৪

مَكَّةُ <مكك মক্কা শরীফ ৪৮:২৪

مِيْكَالُ <مكل ফেরেশতা মীকাঈল আলাইহিস সালাম ২:৯৮

مَكَّنَ، أَمْكَنَ <مكن প্রতিষ্ঠিত করা, অবস্থান মজবুত করা, দৃঢ় করা, সক্ষম করা, শক্তিশালী করা, বাসস্থান দেওয়া, থাকতে দেওয়া, ক্ষমতাশালী করা

مَكِينٌ সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ়, অটল, সম্মানিত, বাসস্থান, আশ্রয়, অবস্থানস্থল, পাত্র, আধার ১২:২১

مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা, বাসস্থান, স্বস্থান, আলয়, গৃহ ৬:১৩৫

مُكَاءٌ <مكو হাততালি বাজানো, তালি বাজানো, করতালি দেওয়া, তালিক মারা, তাই দেওয়া, করাঘাত করা ৮:৩৫

مَلَأَ [ف] <ملأ ভরা, পূর্ণ করা, পরিপূর্ণ করা, ভরপুর করা ১৮:১৮

امْتَلَأَ পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া, ভরে যাওয়া, ভরপুর হওয়া, ঠাই না থাকা ৫০:৩০

مِلْأٌ جل أَمْلَاءُ ভর্তি, পূর্ণ, পরিমাণ ৩:৯১

مَالِئٌ পূরণকারী, পূর্ণকারী, পরিপুরক, ভর্তিকারী, পূর্তিকারী ৩৭:৬৬

مَلَأٌ جل أَمْلَاءُ নেতা, নেতৃস্থানীয়, সর্দার, প্রধান, পরিষদ, সাংসদ, সভাসদ, পার্ষদ, সভ্য, মন্ত্রী, উপদেষ্টা ৭:৬০

مِلْحٌ جل مِلَاحٌ <ملح লবণ, লবণাক্ত, লোনা, লোনতা, নিমক ৩৫:১২

إِمْلاَقٌ <ملق নিঃস্ব হওয়া, গরিব হওয়া, দরিদ্র হওয়া, ফকির হওয়া, অভাবী হওয়া, অভাব, দৈন্যতা, অনটন, নিঃস্বতা, দারিদ্র, অস্বচ্ছল ৬:১৫১

مَلَكَ [ض] <ملك মালিক হওয়া, অধিকারী হওয়া, অধীন বানানো, হস্তক্ষেপ করা, কবজা করা, করায়ত্ব করা, হস্তগত করা ৪:

مَلْكٌ করায়ত্ব, আয়ত্তাধীন, ইচ্ছাধীন, আওতাধীন, ইখতিয়ার, অধিকার, অধীন ২০:৮৭

مُلْكٌ جل أَمْلَاكٌ؛ مَلَكُوتٌ রাজত্ব, আধিপত্য, রাজ্য, সালতানাত, হুকুমত, প্রভুত্ব, বাদশাহী, অধিকার, কুদরত, ক্ষমতা ৬:৭৫

مَلِكٌ ج مُلُوكٌ، مَلِيكٌ মালিক, রাজা, বাদশা, অধিপতি, সর্বাধিপতি, স¤্রাট, সুলতান, প্রভু, শাসক ৫:২০

مَالِكٌ ج مَالِكُون মালিক, বাদশা, রাজাধিরাজ, শাহানশাহ, স¤্রাট, অধিপতি, সুলতান, অধিকারী, স্বত্ত্বাধিকারী, জাহান্নামের দারোয়ান ৪৩:৭৭

مَمْلُوكٌ মালিকানাধীন, অধিকারভুক্ত, করায়ত্ব, গোলাম, ক্রীতদাস, দাস, প্রজা ১৬:৭৫

مَلَكٌ ج مَلاَئِكَةٌ ফেরেশতা, অবতার, দূত, দেবতা ৭:২০

أَمَلَّ <ملل লিখানো, লিখিয়ে নেওয়া ২:২৮২

مِلَّةٌ جل مِلَلٌ মিল্লাত, ধর্ম, শরীয়ত, দীন, মতবাদ, জীবনব্যবস্থা, ধর্মাদর্শ, জাতি, সম্প্রদায় ৩:৯৫

أَمْلَى <ملي সময় দেওয়া, অবকাশ দেওয়া, ঢিল দেওয়া, ছাড় দেওয়া, সুযোগ দেওয়া, সুযোগ করে দেওয়া, অনুকুল করা ১৩:৩২

مَلِيٌّ চির অবকাশ , চিরতরে, আজীবনের জন্য, সারা জীবনের জন্য ১৯:৪৬

مَن কে, কারা, কাকে, কোন ২:

لِمَنْ কার, যে...তার, তার ব্যাপারে ২:১৫৪

لَمَنْ অবশ্যই যে ২:১০২

بِمَنْ যার কারণে, যার সঙ্গে, তার সম্পর্কে ১৬:১২৫

فَمَنْ অতএব যে ২:৩৮

أَفَمَنْ তারপরেও কি যে... ৩:১৬২

مِمَّنْ তার থেকে, তার চেয়ে ২:১১৪

مِنْ থেকে, অন্তর্ভুক্ত, পক্ষে, নৈকট্যে, সম্পর্কে, ব্যাপারে, বিষয়ে, সম্বন্ধে, সহ, নিয়ে, কিছু, কতিপয় ২:

لَمِنْ অবশ্যই... অন্তর্ভুক্ত ২:১৪৫

فَمِنْ তবে... পক্ষ থেকে ২:২০০

أَفَمِنْ তবুও কি....সম্পর্কে ৫৩:৬৯

مِمَّ কী থেকে, কী দিয়ে ৮৬:

مَنَعَ [ف] <منع মানা করা, নিষেধ করা, বাধা দেওয়া, বারণ করা, নিবারণ করা, নিবৃত্ত করা, নিরস্ত করা, প্রতিরোধ করা, রক্ষা করা, ঠেকানো, প্রতিহত করা, সামলানো, সামলে নেওয়া ২:১১৪

مَانِعَةٌ، مَنَّاعٌ বারণকারী, নিষেধকারী, বাধাদাতা, নিবারক, প্রতিরোধক, প্রতিরোধী, নিরোধক, প্রতিহতকারী, রক্ষক ৫৯:

مَنُوعٌ কৃপণ, নিবারক, নিষেধকারী ৭০:২১

مَمْنُوعَةٌ নিষিদ্ধ, বারণযোগ্য, বাধাযুক্ত, নিবারিত, অন্তরিত ৫৬:৩৩

مَنَّ [ن]، مَنًّا <منن অনুগ্রহ করা, করুণা করা, কৃপা করা, অনুকম্পা করা, ইহসান করা, দয়া করা, মেহেরবানি করা, মঙ্গল করা, হিতকামনা করা, অনুগ্রহ প্রকাশ করা, খোটা দেওয়া, উপকার তুলে ধরা, উপকার, দান, দয়া, করুণা, অনুগ্রহ, খোটা ২:২৬২

الْمَنُّ মান্না: জান্নাতের সুস্বাদু হালুয়া ২:৫৭

مَمْنُونٌ অর্পণীয় কৃপা, প্রদেয় দান, প্রদত্ত কৃপা, দাতব্যকৃপা, বদলাযোগ্য, ৪১:

غَير مَمْنُون অনর্পণীয় কৃপা, অপ্রদেয় দান, অপার করুণা, খোটাহীন দান, নিঃস্বার্থ, বদলাহীন, অবিনিমেয়, অবিনিময়যোগ্য ৪১:

مَنُونٌ সময়, কাল, যুগ, নিয়তি, ভাগ্য, দুর্ঘটনা, মৃত্যু ৫২:৩০

مَنَّى <مني বৃথা আশ্বাস দেওয়া, খামাখা আশান্বিত করা, কল্পনাপ্রবণ বানানো, দুরাকাক্সক্ষায় ফেলা ৪:১১৯

أَمْنَى সন্তানের আশায় জরায়ুতে বীর্যপাত করা, সাগ্রহে সহবাস করা, কামক্রিয়া করা, মনিপাত ঘটানো ৫৩:৪৬

تَمَنَّى আশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, কল্পনা করা, অনুপাঠ করা, পাঠ করা, আবৃত্তি ২২:৫২

أُمْنِيَّةٌ  ج الأَمَانِيُّ আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, কল্পনা, দুরাশা, মিথ্যা আশা, অনুপাঠ, পাঠ, আবৃত্তি ২২:৫২

مَنِيٌّ মনি, বীর্য, শুক্র ৭৫:৩৭

مَنَاةٌ মানাত: পাথরের মূর্তি, দেবী ৫৩:২০

مَاتَ [ن]، مَوْتًا <موت মরা, মরণ হওয়া, মরে যাওয়া, মৃত্যুবরণ করা, পরলোক গমন করা, প্রাণবায়ু বের হওয়া ২:১৬১

أَمَاتَ মারা, মৃত্যু ঘটানো, মরণ দেওয়া, প্রাণ কেড়ে নেওয়া, মেরে ফেলা, প্রাণনাশ করা, প্রাণহরণ করা, জীবনাবসান করা, প্রাণহীন করা, অচল করা ২:২৫৯

مَوْتٌ، مَوْتَةٌ، مَمَاتٌ مص মৃত্যু, মৃরণ, তিরোধান, প্রয়াণ, জীবনাবসান, চিরবিদায়, পরলোক গমন ৪৪:৫৬

مَيْتٌ جل مَوْتَى، أَمْوَاتٌ مث مَيْتَةٌ جل مَيْتَاتٌ؛ مَيِّتٌ جل مَيِّتُوْنَ মৃত, প্রাণহীন, মুর্দা, প্রয়াত, নিষ্প্রাণ, পরলোকগত, চিরনিদ্রিত, মৃতদেহ, শব, লাশ, মড়া, মরণশীল, নশ্বর, মৃতপ্রায়, মরনাপন্ন, মুমূর্ষু ২৩:১৫

مَاجَ [ن] <موج ঢেউ খেলা, তরঙ্গিত হওয়া, তরঙ্গবিক্ষুব্ধ হওয়া, তরঙ্গসমাকীর্ণ হওয়া, কল্লোলিত হওয়া ১৮:৯৯

مَوْجٌ جل أَمْوَاجٌ ঢেউ, তরঙ্গ, উর্মি, কল্লোল, হিল্লোল, মউজ, লহরী ১০:২২

مَارَ [ن]، مَوْرًا <مور প্রলয় সৃষ্টি হওয়া, তরঙ্গিত হওয়া, তরঙ্গবিক্ষুব্ধ হওয়া, প্রকম্পিত হওয়া, আন্দোলিত হওয়া, পাক খাওয়া, ঘূর্ণন সৃষ্টি হওয়া, ঘরপাক শুরু হওয়া ৫২:

مُوسَى <موسي মুসা আলাইহিস সালাম ২:৫১

مَالٌ ج أَمْوَالٌ <مول কাক্সিক্ষত বস্তু, আকর্ষণীয় বস্তু, মাল, ধন, সম্পদ, দৌলত, অর্থ, তহবিল, টাকাপয়সা, ঐশ্বর্য, বিত্ত, বিষয়, সম্পত্তি ২:১৭৭

مَاءٌ جل مِيَاهٌ، أَمْوَاهٌ <موه পানি, জল, বারি, সলিল, নীর, জলপ্রবাহ, নির্যাস, রস, সজীবতা ১৮:৪১

مَهَدَ [ف]، مَهَّدَ، تَمْهِيدًا <مهد প্রস্তুত করা, বিছানা বিছানো, শয্যা পাতা, শয্যা রচনা করা, বিছানা প্রস্তুত করা, ফুলশয্যা বিছানো ৩০:৪৪

مَاهِدٌ শয্যাদাতা, শয্যা রচয়িতা, বিছানা প্রস্তুতকারী ৫১:৪৮

مَهْدٌ جل مِهَادٌ، مُهُوْدٌ মায়ের কোল, ক্রোড়, দোলা, দোলনা, ঝুলনা, ঝুলনি, ঝুলা, শয্যা, বিছানা, সুখশয্যা, ফুলশয্যা, বিস্তৃত সমভূমি ৩:৪৬

مِهَادٌ جل مُهُدٌ শয্যা, বিছানা, গন্তব্যস্থল, আশ্রয়স্থল, ঠিকানা, বিস্তীর্ণ সমভূমি ৩:১২

مَهَّلَ، أَمْهَلَ <مهل সুযোগ দেওয়া, অবকাশ দেওয়া, ঢিল দেওয়া, ছাড় দেওয়া, সময় দেওয়া, অনুকুল করা ৮৬:১৭

مُهْلٌ টগবগে তরল খনিজপদার্থ, উত্তপ্ত পুঁজ, তেলের গাদ, কাইট, তলানি, তেলকাষ্টে ৭০:

مَهْمَا <مهم যে কোন, যখনই, যতই, যা কিছু ৭:১৩২

مَهِيْنٌ مف <مهن ইতর, অধম, অপাত্র, হীন, নীচ, তুচ্ছ, নগণ্য, অপদার্থ, ঘৃণ্য, নিকৃষ্ট, বেইজ্জত, গর্হিত, গ্লানিকর, মানহীন, কলঙ্কজনক ৩২:

مَادَ [ض] <ميد আন্দোলিত হওয়া, প্রকম্পিত হওয়া, কম্পমান হওয়া, কাঁপতে থাকা, নত হওয়া, অবনত থাকা, বিনত হওয়া, আনত থাকা, দোল খাওয়া, হেলে পড়া, ঝোঁকা, সদর্পে চলা, প্রদক্ষিণ করা ১৬:১৫

مَائِدَةٌ দস্তরখান, খানাপূর্ণ দস্তরখান, সখাদ্য ডাইনিং টেবিল, খানা, আহার্য, আন্ন ৫:১১২

مَارَ [ض] <مير আহার্য আনা, খাদ্য আনা, রসদ আনা, খাদ্যশস্য আনা ১২:৬৫

مَازَ [ض] <ميز পৃথক করা, আলাদা করা, বিভক্ত করা, ভাগ করা, বিভাজন করা, পার্থক্য করা, বিচ্ছিন্ন করা, ব্যবধান করা, বৈশিষ্টপূর্ণ করা, স্বাতন্ত্র্য সৃষ্টি করা ৮:৩৭

امْتَازَ আলাদা হওয়া, বিভক্ত হওয়া, বিচ্ছিন্ন হওয়া, বৈশিষ্টপূর্ণ হওয়া, স্বতন্ত্র হওয়া, দলছুট হওয়া ৩৬:৫৯

تَمَيَّزَ রাগে ফেটে পড়া, অগ্নিশর্মা হওয়া, কুটিকুটি করে ফেলা, বিশেষাবস্থা সৃষ্টি হওয়া, টুকরা টুকরা করা, ছিন্নভিন্ন করা, ফেড়ে ফেলা, কুচিকচি করা, খণ্ডবিখণ্ড করা ৬৭:

مَالَ [ض]، مَيْلاً، مَيْلَةً <ميل ঝোঁকা, ঝুঁকে পড়া, নত হওয়া, আনত হওয়া, ধাবিত হওয়া, অগ্রসর হওয়া, ঝাঁপিয়ে পড়া, আক্রমণ করা, আগ্রাসন চালানো, হামলা করা ৪:২৭

نون [১০৮]

ن অনবহিত অর্থ ৬৮:১

نَأَى [ن] <نأي দূরে যাওয়া, সরে পড়া, কেটে পড়া, দূরে থাকা, বিরত থাকা ১৭:৮৩

نَبَّأَ، أَنبَأَ <نبأ সংবাদ দেওয়া, খবর দেওয়া, জ্ঞাপন করা, জানানো, অবহিত করা, বলে দেওয়া, প্রচার করা, রিপোর্ট করা, সতর্ক করা, হুশিয়ারি উচ্চারণ করা ৬৬:

اسْتَنْبَأَ সংবাদ জানতে চাওয়া, খবর চাওয়া, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া ১০:৫৩

نَبَأٌ ج أَنبَاءٌ সংবাদ, খবর, বার্তা, প্রতিবেদন, সমাচার, বৃত্তান্ত, নিউজ, বিবরণ, সুখবর, কাহিনী, ঘটনা, ওহি ৬:

نَبِيٌّ ج نَبِيُّوْنَ، أَنبِيَاءٌ নবী, রাসূল, পয়গম্বর, দূত, প্রতিবেদক, সাংবাদিক ২:৬১

النُّبُوَّةُ নবুওয়াত, পায়গাম্বরি, রিসালাত ৩:৭৯

نَبَتَ [ن] <نبت জন্মানো, গজানো, অঙ্কুরিত হওয়া, পয়দা হওয়া, উৎপাদন হওয়া, চারা বের হওয়া, ফলন হওয়া ২৩:২০

أَنبَتَ জন্মানো, অঙ্কুরিত করা, উদগত করা, উৎপন্ন করা, উৎপাদন করা, চারা বের করা, ফলিয়ে দেওয়া, ফসল ফলানো ৩:৩৭

نَبَاتٌ اج উৎপন্ন করা, অঙ্কুরণ, উদ্ভিদ, চারা, গাছ, লতা, শস্য, ফসল, অঙ্কুর ৭১:১৭

نَبَذَ [ض] <نبذ নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ফেলে রাখা, বর্জন করা, ভঙ্গ করা ২:১০১

انتَبَذَ  নিক্ষিপ্ত হওয়া, বর্জনীয় হওয়া, বর্জিত হওয়া, সরে পড়া, সটকে যাওয়া, পৃথক হওয়া ১৯:১৬

تَنَابَزَ <نبز পরস্পরকে অপনামে ডাকা, বিদ্রুপাত্মক উপাধি দেওয়া ৪৯:১১

اسْتَنْبَطَ <نبط খুঁজে বের করা, গবেষণা করা, উদ্ভাবন করা, বিশ্লেষণ করা ৪:৮৩

يَنبُوعٌ  ج يَنَابِيعُ <نبع ঝরণা, জলপ্রপাত, ফোয়ারা, প্রস্রবণ, নিঝরিণী ১৭:৯০

نَتَقَ [ن، ض] <نتق উত্তোলন করা, তুলে ধরা ৭:১৭১

انتَثَرَ <نثر বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া, এলোমেলো হওয়া, ছত্রভঙ্গ হওয়া, ছিটকে পড়া ৮২:

مَنثُورٌ বিক্ষিপ্ত, এলোমেলো, ছত্রভঙ্গ, ছড়ানো ২৫:২৩

النَّجْدَيْنِ <نجد ভালোমন্দ দুই পথ, ইমান ও কুফরি, ন্যায়-অন্যায়, উভয় পথ, পন্থাদ্বয়, পন্থা, উচ্চভূমি ৯০:১০

نَجَسٌ جل أَنْجَاسٌ <نجس নাপাক, অপবিত্র, অশুচি, নোংরা ৯:২৮

الإِنجِيلُ جل أَنَاجِيْلُ <نجل ইঞ্জিল: হজরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩

النَّجْمُ  ج النُّجُومُ <نجم নক্ষত্র, তারকা, তারা, সিতারা, জ্যোতিষ্ক; তৃণ, লতা, গুল্ম, শাকসবজি ৫৫:

نَجَا [ن]، نَجَاةٌ <نجو নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া, ছাড়া পাওয়া, নিস্তার পাওয়া, রেহাই পাওয়া, অব্যাহতি লাভ করা, খালাস পাওয়া ১২:৪৫

أَنجَى، نَجَّى নাজাত দেওয়া, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া, অব্যাহতি দেওয়া, খালাস দেওয়া ৭:৮৯

نَاجَى، تَنَاجَى পরস্পরে কানকথা বলা, মুনাজাত করা, কানাকানি করা, ফিসফিস করা, ফিসফিসিয়ে কথা বলা, কানে কানে কথা বলা, একান্তে আলাপ করা, পরামর্শ করা ৫৮:১২

نَاجٍ মুক্তি লাভকারী, মুক্তিকামী, মুক্তিপ্রাপ্ত ১২:৪২

نَجِيٌّ ص পরামর্শকারী, পরামর্শার্থে, একান্তসঙ্গি ১২:৮০

النَّجْوَى কানাঘুষা, গোপন পরামর্শ, গোপনকথা, কানকথা, গোপনালাপ, আলাপচারিতা ১৭:৭৪

مُنَجِّيٌ মুক্তিদাতা, উদ্ধারকারী, নিস্তারকারী ২৯:৩৩

نَحْبٌ مص <نحب দায়িত্ব, কর্তব্য, জিম্মা ৩৩:২৩

نَحَتَ [ض] <نحت পাথর কেটে তৈরি করা, পাথর কাটা, খোদাই করা, ভাস্কর্য বানানো ১৫:৮২

نَحَرَ [ف] <نحر উট নহর করা, বিশেষ পদ্ধতিতে উটের গলায় জবাই করা, কুরবানী করা ১০১:

نَحْسٌ جل نُحُوْسٌ؛ نَحِسَاتٌ و <نحس نَحِسَةٌ অশুভ, দুর্ভাগ্য, অমঙ্গল, অহিতকর ৫৪:১৯

نُحَاسٌ অগ্নিশিখা, শিখা, স্ফুলিঙ্গ, ধূম, ধোঁয়া, ধুম্র, ধুম্রকুঞ্জ ৫৫:৩৫

نَحْلٌ اج <نحل মৌমাছি, মধুপোকা, মধুমক্ষিকা ১৬:৬৮

نِحْلَةٌ جل نِحَلٌ খুশি মনে দেওয়া, নিঃস্বার্থদান স্বরূপ ৪:

نَحْنُ <نحن আমরা, মোরা ২:১১

نَخِرَةٌ جل نَوَاخِرُ <نخر পুরাতন গলিত হাড্ডি, প্রাচীন হাড্ডি, পচা, চূর্ণবিচূর্ণ, ঝুরঝুরে ৭৯:১১

نَخْلٌ مث نَخْلَةٌ ج نَخِيلٌ <نخل খেজুর গাছ, খেজুর, খর্জুর, খুর্মা, ছোহারা ৬:৯৯

أَندَادٌ و نِدٌّ <ندد শরিক, সমতুল্য, সমকক্ষ, মতো, মতোন ২:২২

نَادِمٌ <ندم অনুতপ্ত, অনুশোচনাকারী, মর্মাহত, মুহ্যমান, পরিতপ্ত, ম্রয়িমাণ ৫:৩১

نَدَامَةٌ অনুতাপ, অনুশোচনা, মর্মবেদনা, পরিতাপ ১০:৫৪

نَادَى، نِدَاءٌ <ندي আহ্বান করা, সম্বোধন করা, ডাকা, তলব করা, ঘোষণা করা, আওয়াজ দেওয়া ১৯:

تَنَادَى، التَّنَادُ ডাকাডাকি করা, একে অপরকে ডেকে বলা, পরস্পরে সম্বোধন করা, ৬৮:২১

يَوم التَّنَادِ ডাকাডাকির দিন, সম্বোধন দিবস, কিয়ামত দিবস, আর্তনাদ দিবস ৪০:৩২

نَادِيٌ সম্বোধনসভা, পরামর্শসভা, সভা, মজলিস, সভাসদ ২৯:২৯

نَدِيٌّ جل أَنْدِيَةٌ সভা, মজলিস, এজলাস ১৯:৭৩

مُنَادٍ সম্বোধনকারী, আহ্বানকারী, আহ্বায়ক, ঘোষক, ঘোষণাকারী ৫০:৪১

نَذَرَ [ن، ض] <نذر মানত করা, মানত মানা, উৎসর্গের শপথ করা, নিবেদন করা ২:২৭০

أَنذَرَ، نُذْرٌ، نُذُرٌ সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুশিয়ারি উচ্চারণ করা ৩:৩৫

نَذْرٌ ج نُذُورٌ মানত, উৎসর্গ, নিবেদন ২:২৭০

مُنذِرٌ، نَذِيرٌ ج نُذُرٌ সতর্ককারী, সাবধানকারী, ভীতিপ্রদর্শক ৫৩:৫৬

مُنذَرٌ ভিতি প্রদর্শিত, সতর্কীকৃত, হুশিয়ার, বিভীষিত ১০:৭৩

نَزَعَ [ض] <نزع টেনে বের করা, টানা, কেড়ে নেওয়া ৩:২৬

نَازَعَ، تَنَازَعَ টানাটানি করা, পরস্পরে কথা টানাটানি করা, হুড়োহুড়ি করা, ঝগড়া করা, বিবাদ করা, বাকবিতণ্ডা করা, তর্কাতর্কি করা ৪:৫৯

النَّازِعَاتِ টেনেহিঁচড়ে প্রাণ সংহারকারী ফেরেশতা, প্রাণ সংহারকারী ৭৯:

نَزَّاعَةٌ যে আগুন চামড়া তুলে ফেলবে, চামড়া উৎপাটক অগ্নি, চর্মোৎক্ষেপক শাস্তি ৭০:১৬

نَزَغَ [ف]، نَزْغٌ <نزغ উসকানি দেওয়া, প্ররোচনা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, উসকে দেওয়া, কলহ-বিবাদ সৃষ্টি করা ৭:২০০

أَنْزَفَ  <نزف মাতাল হওয়া, নেশাগ্রস্ত হওয়া, অর্ধজ্ঞান হওয়া, পাগলপ্রায় হওয়া ৩৭:৪৭

نَزَلَ [ض]، مُنزَلاً، تَنَزَّلَ <نزل নাজিল হওয়া, অবতরণ করা, নেমে আসা, অবতীর্ণ হওয়া, পড়ে যাওয়া, পতিত হওয়া, পাত হওয়া ২৩:২৯

أَنزَلَ নাজিল করা, অবতারণ করা, একবারে নাজিল করা, অবতীর্ণ করা, নামিয়ে আনা, পাড়া, পতিত করা, পাত করা ১৮:

نَزَّلَ، تَنزِيلاً বারে বারে নাজিল করা, ক্রমান্বয়ে নাজিল করা, অবতীর্ণ করা ৭৬:২৩

نُزُلٌ আপ্যায়ন, আতিথেয়তা, আদরযত্ন, সমাদর, আতিথ্য, মেহমানদারি, অতিথির খাবার ৩২:১৯

نَزْلَةٌ একবার অবতরণ ৫৩:১৩

مَنَازِلُ و مَنْزِلٌ অবতরণস্থল, কক্ষপথসমুহ, মঞ্জিল ১০:

مُنَزِّلٌ ক্রমান্বয়ে অবতীর্ণকারী, নাজিলকারী ৫:১১৫

مُنْزِلٌ একত্রে অবতীর্ণকারী, নাজিলকারী, অবতারক ২৯:৩৪

مُنَزَّلٌ، مُنْزَلٌ নাজিলকৃত, অবতীর্ণ, অবতরণস্থল ৩:১২৪

النَّسِيءُ <نسأ মাস গননা পিছিয়ে দেওয়া, তারিখ পিছিয়ে দেওয়া ৯:৩৭

مِنسَأَةٌ লাঠি, যষ্ঠি ৩৪:১৪

نَسَبٌ ج أَنسَابٌ <نسب বংশগত আত্মীয়তা, রক্তের সম্বন্ধ, বংশ পরিচিতি, বংশ ২৫:৫৪

نَسَخَ [ف] <نسخ মানসুখ করা, মুছে ফেলা, রহিত করা, তিরোহিত করা, লোপ করা, প্রত্যাহার করা, বাতিল করা, বিলুপ্ত করা, মিটিয়ে দেওয়া, অকার্যকর করা, বিলোপ সাধন করা ২:১০৬

اسْتَنْسَخَ অনুলিপি করা, কপি করা, কপি তৈরি করা, লিখা, লিখানো, লিপিবদ্ধ করা ৪৫:২৯

نُسْخَةٌ جل نُسَخٌ অনুলিপি, প্রতিলিপি, কপি, নুসখা ৭:১৫৪

نَسْرٌ <نسر নসর: দেবতা, প্রতিমূর্তি ৭১:২৩

نَسَفَ [ض]، نَسْفًا <نسف উড়ানো, উড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে উড়িয়ে দেওয়া ২০:৯৭

نَاسِكٌ <نسك  বিধান পালনকারী ২২:৬৭

نُسُكٌ مص বিধানাবলি, কুরবানী, হজ্জ ২:১৯৬

مَنسَكٌ  ج مَنَاسِكُ বিধান, পালনীয় বিধানাবলি, ইবাদতের বিধান, ইবাদতপদ্ধতি, হজের বিধান, কুরবানীর বিধান, পশু জাবায়ের বিধান ২২:৩৪

نَسَلَ [ض] <نسل বের হয়ে পড়া, বেরিয়ে পড়া, দৌড়ে আসা, নিথরক্ষিপ্রতায় চলা, অকম্পগতিতে আসা, অতিক্ষিপ্রবেগে পিছলে নামা, পিছলে পড়া ২১:৯৬

نَسْلٌ جل أَنْسَالٌ ভবিষ্যৎ বংশধর, সন্তান সন্ততি, নাতিপুতি ৩২:

نِسَاءٌ، نِسْوَةٌ و إِمْرَأَةٌ <نسو নারী জাতি, স্ত্রীলোক, মহিলা, রমণি ১২:৩০

نَسِيَ [س] <نسي ভোলা, ভুলে যাওয়া, মনে না থাকা, স্মরণ না থাকা, বিস্মৃত হওয়া ১৮:৫৭

أَنْسَى ভোলানো, ভুলিয়ে দেওয়া, মন থেকে মুছে দেওয়া, বিস্মৃত করা ১৮:৬৩

نَسْيٌ، مَنْسِيٌّ বিস্মৃত, ভোলা, অবিদিত, নাজানা, অজানা, স্মৃতিভ্রষ্ট ১৯:২৩

نَسْيًا مَنْسِيًّا একেবারে বিস্মৃত, আত্মবিস্মৃত, বিস্মৃত-অবিদিত ১৯:২৩

نَسِيٌّ ص আত্মভোলা, ভুলো, বেখেয়াল, খেয়ালহীন, স্মরণহীন ১৯:৬৪

نَشَّأَ <نشأ তিলেতিলে বড় করা, বাড়িয়ে তোলা, রচিত করা, প্রতিপালন করা, লালনপালন করা, বড় করা, প্রতিপালিত হওয়া ৪৩:১৮

أَنْشَأ، إِنْشَاءً রচনা করা, সৃষ্টি করা, সৃজন করা, তৈরি করা, পয়দা করা, গঠন করা, গড়ে তোলা ৫৬:৩৫

نَاشِئَةٌ সৃজনশীল সময়, সৃষ্টিশীল সময়, গঠনমূলক সময়, রাতের প্রহর, রাত্রিবেলা, রাতের নবাগত সময়, তাহাজ্জুদ পড়া ৭৩:

نَشْأَةٌ সৃষ্টি, সৃজন, সৃষ্টি করা, তৈয়ার, রচনা ২৯:২০

مُنْشِئٌ রচনাকারী, সৃষ্টিকারী, তৈরিকারক, স্রষ্টা, সৃষ্টিকর্তা ৫৬:৭২

الْمُنْشَآتُ রচিত, সৃজিত, নির্মিত, উচ্চ পাল তোলা নৌকা, সমুদ্রযান, জাহাজ, অর্ণবযান ৫৫:২৪

نَشَرَ [ن]، نَشْرًا <نشر ছড়ানো, বিক্ষিপ্ত করা, এলোমেলো করা, বিস্তার করা, প্রকাশ করা ১৮:১৬

أَنْشَرَ পুনর্জীবিত করা, সজিব করা ৪৩:১১

انْتَشَرَ ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া, কাজের উদ্দেশ্যে বের হওয়া ৩০:২০

النَّاشِرَاتِ মেঘমালা বিস্তৃতকারী ফেরেশতা বা বায়ু, বিস্তারক ৭৭:

نُشُورٌ مص পুনরুত্থান, পুনর্জীবন, পুনর্প্রকাশ ৩৫:

مَنْشُورٌ، مُنَشَّرَةٌ বিস্তারিত, প্রকাশিত, উন্মুক্ত, খোলা ৫১:

مُنْشَرٌ পুনর্জীবনযোগ্য, পুনঃপ্রকাশযোগ্য, পুনরুত্থানযোগ্য ৪৪:৩৫

مُنْتَشِرٌ ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত, এলোমেলো, ছিন্নভিন্ন, ছত্রভঙ্গ ৫৪:

نَشَزَ [ن] <نشز উঁচু হওয়া, উঠে দাড়ানো, বসা থেকে দাড়ানো, সমুন্নত হওয়া, উঠে যাওয়া, দাঁড়ানো, খাড়া হওয়া, কাঠামো তৈরি হওয়া ৫৮:১১

أَنْشَزَ উঁচু করা, সমুন্নত করা, দাঁড় করানো, খাড়া করা, কাঠামো তৈরি করা ২:২৫৯

نُشُوزٌ مص কারো বিপক্ষে মাথা উঁচু করা, মাথা চাড়া দেওয়া, বিদ্রোহ করা, অবাধ্যতা করা, দুর্ব্যবহার করা, আদেশ অমান্য করা ৪:৩৪

نَشْطٌ [ن] <نشط বাঁধন মৃদুভাবে খোলা ৭৯:২

النَّاشِطَاتِ দেহ থেকে আত্মার বাঁধন উন্মুক্তকারী ফেরেশতা ৭৯:২

نَصِبَ [س] <نصب পরিশ্রম করা, পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া ৯৪:

نَصَبَ [ن] স্থাপন করা, সংস্থাপন করা, উপস্থাপন করা, রাখা ৮৮:১৯

نُصُبٌ  ج أَنْصَابٌ স্থাপিত বেদী, বেদীর পশু, বলির পশু, পাঠা ৫:

نَصِيْبٌ جل أَنْصِبَةٌ، أَنْصِبَاءُ তাকদিরে স্থাপিত বিষয়, নসীব, ভাগ্য, প্রাপ্য, অংশ ৪:

نُصْبٌ বিপদ, মুসিবত, অশান্তি ৩৮:৪১

نَصَبٌ جل أَنْصَابٌ ক্লান্তি, শ্রম, কষ্ট ৯:১২০

نَاصِبَةٌ শ্রমাক্রান্ত, কষ্টক্লিষ্ট, বিষাদগ্রস্ত, ক্লান্ত, বিমর্ষ, বিষন্ন ৮৮:

أَنْصَتَ <نصت চুপ থাকা, নিশ্চুপ থাকা, চুপচাপ শ্রবণ করা ৭:২০৪

نَصَحَ [ف]، نُصْحٌ <نصح নসীহত করা, উপদেশ দেওয়া, কল্যাণ কামনা করা ১১:৩৪

نَاصِحٌ নসীহতকারী, উপদেশদাতা, কল্যাণকামী ৭:৬৮

نَصُوحٌ নসীহতমূলক, উপদেশমূলক, উপদেশাত্মক ৬৬:

نَصَرَ [ن]، نَصْرًا <نصر অসহায়কে সহায়তা করা, মাজলুমকে সাহায্য করা, সহযোগিতা করা, মদদ করা, শক্তি যোগানো ৩:১২৩

تَنَاصَرَ পরস্পরে সাহায্য করা, সহযোগিতা করা, সহায়তা করা ৩৭:২৫

انْتَصَرَ জালিমকে প্রতিরোধ করা, প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া ৪৭:

اسْتَنْصَرَ সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, সহায়তা চাওয়া, সহযোগিতা কামনা করা ২৮:১৮

نَصِيرٌ، نَاصِرٌ ج أَنْصَارٌ মদদগার, সহায়ক, সাহায্যকারী, সহায়তাকারী, পৃষ্ঠপোষক ৪:৪৫

مَنْصُورٌ সাহায্যযোগ্য, সহায়তাপ্রাপ্ত, সহায্যকৃত ১৭:৩৩

مُنْتَصِرٌ জালিমের প্রতিরোধক, প্রতিশোধ গ্রহণকারী, আত্মরক্ষাকারী ৫৪:৪৪

نَصْرَانِيٌّ  ج نَصَارَى নাসারা: হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, খৃষ্টান, ক্রিস্টিয়ান, ৩:৬৭

نِصْفٌ جل أَنْصَافٌ <نصف অর্ধেক, অর্ধ, মধ্য, আধা, অর্ধাংশ ৪:১১

نَاصِيَةٌ  ج نَوَاصِيُ <نصو কপাল, ললাট, কপালের কেশ, করোটি, সম্মুখের চুলগুচ্ছ ৯৬:১৫

نَضِجَ [س] <نضج পোড়া, দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া, ভস্ম হওয়া, ছাই হওয়া ৪:৫৬

نَضَّاخَةٌ <نضخ উচ্ছসিত প্রস্রবণ, উদ্বেলিত ঝরনা, উচ্ছলিত ঝরনা ৫৫:৬৬

نَضِيْدٌ، مَنْضُودٌ <نضد ঘনভাবে সাজানো, স্তরে স্তরে সজ্জিত, সুবিন্যস্ত ৫০:১০

نَضْرَةٌ مص <نضر লাবণ্যতা, কমনীয়তা, কোমলতা, সৌন্দর্য, মাধুরী, মাধুর্যতা, উজ্জ্বলতা, সজীবতা, কান্তি ৭৫:১১

نَاضِرَةٌ লাবণ্যময়, শ্রীমণ্ডিত, সুন্দর, উজ্জ্বল, কান্তিমান, কোমল, সজীব, হাস্যোজ্জ্বল, সহাস্য, হাসিমাখা, সুস্মিত, হর্ষোৎফুল্ল ৭৫:২২

نَطِيحَةٌ جل نَطَائِحُ، نَطْحًى <نطح শিঙের আঘাতে নিহত প্রাণী, আঘাতে নিহত, হতাহত ৫:

نُطْفَةٌ جل نُطَفٌ <نطف মনি, বীর্য, শুক্র ১৬:

نَطَقَ [ض] <نطق বলা, কথা বলা, মুখ খোলা, বলতে পারা ২৩:৬২

أَنْطَقَ বলানো, কথা বলানো, বাকশক্তি দেওয়া, বলতে বলা, বলতে দেওয়া ৪১:২১

مَنْطِقٌ ভাষা, কথা, বুলি, বাকশক্তি ২৭:১৬

نَظَرَ [ن]، نَظَرٌ <نظر দেখা, তাকানো, দৃষ্টি দেওয়া, দৃষ্টিপাত করা, দর্শন করা, চাওয়া, নজর দেওয়া, প্রত্যক্ষ করা, লক্ষ্য করা, ভ্রƒক্ষেপ করা, সুদৃষ্টি করা ৪৭:২০

أَنْظَرَ অবকাশ দেওয়া, সুদৃষ্টি দেওয়া, সুযোগ দেওয়া, ছাড় দেওয়া, ঢিল দেওয়া, মুহলত দেওয়া, দেখতে দেওয়া, দেখানো, দর্শানো ৭:১৯৫

انْتَظَرَ তাকিয়ে থাকা, পথ চেয়ে থাকা, অপেক্ষা করা, প্রতীক্ষায় থাকা, সুযোগে থাকা, তাকে থাকা ৩৩:২৩

نَاظِرٌ مث نَاظِرَةٌ দর্শক, দ্রষ্টা, দৃষ্টিপাতকারী, দর্শনকারী, প্রত্যক্ষকারী, লক্ষ্যকারী ২:৬৯

نَظْرَةٌ مص একবার তাকানো, এক নজর, একবার দর্শন, এক পলক, এক মূহুর্ত ৩৭:৮৮

نَظِرَةٌ مص দেখতে দেওয়া, ছাড় দেওয়া, অবকাশ, সুযোগ ২:২৮০

مُنْظَرٌ অবকাশপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, দর্শনযোগ্য ৭:১৫

مُنْتَظِرٌ অপেক্ষাকারী, অপেক্ষমাণ, প্রতীক্ষমাণ, সুযোগসন্ধানী ৬:১৫৮

نَعْجَةٌ  ج نِعَاجٌ <نعج দুম্বা, দুম্বী, ভেড়ী, মেষ ৩৮:২৪

نُعَاسٌ <نعس তন্দ্রা, ঝিমুনি, নিদ্রাবেশ, প্রমীলা, ঘুমঘুম ভাব, অবসাদ, শ্রান্তি ৮:১১

نَعَقَ [ض] <نعق আর্তনাদ করা, চিৎকার করা, হাঁকডাক দেওয়া, বিলাপ করা, হাউমাউ করা, হায়হায় করা ২:১৭১

نَعْلٌ جل أَنْعُلٌ، نِعَالٌ <نعل জুতা, পাদুকা, চপ্পল, স্যান্ডেল ২০:১২

أَنْعَمَ، نَعَّمَ <نعم নিয়ামত দেওয়া, অনুগ্রহ করা, ইহসান করা, দয়া করা, দান করা, প্রাচুর্য দেওয়া ১:

نَاعِمَةٌ নিয়ামতপূর্ণ, নিয়ামত ভোগকারী, আনন্দঘন, আনন্দিত, সজীব, উৎফুল্ল, পুলকিত, স্বর্গসুখী, বিলাসিতাপূর্ণ ৮৮:

نَعْمَةٌ مص উপভোগ্যবস্তু, বিলাসদ্রব্য, বিলাস সামগ্রী ৪৪:২৭

نِعْمَةٌ  ج نِعَمٌ، نَعْمَاءٌ، أَنْعُمٌ নিয়ামত, অনুগ্রহ, দান, কৃপা, উপভোগ্য ১১:১০

نَعِيْمٌ ص বিলাসবহুল, নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা, সুখসেব্য, আরামপ্রদ, বিলাসসামগ্রী ৫:৬৫

نَعَمٌ ج أَنْعَامٌ পশু সম্পদ, প্রাণী সম্পদ, প্রাণী,  গৃহপালিত পশু, গবাদিপশু, চতুষ্পদজন্তু ৫:

نِعِمَّا، نِعْمَ কী চমৎকার!, কী উপভোগ্য!, চমৎকার!, বাহবা!, উত্তম!, কী উত্তম! ৪:৫৮

نَعَمْ হাঁ, ঠিক আছে, জি হাঁ ৭:৪৪

أَنْغَضَ <نغض হেলানো, ঝাকানো, নাড়া, নাড়া দেওয়া ১৭:৫১

النَّفَّاثَاتِ <نفث ফুৎকারকারিণী, ফুকদাতা, জাদুকর ১১৩:

نَفْحَةٌ <نفح বাতাস, হাওয়া, বায়ু, বার, পালা, পর্ব ২১:৪৬

نَفَخَ [ن]، نَفْخَةٌ <نفخ ফুঁ দেওয়া, ফুৎকার করা, ফুক দেওয়া, ফোঁকা ৬৯:১৩

نَفِدَ [س]، نَفَادٌ <نفد ফুরিয়ে যাওয়া, নিঃশেষ হওয়া, শেষ হওয়া, খতম করা ৩৮:৫৪

نَفَذَ [ن] <نفذ বের হয়ে যাওয়া, অতিক্রম করা, লঙ্ঘন করা ৫৫:৩৩

نَفَرَ [ض] <نفر বের হওয়া, বাহিরে যাওয়া, সফর করা, পরিবার ছেড়ে সফর করা, স্বজন থেকে দূরে যাওয়া ৯:১২২

نَفَرٌ، نَفِيرٌ جل أَنْفَارٌ পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, সফরকারী, মুসাফির, কাফেলা, দল, জামাত ৭২:

نُفُورٌ مص ঘৃণা, দ্বেষ, দূরত্ব, বিচ্ছিন্নতা ১৭:৪১

مُسْتَنفِرَةٌ দলছোটা গাধা, পালহীন, পলায়নপর, পলায়মান ৭৪:৫০

تَنَفَّسَ <نفس শ্বাস গ্রহণ করা, শ্বাসপ্রশ্বাস নেওয়া, হাফ ছেড়ে বাঁচা, দিবসের সূচনা হওয়া, প্রভাত হওয়া ৮১:১৮

تَنَافَسَ নিঃশ্বাস নেওয়া, আকাঙ্ক্ষা করা, আগ্রহী হওয়া, উদ্যোমী হওয়া, প্রতিযোগিতা করা ৮৩:২৬

مُتَنَافِسٌ আগ্রহী, উদ্যোমী, প্রতিযোগী, আকাঙ্ক্ষী  ৮৩:২৬

نَفْسٌ ج نُفُوسٌ، أَنْفُسٌ নফস, প্রাণ, আত্মা, স্বয়ং, নিজ, খোদ, ব্যক্তি, মন, প্রবৃত্তি, ইন্দ্রিয় ১৭:১৫

نَفَشَ [ن] <نفش রাত্রিবেলা চরে ফসল তুলাধুনা করা, রাতে ফসল নষ্ট করা, রাতে চরা, ফসল তুলাধুনা করা, ধুনিত করা ২১:৭৮

مَنْفُوشٌ ধুনিত, ধুনিত তুলা ১০১:

نَفَعَ [ف]، نَفْعًا <نفع উপকার করা, মঙ্গল করা, কল্যাণ করা, হিতসাধন করা, ফায়দা দেওয়া ১০:৪৯

مَنَافِعُ و مَنْفَعَةٌ উপকারিতা, লাভ, কল্যাণ, হিত, মঙ্গল, সুবিধা ২:২১৯

أَنْفَقَ، الإِنفَاقُ <نفق ব্যয় করা, খরচ করা ৪:৩৪

نَافَقَ، نِفَاقًا মুনাফেকি করা, কপটতা করা, কপটাচার করা, ছলনা করা, ভেক ধরা, দ্বিমুখী হওয়া, কপটাচারী হওয়া, মুনাফিক হওয়া ৩:১৬৭

نَفَقَةٌ  ج نَفَقَاتٌ খরচাপাতি, ব্যয়, খরচ ৯:৫৪

مُنْفِقٌ খরচকারী, দানকারী, ব্যয়কারী ৩:১৭

مُنَافِقٌ মুনাফিক, কপট, দ্বিমুখী, বাকধার্মিক, ছদ্মবেশী ৯:৬৭

نَفَقٌ جل أَنْفَاقٌ সুরঙ্গ, সুড়ঙ্গ, সুড়ঙ্গপথ, সুঁড়িপথ, সংকীর্ণ রাস্তা ৬:৩৫

أَنْفَالٌ و نَفَلٌ <نفل নফল: গনিমত প্রদত্ত নবী আলাইহিস সালামের অংশ, গনিমতের বণ্টনোর্ধ¦ সম্পদ, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ ৮:

نَافِلَةٌ অতিরিক্ত পুরস্কার, অতিরিক্ত সম্পদ ১৭:৭৯

نَفَى [ض] <نفي নির্বাসিত করা, দেশত্যাগ করা, দেশত্যাগে বাধ্য করা ৫:৩৩

نَقَّبَ <نقب তন্নতন্ন করে আশ্রয় খুঁজে বেড়ানো, আশ্রয়হীন বিচরণ করা ৫০:৩৬

نَقْبٌ বিদীর্ণ করা, ছিদ্র করা, ভেদ করা, বিদ্ধ করা ১৮:৯৭

نَقِيْبٌ جل نُقَبَاءُ সর্দার, দলপতি, নেতা ৫:১২

أَنْقَذَ <نقذ উদ্ধার করা, মুক্ত করা, মুক্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া ৩:১০৩

اسْتَنْقَذَ উদ্ধারের চেষ্টা করা, উদ্ধার করতে চাওয়া, উদ্ধার করতে পারা ২২:৭৩

نَقَرَ [ن] <نقر ছিদ্রে ফুক দেওয়া, ফুৎকার করা, ফুঁ দেওয়া ৭৪:

نَاقُورٌ جل نَوَاقِيْرُ ছিদ্রবিশিষ্ট ফুৎকারযন্ত্র, সিঙা, সিঙ্গা, বাঁশি ৭৪:

نَقِيرٌ ص বিন্দু, ফোটা, ছিদ্র, তিল পরিমাণ, স্বল্প, অণু ৪:৫৩

نَقَصَ [ن]، نَقْصٌ <نقص নাকচ করা, কমানো, হ্রাস করা, ক্ষতি করা ২:১৫৫

مَنْقُوصٌ হ্রাসকৃত, কমা, কমানো ১১:১০৯

نَقَضَ [ن]، نَقْضٌ، أَنْقَضَ <نقض ভাঙ্গা, ভঙ্গ করা, ভেঙে ফেলা ৫:১৩

نَقْعٌ جل نِقَاعٌ، نُقُوْعٌ <نقع ধূলা, ধূলাবালি, ধুলো ১০০:

نَقَمَ [ض] <نقم অপছন্দ করা, প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া ৯:৭৪

انْتَقَمَ، انْتِقَامٌ প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া, শাস্তি দেওয়া ৭:১৩৬

مُنْتَقِمٌ، ذِي انْتِقَامٍ প্রতিশোধ গ্রহণকারী, শাস্তিদাতা, প্রতিশোধপরায়ণ ৩:

نَاكِبٌ <نكب পথভ্রষ্ট, গোমরাহ, পথচ্যুত, বিচ্যুত, পথভ্রান্ত, বিভ্রান্ত, ভ্রষ্ট, বিপথগামী ২৩:৭৪

مَنَاكِبُ و مَنْكَبٌ কাঁধ, স্কন্ধ, পার্শ্ব, উচ্চস্থান ৬৭:১৫

نَكَثَ [ن] <نكث ভাঙ্গা, শপথ ভঙ্গ করা, ভেঙে ফেলা, টুকরা করা, খণ্ড করা ৪৮:১০

أَنْكَاثٌ و نِكْثٌ টুকরা টুকরা, ভাঙ্গা, খণ্ডখণ্ড ১৬:৯২

نَكَحَ [ض، ف]، نِكَاحًا <نكح বিয়ে করা, বিবাহ করা, শাদি করা, নিকাহ করা, পাণিগ্রহণ করা‘ ৪:

اسْتَنْكَحَ বিয়ে করতে চাওয়া, বিবাহ করতে মনস্থ করা, বিবাহ কামনা করা ৩৩:৫০

أَنْكَحَ বিয়ে করানো, শাদি দেওয়া, পরিণয়সূত্রে দেওয়া ২৮:২৭

نَكِدٌ ص <نكد সামান্য, কিঞ্চিৎ, ন্যূনতম, অত্যল্প, নগণ্য ৭:৫৮

نَكِرَ [س] <نكر অপছন্দ করা, অপরিচিত মনে করা, চিনতে না পারা, না চিনা, বিরক্ত হওয়া, বিব্রতবোধ করা, ঘৃণা করা ১১:৭০

نَكَّرَ বিব্রত করা, আকৃতি পরিবর্তন করা, বদলে দেওয়া, পালটানো, ঘৃণাকর বানানো ২৭:৪১

أَنْكَرَ অস্বীকার করা, পরিচয় না  পাওয়া, চিনতে না পারা, নিষিদ্ধ করা ১৩:৩৬

نُكْرٌ، نُكُرٌ، مُنْكَرٌ অপরিচিত, অজ্ঞাত পরিচয়, অচেনা, অপ্রিয়, মন্দ, অপ্রিতিকর, বিরক্তিকর, বিব্রতকর, অপছন্দনীয়, নিষিদ্ধ, অসৎ, অসৎকর্ম, অসদ্ভাব, জঘন্য, ঘৃণিত, অন্যায়, অশ্লিলতা ৫:৭৯

نَكِيْرٌ مص অস্বীকৃতির শাস্তি, অস্বীকৃতির পরিণতি, শাস্তি, আজাব ২২:৪৪

أَنْكَرُ জঘন্যতম, অতিমন্দ, অত্যন্ত খারাপ, শ্রুতিকটু, অপ্রিতিকর, বিরক্তিকর, ঘৃণাকর, অপছন্দনীয় ৩১:১৯

مُنْكِرٌ  مث مُنْكِرَةٌ অস্বীকারকারী, যে পরিচয় লাভ করে না, চিনে না, পরিচয়ভোলা, পরিচয়বিস্মৃত, পরিচয়োর্ধ্ব ১৬:২২

نَكَسَ [ن]، نَكَّسَ <نكس উল্টামুখী করা, অধঃমুখী করা, ঊর্ধ্বমূল করা, মাথা নোয়ানো, মাথা ঝুঁকিয়ে দেওয়া, মাথা নত করানো, উল্টানো ২১:৬৫

نَاكِسٌ নতশির, অধঃমুখী, উল্টামুখী ৩২:১২

نَكَصَ [ض] <نكص প্রস্থান করা, ফিরে যাওয়া চলে যাওয়া, বিদায় নেওয়া, অন্তর্ধান হওয়া ৮:৪৮

اسْتَنْكَفَ <نكف লজ্জা পাওয়া, শরম করা, বিব্রতবোধ করা, সংকোচবোধ করা, অপমানবোধ করা, কুণ্ঠাবোধ করা ৪:১৭৩

أَنْكَالٌ و نِكْلٌ <نكل লৌহ শৃঙ্খল, শিকল, জিঞ্জীর, লৌহ বেড়ী ৭৩:১৩

نَكَالٌ দৃষ্টান্তমূলক শাস্তি, উপমেয় শাস্তি ২:৬৬

تَنْكِيْلٌ শাস্তি দেওয়া, সাজা দেওয়া, কর্মফল দেওয়া, আজাব দেওয়া, বদলা দেওয়া ৪:৮৪

نَمَارِقُ و نُمْرُقَةٌ <نمرق গালিচা, কার্পেট, গদি, কোমল শয্যা, কোল বালিশ ৮৮:১৫

نَمْلَةٌ  ج نَمْلٌ <نمل পিঁপড়া, পিঁপড়ে, পিপীলিকা ২৭:১৮

أَنَامِلُ و أنْملَةٌ আঙ্গুলসমুহ, অঙ্গুলি ৩:১১৯

نَمِيْمٌ جل نَمَائِمُ <نمم নিন্দা, কুৎসা, পরনিন্দা, চোগলখোরি, অপবাদ, বিশ্বাসঘাতকতা ৬৮:১১

مِنْهَاجٌ جل مَنَاهِيْجُ <نهج পথ, প্রশস্ত রাস্তা, মহাসড়ক, রাজপথ ৫:৪৮

نَهَرَ [ف] <نهر ধমকানো, ঝাড়ি মারা, তিরস্কার করা ১৭:২৩

نَهَرٌ  ج أَنْهَارٌ নহর, ঝরনা, নদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, ¯্রােতস্বিনী, গাঙ, দরিয়া, নির্ঝরিণী ২:২৫

نَهَارٌ جل أَنْهُرٌ، نُهُرٌ দিন, দিবস, দিবা, দিনের বেলা, দিবাভাগ, দিবালোক ৩:২৭

نَهَى [ف] <نهي নিষেধ করা, বারণ করা, নিবৃত্ত করা, বিরত রাখা, বাধা দেওয়া ৭:২০

تَنَاهَى পরস্পরে নিষেধ করা ৫:৭৯

انْتَهَى বিরত হওয়া, বিরত থাকা, নিবৃত্ত হওয়া, ফিরে আসা, বর্জন করা ২:২৭৫

النَّاهِى বারণকারী, নিষেধকারী, নিবারক, বাধাদাতা ৯:১১২

نُهًى و نُهْيَةٌ জ্ঞান, বুদ্ধি, প্রতিভা ২০:৫৪

اُولِى النُّهَى জ্ঞানী, বুদ্ধিমান, প্রতিভাবান, বিচক্ষণ ২০:৫৪

الْمُنْتَهَى নিবারণকেন্দ্র, ফেরতকেন্দ্র, ফিরে আসার স্থান, গন্তব্য, শেষপ্রান্ত, নিষিদ্ধসীমা, দূরতম ৫৩:১৪

مُنْتَهِيٌ বর্জনকারী, নিবৃত্ত, যে বিরত থাকে ৫:৯১

نَاءَ [ن] <نوأ ভারাক্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া, অবসন্ন হওয়া, দুর্বহ হওয়া, বহনে অক্ষম হওয়া, নুয়ে পড়া ২৮:৭৬

أَنَابَ <نوب প্রত্যাবর্তন করা, রুজু করা, ফিরে আসা, ঘুরে আসা ১৩:২৭

مُنِيْبٌ প্রত্যাবর্তনকারী, রুজুকারী, প্রভুভক্ত ১১:৭৫

نُوْحٌ <نوح নূহ আলাইহিস সালাম ৩:৩৩

نَارٌ  جل نِيْرَانٌ <نور আগুন, অগ্নি, অনল, বহ্নি, জ্বলন, হুতাশন, জাহান্নাম, নরক, জাহান্নাম, অগ্নিময় জাহান্নাম ২:২৪

نُوْرٌ جل أَنْوَارٌ নূর, আলো, আলোক, জ্যোতি, কিরণ, রশ্মি, ¯িœগ্ধ আলোকময় ৬:

مُنِيْرٌ আলোকোজ্জ্বল, দিপ্তমান, আলোকপূর্ণ, আলোকবর্তিকা, আলোদানকারী, উজ্জ্বল, সুস্পষ্ট ২২:

النَّاسُ اج <نوس মানুষ, ইনসান, মনুষ্য, মানব, আদম, মানবকুল, মানবজাতি ২:

تَنَاوُشٌ <نوش পাওয়া, দেখতে পাওয়া, ধরে ফেলা, নাগাল পাওয়া, ধরতে পারা, ৩৪:৫২

مَنَاصٌ <نوص পলায়ন, নিষ্কৃতি লাভ, মুক্তি, নিস্তার ৩৮:

نَاقَةٌ جل نُوْقٌ، أُنُوْقٌ <نوق উটনী, উষ্ট্রী ৭:৭৩

نَوْمٌ مص <نوم ঘুম, নিদ্রা, শয়ন ২:২৫৫

نَائِمٌ ঘুমন্ত, নিদ্রামগ্ন, নিদ্রাবস্থা ৭:৯৭

مَنَامٌ مص নিদ্রাদর্শন, নিদ্রা, স্বপ্ন, খাব ৭:৪৩

نُونٌ جل أَنْوَانٌ، نِيْنَانٌ <نون মাছ, বৃহৎ মৎস ২১:৮৭

ذَا النُّونِ মাছ ওয়ালা, ইউনুস আলাইহিস সালামের উপাধী ২১:৮৭

النَّوَى و نَوَاةٌ <نوي আঁটি, খেজুরের আঁটি, বিচি ৬:৯৫

نَالَ [س]، نَيْلاً <نيل পাওয়া, লাভ করা, অর্জন করা, কবুল করা, পৌঁছা, দান করা ৭:৪৯

واو [৭৮]

وَ এবং, আর, ও, শপথ, সহ, সঙ্গে, অথচ, তখন, এমতাবস্থায় ১:

مَوْئُوْدَةٌ <وأد জীবিত দাফনকৃত কন্যা, জীবন্ত প্রোথিত, জিন্দা সমাহিত ৮১:

مَوْئِلٌ <وأل সুরক্ষিত আশ্রয়, আশ্রয়স্থল, আবর্তনস্থল, প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থল, ঠিকানা ১৮:৫৮

أَوْبَارٌ و وَبَرٌ <وبر পশম, লোম, রোম, পাখির পালক ১৬:৮০

أَوْبَقَ <وبق ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা৪২:৩৪

مَوْبِقٌ ধ্বংসস্থল, ধ্বংসালয়, ধ্বংসস্তুপ, ভগ্নাবশেষ ১৮:৫২

وَابِلٌ <وبل প্রবলবর্ষণ, মূষলধারে বৃষ্টি ২:২৬৫

وَبَالٌ ص কুপরিণতি, অশুভ পরিণাম ৫:৯৫

وَبِيْلٌ ام ভীষণ শাস্তি, কঠোর পাকড়াও ৭৩:১৬

أَوْتَادٌ و وَتِدٌ، وَتَدٌ <وتد পেরেক, কীলক, অর্গল ৩৮:১২

وَتَرَ [ض] <وتر কম করা, কমিয়ে দেওয়া, হ্রাস করা ৪৭:৩৫

تَتْرَا ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে, একের পর এক, একে একে, ধারাবাহিকভাবে, পরম্পরা ২৩:৪৪

وَتْرٌ جل أَوْتَارٌ এক, সর্বনিম্ন সংখ্যা, একক, বেজোড় দিবস ৮৯:

وَتِيْنٌ جل أَوْتِنَةٌ <وتن গর্দান, ঘাড়, রক্তবাহী রগ, হৃদয়তন্ত্রী, হৃৎপিণ্ডের ধমনী ৬৯:৪৬

أَوْثَقَ <وثق মজবুত করে বাঁধা, বন্ধন করা, সুদৃঢ় করা ৮৯:২৬

وَاثَقَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৫:

وَثَاقٌ جل وُثُقٌ বন্ধন, বাঁধন, চুক্তি, প্রতিজ্ঞা ৪৭:

مِيْثَاقٌ، مَوْثِقٌ চুক্তিবন্ধন, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, অঙ্গীকার ১২:৬৬

الْوُثْقَى দৃঢ়তম, মজবুত, সুদৃঢ় ২:২৫৬

أَوْثَانٌ و وَثْنٌ <وثن মূর্তি, প্রতিমা, দেবদেবী ২৯:১৭

وَجَبَ [ض] <وجب পড়ে যাওয়া, পতিত হওয়া, কাত হয়ে পড়া ২২:৩৬

وَجَدَ  [ض] <وجد পাওয়া, লাভ করা, দেখতে পাওয়া ৩:৩৭

وُجْدٌ مص পাওনা, সাধ্য, সম্পদ, ধনসম্পদ ৬৫:

أَوْجَسَ <وجس ভয় পাওয়া, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ১১:৭০

أَوْجَفَ <وجف হাঁকানো, চালানো, চালনা করা,  দ্রুত চালানো ৫৯:

وَاجِفَةٌ বেগবান, চলৎশীল, চঞ্চল, বিচলিত, ধাবমান, কম্পমান ৭৯:

وَجِلَ [س] <وجل ভয় পাওয়া, দুরদুর করা, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ৮:

وَجِلٌ  مث وَجِلَةٌ ভীত, শঙ্কিত, আতঙ্কিত, ভয়ক্লিষ্ট, সশঙ্ক, ভীতসন্ত্রস্ত ১৫:৫২

وَجَّهَ، تَوَجَّهَ <وجه মুখ করা, মুখ ফিরানো, অভিমুখী হওয়া ৬:৭৯

وَجْهٌ  ج وُجُوْهٌ মুখমণ্ডল, চেহারা, আকার, রূপ, আকৃতি, আদল, মূলাকার, মূলরূপ, সন্তুষ্টি, লক্ষ্য ২:১১২

وِجْهَةٌ দিক, কিবলা, অভিমুখ ২:১৪৮

وَجِيْهٌ ص সম্মুখ শ্রেণীর, সামনের সারির, প্রথম শ্রেণীর, সম্মানিত, মর্যাদাবান ৩:৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <وحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:

وَحْدٌ এক, একাত্মবাদ, অনন্য, অদ্বিতীয় ৭:৭০

وَاحِدٌ جل أُحْدَانٌ مث وَاحِدَةٌ এক, একই, একজন, একমাত্র, অনন্য ৪:

وَحِيْدٌ একাকী, একলা, অদ্বিতীয়, একমাত্র, অনন্য ৭৪:১১

وُحُوْشٌ و وَحْشٌ <وحش পশু, বন্যপশু, হিংস্রপ্রাণী, চতুষ্পদ জন্তু ৮১:

أَوْحَى <وحي ওহী প্রেরণ করা, প্রত্যাদেশ করা, এলাহী বার্তা পাঠানো ৪:১৬৩

وَحْيٌ مص ওহী, প্রত্যাদেশ, এলাহী বার্তা, আল্লাহর বাণী ১১:৩৭

وَدَّ [س]، وُدًّا <ودد কামনা করা, বাসনা করা, ভালোবাসা, পছন্দ করা, চাওয়া ১৯:৯৬

وَادَّ বন্ধুত্ব করা, অন্তরঙ্গ বানানো  ৫৮:২২

مَوَدَّةٌ বন্ধুত্ব, হৃদ্যতা, অন্তরঙ্গতা, প্রিতি, ভালোবাসা, বন্ধুত্ব করা ৪:৭৩

وَدُودٌ ام স্নেহপরায়ণ, প্রেমময়, প্রিয়ভাজন ১১:৯০

وَدٌّ ওয়াদ: একটা দেবতা নাম ৭১:২৩

وَدَعَ [ف]، وَدَّعَ <ودع বিদায় করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা ৩৩:৪৮

مُسْتَوْدَعٌ আশ্রয়স্থল, আমানতগাহ, গুদাম, ভাণ্ডার, সংরক্ষণাগার ৬:৯৮

وَدْقٌ مص <ودق বৃষ্টি, বর্ষণ, বারিধারা ২৪:৪৩

دِيَةٌ جل دِيَاتٌ <ودي দিয়াত, হত্যাপণ, খুনের মাশুল, রক্তপণ, রক্তমূল্য ৪:৯২

وَادٍ ج أَوْدِيَةٌ পাহাড়ের উপত্যকা ১৩:১৭

وَذِرَ [س] <وذر পরিহার করা, পরিত্যাগ করা, ছাড়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, মুক্ত রাখা, স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, রেখে যাওয়া ২:২৩৪

وَرِثَ [ح] <ورث ওয়ারিস হওয়া, উত্তরাধিকারী হওয়া, মালিক হওয়া ৪:১১

أَوْرَثَ ওয়ারিস বানানো, উত্তরাধিকারী বানানো, মালিক বানানো ৭:১৩৭

وَارِثٌ ج وَرَثَةٌ ওয়ারিস, উত্তরাধিকারী, মালিক ২:২৩৩

مِيْرَاثٌ، تُرَاثٌ মৃত ব্যক্তির ত্যাজ্যসম্পত্তি, মিরাস, উত্তরাধিকার ৮৯:১৯

وَرَدَ [ض] <ورد পৌঁছা, উপনীত হওয়া, অবতরণ করা, পানির কাছে আসা, ঘাটে নামা ২১:৯৯

أَوْرَدَ পৌঁছানো, উপনীত করা, অবতরণ করানো, নামানো, ঘাটে আনা ১১:৯৮

وِرْدٌ جل أَوْرَادٌ অবতরণস্থল, জলাশয়ের ঘাট, তৃষ্ণার্ত, পিপাসার্ত, তৃষ্ণাতুর ১৯:৮৬

وَارِدٌ  ج وَارِدُونَ অবতরণকারী, উপনীত, পানি বাহক ১২:১৯

مَوْرُودٌ আনীত, উপনীত ১১:৯৮

وَرْدٌ جل وُرْدٌ مث وَرْدَةٌ গোলাপী, লাল গোলাপ ৫৫:৩৭

وَرِيْدٌ جل أَوْرِدَةٌ، وُرُوْدٌ শাহরগ, ঘাড়ের রগ, শ্বাসনালী ৫০:১৬

وَرَقٌ جل أَوْرَاقٌ مث وَرَقَةٌ <ورق পাতা, পাত, পত্র, পল্লব ৭:২২

وَرِقٌ جل أَوْرَاقٌ রূপার পাত, রৌপ্যমুদ্রা ১৮:১৯

وَارَى <وري আবৃত করা, লুকানো, গোপন করা, ঢাকা ৫:৩১

تَوَارَى আবৃত হওয়া, গোপন হওয়া, সুপ্ত হওয়া, ঢেকে যাওয়া ১৬:৫৯

الْمُوْرِيَات পদাঘাতে আলোক বিকীর্ণকারী অশ্ব, আলোকবিচ্ছুরক, অগ্নিপ্রজ্বালক ১০০:

وَرَاءٌ পশ্চাতে, পেছনে, অন্তরালে, আড়ালে, ব্যতীত, ছাড়াও, অতিরিক্ত ২:৯১

وَزَرَ [ض] <وزر বোঝা বহন করা, ভার গ্রহণ করা ৬:৩১

وِزْرٌ ج أَوْزَارٌ বোঝা, পাপ, পাপের বোঝা, আত্মরক্ষার অস্ত্রসস্ত্র ৪৭:

وَازِرَةٌ বহনকারী, ভারবাহী ৬:১৬৪

وَزَرٌ جل أَوْزَارٌ আশ্রয়স্থল, পানাহ, আত্মরক্ষার স্থান, আত্মরক্ষালয় ৭৫:১১

وَزِيْرٌ جل وُزَرَاءُ উজির, বাদশার নির্ভরশীল ব্যক্তি, মন্ত্রী, পরামর্শদাতা, যার পরামর্শে বাদশা আত্মরক্ষা করে, যে বাদশার বোঝা মাথা পেতে নেয় ২০:২৯

أَوْزَعَ <وزع কুচকাওয়াজ করা, সেনাদল রুখে রাখা, শক্তি যোগানো, নিয়ন্ত্রণ করা, সমবেত করা, অনুকূল করা, তাওফিক দেওয়া ২৭:১৭

وَزَنَ [ض]، وَزْنًا <وزن ওজন করা, মাপা, পরিমাপ করা, মেপে দেওয়া ৮৩:

مَوْزُوْنٌ মাপা, পরিমিত, সুষম, ভারসাম্যপূর্ণ, উপযুক্ত ১৫:১৯

مِيْزَانٌ  ج مَوَازِينُ মাপযন্ত্র, মাপকাঠি, মানদণ্ড, দাঁড়িপাল্লা, তুলাদণ্ড, নিক্তি ৬:১৫২

وَسَطَ [ض] <وسط মাঝখানে ঢুকে পড়া, মাঝামাঝি আসা, অভ্যান্তরে যাওয়া ১০০:

وَسَطٌ جل أَوْسَاطٌ মধ্যমপন্থী, মধ্যপন্থী, ন্যায়পরায়ণ ২:১৪৩

أَوْسَطُ، وُسْطَى মধ্যম, মাঝবর্তী ২:২৩৮

وَسِعَ [س] <وسع প্রশস্ত হওয়া, পরিবেষ্টন করা, ঘিরে রাখা, বিস্তৃত হওয়া,  সুবিস্তীর্ণ হওয়া, চওড়া হওয়া, বিশাল হওয়া, সুপরিসর হওয়া ২:২৫৫

وُسْعٌ প্রশস্ততা, বিশালতা, সাধ্য, সামর্র্থ্য, অনুযায়ী ২:২৩৩

وَاسِعٌ مث وَاسِعَةٌ প্রশস্তকারী, পরিবেষ্টক, বেষ্টক, বেষ্টনকারী, ধারক, প্রাচুর্যদাতা, প্রশস্ত, সুপরিসর, বিস্তারমান, বর্ধমান, বাড়ন্ত, বর্ধিষ্ণু, ক্রমবর্ধমান ২:১১৫

سَعَةٌ প্রাচুর্য, প্রশস্ততা ২:২৪৭

مُوْسِعٌ প্রাচুর্য লাভকারী, সম্পদবেষ্টক, ধনী, স্বচ্ছল, প্রাচুর্যপূর্ণ, স্বচ্ছলতাদানকারী, পরিবর্ধক, সম্প্রসারণকারী, সম্প্রসারক ৫১:৪৭

وَسَقَ [ض] <وسق আচ্ছন্ন করা, ধারণ করা, ছেয়ে ফেলা, ঢেকে নেওয়া ৮৪:১৭

اتَّسَقَ পূর্ণ হওয়া, পূর্ণতা লাভ করা, ঘিরে ফেলা, পরিবেষ্টক হওয়া ৮৪:১৮

وَسِيْلَةٌ جل وَسَائِلُ <وسل ওসিলা: মাধ্যম, উপায় ৫:৩৫

وَسَمَ [ض] <وسم পোড়া দাগ দেওয়া, সেকা দেওয়া, ছাপ দেওয়া, দাগ দেওয়া, চিহ্ন দেওয়া, নিদর্শন দেওয়া ৬৮:১৬

مُتَوَسِّمٌ অন্তর্দৃষ্টিসম্পন্ন, নিদর্শনদর্শী, সুক্ষ্মদর্শী, বিচক্ষণ, নিরীক্ষণকারী ১৫:৭৫

سِنَةٌ <وسن তন্দ্রা, ঝিমুনি, নিদ্রাবেশ, প্রমীলা, ঘুমঘুম ভাব, অবসাদ, শ্রান্তি ২:২৫৫

وَسْوَسَ <وسوس ওয়াসওসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, প্ররোচনা দেওয়া, কুপরামর্শ দেওয়া, সন্দেহ জাগানো, সংশয় সৃষ্টি করা ৭:২০

وَسْوَاسٌ جل وَسَاوِيْسُ কুমন্ত্রণাদাতা, প্ররোচনাদাতা, সন্দেহ সৃষ্টিকারী, শয়তান ১১৪:

شِيَةٌ مص <وشي দাগ, কলঙ্ক, দোষত্রুটি ২:৭১

وَاصِبٌ <وصب চিরস্থায়ী, স্থায়ী, বিরামহীন, ধারাবাহিক ৩৭:

وَصِيْدٌ جل وُصُدٌ <وصد প্রবেশপথ, চৌকাট, দহলিজ ১৮:১৮

مُؤْصَدَةٌ বন্দি, আবদ্ধ, পরিবেষ্টিত, বেষ্টনী, অগ্নিবেষ্টনি ৯০:২০

وَصَفَ [ض]، وَصْفٌ <وصف গুণকীর্তন করা, বর্ণনা করা, বলা, ব্যক্ত করা ৬:১৩৯

 وَصَلَ [ض] <وصل পৌঁছা, উপনীত হওয়া, নাগাল পাওয়া, ধরে ফেলা, মিলন ঘটানো, সংযুক্ত করা, সম্পর্ক স্থাপন করা ২:২৭

وَصَّلَ উপর্যুপরি পাঠানো, সংযুক্ত করা ২৮:৫২

وَصِيْلَةٌ جل وَصَائِلُ সাতবার প্রসব করা ছাগল, পাঁচ গর্ভে দশটি শুধু মাদী বাচ্চা প্রজননকারিণী ছাগল ৫:১০৩

وَصَّى، تَوْصِيَةٌ، أَوْصَى <وصي ওসিয়ত করা, নির্দেশ দেওয়া, পরামর্শ দেওয়া ৩৬:৫০

تَوَاصَى পরস্পরে পরামর্শ করা, সদোপদেশ দেওয়া ৫১:৫৩

مُوصٍ ওসিয়তকারী, পরামর্শদাতা, নির্দেশক, নির্দেশদাতা ২:২৮২

وَصِيَّةٌ جل وَصَايَا ওসিয়ত, উপদেশ, নসীহত, নির্দেশ ৪:১২

وَضَعَ [ف] <وضع রাখা, প্রণয়ন করা, স্থাপন করা, বাচ্চা প্রসব করা, লাঘব করা, হালকা করা, সংবরণ করা ৩:৩৬

أَوْضَعَ পা রাখা, পদচারণা করা, হাঁকানো, ঘোড়া দৌঁড়ানো, তাড়িয়ে দেওয়া ৯:৪৭

مَوَاضِعُ و مَوْضِعٌ স্থান, জায়গা, পা রাখার স্থান, চারণভূমি, রনাঙ্গন, যুদ্ধক্ষেত্র ৫:১৩

مَوْضُوعَةٌ স্থাপিত, রক্ষিত ৮৮:১৪

مَوْضُونَةٌ <وضن সুউচ্চ, অলঙ্কৃত, কারুকার্য খচিত ৫৬:১৫

وَطَأَ [ف]، وَطْئًا <وطأ পদদলিত করা, পদপিষ্ট করা, পয়মাল করা, পথ মাড়ানো ৭৩:

وَاطَأَ পায়ে পায়ে চলা, কদমে কদমে চলা, অনুগামী করা, সমন্বয় করা, মিলিয়ে নেওয়া, অনুগামী করা ৯:৩৭

مَوْطِئٌ চলার স্থান, চারণভূমি, ফুটপাত, পথ, রাস্তা ৯:১২০

وَطَرٌ جل أَوْطَارٌ <وطر কামনা, প্রয়োজন ৩৩:৩৭

مَوَاطِنُ و مَوْطِنٌ <وطن বাসস্থান, গৃহ, স্থান, জায়গা ৯:২৫

وَعَدَ [ض]، وَعْدٌ، وَاعَدَ <وعد ওয়াদা করা, অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, চুক্তি করা ৩:১৯৪

تَوَاعَدَ পরস্পরে ওয়াদা করা, পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৮:৪২

وَعِيدٌ، مَوْعُودٌ শাস্তির প্রতিশ্রুতি, প্রতিশ্রুতশাস্তি, হুমকি, ভীতিপ্রদর্শন ৮৫:

مَوْعِدٌ مث مَوْعِدَةٌ، مِيْعَادٌ প্রতিশ্রুত সময়, প্রতিশ্রুত স্থান, নির্ধারিত সময়, ওয়াদা, প্রতিজ্ঞা, ভীতিপ্রদর্শন, মেয়াদ, ৯:১১৪

وَعَظَ [ض] <وعظ ওয়াজ করা, নসীহত করা, উপদেশ দেওয়া ২:২৩১

وَاعِظٌ ওয়ায়েজ, উপদেশদাতা, নসীহতকারী ২৬:১৩৬

مَوْعِظَةٌ ওয়াজ, উপদেশবাণী, নসীহত, অনুপ্রেরণা ২:৬৬

وَعَى [ض] <وعي মনে রাখা, স্মরণ রাখা, সংরক্ষণ করা ৬৯:১২

أَوْعَى মনের ভিতর লুকিয়ে রাখা, সংরক্ষণ করা, কৃপণতা করা, দান না করা ৭০:১৮

وَاعِيَةٌ স্মরণকারী, রক্ষাকারী, শ্রুতিধর ৬৯:১২

وِعَاءٌ ج أَوْعِيَةٌ থলে, বস্তা, ভাণ্ড ১২:৭৬

وَفْدٌ جل وُفُوْدٌ <وفد প্রতিনিধি, দলে দলে, দূত, মেহমান ১৯:৮৫

مَوْفُورٌ <وفر পরিপূর্ণ, ভরপুর ১৭:৬৩

أَوْفَضَ <وفض দৌঁড়ানো, ধাবিত হওয়া, ছুটে যাওয়া, ত্বরা করা ৭০:৪৩

وَفَّقَ، تَوْفِيقًا <وفق অনুকূল করা, তাউফিক দেওয়া, আনুকুল্য করা ৪:৩৫

وِفَاقٌ مص আনুকূল্য, যথাযোগ্য, সামঞ্জস্যপূর্ণ ৭৮:২৬

وَفَّى، أَوْفَى <وفي পূর্ণ করা, পূর্ণতায় পৌঁছানো, পরিপূর্ণ করে দেওয়া, পুরাপুরি দেওয়া ৩:২৫

تَوَفَّى পূর্ণ করা, জীবনকাল পূর্ণ করে দেওয়া, আয়ুষ্কাল পূর্ণ করে দেওয়া, মৃত্যু দেওয়া, মরণ দেওয়া, মুত্যু ঘটানো ৫:১১৭

اسْتَوْفَى পূর্ণ করে নেওয়া, পূর্ণতা কামনা করা ৯৩:

أَوْفَى পূর্ণতম, অধিক পূর্ণকারী ৯:১১১

مُوْفِيٌ পূর্ণকারী, পূর্ণদাতা ২:১৭৭

مُوَفِّيٌ পরিপূর্ণ দানকারী ১১:১০৯

مُتَوَفِّيٌ পূর্ণ হায়াত দানকারী, জীবনকালের পূর্ণতাদাতা ৩:৫৫

وَقَبَ [ض] <وقب অন্ধকারাচ্ছন্ন করা, তমাসাচ্ছন্ন করা ১১৩:

وَقَّتَ، أُقِّتَت <وقت সময় ধার্য করা, নির্ধারিত সময় দেওয়া ৭৭:১১

وَقْتٌ جل أَوْقَاتٌ ওয়াক্ত, সময়, কাল, মূহুর্ত ১৫:৩৮

مِيْقَاتٌ  ج مَوَاقِيْتُ নির্ধারিত সময় বা স্থান ২:১৮৯

مَوْقُوْتٌ নির্ধারিত সময়, ধার্যকৃত সময়, ধার্যকাল, সময় মতো ৪:১০৩

أَوْقَدَ، اسْتَوْقَدَ <وقد আগুন জ্বালানো, প্রজ্বলন করা, আগুন ধরানো, আলোকিত করা ২:১৭

وَقُوْدٌ مص জ্বালানি, ইন্ধন, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ২:২৪

مُوْقَدَةٌ প্রজ্বলিত, জ্বলন্ত, দাহ্যমান ১০৪:

مَوْقُوذَةٌ <وقذ প্রহারে নিহত, আঘাতে মৃত ৫:

وَقَّرَ <وقر সম্মান করা, মর্যাদা দেওয়া, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, ভক্তি করা, শ্রোদ্ধা করা, বড় মনে করা, বড় মানা  ৪৮:

وَقَارٌ মর্যাদা, সম্মান, ইজ্জত, গাম্ভীর্য, বড়ত্ব, গৌরব ৭১:১৩

وَقْرٌ جل وُقُوْرٌ বধিরতা, শ্রুতিহীনতা, শ্রবণশক্তিহীনতা ৬:২৫

وِقْرٌ جل أَوْقَارٌ ভার, ভারি বোঝা ৫১:

وَقَعَ [ف]، وَقْعَةٌ <وقع ঘটা, হওয়া, সংঘটিত হওয়া, পতিত হওয়া, পড়ে যাওয়া, ধার্য হওয়া, অবধারিত হওয়া, স্থির হওয়া, সাব্যস্ত হওয়া ৪:১০০

أَوْقَعَ ঘটানো, সংঘটিত করা, পতিত করা, সাব্যস্ত করা ৫:৯১

وَاقِعٌ  مث وَاقِعَةٌ ঘটমান, ঘটনশীল, পতনশীল, সম্ভাব্য, অবশ্যম্ভাবী, ঘটনীয়, কিয়ামত ৫২:

مَوَاقِعُ و مَوْقِعٌ ঘটনাস্থল, আকুস্থল, স্থল, স্থান, পতনস্থল, অস্তাচল ৫৬:৭৫

مُوَاقِعٌ ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান, পড়ো পড়ো ১৮:৫৩

وَقَفَ [ض] <وقف দাড় করানো, খাড়া করা, থামানো, দাড়ানো ৩৭:২৪

مَوْقُوفٌ দণ্ডায়মান, দাড়ানো, খাড়া করা, থামানো, স্থির ৩৪:৩১

وَقَى [ض] <وقي রক্ষা করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, বাঁচানো, মুক্ত করা, পরিত্রাণ দেওয়া ৩:১৬

اتَّقَى তাকওয়া অবলম্বন করা, ভয় করে চলা, আল্লাহভীতি অর্জন করা, আল্লাহভীরু হওয়া, মুত্তাকী হওয়া, পরহেজগারি অবলম্বন করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, অবাধ্যতা বর্জন করা, পাপ পরিহার করা, বাঁচা ২:১৮৯

وَاقٍ রক্ষাকারী, রক্ষক ৯২:১৭

تَقِيٌّ جل أَتْقِيَاءُ মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, ধার্মিক, ধর্মপরায়ণ ১৯:১৩

أَتْقَى সর্বাধিক আল্লাহভীরু, বড় মুত্তাকী, বড় পরহেজগার, দ্বীনদার ৯২:১৭

تُقَاةٌ، التَّقْوَى তাকওয়া, আল্লাহভীতি, আল্লাহর ভয়, দ্বীনদারি, ধার্মিকতা, পরহেজগারি ৩:২৮

الْمُتَّقِي মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, পরহেজগার ২:১৭৭

تَوَكَّأُ، اتَّكَأَ <وكأ হেলান দেওয়া, ঠেস দেওয়া, ভর করা, টেক লাগানো ২০:১৮

مُتَّكِئٌ সুখাসনে উপবিষ্ট, গদিনশীন ৫৪:৫৪

مُتَّكَأٌ আরামকেদারা, ইজিচেয়ার, সুখাসন ১২:৩১

تَوْكِيدٌ <وكد মজবুত করা, সুদৃঢ় করা, অবধারিত বানানো, শিরোধার্য করা ১৬:৯১

وَكَزَ [ض] <وكز থাপ্পড় মারা, ঘুষি মারা, চপেটাঘাত করা ২৮:১৫

وَكَّلَ <وكل উকিল নিয়োগ করা, দায়িত্বার্পণ করা, ন্যস্ত করা ৬:৮৯

تَوَكَّلَ তাওয়াক্কুল করা, নির্ভর করা, ভরসা করা, আস্থাশীল হওয়া ৮:

وَكِيْلٌ جل وُكَلَاءُ উকিল, প্রতিনিধি, জিম্মাদার,  কর্মবিধায়ক, কার্যনির্বাহক ৪:৮১

مُتَوَكِّلٌ তাওয়াক্কুলকারী, নির্ভরকারী, ভরসাকারী ৩:১৯৫

وَلَجَ [ض] <ولج প্রবেশ করা, অনুপ্রবেশ করা, অন্তর্নিহিত হওয়া ৭:৪০

أَوْلَجَ প্রবেশ করানো, অনুপ্রবেশ করানো, অন্তর্নিহিত করা, ঢুকিয়ে দেওয়া ২২:৬১

وَلِيْجَةٌ হৃদয়ে প্রবিষ্ট ব্যক্তি, অন্তরঙ্গ বন্ধু, হৃদয়জয়ী বন্ধু, অভিন্নহৃদয়, ঘনিষ্ঠ ৯:১৬

وَلَدَ [ض] <ولد প্রজনন করা, জন্ম দেওয়া, সন্তানধারণ করা, গর্ভধারণ করা ১৯:১৫

وَلَدٌ ج أَوْلاَدٌ সন্তান, বংশধর, বালক, বালিকা ৩:৪৭

وَلِيدٌ ج وِلْدَانٌ সন্তান, শিশু, কুমার, দাস, সেবক ২৬:১৮

وَالِدٌ পিতা, জনক ৩১:৩৩

وَالِدَةٌ ج وَالِدَاتٌ মা, মাতা, জননী, প্রসূতি ২:২৩৩

وَالِدَيْنِ পিতামাতা, মাতাপিতা, মা-বাবা ২:৮৩

مَوْلُودٌ সন্তান, নবজাতক, শিশু, বাচ্চা ৩১:৩৩

مَوْلُود لَه যার সন্তান, সন্তানের মালিক, পিতা ২:২৩৩

وَلَى [ح] <ولي আশেপাশে থাকা, নিকটে থাকা, নৈকট্যে থাকা ৯:১২৩

وَلَّى ফিরে যাওয়া, পলায়ন করা, পৃষ্ঠপ্রদর্শন করা, পিছু হটা, পশ্চাদপসরণ করা, পিছপা হওয়া, ফিরানো ২:১৪৪

تَوَلَّى ফিরা, বিমুখ হওয়া, পিছু হটা, বন্ধু বানানো, দায়িত্ব গ্রহণ করা, নেতৃত্ব দেওয়া, জনপ্রতিনিধিত্ব গ্রহণ করা, জনপ্রতিনিধী হওয়া ২:৬৪

وَالٍ، وَلِيٌّ ج أَوْلِيَاءُ রক্ষক, ওলী, প্রভু, বন্ধু, নৈকট্যপ্রাপ্ত, অভিভাবক, উত্তরাধিকারী, সাহায্যকারী ১৩:১১

مُوَلِّيٌ অভিমুখী, মুখকারী, সম্মুখিন ২:১৪৮

وَلاَيَةٌ রক্ষণাবেক্ষণ, অভিভাবকত্ব, অধিকার, কর্তৃত্ব ১৮:৪৪

أَوْلَى নিকটতম, অধিক নিকটবর্তী, শ্রেষ্ঠতর, অতিউত্তম, উত্তমতর, অকল্যাণ, অমঙ্গল ৭৫:৩৪

الْمَوْلَى جل مَوَالِيُ নৈকট্যদাতা, মাওলা, প্রভু, মুনিব, অভিভাবক, বন্ধু, নৈকট্যস্থল ৮:৪০

مَوَالِيُ و مَوْلَى ওয়ারিছগণ, চাচাত ভাই, বন্ধু বান্ধব, স্বগোত্র, স্ববংশ, বংশীয়, নিকটজন, আপনজন ৪:৩৩

وَنَى [ض] <وني অলসতা করা, শৈথিল্য করা, শিথিলতা করা ২০:৪২

وَهَبَ [ف، ض] <وهب দেওয়া, দান করা, প্রদান করা, উৎসর্গ করা, নিবেদন করা

الْوَهَّابُ ام অত্যাধিক দানকারী, দানবীর, দাতা, প্রদানকারী ৩:

وَهَّاجٌ ام <وهج আলোক বিকীর্ণকারী, আলোকবিচ্ছুরক, জ্যোতির্ময় ৭৮:১৩

وَهَنَ [ض]، وَهْنًا <وهن কষ্ট করা, ভেঙে পড়া, ভঙ্গুর হওয়া, দুর্বল হওয়া, নরম হওয়া, কোমল হওয়া ৩১:১৪

أَوْهَنُ দুর্বলতম, অতিভঙ্গুর, অতিকোমল ২৯:৪১

مُوْهِنٌ দুর্বলকারী, নরমকারী, অক্ষমকারী, পরাজিতকারী, অক্ষমকামী ৮:১৮

وَاهِيَةٌ <وهي দুর্বল, চূর্ণবিচূর্ণ, বিদীর্ণ, ক্ষয়প্রাপ্ত হাড়, জরাজীর্ণ, জীর্ণশীর্ণ ৬৯:১৬

وَيْكَأَنَّ <وي+ك+انّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক! ২৮:৮২

وَيْلٌ <ويل ওয়ায়েল: জাহান্নামের নাম, ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক! ২:৭৯

أَوْلَى অমঙ্গল, ধ্বংস!, দুর্ভাগ্য!, দুর্ভোগ, ধিক্কার, ধিক! ৭৫:৩৪

يَا وَيْلَتَى হায় আমার ধ্বংস!, হায় দুর্ভাগ্য!, হায় কপাল! ১১:৭২

هاء [৪৫]

ه ( পুং ) তার, তাকে, এর, একে ২:

هَا ( স্ত্রী ) তার, তাকে, এর, একে ২:২৪

هَكَذَا এরূপ, এমন, এমনি, এমনিভাবে ২৭:৪২

هَهُنَا অত্র, এখানে, এই স্থানে ৫:২৪

هَبَطَ [ض] <هبط নামা, নিচে নামা, নিম্নস্থানে যাওয়া, অবরোহণ করা, অবতরণ করা ২:৩৬

هَبَاءٌ جل أَهْبَاءٌ <هبو ধুলো, ধূলা, ধূলি, বালু,  বালি, অণু, অণু-অণু ২৫:৭৯

تَهَجَّدَ <هجد তাহাজ্জুদ পড়া, নিশি জাগরণ করা, শেষ রাতে নফল পড়া ১৭:৭৯

هَجَرَ [ن]، هَجْرًا <هجر ত্যাগ করা, পরিত্যাগ করা, পরিহার করা, বর্জন করা, দূরে থাকা, বকাবকি করা, আজে বাজে বকা, অর্থহীন অশ্লিল কথা বলা ৭৩:১০

هَاجَرَ স্বদেশ ত্যাগ করা, হিজরত করা, নির্বাসনে যাওয়া ৪:৮৯

مَهْجُورٌ পরিত্যক্ত, পরিহার্য, বর্জনীয় ২৫:৩০

مُهاجِرٌ হিজরতকারী, মুহাজির, দেশত্যাগী, চিরপ্রবাসী ৪:১০০

هَجَعَ [ف] <هجع ঘুমানো, নিদ্রা যাওয়া, শয়ন করা ৫১:১৭

هَدًّا [ن] <هدد ভেঙে পড়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ১৯:৯০

هَدَّمَ <هدم ধ্বংস করা, বিধ্বস্ত করা, চুরমার করা, ভেঙে ফেলা, ভূমিস্মাৎ করা, ধূলিস্মাৎ করা, খানখান করা, টুকরা টুকরা করা, চূর্ণবিচূর্ণ করা ২২:৪০

هُدْهُدٌ جل هَدَاهِدُ <هدهد হুদহুদ: পাখি বিশেষ ২৭:২০

هَدَى [ض]، هُدًى <هدي হেদায়াত করা, পথপ্রদর্শন করা, পথনির্দেশ করা, দিশা দেওয়া, দিকনির্দেশনা দেওয়া, চালনা করা, পরিচালিত করা ২:২৬

إهْتَدَي হেদায়াত পাওয়া, দিশা পাওয়া, পথনির্দেশ পাওয়া, সৎপথে চলা, সৎপথ অবলম্বন করা ৫:১০৫

الهَادِي، الهُدَى হেদায়াতকারী, দিশারী, পথপ্রদর্শক, পথনির্দেশ, পথের দিশা, পথপ্রদর্শন, দিকনির্দেশনা, সৎপথ, হেদায়াত ২:

الأَهْدَي সুপথগামী, অধিক ন্যায়পন্থী, ন্যায়পথাবলম্বী, সৎপথাশ্রয়ী, সুপথধারী ৪:৫১

مُهْتَدٍ হেদায়াতপ্রাপ্ত, দিশাপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত, ন্যায়পরায়ণ, সুপথের যাত্রী ২:১৬

الهَدْيُ কুরবানীর পশু, নিবেদিত পশু, উৎসর্গিত পশু, কুরবানীর নির্ধারিত প্রাণী ৫:৯৭

هَدِيَّةٌ হাদিয়া, উপহার, উপঢৌকন, নাজরানা, ভেট ২৭:৩৫

هَرَبًا [ن] <هرب পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া ৭২:১২

هَارُوت <هرت হারুত: ফেরেশতার নাম ২:১০২

أَهْرَعَ <هرع দ্রুত দৌড়ে আসা, লাফিয়ে আসা, কুদতে কুদতে আসা, লম্পঝম্প করে আসা, তাড়াতাড়ি আসা, ধেয়ে আসা ১১:৭৮

هَارُون <هرن হারূন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ২:২৪৮

اسْتَهْزَأَ <هزأ উপহাস করতে চাওয়া, ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রূপ করা, ব্যঙ্গ করা, উপহাস্য বানানো; ব্যঙ্গদমন করা, উপহাসের শাস্তি দেওয়া ২:১৫

مُسْتَزِئٌ বিদ্রূপকারী, ব্যঙ্গকারী, ঠাট্টাকারী, উপহাসকারী ১৫:৯৫

هُزُوًا উপহাস্য, বিদ্রূপাত্মক, উপহাসের পাত্র, উপহাস্য বানানো, উপহাস করা, ব্যঙ্গ, উপহাস, বিদ্রূপ ২১:৩৬

هَزَّ [ن] <هزز ঝাঁকি দেওয়া, নাড়া দেওয়া, আন্দোলিত করা, ঝাঁকিয়ে নেওয়া ১৯:২৫

اهْتَزَّ নড়ে ওঠা, শিহরণ লাগা, ফসল দোল খাওয়া, কম্পিত হওয়া, কম্পমান হওয়া, আন্দোলিত হওয়া ২২:

 هَزْلٌ <هزلযা সত্যিসত্যি নয়, মিছামিছি, খামাখা, অপ্রকৃত, এমনি এমনি, অযথা, অহেতুক, অমূলক, বাজে কথা, অপকথা, উপহাস, তামাশা, মজাক, হাসি, হাসিঠাট্টা, রঙ্গরসিকতা, হাসতে হাসতে, কৌতুক, কৌতুকপূর্ণ, হাস্যকর, কৌতুকী, প্রাহসনিক ৮৬:১৪

هَزَمَ [ض] <هزم পরাজিত করা, পরাভূত করা, পরাস্ত করা, পরাহত করা, অক্ষম করে দেওয়া, অপারগ করা, দুর্বল করা ২:২৫১

مَهْزُومٌ পরাজিত, পরাভূত, পরাস্ত, পরাহত,  অক্ষম, অপারগ, দুর্বল ৩৮:১১

هَشَّ [ن] <هشش পাতা ঝরানো, পাতা পাড়া ২০:১৮

هَشِيمٌ <هشم খোয়াড় নির্মাণের জরাজীর্ণ খড়, শুষ্ক ঘাসের টুকরা, পড়ে থাকা তৃণলতা, শুষ্ক খড়কুটার কাটছাট, ভঙ্গুর খড় ৫৪:৩১

هَضْمًا <هضم আত্মসাত করা, হজম করা, নেকি কমানো, পুন্যহ্রাস করা ২০:১১২

هَضِيمٌ হজমযোগ্য, কোমল, মোলায়েম, নরম, ভঙ্গুর, বিচিমুক্ত, সংযুক্ত, লাগালাগি, চমৎকার ২৬:১৪৮

مُهْطِعٌ <هطع ছুটন্ত, পলায়নপর, পলকহীন, অপলকদৃষ্টি, দ্রুতধাবমান, বদ্ধদৃষ্টি, নির্নিমেষ ১৪:৪৩

هَلُوعٌ <هلع চরম ব্যাকুল, অস্থির, কৃপণ, বখিল, কাতর, ধনসর্বস্ব ৭০:১৯

هَلَكَ [ض] <هلك ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া, মৃত্যু বরণ করা, মরা ৪:১৭৬

أهْلَكَ، مَهْلِكٌ ধ্বংস করা, বিলুপ্ত করা, বিনাশ করা, বিলীন করা, মৃত্যু দেওয়া, মেরে ফেলা ২৮:৭৮

هَالِكٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, ক্ষয়শীল, নশ্বর, বিলুপ্তপ্রায়, অনিত্য, বিনশ্বর ২৮:৮৮

مُهْلِكٌ ধ্বংসকারী, ধ্বংসকর, ধ্বংসাত্মক, বিলুপ্তকারী, বিনাশী, মৃত্যুদাতা ৬:১৩১

مُهْلَكٌ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসকৃত, চুরমার, বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিনাশিত, বিলুপ্ত, বিলীন ২৩:৪৮

التَهْلُكَة ধ্বংস, সর্বনাশ, মৃত্যুর কারণ ২:১৯৫

أَهَلَّ <هلل জবাই করা, জবেহ করা, বধ করা, নিধন করা, বলি দেওয়া ৫:

أهِلَّةٌ و هِلَالٌ চাঁদ, নতুন চাঁদ, নবচন্দ্র, নয়াচাঁদ ২:১৮৯

هَلُمَّ <هلم তুমি আসো, আনো, উপস্থিত কর ৬:১৫০

هَامِدَةٌ <همد তৃণলতাহীন, শুষ্ক ২২:

مُنْهَمِرٌ <همر বর্ষণমুখর, অঝোরধারা, প্রবলবর্ষণ, পতনশীল ৫৪:১১

هُمَزَةٌ، هَمَّازٌ ام <همز নিন্দুক, নিন্দাকারী, পরনিন্দাকারী, ঘৃণাকারী, দোষান্বেষী, কুৎসাকারী, ভর্ৎসনাকারী, বিদ্রূপকারী, তিরস্কারকারী, ধোঁকাবাজ, প্রতারক ১০৪:

هَمَزَات নিন্দা, পরনিন্দা, কুৎসা, ভর্ৎসনা, বিদ্রূপ, তিরস্কার, ঘৃণা, ধোঁকা, প্রতারণা, প্ররোচনা, কুপ্রস্তাব ২৩:৯৭

هَمْسٌ <همس মৃদুপদধ্বনি, ফিসফিসশব্দ, অনুচ্চকণ্ঠ, মৃদুস্বর, গুঞ্জরণ ২০:১০৮

هَمَّ [ن] <همم ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, চিন্তা করা, সংকল্প করা, উপক্রম হওয়া, কাছাকাছি পৌঁছা ১২:২৪

أهَمَّ উদ্বিগ্ন করা, পেরেশান করা, চিন্তাক্লিষ্ট করা, উপক্রম করা, কাছাকাছি আনা ৩:১৫৪

هَامان <همن হামান: ফিরাউনের মন্ত্রী ২৮:৬

هَنِيئًا <هنأ তৃপ্তির সঙ্গে, সানন্দে, সতৃপ্ত হয়ে, খুশিতে, তৃপ্তিভোরে ৪:

هُنَالِكَ <هنلك সেখানে, ওখানে, ওই স্থানে, তথায়, সেথায়, হেথায় ৩:৩৮

هُوَ ( পুং ) সে, ও, তিনি, উনি ২:২৯

هُمَا তারা দু’জন, এরা দু’জন ২:৩৬

هُمْ ( পুং ) তারা সকলে, তারা, এরা ১:

هِيَ ( স্ত্রী ) সে, ও, তিনি, উনি ২:৬৮

هُنَّ ( স্ত্রী ) তারা সকলে, তারা, এরা ২:২৯

هَا ج هَاؤُمْ <هوأ নাও, লও, ধর, দেখো! সাবধান! ৩:৬৬

هَادَ [ن] <هود ইহুদী হওয়া, প্রত্যাবর্তন করা, ফিরে আসা ৭:১৫৬

هُودٌ হুদ আলাইহিস সালাম: ইয়ামানের আদ সম্প্রদায়ে নবী ৭:৬৫

اليهود، يَهُودِيٌّ ইহুদী সম্প্রদায় ২:১১৩

انْهَارَ <هور ভেঙে পড়া, পতিত হওয়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ৯:১০৯

هَارٍ বিধ্বস্ত, ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান ৯:১০৯

أهَانَ <هون অপমান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় করা, অপমানিত করা, অসম্মান করা, বেইজ্জত করা, বেহুরমতি করা, অবমাননা করা, নাজেহাল করা, অসহায়তা করা, সহায়তা না করা, সহায়হীন বানানো ৮৯:১৬

هُوْنٌ নগণ্য, হীনতম, অতিলাঞ্ছিত, অসম্মান, লাঞ্ছনাকর, অপমানকর, ইতর, অপদার্থ  বেইজ্জতি ৬:৯৩

مُهِينٌ লাঞ্ছনাকারী, হেয়কারী, অপমানকারী, অবমাননাকারী  ২:৯০

مُهَانًا অসম্মানে, অপমানে ২৫:৬৯

هَوْنًا সবিনয়ে, বিনয়াবনত, বিনম্র হয়ে, নম্রতার সঙ্গে, গর্বহীন, সসম্মানে, শালীনতার সঙ্গে, অতিসাধারণভাবে, সহজভাবে ২৫:৬৩

هَيِّنٌ جل أَهْوِنَاءُ সহজ, সহজ ব্যাপার, অতিসাধারণ, নগণ্য, গোণার অতীত, গণনাতীত ১৯:

الأهْوَنُ অতিসহজ, সহজতর, সর্বাধিক সহজ, অতিসাধরণ ৩০:২৮

هَوَى [ض] <هوي পতন হওয়া, ধ্বংস হওয়া, হাওয়া হয়ে যাওয়া, বাতাসে উড়ে যাওয়া, পতিত হওয়া, অদৃশ্য হওয়া, অস্তমিত হওয়া, মহাশুন্যে মিলে যাওয়া, ঝুঁকে পড়া, বহন করা ৫৩:

هَوِيَ [س]، تَهْوَي কামনা করা, চাওয়া, ঝোঁকা, লিপ্সু হওয়া, প্রবৃত্তিপরায়ণ হওয়া, ইচ্ছাতন্ত্রী হওয়া, আসক্ত হওয়া, ভালোবাসা ৫:৭০

أهْوَي ধ্বংস করা, ভূমিস্মাৎ করা, আছাড় মারা, সজোরে ফেলে দেওয়া, সজোরে নিক্ষেপ করা, পতিত করা; অধিক প্রবৃত্তিপরায়ণ, কামপ্রদ, অতীচ্ছ, কামনাযুক্ত ৫৩:৫৩

إسْتَهْوَى প্রবৃত্তিপরায়ণ বানাতে চাওয়া, পদস্খলন কামনা করা, ফেলতে চাওয়া, দুর্বৃত্ত বানানো ৬:৭১

الهَوَى ج الأَهْوَاءِ কামনা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, লিপ্সা, আসক্তি, খাহেশাত, ভালোবাসার বস্তু ৪:১৩৫

الهَوَاءُ হাওয়া, শুন্য, খালি, ফাকা, কুপ্রবৃত্ত ১৪:৪৩

هَاوِيَة হাবিয়া: জাহান্নামের নাম, জাহান্নামের নিম্নতম স্তর ১০১:

هَيَّأَ <هيأ সহজ করা, প্রস্তুত করা, বন্দোবস্ত করা, আদায় করা ১৮:১০

هَيْئَةً جل هَيَّاتٌ আকার, আকৃতি, আদল, গঠন, সুরত, কায়া, রূপ, অবস্থা ৩:৪৯

هَاتُوا <هيت তোমরা আনো, পেশ কর, উপস্থাপন কর ২:১১১

هَيْتَ আসো, এসো এসো ১২:২৩

هَاجَ [ض] <هيج শুষ্ক হওয়া, শুকিয়ে যাওয়া ৩৯:২১

مَهِيلٌ <هيل এলোমেলো, ছড়ানো-ছিটানো, আলুথালু, আউলানো, বিক্ষিপ্ত, আকীর্ণ, উড়ন্ত ৭৩:১৪

هَامَ [ض] <هيم তৃষ্ণায় ঘোরা, তৃষ্ণার্ত হয়ে ছুটাছুটি করা ২৬:২২৫

هِيْمٌ جل أَهْيَمُ، هَيْمَاءُ পিপাসার্ত, তৃষ্ণাতুর, তৃষ্ণাকাতর, তৃষ্ণার্ত উট ৫৬:৫৫

المُهَيْمِنُ <هيمن রক্ষক, আশ্রয়দাতা ৫:৪৮

مَا هِيَهْ সেটি কী? ১০১:৭

هَيْهَاتَ <هيهت সুদূরপরাহত হয়েছে, বহুদূর, অনেক দূর, অসম্ভব ২৩:৩৬

ياء [১৮]

يَئِسَ [س]، إسْتَيْئَسَ <يأس নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া, হতোদ্যম হওয়া, ভগ্নহৃদয় হওয়া, নিষ্পৃহ হওয়া ৫:

يَئُوس নিরাশ, হতাশ, আশাহত, হতোদ্যম, ভগ্নহৃদয়, নিষ্পৃহ ১১:

يَبَسٌ، يَابِسٌ مث يَابِسَةٌ <يبس শুষ্ক, শুকনা ৬:৫৯

يَتِيمٌ ج يَتَامَى <يتم এতিম, অনাথ, পিতামাতাহীন ৬:১৫২

اليَدُ  ج أيْدٍ، أيْدِي <يدي হাত, হস্ত, বাহুশক্তি, বাহুবল, ক্ষমতা, কুদরত, দখল, অনুগ্রহ, সাহায্য ৩:

بَيْنَ يَدٍ সামনে, সম্মুখে, দখলে, আয়ত্তে ২:৬৬

يس অনবহিত অর্থ ৩৬:১

يَسَّرَ <يسر সহজ করা, অনায়াস করা, শিথিল করা, প্রাঞ্জল করা, স্বচ্ছন্দ করা ৯:৯৭

تَيَسَّرَ، إسْتَيْسَرَ সহজ হওয়া, সহজসাধ্য হওয়া, প্রাঞ্জল হওয়া, অনায়াস হওয়া, শিথিল হওয়া, স্বচ্ছন্দ হওয়া ৭৩:২০

اليُسْرُ، اليُسْرَى সহজ, সুসাধ্য, অনায়াস, স্বস্তি, শিথিলতা, মৃদুতা ৮৭:

يَسِيرٌ সহজ, সামান্য, অল্প, তুচ্ছ, নগন্য ৪:৩০

المَيْسُورُ সহজ কথা, নরম কথা, মিষ্টি কথা, সুভাষ্য, কোমল, সদয় ১৭:২৮

مَيْسَرَة স্বচ্ছলতা, সহজসাধ্যতা ২:২৮০

المَيْسِر জুয়া খেলা, জুয়া ৫:৯০

ألْيَسَعَ <يسع আল-ইয়াসা‘আ আলাইহিস সালাম ৬:৮৬

يَعْقُوْب <يعقب ইয়াকুব আলাইহিস সালাম ২:১৩২

يَعُوقَ <يعق ইয়াউক: মূর্তির নাম ৭১:২৩

يَغُوث <يغث ইয়াগুস: মূর্তির নাম ৭১:২৩

يَاقُوتٌ جل يَوَاقِيْتُ <يقت ইয়াকুত: নীলকান্তমণি, রত্ন, মণি ৫৫:৫৮

يَقْطِينٌ <يقطن লাউ, কদু, কুমড়া ৩৭:১৪৬

أَيْقَاظٌ و يَقْظٌ <يقظ জাগ্রত, নির্ঘুম, সজাগ, অনিদ্রা ১৮:১৮

أيْقَنَ، اسْتَيْقَنَ <يقن একীন করা, দৃঢ়বিশ্বাস করা, সুনিশ্চিত জানা, সত্যায়ন করা, সত্য সাব্যস্ত করা ২৭:১৪

اليقِينُ একীন, দৃঢ়বিশ্বাস, সুনিশ্চিতজ্ঞান, মজবুত ইমান, সত্যায়ন, নিঃসন্দেহ ১৫:৯৯

مُوقِنٌ، مُسْتَيْقِنٌ একিনকারী, দৃঢ়বিশ্বাসী ৪৫:৩২

تَيَمَّمَ <يمم তায়াম্মুম করা, মাটির মাধ্যমে পবিত্রতার ইচ্ছা করা ৪:৪৩

يَمٌّ جل يَمُوْمٌ সাগর, সমুদ্র, সিন্ধু, পারাবার, দরিয়া, জলাশয়, নদী ২০:৭৮

يَمِيْنٌ  ج أَيْمَانٌ <يمن দক্ষিণ, ডানহাত, ডানপার্শ্ব, শপথ, কসম, অঙ্গীকার, প্রতিজ্ঞা, গোলাম, দাস, বান্দি, দাসি ৪:

الأَيْمَنُ ডানপার্শ্ব, বরকতপূর্ণ, পবিত্র ১৯:৫২

مَيْمَنَةٌ جل مَيَامِنُ সৌভাগ্য, শুভ, ডানপার্শ্বস্থ; ডানপন্থী ৫৬:

يُونُس <ينس ইউনুস আলাইহিস সালাম ৬:৮৬

يَنْعٌ [ض، ف] <ينع ফল পাকা, পরিপক্ক হওয়া ৬:৯৯

اليَوْمُ  ج أيَّامُ <يوم আজ, অদ্য, দিন, দিবস, সময়, কাল, যুগ, জামানা ২:

يَوْمَئِذٍ যেদিন, সেদিন, ঐদিন ৪:৪২


আল-কুরআনুল কারীমে এমন কিছু শব্দ রয়েছে যার মাদ্দা খুঁজে পেতে গলদঘর্ম হতে হয়। নিচে তার একটি তালিকা দেয়া হলো। শব্দের বাঁ পাশে বন্ধনীর ভেতর তার মাদ্দা দেখিয়ে দেয়া হয়েছে।

الف

ابن، بنت [بنو]

اَبَيْنَ [ابي]

اِتَّسَقَ [وسق]

اتْلُ [تلو]

اِجْتَبَى [جبو]

أَجِرْهُ [جور]

أخٌ، أخْتٌ [اخو]

اِخْتَارَ [خير]

أخُنْهُ [خون]

أدْرَاك [دري]

اِدَّكَرَ [ذكر]

أرَادَ [رود]

أرَاكَ [رأي]

أرْجَاءِهَا [رجو]

أَرْجِهْ [رجو]

ازْدَادُوْا [زيد]

ازْدَجَرَ [زجر]

اسْتَجَابَ [جوب]

اسْتَكَانَ [كون، كين]

أسْرِ [سري]

أسَلْنَا [سيل]

اِسْمٌ [سمو]

أشَارَت [شور]

أصْبُ [صبو]

أصَبْنَا [صوب]

اصْطَادُوْا [صيد]

اصْطَبِر [صبر]

اصْطَفَى [صفو]

اصْطَنع [صنع]

اضْطَرّ [ضرر]

اطَعْتُم [طوع]

اعْتَدْنَا [عتد]

اعْتَدَيْنَا [عدو]

اعْتَرَا [عرو]

آفَاقٌ [افق]

أَفَاقَ [فوق]

افْتِرَاء [فري]

أفَضْتُمْ [فيض]

اقْتَدِه [قدو]

أَكُ [كون]

اكْتَالُوْا [كيل]

آلَ [اول]

آلَاءٌ [الي]

أَلِدُ [ولد]

ألْفَيَا [لفو]

ألْقَتْ [لقي]

الله، اللّهم [اله]

ألَنَّا [لين]

أمَةٌ، إمَاءٌ [امو]

أُمَّةٌ [امم]

امْتَازُوْا [ميز]

اِمْرَأَةٌ [مرء]

أَمْعَاءٌ [معي]

آنٍ [اني]

إنَاهُ [اني]

انْهَارَ [هور]

أُوْفِ [وفي]

أُولَاءِ، هؤُلَاء [اول]

ائْتَمَرَ [امر]

أُؤْتُمِنَ [امن]

أيَامَى [ايم]

آيَة [ايي]

إيْلَاء [الي]

ب

بَابٌ [بوب]

بَاد [بدو]

بَال [بول]

بَدَت [بدو]

بَرِيَّة [برء]

بَني، بِنت [بنو]

ت

تَارَة [تور]

تَأْسَوا [اسي]

تَبْتَئِس [بأس]

تَتْرَا [وتر]

تَتَجَافَى [جفو]

تَثِيْر [ثور]

تَجَلَّى [جلو]

تَحَرَّوْا [حري]

تحْصُوْهَا [حصي]

تَدَّخِرُوْن [ذخر]

تُدِيْرُون [دور]

تَطْمَئِنّ [طمن]

تَعَاطَى [عطو]

تَعَالوا [علو]

تَعْدُوا [عدو]

تَعِيَهَا [وعي]

تُغْنِ [غني]

تُفَادُوهُم [فدي]

تُقَاتِه [وقي]

تَقْفُ [قفو]

تَلَاق [لقي]

تَلْوَا [لوي]

تِلْقَاء [لقي]

تَلَهَّى [لهو]

تَمَاثِيْل [مثل]

تَمْتَرُنَّ [مري]

تَمَطَّى [مطو]

تَنَاد [ندد، ندي]

تَنِيَا [وني]

تَوَارَتْ [وري]

تُوْرُوْن [وري]

تُؤَدُّوا [ادي]

ج

جَاءَ [جيء]

جَازٍ [جزي]

جِثِيًّا [جثو]

جُزْءًا [جزو]

جَلَاء [جلو]

جَوَابٍ [جبو]

جَوَابٌ [جوب]

جَوَار [جري]

جِيَادٌ [جود]

ح

حَام [حمي،حوم]

حَاجَة [حوج]

حَاشَ [حوش]

حَالَ [حيل، حول]

حُلُّوا [حلي]

حِيْلَةٌ [حيل]

حَيّةٌ [حيي]

خ

خَالَات [خول]

خَائِبِيْنَ [خيب]

خَبَتْ [خبو]

خِيَانَةٌ [خون]

د

دَانٍ [دنو]

دُرِّيٌّ [درر]

دَعْ [ودع]

دَلَّى [دلو]

دَمٌ، دِمَاءٌ [دمو]

دِيَةٌ [ودي]

ذ

ذَات [ذوو]

ذَرْنِى [وذر]

ذَرُوْنَا [وذر]

ذُرِّيَّةٌ [ذرر]

ز

زُرْتُمْ [زور]

زَكَاة، زَكَوة [زكو]

زِنُوْا [وزن]

س

سَائِبَة [سيب]

سَاعَة [سوع]

سُدَى [سدو]

سَعَة [وسع]

سُقْنَاهُ [سوق]

سَمَاء [سمو]

سَمَّيْتُم [سمو]

سَنَة [سنو]

سِنَة [وسن]

سَوَاءٌ [سوي]

سَيِّد، سَادَتُنَا [سود]

سِيْمَاهُمْ [سوم]

ش

شَاء [شيء]

شاطي [شطء]

شَتَّى [شتت]

شَفَتَيْن [شفه]

شَفَا، شِفَاء [شفي]

شِقْوَتُنَا [شقو، شقي]

شَنَآن، شَانِي [شنء]

شِيَة [وشي]

ص

صَالُوا [صلي]

صُرْهُنَّ [صور]

ط

طَاغُوت [طغي]

طِبْنَ [طوب]

طَيّ [طوي]

ظ

ظَمْآن [ظمء]

ع

عَادُون [عدو]

عَادِّيْن [عدو]

عَرَاء [عري]

عِزِين [عزو]

عَضِيْن [عضو]

عَطَاؤُنَا [عطو]

عَنَت [عنو]

غ

غِطَاء [غطو]

غَوَاش [غشو، غشي]

ف

فِئَة [فأي]

فِتْيَان [فتو]

فِدَاء [فدي]

فِدْيَة [فدي]

فَدِيَةٌ [ودي]

فُؤَادٌ [فأد]

ق

قِ [وقي]

قَالِيْن [قلي]

قَائِلٌ [قول، قيل]

قَرْنَ [قرر]

قَفَّيْنَا [قفو]

قَيِّمَةٌ [قوم]

ك

كَادَ [كود، كيد]

كُفُؤًا [كفأ]

كُنَّا، كُنْ [كون]

ل

لَات [لوه]

لَاغِيَة [لغو]

لُمْتُنَّنِى [لوم]

لِنْتَ [لين]

لِيًّا [لوي]

م

مَاء [موه]

مَآب [اوب]

مَاعُون [معن]

مَالٌ [مول]

مَأْوَاهُمْ [اوي]

مُتَحَيِّزًا [حوز]

مُتَّقِين [وقي]

مُحِيْطَة [حوط]

مُخْتَال [خيل]

مَرِيْئًا [مرء]

مُزْجَاة [زجو]

مُسْتَطَرٌ [سطر]

مُسْتَطِيْر [طير]

مُسَمَّى [سمو]

مِشْكَاة [شكو]

مُصَيْطِر [سيطر]

مُصِيْبَة [صوب]

مُضْطَرّ [ضرر]

معين [عين]

مَفَازَة [فوز]

مُقْوِين [قوو]

مُقِيْت [قوت]

مَكَان [كون، مكن]

مَلَائِكَة [ملك]

مَنَاص [نوص]

مَنَاة [مني]

مِنْسَأَة [نسء]

مُنْفَكِّين [فكك]

مَنُوْن [مني]

مَوْئِلًا [وال]

مَهِيْلا [هيل]

مَهِيْن [مهن]

مُهِيْن [هون]

مُهَيْمِن [هيمن]

مِيْعَاد [وعد]

ن

نَأَى [نءي]

نَادَوا [ندو]

النَاسُ [نوس]

نَاصِيَة [نصو]

نُجِبْ [جوب]

نَذَرُ [وذر]

نُذِقْهُ [ذوق]

نُرَبِّك [ربو]

نُرِيْدُ [رود]

نِسَاء [نسو]

نَسِمُهُ [وسم]

نَكْتَلْ [كيل]

و

واد [ودي]

وَرَاء [ورء]

هـ

هَا [هوء]

هَاؤُم [هوء]

هَاتُوا [هيت]

هَبْ [وهب]

هَبَاء [هبو]

هُدْنَا [هود]

هَيْئَة [هيء]

ي

يَاْتَلِ [الي]

يَأْنِ [اني]

يَتِرَكُمْ [وتر]

يَتَسَنَّهْ [سنه]

يَثْرِب [ثرب]

يَخْشَ [خشي]

يَخْلُ [خلو]

يَدٌ [يدي]

يُدْنِيْنَ [دنو]

لِيُرْدُوْهُمْ [ردي]

يَرْتَابُوْا [ريب]

يَسْتَثْنُوْن [ثني]

يَسْتَغِيْثُون [غوث، غيث]

يَسْطُون [سطو]

يَسْرِ [سري]

يُسِيْغُهُ [سوغ]

يَشْفِ [شفي]

يَصْلَوْن [صلي]

يَصِلُون [وصل]

يَضَعْنَ [وضع]

يَغْتَبْ [غيب]

يَقْطِيْنٌ [يقطن]

يَلِتْكُمْ [الت]

يَمْتَرُون [مري]

يَنْئَوْنَ [نءي]

يُنْفَوْا [نفي]

يُؤْتَ [اتي]

يُؤَدِّهِ [ادي]

يُوَفَّ [وفي]

يُهَيِّئْ [هيء]


অভিধানের সংক্ষিপ্তরূপ

الف

أَبٌّ اج <ابب উদ্ভিদ, ঘাস

أَبَدًا <ابد সর্বদা, কখনও

إِبْرَهِيْم <ابرهم ইবরাহীম ‘আলাইহিস সালাম

أَبَقَ [ن، ض] <ابق পলায়ন করা

إِبِلٌ اج <ابل উট, উষ্ট্র

أَبَابِيلَ و إِبِّيْلٌ <ابل পাখির ঝাঁক

اَبٌ <ابو পিতা, চাচা, দাদা

اباَءٌ পিতৃপুরুষ, বাপদাদা

يَاأَبَتِ আব্বাজান!, বাবা!

أَبَى [ف] <ابي  অস্বীকার করা

اَتَي [ض] <اتي আসা, করে আসা

اَتَي بِ আনা, সহকারে আসা

آتَي، اِيْتَاءً দেওয়া, দান করা

آتِي، آتِيَ আসন্ন, আগত

مَأتِيٌّ مف গন্তব্য, আগমনস্থল

المُؤتِيُ দাতা, প্রদানকারী

أَثَاثٌ و أَثَاثَةٌ <اثث সামগ্রী

آثَرَ <اثر অগ্রাধিকার দেওয়া

اَثَرٌ ج آثاَرٌ নিদর্শন, পদাঙ্ক

اَثَارَة ঐতিহ্য

اَثْلٌ جل آثَالٌ، أَثُوْلٌ <اثل নিষ্ফলা বৃক্ষ

اِثْمٌ جل آثَامٌ <اثم অন্যায়, পাপ

اَثَامٌ পাপের কঠোর শাস্তি

آثِمٌ، اَثِيمٌ পাপী, গুনাহগার

تَأثِيمٌ অশ্লীলতা, অপকথা

اُجَاجٌ <اجج লবণাক্ত

يَأجُوجُ ইয়াজুজ সম্প্রদায়

مَأجُوجُ মাজুজ সম্প্রদায়

أَجَرَ [ن] <اجر মজদুরি করা

إسْتَأجَرَ চাকুরিতে নেওয়া

أجْرٌ ج أُجُور বিনিময়

أجَّلَ <اجل সময় ধার্য করা

أجَلٌ جل آجَالٌ নির্ধারিত সময়

أجْل কারণ, হেতু, জন্য

مُؤَجَّل নির্ধারিত, নির্দিষ্ট

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <احد এক, একটি, একক সত্ত্বা

أخَذَ[ن]، أخْذًا، أخْذَةً، آخَذَ <اخذ ধরা, নেওয়া, পাকড়াও করা

اتَّخَذَ، اتِّخَاذ সাব্যস্ত করা

آخِذٌ ধারণকারী

مُتَّخِذ সাব্যস্তকারী

أخَّرَ <اخر পিছে ফেলা

تَأخَّرَ، اسْتَأخَرَ পিছিয়ে পড়া

مُسْتَأخِرٌ পশ্চাৎগামী

آخَرُ مث أُخْرَى ج أُخَرُ অন্য

الآخِرُ অনন্ত, শেষ

الآخِرَة আখেরাত, পরকাল

أَخٌ ج إخْوان، إخْوَة <اخو ভাই

أُخْتٌ ج أَخَوات বোন, ভগ্নী

إدٌّ جل إِدَدٌ <ادد জঘন্য, মন্দ

آدَم <ادم আদি মানব, মানবাঙ্গ

أَدَّى، أدَاءٌ <ادي আদায় করা

إذْ، إذَا যখন, তখন, কারণ

إذًا হঠাৎ, সহসা, আকষ্মাৎ

أذِنَ [س]، إذْنٌ <اذن অনুমতি দেওয়া

آذَنَ، أذَّنَ، تَأَذَّنَ، أذَانٌ আহ্বান করা, ঘোষণা করা

إسْتَأذَنَ অনুমতি চাওয়া

إذْنٌ ইচ্ছা, বিধিবিদধান

أُذُنٌ ج آذانٌ কান, কর্ণ

مُؤَذِّنٌ ঘোষক, ঘোষণাকারী

آذَى <اذي কষ্ট দেওয়া

أَذًى কষ্ট, বিরক্তিকর

إِرْبَةٌ جل أُرَبٌ <ارب যৌন চাহিদা

 مَآرِبُ و مَأْربَةٌচাহিদা, প্রয়োজন

 أَرْضٌ ج آرَاضٌ، <ارض

أُرُوْضٌ মাটি, পৃথিবী

أَرَائِكُ و أَرِيْكَةٌ <ارك সিংহাসন

إِرَمَ <ارم আদ জাতির পিতা

آزَرَ <ازر শক্তি যোগান

أَزْرٌ [ض] শক্তি, দৃঢ় করা

أَزَّ [ن]، أَزًّا <ازز উস্কানি দেওয়া

أَزِفَ <ازف ঘনিয়ে আসা

الآزِفَةُ ঘণঘটা, কিয়ামত

أَسَرَ [ض] <اسر আটক করা

أَسْرٌ مص আকৃতি, গঠন

أَسِيرٌ ج أُسَارَى، الأَسْرَى বন্দী

إسْرائِيل আল্লাহর বান্দা, ইয়াকুব ‘আলাইহিস সালামের উপাধি

بَنِي إِسْرَائِيلَ ইহুদি-খৃষ্টান

أَسَّسَ <اسس ভিত্তি প্রস্তর স্থাপন করা

آسَفَ <اسف মর্মজ্বালা বাড়ান

أَسَفًا، أَسِفًا মর্মাহত হওয়া

أَسَفَى হায় আফসোস

يُوسف ইউসুফ ‘আলাইহিস সালাম

إسْماعِيل ইসমাঈল ‘আলাইহিস সালাম

آسِنٌ <اسن পচাপানি

غير آسِن স্বচ্ছপানি, পচনমুক্ত

أُسْوَةٌ جل أُسًى، إِسًى <اسو আদর্শ, অনুসৃতি, মডেল

آسَى، أَسِيَ [س] <اسي আক্ষেপ করা

أَشِرٌ جل أَشِرُوْنَ <اشر দাম্ভিক

إِصْرٌ جل آصَارٌ <اصر বোঝা

أَصْلٌ ج أُصُولٌ <اصل মূল, উৎস

أَصِيْلٌ ج الآصَالُ সন্ধা

أُفٍّ <افف ছি-ছি!, উফ

أُفُقٌ ج آفَاقٌ <افق দিগন্ত

أَفَكَ [ض]، إفْكًا <افك বিমুখ হওয়া

أَفَّاكٌ মিথ্যাবাদী, নিন্দুক

الْمُؤْتَفِكَةَ বিধ্বস্ত, পয়মাল

أَفَلَ [ض] <افل র্সূয ডোবা

الأَفِلِينَ অস্তগামী

أَكَلَ [ن]، أَكْلاً <اكل খাওয়া

آكِلٌ ভক্ষক, ভোজনকারী

أَكَّالٌ খাদক, পেটুক

مَأْكُولٌ ভক্ষিত, ভোজ্য, খাদ্য

أُكُلٌ ফল, খাদ্য, অন্ন

أَلَتَ [ض] <الت কমানো

الر অনবহিত অর্থ

أَلَّفَ <الف মিলন ঘটানো

الْمُؤَلَّفَةِ মিলন ঘটিত

إِيلاَفِ আকর্ষণ, আসক্তি

أَلْفٌ হাজার, সহস্র

أَلْفَيْنِ দুই হাজার

ج أُلُوفٌ، آلاف হাজার হাজার

إلاًّ <الل আত্মীয়তা, বন্ধুত্ব

الذِى، الذان، الذَين، الذِين، التِى، الَّاتِى، الَّائِى যে

الم অনবহিত অর্থ

أَلِمَ [س] <الم কষ্ট করা

أَلِيمٌ কষ্টকর, মর্মান্তিক

المر অনবহিত অর্থ

المص অনবহিত অর্থ

إلهٌ  ج آلِهَةٌ <اله মা‘বুদ, উপাস্য

الله আল্লাহ তায়ালা

اللهم হে আল্লাহ!

أَلَا، يَألُو [ن] <الو ত্রুটি করা

آلَى، يُوْلِىْ স্ত্রীত্যাগের কসম করা

ائْتَلَى কসম করা

إلَى পর্যন্ত, অবধি, সহ

آلاءٌ و إِلَى، أَلَى، إِلْيٌ <الي দান

إلْيَاس ইলিয়াস ‘আলাইহিস সালাম

إلْيَاسِين ইলিয়াস ‘আলাইহিস সালামের উম্মতগণ

أَمْ অথবা, না-কি

أمْتٌ جل إِمَاتٌ، أَمُوْتٌ <امت টিলা, অসমতা, বন্ধুর

أمَدٌ جل آمَادٌ <امد সুদীর্ঘকাল

أَمَرَ [ن] <امر আদেশ করা

ائْتَمَرَ পরামর্শ করা

الآمِرُ নির্দেশক, আদেশকারী

أمَّارَةٌ কুচক্রিণী

إمْرًا অপছন্দনীয়

أمْرٌ ج الأمُور বিষয়, নির্দেশ

أمْسِ جل آمَاسٌ أُمُوْسٌ <امس গতকাল, বিগতকাল

أمَلٌ جل آمَالٌ <امل আকাঙ্ক্ষা

آمِّيْنَ <امم গমনেচ্ছুক, আকাক্সক্ষী

أُمٌّ ج أُمَّهَات মা, মাতা, জননী

أُمَّةٌ ج أُمَمٌ দল, জাতি

إمَامٌ ج أئِمَّةٌ নেতা, ইমাম

أُمِّيٌّ ج أُمِّيُّون নিরক্ষর, উম্মী

أمَامَ সামনে, সমুখে, সম্মুখে

 اِمَّا، أَمَّاঅথবা, তবে, যখন

أمِنَ [س] <امن বিশ্বাস করা

آمَنَ، إيمَانًا ঈমান আনা

ائْتَمَنَ আমানত রাখা

آمِنٌ ج آمِنُون مث آمِنَةٌ নিরাপদ

أمَانَةٌ ج أمانات আমানত

الأمْنُ، أمَنَةٌ নিরাপত্তা, শান্তি

أَمِينٌ বিশ্বস্ত, আমানতদার

مَأْمَنَةٌ আশ্রয়কেন্দ্র

مَأْمُونٌ নিঃশঙ্ক বস্তু, নিরাপদ

غيرُ مأمون আশঙ্কাজনক

المُؤْمِنُ বিশ্বাসী, মুমিন

أَمَةٌ ج إمَاءٌ <امو দাসী, বাঁদি

إنْ যদি

أنْ যে

أِنَّ নিশ্চয়, অবশ্যই

أُنْثَى ج إنَاثٌ <انث কন্যা, নারী

إنْجِيلٌ جل أَنَاجِيْلُ <انجل ইঞ্জিল

آنَسَ <انس আঁচ করতে পারা

اسْتَأنَسَ অনুমতি নেওয়া

مُسْتَأنِسٌ উৎকর্ণ, শ্রুতিমুগ্ধ

إنْسٌ، إنْسانٌ ج أُناسٌ، أَناسِيٌّ

মানুষ, মনুষ্য, মানব

إنْسِيًّا মানবসুলভ, মানবিক

أنْفٌ جل آنَافٌ، أُنُوْفٌ <انف নাক, নাসা, নাসিকা

آنِفًا এই মাত্র, নাকের ডগায়

أنَامٌ اج <انم সৃষ্টি, সৃষ্টিকুল

أَنَّى <اني কীভাবে, কোত্থেকে

أَنَى [ض] সময় হওয়া

ألَمْ يَأنِ সময় কি আসেনি?

آنٍ গরম পানি, ফুটন্ত পানি

آنِيَةٌ و إِنَاءٌ পাত্র, বরতন

آنَاءٌ و إِنَى সময়, বেলা

إنَاهُ তার রান্না করা

أوْ অথবা, নতুবা, কিংবা, বা

أَوَّبَ <اوب প্রত্যাবর্তন করা

إيَابٌ প্রত্যাবর্তন, ফিরে আসা

أَوَّابٌ ج الأوابين তাওবাকারী

مَآبٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্য

أيُّوب আইয়ুব ‘আলাইহিস সালাম

آدَ، يَؤُوْدُ <اود ক্লান্ত বানান

تَأويل <اول ব্যাখ্যা

آلٌ পরিবার, জাতি

الأوَّلُ অনাদি, প্রথম

الأوَّلون  مث الأُوْلَى ج ইহকাল

أَولُوْا، أُولات অধিকারী

أُولاء، هؤُلاء এরা, এইতো

أُولئِكَ তারা, ঐ সকল

أَوَّاهٌ <اوه মানবদরদি

أوَى [ض] <اوي আশ্রয় নেওয়া

آوَى আশ্রয় দেওয়া

المَأْوَى আশ্রয়স্থল, ঠিকানা

أَهْلٌ ج أهلون <اهل পরিবার

إِيْ হাঁ, অবশ্যই, কসম

آيَةٌ ج آيَات <ايء আয়াত

أَيُّوب <ايب আইয়ুব ‘আলাইহিস সালাম

أَيَّدَ <ايد সাহায্য করা

أَيْدٌ শক্তি, বল, সাহায্য

ذَا الأَيْدِ শক্তিমান, বলিষ্ঠ

الأيْكَة <ايك বন, জঙ্গল

أصْحاب الأيكة বনবাসী

أيَامَى و أَيِّمٌ <ايم বিবাহযোগ্য

الآنَ <اين এখন, মাত্র

أَيَّانَ কখন, কবে

أَيْنَ কোথায়, কোনখানে

أَيْنَمَا যেখানেই

أَيٌّ কেউ, কোনটি, কী

أَيًّا، أَيَّمَا যে কোন, কোনটি

أَيُّهَ، أَيَّهَا، أَيَّتُهَا হে, জনাব

إيَّا ই, যেমন إيَّاكَ তোমাকেই

كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু

باء

ب সাথে, দ্বারা, কারণ, শপথ

بَابِلُ <ببل ব্যাবিলন শহর

بِئْرٌ جل آبَارٌ <بأر কূপ, কুয়া

اِبْتَئَسَ <بأس দুঃখিত হওয়া

بَأْسٌ، بَأْسَاءُ যুদ্ধ, সমস্যা

بَائِسٌ অভাবগ্রস্ত, বিপদাপন্ন

بَئِيسٌ বেদনাদায়ক, প্রচ-

بِئْسَ কতইনা খারাপ

بِئْسَمَا কতইনা মন্দ বিষয়

أَبْتَرُ <بتر লেজকাটা, নির্বংশ

بَتَّكَ <بتك কাটা, চিরা

تَبَتَّلَ، تَبْتِيلاً <بتل নিরালায় ধ্যান করা

بَثَّ [ن] <بثث বিক্ষিপ্ত করা

بَثِّي আমার আক্ষেপ, দুঃখ

مَبْثُوثٌ مث مَبْثُوثَةٌ বিক্ষিপ্ত

مُنْبَثًّا বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, উড়ন্ত

انبَجَسَ <بجس ঝরণা ঝরা

بَحَثَ [ف] <بحث অনুসন্ধান করা

بَحْرٌ ج بِحَارٌ، أَبْحُرٌ <بحر সাগর

بَحِيرَةٍ ধর্মের ষাঁড়

بَخَسَ [ف] <بخس কমানো

بَخْسٌ স্বল্পমান, অল্পমূল্য

بَاخِعٌ <بخع আত্মবিনাশী

بَخِلَ، الْبُخْلِ <بخل কৃপণতা করা

بَدَأَ [ف] <بدأ সূচনা করা

أَبْدَأَ নবায়ন করা

بَدْرٌ <بدر বদর প্রান্তর

بِدَارًا তাড়াতাড়ি করা

ابْتَدَعَ <بدع উদ্ভাবন করা

بَدِيعٌ উদ্ভাবক, আবিষ্কারক

بِدْعًا নতুন, অপূর্ব, অভিনব

بَدَّلَ، تَبْدِيلاً، تَبَدَّلَ <بدل পরিবর্তন করা, বিনিময় করা

أَبْدَلَ বিনিময়ে দেওয়া

اسْتَبْدَلَ،إِسْتِبْدالٌ বদল চাওয়া

بَدَلاً পরিবর্তন, বিনিময়

مُبَدِّلٌ পরিবর্তক

بَدَنٌ جل أَبْدَانٌ <بدن শরীর

بُدْنٌ و بُدْنَةٌ কুরবানির উট বা পশু

بَدَا [ن] <بدو প্রকাশ পাওয়া

أَبْدَى প্রকাশ করা

بَدْوٌ বাসস্থান, গ্রাম, মরুগৃহ

البَادِ ج بادون মরুবাসী

مُبْدِيٌ প্রকাশকারী, ফাসকারী

بَذَّرَ، تَبْذِيرًا <بذر অপব্যয় করা

مُبَذِّرٌ অপচয়কারী

بَرَأُ [ف] <برأ সৃষ্টি করা

أَبْرَأَ আরোগ্য করা

بَرَّأَ নির্দোষ প্রমাণ করা

تَبَرَّأَ অসন্তুষ্ট হওয়া

بَرَاءَةٌ দায়মুক্ত হওয়া

بَرَاءٌ، بَرِيءٌ ج بُرَآءُ নির্দোষ

بَرِيَّةٌ بَرَايَا সৃষ্টি, সৃষ্টিকুল

البَارِئُ স্রষ্টা, সৃষ্টিকর্তা

مُبَرَّؤٌ নির্দোষ, নিষ্কলুষ

تَبَرَّجَ، تَبَرُّجٌ <برج সৌন্দর্য প্রদর্শন করা, দৃষ্টিরঞ্জন করা

مُتَبَرِّجَاتٍ সৌন্দর্য প্রদর্শিনী

بُرُوجٌ و بُرْجٌ গ্রহ, দুর্গ

بَرِحَ [س] <برح নিরস্ত হওয়া

بَرَدٌ، بَارِدٌ <برد শীতল

بَرَّ [ض] <برر দয়া করা

بَرٌّ، بِرٌّ ج أَبْرَارٌ، بَرَرَةٌ নেকি

بَرٌّ جل بُرُوْرٌ স্থলভাগ, ভূভাগ

بَرَزَ [ن]، بَرَّزَ، بَارِزَةً <برز প্রকাশিত হওয়া, বার হওয়া

بَرْزَخٌ جل بَرَازِخُ <برزخ আড়াল, অন্তরাল

الأَبْرَصُ <برص কুষ্ঠরোগী

بَرِقَ [س] <برق ঝলসে যাওয়া

بَرْقٌ جل بُرُوْقٌ ঝলক, চমক

أَبَارِيْقُ و إِبْرِيْقٌ ঝকঝকে জগ

إِسْتَبْرَقٌ ঝকমকি রেশমী বস্ত্র

بَارَكَ <برك বরকত দেওয়া

تَبَارَكَ সুমহান হওয়া

بَرَكَاتٌ و بَرَكَةٌ বরকত, আশীর্বাদ

مُبَارَكٌ مث مُبَارَكَةً বরকতময়

أَبْرَمَ <برم পরিকল্পনা করা

 مُبْرِمٌ পরিকল্পনাকারী

بُرْهَانٌ جل بَرَاهِيْنُ <برهن প্রমাণ

بَازِغٌ مث بَازِغَةً <بزغ বিকীর্যমান

بَسَرَ [ن] <بسر মুখভার করা

بَاسِرَةٌ মলিন, বিষণœ

بَسَّ [ن]، بَسًّا <بسس চুরমার করা

بَسَطَ [ن]، الْبَسْطُ <بسط প্রসারিত করা, প্রাচুর্য দেওয়া

بَاسِطٌ  প্রসারী, প্রসারণকারী

بَسْطَةً বিশালতা, প্রাচুর্য

بِسَاطٌ جل بُسُطٌ، مَبْسُوطَة প্রসারিত

بَاسِقَةٌ <بسق লম্বমান

أَبْسَلَ <بسل বঞ্চিত করা

تَبَسَّمَ <بسم মুসকি হাসা

تَبَسَّمَ ضَاحِكًا অট্টহাসি দেওয়া

بَشَّرَ <بشر সুসংবাদ দেওয়া

أَبْشَرَ، اسْتَبْشَرَ খুশি হওয়া

بَاشَرَ খুশিতে আলিঙ্গন করা

بُشْرٌ সুসংবাদের প্রমাণসরূপ

بُشْرَى সুসংবাদ, খোশখবর

بَشِيرٌ، مُبَشِّرٌ সুসংবাদদাতা

مُسْتَبْشِرَةٌ সুসংবাদপ্রাপ্ত

بَشَرٌ و بَشَرَةٌ মানুষ, মানব

بَصُرَ [ك]، أَبْصَرَ <بصر দেখা

بَصَّرَ، تَبْصِرَةً দেখানো

أَبْصِرْ بِهِ সে কত চমৎকার দর্শক

بَصِيرٌ সর্বদ্রষ্টা, পর্যবেক্ষক

بَصِيرَةٌ ج بَصَائِرُ সাক্ষ্য

مُبْصِرٌ  مث مُبْصِرَةً প্রদর্শনকারী

 ج مُبْصِرُونَ، مُسْتَبْصِرِينَ বুঝবান, চক্ষুষ্মান, দর্শনকারী

بَصَرٌ  ج أَبْصَارٌ চোখ, দৃষ্টি

بَصَلٌ <بصل পেঁয়াজ

بِضْعٌ <بضع কতিপয়

بِضَاعَةً جل بَضَائِعُ মূলধন

بَطَّأَ <بطأ মন্থর হওয়া

بَطِرَ[س]، بَطَرًا <بطر গর্ব করা

بَطَشَ [ض]، بَطْشًا، <بطش بَطْشَةً পাকড়াও করা

بَطَلَ [ن] <بطل বাতিল হওয়া

أَبْطَلَ বাতিল করা, নষ্ট করা

بَاطِلٌ বাতিল, অকেজ, মিথ্যা

مُبْطِلٌ অনর্থকারী, অনর্থবাদী

بَطَنَ [ن] <بطن গোপন থাকা

بَاطِنٌ গোপনকারী

بَاطِنَةً গোপন. অপ্রকাশ্য

بِطَانَةٌ ج بَطَائِنُ অন্তরঙ্গ বন্ধু

بَطَائِنُ و بِطَانَةٌ অভ্যন্তর

بَطْنٌ ج بُطُونٌ পেট, অভ্যন্তর

بَعَثَ [ف]، البَعْثُ <بعث পাঠানো

انبَعَثَ، انبِعَاث পুনরুত্থিত হওয়া

مَبْعُوثٌ প্রেরিত, উত্থিত

بَعْثَرَ <بعثر পুনরুত্থান করা

بَعُدَ [ك] <بعد দীর্ঘ হওয়া

بَعِدَ [س] ধ্বংস হওয়া, বিদূরণ

بَاعَدَ দূরত্ব বাড়ানো

بُعْدَ المَشْرِقَيْنِ পূর্ব-পশ্চিমের দূরত্ব

بُعْدًا ধ্বংস হোক

بَعِيدٌ সুদীর্ঘ, সুদূরপরাহত

بَعْدَ পর, পরে, পশ্চাতে

مُبْعَدٌ দূরীভূত, বিদূরিত

بَعِيرٌ جل بُعْرَانٌ <بعر উট

بَعْضٌ جل أَبْعَاضٌ <بعض কতক

بَعُوضَةً মশা, মাছি

بَعْلٌ <بعل মূর্তির নাম

ج بُعُولَةٌ স্বামী, পতি

بَغْتَةً <بغت হঠাৎ, অচিরেই

بَغْضَاءُ <بغض শত্রুতা, ঘৃণা

بِغَالٌ و بَغْلٌ <بغل খচ্চর

بَغَى [ض] <بغي সীমালঙ্ঘন করা

ابْتَغَى، ابْتِغَاء তালাশ করা

انبَغَي সমীচীন হওয়া

الْبَغْيُ বিদ্বেষ, হিংসা, বিদ্রোহ

الْبِغَاءُ কুকর্ম, ব্যভিচার

بَغِيًّا পাপাচারী, ব্যভিচারী

بَاغٍ সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী

الْبَقَرُ، بَقَرَةٌ ج بَقَرَاتٍ <بقر গরু

بُقْعَةٌ جل بُقَعٌ، بِقَاعٌ <بقع ভূমি

بَقْلٌ جل بُقُوْلٌ <بقل তরকারি

بَقِيَ [س] <بقي স্থায়ী থাকা

أَبْقَى দীর্ঘস্থায়ী করা

أَبْقَى দীর্ঘস্থায়ী, টেকসই

بَاقٍ  مث بَاقِيَةً স্থায়ী, অবশিষ্ট

بَقِيَّةٌ অবশিষ্টাংশ, শ্রেষ্ঠত্ব

أُولُو بَقِيَّة জ্ঞানী, বুদ্ধিমান

بِكْرٌ ج أَبْكَارٌ <بكر বালিকা

بُكْرَةٌ، إِبْكَارٌ প্রভাত, উষা

بَكَّةَ <بكك মক্কা নগরি

أَبْكَمُ ج بُكْمٌ <بكم বোবা, মূক

بَكَى [ض] <بكي কাঁদা

أَبْكَى কাঁদানো

بُكِيٌّ و بَاكِيٌ কান্নারত

بَل বরং, তবে

بَلَدٌ، بَلْدَةٌ ج بِلاَدٌ <بلد শহর

أَبْلَسَ <بلس নিরাশ হওয়া

مُبْلِسٌ নিরাশ, হতভম্ব

إِبْلِيسُ নিরাশ, আযাযিল

بَلَعَ [ف] <بلع শোষণ করা

بَلَغَ [ن] <بلغ পৌঁছা, তুঙ্গে ওঠা

بَلَّغَ، أَبْلَغَ، الْبَلاَغُ পৌঁছানো

بَالِغٌ مث بَالِغَةٌ চূড়ান্তে উপনিত

بَلِيْغٌ চূড়ান্ত, প্রাঞ্জল

الْبَلاَغُ তাবলিগ, যথেষ্টতা

مَبْلَغٌ পরিণতি, শেষ সীমা

بَلَا [ن]، أَبْلَى، إِبْتَلَي <بلو পরীক্ষা করা

المُبْتَلِيُ পরীক্ষক, পর্যবেক্ষক

بَلاَءٌ পরীক্ষা, পরীক্ষার বস্তু

بَلِيَ [س] <بلي ক্ষয় হওয়া

بَلَى হাঁ, বটে, অবশ্যই

بَنَانٌ و بَنَانَةٌ <بنن আঙুলের ডগা

إبْنٌ ج أبْنَاءٌ، بَنِينَ، بَنُونَ <بنو পুত্র

إِبْنَةٌ ج بَنَاتٌ কন্যা, মেয়ে

بُنَيّ স্নেহের পুত্র, বৎস

بَنَى [ض] <بني বানানো

بَنَّاءٌ নির্মাতা, রাজমিস্ত্রী

بِنَاءٌ جل أَبْنِيَةٌ ছাদ

بُنْيَانٌ مص প্রাসাদ, বিল্ডিং

مَبْنِيَّةٌ নির্মিত, স্থাপিত

بَاءَ [ن] <بوأ আশ্রয় নেওয়া

بَوَّأَ আশ্রয় দেওয়া

تَبَوَّأَ আশ্রয় নেওয়া, বাড়ি করা

مُبَوَّأٌ আশ্রয়, বাসস্থান

بَابٌ ج أَبْوَاب <بوب দরজা

بَارَ [ن] <بور ধ্বংস হওয়া

بُورٌ و بَائِرٌ، بَوَارٌ ধ্বংসশীল

بَالٌ <بول অবস্থা, দশা

بَهَتَ [ف] <بهت হতভম্ব বানানো

بُهْتَانٌ অপবাদ, দুর্নাম

بَهْجَةٌ <بهج সৌন্দর্য, শোভা

بَهِيجٌ শোভাময়, সুরম্য, সুন্দর

ابْتَهَلَ <بهل মিথ্যুককে বদদুয়া করা

بَهِيمَةٌ جل بَهَائِمُ <بهم গৃহপালিত চতুষ্পদ পশু

بَاتَ [س]، بَيَاتًا <بيت রাত্রি যাপন করা

بَيَّتَ রাতে পরামর্শ করা

بَيْتٌ ج بُيُوتٌ ঘর, গৃহ, বাড়ি

بَادَ [ض] <بيد ধ্বংস হওয়া

ابْيَضَّ <بيض সাদা হওয়া

أَبْيَضُ ج بِيضٌ  مث بَيْضَاءُ সাদা

بَيْضٌ و بَيْضَةٌ ডিম, আন্ডা

بَايَعَ <بيع আনুগত্যের শপথ করা

تَبَايَعَ কেনাবেচা বা চুক্তি করা

الْبَيْعُ ক্রয়বিক্রয়, চুক্তি

بِيَعٌ و بِيْعَةٌ গির্জা

بَيَّنَ، أَبَانَ <بين সুস্পষ্ট বর্ণনা করা

تَبَيَّنَ، اسْتَبَانَ স্পষ্ট হওয়া

بَيِّنٌ مث بَيِّنَة ج بَيِّنَات সুস্পষ্ট

مُبَيِّنَةٌ ج مُبَيِّنَات، مُبِينٌ، الْمُسْتَبِينَ সুস্পষ্টকারী

بَيَانٌ، تِبْيَانٌ বিশদ বিবরণ

بَيْنَ মধ্যে, ইতিমধ্যে, সামনে

تاء

تَ শপথ, কসম, দোহাই

تَبَّ [ض]، تَبَابٍ، تَتْبِيبٍ <تبب ধ্বংস হওয়া, বিনাশ হওয়া

تَابُوتٌ جل تَوَابِيْتُ <تبت সিন্দুক

تَبَّرَ، تَتْبِيرًا، تَبَارٌ<تبر ধ্বংস করা

مُتَبَّرٌ ধ্বংসপ্রাপ্ত, বিধ্বস্ত

تَبِعَ [س]، إتَّبَعَ، إتِّبَاع <تبع মেনে চলা

أَتْبَعَ অনুগত বানানো

تَابِعٌ ج تَبَعٌ অনুগামী, অনুসারী

مُتَّبَعٌ পশ্চাদ্ধাবিত

تَبِيعٌ جل تُبَعَاءُ অনুসারী

مُتَتَابِعٌ ক্রমাগত, ধারাবাহিক

تُبَّعٌ ইয়ামনের ‘তুব্বা’ বংশ

تَتْرَا <تتر ক্রমান্বয়ে

تِجَارَةٌ <تجر ব্যবসা

تَحْتَ <تحت নিচে, তলদেশ

تُرَابٌ جل أَتْرِبَةٌ <ترب মাটি

أَتْرَابٌ و تِرْبٌ সমবয়সী, বান্ধবী

تَرَائِبُ و تَرِيْبَةٌ বক্ষস্থ হাড্ডি

مَتْرَبَةٍ মাটিহিনতা, নিঃস্বতা

أَتْرَفَ <ترف বিলাসিতায় রাখা

مُتْرَفٌ বিলাসপ্রিয়, শৌখিন

تَرَكَ [ن] <ترك পরিহার করা

تَارِكٌ বর্জনকারী

تِسْعٌ مث تِسْعَةُ <تسع নয়

تِسْعُونَ নব্বই

تَعْسٌ পতন ঘটা, ধ্বংস হওয়া

تَفَثٌ <تفث দৈহিক ময়লা

أَتْقَنَ <تقن মজবুত করা

تِلْكَ ঐ, ঐ যে

تِلْكُمَا ঐ দুটি

تِلْكُمْ ঐ সব, ও গুলো

تَلَّ [ن] <تلل চিৎপাত করে শোয়ানো

تَلَا [ن]، تِلاَوَة <تلو পাঠ করা

التَّالِيَاتِ আবৃত্তিকারী

تَلَى [ض] <تلي পশ্চাতে আসা

تَمَّ [ض] <تمم পূর্ণ হওয়া

أَتَمَّ، تَمَامًا সমাপন করা

مُتِمٌّ পূর্ণকারী, পরিপূরক

التَنُّوْرُ جل تَنَانِيْرُ <تنر চুলা

تَابَ [ن]، تَوْبٌ، تَوْبَةٌ <توب তওবা করা, প্রায়শ্চিত্ত করা

تَابَ على তওবা কবুল করা

التَّائِبُ তওবাকারী

التَّوَّابُ বারবার তওবা কবুলকারী

التَّوَّابِينَ বারবার তওবাকারী

مَتَابٌ তওবাস্থল

تَارَةٌ جل تَارَاتٌ <تور একবার

التَّوْرَاةُ তাওরাত, বাইবেল

التِّينُ <تين ডুমুর, আঞ্জির

تَاهَ [ض] <تيه উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করা

ثاء

ثَبَتَ [ن]، ثُبُوتٌ <ثبت অটল থাকা

ثَبَّتَ، تَثْبِيتًا অবিচল রাখা

أَثْبَتَ অনড় বানানো

ثَابِتٌ সুদৃঢ়, মজবুত, অটল

ثُبُورٌ <ثبر ধ্বংস হওয়া, মরণ

مَثْبُورٌ ধ্বংসপ্রাপ্ত, বিনাশিত

ثَبَّطَ <ثبط বিরত রাখা

ثُبَاتٌ و ثُبَةٌ <ثبو একে একে

ثَجَّاجٌ ام <ثجج মুষলধারা

أَثْخَنَ <ثخن হত্যা করা

تَثْرِيبَ <ثرب অভিযোগ

يَثْرِب মাদিনা শরীফ

الثَّرَى جل أَثْرَاءٌ <ثري মাটি

ثُعْبَانٌ جل ثَعَابِيْنُ <ثعب সাপ

ثَاقِبٌ<ثقب জ্যোতির্ময়

ثَقِفَ [س] <ثقف পাওয়া

ثَقُلَ [ك] <ثقل ভারি হওয়া

أَثْقَلَ ভারি মনে করা

اثَّاقَلَ ভারি হয়ে বসা

ثَقِيلٌ ج ثِقَالٌ ভারি, জমাট

الثَّقَلاَنِ ভারবাহী মানুষ-জিন

أَثْقَالٌ و ثِقْلٌ বোঝা, পাপের বোঝা

مُثْقَلٌ مث مُثْقَلَةٌ বোঝাইকৃত

مِثْقَالٌ ওজন, ওজন পরিমাণ

ثَلاَثٌ مث ثَلاَثَةِ <ثلث তিন

ثَلاَثُونَ ত্রিশ

ثُلُثٌ এক তৃতীয়াংশ

الثُلُثَان দুই তৃতীয়াংশ

ثَالِثٌ مث ثَالِثَة তৃতীয়

ثُلاَثَ তিনগুণ, তিন জন

ثُلَّةٌ اج <ثلل দল, জামাত

ثَمُود <ثمد সালেহ ‘আলাইহিস সালামের উম্মত

أَثْمَرَ <ثمر ফল ধরা

ثَمَرَةٌ ج ثَمَرٌ، ثَمَرَات ফল

ثَمَّ <ثمم সেখানে, ওখানে

ثُمَّ অতপর, আবার, পুনরায়

ثَامِنٌ <ثمن অষ্টম

ثَمَانِيَ مث ثَمَانِيَةٌ আট

ثَمَانِينَ আশি

الثُّمُنُ এক অষ্টমাংশ

ثَمَنٌ جل أَثْمَانٌ দর, স্বল্পমূল্য

ثَنَى [ض] <ثني হিংসা গোপন করা

اسْتَثْنَى ‘ইনশা আল্লাহ’ বলা

ثَانِي দ্বিতীয়

اثْنَانِ، اثْنَتَيْنِ দুই

مَثْنَى দুইগুণ, ডবল

الْمَثَانِي বারবার পঠিত ‘সুরা ফাতিহা’

ثَوَّبَ، أَثَابَ <ثوب ছোয়াব দেওয়া

ثَوَابٌ مص، مَثُوبَةٌ ছোয়াব

مَثَابَةً পুন্যভূমি, তীর্থস্থান

ثِيَابٌ و ثَوْبٌ কাপড়, পোশাক

أَثَارَ <ثور ভূমি চাষ করা

ثَاوِي <ثوي অবস্থানকারী

مَثْوَى বাসস্থান, ঠিকানা

ثَيِّبَاتٌ و ثَيِّبَةٌ <ثيب অকুমারী 

جيم

جَئَرَ [ف] <جأر আর্তনাদ করা

جُبٌّ جل جِبَابٌ <جبب কূপ

جِبْتٌ <جبت মূর্তি, প্রতিমা

جَبَّارٌ <جبر পরাক্রান্ত

جِبْرِيلُ জিবরাইল ‘আলাইহিস সালাম

جَبَلٌ ج جِبَالٌ <جبل পাহাড়

جِبِلٌّ، جِبِلَّةٌ اج সৃষ্টি, জাতি

جَبِيْنٌ جل جُبُنٌ <جبن কপাল

جِبَاهٌ و جَبْهَةٌ <جبه কপাল

جَبَى [ض]، اجْتَبَي <جبي আনা, মনোনিত করা

جَوَابِيُ و جَابِيَةٌ <جبي পুকুর

اجْتَثَّ <جثث উপড়ানো

جَاثِمٌ <جثم অধোমুখী

جَاثِيَةً <جثي নতজানু হয়ে উপবিষ্ট

جِثِيًّا নতজানু অবস্থা

جَحَدَ [ف] <جحد অস্বীকার করা

جَحِيمٌ <جحم দোযখ

أَجْدَاثٌ و جَدَثٌ <جدث কবর

جَدٌّ <جدد শ্রেষ্ঠত্ব, বড়ত্ব

جَدِيد নতুন, নব

جُدَدٌ و جُدَّةٌ পাহাড়িপথ

أَجْدَرُ <جدر যোগ্যতম

جِدَارٌ ج جُدُرٌ প্রাচীর, দেয়াল

جَادَلَ، جِدَالَ <جدل ঝগড়া করা

جَدَلاً ঝগড়াকারী, ঝগড়াটে

جُذَاذًا و جُذَاذَةٌ <جذذ চূর্ণ-বিচূর্ণ

مَجْذُوذٌ খ-বিখ-, কর্তিত

جِذْعٌ ج جُذُوعٌ <جذع কা-

جَذْوَةٍ <جذو জ্বলন্ত কয়লা

جَرَحَ [ف]، اجْتَرَحَ <جرح ক্ষতি করা

جُرُوحٌ و جُرْحٌ জখম

جَوَارِحُ و جَارِحَةٌ জখমকারী প্রাণী

جَرَادٌ و جَرَادَة <جرد পঙ্গপাল

جَرَّ [ن] <جرر টেনে আনা

جُرُزٌ جل أَجْرَازٌ <جرز অনাবাদি ভূমি

تَجَرَّعَ <جرع অতিকষ্টে গিলা

جُرُفٌ ج أَجْرَافٌ <جرف গর্ত

جَرَمَ [ض] <جرم পাপাসক্ত করা

أَجْرَمَ، إِجْرَام অপরাধ করা

مُجْرِمٌ অপরাধী, পাপী

لا جَرَمَ নিশ্চয়, অবশ্যই

جَرَي [ض]، مَجْرِي <جري প্রবাহিত করা

جَارِيَةٌ ج جَارِيَات، الجَوَارِ চলন্ত নৌযান

جُزْءٌ جل أَجْزَاءُ <جزء অংশ

جَزِعَ [س] <جزع ব্যাকুল হওয়া

جَزُوعًا ব্যাকুল, অধীর

جَزَى [ض]، جَازَى، جَزَاءٌ <جزي বদলা দেওয়া

جَازٍ উপকারী, বিনিময়দাতা

جِزْيَةٌ جل جُزْيٌ জিজিয়া, কর

جَسَدٌ جل أَجْسَادٌ <جسد শরীর

تَجَسَّسَ <جسس গোয়েন্দাগিরি করা

جِسْمٌ ج أَجْسَامٌ <جسم শরীর

جَعَلَ [ف] <جعل করা, বানানো

جَاعِلٌ পরিকল্পক, সৃষ্টিকামী

جُفَاءً <جفأ পানিতে ভাসা আবর্জনা

جِفَانٌ و جَفْنَةٌ <جفن বড় পাত্র

تَجَافَى <جفو ছত্রভঙ্গ হওয়া

أَجْلَبَ <جلب সমবেত করা

جَلاَبِيْبُ و جِلْبَابٌ বড় চাদর

جَالُوْت <جلت রাজা জালুত

جَلَدَ [ض]، جَلْدَة <جلد চাবুক মারা

جُلُودٌ و جِلْدٌ، جَلَدٌ চামড়া, চর্ম

مَجَالِسُ و مَجْلِسٌ <جلس সভা

الْجَلاَلُ <جلل মহত্ব, শ্রেষ্ঠত্ব

جَلَّى <جلو প্রকাশিত করা

تَجَلَّى রশ্মিপাত করা

الْجَلاَءُ নির্বাসন, দেশান্তর

جَمَحَ [ف] <جمح দৌড়ে পালানো

جَامِدَةً <جمد জড়বস্তু জমাট

جَمَعَ [ف]، جَمْعًا <جمع জমা করা

أَجْمَعَ একমত হওয়া

اجْتَمَعَ একত্রিত হওয়া

الْجَمْعَانِ সমবেত দুই দল

جَامِعٌ একত্রকারী

مَجْمَع جل مَجَامِعُ মিলনকেন্দ্র

مَجْمُوعٌ সমাবিষ্ট, সম্মিলিত

مُجْتَمِعٌ একত্রিত, মিলিত

جَمِيعٌ ج أَجْمَعُونَ সকলে

الْجُمُعَة মিলন দিবস, শুক্রবার

جَمَالٌ مص <جمل সৌন্দর্য

جَمِيلٌ সুন্দর, উত্তম

جَمَلٌ ج جِمَالَة উট, উষ্ট্র

جُمْلَةً সম্পূর্ণ, পুরোপুরি

جَمٌّ مص <جمم প্রচুর, অধিক

جَنَبَ [ن]، جَنَّبَ <جنب দূরে রাখা

اجْتَنَبَ، تَجَنَّبَ দূরে থাকা

جَنْبٌ ج جُنُوبٌ পাশ, পার্শ্ব

جُنُبٌ দূর, দুরত্ব, দূরবর্তী

جَانِبٌ পার্শ্ব, কিনারা, দিক

جَنَحَ [ف] <جنح হাত বাড়ানো

جَنَاحٌ ج أَجْنِحَة বাহু, ডানা

جُنَاحٌ পাপ, অপরাধ, গুনাহ

جُندٌ ج جُنُودٌ <جند সৈন্যদল

جَنَفٌ [ض، س] <جنف পক্ষপাতিত্ব করা

مُتَجَانِفٌ পক্ষপাতী

جَنَّ [ن] <جنن পর্দা ফেলা

جَانٌّ جل جَوَانٌّ সাপ, জিন

جِنٌّ مث جِنَّة جل جِنَّاتٌ জিন, পাগলামি

مَجْنُون পাগল, জিনে ধরা

جَنَّةٌ ج جَنَّات জান্নাত, স্বর্গ

جُنَّةٌ جل جُنَنٌ ঢাল, রক্ষাকবচ

أَجِنَّةٌ و جَنِيْنٌ ভ্রুণ, কলল

جَنَي جل أَجْنَاءُ، جَنِيًّا <جني পাকা ফল

جَابَ [ن] <جوب কেটে মসৃণ করা

أَجَابَ উত্তর বা সাড়া দেওয়া

اسْتَجَابَ প্রত্যুত্তর করা

جَوَابٌ جل أَجْوِبَةٌ সাড়া, উত্তর

مُجِيبٌ সাড়াদাতা, কবুলকারী

الْجُودِيِّ <جود সিরিয়ার পাহাড়

جِيَادٌ و جَوَادٌ দ্রুতগামী অশ্বপাল

أَجَارَ <جور আশ্রয় দেওয়া

اسْتَجَارَ আশ্রয় চাওয়া

جَاوَرَ প্রতিবেশী হওয়া

جَارٌ جل جِيْرَانٌ প্রতিবেশী

جَائِرٌ বিপথগামী, অত্যাচারী

مُتَجَاوِرَاتٌ সংলগ্ন, পার্শ্ববর্তী

جَاوَزَ، تَجَاوَزَ <جوز অতিক্রম করা

جَاسَ [ن] <جوس সন্ধান করা

جَاعَ [ن] <جوع ক্ষুধার্ত হওয়া

جُوعٌ ক্ষুধা, খিদে

جَوْفٌ جل أَجْوَافٌ <جوف পেট

جَوٌّ جل أَجْوَاءُ <جوو বায়ুম-ল

جَاهَدَ، جِهَادًا <جهد জিহাদ করা

جُهْدٌ، جَهْدٌ مص <جهد প্রচেষ্টা

مُجَاهِدٌ মুজাহিদ, সৈনিক

جَهَرَ [ف]، جَهْرًا <جهر উচ্চস্বরে বলা

جَهْرَةً، جِهَارًا প্রকাশ্যভাবে

جَهَّزَ<جهز প্রস্তুত করে দেওয়া

جَهَازٌ মালামাল, পাথেয়

جَهِلَ [س]، جَهَالَة <جهل মূর্খ হওয়া

جَاهِلٌ جل جُهَلَاءُ মূর্খ, নির্বোধ

جَهُولٌ নিরেট মূর্খ

الْجَاهِلِيَّةِ মূর্খতা, বর্বরতা

جَهَنَّمُ <جهنم জাহান্নাম

جَاءَ [ض] <جيء আসা

أَجَاءَ নিয়ে আসা, আনা

جَيْبٌ ج جُيُوبٌ <جيب পকেট

جِيْدٌ ج أَجْيَادٌ، جُيُوْدٌ <جيد ঘাড়

حاء

حَبَّبَ <حبب প্রিয় করে দেওয়া

أَحَبَّ ভালোবাসা

اسْتَحَبَّ ভালো মনে করা

حُبٌّ، مَحَبَّةً প্রেম

أَحَبُّ প্রিয়তম, প্রিয়ভাজন

أَحِبَّاءُ و حَبِيْبٌ বন্ধু বান্ধব

حَبٌّ جل حُبُوْبٌ، حَبَّة جل حَبَّاتٌ বীজ, শস্য, দানা

حَبَرَ [ن] <حبر বিনোদনে রাখা

أَحْبَارٌ و حِبْرٌ ইহুদী আলেম

حَبَسَ [ض] <حبس বন্দি করা

حَبِطَ [س] <حبط নস্যাৎ হওয়া

أَحْبَطَ নস্যাৎ করা, ব্যর্থ করা

حُبُكٌ و حِبَاكٌ <حبك কক্ষপথ

حَبْلٌ ج حِبَالٌ <حبل রশি

حَبْلِ الوَرِيْدِ শাহরগ

حَتْمًا <حتم অনিবার্য

حَتَّى <حتي পর্যন্ত, অবশেষে

حَثِيثٌ <حثث দ্রুত চলা

حِجَابٌ جل حُجُبٌ <حجب পর্দা

مَحْجُوبٌ পর্দাবৃত, বাধাপ্রাপ্ত

حَجَّ [ن]، حَجٌّ، حِجٌّ <حجج হজ করা

حَاجَّ، تَحَاجَّ ঝগড়া করা

حَاجٌّ جل حُجَّاجٌ، حَجِيْجٌ হজকারী

حِجَجٌ و حِجَّةٌ বছর, সাল

حُجَّةٌ جل حُجَجٌ দলীল, যুক্তি

حِجْرٌ<حجر নিষিদ্ধ, অস্পৃশ্য

مَحْجُورٌ বাধাপ্রাপ্ত, সংরক্ষিত

حُجُورٌ و حُجُرٌ কোল, তত্ত্বাবধান

حُجُرَاتٌ و حُجْرَةٌ কামরা

حَجَرٌ ج حِجَارَة পাথর, প্রস্তর

حَاجِزٌ <حجز প্রতিবন্ধক

حَدَبٌ جل أَحْدَابٌ <حدب টিলা

حَدَّثَ <حدث বর্ণনা করা

أَحْدَثَ আবিষ্কার করা

مُحْدَثٌ আবিষ্কৃত, নতুন

حَدِيث ج أَحَادِيثُ কুরআন, বাক্য, কথা, উপকথা, স্বপ্ন

حَادَّ <حدد বিরোধিতা করা

حُدُودٌ و حَدٌّ সীমারেখা

حَدِيدٌ ج حِدَادٌ লোহা, তীক্ষè

حَدَائِقَ و حَدِيْقَةٌ <حدق উদ্যান

حَذِرَ [س]، حَذَرٌ <حذر সতর্ক হওয়া

حَذَّرَ সতর্ক করা

حِذْرٌ সতর্কতা, সাবধানতা

حَاذِرٌ অস্ত্রধারী, ভীতু

مَحْذُورٌ ভয়ঙ্কর, ভয়াবহ

حَارَبَ، حَرْبٌ <حرب যুদ্ধ করা

مِحْرَابٌ ج مَحَارِيبُ মিহরাব

حَرَثَ [ن] <حرث ফসল ফলানো

حَرْثٌ ফসল, ফসলখেত

حَرَجٌ <حرج ক্ষতি, অন্যায়

حَرْدٌ <حرد মনোবাঞ্ছা

تَحْرِيرٌ <حرر মুক্ত করা

مُحَرَّرٌ  মুক্ত, উৎসর্গিত

حُرٌّ جل أَحْرَارٌ স্বাধীন, মুক্ত

حَرٌّ، حَرُورٌ তাপ, উত্তাপ

حَرِيرٌ উষ্ণ রেশমী বস্ত্র, সিল্ক

حَرَسٌ <حرس পাহারাদার

حَرَصَ [ن] <حرص লোভ করা

حَرِيصٌ، أَحْرَصُ লোভী

حَرَّضَ <حرض উদ্বুদ্ধ করা

حَرَضٌ হৃদরোগী, মরণাপন্ন

حَرَّفَ <حرف বিকৃত করা

مُتَحَرِّفٌ রণকৌশলী

حَرْفٌ جل أَحْرُفٌ، حُرُوْفٌ প্রান্ত

حَرَّقَ <حرق পোড়ানো

احْتَرَقَ ভস্মীভূত হওয়া

حَرِيقٌ ص ভস্মকারী, দগ্ধকারী

حَرَّكَ <حرك ঝাঁকানো

حَرَّمَ <حرم হারাম করা

حَرَمًا সম্মানিত, মক্কা- মদিনা

حُرُمٌ و حَرَامٌ হারাম

حَرَامٌ جل حُرُمٌ সম্মানিত, হারাম

حُرُمَاتٌ و حُرْمَةٌ সম্মানিত বস্তু

مَحْرُومٌ বঞ্চিত

مُحَرَّمٌ مث مُحَرَّمَةٌ হারাম

تَحَرَّا <حرو অবলম্বন করা

حِزْبٌ ج أَحْزَابٌ <حزب দল

حَزِنَ [س]، حَزَنًا <حزن মর্মাহত হওয়া

حَزَنَ [ن] ব্যথিত করা

حُزْنٌ جل أَحْزَانٌ দুঃখ, ব্যথা

حَسِبَ <حسب ধারণা করা

حَاسَبَ হিসাব নিকাশ করা

احْتَسَبَ কল্পনা করা

حَسْبٌ যথেষ্ট, বদলা, শুধুমাত্র

حَاسِبٌ হিসাবকারী

حِسَابٌ، حُسْبَانٍ হিসাব

حَسِيْبًا হিসাবকারী

حَسَدَ [ن، ض]، حَسَدًا <حسد হিংসা করা

حَاسِدٍ হিংসুক, বিদ্বেষী

اسْتَحْسَرَ <حسر ক্লান্ত হওয়া

حَسْرَةٌ ج حَسَرَاتٍ আফসোস

يَاحَسْرَتَى হায় আফসোস!

حَسِيرٌ، مَحْسُورٌ ক্লান্ত, শ্রাš

حَسَّ [ن] <حسس হত্যা করা

أَحَسَّ টের পাওয়া

تَحَسَّسَ অনুসন্ধান করা

حَسِيسٌ সাড়া শব্দ, ক্ষীণ কণ্ঠ

حُسُومًا <حسم অশুভ

حَسُنَ [ك] <حسن সুন্দর হওয়া

أَحْسَنَ، إِحْسَانًا সুন্দর করা

حُسْنٌ সুন্দর, উত্তম, সৌন্দর্য

حَسَنٌ ج حِسَانٌ مث حَسَنَةٌ ج حَسَنَاتٍ উত্তম, সুন্দর, নেকী

أَحْسَنُ مث الْحُسْنَى সর্বোত্তম

مُحْسِنٌ সৎকর্মশীল

حَشَرَ[ن]، حَشْرٌ <حشر একত্রিত করা

حَاشِرٌ সমবেতকারী

مَحْشُورَةً সমবেত, দলবদ্ধ

حَصَبٌ <حصب জ্বালানি

حَاصِبًا পাথর বৃষ্টি, শিলামেঘ

حَصْحَصَ <حصحص প্রকাশিত হওয়া

حَصَدَ [ن، ض]، حَصَادٌ <حصد ফসল কাটা

حَصِيدٌ ص কর্তিত ফসল

حَصِرَ [س] <حصر আবদ্ধ হওয়া

أَحْصَرَ আবদ্ধ করা

حَصُورٌ সংযমী, নিয়ন্ত্রক

حَصِيرٌ দমনকেন্দ্র, কারাগার

حَصَّلَ <حصل প্রকাশ করা

أَحْصَنَ <حصن সতীত্ব রক্ষা করা

تَحَصُّنًا সতীত্ব রক্ষা করা

مُحْصِنٌ বিবাহকামী

مُحْصَنَةٌ সতী, পতিব্রতা

مُحَصَّنَةٍ সুরক্ষিত, দুর্ভেদ্য

حُصُونٌ সুরক্ষিত কেল্লা

أَحْصَى <حصي পরিসংখ্যান করা

حَضَرَ [ن] <حضر উপস্থিত হওয়া

أَحْضَرَ  উপস্থাপিত করা

حَاضِرٌ উপস্থিত, বাসিন্দা

مُحْضَرٌ، مُحْتَضَرٌ উপস্থাপিত, উপস্থিতির সময়

حَضَّ [ن] <حضض উদ্বুদ্ধ করা

تَحَاضَّ পরস্পরে অনুপ্রাণিত করা

حَطَبٌ جل أَحْطَابٌ <حطب ইন্ধন

حِطَّةٌ <حطط লাঘব করা

حَطَمَ [ض] <حطم পিষে ফেলা

حُطَامًا পিষ্ট, ঝুরিঝুরি, গুঁড়া

الْحُطَمَةُ পিষ্টকারী জাতাকল

مَحْظُورٌ <حظر সীমিত

مُحْتَظِرٌ খোঁয়াড় নির্মাতা

حَظٌّ جل حُظُوْظٌ <حظظ অংশ

حَفَدَةً و حَافِدٌ <حفد  নাতিনাতনি

حُفْرَةٍ جل حُفَرٌ <حفر গর্ত

الْحَافِرَةِ প্রথম সৃষ্টি

حَفِظَ [س]، حِفْظًا، حَافَظَ <حفظ রক্ষা করা

اسْتَحْفَظَ সংরক্ষণ কামনা করা

حَفِيظٌ، حَافِظٌ ج حَفَظَةً রক্ষক

مَحْفُوظٌ সংরক্ষিত, সুরক্ষিত

حَفَّ [ن] <حفف ঘিরে রাখা

حَافِّينَ পরিবেষ্টনকারী

أَحْفَى <حفو উন্নতিকামী বানানো

حَفِيٌّ ص উৎসুক, অনুসন্ধানী

حُقُبٌ ج أَحْقَابٌ <حقب দীর্ঘ কাল

أحْقَافٌ و حِقْفٌ <حقف বালুর টিলা

حَقَّ [ض] <حقق অনিবার্য হওয়া

أَحَقَّ সত্যপ্রমাণিত করা

اسْتَحَقَّ উপযুক্ত হওয়া

حَقٌّ جل حُقُوْقٌ আল্লাহ, হক

أَحَقُّ সর্বাধিক যোগ্য

حَقِيقٌ ص যোগ্য, উপযুক্ত

الْحَاقَّةُ সত্যঘটমান, কিয়ামত

حَكَمَ [ن] <حكم হুকুম করা, বিচার করা

حَكَّمَ বিচারক বানানো

أَحْكَمَ অবধারিত বানানো

تَحَاكَمَ মীমাংশা চাওয়া

حُكْمٌ جل أَحْكَامٌ হুকুম, বিচার, জ্ঞান

 حَكَمٌ، حَاكِمٌ ج حُكَّامٌবিচারক

حَكِيمٌ جل حُكَمَاءُ আল্লাহ, প্রজ্ঞাময়

حِكْمَةٌ جل حِكَمٌ সুক্ষ্মজ্ঞান, বিচারশক্তি

أَحْكَمُ বিচারপতি, মহাশাসক

مُحْكَمَةٌ ج مُحْكَمَاتٌ অবধারিত

حَلَفَ [ض] <حلف শপথ করা, প্রতিজ্ঞা করা, অঙ্গীকার করা

حَلاَّفٌ অত্যধিক শপথকারী

حَلَقَ [ض] <حلق মাথা কামানো

مُحَلِّقٌ মাথা মু-নকারী

حُلْقُومٌ جل حَلَاقِيْمُ <حلقم কণ্ঠনালী, খাদ্যনালী

حَلَّ [ن، ض] <حلل হালাল হওয়া

أَحَلَّ হালাল করা, বৈধ করা

حِلٌّ، حَلاَلٌ مص হালাল, বৈধ

حِلٌّ অবতরণকারী

حَلاَئِلُ و حَلِيْلَةٌ বৈধ রমণী, স্ত্রী

تَحِلَّة শপথ প্রত্যাহার করা

مَحِلٌّ পশু হালালের স্থান

مُحِلّ হালালকারী

حُلُمٌ ج أَحْلاَمٌ <حلم সাবালকত্ব, বুদ্ধি

حَلِيمٌ বুদ্ধিমান, সহিষ্ণু, গম্ভীর

حَلَّي <حلي গহনা পরানো

حِلْيَةٌ جل حِلًى؛ حُلِيٌّ و حَلْيٌ গহনা, অলংকার

حم অনবহিত অর্থ

حَمَإٍ <حمأ পঁচা কাদা মাটি

حَمِئَةٍ কর্দমাক্ত, পঙ্কিল

حَمِدَ [س]، حَمْدٌ <حمد প্রশংসা করা

الْحَامِدُ প্রশংসাকারী

الْحَمِيدُ، مَحْمُودٌ প্রশংসিত

أَحْمَدُ সর্বাধিক প্রশংসাকারী

مُحَمَّدٌ মুহাম্মাদ স., প্রশংসিত

حِمَارٌ ج حَمِيرٌ، حُمُرٌ <حمر গাধা

حُمْرٌ و أَحْمَرُ লাল, লালচে

حَمَلَ [ض] <حمل বহন করা, গর্ভধারণ

حَمَّلَ বোঝা চাপানো

احْتَمَلَ বহন করা, সহ্য করা

حَمْلٌ ج أَحْمَالٌ গর্ভ, ভ্রুণ

حِمْلٌ جل أَحْمَالٌ বোঝা, বরাদ্ধ

حَامِلٌ ج الْحَامِلاَتِ বহনকারী

حَمَّالَةَ অধিক বহনকারিণী

حَمُولَةً ভারবাহী পশু

حَمِيمٌ جل حَمَائِمُ، أَحِمَّاءُ <حمم গরম পানি

يَحْمُومٌ উত্তপ্ত, তপ্ত ধোঁয়া

حَمَى [ض] <حمي উত্তপ্ত করা

حَامِيَةٌ দহনশীল, তাপমান

الحَمِيَّةٌ মনের আগুন, ঘৃণা

حَامٍ মূর্তির তরে সমর্পিত উট

حَنِثَ [س]، حِنْثٌ جل أَحْنَاثٌ <حنث শপথ ভঙ্গ করা

حَنَاجِرُ و حَنْجَرَةٌ <حنجر গলা, কণ্ঠনালী

حَنِيذٌ <حنذ ভূনা গোশত

حَنِيفٌ ج حُنَفَاءَ <حنف একাগ্রচিত্ত

احْتَنَكَ <حنك লাগাম পরানো

حَنَانٌ <حنن কোমলতা

حُنَيْنٍ হুনাইন উপত্যকা

حُوبٌ <حوب পাপ, অন্যায়

حُوتٌ ج حِيتَانٌ <حوت মাছ

حَاجَةً جل حَوَائِجُ <حوج প্রয়োজন, চাহিদা

اسْتَحْوَذَ <حوذ জয়ী হওয়া

حَارَ [ن] <حور ফিরে আসা

حَاوَرَ، تَحَاوُرٌ জেরা করা

حُورٌ و حَوْرَاءُ হুর

حَوَارِيٌّ ঈসা ‘আলাইহিস সালামের সঙ্গী

مُتَحَيِّزٌ <حوز পক্ষপাতী

حَاشَ [ن] <حوش দোষত্রুটি মুক্ত হওয়া

حَاشَ لله আল্লাহর রহমতে দোষত্রুটি মুক্ত হয়েছে

أَحَاطَ <حوط বেষ্টন করা

مُحِيطٌ مث مُحِيطَةٌ বেষ্টনকারী

حَالَ [ن] <حول আড়াল হওয়া

حَوْلٌ جل أَحْوَالٌ সময়ের অন্তরাল, বছর

حِوَلٌ، تَحْوِيلاً পরিবর্তন

حَامٍ <حوم মূর্তির তরে সমর্পিত উট

الْحَوَايَا و حَوِيَّةٌ <حوي নাড়ি ভুড়ি, অন্ত্র

أَحْوَى সবুজ শ্যামল

حَيْثُ <حيث যেখানে

حَيْثُمَا যেখানেই

حَادَ [ض] <حيد সরে পড়া

حَيْرَانٌ جل حَيَارَى <حير হয়রান, হতভম্ব

مَحِيصٌ <حيص আশ্রয়স্থল

حَاضَ [ض] <حيض ঋতু¯্রাব হওয়া

مَحِيضٌ ঋতু¯্রাব, হায়েয

حَافَ [ض] <حيف জুলুম করা

حَاقَ [ض] <حيق বেষ্টন করা

حِيْلَةٌ جل حِيَلٌ <حيل হিলা, ফন্দি, কৌশল

حِينٌ جل أَحْيَانٌ <حين সময়,

حِينَئِذٍ তখন, তৎকালে

حَيَّ [س] <حيي বেঁচে থাকা

حَيَّى، تَحِيَّةً সালাম করা

أَحْيَى জীবিত করা

اسْتَحْيَى، اسْتِحْيَاءٍ বাচিয়ে রাখা, লজ্জা পাওয়া

حَيٌّ ج أَحْيَاءٌ জীবিত, চিরজীবী

حَيَاةٌ، مَحْيَا আয়ু, জীবন

حَيَوَانٌ مص জীবন

مُحْيِ জীবিতকারী

يَحْيَى ইয়াহইয়া ‘আলাইহিস সালাম

حَيَّةٌ جل حَيَّاتٌ সাপ, সর্প

خاء

خَبْءٌ مص <خبء গোপনীয়

أَخْبَتَ <خبت নত হওয়া

مُخْبِتٌ বিনয়ী, অবনত

خَبُثَ [ك] <خبث অজন্মা হওয়া

خَبِيثٌ مث خَبِيثَةٌ ج خَبِيثَاتٌ، خَبَائِثُ কুকর্ম, দুষ্কর্মা

خُبْرٌ مص <خبر জ্ঞান, প্রতিভা

خَبَرٌ ج أَخْبَارٌ খবর, সংবাদ

خَبِيرٌ ص অভিজ্ঞ, সর্বজ্ঞ

خُبْزٌ جل أَخْبَازٌ <خبز রুটি

تَخَبَّطَ <خبط মস্তিষ্কবিকৃত করা

خَبَالٌ <خبل ক্ষতি করা

خَبَا [ن] <خبو নীভুনীভু হওয়া

خَتَّارٌ ام <ختر প্রতারক

خَتَمَ [ض] <ختم সিল মারা

خَاتَمٌ جل خَوَاتِمُ সিলমহর, আংটি

خِتَامٌ جل خُتُمٌ সিলকৃত, সর্বশেষ

مَخْتُومٌ সিলমারা, মহরকৃত

خَدٌّ جل خُدُوْدٌ <خدد গাল, গ-

أُخْدُودٌ جل أَخَادِيْدُ গভীর গর্ত, গুহা

خَدَعَ [ف]، خَادَعَ <خدع ধোকা দেওয়া

خَادِعٌ ধোকার শাস্তি বিধায়ক

أَخْدَانٌ و خِدْنٌ<خدن পরকিয়া প্রেমিক

خَذَلَ [ن] <خذل অপমান করা

خَذُولٌ লাঞ্ছিতকারী

مَخْذُولٌ অপমানিত, পরিত্যক্ত

أَخْرَبَ، خَرَابٌ <خرب নষ্ট করা

خَرَجَ [ن]، خُرُوجٌ، مُخْرَجٌ <خرج বের হওয়া

أَخْرَجَ، إِخْرَاجًا বের করা

اسْتَخْرَجَ বের করে নেওয়া

خَارِجٌ বহির্গমনকারী

مَخْرَجٌ বাহিরপথ

مُخْرِجٌ বাহিরকারী, প্রকাশক

مُخْرَجٌ বহিষ্কৃত, নিষ্কাশিত

خَرْجٌ، خَرَاجٌ جل أَخْرَاجٌ কর

خَرْدَلٌ و خَرْدَلَةٌ <خردل সরিষা, রাই

خَرَّ [ض] <خرر পতিত হওয়া

خَرَصَ [ن] <خرص অনুমান করা

خَرَّاصٌ ام কল্পনাপ্রবণ

خُرْطُومٌ جل خَرَطِيْمُ <خرطم শুঁড়, নাক, শু-

خَرَقَ [ض] <خرق ফাড়া

خَازِنٌ ج خَزَنَةٌ <خزن প্রহরী, খাজাঞ্চী

خَزَائِنُ و خِزَانَةٌ ধনভা-ার

خَزِيَ [س] <خزي অপমানিত হওয়া

أَخْزَى অপমানিত করা

خِزْيٌ مص অপমান, লাঞ্ছনা

أَخْزَى অপমানজনক

مُخْزِي অপমানকারী

خَسِئَ [س] <خسأ লাঞ্ছিত হওয়া

خَاسِئٌ ج خَاسِئِينَ ধিকৃত

خَسِرَ [س] <خسر ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতি করা

أَخْسَرَ ক্ষতিগ্রস্ত করা

تَخْسِيرٍ، خُسْرًا، خُسْرَانًا، خَسَارًا ক্ষতি, খেসারত, ধ্বংস

خَاسِرٌ مث خَاسِرَةٌ ক্ষতিগ্রস্ত

الأَخْسَرُ সর্বাধিক ক্ষতিগ্রস্ত

مُخْسِرٌ ক্ষতিসাধক

خَسَفَ [ض] <خسف পোঁতা, চন্দ্রগ্রহণ লাগা

خُشُبٌ و خَشَبٌ <خشب কাঠ

خَشَعَ [ف]، خُشُوعًا <خشع বিনয়ী হওয়া

خَاشِعٌ ج خُشَّعًا বিনয়ী

خَشِيَ [س]، خَشْيَةً <خشي ভয় করা

اخْتَصَّ <خصص বিশেষিত করা

خَاصَّةً বিশেষত্ব, বৈশিষ্ট্য

خَصَاصَةٌ অভাব, ক্ষুধা

خَصَفَ [ض] <خصف পাতা জোড়া দেওয়া

اخْتَصَمَ <خصم ঝগড়া করা

يَخِصِّمُ، تَخَاصُم পরস্পরে ঝগড়া করা, বাগবিতণ্ডা করা

خَصْمٌ جل خُصُوْمٌ؛ خَصِمٌ، خَصِيمٌ ام শত্রু

خِصَامٌ শত্রুতা, ঝগড়া

مَخْضُودٌ <خضد কাঁটাবিহিন

خَضِرٌ و خَضِرَةٌ <خضر সবুজ ফসল, সবজি

أَخْضَرُ، خُضْرٌ সবুজ রঙের

مُخْضَرَّةً সবুজ, শ্যামলিমা

خَضَعَ [ف] <خضع ক্ষীণ করা

خَاضِعٌ অবনত, বিনম্র

أَخْطَأَ <خطأ ভুল করা

خَطَئًا ভুলক্রমে, ভুলবশত

خَاطِئٌ مث خَاطِئَةٍ পাপী

خِطْئٌ، خَطِيئَةً ج خَطَايَا ভুল

خَاطَبَ، خِطَابًا <خطب সম্বোধন করা

فَصْل الْخِطَابِ সুস্পষ্ট বাক

خَطْبٌ جل خُطُوْبٌ দশা

خِطْبَةٌ مص বিয়ের প্রস্তাব

خَطَّ [ن] <خطط লেখা

خَطِفَ [س]، خَطْفَةٌ، تَخَطَّفَ <خطف ছোঁ মেরে নেওয়া

خُطُوَاتٌ و خُطْوَةٌ <خطو পদাঙ্ক, পদক্ষেপ

خَافَتَ، تَخَافَتَ <خفتফিসফিস করা

خَفَضَ [ض] <خفض অবনমিত করা

خَافِضَةٌ অসম্মানকারী

خَفَّ [ض] <خفف লঘু হওয়া

خَفَّفَ، تَخْفِيفٌ লাঘব করা

اسْتَخَفَّ হালকা মনে করা

خَفِيفٌ ج خِفَافٌ হালকা, লঘু

خَفِيَ [س]، خُفْيَةً <خفي গোপন থাকা

أَخْفَي গোপন করা

اسْتَخْفَى লুকাতে চাওয়া

خَفِيٌّ ص গোপন, ঝাপসা দৃষ্টি

أَخْفَى অধিক গোপনীয়, গুপ্ত

خَافِيَةٌ গোপন বিষয়

مُسْتَخْفٍ গোপনকারী, গুপ্তচর

خَلَدَ [ن]، خُلُودٌ <خلد চিরঞ্জীব হওয়া

أَخْلَدَ অমর করা

خُلْدٌ অমরত্ব, চিরন্তন, শাশ্বত

خَالِدٌ অমর, চিরঞ্জীব

مُخَلَّدٌ চিরকুমার, অমর সঙ্গী

خَلَصَ [ن] <خلص বিজনে বসা

أَخْلَصَ একনিষ্ঠ করা

اسْتَخْلَصَ মনোনিত করা

خَالِصٌ مث خَالِصَةٌ নির্ভেজাল

مُخْلِصٌ একনিষ্ঠ, একাগ্রচিত্ত

مُخْلَصٌ মনোনিত, সংযত

خَلَطَ [ض] <خلط মিশ্রিত করা

خَالَطَ মিলেমিশে থাকা

اخْتَلَطَ মিশে যাওয়া

خُلَطَاءُ و خَلِيْطٌ মিশ্রণকারী, অংশীদার

خَلَعَ [ف] <خلع খোলা

خَلَفَ [ن]، خَلِيفَةً <خلف পরে আসা

خَلَّفَ পেছনে ফেলা

خَالَفَ، خِلاَفٌ বিরোধিতা করা, বিপরীতগামী হওয়া

أَخْلَفَ বিপরীত করা

تَخَلَّفَ পিছপা হওয়া

اخْتَلَفَ، اخْتِلاَفًاমতভেদ করা

اسْتَخْلَفَ প্রতিনিধি বানানো

خَلْفٌ অযোগ্য উত্তরাধিকারী

خَلْفَ পেছনে, পিছে, পরে

خَالِفٌ ج خَوَالِفُ، مُخَلَّفٌ পশ্চাৎমুখী, পিছিয়েপড়া

خِلاَفٌ বিপরীত, পেছনে

خِلْفَةً অনুক্রমণশীল

خَلِيفَةً ج خَلاَئِفُ، خُلَفَاءُ খলীফা, প্রতিনিধী

مُخْلِفٌ খেলাফকারী

اخْتِلاَفٌ অনৈক্য, বিবর্তন

مُخْتَلِفٌ ভিন্নমুখী, বিচিত্র

مُسْتَخْلَفٌ স্থলাভিষিক্ত

خَلَقَ [ن]، خَلْقًا <خلق সৃষ্টি করা

خَلْقٌ সৃষ্টি, মাখলুক

خَالِقٌ، خَلاَّقٌ স্রষ্টা

مُخَلَّقَةٍ পূর্ণাঙ্গ সৃষ্ট, সুশ্রী

اخْتِلاَقٌ বানানো কথা

خَلاَقٌ ام অংশ, প্রাপ্য, ভাগ

خُلُقٌ جل أَخْلَاقٌ সৃষ্টিগত স্বভাব

خُلَّةٌ ج خِلاَلٌ <خلل বন্ধুত

خَلِيلٌ ج أَخِلاَّءُ অন্তরঙ্গ বন্ধু

خَلاَ [ن]  <خلو একান্তে বসা, খালি হওয়া

خَلَّى খালি করা, মুক্ত করা

تَخَلَّى খালি হওয়া

خَالِيَةٌ খালি, গত, বিগত, মুক্ত

خَامِدٌ <خمد নির্বাপিত

خَمْرٌ <خمر মাদক, মদ

خُمُرٌ جل خِمَارٌ চাদর, ওড়না

خَمْسَةٌ <خمس পাঁচ, পঞ্চ

خَامِسَةٌ পঞ্চম, পঞ্চমত

خَمْسِينَ পঞ্চাশ

خُمُسٌ এক পঞ্চমাংশ

مَخْمَصَةٌ <خمص তীব্র ক্ষুধা

خَمْطٌ <خمط তিক্ত ফল

خِنزِيرٌ ج خَنَازِيرُ <خنزر শূকর

خَنَّاسٌ ام <خنس গুপ্ত প্রবঞ্চক

خُنَّسٌ و خَانِسٌ দিবসের গুপ্ত তারকা

مُنْخَنِقَةٌ <خنق গলা টিপে মারা পশু

خُوَارٌ <خور গরুর ডাক

خَاضَ [ن]، خَوْض <خوض সমালোচনা করা

خَائِضٌ সমালোচক

خَافَ [س]، خَوْفًا، خِيفَةً <خوف ভয় করা

خَوَّفَ، تَخْوِيفًا ভয় দেখানো

تَخَوُّفٌ ভীত হওয়া

خَائِفٌ ভীত, শঙ্কমান

خَوَّلَ <خول দেওয়া, দান করা

خَالٌ ج أَخْوَال মামা, খালু

خَالاَت খালা, মামী

خَانَ [ن]، خِيَانَةً، اخْتَانَ <خون খিয়ানত করা, আত্মসাৎ করা

خَوَّانٌ، خَائِنٌ مث خَائِنَةٌ খিয়ানতকারী, বিশ্বাসঘাতক

خَاوِيَةٌ <خوي পতনোন্মুখ

خَابَ [ض] <خيب ব্যর্থ হওয়া

خَائِبٌ ব্যর্থ, হতাশ, অপারগ

اخْتَارَ، تَخَيَّرَ، خِيَرَةٌ <خير বাছাই করা, মনোনীত করা

خَيْرٌ ج أَخْيَارٌ مث خَيْرَاتٌ উত্তম, বাছাইকরা, মনোনীত

خَيْطٌ جل خُيُوْطٌ <خيط সুতা, প্রভাত রেখা

خِيَاطٌ সূচ, সুই, সীবনযন্ত্র

خَيَّلَ <خيل ধাঁধা লাগানো

مُخْتَالٌ ধাঁধাগ্রস্ত, অহঙ্কারী

خَيْلٌ جل خُيُوْلٌ ঘোড়া

خِيَامٌ و خِيْمَةٌ <خيم পর্দা, তাবু

دال

دَاْبٌ <دأب স্বভাব, অবিরাম

دَائِبٌ স্বাভাবিক, বিরামহীন

دَابَّةٌ ج دَوَابٌّ <دبب প্রাণী

دَبَّرَ <دبر নিয়ন্ত্রণ করা

تَدَبَّرَ، إدَّبَّرَ চিন্তা করা

أَدْبَرَ، إِدْبارٌ পৃষ্ঠপ্রদর্শন করা

المُدَبِّرات ব্যবস্থাপক ফেরেশতা

مُدْبِرٌ পৃষ্ঠপ্রদর্শনকারী

دَابِرٌ শিকড়, ভিত্তি, পশ্চাৎ

دُبُرٌ ج أَدْبَارٌ পিঠ, পশ্চাৎ

مُدَّثِّرٌ <دثر চাদর মুড়িয়ে শয়নকারী

دُحُورٌ، مَدْحُورٌ <دحر বিতাড়িত

أَدْحَضَ <دحض ব্যর্থ করা

دَاحِضَةٌ، مُدْحَضٌ ব্যর্থ

دَحَا [ن] <دحو বিস্তৃত করা

دَاخِرٌ<دخر অপমানিত

دَخَلَ [ن] <دخل প্রবেশ করা

أَدْخَلَ প্রবেশ করানো

دَاخِلٌ প্রবেশকারী

مُدْخَلٌ প্রবিষ্ট, প্রবেশপথ

مُدَّخَلٌ প্রবেশস্থান, আশ্রয়

دَخَلٌ مص আসন্ন প্রতারণা

دُخَانٌ جل أَدْخِنَةٌ، دَوَاخِيْنُ <دخن ধোঁয়া, ধুঁয়া, ধু¤্রকুঞ্জ

دَرَأَ [ف] <درأ সরানো

إدَّارَأَ অন্যদিকে গড়ানো

اسْتَدْرَجَ <درج ক্রমান্বয়ে ধ্বংস করা

دَرَجَةٌ ج دَرَجاتٌ স্তর, সম্মান

مِدْرارٌ <درر ঘনমেঘ

دُرِّيٌّ جل دَرَارِيُّ জ্যোতির্ময়

دَرَسَ [ن]، دِرَاسَةً <درس পাড়া

إِدْرِيس নবী ইদ্রীস ‘আলাইহিস সালাম

أَدْرَكَ <درك ধরে ফেলা

تَدَارَكَ، إِدَّارَكَ পতিত হওয়া

دَرَكٌ নাগাল পাওয়া

الدَّرْكُ নিম্নস্তর, নিম্নপুরী

مُدْرَكٌ ধৃত, নাগালাবদ্ধ

دَرَاهِمُ و دِرْهَمٌ <درهم দিরহাম, রৌপ্যমুদ্রা

دَرَى [ض] <دري জানা, উপলব্ধি করা

أَدْرَى জানানো, জ্ঞাপন করা

دُسُرٌ و دِسَارٌ <دسر পেরেক

دَسَّ [ن]، دَسَّى <دسس মাটিতে গেড়ে দেওয়া

دَسَّى <دسي মাটিতে গেড়ে দেওয়া, কলুষিত করা

دَعَّ [ن]، دَعًّا <دعع গলা ধাক্কানো

دَعَا [ن]، دُعَاءً، دَعْوَةٌ <دعو ডাকা

دُعَاءٌ جل أَدْعِيَةٌ আহ্বান

ادَّعَى চাওয়া, ফরিয়াদ করা

دَاعِيٌ جل دُعَاةٌ আহ্বানকারী

الدَّعْوَى দাবি, সম্ভাষণ

أَدْعِيَاءُ و دَعِيٌّ যাকে ছেলে ডাকা হয়েছে, পালকপুত্র

دِفْءٌ جل أَدْفَاءُ <دفء উত্তাপ

دَفَعَ [ف]، دَافَعَ، دَفْعٌ <دفع প্রতিহত করা, দফা করা

دافِعٌ প্রতিহতকারী

دافِقٌ <دفق বেগবান

دَكَّ [ن]، دَكًّا، دَكَّةٌ <دكك চুরমার করা

دَكَّاءٌ جل دَكَّاوَاتٌ বিধ্বস্ত

دُلُوكٌ <دلك হেলে পড়া

دَلَّ [ن] <دلل পথ দেখানো

دَلِيلٌ جل أَدِلَّةٌ পথপ্রদর্শক, প্রমাণ

دَلَّى، أَدْلَى <دلو ঝুলিয়ে দেওয়া

تَدَلَّي ঝুঁকা, আকৃষ্ট হওয়া

دَلْوٌ جل دِلَاءٌ ঝুলন্ত বালতি

دَمْدَمَ <دمدم ধ্বংস করা

دَمَّرَ، تَدْمِيْرًا <دمر ধ্বংস করা

دَمْعٌ دُمُوْعٌ <دمع অশ্রু

دَمَغَ [ف] <دمغ আঘাতে মগজ বের করা

دَمٌ ج دِمَاءٌ <دمو রক্ত

دِينَارٌ جل دَنَانِيْرُ <دنر স্বর্ণমুদ্রা

دَنَا [ن] <دنو নিকটবর্তী হওয়া

أَدْنَى নিকটে টানা

دَانٍ مث دَانِيَةٌ নিকটবর্তী

الأدْنَي নিকটতম, নিকৃষ্টতম

الدُنْيا جل دُنًى নিকটবর্তী স্থান, পৃথিবী

دَاوُدُ <دود দাউদ ‘আলাইহিস সালাম

دَارَ [ن] <دور চোখ পাকানো

أَدَارَ নগদ লেনদেন করা

دَارٌ ج دِيَارٌ বাড়ি, দেশ, পৃথিবী

دَيَّارٌ  গৃহবাসী, বাসিন্দা

دَائِرَةٌ ج دَوَائِرُ দুর্দিন

دَاوَلَ <دول পালাক্রমে আনা

دُولَةٌ جل دُوْلَاتٌ পুঞ্জীভূত সম্পদ

دَامَ [ن] <دوم দীর্ঘস্থায়ী হওয়া

دَائِمٌ চিরস্থায়ী, স্থিতিশীল

دُونَ <دون ব্যতীত, ছেড়ে

دَهْرٌ جل دُهُوْرٌ <دهر যুগ

دِهَاقٌ ص <دهق উপচেপড়া

مُدْهَامَّةٌ <دهم অতিশ্যামল উদ্যান

أَدْهَنَ <دهن তেল মাখানো

مُدْهِنٌ শিথিল, বলগাহীন

دُهْنٌ جل أَدْهَانٌ তেল

دِهَانٌ جل أَدْهِنَةٌ রক্তিম তৈলাক্ত চামড়া

أَدْهَي <دهي আকস্মিক

دَانَ [ض] <دين ধর্ম গ্রহণ করা

تَدَايَنَ ঋণ করা

دَيْنٌ جل دُيُوْنٌ ঋন, ধার, দেনা

دِيْنٌ جل أَدْيَانٌ ধর্ম, আনুগত্য

يوم الدين বিচার দিন

مَدِينٌ বিচারাধিন, বিচারণীয়

غَير مَدِينٍ বিচারহীন

دِيَةٌ جل دِيَاتٌ <ودي রক্তপণ

ذال

ذَا এই

هذا، هذه এই, এটা, এই বস্তু

هذان، هتان এ দুটি, উভয়টা

أُولاَئِكَ، هؤُلاَءِ এরা, এগুলো

ذَلِكَ ঐটা, উহা

ذَانِك، ذَلِكُمَا ঐ দুটি

ذَلِكُمْ، ذَلِكُنَّ ওরা, ওগুলো

ذِئْبٌ جل ذِيَابٌ <ذءب বাঘ

مَذْئُوْمٌ <ذءم ঘৃণিত, লাঞ্ছিত

ذُبَابٌ جل أَذِبَّةٌ، ذِبَّانٌ <ذبب মশা, মাছি, মক্ষিকা

ذَبَحَ [ف] <ذبح জবাই করা

ذَبَّحَ নির্মমভাবে জবাই করা

ذِبْحٌ مص জবায়ের পশু

مُذَبْذَبٌ <ذبذب দোদুল্যমান

إِدَّخَرَ <ذخر সঞ্চয় করা

ذَرَأَ [ف] <ذرء সৃষ্টি করা

ذَرَّةٌ جل ذَرَّاتٌ <ذرر গুঁড়ি পিঁপড়া, কণা, অণু

ذُرِّيَّةٌ ج ذُرِّيَات বংশধর

ذَرْعٌ ج ذِرَاعٌ <ذرع বাহু

ذَرَا [ن]، ذَرْوًا <ذرو ধূলাবালি উড়ানো

الذّاَرِيَات প্রচণ্ডবেগে ধূলাবালি উৎক্ষেপণকারী

مُذْعِنٌ <ذعن বশ্যতা স্বীকারকারী

أَذْقَانٌ و ذَقَنٌ <ذقن থুতনি

ذَكَرَ [ن]، ذِكْرٌ <ذكر স্মরণ করা

ذَكَّرَ، تَذْكِرَةٌ স্মরণ করানো

تَذَكَّرَ، إِذَّكَّرَ উপদেশ গ্রহণ করা, স্মরণ করানো

إِدَّكَرَ স্মরণ হওয়া

ذِكْرٌ جل أَذْكَارٌ স্মরণ, উপদেশ

ذِكْرَى، تَذْكِرَةٌ স্মরণীয়

مَذْكُورٌ আলোচিত, উল্লেখ্য

مُذَكِّرٌ উপদেশদাতা

ذَاكِرٌ জিকিরকারী

ذَكَرٌ ج ذُكُورٌ، ذُكْرَانٌ পুরুষ

مُدَّكِرٌ স্মরণকারী, চিন্তাবিদ

ذَكَّي <ذكو জবাই করা

ذَلَّ [ض] <ذلل অপমানিত হওয়া

ذَلَّلَ، تَذْلِيلاً অধীন করা

أَذَلَّ অপমানিত করা

ذُلٌّ، ذِلَّةٌ অপমান, বিনয়

أَذِلَّةٌ অপমানিত, মানহীন

أَذَلُّ ج اذَلِّين হীনতম

ذَلُولٌ ج ذُلُلٌ অধীন, বশীভূত

ذِمَّةٌ جل ذِمَمٌ <ذمم দায়িত

مَذْمُومٌ নিন্দিত, অপ্রিয়

ذَنْبٌ ج ذُنُوبٌ <ذنب পাপ

ذَنُوبٌ পাপের শাস্তি, প্রাপ্য

ذُوْ، ذَا، ذِي، ذَوَا، ذَوَيْ، ذَوِيْ، ذَاتَ، ذَوَاتَ মালিক, অধিকারী, বিশিষ্ট, ওয়ালা

ذَادَ [ن] <ذود বিরত থাকা

ذَاقَ [ن] <ذوق স্বাদ চাখা

أَذَاقَ চাখানো, মজা দেখানো

ذَائِقٌ مث ذَائِقَةٌ স্বাদ গ্রহণকারী

ذَهَبَ [ف]، ذَهَابًا <ذهب যাওয়া, পালানো

ذَهَبَ بِ، أَذْهَبَ নিয়ে যাওয়া উধাও করা, দূর করা

ذَاهِبٌ গমনকারী, গমনশীল

ذَهَبٌ جل أَذْهَابٌ স্বর্ণ, সম্পদ

ذَهَلَ [ف] <ذهل ভুলে যাওয়া

أَذَاعَ <ذيع প্রচার করা

راء

رَأْسٌ ج رُءُوسٌ <رأس মাথা

رَأْفَةٌ <رأف কোমলহৃদয় হওয়া

رَؤُوْفٌ ص মেহেরবান, দয়ালু

رَأَى [ف] <رأي দেখা

أَرْأَى দেখানো, জানানো

تَرَاءَى সম্মুখিন হওয়া

رَاءَى، رِئَاءٌ লোক দেখানো

رَأْيٌ বাহ্যত দেখা, মত, রায়

رِءْيًا দেখতে, আকারে

الرُّءْيَا مص স্বপ্ন, খাব

رَبٌّ ج أَرْبَابٌ <ربب প্রভু

رِبِّيٌّ  আল্লাহ ওয়ালা, সাধক

رَبَّانِيٌّ সাধক, মহাজ্ঞানী

رَبَائِبُ و رَبِيْبَةٌ স্ত্রীর মেয়ে

رَبِحَ [س] <ربح লাভজনক হওয়া

تَرَبَّصَ، تَرَبُّصٌ <ربص প্রতিক্ষা করা, অপেক্ষা করা

مُتَرَبِّصٌ প্রতিক্ষমাণ, প্রত্যাশী

رَبَطَ [ض] <ربط বাঁধা

رَابَطَ অটল থাকা, দৃঢ় থাকা

رِبَاطٌ বেঁধে রাখা, আস্তাবল

أَرْبَعٌ، أَرْبَعَة <ربع চার

رَابِعٌ চতুর্থ, চতুর্থত

رُبَاعٌ চারগুণ, চার চার জন

الرُّبُعُ এক চতুর্থাংশ

أَرْبَعِينَ চল্লিশ

رَبَا [ن] <ربو বৃদ্ধি পাওয়া

رَبَّي বাড়িয়ে তোলা

أَرْبَى বাড়িয়ে দেওয়া

رَابِيًا مث رَابِيَةً বাড়ন্ত, প্রচণ্ড

أَرْبَى অধিক লাভজনক

الرِّبَوا বর্ধমান বস্তু, সুদ

رَبْوَةٌ جل رُبًى উচ্চভূমি, টিলা

رَتَعَ [ف] <رتع ঘুরে বেড়ানো

رَتْقًا <رتق বন্ধ, সংযুক্ত

رَتَّلَ، تَرْتِيلاً <رتل বিশুদ্ধভাবে পড়া

رَجَّ [س]، رَجًّا <رجج প্রকম্পিত হওয়া

رِجْزٌ، رُجْزٌ ص <رجز পাপ, অপবিত্র

رِجْسٌ جل أَرْجَاسٌ <رجس পাপ, অপবিত্র, নোংড়া

رَجَعَ [ض]، رَجْعٌ، الرُّجْعَى، مَرْجِعٌ <رجع ফিরে আসা

أَرْجَعَ ফিরিয়ে আনা

تَرَاجَعَ প্রত্যাহার করে নেওয়া

رَاجِعٌ প্রত্যাবর্তনশীল

مَرْجِعٌ প্রত্যাবর্তনস্থল

رَجَفَ [ن] <رجف কাঁপা

الرَّاجِفَةُ প্রকম্পণকারী

الرَّجْفَةُ প্রকম্পণ, ভূমিকম্প

مُرْجِفٌ রোমাঞ্চকর গুজব রটনাকারী, গুজব রটনাকারী

رَجُلٌ ج رِجَالٌ <رجل পুরুষ

رِجْلٌ ج أَرْجُلٌ পা, পদ, কদম

رَجِلٌ পদাতিক সৈন্য

رَجَمَ [ن]، رَجْمًا <رجم পাথর মারা

رَجْمًا بِالغَيب আন্দাজে ঢিল ছোড়া, অনুমানে কথা বলা

رُجُومٌ নিক্ষেপ করার পাথর

رَجِيمٌ، مَرْجُوم প্রস্তরাঘাত খাওয়া, বিতাড়িত, রজমকৃত

رَجَى [ن] <رجو আশা করা

أَرْجَى আশা দিয়ে রাখা

مَرْجُوًّا প্রত্যাশিত

مُرْجًى আশান্বিত, প্রতীক্ষিত

أَرْجَاءٌ و رَجًا কিনারা

رَحُبَ [ك] <رحب বিস্তৃত হওয়া, স্বাগতম জানানো

مَرْحَبًا প্রশস্ত স্থান, মহাস্থান

رَحِيقٌ ص <رحق বিশুদ্ধ পানীয়

رَحْلٌ ج رِحَالٌ <رحل রসদপত্র, বোঝা

رِحْلَة সফর করা, পর্যটন

رَحِمَ [س]، رَحْمَةً، رُحْمًا، مَرْحَمَةٌ <رحم রহম করা

أَرْحَمُ সর্বাধিক দয়ালু

أَرْحَمُ الراحِمين সর্বশ্রেষ্ঠ দয়ালু, দয়ালুদের দয়াল

الرَّاحِمُ দয়াকারী

رَحِيمٌ ج رُحَمَاءُ،رَحْمنٌ দয়ালু

أَرْحَامٌ و رِحْمٌ করুণার পাত্র, জরায়ু

رُخَاءٌ <رخو মৃদুভাব, আলতোভাব

رِدْءٌ جل أَرْدَاءُ <ردء সহকারী

رَدَّ [ن]، رَدٌّ، مَرَدٌّ <ردد ফিরত দেওয়া

تَرَدَّدَ ফিরতে থাকা

ارْتَدَّ ফিরা, মুরতাদ হওয়া

رَادٌّ ফিরতদাতা, রদকারী

مَرَدٌّ প্রতিহতকারী, পরিণাম

مَرْدُودٌ ফেরতযোগ্য

غَيْر مَرْدُودٍ অফেরতযোগ্য

رَدِفَ [س] <ردف সহগামী হওয়া

الرَّادِفَةُ অনুগামী, পরবর্তী

مُرْدِفٌ অনুগামী

رَدْمٌ جل رُدُوْمٌ <ردم অটল প্রাচীর

رَدِيَ [س]، تَرَدَّى <ردي পতন ঘটা

أَرْدَى ভূপাতিত করা

الْمُتَرَدِّيَةُ পতনে মরা পশু

أَرْذَلُ ج أَرْذَلُونَ، أَرَاذِلُ <رذل সর্বাধিক হীন, অথর্ব

أَرْذَل العُمر অকর্মণ্য বয়স

رَزَقَ [ن] <رزق রিযিক দেওয়া

رِزْقٌ جل أَرْزَاقٌ রিযিক

الرَّازِقُ রিযিকদাতা

خَيْر الرَّازِقِينَ সর্বোত্তম রিযিকদাতা

الرَّزَّاقُ সর্বাধিক রিযিকদাতা

رَاسِخٌ <رسخ সুদক্ষ, পণ্ডিত

الرَّسُّ <رسس উপত্যকার নাম

أصْحَاب الرَّسِّ রস অধিবাসী

أَرْسَلَ <رسل প্রেরণ করা

رَسُولٌ ج رُسُلٌ রসূল, দূত

رِسَالَة নবুওয়াত, পয়গাম

مُرْسَلٌ ج مث مُرْسَلاَتِ প্রেরিত

مُرْسِلٌ مث مُرْسِلَةٌ প্রেরক

أَرْسَى <رسو স্থির করা

مُرْسَا স্থিরতা, স্থিতি, স্থাপন

رَوَاسِيَ، رَاسِيَاتٍ و رَاسِيَةٌ স্থিরকারী পাহাড় পর্বত

رَشَدَ [ن] <رشد হিদায়াত পাওয়া

رُشْدٌ، رَشَادٌ مص হিদায়াত

رَاشِدٌ হিদায়াত লাভকারী

رَشِيدٌ হিদায়াতপ্রাপ্ত, নীতিবান

مُرْشِد পথপ্রদর্শক, দিশারী

رَصَدٌ جل أَرْصَادٌ <رصد সীমান্তপ্রহরী, উল্কাপিণ্ড

إِرْصَادًا، مَرْصَدٍ، مِرْصَادًا পুলসিরাত, দোযখের সীমান্ত

مَرْصُوصٌ <رصص সীসা ঢালাই

أَرْضَعَت <رضع স্তন্যপান করানো

اسْتَرْضَغَ ধাত্রী নিযুক্ত করা

الرَّضَاعَةَ স্তন্যদান করা

مُرْضِعَة ধাত্রী, মা, মাতা

الْمَرَاضِع স্তন্য, ধাত্রী

رَضِيَ [س]، رِضْوَان <رضي রাজি হওয়া

أَرْضَى স্বীকৃতি দেওয়া

تَرَاضَى، تَرَاضٍ আপোশ করা, অনুমোদন করা

ارْتَضَى রাজি হওয়া

رَاضِيَةٌ সন্তুষ্টচিত্ত, আত্মতুষ্ট

رَضِيًّا، مَرْضِيًّا، مَرْضِيَّةً সন্তোষভাজন, পছন্দনীয়

رِضْوَانٌ، مَرْضَاتَ সন্তুষ্টি

رَطْبٌ جل رِطَابٌ <رطب তরতাজা, রসাল

رُطَبٌ جل أَرْطَابٌ রসাল খেজুর

رُعْبٌ مص<رعب ভয়, প্রতাপ

رَعْدٌ جل رُعُوْدٌ <رعد বজ্র

رَعَى [ف]، رِعَايَة <رعي লক্ষ্য রাখা

 رَاعٍ ج رَاعُونَ، رِعَاءٌরক্ষক

الْمَرْعَى চারণভূমি, তৃণাদি

رَغَبَ [ف]، رَغَبًا <رغب আগ্রহ করা

يَرْغَبُ عن অনাগ্রহী হওয়া

رَاغِبٌ আগ্রহী, আশাবাদী

رَاغِبٌ عن অনাগ্রহী, বিতৃষ্ণ

رَغَدًا ص <رغد পর্যাপ্ত

مُرَاغَمٌ <رغم আশ্রয়স্থল

رُفَاتٌ <رفت চূর্ণ-বিচূর্ণ

رَفَثٌ مص <رفث স্ত্রীসম্ভোগ

رِفْدٌ جل رُفُوْدٌ <رفد উপঢৌকন, পুরস্কার

مَرْفُودٌ উপহারযোগ্য

رَفْرَفٌ جل رَفَارِفُ <رفرف গদির মসনদ

رَفَعَ <رفع উন্নিত করা

رَافِعٌ مث رَافِعَةٌ উচ্চকারী

رَفِيعٌ  সমুন্নতকারী

مَرْفُوعٌ مث مَرْفُوعَةٌ সুউচ্চ

رَفِيقٌ جل رُفَقَاءُ <رفق বন্ধু

مِرْفَقٌ ج مَرَافِقُ কনুই

مُرْتَفَقٌ সাহায্যের স্থান

رَقَبَ [ن]، تَرَقَّبَ، ارْتَقَبَ<رقب অপেক্ষা করা, দৃষ্টিনিবদ্ধ করা

رَقِيبٌ جل رُقَبَاءُ অপেক্ষমাণ

مُرْتَقِبٌ অপেক্ষমাণ

رَقَبَة ج رِقَابٌ ঘাড়, দাসদাসী

رُقُودٌ و رَاقِدٌ <رقد ঘুমন্ত

مَرْقَدٌ নিদ্রালয়, শয়নকক্ষ

رَقٌّ جل رُقُوْقٌ <رقق কাগজ

رَقٍّ منشور প্রসারিত চর্মপত্র

الرَّقِيمِ <رقم লিখিত ফলক

مَرْقُومٌ লিখিত প্রস্তর

رَقِيَ [س]، رُقِيٌّ، إرْتَقَى <رقي আরোহণ করা

رَاقٍ ঝাড়ফুঁককারী, ডাক্তার

التَّرَاقِيُ و تَرْقُوَةٌ কণ্ঠনালী

رَكِبَ [س] <ركب আরোহণ করা

رَكَّبَ গঠন করা, বিন্যস্ত করা

مُتَرَاكِبٌ সংযুক্ত, মিলিত

رَكْبٌ جل رُكُوْبٌ؛ رُكْبَانٌ و رَاكِبٌ আরোহী

رِكَابٌ، رَكُوبٌ বাহন

رَوَاكِد و ُ رَاكِدٌ <ركد স্থির

رِكْزٌ <ركز মৃদুস্বর, সাড়াশব্দ

أَرْكَسَ <ركس নিপতিত করা

رَكَضَ <ركض লাথি মারা

رَكَعَ [ف] <ركع মাথা ঝোকানো

رَاكِعٌ ج رُكَّعٌ রুকুকারী

رَكَمَ [ن] <ركم পুঞ্জীভূত করা

رُكَامٌ، مَرْكُومٌ পুঞ্জীভূত

رَكَنَ [ف] <ركن ঝোঁকা

رُكْنٌ جل أَرْكَانٌ খুঁটি, প্রতাপ

رِمَاحٌ و رُمْحٌ <رمح বল্লম

رَمَادٌ جل أَرْمِدَةٌ <رمد ছাই

رَمْزٌ جل رُمُوْزٌ <رمز ইশারা

رَمَضَانَ <رمض রমযান

رَمِيمٌ ص <رمم ঝুরঝুরে অস্থি

رُمَّانٌ اج <رمن আনার

رَمَى [ض] <رمي নিক্ষেপ করা

أَرَاحَ <روح বিকেলে ফিরিয়ে আনা

رَوَاحٌ বিকেল ভ্রমণ

رَوْحٌ সুখ, রহমত, অনুগ্রহ

رَيْحَانٌ جل رَيَاحِيْنُ রাইহান ফুল, রিযিক

رُوحٌ جل أَرْوَاحٌ রূহ, ওহী

رُوحُ القدس জিবরাইল ‘আলাইহিস সালাম

رِيحٌ ج الرِّيَاحُ বাতাস, বায়ু

أَرَادَ <رود ইচ্ছা করা

رَاوَدَ ফুসলানো

رُوَيْدًا ইচ্ছামত চলতে দাও

رَوْضَة ج رَوْضَاتٌ <روض বাগান

رَوْعٌ مص <روع ভয়, শঙ্কা

رَاغَ [ن] <روغ গোপনে প্রবেশ করা

الرُّومُ <روم ইটালির রাজধানী

رَهَبَ [ف] <رهب ভয় করা

 أَرْهَبَ، اسْتَرْهَبَ ত্রাস সৃষ্টি করা, ভীত বানানো

رَهْبٌ، رَهْبَةٌ، رَهَبٌ مص আশঙ্কা

رُهْبَانٌ و رَاهِبٌ পাদ্রী, বৈরাগী

رَهْبَانِيَّةٌ বৈরাগ্য, সর্বত্যাগ

رَهْطٌ جل أَرْهَاطٌ <رهط দল

رَهَقَ [ف] <رهق আচ্ছন্ন করা

أَرْهَقَ বিপদে ফেলা

رَهَقًا বিপদাচ্ছন্ন হওয়া

رَهِينٌ، رَهِينَةٌ <رهن বন্ধক

رِهَانٌ و رِهْنٌ বন্ধক রাখা

رَهْوٌ مص <رهو তরঙ্গহীন

ارْتَابَ <ريب সন্দেহ করা

رَيْبٌ، رِيبَةً সন্দেহ, ধাঁধা

مُرِيبٌ সন্দিহানকারী

مُرْتَابٌ সন্দেহকারী, সংশয়ী

رِيشٌ جل رِيَاشٌ <ريش সৌন্দর্যের পোশাক

رِيعٌ و رِيْعَةٌ <ريع টিলা

رَانَ [ض] <رين মরিচা ধরানো

زاء

زَبَدٌ جل أَزْبَادٌ <زبد ফেনা

زَبُورٌ ج زُبُر ٌ<زبر গ্রন্থ

زُبُرٌ و زُبْرَةٌ টুকরা টুকরা

زُبَرٌ و زُبْرَةٌ লোহার পাত

الزَّبَانِيَةَ <زبن দোযখের ফেরেশতা

زُجَاجَةٌ جل زُجَاجٌ <زجج কাঁচ, শিশা

ازْدَجَرَ <زجر ধমক দেওয়া

مُزْدَجَرٌ ধমক, তিরস্কার

زَجْرٌ، زَجْرَةٌ এক ধমক

الزَّاجِرَاتِ সতর্ককারী

أَزْجَى <زجو চালিত করা

مُزْجَاةٌ অল্প, সামান্য, নগণ্য

زَحْزَحَ <زحزح অপসারণ করা

مُزَحْزِحٌ অপসারণকারী

زَحْفٌ جل زُحُوْفٌ <زحف যুদ্ধ, রণাঙ্গন

زُخْرُفٌ جل زَخَارِفُ <زخرف সজ্জিত, অলঙ্কৃত

زَرَابِيُّ و زرْبِيَّةٌ <زرب গালিচা

زَرَعَ [ف] <زرع চাষ করা

زَارِعٌ، الزُّرَّاع চাষী, কিষাণ

زَرْعٌ ج زُرُوعٌ চাষাবাদ, শস্য

زُرْقٌ جل أَزْرَقٌ <زرق দৃষ্টিহীন, অন্ধাবস্থা

ازْدَرَى <زري ঘৃণা করা

زَعَمَ [ن]، زَعْمٌ <زعم ধারণা করা

زَعِيمٌ جل زُعَمَاءُ দায়িত্বশীল

زَفِيرٌ مص <زفر আর্তনাদ

زَفَّ [ض] <زفف দৌড়ানো

زَقُّومٌ <زقم দোযখের বৃক্ষ

زَكَرِيَّا <زكر যাকারিয়া ‘আলাইহিস সালাম

زَكَى [ن]، زَكَاةً، تَزَكَّى، ازَّكَّى <زكي পবিত্র হওয়া, যাকাত দেওয়া

زَكَّى পবিত্র করা

أَزْكَى বিশুদ্ধতর, অতিপূত

زَكِيٌّ مث زَكِيَّةً পবিত্র, নিষ্পাপ

الزَّكَاة جل زَكَوَاتٌ পবিত্রতা, যাকাত

زَلْزَلَ، زِلْزَالٌ، زَلْزَلَة <زلزل প্রকম্পিত হওয়া

أَزْلَفَ <زلف নিকটবর্তী করা

زُلْفَةً ج زُلَفٌ প্রথমাংশ

زُلْفَى নৈকট্য, পদমর্যাদা

أَزْلَقَ <زلق পিছলে ফেলে দেওয়া

زَلَقٌ مص পিচ্ছিলভূমি

زَلَّ [ض] <زلل পিছলে পড়া

أَزَلَّ পদস্খলিত করা

اسْتَزَلَّ পদস্খলন কামনা করা

أَزْلاَمٌ و زَلَمٌ <زلم তীর

زُمَرٌ و زُمْرَةٌ <زمر দল

مُزَّمِّلٌ <زمل চাদর মুড়িয়ে শয়নকারী

زَمْهَرِيرٌ <زمهر শৈত্যপ্রবাহ

زَنجَبِيلٌ <زنجبل আদার শুঁঠ

زَنِيمٌ <زنم জারজ সন্তান

زَنَى [ض]، الزِّنَى <زني ব্যভিচার করা

الزَّانِي مث الزَّانِيَةُ ব্যভিচারী

زَوَّجَ <زوج বিবাহ করানো

زَوْجٌ ج أَزْوَاجٌ জোড়া, দম্পতি

تَزَوَّدَ <زود পাথেয় নেওয়া

زَادٌ جل أَزْوَادٌ، أَزْوِدَةٌ পাথেয়

زَارَ [ن] <زور সাক্ষাৎ করা

تَزَاوَرُ পাশ কেটে যাওয়া

زُورٌ ص মিথ্যা কথা, অসত্য

زَالَ [ن]، زَوَالٌ <زول স্থানচ্যুত হওয়া

زَاهِدٌ <زهد অনাগ্রহী

زَهْرَةٌ جل زَهْرٌ <زهر ফুলের বাহার, সুষমা

زَهَقَ [ف]، زَهُوقًا <زهق ধ্বংস হওয়া

زَاهِقٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ

زَيْتٌ <زيت যাইতুনের তেল

زَيْتُونَة، الزَّيْتُونَ যাইতুন

زَادَ [ض]، زِيَادَةٌ، ازْدَادَ <زيد বাড়া, বৃদ্ধি করা, বাড়ানো

مَزِيدٌ অতিরিক্ত

زَيْدٌ যাইদ রা.

زَاغَ [ض]، زَيْغٌ <زيغ বক্র হওয়া

أَزَاغَ  বক্র করা

زَيْغٌ مص বক্রতা, জটিলতা

زَالَ [س] <زيل দূর হওয়া

تَزَيَّلَ পৃথক করা

زَيَّلَ পৃথক থাকা, দূরে থাকা

زَيَّنَ <زين সাজানো

ازَّيَّنَ সজ্জিত হওয়া

زِينَةٌ সৌন্দর্য, প্রসাধনী

سين

سَ অচিরেই, অতিসত্বর

سَأَلَ [ف]، سُؤَالٌ <سأل জিজ্ঞাসা করা

سُؤْلٌ দাবি, যাচনা, চাহিদা

سَائِلٌ যাচনাকারী, জিজ্ঞাসু

مَسْئُولٌ প্রার্থিত, জিজ্ঞাসিত

سَئَمَ [ف] <سأم অতিষ্ঠ হওয়া

سَبَأٌ <سبأ ইয়ামনের সাবা সম্প্রদায়

سَبَّ [ن] <سبب গালি দেওয়া

سَبَبٌ ج أَسْبَابٌ উপায়, মাধ্যম

سَبَتَ [ض]، سُبَاتًا <سبت বিশ্রাম করা

سَبْتٌ جل سُبُوْتٌ শনিবার

سَبَحَ [ف]، سَبْحًا <سبح কর্মব্যস্ত হওয়া

سَبَّحَ، تَسْبِيحٌ তাসবীহ জপা

السَّابِحَاتِ দ্রুতচলমান

سُبْحَان মহিমাময়

الْمُسَبِّحُ তাসবীহ পাঠকারী

أَسْبَاطٌ و سِبْطٌ <سبط নাতি, নাতনী, গোত্র

سَبْعٌ مث سَبْعَةٌ <سبع সাত

سَبْعُونَ সত্তর, সপ্ততি

سَبُعٌ جل سِبَاعٌ হিংস্র প্রাণী

أَسْبَغَ <سبغ পূর্ণ করে দেওয়া

سَابِغَاتٍ و سَابِغَةٌ প্রশস্ত লৌহবর্ম

سَبَقَ، سَبْقًا <سبق অগ্রগামী হওয়া

سَابَقَ، اسْتَبَقَ দৌড়ে চলা

سَابِقٌ ج مث سَابِقَاتِ অগ্রগামী

مَسْبُوقٌ পশ্চাদ্বর্তী, পরাজিত

سَبِيلٌ ج سُبُلٌ <سبل পথ

سِتَّةِ <ستت ছয়, ষড়, ষষ্ঠ

سِتِّينَ ষাট, ষষ্টি

اسْتَتَرَ<ستر আবৃত করা

سِتْرٌ جل أَسْتَارٌ আবরণ, পর্দা

مَسْتُورًا আবৃত, গুপ্ত

سَجَدَ [ن]، السُّجُودِ <سجد সেজদা করা

سَاجِدٌ ج سُجَّدٌ، سُجُودٌ সেজদাকারী, নামাযী

مَسْجِدٌ ج مَسَاجِدُ মসজিদ

أَسْجَرَ، سَجَّرَ <سجر অগ্নিপূর্ণ করা

مَسْجُورٌ অগ্নিময়, প্রজ্বলিত

السِّجِلُّ <سجل পুস্তিকা, নথি

سِجِّيلٌ নাম লিখা পাথর

سَجَنَ [ن] <سجن বন্দী রাখা

مَسْجُونٌ বন্দী, আবদ্ধ

سِجْنٌ جل سُجُوْنٌ কারাগার

سِجِّينٌ পাপাত্মার বন্দীশালা

سَجَى [ن] <سجو অন্ধকার হওয়া

سَحَبَ [ف] <سحب টেনে আনা, হেঁছড়ানো

سَحَابٌ و سَحَابَةٌ টেনে আনা মেঘ, মেঘ

أَسْحَتَ <سحت ধ্বংস করা

سُحْتٌ جل أَسْحَاتٌ ধ্বংসাত্মক

سَحَرَ [ف] <سحر জাদু করা

سِحْرٌ جل أَسْحَارٌ، سُحُوْرٌ জাদু

سَاحِرٌ ج سَحَرَةٌ  জাদুকর

سَحَّارٌ বিজ্ঞজাদুকর

مَسْحُورٌ، الْمُسَحَّرُ জাদুগ্রস্ত

سَحَرٌ ج أَسْحَارٌ শেষরাত্র

سُحْقًا <سحق দূর হোক

سَحِيقٌ দূরবর্তী, বহুদূর

إسْحَاق ইসহাক ‘আলাইহিস সালাম

سَاحِلٌ جل سَوَاحِلُ <سحل কিনারা, সৈকত

سَخِرَ [س] <سخر ঠাট্টা করা

سَخَّرَ অনুগত বানানো

اسْتَسْخَرَ ঠাট্টা করতে চাওয়া

سَاخِرٌ উপহাসকারী

سُخْرِيًّا، سِخْرِيًّا ঠাট্টার পাত্র

مُسَخَّرٌ অনুগত

سَخِطَ [س] <سخط রাগা

أَسْخَطَ বিরক্ত করা, রাগানো

سَخَطٌ অসন্তুষ্টি, বিরক্তি, রাগ

سَدًّا <سدد আড়াল, সরল প্রাচীর

سَدِيدًا সঠিক, সরল, সোজা

سِدْرٌ جل سُدُوْرٌ مث سِدْرَةٌ <سدر বরই, কুল

سِدْرَةِ المنتهي সপ্তমাকাশের সর্বশেষ বরই বৃক্ষের সীমানা

السُّدُسُ <سدس এক ষষ্ঠাংশ

سَادِسٌ ষষ্ঠ, ষষ্ঠজন

سُدًى <سدو স্বাধীন, কর্মহীন

سَرَبٌ جل أَسْرَابٌ <سرب সুড়ঙ্গ, দৃষ্টিবিভ্রাট

سَرَابٌ মরীচিকা, দৃষ্টিবিভ্রম

سَارِبٌ বিচরণশীল, চলমান

سَرَابِيلُ و سِرْبَالٌ <سربل পোশাক পরিচ্ছদ

سِرَاجٌ جل سُرُجٌ <سرج বাতি, জ্যোতিষ্ক, সূর্য

سَرَحَ [ف] <سرح সকালে চরাতে যাওয়া

سَرَّحَ، تَسْرِيحٌ، سَرَاحًا বিচ্ছেদ করা, বিদায় করা

السَّرْدُ اج <سرد লৌহবর্ম

سُرَادِقُ جل سُرَادِقَاتٌ <سردق চাঁদোয়া, পর্দা

سَرَّ [ن]، سُرُورًا <سرر মনোরঞ্জন করা

أَسَرّ، إِسْرَارًا গোপন করা

سِرٌّ جل أَسْرَارٌ রহস্য, নির্জনে

مَسْرُورٌ সহাস্য, সানন্দে

سَرَائِرُ و سَرِيْرَةٌ রহস্য, গূঢ়

السَّرَّاءُ সচ্ছলতা

سُرُرٌ و سَرِيْرٌ সিংহাসন, খাট

سَارَعَ <سرع দ্রুত করা

سَرِيعٌ ج سِرَاعٌ জলদি

أَسْرَعُ দ্রুততম

أَسْرَفَ، إِسْرَافًا <سرف অপব্যয় করা

مُسْرِفٌ অমিতব্যয়ী

سَرَقَ [ض] <سرق চুরি করা

اسْتَرَقَ আড়ি পেতে শোনা

السَّارِقُ مث السَّارِقَةُ চোর

سَرْمَدًا <سرمد স্থায়ী, চিরস্থায়ী

سَرَى [ض] <سري গত হওয়া

أَسْرَى রাতে ভ্রমণ করা

سَرِيٌّ جل أَسْرِيَةٌ ঝরণা

سَطَحَ [ف] <سطح বিছানো

سَطَرَ [ن] <سطر লেখা

مَسْطُورٌ، مُسْتَطَرٌ লিপিবদ্ধ

أَسَاطِيرُ و أُسْطُوْرَةٌ কল্পকাহিনী, উপলেখ্য

مُصَيْطِرٍ، مُسَيْطِرٍ প্রহরী

مُسْتَطِيرًا ডানা ঝাপটানি

سَطَا [ن] <سطو আক্রমণ করা

سَعِدَ [س] <سعد ভাগ্যবান করা

سَعِيدٌ جل سُعَدَاءُ ভাগ্যবান

سَعَّرَ<سعر প্রজ্বলিত করা

سَعِيرٌ জ্বলন্ত অগ্নিকুণ্ড

سُعُرٌ মাথার গরমি, বাতুলতা

سَعَى [ف]، سَعْيًا <سعي চেষ্টা করা

مَسْغَبَةٍ <سغب ক্ষুধা

ذِيْ مَسْغَبَةٍ ক্ষুধার্ত, ক্ষুধাতুর

مَسْفُوحٌ <سفح প্রবাহিত

مُسَافِحٌ مث مُسَافِحَةٌ ব্যভিচারী

أَسْفَرَ <سفر আলোকময় হওয়া

مُسْفِرَةٌ আলোকোজ্জ্বল

سَفَرَة و سَافِرٌ লেখক

سَفَرٌ ج أَسْفَارٌ সফর, ভ্রমণ

أَسْفَارٌ و سِفْرٌ কিতাবাদি

سَفَعَ [ف] <سفع হেঁছড়ে নেওয়া

سَفَكَ [ض] <سفك রক্তপাত করা

سَافِلٌ جل سَوَافِلُ <سفل নিম্নমুখী, তলদেশ

أَسْفَلُ ج الأَسْفَلِينَ مث السُّفْلَى নিম্নতম, অতিহীন

سَفِينَةٌ جل سُفُنٌ <سفن নৌকা, নৌযান

سَفِهَ [س]، سَفَهًا، سَفَاهَة <سفه বোকামি করা

سَفِيهٌ ج سُفَهَاءُ বোকা

سَقَرٌ <سقر অগ্নিময় দোযখ

سَقَطَ [ن] <سقط পতিত হওয়া

أَسْقَطَ، سَاقَطَ নামিয়ে আনা

سَاقِطٌ পতনশীল, পতনোন্মুখ

سَقْفٌ ج سُقُفٌ <سقف ছাদ

سَقِيمٌ جل سُقَمَاءُ <سقم অসুস্থ

سَقَى [ض]، أَسْقَي <سقي পান করানো

اسْتَسْقَى পানি চাওয়া

سِقَايَة، سُقْيَا পান করানো

مَسْكُوبٌ <سكب প্রবাহিত

سَكَتَ [ن] <سكت নিশ্চুপ হওয়া

سَكَّرَ<سكر নেশাগ্রস্ত করা

سَكَرًا মাদকদ্রব্য, মদিরা

سَكْرَة جل سَكَرَاتٌ নেশাঘোর

سُكَارَى و سُكْرَانٌ নেশাগ্রস্ত

سَكَنَ [ن] <سكن বাস করা, প্রশান্ত হওয়া

أَسْكَنَ বাসস্থান দেওয়া

سَكَنٌ، سَكِينَةٌ প্রশান্তি, বিশ্রাম

مَسْكَنٌ ج مَسَاكِنُ বাসস্থান

مَسْكُونَة বসতিপূর্ণ, অধ্যুষিত

غَير مَسْكُونَةٍ বিরাণগৃহ

الْمَسْكَنَةُ নিঃস্বতা, দৈন্য

مِسْكِينٌ ج مَسَاكِينُ নিঃস্ব

سِكِّينٌ جل سَكَاكِيْنُ ছুরি, চাকু

سَلَبَ [ن] <سلب ছিনিয়ে নেওয়া

أَسْلِحَةٌ و سِلَاحٌ <سلح অস্ত্রশস্ত্র, সাঁজোয়া

سَلَخَ [ف] <سلخ টেনে বের করা

انسَلَخَ বের হয়ে যাওয়া

سَلْسَبِيلٌ <سلسبل স্বর্গপ্রপাত

سِلْسِلَةٌ ج سَلاَسِلُ <سلسل শিকল

سَلَّطَ <سلط চাপিয়ে দেওয়া

سُلْطَانٌ جل سَلَاطِيْنُ প্রতাপ

سُلْطَانِيَهْ আমার সেই প্রতাপ

سَلَفَ [ن]، سَلَفًا <سلف অতীত হওয়া

أَسْلَفَ অতীতে করা

سَلَقَ [ن] <سلق কটাক্ষ করা

سَلَكَ [ن] <سلك চলা, চালানো

تَسَلَّلَ <سلل সরে পড়া

سُلاَلَةٍ নির্যাস, মূলপ্রদার্থ

سَلَّمَ، سَلاَمًا، تَسْلِيمًا <سلم সালাম করা

أَسْلَمَ، الإِسْلاَمُ আত্মসমর্পণ করা, আনুগত্য করা

السِّلْمُ শান্তি, ইসলাম ধর্ম

الإِسْلاَمُ ইসলাম ধর্ম

السَّلَمُ مص শান্তিচুক্তি, পূর্ণাংশ

سَالِمٌ নিরাপদ, সুস্থ, সুস্থির

سَلاَمٌ সালাম, শান্তি

سَلِيمٌ جل سُلَمَاءُ সুস্থ, নিষ্কলুষ

مُسْلِمٌ مث مُسْلِمَةٌ মুসলিম

مُسَلَّمَةٌ ত্রুটিমুক্ত, অর্পণীয়

مُسْتَسْلِمٌ আত্মসমর্পণকারী

سُلَّمٌ جل سَلَالِمُ সিঁড়ি, সোপান

سُلَيْمان সুলাইমান ‘আলাইহিস সালাম

السَّلْوَى <سلو স্বর্গীয় পাখির ভুনা

سَامِدٌ <سمد উদাসীন

سَامِرٌ <سمر চাঁদনী রাতের গল্পকার

السَّامِرِيُّ ইহুদী এক স্বর্ণকার

سَمِعَ [س]، سَمْعًا <سمع শোনা

أَسْمَعَ শোনানো

اسْتَمَعَ، اسَّمَّعَ কানপাতা

سَمْعٌ جل أَسْمَاعٌ শোনা, শ্রবণশক্তি

سَمِيعٌ ص সর্বশ্রোতা

سَمَّاعٌ، مُسْتَمِعٌ শ্রোতা

مُسْمَعٌ শোনার মতো

مُسْمِعٌ উৎকর্ণকারী

أَسْمِعْ بِـ কতইনা উত্তম শ্রোতা

سَمْكٌ <سمك উচ্চতা, গগনপট

سَمٌّ جل سِمَامٌ <سمم ছিদ্র

سَمُومٌ جل سَمَائِمُ অগ্নিস্ফুলিঙ্গ

أَسْمَنَ <سمن মোটা করা

سَمِينٌ ج سِمَانٍ মোটা

سَمَّي، تَسْمِيَةٌ <سمو নাম রাখা

مُسَمًّى নামধারী, নির্ধারিত

سَمِيًّا সমনামক, সমতুল্য

اسْمٌ ج أَسْمَاءٌ নাম, আখ্যা

سَمَاءٌ ج السَّمَاوَاتِ আকাশ

  سُنبُلٌ ج سَنَابِلُ مث <سنبل

سُنبُلَة ج سُنبُلاَتٍ শস্যের শীষ

مُسَنَّدَةٌ <سند দেয়ালে ঠেস লাগানো

سُندُسٌ اج <سندس মিহি রেশমী বস্ত্র

تَسْنِيمٌ <سنم স্বর্গীয় জলপ্রপাত

سِنٌّ جل أَسْنَانُ <سنن দাঁত

سُنَّةٌ ج سُنَنٌ সুন্নাত, তরীকা

مَسْنُونٌ পঁচা কাদা মাটি

تَسَنَّهَ <سنه পঁচে যাওয়া

سَنَا <سنو/ سني ঝলকানি

سَنَة ج سِنِينَ বছর, বর্ষ

سَاءَ [ن]، السَوْءُ <سوء মন্দ হওয়া

أَسَاءَ মন্দ করা, অন্যায় করা

سُوءُ جل أَسْوَاءُ মন্দ, হত্যা

سُوأَى জঘন্য, দোযখ

السَّيِّئُ  مث السَّيِّئَة ج سَيِّئَاتٌ পাপ

سَوْئَةٌ ج سَوْءَاتُ লাশ, যৌনাঙ্গ

أَسْوَأُ مث سُوأَى অতিমন্দ

الْمُسِيْئُ অন্যায়কারী

سَاحَةٌ جل سَاحَاتٌ <سوح আঙ্গিনা, প্রাঙ্গন

اسْوَدَّ <سود মলিন হওয়া

أَسْوَدُ ج سُودٌ কালো বর্ণ

مُسْوَدٌّ مث مُسْوَدَّةٌ মলিন, বিষন্ন

سَيِّدٌ ج سَادَةٌ সর্দার, স্বামী

تَسَوَّرَ <سور প্রাচীর ডিঙিয়ে ঢোকা

سُوْرٌ جل سِيْرَانٌ প্রাচীর, সীমান্ত প্রাচীর

أَسْوِرَةٌ ج أَسَاوِرُ চুড়ি, কাঁকন

سُوْرَةٌ ج سُوَرٌ সুরা

سَوْطٌ جل أَسْوَاطٌ <سوط চাবুক, বেত, কশাঘাত

سَاعَةٌ جل سَاعَاتٌ <سوع সময়, ঘণ্টা, কিয়ামত

سُوَاعًا দেবীর নাম

أَسَاغَ <سوغ গিলে ফেলা

سَائِغٌ সুপেয়, তৃষ্ণানিবারক

سَوْفَ <سوف অচিরেই

سَاقَ [ن] <سوق হাঁকানো, চালানো

سَائِقٌ চালক, তাড়নাকারী

الْمَسَاقُ চালনার গন্তব্য

السَّاقُ ج السُّوقُ চলৎশক্তি, পায়ের নলা, কাণ্ড

أَسْوَاقٌ و سُوْقٌ বাজার

سَوَّلَ <سول অতিরঞ্জিত করা

سَامَ [ن] <سوم শাস্তি দেওয়া

أَسَامَ চরানো

مُسَوِّمٌ নিশানাকারী

مُسَوَّمَةً নিশানাযুক্ত

سِيْمَا নিশানা, নিদর্শন

سَوَّى، سَاوَى <سوي সমান করা

اسْتَوَى উপরে উঠা

اسْتَوَى على العرش আরশের উপর উঠা।

سُوَى সমতল, সমভূমি

سَوَاءٌ جل أَسْوَاءُ সমান

سَوِيٌّ ص সুঠামদেহী, সরলপথ

السَّاهِرَة <سهر সমতল ময়দান

سُهُولٌ و سَهْلٌ <سهل নরম সমভূমি

سَاهَمَ <سهم লটারি করা

سَاهٍ <سهو উদাসীন, ভুলো

سَائِبَةٌ <سيب দেবীর নামে ছাড়া পশু

سَاحَ [ض] <سيح সফর করা

سَائِحٌ রোজাদার মুসাফির

سَارَ [ض]، سَيْرًا <سير সফর করা

سَيَّرَ গতিশীল করা

سِيرَةٌ جل سِيَرٌ জীবন চরিত

سَيَّارَةٌ جل سَيَّارَاتٌ কাফেলা

سَالَ [ض] <سيل প্রবাহিত হওয়া

أَسَالَ প্রবাহিত করা

سَيْلٌ جل سُيُوْلٌ প্রবাহ, ¯্রােত

سَيْنَاء، سِيْنِيْنَ <سين তুর পর্বতের সিনাই উপত্যকা

شين

مَشْئَمَةٌ <شأم অশুভ, বামদিক

أصحاب الْمَشْئَمَةِ বামপন্থী

شَأْنٌ جل شُئُوْنٌ <شأن অবস্থা

شَبَّهَ <شبه সমরূপ করা

تَشَابَهَ সাদৃশ্যপূর্ণ হওয়া

مُشْتَبِهًا، مُتَشَابِهٌ، مُتَشَابِهَةٌ সাদৃশ্যপূর্ণ, দ্ব্যর্থক, অনুরূপ

أَشْتَاتٌ و شَتٌّ <شتت বিচ্ছিন্নভাবে

شَتَّى جل شَتِيْتٌ বিভিন্ন

شِتَاءٌ جل أَشْتِيَاءُ <شتو শীতকাল, শীতকালীন

شَجَرَ [ن] <شجر ঝগড়া করা

شَجَرٌ جل أَشْجَارٌ مث شَجَرَةٌ جل شَجَرَاتٌ গাছ, বৃক্ষ

شُحٌّ <شحح কৃপণতা, লোভ

أَشِحَّةٌ و شَحِيْحٌ কৃপণ

شُحُومٌ و شَحْمٌ <شحم চর্বি

مَشْحُونٌ <شحن পরিপূর্ণ

شَخَصَ [ف] <شخص অপলক দৃষ্টিতে তাকানো

شَاخِصَةٌ পলকহীন দৃষ্টিমান

شَدَّ [ن] <شدد বাঁধা, কঠোরতা করা

اشْتَدَّ প্রবল হওয়া

شَدِيدٌ ج شِدَادٌ، أَشِدَّاءُ প্রবল

أَشَدُّ কঠোরতর

أَشُدٌّ পূর্ণযৌবন

شَرِبَ [س]، شُرْبٌ <شرب পান করা

أَشْرَبَ পান করানো

شِرْبٌ جل أَشْرَابٌ পান করার পালা

شَارِبٌ পানকারী

شَرَابٌ جل أَشْرِبَةٌ পানীয়, শরবত

مَشْرَبٌ ج مَشَارِبُ ঘাট

شَرَحَ [ف] <شرح খোলা, প্রশস্ত করা

شَرَّدَ <شرد ধাওয়া করা

شِرْذِمَةٌ جل شَرَاذِمُ <شرذم ক্ষুদ্র দল, বাহিনী

شَرٌّ جل شُرُوْرٌ <شرر অধিক মন্দ, নিকৃষ্ট

أَشْرَارٌ و شَرِيْرٌ মন্দ, নিকৃষ্ট

شَرَرٌ و شَرَرَةٌ অগ্নিশিখা

أَشْرَاطٌ و شَرَطٌ <شرط কিয়ামতের আলামত

شَرَعَ [ف] <شرع আইন প্রণয়ন করা

شُرَّعٌ و شَارِعٌ ভাসমান অবস্থা

شِرْعَةٌ جل شِرْعَاتٌ، شَرِيعَةٌ جل شَرَائِعُ পথ, শরীয়ত

أَشْرَقَ <شرق আলোকিত হওয়া

شَرْقِيٌّ، شَرْقِيَّةٌ পূর্বদিকস্থ

الإِشْرَاقُ সকাল

مُشْرِقٌ প্রভাত যাপনাবস্থা

الْمَشْرِقُ উদয়াচল

الْمَشْرِقَيْنِ শীত গ্রীষ্মের উদয়াচল

الْمَشَارِقِ প্রত্যাহিক উদয়াচল

أَشْرَكَ <شرك শরীক করা

شَارَكَ ভাগী হওয়া

الشِّرْكُ مص শিরক, বহুত্ববাদ

شَرِيكٌ ج شُرَكَاءُ অংশীদার

مُشْرِكٌ مث مُشْرِكَةٌ মুশরিক

مُشْتَرِكٌ অংশীদার

شَرَى [ض]، اشْتَرَى <شري কেনা, বেচা, বিনিময় করা

شَطْئٌ جل أَشْطَاءُ <شطأ চারা, অঙ্কুর

شَاطِئٌ جل شَوَاطِئُ প্রান্ত

شَطْرٌ جل شُطُوْرٌ <شطر দিক

أَشَطَّ <شطط সীমালঙ্ঘন করা

شَطَطٌ مص অতিরঞ্জিত, অসত্য

شَيْطَانٌ ج شَيَاطِينُ <شطن শয়তান

شُعُوبٌ و شَعْبٌ <شعب সম্প্রদায়

شُعَبٌ و شُعْبَةٌ শাখা প্রশাখা

شُعَيْبٌ শুয়াইব ‘আলাইহিস সালাম

شَعَرَ [ن] <شعر টের পাওয়া

أَشْعَرَ বুঝিয়ে দেওয়া

أَشْعَارٌ و شَعْرٌ পশম, লোম

شِعْرٌ جل أَشْعَارٌ কবিতা

شَاعِرٌ ج الشُّعَرَاءُ কবি

الشِّعْرَى নক্ষত্র, লুব্ধক তারা

مَشْعَرٌ، شَعَائِرُ و شَعِيْرَةٌ নিদর্শন

الْمَشْعَر الحرام মক্কার স্থান

اشْتَعَلَ <شعل শুভ্রোজ্জ্বল হওয়া

شَغَفَ [ف] <شغف প্রেমে মজা

شَغَلَ [ف] <شغل কর্মব্যস্ত করা

شُغُلٌ جل أَشْغَالٌ কাজ, পেশা

شَفَعَ [ف]، شَفَاعَةً <شفع সুপারিশ করা

شَافِعٌ، شَفِيعٌ ج شُفَعَاءُ সুপারিশকারী

شَفْعٌ جل أَشْفَاعٌ জোড়, জোড়া

أَشْفَقَ <شفق ভীত হওয়া

مُشْفِقُ ভীত, কাপুরুষ

شَفَقٌ جل أَشْفَاقٌ অস্তাচলের আভা

شَفَتَيْنِ <شفه দুই ঠোট

شَفَى [ض]، شِفَاءٌ <شفي সুস্থ করা

شِفَاءٌ جل أَشْفِيَاءُ আরোগ্য

شَفَا جل أَشْفَاءُ কিনারা, কূল

شَقَّ [ن]، شَقًّا <شقق চিরে ফেলা

شَاقَّ، شِقَاقٌ বিরোধিতা করা

تَشَقَّقَ، اشَّقَّقَ، انشَقَّ বিদীর্ণ হওয়া, বিধ্বস্ত হওয়া

شِقٌّ مص কষ্ট, প্ররিশ্রম

شُقَّةٌ جل شُقَقٌ পথের ক্লান্তি

أَشَقُّ ক্লান্তিকর, বিদীর্ণকারী

شَقَى [ن] <شقو، شَقِيَ [س] <شقي হতভাগা হওয়া

شَقِيٌّ جل أَشْقِيَاءُ হতভাগা

الأَشْقَى বেশি হতভাগা

شِقْوَةٌ  দুর্ভগ্য, ভাগ্যবিড়ম্বনা

شَكَرَ [ن] شُكُورًا، شُكْرًا <شكر কৃতজ্ঞতা করা, বাধিত হওয়া

شَاكِرٌ কৃতজ্ঞ, শুকরগুজার

شَكُورٌ ام অতিশয় কৃতজ্ঞ

مَشْكُورًا কৃতজ্ঞতাপূর্ণ, বাধিত

مُتَشَاكِسٌ <شكس পরস্পর বিরোধী

شَكٌّ جل شُكُوْكٌ <شكك দ্বিধা

شَكْلٌ جل أَشْكَالٌ <شكل অনুরূপ, সমরূপ

شَاكِلَةٌ جل شَوَاكِلُ অনুরূপ

اشْتَكَي، شَكَا [ن] <شكو অনুযোগ করা

مِشْكَاةٌ দীপাধার, বাতিঘর

أَشْمَتَ <شمت শত্রুকে উস্কে দেওয়া

شَامِخَاتٌ و شَامِخَةٌ <شمخ সুউচ্চ, উন্নত

اشْمَأَزَّ <شمأز বিরক্তি বোধ করা

شَمْسٌ جل شُمُوْسٌ <شمس সূর্য, রবি, সূর্যতাপ

اشْتَمَلَ <شمل গর্ভে ধারণ করা

شِمَالٌ ج شَمَائِلُ দিক, বামদিক

أصحاب الشِّمَال বামপন্থী

شَنَئَانٌ مص <شنأ শত্রুতা

شَانِئٌ শত্রু, বিদ্বেষী

شَوْبٌ مص  <شوب মিশ্রিতদ্রব্য

أَشَارَت <شور ইশারা করা

شَاوَرَ পরামর্শ করা

شُورَى مص পরামর্শ, মন্ত্রণা

تَشَاوُرٌ পারস্পরিক পরামর্শ

شُوَاظٌ <شوظ অগ্নিশিখা

شَوْكَةٌ <شوك কাঁটা, কণ্টক

شَوَى [ض] <شوي চামড়া দগ্ধ করা

الشَّوَى و شُوَاةٌ চামড়া, চর্ম

شِهَابٌ ج شُهُبٌ <شهب অগ্নিপিণ্ড, উল্কা

شَهِدَ [س] <شهد প্রত্যক্ষ করা

أَشْهَدَ সাক্ষী বানানো

اسْتَشْهَدَ সাক্ষ্য দিতে বলা

شَاهِدٌ ج شُهُودٌ، الأَشْهَادُ সাক্ষী

شَهِيدٌ ج شُهَدَاء শহীদ, সাক্ষী

شَهَادَةٌ ج شَهَادَاتٍ সাক্ষ্যদান

مَشْهَدٌ প্রত্যক্ষের সময় বা স্থল

مَشْهُودٌ সাক্ষ্যনীয়, চাক্ষুষ

شَهْرٌ ج الشُّهُورُ، أَشْهُرٌ <شهر মাস

شَهِيقٌ مص <شهق আর্তনাদ

اشْتَهَى <شهو কামনা করা

شَهْوَةٌ ج الشَّهَوَاتِ কামনা

شَاءَ [س] <شيء ইচ্ছা করা

شَيْءٌ ج أَشْيَاءٌ বস্তু, সামগ্রী

شَيْبٌ مث شَيْبَةً <شيب চুলের শুভ্রতা

شِيبٌ جل أَشْيَبُ শুভ্রকেশী, প্রবীণ

شَيْخٌ ج شُيُوخٌ <شيخ বৃদ্ধ

مَشِيدٌ، مُشَيَّدَة <شيد সুউচ্চ, সুদৃঢ়

شَاعَ [ض]  <شيع প্রচারিত হওয়া

شِيعَةٌ ج شِيَعٌ، أَشْيَاعٌ দল

صاد

الصَّابِئُ <صبأ তারকা পুজারী

صَبَّ [ن]، صَبًّا <صبب ঢালা

صَبَّحَ <صبح প্রভাতে আসা

أَصْبَحَ، إِصْبَاحِ প্রভাত করা

صُبْحٌ، صَبَاحٌ جل أَصْبَاحٌ প্রভাত, উষা

مُصْبِحٌ প্রভাতযাপনরত

مِصْبَاحٌ ج مَصَابِيحُ প্রদীপ

صَبَرَ [ض]، صَبْرًا <صبر ধৈর্য ধরা

اصْطَبَرَ، صَابَرَ অটল থাকা

ما أَصْبَرَه কত বড় ধৈর্যশীল

صَابِرٌ مث صَابِرَةٌ ধৈর্যশীল

صَبَّارٌ অসম্ভব ধৈর্যশীল

أَصَابِعُ و اصْبعٌ <صبع আঙুল

صِبْغٌ جل صَبَاغٌ <صبغ রকমারি তরকারি

صِبْغَةٌ مص রঙ, ধর্মমত

صَبَى [ن] <صبو ঝোঁকা

صَبِيٌّ جل صِبْيَانٌ শিশুবাচ্চা, শৈশব

صَحِبَ [س] <صحب সঙ্গী হওয়া

صَاحَبَ সঙ্গী বানানো

صَاحِبٌ ج أَصْحَابٌ সহচর

صَاحِبَةٌ সঙ্গিনী, স্ত্রী

صِحَافٌ و صُحْفَةٌ <صحف বড় পেয়ালা, গামলা

صُحُفٌ و صَحِيْفَةٌ পুস্তিকা

الصَّاخَّةُ <صخخ শঙ্খধ্বনি

صَخْرَةٌ ج الصَّخْرُ <صخر বড় পাথর

صَدَّ [ن] صَدٌّ، صُدُودٌ <صدد বাধা দেওয়া, বিরত রাখা

صَدِيدٌ ص বাধাপ্রাপ্ত পুঁজ পানি

صَدَرَ [ن]، أَصْدَرَ <صدر প্রস্থান করা

صَدْرٌ ج صُدُورٌ অন্তর, বক্ষ

صَدَعَ [ف]، صَدْعٌ <صدع প্রচার করা

اصَّدَّعَ বিভক্ত হওয়া

صَدَّعَ মাথা ব্যথা করা

مُتَصَدِّعٌ ফাটলযুক্ত, বিদীর্ণমান

صَدَفَ [ض] <صدف পাশ কেটে যাওয়া

الصَّدَفَيْنِ দুই পর্বতের পার্শ্ব

صَدَقَ [ن]، صِدْقًا <صدق সত্য বলা

صَدَّقَ، تَصْدِيقٌ সত্যায়ন করা, সত্য সাব্যস্ত করা

تَصَدَّقَ، اصَّدَّقَ সদকা করা

صَادِقٌ مث صَادِقَةٌ সত্যবাদী

أَصْدَقُ অধিক সত্যবাদী

صَدَقَةٌ ج صَدَقَات সদকা

صَدُقَاتٌ و صَدُقَةٌ মোহরানা

صَدِيقٌ جل أَصْدِقَاءُ বন্ধু

صِدِّيقٌ مث صِدِّيقَةٌ সত্যপরায়ণ

مُصَدِّقٌ সত্যায়নকারী

مُصَّدِّقٌ، مُصَّدِّقَةٌ، مُتَصَدِّقٌ দানশীল, দানকারী

تَصْدِيَةً <صدي হাত তালি বাজানো

تَصَدَّى চিন্তা করা, ভাবা

صَرْحٌ جل صُرُوْحٌ <صرح রাজপ্রসাদ, অট্টালিকা

اسْتَصْرَخَ، اصْطَرَخَ <صرخ হাঁকাহাঁকি করা

صَرِيخٌ جل صُرَخَاءُ، مُصْرِخٌ উদ্ধারকারী

أَصَرَّ <صرر বাড়াবাড়ি করা

صِرٌّ কনকনে শীত

صَرَّةٌ আর্তনাদ করা

صَرْصَرٌ جل صَرَاصِرُ <صرصر তুফান, ঝঞ্ঝাবায়ু

صِرَاطٌ جل صُرُطٌ <صرط রাস্তা, পুলসিরাত

صَرْعَى و صَرِيْعٌ <صرع ভূপাতিত, ভূলণ্ঠিত

صَرَفَ [ض]، صَرْفًا <صرف ফিরানো

صَرَّفَ، تَصْرِيفٌ ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, ঘূর্ণন

انْصَرَفَ ফিরে যাওয়া

مَصْرُوفٌ ফেরতযোগ্য

مَصْرِفٌ ফিরতি পথ

صَرَمَ [ض] <صرم ফসল কাটা

صَارِمٌ শস্য কর্তনকারী

صَرِيمٌ কাটা ফসল

صَعِدَ [س] <صعد ঊর্ধ্ব গমন করা

أَصْعَدَ، اصَّعَّدَ  হাঁপিয়ে চড়া

صَعَدٌ ঊর্ধ্বমুখী শাস্তি

صَعُودٌ উঁচুঘাটি, কঠিন বিপদ

صَعِيدٌ و صُعُدٌ উচ্চভূমি, মাটি

صَعَّرَ <صعر ঘৃণায় মুখ ফিরানো

صَعِقَ [س] <صعق বেহুঁশ হওয়া

صَعِقٌ ص বেহুঁশাবস্থা, বজ্রাহত

صَاعِقَةٌ ج صَوَاعِقُ বজ্রধ্বনি

صَاغِرٌ <صغر হেয়, লাঞ্ছিত

صَغَارٌ লাঞ্ছনা, অপমান

صَغِيرٌ جل صِغَارٌ مث صَغِيرَةٌ جل صَغَائِرُ ছোট, ক্ষুদ্র

أَصْغَرُ ক্ষুদ্রতম, অতিক্ষুদ্র

صَغَى [ن، ض] <صغو ঝোঁকা, আকৃষ্ট হওয়া

صَفَحَ [ف]، صَفْحًا <صفح উপেক্ষা করা

أَصْفَادٌ و صَفْدٌ، صَفَدٌ <صفد শিকল, জিঞ্জির

صُفْرٌ و أَصْفَرُ مث صَفْرَاءُ، مُصْفَرٌّ <صفر হলদে রঙ

<صفصف

صَفْصَفٌ جل صَفَاصِفُ সমতলভূমি

صَفٌّ جل صُفُوْفٌ <صفف সারি, শ্রেণী, সারিবদ্ধ

صَوَافٌّ، صَّافٌّ  ج  مث صَافَّاتٍ সারিবদ্ধ দণ্ডায়মান

مَصْفُوفَةٌ সারিবদ্ধ, লাইনধরা

الصَّافِنَاتُ <صفن অতিদ্রুতগামী অশ্ব

أَصْفَى، اصْطَفَى <صفو মনোনীত করা

الْمُصْطَفَي মনোনীত

مُصَفًّى পছন্দসই, রুচিকর

صَفْوَانٌ اج মসৃণ পাথর

الصَّفَا সাফা পাহাড়

صَكَّتْ [ن] <صكك চপেটাঘাত করা

صَلَبَ [ن، ض]، أُصَلِّبُ <صلب ক্রুশবিদ্ধ করা

صُلْبٌ ج أَصْلاَبٌ মেরুদণ্ড

صَلَحَ [ن، ف] <صلح সৎ হওয়া

أَصْلَحَ، إِصْلاَحًا শুদ্ধি করা

صُلْحٌ اج সন্ধি, শান্তিচুক্তি

صَالِحٌ সালেহ ‘আলাইহিস সালাম

صَالِحٌ ج مث صَالِحَاتُ সৎ

مُصْلِحٌ সংস্কারক, শুদ্ধিকারী

صَلْدٌ جل أَصْلَادٌ <صلد মসৃণ পাথর

صَلْصَالٍ <صلصل শুকনা কদা মাটি

صَلَّى <صلو নামায পড়া, রহম করা

صَلاَةٌ ج صَلَوَاتٌ নামায, দুয়া

الْمُصَلِّي নামাযী

مُصَلًّى জায়নামায, মুসল্লা

 صَلِيَ [س]، صِلِيًّا <صلي আগুনে প্রবেশ করা

أَصْلَى، صَلَّى، تَصْلِيَةٌ আগুনে প্রবেশ করানো

اصْطَلَى আগুন তাপানো

صَالِ অগ্নিতে প্রবেশকারী

صَامِتٌ <صمت নিরব

الصَّمَدُ <صمد অমুখাপেক্ষী

صَوَامِعُ و صَوْمِعَةٌ <صمع গির্জা, চার্চ, খৃষ্টাশ্রম

صَمَّ [س] <صمم বধির হওয়া

أَصَمَّ বধির বানানো

أَصَمُّ ج صُمٌّ বধির, ঠসা

صَنَعَ [ف] <صنع করা, গড়া

اصْطَنَعَ পছন্দমতো গড়া

صُنْعٌ، صَنْعَةٌ নির্মাণ, শিল্প

مَصَانِعُ و مَصْنَعٌ কারখানা, দুর্ভেদ্য দূর্গ

أَصْنَامٌ و صَنَمٌ <صنم মূর্তি

صِنْوَانٌ و صِنْوٌ <صنو দুই শাখাবিশিষ্ট বৃক্ষ

أَصَابَ <صوب পৌঁছা, আক্রান্ত করা

مُصِيبٌ، مُصِيبَةٌ মুসিবত

صَوَابٌ সঠিক, সত্য, নির্ভুল

صَيِّبٌ কালিমাখা মেঘ

صَوْتٌ ج أَصْوَاتٌ <صوت স্বর, শব্দ

صَارَ [ن] <صور পোষ মানানো

صَوَّرَ আকৃতি প্রদান করা

صُورَةٌ ج صُوَرٌ আকৃতি

الْمُصَوِّرُ আকৃতিদাতা

الصُّوْرُ শিঙ্গা, শঙ্খ

صُوَاعٌ جل صِيْعَانٌ <صوع পেয়ালা, গ্লাস

أَصْوَافٌ و صُوْفٌ <صوف পশম, লোম

صَامَ [ن] صَوْمًا، صِيَام <صوم রোযা রাখা

الصَّائِمُ রোযাদার

صَهَرَ [ف] <صهر গলানো, দগ্ধ করা

صِهْرٌ جل أَصْهَارٌ বিবাহসূত্রের আত্মীয়

صَيْحَةٌ مص <صيح মহাগর্জন

اصْطَادَ <صيد শিকার করা

صَيْدٌ শিকার, শিকার করা

صَارَ [ض] <صير  হওয়া, ফিরে যাওয়া

مَصِيرٌ আশ্রয়, প্রত্যাবর্তনস্থল

صَيَاصِي و صِيْصَةٌ <صيص দুর্গসমুহ, কেল্লা

صَيْفٌ جل صُيُوْفٌ، <صيف

أَصْيَافٌ গ্রীষ্মকাল

الضاد

ضَأْنٌ و ضَائِنُ <ضأن ভেড়া

ضَبْحٌ <ضبح চালানো, হাঁকানো

مَضَاجِعُ و مَضْجَعٌ <صجع বিছানা, শয্যা

ضَحِكَ [س] <ضحك হাসা

أضْحَكَ হাসানো

ضَاحِكٌ مث ضاحكة সহাস্য

ضَحِيَ [س] <ضحي রোদ পোহানো

الضُّحَى রোদ, সকাল

ضِدٌّ جل أَضْدَادٌ <ضدد বিপক্ষ

ضَرَبَ [ض]، ضَرْبًا <ضرب মারা

ضَرَّ [ن]، ضَرًّا، ضُرٌّ، ضِرَارًا <ضرر ক্ষতি করা

ضَرَرٌ جل أَضْرَارٌ ক্ষতি

ضَارٌّ অনিষ্টকারী, ক্ষতিকর

ضَرَّاءُ جل أَضُرٌّ দুরাবস্থা

مُضَارٌّ ক্ষতিকর, অনিষ্টকারী

مُضْطَرٌّ নিরুপায়, বিপদগ্রস্ত

تَضَرَّعَ، تَضَرُّعًا، اضَّرَّعَ <ضرع মিনতি করা, আরতি করা

ضَرِيْعٌ বিষকাঁটা ঘাস

ضَعُفَ [ك] <ضعف দুর্বল হওয়া

ضَاعَفَ দ্বিগুন দেওয়া

اسْتَضْعَفَ দুর্বল ভাবা

ضِعْفٌ দ্বিগুন, ডবল

أضْعَافٌ و ضِعْفٌ বহুগুন

ضَعْفٌ مص দুর্বলতা, দুর্বল

ضَعِيفٌ ج ضُعَفَاءُ، ضِعَافٌ দুর্বল, অক্ষম, ক্ষমতাহীন

الأضْعَفُ অতিদুর্বল

مُضْعِفٌ দ্বিগুনগ্রাহী

مُسْتَضْعِفٌ দুর্বলশ্রেণী

ضِغْثٌ ج أَضْغَاثُ <ضغث বিক্ষিপ্ত

أَضْغَانٌ و ضِغْنٌ <ضغن হিংসা, ঘৃণা, অনিচ্ছা

ضَفَادِعُ و ضِفْدِعٌ، <ضفدع ضَفْدَعٌ ব্যাঙ

ضَلَّ [ض]، ضَلاَلا، <ضلل ضَلاَلةً পথচ্যুত হওয়া

أَضَلَّ পথভ্রষ্ট করা

ضَالٌّ পথহারা, পথচ্যুত

الأَضَلُّ অধিক ভ্রান্ত

تَضْلِيْلٌ পথচ্যুত করা

مُضِلٌّ বিভ্রান্তকারী

ضَامِرٌ جل ضَوَامِرُ <ضمر দুর্বল উট

ضَمَّ [ن] <ضمم মিলানো

ضَنْكٌ مص <ضنك সংকীর্ণ

ضَنِينٌ ص <ضنن কৃপণ

أَضَاءَ <ضوء আলোকিত করা

ضِيَاءٌ و ضَوْءٌ আলোকময়

ضَاهَأَ <ضهي অনুকরণ করা

ضَيْرٌ مص<ضير অসুবিধা

ضِيْزَي ص<ضيز অন্যায়

أَضَاعَ <ضيع নষ্ট করা

ضَيَّفَ <ضيف আপ্যায়ন করা

ضَيْفٌ جل ضُيُوْفٌ، أَضْيَافٌ মেহমান, অতিথি

ضَاقَ [ض] <ضيق সংকীর্ণ হওয়া

ضَيَّقَ সংকীর্ণ করা

ضَيْقٌ، ضَيِّقٌ، ضَائِقٌ সংকীর্ণ, অপ্রশস্ত, অপ্রসন্ন

الطاء

طَبَعَ [ف] <طبع সিল মারা

طَبَقٌ  ج طِبَاقٌ <طبق স্তর

طَحَا [ن] <طحو বিস্তৃত করা

طَرَحَ [ف] <طرح নিক্ষেপ করা

طَرَدَ [ن] <طرد তাড়িয়ে দেওয়া

طَارِدٌ বহিষ্কারক, বিতাড়ক

طَرْفٌ اج <طرف দৃষ্টি

طَرَفٌ ج أَطْرَافٌ কিনারা

طَارِقٌ <طرق সান্ধ্যতারা

طَرِيقٌ، طَرِيْقَةٌ ج طَرَائِقُ পথ

طَرِيٌّ ص <طري টাটকা

طس অনবহিত অর্থ

طسم অনবহিত অর্থ

طَعِمَ <طعم আহার করা

أَطْعَمَ، إطْعَامٌ খাওয়ানো

اسْتَطْعَمَ আহায্য চাওয়া

طَاعِمٌ ভক্ষক, ভোজনকারী

طَعَامٌ جل أَطْعِمَةٌ খাদ্য

طَعْمٌ جل طُعُوْمٌ স্বাদ, মজা

طَعَنَ [ف]، طَعْنًا <طعن নিন্দা করা

طَغَي [ن، ف، س] <طغي অবাধ্য হওয়া

أَطْغَى অবাধ্য বানানো

طَاغُوْنَ و طَاغٍ অবাধ্য

الأطْغَي অধিক অবাধ্য

طَاغِيَةٌ، طَغْوَي، طُغْيَانٌ অবাধ্যতা, স্বেচ্ছাচারিতা

طَاغُوتٌ اج শয়তান

أَطْفَأَ <طفأ নিভানো

مُطَفِّفٌ <طفف মাপে কমদাতা

طَفِقَ [س] <طفق করতে লাগা, শুরু করা

طِفْلٌ ج أَطْفَالٌ <طفل শিশু

طَلَبَ [ن]، طَلَبًا <طلب অনুসন্ধান করা

طَالِبٌ جل طُلَّابٌ، طَلَبَةٌ প্রার্থী

مَطْلُوبٌ প্রার্থনীয়

طَالُوتُ <طلت বাদশার নাম

طَلْحٌ و طَلْحَةٌ <طلح কলা, কলার কাঁদি

طَلَعَ [ن]، طُلُوعًا <طلع উদিত হওয়া

أَطْلَعَ অবগত করা, জানানো

اطَّلَعَ অবগত হওয়া, জানা

مَطْلَعًا উদয়াচল, পূর্বদিক

مُطَّلِعٌ অবগত, অনুসন্ধানী

طَلْعٌ و طَلْعَةٌ খেজুরের কাঁদি

طَلَّقَ، الطَّلاَقُ <طلق তালাক দেওয়া

انْطَلَقَ চলা, চলে যাওয়া

المُطَلَّقَاتُ তালাকপ্রাপ্তা

طِلٌّ جل طِلَالٌ <طلل অল্প বৃষ্টি

طَمَثَ [ض] <طمث স্পর্শ করা, ছোঁয়া, সহবাস করা

طَمَسَ [ض] <طمس নিশ্চিহ্ন করা

طَمِعَ [س]، طَمَعًا <طمع প্রত্যাশা করা

طَامَّةٌ <طمم সর্বগ্রাসী, মহাপ্রলয়

اطْمَأَنَّ <طمن আশ্বস্ত হওয়া

مُطْمَئِنٌّ مث مطمئِنَّة আশ্বস্ত

طَوْدٌ جل أَطْوَادٌ <طود পর্বত

الطُّورُ <طور তুর পর্বত

أَطْوَارٌ و طِوْرٌ، طَوْرٌ বৈচিত্রময়, রকমারি

طَوَّعَ <طوع উদ্বুদ্ধ করা

أَطَاعَ আনুগত্য করা

تَطَوَّعَ স্বেচ্ছায় করা

اسْطَاعَ، اسْتَطَاعَ পারা

طَوْعًا স্বেচ্ছায়, সদিচ্ছা

طَاعَةً আনুগত্য, বশ্যতা

طَائِعٌ অনুগত হয়ে, সদিচ্ছায়

مُطَاعٌ মান্যবর, অনুসৃত

مُطَّوِّعٌ নফল দানকারী

طَافَ [ن]، إطَّوَّفَ <طوف প্রদক্ষিণ করা

طَائِفٌ প্রদক্ষিণকারী

طَائِفَةٌ দল, শ্রেণী, কতিপয়

طَوَّافٌ চাকর নকর

طُوفَانٌ و طُوْفَانَةٌ ঝড় তুফান

طَوَّقَ <طوق গলায় শিকল বাঁধা

أطَاقَ সাধ্যে কুলানো

الطَّاقَةُ সাধ্য, ক্ষমতা, সামর্থ্য

طَالَ [ن]، طُوْلا، تَطَاوَلَ <طول দীর্ঘায়িত হওয়া

طَوْلٌ مص সম্পদ, ধন, আয়

طَوِيلٌ جل طِوَالٌ দীর্ঘ

طَوَى [ض]، طَيًّا <طوي ভাঁজ করা

مَطْوِيَّاتٌ সঙ্কুচিত, গুটানো

طُوَي উপত্যকার নাম

طه অনবহিত অর্থ

طَهُرَ [ك] <طهر পবিত্র হওয়া

طَهَّرَ، تَطْهِيرًا পবিত্র করা

تَطَهَّرَ، إِطَّهَّرَ পবিত্রতা অর্জন করা, গোসল করা

الطَّهُورُ، الأَطْهَرُ পবিত্রতম

مُطَهِّرٌ পবিত্রকারী, শুদ্ধিকারী

مُطَهَّرَة পবিত্রতমা, সুচিনারী

مُطَهَّرٌ পবিত্রাত্মা, পাকসাফ

مُتَطَهِّرٌ পবিত্রতা অর্জনকারী

طَابَ [ض] <طيب সুখকর হওয়া, সুখপ্রদ হওয়া

طُوبَى আশীর্বাদ, উপভোগ্য

طَيِّبٌ ج طَيِّبون مث طَيِّبَة ج طَيِّبَاتٌ পবিত্র, ভোগ্যবস্তু

طَارَ [ض] <طير উড়া

تَطَيَّرَ، اطَّيَّرَ অশুভ লক্ষণ ভাবা, অলক্ষ্মী মনে করা

طَائِرٌ جل طَيْرٌ অশুভ লক্ষণ, অলক্ষ্মণ

طَيْرٌ اج، جل طُيُوْرٌ، أَطْيَارٌ পাখি, পক্ষী, পাখিকুল

مُسْتَطِيرٌ ডানা ঝাপটানি, উড়নকামী, উড্ডয়নোদ্যত

طِينٌ <طين কাদা মাটি, পঙ্ক, কর্দম, পঙ্কজ

الظاء

ظَعْنٌ مص <ظعن ভ্রমণ

أَظْفَرَ <ظفر জয় করা

ظُفُرٌ جل أَظْفَارٌ নখ, অস্ত্র

ذِي ظُفُرٍ হিংস্রপ্রাণী, বন্যপশু

ظَلَّ [س] <ظلل হওয়া

ظَلَّلَ ছায়া দান করা

ظِلٌّ ج ظِلالٌ ছায়া, বিম্ব

ظُلَّة ج ظُلَلٌ ছায়াচ্ছন্ন, তাবু

ظَلِيْلٌ ص শীতল ছায়া

ظَلَمَ [ض]، الظُّلْمُ <ظلم জুলুম করা

ظَالِمٌ مث ظالمة জালেম

مَظْلُومٌ নির্যাতিত, নিপীড়িত

أظْلَمُ، ظَلُوْمٌ، ظَلَّامٌ জুলুমবাজ

أَظْلَمَ অন্ধকার হওয়া

مُظْلِمٌ অন্ধকারাচ্ছন্ন

ظُلُمَاتٌ و ظُلْمَةٌ ঘোর অন্ধকার

ظَمَأَ [ف]، ظَمَأً <ظمأ তৃষ্ণার্ত হওয়া

ظَمْآنٌ جل ظِمانٌ পিপাসার্ত

ظَنَّ [ن] <ظنن ধারণা করা

ظَنٌّ ج ظُنُونٌ ধারণা, অনুমান

ظَانٌّ ধারণাকারী

ظَهَرَ [ف] <ظهر প্রকাশিত হওয়া

أَظْهَرَ জয়ী বানানো

تَظَاهَرَ পৃষ্ঠপোষকতা করা

ظَهْرٌ ج ظُهُورٌ পৃষ্ঠ, পিঠ

الظَاهِرُ প্রকাশমান, প্রকাশ্য

ظاهرٌ জয়ী, বিজয়ী

ظاهرة প্রকাশ্য, গোচরিভূত

ظَهِيرٌ اج পৃষ্ঠপোষক

ظَهِيرَةٌ جل ظَهَائِرُ দুপুর বেলা

ظِهْرِيّ পেছনে ফেলা বস্তু, পশ্চাতে নিক্ষিপ্ত বস্তুসম, তুচ্ছবস্তু, ফেলনা

عين

عَبَأَ [ف] <عبأ পরোয়া করা

عَبَثَ [ف]، عَبَثًا <عبث অনর্থ করা

عَبَدَ [ن]، عِبَادَةٌ <عبد দাসত্ব করা

عَبَّدَ দাস বানানো

عَبْدٌ ج عِبَادٌ، عَبِيدٌ দাস, বান্দা

عَابِدٌ উপাসক, ইবাদতকারী

عَبَرَ [ن] <عبر তত্ত্বজ্ঞানী হওয়া

اعْتَبَرَ বিবেচনা করা

عَابِرٌ পথচারী, পথিক

عِبْرَةٌ جل عِبْرٌ উপদেশ

عَبَسَ [ض] <عبس ভ্রুকুটি করা

عَبُوسٌ ص ভ্রুকুটিপূর্ণ

عَبْقَرِيٌّ اج <عبقر রেশমী কোল বালিশ

اسْتَعْتَبَ <عتب ওজরখাহি করা

مُعْتَبٌ তওবা কবুলকৃত

أَعْتَدَ <عتد প্রস্তুত করা

عَتِيدٌ مف প্রস্তুত, স্থাপিত

عَتِيقٌ مف <عتق প্রাচীন

 البيت الْعَتِيقপ্রাচীন গৃহ, কাবা শরীফ

عَتَلَ [ض] <عتل নিপতিত করা

عُتُلٌّ ص সংকীর্ণমনা, নীচ

عَتَى [ن]، عُتُوًّا <عتو বাড়াবাড়ি করা

عِتِيًّا বাড়াবাড়ি, ধৃষ্টতা

عَاتِيَةٌ অবাধ্য, প্রচণ্ড

عَثَرَ [ف]، أَعْثَرَ <عثر অবহিত করা

عَثَى [ض] <عثو গোলযোগ সৃষ্টি করা

عَجِبَ [س] <عجب অবাক হওয়া

أَعْجَبَ অবাক করা

عُجَابٌ، عَجِيبٌ ام؛ عَجَبٌ مص চমকপ্রদ, অবাক করা

عَجَزَ [ض] <عجز অক্ষম হওয়া

أَعْجَزَ অক্ষম করে দেওয়া

مُعَاجِزٌ পরাজিত, অপারগ

مُعْجِزٌ অক্ষমকারী

عَجُوزٌ جل عَجَائِزُ অকর্মণ্য অক্ষম বৃদ্ধা

أَعْجَازٌ و عِجْزٌ গাছের কাণ্ড

عِجَافٌ و عَجْفَاءُ <عجف শীর্ণকায়, দুর্বল

عَجِلَ [س]، تَعَجَّلَ <عجل তাড়াহুড়া করা

عَجَّلَ তাড়াতাড়ি দেওয়া

أَعْجَلَ তাড়াহুড়া করানো

اسْتَعْجَلَ، اسْتِعْجَالٌ ত্বরা কামনা করা

عَاجِلَةٌ ক্ষিপ্র জগত, পৃথিবী

عَجَلٌ، عَجُولٌ ام ত্বরাপ্রবণ

عِجْلٌ جل عِجَالٌ গরুর বাছুর

الأَعْجَمُ <عجم অনারবী মানুষ

أَعْجَمِيٌّ অনারবী ভাষা

عَدَّ [ن]، عَدًّا <عدد গোনা

عَدَّدَ গুনে রাখা, কৃপণতা করা

أَعَدَّ প্রস্তুত করা

اعْتَدَّ গণনা করা

عَادٌّ গণনাকারী, হিসাবী

عَدَدٌ جل أَعْدَادٌ সংখ্যা, কয়েক

عِدَّةٌ جل عِدَدٌ সংখ্যা, স্ত্রীর ইদ্দত

عُدَّةٌ جل عُدَدٌ  সম্বল, সামরিক সাজ

مَعْدُودٌ مث مَعْدُودَةٌ কয়েকটি

عَدَسٌ اج <عدس ডাল

عَدَلَ [ض]، عَدْلٌ <عدل সুবিচার করা

عَدْنٌ مص <عدن বাসযোগ্য

عَدَا [ن]، عُدْوَانٌ، <عدو اعْتَدَى، تَعَدَّى، عَدْوًا  সীমালঙ্ঘন করা

عَادَي শত্রুতা করা

عَادِيَاتِ বাড়ন্ত গতিশীল অশ্ব

عَادٍ ج عَادُونَ، الْمُعْتَدِى،  مُعْتَدُونَ সীমালঙ্ঘনকারী

عَدُوٌّ ج أَعْدَاءٌ শত্রু, বিরোধী

عَدَاوَةٌ শত্রুতা, বৈরিতা

عُدْوَةٌ جل عِدَاءٌ  উপত্যকার প্রান্ত

الْعُدْوَةِ الدنيا বদর প্রান্তের মদিনার নিকটবর্তী দিক

الْعُدْوَةِ القُصْوَى বদর প্রান্তের মদিনার দূরবর্তী মক্কামুখী দিক

عَذَّبَ <عذب আযাব দেওয়া

عَذَابٌ جل أَعْذِبَةٌ আযাব

مُعَذِّبٌ শাস্তিদাতা

عَذْبٌ جل عِذَابٌ সুমিষ্ট পানীয়

اعْتَذَرَ <عذر বাহানা প্রকাশ করা

عُذْرٌ جل أَعْذَارٌ؛ مَعْذِرَةٌ ওজর

مُعَذِّرٌ বাহানাকারী, হেতুবাদী

مَعَاذِيرُ و مِعْذَارٌ ওজরসমূহ

عُرُبٌ و عَرُوْبٌ <عرب স্বামীভক্ত, কামিনী

عَرَبِيٌّ আরবী, আরবীয়

أَعْرَابٌ و أَعْرَابِيٌّ আরব বেদুইন, গ্রাম্য

عَرَجَ [ن] <عرج আরোহণ করা, চড়া

أَعْرَجُ খোঁড়া, লেংড়া

مَعَارِجُ و مِعْرَاجٌ ধাপী, সিঁড়ি

عُرْجُونٌ جل عَرَاجِيْنُ <عرجن খেজুরের শুষ্ক ডাল

مَعَرَّةٌ <عرر অভাব, দুর্যোগ

مُعْتَرٌّ অভাবী, ভিক্ষুক, গরীব

عَرَشَ [ض] <عرش মাচা তৈরি করা

عَرْشٌ ج عُرُوْشٌ، أَعْرَاشٌ আরশ, সিংহাসন, ছাদ, মাচা

مَعْرُوشَات মাচা করা

عَرَضَ [ض] عَرْضًا <عرض উপস্থাপন করা, প্রদর্শন করা

عَرَّضَ ইশারায় বুঝানো

أَعْرَضَ، إِعْرَاضًا বিমুখ হওয়া, মুখ ফিরানো

مُعْرِضٌ বিমুখ, অবজ্ঞাকারী

عَرْضٌ مص প্রশস্ততা, প্রদর্শনী

عَرِيضٌ প্রশস্ত, বিরাট

عَرَضٌ جل أَعْرَاضٌ সম্পদ

عَارِضٌ বিস্তারশীল মেঘ

عُرْضَةٌ ঢাল, লক্ষ্যবস্তু

عَرَفَ [ض] <عرف চিনা, জানা

عَرَّفَ জানানো, পরিচিত করা

تَعَارَفَ পরস্পরে চিনা

اعْتَرَفَ স্বীকার করা

عُرْفٌ، مَعْرُوفٌ، مَعْرُوفَةٌ পরিচিতি, জানা, ন্যায়সঙ্গত

أَعْرَافٌ و عُرْفٌ আ‘রাফ: জান্নাত-জাহান্নামের মাঝখান

عَرَفَاتٌ আরাফা ময়দান

الْعَرِمُ <عرم ইয়ামনের একটি বাঁধ

اعْتَرَى <عرو আঘাত দেওয়া

الْعُرْوَةُ হাতুড়ি, ডাণ্ডা, রশি

عَرِيَ [س] <عري বিবস্ত্র হওয়া

الْعَرَاءُ উন্মুক্ত প্রান্তর

عَزَبَ [ن] <عزب অগোচরে যাওয়া

عَزَّرَ <عزر সম্মান প্রদর্শন করা

عُزَيْرٌ উযাইর ‘আলাইহিস সালাম

عَزَّ [ض]، عِزًّا <عزز বল প্রয়োগ করা

أَعَزَّ، عَزَّزَ সম্মানিত করা

عِزَّةٌ مص শক্তি, মহিমা, সম্মান

 عَزِيزٌ ج أَعِزَّةٌমিশরের বাদশা, শক্তিধর

أَعَزُّ অধিক শক্তিধর, সম্ভ্রান্ত

عُزَّى মুশরিকদের শক্তিদেবী

عَزَلَ [ض] <عزل পৃথক করে দেওয়া

اعْتَزَلَ পৃথক হওয়া

مَعْزُولٌ অপসারিত

مَعْزِلٌ পৃথক স্থান, নিরিবিলি

عَزَمَ [ض]، عَزْمًا <عزم মনস্থ করা

عِزِينَ و عِزَةٌ <عزو দলেদলে, সারিবদ্ধ

تَعَاسَرَ <عسر পরস্পরে জিদ ধরা

عَسِرٌ، عَسِيرٌ কঠিন, কঠোর

عُسْرٌ، عُسْرَةٌ কাঠিন্য

عُسْرَى কঠিনতম

عَسْعَسَ <عسعس অন্ধকার বিস্তার করা

عسق অনবহিত অর্থ

عَسَلٌ جل عُسُوْلٌ <عسل মধু

عَسَى <عسي উপক্রম হওয়া, শীঘ্রই

عَاشَرَ <عشر ঘনিষ্ঠ হওয়া

عَشِيرٌ مث عَشِيرَةٌ ঘনিষ্ঠ, গোত্র

عِشَارٌ ج عَشَائِرُ দশ মাসের গর্ভবতী উটনী

مَعْشَرٌ جل مَعَاشِرُ সম্প্রদায়

مِعْشَارٌ দশমাংশ

عَشْرٌ مث عَشْرَةٌ، عَشَرٌ مث عَشَرَةٌ দশ, দশ দিন

عِشْرُونَ কুড়ি, বিশ, বিংশ

عَشَا [ن] <عشو রাত কানা হওয়া

عَشِيٌّ، عَشِيَّةٌ، عِشَاءٌ সন্ধ্যা

عُصْبَةٌ جل عُصَبٌ <عصب দল, সংঘ, জামাত

عَصِيبٌ جل عُصُبٌ সঙ্কটপূর্ণ

عَصَرَ [ض] <عصر রস নিংড়ানো, চিপা

الْمُعْصِرَاتِ বর্ষণকারী মেঘ

عَصْرٌ عُصُوْرٌ আসরের সময়, যুগ

إِعْصَارٌ নিম্নচাপ, অগ্নিবৃষ্টি

عَصْفٌ جل عُصُوْفٌ <عصف শস্যের খোসা, ঝঞ্ঝাবায়ু

عَاصِفٌ مث عَاصِفَةٌ ج عَاصِفَاتٌ ঝঞ্ঝাবায়ু, তুফান

عَصَمَ [ض] <عصم রক্ষা করা

اعْتَصَمَ আকড়ে ধরা

عَاصِمٌ রক্ষাকারী, মুক্তিদাতা

عِصَمٌ و عِصْمَةٌ রশি, বিবাহ

عَصَا ج عِصِيٌّ <عصو লাঠি

عَصَى [ض]، عِصْيَانٌ <عصي পাপ করা

عَصِيٌّ جل عَصِيُّوْنَ পাপী

مَعْصِيَةٌ جل مَعَاصِىُ পাপ

عَضُدٌ جل أَعْضَادٌ <عضد বাহু, শক্তি, সাহায্যকারী

عَضَّ [س] <عضض কামড়ানো, দাঁতে কাটা

عَضَلَ [ن] <عضل বাধা দেওয়া

عِضِينَ و عِضَةٌ <عضو টুকরা টুকরা, মিথ্যা

عِطْفٌ جل أَعْطَافٌ <عطف পার্শ্ব, কাঁধ, গ্রীবা

عَطَّلَ <عطل অবকাশ দেওয়া

مُعَطَّلَةٌ অকেজ, পরিত্যক্ত

أَعْطَى <عطو দেওয়া, অর্পণ করা

تَعَاطَى তরবারি নেওয়া, ধরা

عَطَاءٌ جل أَعْطِيَةٌ দান

عَظَّمَ <عظم সম্মান করা

أَعْظَمَ বড় করা

عَظِيمٌ جل عِظَامٌ، عُظَمَاءُ বড়, সুমহান, ভয়াবহ

أَعْظَمُ মহত্তম, সুমহান

عَظْمٌ ج عِظَامٌ হাড়, হাড্ডি

عِفْرِيتٌ عَفَارِيْتُ <عفرت দানব জিন

اسْتَعَفَّ <عفف পবিত্র থাকা

التَّعَفُّفُ না চাওয়া

عَفَا [ن] <عفو ক্ষমা করা

الْعَفْوُ অতিরিক্ত

عَفُوٌّ، الْعَافِي ক্ষমাকারী

عَقَّبَ <عقب পিছন ফেরা

عَاقَبَ শাস্তি দেওয়া

أَعْقَبَ পশ্চাদ্বর্তী করা

عُقْبٌ، عُقْبَى প্রতিদান

عَقِبٌ ج أَعْقَابٌ পশ্চাৎ, পিছন

عِقَابٌ مص শাস্তি, পরিণাম

عَقَبَةٌ جل عُقَبٌ ঘাটি, প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড

عَاقِبَةٌ مص পরিণাম, পরকাল

مُعَقِّبٌ পশ্চাদক্ষেপক

مُعَقِّبَاتٌ একে একে অবতরণকারী ফেরেশতা

يَعْقُوبُ ইয়াকুব ‘আলাইহিস সালাম

عَقَدَ [ض]، عَقَّدَ <عقد মজবুত করা, বাঁধা

عُقْدَةٌ ج عُقَدٌ বন্ধন, চুক্তি

عُقُودٌ و عَقْدٌ চুক্তি, প্রতিশ্রুতি

عَقَرَ [ض] <عقر পা কেটে হত্যা করা

عَاقِرٌ جل عَوَاقِرُ বন্ধ্যা

عَقَلَ [ض] <عقل বুঝতে পারা

عَقِيمٌ جل عِقَامٌ، عُقْمٌ <عقم বন্ধ্যা, ধ্বংসকারী

عَكَفَ [ن] <عكف অবস্থান করা

عَاكِفٌ মসজিদে অবস্থানকারী

مَعْكُوفٌ অবস্থিত, আটকানো

عَلَقَةٌ ج عَلَقٌ <علق ঝুলন্ত রক্তপিণ্ড

مُعَلَّقَةٌ ঝুলন্ত, দোদুল্যমান

عَلِمَ [س]، عِلْمًا، تَعَلَّمَ <علم জানা, শিখা

عَلَّمَ শিখানো, অবহিত করা

عَالِمٌ ج عُلَمَاءٌ আলেম, বিদ্বান

مَعْلُومٌ জানা, জ্ঞাত, বিদিত

مُعَلَّمٌ প্রশিক্ষিত, শিখানো

أَعْلَمُ অধিক জ্ঞানী

عَلِيمٌ ص মহাজ্ঞানী, সর্বজ্ঞ

عَلاَّمٌ ص মহাজ্ঞানী, সর্বজ্ঞ

عِلْمٌ جل عُلُوْمٌ জ্ঞান, বিজ্ঞান

أَعْلاَمٌ و عَلَمٌ পাহাড়, পর্বত

الْعَالَمِينَ و عَالَمٌ বিশ্বজগত

عَلاَمَاتٌ و عَلَامَةٌ নিদর্শন

أَعْلَنَ <علن ঘোষণা করা

عَلاَنِيَةً প্রকাশ্যে

عَلاَ [ن]، عُلُوًّا <علو বড়ত্ব প্রদর্শন করা

تَعَالَى সুমহান হওয়া

تَعَالَوْا তোমরা (পুং ) আস

تَعَالَيْنَ তুমি ( স্ত্রী ) আস

اسْتَعْلَى জয়ী হওয়া

عَالِيٌ ج عَالِينَ বড়াইকারী

الْعُلَى و عُلْيَا؛ عَالِيَةٌ উচ্চ

عَالِيٌ উপর, বাহ্যিক পোশাক

الْعَلِيُّ ص সুমহান, শ্রেষ্ঠ

أَعْلَى ج الأَعْلَوْنَ مث الْعُلْيَا সর্বোচ্চ, উচ্চতম, মহত্তর

مُتَعَالٌ সর্বোচ্চ মর্যাদাবান

عِلِّيُّونَ، عِلِّيِّينَ و عِلِّيٌّ উচ্চতম স্থান

عَلَى উপর

تَعَمَّدَ <عمد স্বেচ্ছায় করা

عَمَدٌ ج عِمَادٌ খুঁটি, টাওয়ার

مُتَعَمِّدٌ স্বেচ্ছাকর্তা

عَمَرَ [ن]، عِمَارَةٌ <عمر আবাদ করা

عَمَّرَ দীর্ঘজীবী করা

اعْتَمَرَ উমরা করা

اسْتَعْمَرَ আবাদ করানো

الْمَعْمُورُ বসতিপূর্ণ, জনবহুল البيت الْمَعْمُور উর্ধ্বাকাশে অবস্থিত ফেরেশতাদের কাবা

مُعَمَّرٌ দীর্ঘায়ু, দীর্ঘজীবী

عَمْرٌ، عُمُرٌ جل أَعْمَارٌ জীবন

الْعُمْرَةُ উমরা হজ

عِمْرَان অধিবাসী, মুসা ‘আলাইহিস সালামের পিতা, মারইয়াম ‘আলাইহিস সালামের পিতা

عَمِيقٌ جل عُمُقٌ <عمق দূরদূরান্ত, দূরবর্তী

عَمِلَ [س]، عَمَلاً <عمل কাজ করা

عَمَلٌ ج أَعْمَالٌ কাজ, আমল

عَامِلٌ جل عُمَّالٌ مث عَامِلَةٌ কর্মী

عَمَّ، عَمَّا <عمم কী বিষয়?

عَمٌّ ج أَعْمَامٌ চাচা, ফুফা

عَمَّاتٌ و عَمَّةٌ ফুফু, চাচী

عَمِهَ [س] <عمه দিশেহারা হওয়া

عَمِيَ [س] <عمي অন্ধ হওয়া

عَمَّي দেখতে না দেওয়া

الْعَمَى অন্ধত্ব, ভ্রান্তি, অজ্ঞতা

عَمُونَ، عَمِينَ و عَمِيٌ؛ أَعْمَى ج عُمْيٌ، عُمْيَانٌ অন্ধ

عَنْ থেকে, সম্পর্কে

عَمَّا কী বিষয়?

عِنَبٌ ج أَعْنَابٌ <عنب আঙুর

عَنِتَ [س] <عنت কষ্ট পাওয়া

أَعْنَتَ কষ্ট ফেলা

عَنَتٌ مص কষ্ট, পাপ, ব্যভিচার

عَنِيدٌ جل عُنُدٌ <عند অবাধ্য

عِندَ নিকটে, সময়ে, পার্শ্বে

عُنُقٌ ج أَعْنَاقٌ <عنق ঘাড়

عَنْكَبُوْتٌ جل عَنْكَبُوْتَاتٌ، عَنَاكِبُ <عنكب মাকড়শা

عَنَى [ن] <عنو বিনীত হওয়া

عِوَجٌ <عوج বক্রতা

عَادَ [ن] <عود ফিরা, পুনরাবৃত্তি করা

أَعَادَ ফিরিয়ে আনা

عَائِدٌ প্রত্যাবর্তনকারী

مَعَادٌ প্রত্যাবর্তনস্থল

عَادٌ হুদ ‘আলাইহিস সালামের উম্মত

عِيدٌ جل أَعْيَادٌ ঈদ

عَاذَ [ن]، مَعَاذٌ <عوذ আশ্রয় নেওয়া

أَعَاذَ আশ্রয় দেওয়া

اسْتَعَاذَ আশ্রয় কামনা করা

مَعَاذٌ আশ্রয়, পানাহ

عَوْرَةٌ ج عَوْرَاتٌ <عور গুপ্তাঙ্গ, গোপনীয়

مُعَوِّقٌ <عوق প্রতিরোধকারী

عَالَ [ن] <عول পক্ষপাতিত্ব করা

عَامٌ جل أَعْوَامٌ <عوم বছর

أَعَانَ <عون সাহায্য করা

تَعَاوَنَ পরস্পরে সাহায্য করা

اسْتَعَانَ সহায়তা কামনা করা

مُسْتَعَانٌ যাচনীয়, ভরসাস্থল

عَوَانٌ جل عُوْنٌ কুমারী, মধ্যম বয়সী

عَهِدَ [س] <عهد অঙ্গীকার করা

عَاهَدَ চুক্তি করা, প্রতিজ্ঞা করা

عَهْدٌ جل عُهُوْدٌ অঙ্গীকার, চুক্তি

عِهْنٌ جل عُهُوْنٌ <عهن পশম, রঙিন পশম

عَابَ [ض] <عيب ত্রুটিপূর্ণ করা

عِيرٌ جل عِيْرَاتٌ <عير কাফেলা, যাত্রীদল

عِيسَى <عيس ঈসা ‘আলাইহিস সালাম

عِيشَةٌ مص <عيش বিলাসী জীবন

مَعَاشٌ جل مَعَايِشُ জীবিকা উপার্জনকাল

مَعِيشَةٌ ج مَعَايِشُ জীবিকা

عَائِلٌ <عيل অভাবী, দরিদ্র

عَيْلَةٌ مص অভাব, দারিদ্র

عَيْنٌ ج عُيُونٌ <عين ঝরণা

أَعْيُنٌ و عَيْنٌ চোখ, নয়ন

عِينٌ و عَيْنَاءُ আয়তলোচনা, ডাগর চক্ষুবিশিষ্ট হুর, কৃষ্ণকালো নয়নমণির অধিকারিণী

مَعِينٌ ص প্রবাহমাণ ঝরণা

عَيِيَ يَعْيَى [س] <عيي অক্ষম হওয়া, অপারগ হওয়া, ক্লান্ত হওয়া

غين

غَابِرٌ <غبر পশ্চাদ্বর্তী

غَبَرَةٌ اج ধূলাবালি, মলিনতা

التَّغَابُنُ <غبن লোকসানের দিন

غُثَاءٌ جل أَغْثَاءُ <عثو খড়কুটা

غَادَرَ <غدر বাদ দেওয়া

غَدَقٌ مص <غدق পর্যাপ্ত বৃষ্টি

غَدَا [ن]، غُدُوًّا <غدو প্রভাত করা

غَدًا আগামীকাল, প্রাতে চলা

غُدُوٌّ، غَدَاةٌ প্রভাত, সকাল

غَدَاءٌ جل أَغْدِيَةٌ নাস্তা

غَرَبَ [ن]، غُرُوبٌ <غرب অস্ত যাওয়া

مَغْرِبٌ ج مَغَارِبُ অস্তাচল

الْمَغْرِبَيْنِ শীত-গ্রীষ্মের অস্তাচলদ্বয়

غَرْبِيٌّ مث غَرْبِيَّةٌ পশ্চিমা

غُرَابٌ جل أَغْرِبَةٌ কালো কাক

غَرَابِيبُ و غِرْبِيْبٌ কুচকুচে

غَرَّ [ن]، غُرُورٌ <غرر ধোকা দেওয়া

غَرُورٌ ধোকাবাজ, প্রতারক

اغْتَرَفَ <غرف অঞ্জলি ভরে নেওয়া

غُرْفَةٌ جل غِرَافٌ এক অঞ্জলি পানি

غُرَفٌ، غُرُفَاتٌ و غُرْفَةٌ কক্ষ

أَغْرَقَ <غرق ডোবানো

غَرْقٌ، غَرَقٌ ডোবা

مُغْرَقٌ নিমজ্জিত, তলায়মান

غَارِمٌ، مُغْرَمٌ <غرم ঋণগ্রস্ত

غَرَامٌ ص জরিমানা

مَغْرَمٌ ঋণ, ক্ষতি, জরিমানা

أَغْرَي <غري লেলিয়ে দেওয়া

غَزْلٌ جل غُزُوْلٌ <غزل তাঁতের সূতাপূর্ণ চরকা

غُزًّى و غَازٍ <غزو যোদ্ধা

غَاسِقٌ <غسق অন্ধকার রাত

غَسَقٌ আঁধার নামা

غَسَّاقٌ পুঁজ

غَسَلَ [ض] <غسل ধৌত করা

اغْتَسَلَ গোসল করা

مُغْتَسَلٌ গোসলখানা

غِسْلِينٌ পুঁজবৃক্ষ, দোযখীদের  পুঁজ ধোয়া টগবগে পানি

غَشِيَ [س]، غَشَّى، <غشي أَغْشَي ঢেকে নেওয়া

تَغَشَّا ঢেকে নেওয়া, জড়িয়ে ধরা, সহবাস করা

اسْتَغْشَى কাপড় জড়ানো

غَاشِيَةٌ ج غَوَاشٍ সর্বগ্রাসী আবরণ, কিয়ামত, বিপদ

غِشَاوَةٌ পর্দা, ঢাকনা

الْمَغْشِيُّ বেহুশ, মূর্ছিত

غَصْبٌ <غصب ছিনিয়ে নেওয়া

غُصَّةٌ جل غُصَصٌ <غصص ক্রোধোদ্দীপক খাদ্য

غَضِبَ [س] غَضَبٌ <غضب রাগ করা, গযব, রোষানল

غَضْبَانٌ ام، مُغَاضِبٌ রাগান্বিত

الْمَغْضُوبُ অভিশপ্ত

غَضَّ [ن] <غضض আনত করা

أَغْطَشَ <غطش আঁধারময় করা

غِطَاءٌ جل أَغْطِيَةٌ <غطو পর্দা, ঢাকনা, অন্তরাল

غَفَرَ [ض]، غُفْرَانٌ، <غفر مَغْفِرَةٌ ক্ষমা করা

أَسْتَغْفَرَ،اسْتِغْفَارٌ ক্ষমা চাওয়া

غَافِرٌ، غَفُورٌ، غَفَّارٌ ক্ষমাকারী

مُسْتَغْفِرٌ ক্ষমাপ্রাথী

غَفَلَ [ن] <غفل উদাসীন হওয়া

أَغْفَلَ উদাসীন বানানো

غَافِلٌ উদাসীন, বিতৃষ্ণ

غَفْلَةٌ مص উদাসীনতা

غَلَبَ [ض] <غلب জয়ী হওয়া, পরাস্ত করা

غَلَبٌ مص পরাজয় বরণ, পরাভব

غَالِبٌ জয়ী, বিজয়ী, জয়শীল

مَغْلُوبٌ পরাজিত, বশীভূত

غُلْبٌ جل غَلْبَاءُ ঘনসন্নিবিষ্ট ফল বাগান

غَلَظَ [ن] <غلظ কঠোর হওয়া

اسْتَغْلَظَ মজবুত হওয়া

غَلِيظٌ ج غِلاَظٌ কঠোর, প্রচণ্ড

غِلْظَةٌ কঠোরতা, দৃঢ়তা

غُلْفٌ و غِلَافٌ <غلف গিলাফে ঢাকা, আবৃত

غَلَّقَ <غلق বন্ধ করা, তালা মারা

غَلَّ [ن] غِلٌّ <غلل আত্মসাৎ করা, আত্মসাৎ, বিদ্বেষ, হিংসা

غُلَّتْ বাঁধা, বেড়ি পরানো

أَغْلاَلٌ و غُلٌّ লোহার বেড়ি, শিকল

مَغْلُولَةٌ শৃঙ্খলিত, বেড়িবদ্ধ

غُلاَمٌ ج غِلْمَانٌ <غلم বালক, সেবক

غَلَا [ن] <غلو বাড়াবাড়ি করা

غَلَى [ض]، غَلْيٌ <غلي উথলে ওঠা

غَمْرَةٌ ج غَمَرَاتٌ <غمر অজ্ঞানতা

تَغَامَزَ <غمز কটাক্ষ করা

أَغْمَضَ <غمض চোখ মিটমিট করা

غَمٌّ جل غُمُوْمٌ <غمم দুঃখ, বেদনা, মর্মপীড়া

غُمَّةٌ جل غُمَمٌ ধাঁধা, মনের সংকীর্ণতা

غَمَامٌ جل غَمَائِمُ সাদা মেঘ, মেঘমালা

غَنِمَ [س] <غنم গনিমত অর্জন করা

مَغَانِمُ و مَغْنَمٌ গনিমত, ধনসম্পদ

غَنَمٌ جل أَغْنَامٌ ছাগল, ভেড়া, মেষ

غَنِيَ [س] <غني থাকা, বাস করা

أَغْنَى ধনী করা, কাজে আসা

اسْتَغْنَى স্বয়ংসম্পন্ন হওয়া

غَنِيٌّ ج أَغْنِيَاءٌ ধনী, অভাবমুক্ত

مُغْنِىٌ অকেজকারী

أَغَاثَ <غوث/ غيث বৃষ্টি দিয়ে সাহায্য করা

اسْتَغَاثَ বৃষ্টি প্রার্থনা করা

يَغُوثُ সিংহ দেবতা

غَيْثٌ جل غُيُوْثٌ বৃষ্টি

غَارٌ جل أَغْوَارٌ، غِيْرَانٌ <غور গুহা, সওর পর্বতের গুহা

مَغَارَاتٌ و مَغَارَةٌ পর্বতের গুহা

غَوْرٌ مص গুহায় প্রবিষ্ট, তলায়মান

غَاصَ [ن] <غوص ডুব দেওয়া

غَوَّاصٌ ام ডুবুরী, ডুবারু

غَائِطٌ جل غِيْطَانٌ، أَغْوَاطٌ <غوط পায়খানা, টয়লেট

غَوْلٌ مص <غول মাতলামি, মাথা ব্যথা

غَوَى [ض] <غوي পথচ্যুত, বিভ্রান্ত

أَغْوَي পথচ্যুত করা

غَيٌّ গোমরাহি, ভ্রান্তি, শাস্তি

غَوِيٌّ، غَاوِيٌ গোমরাহ

اغْتَابَ <غيب গীবত করা

غَيْبٌ ج غُيُوبٌ গায়েব, গুপ্ত

غَائِبٌ مث غَائِبَةٌ অদৃশ্যমান

غَيَابَةٌ جل غَيَابَاتٌ অদৃশ্যতা, তলদেশ

غَيَّرَ <غير পরিবর্তন করা

تَغَيَّرَ পরিবর্তন হওয়া

مُغَيِّرٌ পরিবর্তনকারী

الْمُغِيرَات আক্রমণকারী অশ্ব

غَيْر ব্যতীত, ছাড়া, তবে

غَاضَ [ض] <غيض কম করা, হ্রাস করা

غِيضَ কম হওয়া

غَاظَ [ض] <غيظ রাগান্বিত করা

غَيْظٌ مص রাগ, রোষ, ক্রোধ

غَائِظٌ ক্রোধোদ্দীপক

تَغَيُّظٌ রাগান্বিত হওয়া, রুখে ওঠা, দাঁতে দাঁত কষা, সরোষে, আক্রোষে

فاء

فُؤَادٌ ج أَفْئِدَةٌ <فأد অন্তর, মন, হৃদয়

فِئَةٌ ج فِآتٌ، فِئُوْنَ <فأي দল, জামাত, বাহিনী

فَتَأَ [ف] <فتأ করতে থাকা

فَتَحَ [ف]، فَتْحًا <فتح খোলা, জয়ী করা

فَتَّحَ খোলা

اسْتَفْتَحَ বিজয় কামনা করা

فَتْحٌ বিজয়, মক্কা বিজয়

فَاتِحٌ বিচারক, মীমাংসাকারী

فَتَّاحٌ শ্রেষ্ঠবিচারক

مُفَتَّحَةٌ খোলা, অবারিত

مَفَاتِحُ و مِفْتَحٌ চাবি, ভাণ্ডার, খাজানা

فَتَرَ [ن] <فتر কমানো, শিথিলতা করা

فَتَّرَ কমানো, হ্রাস করা

فَتْرَةٌ جل فَتَرَاتٌ বিরতি, মধ্যবর্তী ব্যবধান

فَتَقَ [ن] <فتق পৃথক করা, বিভক্ত করা

فَتِيلٌ جل فَتَائِلُ <فتل বাতির সলিতা, সামান্য

فَتَنَ [ض]، فِتْنَةٌ، فُتُونٌ <فتن পরীক্ষা করা

فُتُونٌ مص পরীক্ষা, উদ্ধার

فَاتِنٌ বিপদাপন্নকারী, পরীক্ষক

مَفْتُونٌ বিপদগ্রস্ত, পাগল

فِتْنَةٌ جل فِتَنٌ ফেতনা, পরীক্ষা, বিপদ

أَفْتَى <فتو ফতওয়া দেওয়া

اسْتَفْتَى ফতওয়া চাওয়া

فَتًى  ج فِتْيَةٌ، فِتْيَانٌ যুবক, ভৃত্য

فَتَيَاتٌ و فَتَاةٌ ক্রীতদাসী, সেবিকা

فَجٌّ ج فِجَاجٌ <فجج দীর্ঘপথ, গিরিপথ

فَجَرَ [ن] <فجر প্রবাহিত করা, পাপ করা

فَجَّرَ، تَفْجِيرًا দ্রুত বেগে প্রবাহিত করা

تَفَجَّرَ، انفَجَرَ প্রবাহিত হওয়া

فَاجِرٌ ج فُجَّارٌ، فَجَرَةٌ পাপী

فُجُورٌ مص পাপ, অন্যায়, ব্যভিচার

فَجْرٌ প্রভাত, ঊষা, ফজর

فَجْوَةٌ جل فَجَوَاتٌ <فجو প্রশস্ত চত্তর, ময়দান

فَحْشَاءُ، فَاحِشَةٌ ج فَوَاحِشُ <فحش অপকর্ম, অশ্লীলতা

فَخُورٌ ام <فخر দাম্ভিক, অহঙ্কারী

تَفَاخُرٌ গর্ব করা, বড়াই করা

فَخَّارٌ و فَخَّارَةٌ পোড়ামাটি, মৃৎপাত্র

فَدَي [ض]، افْتَدَى <فدي মুক্তিপণ দেওয়া

فَادَى মুক্তিপণ নেওয়া

فِدَاءٌ، فِدْيَةٌ মুক্তিপণ, ফিদয়া

فُرَاتٌ <فرت সুস্বাদু পানি, মিঠা পানি

فَرْثٌ جل فُرُوْثٌ <فرث গোবর, পশুর মল

فَرَجَ [ض] <فرج বিদীর্ণ করা, ফাঁক করা

فَرْجٌ ج فُرُوجٌ ফাটল, নারীত্ব

فَرِحَ [س] <فرح আনন্দ করা, ফুর্তি করা

فَرِحٌ ج فَرِحُونَ উল্লাসী

فَرْدٌ ج فُرَادَى <فرد একাকী, একক

الْفِرْدَوْسُ <فردس সর্বোত্তম জান্নাত

فَرَّ [ض]، فِرَارًا <فرر পালানো

مَفَرٌّ পালাবার পথ বা স্থান

فَرَشَ [ن، ض] <فرش বিছানো, ছড়ানো

فَرْشٌ اج ছোট পশু

فِرَاشٌ ج فُرُشٌ বিছানা, গদি

فَرَاشٌ و فَرَاشَةٌ বিক্ষিপ্ত প্রজাপতি

فَرَضَ [ض] <فرض ফরজ করা

فَرِيضَةٌ جل فَرَائِضُ অবধারিত মোহরানা

مَفْرُوضٌ অবধারিত, নির্ধারিত

فَارِضٌ বেশী বয়স্ক, বৃদ্ধ

فَرَطَ [ن]، فُرُطًا <فرط অতিরঞ্জিত করা

فَرَّطَ কাটছাঁট করা, হ্রাস করা

مُفْرَطٌ অগ্রবর্তী

فَرْعٌ جل فُرُوْعٌ <فرع শাখা প্রশাখা, ডালপালা

فِرْعَوْنُ جل فَرَاعِنَةٌ <فرعن মিশরের রাজা

فَرَغَ [ن] <فرغ অবসর হওয়া, শেষ করা

أَفْرَغَ ঢেলে দেওয়া

فَارِغٌ শুন্যহৃদয়, অধৈর্য

فَرَقَ [ن]، فَرْقًا، فَرَّقَ، فَارَقَ، فِرَاقٌ <فرق পৃথক পৃথক করা

فَرِقَ [س] বিচ্ছেদের আশঙ্কা করা

تَفَرَّقَ، تَتَفَرَّقَ পৃথক হওয়া

فِرْقٌ جل فُرُوْقٌ ভিন্নাংশ, খণ্ড, টুকরা

فِرْقَةٌ جل فِرَقٌ؛ فَرِيقٌ جل أَفْرِقَةٌ ভিন্নদল, বিভাগ

فُرْقَانٌ কুরআন, সত্য-মিথ্যা পৃথককারী, মুজিযা, বদর যুদ্ধ

الْفَارِقَاتُ পৃথককারী

مُتَفَرِّقٌ বিভক্তমান, বিচ্ছিন্ন

فَارِهِينَ <فره সদর্পে, গর্বের সাথে

افْتَرَى، افْتِرَاءً <فري মিথ্যা রচনা করা, অপবাদ দেওয়া

الْمُفْتَرِي মিথ্যা রচয়িতা

مُفْتَرًى মিথ্যা রচিত, কৃত্রিম

فَرِيٌّ ص অপবাদযোগ্য, মারাত্মক

أَفْتَرَى মিথ্যা রচনা করেছে?

اسْتَفَزَّ <فزز উৎখাত করা

فَزِعَ [س] فَزَعٌ <فزع অস্থির হওয়া

فَزَّعَ অস্থিরতা দূর করা

فَزَعٌ جل أَفْزَاعٌ অস্থিরতা, ভীতি, ত্রাস

فَسَحَ [ف]، تَفَسَّحَ <فسح স্থান প্রশস্ত করা

فَسَدَ [ن، ض] <فسد দূষিত হওয়া, নষ্ট হওয়া

أَفْسَدَ দূষিত করা, বিশৃঙ্খলা করা, অশান্ত করা

فَسَادٌ مص ফাসাদ, দূষণ, বিশৃঙ্খলা

مُفْسِدٌ দূষিতকারী, বিশৃঙ্খল

تَفْسِيرٌ <فسر তাফসীর, ব্যাখ্যা

فَسَقَ [ن]، فِسْقٌ، فُسُوقٌ <فسق পাপ করা, ফাসিক হওয়া

فَاسِقٌ পাপী, ফাসিক

فَشِلَ [س] <فشل হীনবল হওয়া

أَفْصَحُ <فصح অধিকতর বাগ্মী

فَصَلَ [ض] <فصل যাত্রা করা, রওনা করা

فَصَّلَ، تَفْصِيلاً ব্যাখ্যা করা

فَصْلٌ جل فُصُوْلٌ  মীমাংসা, বিচার

يَوم الْفَصْلِ মীমাংসা দিবস

كَلِمَةُ الْفَصْلِ বিচার বাণী

قَولٌ فَصْلٌ বিশদ বিবরণ

فَصْلَ الخِطَاب বাগ্মীতাপূর্ণ বিচার শক্তি, সুস্পষ্ট সম্বোধন

الْفَاصِلُ বিচারক, বিচারপতি

فِصَالٌ মায়ের দুধ ছাড়ানো

فَصِيلَةٌ جل فَصَائِلُ স্বজাতি, গোষ্টি, বংশ

مُفَصَّلٌ সুস্পষ্ট, বিস্তারিত

انفِصَامٌ <فصم খণ্ডন, ভাঙন, বিচূর্ণন

فَضَحَ [ف] <فضح লাঞ্ছিত করা

اَنفَضَّ <فضض দূরে সরা, ছিটকে পড়া

فِضَّةٌ جل فِضَضٌ রূপা, চাঁদি, রজত

فَضَّلَ، تَفْضِيلاً <فضلশ্রেষ্ঠত্ব দেওয়া

تَفَضَّلَ শ্রেষ্ঠত্ব অর্জন করা

فَضْلٌ جل فُضُوْلٌ শ্রেষ্ঠত্ব, ফযীলত

أَفْضَى <فضي মেলামেশ করা, পৌঁছা

فَطَرَ [ن] <فطر সৃষ্টি করা, বিদীর্ণ করা

تَفَطَّرَ، انفَطَرَ বিদীর্ণ হওয়া

فَاطِرٌ স্রষ্টা, উদ্ভাবক

فِطْرَةٌ جل فِطَرٌ সৃষ্টিগত স্বভাব, প্রকৃতি

فُطُورٌ و فَطَرٌ ফাটল, বিদারণ, ত্রুটি

مُنفَطِرٌ বিদীর্ণমান, ধ্বংসশীল

فَظٌّ جل أَفْظَاظٌ <فظظ কর্কশ, রূঢ়, অভদ্র

فَعَلَ [ف]، فِعْلٌ <فعل করা, কাজ করা

فَعْلَةٌ করণীয়, ঘটাবার

فَاعِلٌ কর্তা, সংঘটক

فَعَّالٌ অতিশয় ক্রিয়মাণ

مَفْعُولٌ কৃত, ঘটিতব্য

فَقَدَ [ض] <فقد হারানো, খোয়ানো

تَفَقَّدَ হারানো বস্তু তালাশ করা

فَقْرٌ جل فُقُوْرٌ <فقر দরিদ্রতা, দারিদ্র, দৈন্য

فَقِيرٌ ج فُقَرَاءُ দরিদ্র, গরিব

فَاقِرَةٌ جل فَوَاقِرُ মেরুদণ্ড ভাঙা বিপদ

فَاقِعٌ <فقع পাকা রং, গাড় হলদে

فَقِهَ [س] <فقه বোঝা, জানা

تَفَقَّهَ পাণ্ডিত্য অর্জন করা

فَكَّرَ، تَفَكَّرَ <فكر চিন্তাভাবনা করা

فَكٌّ <فكك মুক্ত করা, আযাদ করা

مُنفَكٌّ দেবদেবীকে ত্যাগকারী

تَفَكَّهَ <فكه প্রলাপ বকা

فَكِهٌ، فَاكِهٌ সহাস্য, হাসিমুখ, রসিক, উল্লাসী, আনন্দিত

فَاكِهَةٌ ج فَوَاكِهُ ফল, ফলমূল

أَفْلَحَ <فلح সফল হওয়া

مُفْلِحٌ সফল, কৃতকার্য, সার্থক

انفَلَقَ <فلق বিদীর্ণ হওয়া, চিরা

فَلَقٌ جل أَفْلَاقٌ আঁধারচেরা ঊষার আলো

فَالِقٌ বিদীর্ণকারী

فُلْكٌ اج <فلك নৌকা, সমুদ্রযান

فَلَكٌ جل أَفْلَاكٌ আকাশ, কক্ষপথ

فُلاَنٌ <فلن অমুক, অমুক ব্যক্তি

فَنَّدَ <فند দুর্বল ভাবা, উপহাস করা

أَفْنَانٌ و فَنَنٌ <فنن শাখা, ডালপালা

فَانٍ <فني ধ্বংসশীল, নশ্বর, অনিত্য

فَاتَ [ن]، فَوْتٌ <فوت হাতছাড়া হওয়া

تَفَاوُتٌ অসামঞ্জস্যতা, গরমিল

فَوْجٌ ج أَفْوَاجٌ <فوج দল, জামাত

فَارَ [ن] <فور উথলে ওঠা

فَوْرٌ مص তাড়াতাড়ি, হঠাৎ

فَازَ [ن]، فَوْزًا <فوز কৃতকার্য হওয়া

فَائِزٌ কৃতকার্য, সফল

مَفَازٌ مث مَفَازَةٌ সফলতা

فَوَّضَ <فوض অর্পণ করা

أَفَاقَ <فوق চেতনা লাভ করা

فَوْقَ উপর, উর্ধ্বে, অতি

فَوَاقٌ স্বল্পসময়, বিরতি

فُومٌ اج <فوم রসুন, গম, গন্দম, খাদ্য শস্য

فَاهٌ ج أَفْوَاهٌ <فوه মুখ, উচ্চারণ

فَهَّمَ <فهم বুঝানো, বুঝিয়ে দেওয়া

فِي মধ্যে, ভিতরে, আছে

فَاءَ [ض] <فيء প্রত্যাবর্তন করা

أَفَاءَ বিনাযুদ্ধে সম্পদ দেওয়া

تَفَيَّأَ প্রত্যাবর্তন করা, ছায়া ঢলে পড়া

فِئَةٌ جل فِئَاتٌ، فِئُوْنَ দল, জামাত, বাহিনী

فَاضَ [ض] <فيض প্রবাহিত হওয়া, সিক্ত হওয়া

أَفَاضَ প্রত্যাবর্তন করা, দ্রুত যাওয়া, লিপ্ত হওয়া, ঢালা

فِيلٌ جل أَفْيَالٌ <فيل হাতি, হস্তী, গজ

أَصْحَاب الْفِيلِ হস্তী বাহিনী

قاف

ق অনবহিত অর্থ

مَقْبُوحٌ <قبح কুৎসিত, বিশ্রী

أَقْبَرَ <قبر কবর দেওয়া

قَبْرٌ ج قُبُورٌ কবর, সমাধি

مَقَابِرُ و مَقْبَرَةٌ গোরস্থান, কবরস্থান

اقْتَبَسَ <قبس আলো নেওয়া

قَبَسٌ جل أَقْبَاسٌ জ্বলন্ত অঙ্গার

قَبَضَ [ض]، قَبْضًا <قبض ধরা, হস্তগত করা, সংকুচিত করা

قَبْضَةٌ جل قَبْضَاتٌ এক মুষ্ঠি, করায়ত্ব

مَقْبُوضَةٌ হস্তগত, করায়ত্ব

قَبِلَ [س]، قَبُولٌ، تَقَبَّلَ <قبل কবুল করা

أَقْبَلَ অগ্রসর হওয়া

قَابِلٌ কবুলকারী, গ্রহিতা

مُتَقَابِلٌ মুখোমুখী

مُسْتَقْبِلٌ আগন্তক, আগুয়ান

قِبْلَةٌ কিবলা, কা‘বা শরীফ

قَبِيلٌ قُبَلَاءُ সামনে, অগ্রবর্তী বাহিনী

قَبَائِلُ و قَبِيْلَةٌ গোত্র, পরিবার

قُبُلٌ সামনে, মুখোমুখী

قِبَلٌ দিক, মোকাবেলার শক্তি

قَبْلُ পূর্বে, আগে, ইতিপূর্বে

قَتَرَ [ن] <قتر কৃপণতা করা

قَتَرَةٌ ج قَتَرٌ ধূলা, মলিনতা

قَتُورٌ ص কৃপণ, বখীল, ব্যয়কুণ্ঠ

مُقْتِرٌ দরিদ্র, নিঃস্ব, অভাবী

قَتَلَ [ن]، قَتْلٌ <قتل হত্যা করা

قَتَّلَ، تَقْتِيلاً টুকরা টুকরা করে হত্যা করা, কুটিয়ে হত্যা করা

قَاتَلَ، قِتَالاً যুদ্ধ করা

اقْتَتَلَ খুনাখুনি করা

قَتْلَى و قَتِيْلٌ নিহত ব্যক্তি

قِثَّاءٌ اج <قثأ শসা জাতীয় ফল

اقْتَحَمَ <قحم ঢুকে পড়া

مُقْتَحِمٌ প্রবেশকারী, প্রবেশমান

قَدْ নিশ্চয়, এইমাত্র, হয়তো

قَدْحٌ مص <قدح ক্ষুরাঘাতে অগ্নি প্রজ্বলন

قَدَّ [ن] <قدد ছিড়ে ফেলা, ছিন্ন করা

قِدَدٌ و قِدَّةٌ ছিন্নমূল, বিভক্ত, বিভিন্ন

قَدَرَ [ض] <قدر সম্মান করা, পারা

قَدَّرَ، تَقْدِيرًا নির্ধারিত করা

قَدْرٌ جل أَقْدَارٌ সম্মান, নির্ধারিত, যথার্থ

قَادِرٌ সক্ষম, ক্ষমতাবান

قَدِيرٌ ص সর্বক্ষম, পরাক্রান্ত

قَدَرٌ جل أَقْدَارٌ؛ مِقْدَار পরিমাণ

مَقْدُورٌ নির্ধারিত, পরিমিত

مُقْتَدِرٌ শক্তিশালী, বিজয়ী

قُدُورٌ و قِدْرٌ ডেগচী, ডেগ, বড় পাত্র

قَدَّسَ <قدس পবিত্রতা ঘোষণা করা

قُدُّوسٌ،مُقَدَّسٌ، مُقَدَّسَةٌ، قُدُسٌ পবিত্র, পূত, পাক

رُوح الْقُدُسِ পবিত্রাত্মা, জিবরাঈল ‘আলাইহিস সালামের উপাধি

قَدِمَ [س] <قدم আসা, পৌঁছা

قَدَمَ [ن] অগ্রগামী হওয়া

قَدَّمَ অগ্রগামী করা

تَقَدَّمَ অগ্রগামী হওয়া

اسْتَقْدَمَ অগ্রগামী হতে চাওয়া

قَدَمٌ ج أَقْدَامٌ পা, পদমর্যাদা

قَدِيمٌ قُدَمَاءُ পুরাতন, প্রাচীন

الأَقْدَمُ পূর্ববর্তী, পূর্বপুরুষ

مُسْتَقْدِمٌ অগ্রগামী, অগ্রসর

اقْتَدَى <قدو অনুসরণ করা

مُقْتَديٌ অনুসরণকারী, মুক্তাদী

قَذَفَ [ض] <قذف নিক্ষেপ করা, ছুড়ে মারা

قَرَأَ [ف] <قرء পড়া, তেলাওয়াত করা

أَقْرَأَ পড়ানো, পড়িয়ে দেওয়া

القُرْآنُ বারবার পঠিতব্য গ্রন্থ

قُرُوءٌ و قُرْءٌ ঋতু¯্রাব, পবিত্রতা

قَرِبَ [س]، اقْتَرَبَ <قرب নিকটবর্তী হওয়া, কাছে আসা

قَرَّبَ নিকটবর্তী করা, কুরবানি করা

قُرْبَةٌ ج قُرُبَاتٌ، أَقْرَبُ  مث قُرْبَى নিকটবর্তী, নৈকট্য, আত্মীয়তা

قَرِيبٌ جل أَقْرِبَاءُ নিকটবর্তী, অদূরে

قُرْبَانٌ مص কুরবানি, উৎসর্গ

مَقْرَبَةٌ مص আত্মীয়তা

ذَا مَقْرَبَة আত্মীয়, নিকটজন

مُقَرَّبٌ নৈকট্যপ্রাপ্ত, ঘনিষ্ঠ

قَرْحٌ جل قُرُوْحٌ <قرح যখম, ক্ষত, আঘাত

قِرَدَةٌ و قِرْدٌ <قرد বানর, বাঁদর, হনুমান

قَرَّ [ض، س] <قرر শীতল হওয়া, জুড়ানো

قَرْنَ তোমরা (স্ত্রী) প্রশান্তি লাভ কর, স্থির থাকা

أَقَرَّ স্বীকার করা, স্বীকৃতি  দেওয়া, স্থিতিশীলতা দেওয়া

اسْتَقَرَّ স্থিতিশীল থাকা

قَرَارٌ مص স্থিতি, বিশ্রামালয়

قُرَّةٌ مص প্রশান্তি, সান্ত¦না, শীতলতা

مُسْتَقَرٌّ শান্তিকুঞ্জ, বিশ্রামাগার

مُسْتَقِرٌّ অবস্থানকারী, স্থির

قَوَارِيرُ و قَارُوْرَةٌ কাঁচের মতো স্বচ্ছ রূপালি পানপাত্র

قُرَيْشٌ <قرش নবীজী স. এর বংশ

قَرَضَ [ض] <قرض পাশ কেটে যাওয়া

أَقْرَضَ ঋণ দেওয়া

قَرْضٌ جل قُرُوْضٌ ঋণ, কর্জ, ধার, দেনা

قِرْطَاسٌ ج قَرَاطِيسُ <قرطس কাগজ

قَارِعَةٌ <قرع করাঘাতকারী

اقْتَرَفَ <قرف অর্জন করা, কামানো

مُقْتَرِفٌ অর্জনকারী

قَرْنٌ ج قُرُونٌ <قرن বংশ, শতাব্দী

الْقَرْنَيْنِ দুই শিং, শৃঙ্গদ্বয়

ذِي الْقَرْنَيْنِ দুই শিং বিশিষ্ট

قَرِينٌ ج قُرَنَاءُ বন্ধু, সহচর

مُقْرِنٌ শৃঙ্খলাবদ্ধকারী

مُقَرَّنٌ শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত

مُقْتَرِنٌ সহচর, সঙ্গী

قَارُون কারূন

قَرْيَةٌ ج الْقُرَى <قري গ্রাম, বস্তি, শহর

أُمُّ الْقُرَى নগরমাতা, মক্কা

قَسْوَرَةٌ جل قَسَاوِرَةٌ <قسور সিংহ, শিকারী

قِسِّيسٌ <قسس ধর্মযাযক, পোপ, পাদ্রী

أَقْسَطَ <قسط ইনসাফ করা

قَاسِطٌ বেইনসাফকারী

أَقْسَطُ অধিক ন্যায়পরায়ণ

مُقْسِطٌ ন্যায়পরায়ণ

قِسْطٌ اج ইনসাফ, যথাযথ

قِسْطَاسٌ جل قَسَاطِيْسُ <قسطس ন্যায়বিচার, নিক্তি

قَسَمَ [ض] <قسم বণ্টন করা, ভাগ করা

أَقْسَمَ، قَاسَمَ কসম খাওয়া

تَقَاسَمَ পরস্পরে শপথ করা

اقْتَسَمَ বণ্টনে আগ্রহী হওয়া

قَسَمٌ جل أَقْسَامٌ কসম, শপথ, দৃঢ়প্রতিজ্ঞা

قِسْمَةٌ جل قِسَمٌ বণ্টন, ভাগ, ভাগ্য

مَقْسُومٌ বণ্টিত, বণ্টনযোগ্য

مُقَسِّمٌ، مُقْتَسِمٌ বণ্টনকারী

قَسَى [ن] <قسو কঠোর হওয়া, পাষাণ হওয়া, শক্ত হওয়া

قَسْوَةٌ مص কঠোরতা, পাষাণ

قَاسِيَةٌ কঠোর, পাষাণ, নিষ্ঠুর

اقْشَعَرَّ <قشعر শিউরে ওঠা

قَصَدَ [ض] <قصد মধ্যমপন্থী হওয়া

قَصْدٌ مص মধ্যমপন্থা, সোজাপথ

قَاصِدٌ মধ্যমপন্থী, নাতিদীর্ঘ

مُقْتَصِدٌ مث مُقْتَصِدَةٌ মধ্যমপন্থী

قَصَرَ [ن] <قصر হ্রাস করা, কসর করা

أَقْصَرَ কম করা, ক্ষান্ত হওয়া

قَصْرٌ ج قُصُورٌ প্রাসাদ

قَاصِرَاتٌ সীমিতলোচনা

مَقْصُورَاتٌ আবৃত, সুরক্ষিত

مُقَصِّرٌ চুল খাটকারী

قَصَّ [ن] <قصص ঘটনা বলা, পদাঙ্কে চলা

قَصَصٌ مص কেচ্ছা, গল্প, পদাঙ্ক

قِصَاصٌ হত্যার বদলায় হত্যা

قَاصِفٌ <قصف তুফান, ঝঞ্ঝাবায়ু

قَصَمَ [ض] <قصم ধ্বংস করা

قَصِيٌّ جل أَقْصَاءُ <قصو দূরবর্তী ব্যবধান

أَقْصَى مث قُصْوَى দূরতম

قَضْبٌ اج <قضب শাক-সবজি

انْقَضَّ <قضض ভূমিস্মাৎ হওয়া

قَضَى [ض] <قضي ফায়সালা করা

قَاضٍ কাযী, বিচারক

قَاضِيَةٌ চূড়ান্ত ফায়সালা, মৃত্যু

مَقْضِيٌّ চূড়ান্ত, ফায়সালা

قِطْرٌ <قطر গলিত তামা, পিতল

أَقْطَارٌ و قُطْرٌ প্রান্ত, কিনারা

قَطِرَانٌ আলকাতরা, পীচ

قِطٌّ جل قِطَطٌ <قطط আমলনামা, প্রাপ্য, রিযিক

قَطَعَ [ف] <قطع কাটা, অতিক্রম করা

قَطَّعَ টুকরা টুকরা করা

تَقَطَّعَ কেটে পড়া

 قِطْعٌ مث قِطْعَةٌ ج قِطَعٌটুকরা, খণ্ড, অংশ

قَاطِعَة চূড়ান্তকারিণী

مَقْطُوعٌ কর্তিত, কর্তনীয়

لا مَقْطُوعَة অবিরাম

قُطُوفٌ و قِطْفٌ <قطف ফলের খোসা বা গুচ্ছ

قِطْمِيرٌ <قطمر খেজুরের বিচির ছিলকা, তুচ্ছবস্তু

يَقْطِينٌ <يقطن লাউ, কদু, কুমড়া

قَعَدَ [ن]، قُعُودًا <قعد বসা

قَاعِدٌ ج قَعِيدٌ উপবিষ্ট, বসা

الْقَوَاعِدُ و قَاعِدَةٌ গর্ভধারণে অক্ষম, মূল

مَقْعَدٌ ج مَقَاعِدُ আসন, ক্ষেত্র

مُنقَعِرٌ <قعر উপড়ানো, ছিন্নমূল

أَقْفَالٌ و قُفْلٌ<قفل তালা, বন্ধন

قَفَا [ن] <قفو অনুসরণ করা

قَفَّي অনুসরণ করানো

أَقْلَبَ <قلب ফেরত পাঠানো

قَلَّبَ উলটে দেওয়া, ঘুরানো

تَقَلَّبَ، انقَلَبَ، تَقَلُّبٌ উলটে যাওয়া, ফিরে আসা, ঘুরা

مُنقَلِبٌ আবর্তনশীল

مُنقَلَبٌ، مُتَقَلَّبٌ প্রত্যাবর্তনস্থল

قَلْبٌ ج قُلُوبٌ পরিবর্তনশীল বস্তু, অন্তর, মন, হৃদয়, দিল

قَلاَئِدُ و قِلَادَةٌ <قلد হার, কুরবানির পশু

مَقَالِيدُ و مِقْلَادٌ ভাণ্ডার, চাবিকাঠি

أَقْلَعَ <قلع বর্ষণ বন্ধ করা

قَلَّ [ض] <قلل কম হওয়া, অল্প হওয়া

أَقَلَّ সহজে বহন করা

قَلَّلَ কম করে দেখানো

قَلِيلٌ ج قَلِيلُونَ مث قَلِيلَةٌ অল্প, কম

أَقَلُّ অধিক কম, সামান্যতম

قَلَمٌ ج أَقْلاَمٌ <قلم কলম, লেখনি

قَلَى [ض] <قلي ঘৃণা করা, বিরূপ হওয়া

الْقَالِينَ ঘৃণাকারী, অখুশি

مُقْمَحٌ <قمح উর্ধ্বমুখী, আকাশমুখী

قَمَرٌ جل أَقْمَارٌ <قمر চাঁদ, চন্দ্র, শশী, চন্দ্রিমা

قَمِيصٌ جل قُمَصٌ <قمص কামিজ, জামা

قَمْطَرِيرٌ <قمطرر কঠোর, কিয়ামত

مَقَامِعُ و مِقْمَعَةٌ <قمع মুগুর, হাতুড়ি, ডাণ্ডা

قُمَّلٌ و قُمَّلَةٌ <قمل উকুন

قَنَتَ [ن] <قنت একাগ্রচিত্ত হওয়া

قَانِتٌ একাগ্রচিত্ত, অনুগত

قَنَطَ [ن، ض] <قنط নিরাশ হওয়া

قَانِطٌ নিরাশ, ভগ্নহৃদয়

قَنُوطٌ ام অতিশয় নিরাশ

قِنْطَارٌ ج قَنَاطِيرُ <قنطر ভাণ্ডার

مُقَنطَرَةٌ ভাণ্ডারজাত, স্তুপিকৃত

قَانِعٌ <قنع অল্পেতুষ্ট, সংযমী

مُقْنِعٌ উর্ধ্বমুখী

قِنْوَانٌ و قِنْوٌ <قنو খেজুর গুচ্ছ, কাঁদি

أَقْنَى <قني সম্পদশালী করা

قَابٌ <قوب ধনুক পরিমাণ

قَابَ قَوسَين  দুই ধনুক পরিমাণ

أَقْوَاتٌ و قُوْتٌ <قوت আহার্য, খাদ্য, খোরাক

مُقِيتٌ আহার্যদাতা

قَوْسٌ جل قِسِيٌّ، أَقْوَاسٌ <قوس ধনুক

قَاعٌ ج قِيعَةٌ جل أَقْوَاعٌ، قِيْعَانٌ <قوع সমতলভূমি

قَالَ [ن]، قَوْلٌ، قِيْلٌ <قول বলা

تَقَوَّلَ বানিয়ে বলা, মিথ্যা বলা

قَوْلٌ ج أَقْوَالٌ، أَقَاوِيلُ কথা, গল্প, কল্পকাহিনী

قَائِلٌ বক্তা, প্রবক্তা, উক্তিকারী

قَامَ، قِيَامًا <قوم দাঁড়ানো, ওঠা

أَقَامَ، إِقَامٌ، إِقَامَةٌ উঠানো, অবস্থান করা, কায়েম করা

اسْتَقَامَ অবস্থানে অটল থাকা

قَائِمٌ ج قِيَامٌ مث قَائِمَةٌ দণ্ডায়মান

قَوَّامٌ ام অবস্থান মজবুতকারী

الْقَيُّومُ ام চিরকায়েম

أَقْوَمُ সঠিকতর, কায়েমকারী

مَقَامٌ অবস্থান, পদমর্যাদা

مُقَامٌ، مُقَامَةٌ বাসস্থান, জান্নাত

مُقِيمٌ আদায়কারী, চিরস্থায়ী

قِيَمٌ، قَيِّمٌ، قَيِّمَةٌ সঠিক, চিরস্থায়ী

قَوَامٌ মধ্যমপন্থা, ন্যায়সঙ্গত

تَقْوِيمٌ গঠন, আকৃতি

مُسْتَقِيمٌ সরল, অটলপন্থী

قِيَامَةٌ দাঁড়ানো, কিয়ামত

قَوْمُ جل أَقْوَامٌ জাতি, উম্মত, সম্প্রদায়

قُوَّةٌ ج الْقُوَى <قوو শক্তি, প্রতাপ

قَوِيٌّ جل أَقْوِيَاءُ শক্তিশালী, সামর্থবান

الْمُقْوِي মরুচারী, মরুবাসী

قَهَرَ [ف] <قهر শক্তি খাটানো, জুলুম করা, ক্ষমতা প্রয়োগ করা

قَاهِرٌ প্রবল, বিজয়ী, তেজী

قَهَّارٌ মহাপরাক্রমশালী

قَيَّضَ <قيض নির্ধারণ করা, লেলিয়ে দেওয়া, নিয়োজিত করা,

قَائِلٌ <قيل দুপুরে নিদ্রিত, দুপুরে শোয়া ব্যক্তি

مَقِيلٌ দুপুরের বিশ্রামাগার

كاف

كَ، كُمَا، كُمْ، كِ، كُنَّ তোমার, তোমাদের, তোমাকে, তোমাদেরকে

كَأْسٌ جل كُئُوْسٌ <كأس পেয়ালা, গ্লাস, সুরাবাটি

كَأَنَّ، كَأَنَّمَا কেমন যেন, যেন

وَيْكَأَنَّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক!

كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু

كَبَّ [ن] <كبب মাথা নিচের দিকে করে ফেলা, অধোশির পতন

مُكِبٌّ অধোশির, অধোমুখী

كَبَتَ [ض] <كبت হেয় করা, অবজ্ঞা করা

كَبَدٌ جل أَكْبَادٌ، كُبُوْدٌ <كبد শ্রমসাধ্যতা, সহ্যক্ষমতা, সুঠাম দেহ, কষ্ট, ক্লান্তি

كَبِرَ [س] <كبر বড় হওয়া, বালেগ হওয়া

كَبُرَ [ك] বড় হয়ে দাঁড়ানো

أَكْبَرَ বড় হয়ে দেখা

كَبَّرَ، تَكْبِيرًا  আল্লাহু আকবার বলা, গুণগান করা

تَكَبَّرَ، اسْتَكْبَرَ، اسْتِكْبَارًا নিজেকে বড় মনে করা

مُتَكَبِّرٌ، مُسْتَكْبِرٌ অহঙ্কারী

 كِبْرٌঅহঙ্কার, বড়াই, স্পর্ধা

كِبَرٌ বার্ধক্য, প্রবীণতা

كَبِيرٌ ج كُبَرَاء বড়, নেতা

كَبِيرَةٌ ج كَبَائِرُ বড়, মহাপাপ

كُبَّارٌ অতিবড়, বিরাট

أَكْبَرُ ج أَكَابِرُ مث كُبْرَى ج كُبَرٌ বৃহত্তম, ভীষণ বড়, শ্রেষ্ঠতম

الْكِبْرِيَاءُ مص শ্রেষ্ঠত্ব, বড়ত্ব

كَبْكَبَ <كبكب নিম্নমুখী করে ফেলা

كَتَبَ [ن] <كتب লেখা, ফরজ করা

اكْتَتَبَ লিখানো, লিখে নেওয়া

كَاتَبَ দাসের চুক্তিপত্রে মুক্তিপণের পরিমাণ লেখা

كَاتِبٌ جل كُتَّابٌ লেখক, কেরানি

كِتَابٌ ج كُتُبٌ কিতাব, কুরআন

مَكْتُوبٌ লিখিত, লিপিবদ্ধ

كَتَمَ [ن] <كتم গোপন করা, লুকানো

كَثِيبٌ جل كُثُبٌ، كُثْبَانٌ <كثب বালি, বালুকা, বালুস্তুপ

كَثُرَ [ك] <كثر বৃদ্ধি পাওয়া

كَثَّرَ، أَكْثَرَ বৃদ্ধি করা

اسْتَكْثَرَ বাড়াতে চাওয়া

كَثْرَةٌ বর্ধন, পরিবর্ধন, আধিক্য

كَثِيرٌ مث كَثِيرَةٌ অনেক, অসীম

أَكْثَرُ সবচেয়ে বেশি, অনেকে

تَكَاثُرٌ প্রাচুর্য, ধনবর্ধন

الْكَوْثَرُ হাউজে কাউসার

كَدْحٌ <كدح আপ্রাণ চেষ্টা করা

كَادِحٌ অধ্যবসায় প্ররিশ্রমী

انكَدَرَ <كدر প্রভাহীন হওয়া

أَكْدَى <كدي কৃপণতা করা

كَذَبَ [ض] <كذب মিথ্যা বলা

كَذَّبَ، تَكْذِيبٌ، كِذَّابًا মিথ্যুক বলা, মিথ্যাচার করা

كَذِبٌ جل أَكَاذِيْبُ মিথ্যা, অসত্য, ভুয়ো

كَاذِبٌ مث كَاذِبَةٌ মিথ্যুক, অসত্য

كَذَّابٌ মিথ্যাপ্রিয়, ধাপ্পাবাজ

مَكْذُوبٌ মিথ্যা, মিথ্যে

غَير مَكْذُوبٍ মিথ্যা নয়

مُكَذِّبٌ মিথ্যাচারী, ধাপ্পাবাজ

كَرْبٌ كُرُوْبٌ <كرب বিপদ, দুশ্চিন্তা, দুঃখ

كَرَّةٌ جل كَرَّاتٌ <كرر একবার

كَرَّتَيْنِ দ্বিতীয় বার, পুনর্বার

كُرْسِيٌّ جل كَرَاسِيُّ <كرس সিংহাসন, রাজাসন

كَرَّمَ، أَكْرَمَ، الإِكْرَام <كرم সম্মান করা, মর্যাদা দেওয়া

كَرِيمٌ ج كِرَامٌ সম্মানিত, মহৎ

الأَكْرَمُ সর্বাধিক সম্মানিত

مُكَرَّمَةٌ، مُكْرَمٌ সম্মানিত

مُكْرِمٌ সম্মানদাতা, সমীহকারী

كَرِهَ [س] <كره অপছন্দ করা, ঘৃণা করা

كَرَّهَ ঘৃণিত বানানো

أَكْرَهَ، إِكْرَاهٌ বল প্রয়োগ করা

كَرْهٌ বল প্রয়োগে, বাধ্য হয়ে

كُرْهٌ অপ্রিয়, বাধ্য হয়ে, কষ্ট

كَارِهٌ ঘৃণাকারী, অখুশি, ক্ষুব্ধ

مَكْرُوهٌ ঘৃণিত, অপ্রিয়

كَسَبَ [ض]، اكْتَسَبَ <كسب অর্জন করা

كَسَادٌ <كسد দাম কমা, লস হওয়া

كِسَفٌ، كِسْفٌ و كِسْفَةٌ <كسف টুকরা, অংশ

كُسَالَى و كَسْلَانٌ <كسل অলস, অনাগ্রহী

كَسَا [ن] <كسو পরিধান করানো

كِسْوَةٌ جل كُسًى পোশাক, পরিধেয়

كَشَطَ [ض] <كشط গুটিয়ে ফেলা

كَشَفَ [ض]، كَشْفٌ <كشف খোলা, বিদূরণ

كَاشِفٌ مث كَاشِفَةٌ উন্মোচক

كَاظِمٌ، كَظِيمٌ <كظم সংযমী, ব্যথিত

مَكْظُومٌ সংযত, আত্মনিয়ন্ত্রিত

الْكَعْبَيْنِ <كعب পায়ের টাখনু, গিট

الْكَعْبَةُ কা‘বা শরীফ

كَوَاعِبُ و كَاعِبَةٌ উন্নতস্তন হুর

كُفُؤًا <كفأ সমকক্ষ, মতো, অনুরুপ

كِفَاتٌ <كفت ধারণক্ষম, সর্বসংকুল

كَفَرَ [ن]، كُفْرٌ، كُفْرَانٌ، كُفُوْرٌ <كفر অস্বীকার করা, কৃতঘœ হওয়া

كَفَّرَ অপরাধ গোপন করা

كَافِرٌ ج كَفَرَةٌ، كُفَّارٌ مث كَافِرَةٌ ج كَوَافِرُ কাফের, অকৃতজ্ঞ

كَفُورٌ، كَفَّارٌ বড় কাফের

كَفَّارَةٌ কাফফারা, খেসারত

كَافُورٌ جل كَوَافِيْرُ কর্পুর, কর্পুরের ঝরণা

كَفَّ [ن] <كفف গুটিয়ে নেওয়া

كَفٌّ جل أَكُفٌّ، كُفُوْفٌ হাত, হাতের তালু

كَافَّةٌ সম্পূর্ণ, সবাই, দলে দলে

كَفَلَ [ن] <كفل দায়িত্ব নেওয়া

كَفَّلَ، أَكْفَلَ দায়িত্ব দেওয়া

كِفْلٌ جل أَكْفَالٌ সমপরিমাণ, মতো

كِفْلَيْنِ দ্বিগুন, ডবল

ذَا الْكِفْلِ যুলকিফল ‘আলাইহিস সালাম

كَفِيلٌ جل كُفَلَاءُ জামিন, দায়িত্বশীল

كُفُوًا <كفأ সমকক্ষ, মতো, অনুরুপ

كَفَى [ض] <كفي যথেষ্ট হওয়া, রক্ষা করা

كَافٍ যথেষ্ট, রক্ষণশীল

كَلَأَ [ف] <كلأ তত্ত্বাবধাণ করা

كَلْبٌ جل كِلَابٌ <كلب কুকুর, কুত্তা, সারমেয়

مُكَلِّبٌ কুকুরের কর্মকারী

كَالِحٌ <كلح কুৎসিত, বীভৎস

كَلَّفَ <كلف চাপানো, বিধান দেওয়া

مُتَكَلِّفٌ ভানকারী, ভনিতাকারী

كَلٌّ <كلل বোঝা

كُلٌّ সমস্ত, প্রত্যেকে, পুরো

كُلَّمَا যখনই, তখনই, যতবার

كَلاَلَةٌ পিতামাতা ও সন্তানহীন, বেওয়ারিশ

كَلَّا আদৌ তেমন নয়

كَلَّمَ، تَكْلِيمًا، تَكَلَّمَ <كلم কথা বলা, আলাপ করা

كَلِمَةُ ج كَلِمَات، كَلِمٌ، كَلَامٌ কথা, কুরআন, নেয়ামত

كِلاَ، كِلْتَا উভয়, দুই, -দ্বয়

كَمْ কত? কতিপয়, বহু

أَكْمَلَ <كمل পূর্ণ করে দেওয়া

كَامِلٌ مث كَامِلَةٌ পরিপূর্ণ, সম্পূর্ণ

أَكْمَامٌ و كِمٌّ <كمم খোসা, ঝিল্লিকোষ

الأَكْمَهُ جل كُمْهٌ <كمه অন্ধ, জন্মান্ধ

كَنُودٌ <كند অত্যন্ত অকৃতজ্ঞ

كَنَزَ [ض] <كنز পুঞ্জীভূত করা

كَنْزٌ ج كُنُوزٌ ভাণ্ডার, খাজানা

كُنَّسٌ و كَانِسٌ <كنس তারকা, ধূমকেতু

أَكَنَّ <كنن গোপন করা, পর্দা ফেলা

أَكِنَّةٌ، أَكْنَانٌ و كِنٌّ পর্দা, গেলাফ

مَكْنُونٌ গুপ্ত, প্যাকেটজাত

أَكْوَابٌ و كُوْبٌ <كوب গ্লাস, পানপাত্র, মগ

كَادَ [س، ض] <كود উপক্রম হওয়া

كَوَّرَ <كور আলোকহীন করা

كَوْكَبٌ ج كَوَاكِبُ <كوكب নক্ষত্র, তারা

كَانَ [ن] <كون হওয়া, থাকা, ছিল, আছে

اسْتَكَانَ বিনত হওয়া

مَكَانٌ جل أَمْكِنَةٌ، مَكَانَةٌ স্থান, জায়গা

كَوَى [ض]، تُكْوَى <كوي সেক দেওয়া, সেকা, দগ্ধ করা, ইস্ত্রি করা

كَهْفٌ جل كُهُوْفٌ <كهف পাহাড়ের প্রশস্ত গুহা

كَهْلٌ جل كُهُوْلٌ <كهل ত্রিশোর্ধ, প্রবীণ, বার্ধক্যে

كَاهِنٌ جل كَهَنَةٌ <كهن গণক, পুরোহিত

كَيْ যেন, যাতে, যার ফলে

لِكَي যেন, যাতে

لِكَيْلاَ যেন না, যাতে না

كَيْلَا যেন না, যাতে না

كَادَ [ض]، كَيْدًا <كيد ষড়যন্ত্র করা

الْمَكِيدُ চক্রান্তের শিকার

كَيْفَ <كيف কেমন, কিভাবে, যেরূপ

كَالَ [ض]، كَيْلٌ، اكْتَالَ <كيل মাপা, ওজন করা, পরিমাপ করা

كَيْلٌ جل أَكْيَالٌ ওজন, পরিমাণ, মাপ

مِكْيَالٌ جل مَكَايِيْلُ সের, কাঠা, ওজন পাল্লা, পরিমাপক

لام

لَ، لِ এর, জন্য, শপথ

لَ অবশ্যই, নিঃসন্দেহে, যেন

لَا না, নয়, নই, নহে

أَلاَ জেনে রেখো, শুনে রাখো, সাবধান

فَلاَ তবে নয়,

أَفَلاَ তারপরেও কি... নয়?

أَوَلاَ তাহলে কি... নয়?

لَاتَ নেই, ছিল না

اللَاتُ <لوه ‘লাত’ নামক মুর্তি

لُؤْلُؤٌ و لُؤْلُؤَةٌ <لألأ মুক্তা, মোতি, রতœ

لُبٌّ ج الأَلْبَابُ <لبب জ্ঞান, বুদ্ধি

أُولِى الأَلْبَاب জ্ঞানী, বুদ্ধিমান

لَبِثَ، تَلَبَّثَ <لبث থামা, থেমে থাকা

لَابِثٌ অবস্থানকারী, বাসিন্দা

لُبَدٌ، لِبَدٌ و لُبْدَةٌ <لبد অনেক, পর্যাপ্ত, পুরো

لَبَسَ [ض]، لَبْسٌ <لبس গোঁজামিল দেওয়া , সন্দেহ করা, মিশ্রিত করা

لَبِسَ [س] পরিধান করা, পরা

لِبَاسٌ جل أَلْبِسَةٌ পোশাক, পরিধেয়, বস্ত্র

لَبُوسٌ লৌহবর্ম, পোশাক

لَبَنٌ جل أَلْبَانٌ <لبن দুধ, দুগ্ধ

مَلْجَأٌ <لجأ আশ্রয়স্থল, অবলম্বন

لَجَّ <لجج গভীর হওয়া, মত্ত থাকা

لُجَّةٌ جل لُجَجٌ؛ لُجِّيٌّ গভীর জলাশয়

أَلْحَدَ، إِلْحَادٌ <لحد ধাবিত হওয়া, অপব্যাখ্যা করা, বিচ্যুত হওয়া

مُلْتَحَدٌ কাক্সিক্ষত, আশ্রয়

إِلْحَافٌ <لحف কাকুতি মিনতি করা

لَحِقَ [س] <لحق সম্পৃক্ত হওয়া

أَلْحَقَ সম্পৃক্ত করা

لَحْمٌ ج لُحُومٌ <لحم গোস্ত, মাংস

لَحْنٌ جل أَلْحَانٌ، لُحُوْنٌ <لحن কণ্ঠস্বর, বাচনভঙ্গি

لِحْيَةٌ جل لُحًى <لحي দাড়ি, শ্মশ্রু

أَلَدُّ ج لُدٌّ <لدد অতি ঝগড়াটে

لَدُنْ <لدن নিকট, পক্ষ, সান্নিধ্য

لَدَى <لدي নিকট, সমীপে, সান্নিধ্য

لَذَّ [س] <لذذ সুস্বাদু ও মজাদার ভাবা

لَذَّةٌ جل لَذَّاتٌ মজাদার, রুচিকর, সুস্বাদু

لَازِبٌ ص <لزب আঠালি মাটি, ঠনঠনে

أَلْزَمَ <لزم আবশ্যিক করা

لِزَامٌ ص আবশ্যিক, অনিবার্য শাস্তি

لِسَانٌ ج أَلْسِنَةٌ <لسن জিব্বা, ভাষা

تَلَطَّفَ <لطف কোমল আচরণ করা

لَطِيفٌ جل لُطَفَاءُ কোমল, স্নেহশীল

تَلَظَّى <لظي দাউ দাউ করে জ্বলা

لَظَى مص লেলিহান শিখা

لَعِبَ [س]، لَعِبٌ <لعب খেলা

لَعِبٌ مص খেলনা, তামাশা, পুতুল

لاَعِبٌ খেলোয়াড়, ক্রীড়ারত

لَعَلَّ <لعل সম্ভবত, যেন, অবশ্যই

لَعَنَ [ف]، لَعْنًا <لعن অভিশাপ করা

لَعْنَةٌ جل لَعَنَاتٌ অভিশাপ, লানত

لَاعِنٌ অভিশাপকারী

مَلْعُونٌ مث مَلْعُونَةٌ অভিশপ্ত

لُغُوبٌ مص <لغب ক্লান্তি, ক্লেশ, দুর্বলতা

لَغَا [ن، س]، لَغْوًا <لغو বকবক করা

لَغْوٌ، لاَغِيَةٌ আবোল তাবোল

لَفَتَ [ض] <لفت ফিরানো, ঘুরিয়ে দেওয়া

الْتَفَتَ ফিরা, ভ্রুক্ষেপ করা

لَفَحَ [ف] <لفح পোড়ানো, দগ্ধ করা

لَفَظَ [ض] <لفظ বলা, উচ্চারণ করা

الْتَفَّ <لفف পেঁচানো, বিজড়িত হওয়া, সন্নিবিষ্ট হওয়া

أَلْفَافٌ و لِفٌّ ঘণসন্নিবেশিত বাগান

لَفِيفٌ ص বিজড়িত, দলে দলে

أَلْفَي <لفو পাওয়া, দেখতে পাওয়া

اَلْقَابٌ و لَقَبٌ <لقب উপাধি, অপনাম

لَوَاقِحُ و لَاقِحٌ <لقح পানিবাহী বায়ু

الْتَقَطَ <لقط কুড়িয়ে নেওয়া

لَقِفَ [س] <لقف গিলা, গ্রাস করা

الْتَقَمَ <لقم গ্রাস করা, গিলা

لُقْمَانُ লোকমান হাকীম ‘আলাইহিস সালাম

لَقِيَ [س]، الْتَقَى، لَاقَي <لقي সাক্ষাৎ করা, মুখোমুখী হওয়া

لَقَّى সাক্ষাৎ করানো, দেখানো

أَلْقَى স্থাপন করা, রাখা

تَلَقَّى পাওয়া, শিখা, জপা

لِقَاءٌ، التَّلاَقُ সাক্ষাৎ, মিলন

تِلْقَاءٌ সাক্ষাতে, দিকে, অভিমুখ

لاَقِي، مُلاَقٍ দর্শন লাভকারী

مُلْقِيٌ ج مث الْمُلْقِيَات  উপস্থাপক

الْمُتَلَقِّيَانِ আমল প্রত্যক্ষক

لكِن، لكِنَّ কিন্তু, বরং, তবে

لِمَ কেন?, কি জন্য?

لِمَا যা, যার, যা কিছুর, যা কিছু আছে তা, যার কারণে

لَمْ না, নয়, কখনও না, নৈবচ

لَمَا নিশ্চয় ইহা, অবশ্যই তা

لَمْحٌ مص <لمح পলক, দৃষ্টি, দৃষ্টিপাত

لَمَزَ [ض] <لمز ভ্রুকুটি করা, নিন্দা করা

لُمَزَةٌ ص নিন্দুক, দোষান্বেষী

لَمَسَ [ن، ض] <لمس স্পর্শ করা, ছোঁয়া

لاَمَسَ সহবাস করা

الْتَمَسَ তালাশ করা

لَمًّا <لمم সবটুকু, পুরোটা

لَمَمٌ مص ছোট গুনাহ, সগীরা

لَمَّا না, যখন, তখন, তবে

لَنْ না, নয়

لَوْ যদি

لَوْلاَ যদি না, না হলে

لَوْمَا কেন নয়?

اللَاتُ <لوه ‘লাত’ নামক মুর্তি

لَوْحٌ ج أَلْوَاحٌ <لوح ফলক, তক্তা

لَوْحٍ مَحْفُوظ সুরক্ষিত লিখিত বিদ্যাফলক, লাওহে মাহফুজ

لَوَّاحَةٌ দগ্ধকারী, প্রজ্বালক

لِوَاذٌ مص <لوذ আত্মগোপন করা

لُوطٌ <لوط লুত ‘আলাইহিস সালাম

لَامَ [ن]، لَوْمَةٌ <لوم তিরস্কার করা

تَلاَوَمَ পরস্পরে নিন্দা করা

لاَئِمٌ নিন্দুক, ভর্ৎসনাকারী

اللَّوَّامَة তিরস্কারকারিণী প্রাণ

مُلِيمٌ، مَلُومٌ নিন্দিত, তিরস্কৃত

لَوْنٌ ج أَلْوَانٌ <لون রং, বর্ণ, আভা

لَوَى [ن]، لَيًّا، لَوَّى <لوي বাঁকা করা, কথা পেঁচানো, বিদ্রুপ করা

لَهَبٌ مص <لهب অগ্নিশিখা, স্ফুলিঙ্গ

أبِي لَهَبٍ আবু লাহাব

لَهَثَ [ف] <لهث হাঁপানো, হাঁসফাঁস করা

أَلْهَمَ <لهم ইলহাম করা, অন্তরে কথা ঢেলে দেওয়া

أَلْهَا <لهو উদাসীন বানানো

تَلَهَّى উদাসীন হওয়া

لَهْوٌ مص উদাসীন্য সামগ্রী, খেলনা

لاَهِيَةٌ উদাসীনী, অন্যমনস্ক

لَاتَ [ض] <ليت কমানো, কম দেওয়া, হ্রাস করা, আক্ষেপে ফেলা

لَيْتَ কতইনা ভালো হতো!, যদি হতো! হায়! আফসোস!

لَيْسَ <ليس না হওয়া, না, নয়, নেই

لَيْلٌ مث لَيْلَةٌ ج لَيَالِيُ <ليل রাত, নিশি

لَانَ [ض] <لين নরম হওয়া, ন¤্র হওয়া

أَلَانَ নরম করা, মোলায়েম করা, পেলব করা

لِينَةٌ اج সতেজ- কোমল খেজুর বৃক্ষ

لَيِّنٌ ص নরম, কোমল, সহজ, মিষ্টি, ভদ্রোচিত, সৌজন্য

ميم

مَا কি?, যা , যা কিছু, না

أَفَمَا তারপরেও কি.. না? তবুও কি.. না

بِمَا কিসের দ্বারা, কি নিয়ে,  তা নিয়ে, এমন কিছু নিয়ে, যা কিছু সহ, তা সম্পর্কে, যা কিছু..সম্পর্কে, তার কারণে

فَبِمَ، فَبِمَا অতএব কি বিষয়ে, অতএব যা দ্বারা

مَاذَا কী? কোন বস্তু?

مِائَةٌ جل مِئُوْنَ، مِئَاتٌ <مأي শত, একশত

مِائَتَيْنِ দুইশত

مَتَّعَ <متع উপভোগ করানো

تَمَتَّعَ، اسْتَمْتَعَ ভোগ করা

مَتَاعٌ ج أَمْتِعَةٌ ভোগ্যবস্তু, পুঁজি

مَتِينٌ ص <متن সুদৃঢ়, প্রচণ্ড, শক্ত

مَتَى <متي কখন, কোন সময়, কবে

تَمَثَّلَ <مثل আকৃতি ধারণ করা

مِثْلٌ، مَثَلٌ ج أَمْثَالٌ মতো, তুল্য

أَمْثَلُ مث مُثْلَى তুলনাহীন, আদর্শবান, অপ্রতিম

مَثُلاَتٌ দৃষ্টান্তমূলক শাস্তি

تَمَاثِيلُ প্রতিমূর্তি, পুতুল, ছবি

مَجِيدٌ ص <مجد মহান, মহিয়ান

مَجُوسٌ و مَجُوْسِيٌّ <مجس অগ্নিপূজক, অগ্নীধ

مَحَّصَ <محص বিশুদ্ধ করা, পূত করা

مَحَقَ [ف] <محق নিঃশেষ করা, মুছে ফেলা, বরকতহীন করা

مِحَالٌ <محل কৌশল, কঠোর শাস্তি

امْتَحَنَ <محن পরীক্ষা করা

مَحَا [ن] <محو মুছে ফেলা, বিলীন করা

مَوَاخِرُ و مَاخِرٌ <مخر চলমান নৌযান

مَخَاضٌ مص <مخض প্রসব বেদনা

مَدَّ [ن]، مَدًّا <مدد টানা, প্রসারিত করা

أَمَدَّ সাহায্য করা

مَدَدٌ সাহায্য, সহায়ক, অনেক

مِدَادٌ جل مُدُدٌ লেখার সহায়ক, কালি

مُمِدٌّ সাহায্যকারী, মদদগার

مَمْدُودٌ، مُمَدَّدَةٌ দীর্ঘ, প্রলম্বিত

مُدَّةٌ جل مُدَدٌ সময়, মেয়াদ, সময়সীমা

مَدِيْنَةٌ ج مَدَائِنُ <مدن শহর, মদিনা

مَدْيَنُ মাদইয়ান শহর

مَرِيئًا <مرء তৃপ্তিদায়ক, তৃপ্তিভোরে

مَرْءٌ، اِمْرَءٌ মানুষ, ব্যক্তি, সুদর্শন পুরুষ, স্বামী

امْرَأَةٌ، مَرْأَةٌ রমণী, সুদর্শনা

مَارُوتُ <مرت ব্যাবিলনের ফেরেশতা

مَرَجَ [ن] <مرج প্রবাহিত করা

مَارِجٌ লেলিহান অগ্নিশিখা

مَرِيجٌ ص মিশ্রিত, নানাবিধ, ভ্রান্তি

الْمَرْجَانُ প্রবাল, মুক্তা

مَرَحَ [ف]، مَرَحٌ <مرح বড়াই করা

مَرَدَ [ن] <مرد অবাধ্য হওয়া

مَارِدٌ، مَرِيدٌ অবাধ্য, বিদ্রোহী

مُمَرَّدٌ সুউচ্চ অট্টালিকা

مَرَّ [ن]، مَرًّا <مرر অতিক্রম করা, চলা

مُسْتَمِرٌّ চলমান, অবিরাম

أَمَرُّ কড়া, তিতা, চলন্ত

مَرَّةٌ ج مَرَّاتٌ বার, দফা, পর্ব, একবার, বহুবার

مِرَّةٌ  جل مِرَرٌ শক্তি, ক্ষমতা, দৃঢ়তা

ذُوْ مِرَّةٍ শক্তিশালী, বলবান

مَرِضَ [س] <مرض অসুস্থ হওয়া

مَرَضٌ جل أَمْرَاضٌ রোগ, ব্যাধি, অসুস্থতা

مَرِيضٌ ج مَرْضَى অসুস্থ

الْمَرْوَةَ <مرو মারওয়া পাহাড়

مَارَى، مِرَاءً، تَمَارَى، امْتَرَى <مري তর্ক করা, সন্দেহ করা

مُمْتَرِيٌ সন্দিহান, খুঁতখুঁতে

مِرْيَةٌ جل مَرَايَا সন্দেহ, দিধা, সংশয়

مَرْيَمُ <مرم মারইয়াম ‘আলাইহিস সালাম

مِزَاجٌ جل أَمْزِجَةٌ <مزج মিক্সার, মিশ্রণ

مَزَّقَ، مُمَزَّقٌ <مزق খণ্ড খণ্ড করা

مُزْنٌ و مُزْنَةٌ <مزن মেঘ, বৃষ্টিভরা মেঘ

مَسَحَ [ف]، مَسْحًا <مسح মোছা

الْمَسِيحُ ঈসা ‘আলাইহিস সালাম

مَسَخَ [ف] <مسخ বিকৃত করা, রূপান্তর করা, কদাকার বানানো

مَسَدٌ جل أَمْسَادٌ <مسد খেজুরের বাকলের রশি

مَسَّ [س]، مَسٌّ <مسس স্পর্শ করা, ছোঁয়া

تَمَاسَّ সহবাস করা

مِسَاسٌ مص সংস্পর্শে যাওয়া

لَا مِسَاسَ অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না, সংস্পর্শ নয়

أَمْسَكَ، إِمْسَاكٌ، مَسَّكَ، اسْتَمْسَكَ <مسك আটকে রাখা

مُمْسِكٌ، مُمْسِكَةٌ، مُسْتَمْسِكٌ আটককারী, বাধাদাতা

مِسْكٌ و مِسْكَةٌ মেশক, কস্তুরী, মৃগনাভি

أَمْسَا <مسو সন্ধ্যা করা

أَمْشَاجٌ و مَشْجٌ <مشج মিশ্রিত, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন

مَشَى [ض]، مَشْيٌ <مشي পায়ে হেঁটে চলা

مَشَّاءٌ ام নিন্দুক, পরচর্চাকারী

مِصْر جل أَمْصَارٌ <مصر শহর, গ্রাম, মিশর

مُضْغَةٌ <مضغ মাংসপিণ্ড, মাংসখণ্ড

مَضَى [ض]، مُضِيًّا <مضي গমন করা

أَمْطَرَ <مطر বৃষ্টিপাত করা

مَطَرٌ جل أَمْطَارٌ বৃষ্টি, বর্ষা, বাদল

مُمْطِرٌ বর্ষণকারী, বৃষ্টিদাতা

تَمَطَّى <مطو অঙ্গভঙ্গি করে চলা

مَعَ সাথে, সহ, সত্ত্বেও

مَعْزٌ جل أَمْعُزٌ، مِعْزَاءُ <معز ছাগল, বকরি

مَاعُوْنٌ اج <معن পানি, দাণ্ডকুড়াল, দান

مَعِيْنٌ ص পানীয়, পানি, ঝরণা

أَمْعَاءٌ و مَعْيٌ، مِعْيٌ <معي নাড়িভুঁড়ি, অন্ত্র

مَقْتٌ مص <مقت জঘন্য, বিরক্তিকর

مَكَثَ [ن]، مُكْثٌ <مكث থামা, থাকা

مَاكِثٌ অবস্থানকারী, বাসিন্দা

مَكَرَ [ن]، مَكْرٌ <مكر কৌশল করা

مَاكِرٌ কৌশলী, বাহানাকারী

مَكَّةُ <مكك মক্কা শরীফ

مِيْكَالُ <مكل মীকাঈল ‘আলাইহিস সালাম

مَكَّنَ، أَمْكَنَ <مكن প্রতিষ্ঠিত করা

مَكِينٌ সুপ্রতিষ্ঠিত, বাসস্থান

مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা

مُكَاءٌ <مكو হাততালি বাজানো

مَلَأَ [ف] <ملأ ভরা, পরিপূর্ণ করা

امْتَلَأَ পূর্ণ হওয়া, ভরে যাওয়া

مِلْأٌ جل أَمْلَاءُ ভর্তি, পূর্ণ, পরিমাণ

مَالِئٌ পূরণকারী, ভর্তিকারী

مَلَأٌ جل أَمْلَاءُ নেতা, সভাসদ, মন্ত্রী

مِلْحٌ جل مِلَاحٌ <ملح লবণ, লবণাক্ত, লোনতা

إِمْلاَقٌ <ملق নিঃস্ব হওয়া, অভাব

مَلَكَ [ض] <ملك মালিক হওয়া

مَلْكٌ করায়ত্ব, আওতাধীন

مُلْكٌ جل أَمْلَاكٌ؛ مَلَكُوتٌ রাজত্ব, ক্ষমতা

مَلِكٌ ج مُلُوكٌ، مَلِيكٌ বাদশা

مَالِكٌ ج مَالِكُون মালিক

مَمْلُوكٌ মালিকানাধীন

مَلَكٌ ج مَلاَئِكَةٌ ফেরেশতা

أَمَلَّ <ملل লিখানো, লিখিয়ে নেওয়া

مِلَّةٌ جل مِلَلٌ ধর্ম, জাতি, সম্প্রদায়

أَمْلَى <ملي সুযোগ দেওয়া

مَلِيٌّ চির অবকাশ , চিরতরে

مَن কে, কারা, কাকে, কোন

لِمَنْ কার, যে...তার

لَمَنْ অবশ্যই যে

بِمَنْ যার কারণে, যার সাথে

فَمَنْ অতএব যে

أَفَمَنْ তারপরেও কি যে...

مِمَّنْ তার থেকে, তার চেয়ে

مِنْ থেকে, অন্তর্ভুক্ত

لَمِنْ অবশ্যই... অন্তর্ভুক্ত

فَمِنْ তবে... পক্ষ থেকে

أَفَمِنْ তবুও কি....সম্পর্কে

مِمَّ কী থেকে, কী দিয়ে

مَنَاةٌ <مني পাথরের মূর্তি, দেবী

مَنَعَ [ف] <منع নিষেধ করা, রক্ষা করা

مَانِعَةٌ، مَنَّاعٌ বারণকারী

مَنُوعٌ কৃপণ, নিষেধকারী

مَمْنُوعَةٌ নিষিদ্ধ, বাধাযুক্ত

مَنَّ [ن]، مَنًّا <منن অনুগ্রহ করা, করুণা করা, খোটা দেওয়া

الْمَنُّ জান্নাতের সুস্বাদু হালুয়া

مَمْنُونٌ অর্পণীয় কৃপা, দাতব্য

غَير مَمْنُون অনর্পণীয় কৃপা

مَنُونٌ সময়, নিয়তি, মৃত্যু

مَنَّى <مني বৃথা আশ্বাস দেওয়া

أَمْنَى বীর্যপাত করা

تَمَنَّى আশা করা, অনুপাঠ করা, পাঠ বিকৃতি ঘটানো

أُمْنِيَّةٌ ج الأَمَانِيُّ আশা, অনুপাঠ

مَنِيٌّ মনি, বীর্য, শুক্র

مَنَاةٌ পাথরের মূর্তি, দেবী

مَاتَ [ن]، مَوْتًا <موت মরে যাওয়া

أَمَاتَ মৃত্যু ঘটানো, মারা

مَوْتٌ، مَوْتَةٌ، مَمَاتٌ مص মৃত্যু

مَيْتٌ جل مَوْتَى، أَمْوَاتٌ مث مَيْتَةٌ جل مَيْتَاتٌ؛ مَيِّتٌ جل مَيِّتُوْنَ মৃত, লাশ

مَاجَ [ن] <موج ঢেউ খেলা, তরঙ্গিত হওয়া

مَوْجٌ جل أَمْوَاجٌ ঢেউ, তরঙ্গ, কল্লোল

مَارَ [ن]، مَوْرًا <مور প্রলয় সৃষ্টি হওয়া

مُوسَى <موسي মুসা ‘আলাইহিস সালাম

مَالٌ ج أَمْوَالٌ <مول মাল, সম্পদ

مَاءٌ جل مِيَاهٌ، أَمْوَاهٌ <موه পানি, জলপ্রবাহ, রস

مَهَدَ [ف]، مَهَّدَ، تَمْهِيدًا <مهد প্রস্তুত করা, শয্যা পাতা

مَاهِدٌ শয্যাদাতা

مَهْدٌ جل مِهَادٌ، مُهُوْدٌ দোলনা, বিছানা, শয্যা

مِهَادٌ جل مُهُدٌ বিছানা, ঠিকানা

مَهَّلَ، أَمْهَلَ <مهل সুযোগ দেওয়া

مُهْلٌ উত্তপ্ত পুঁজ, তলানি

مَهِيلٌ مف এলোমেলো, আলুথালু, আউলানো, বিক্ষিপ্ত, আকীর্ণ, ছড়ানো

مَهْمَا <مهم যখনই, যতই, যা কিছু

مَهِيْنٌ مف <مهن ইতর, অধম, নিকৃষ্ট

مَادَ [ض] <ميد আন্দোলিত হওয়া

مَائِدَةٌ দস্তরখান, আহার্য

مَارَ [ض] <مير আহার্য আনা, রসদ আনা

مَازَ [ض] <ميز পৃথক করা

امْتَازَ আলাদা হওয়া

تَمَيَّزَ রাগে ফেটে পড়া

مَالَ [ض]، مَيْلاً، مَيْلَةً <ميل ঝোঁকা, আক্রমণ করা

نون

ن অনবহিত অর্থ

نَأَى [ن] <نأي দূরে যাওয়া, সরে পড়া

نَبَّأَ، أَنبَأَ <نبأ সংবাদ দেওয়া

اسْتَنْبَأَ জিজ্ঞাসা করা

نَبَأٌ ج أَنبَاءٌ সংবাদ, খবর, ওহি

نَبِيٌّ ج نَبِيُّوْنَ، أَنبِيَاءٌ নবী, দূত

النُّبُوَّةُ নবুওয়াত, পায়গাম্বরি

نَبَتَ [ن] <نبت জন্মানো, গজানো

أَنبَتَ অঙ্কুরিত করা

نَبَاتٌ اج উৎপন্ন করা, উদ্ভিদ

نَبَذَ [ض] <نبذ নিক্ষেপ করা, বর্জন করা

انتَبَذَ  সরে পড়া, পৃথক হওয়া

تَنَابَزَ <نبز অপনামে ডাকা

اسْتَنْبَطَ <نبط খুঁজে বের করা

يَنبُوعٌ ج يَنَابِيعُ <نبع ঝরণা, ফোয়ারা

نَتَقَ [ن، ض] <نتق উত্তোলন করা, তুলে ধরা

انتَثَرَ <نثر ছিটকে পড়া

مَنثُورٌ এলোমেলো, বিক্ষিপ্ত

النَّجْدَيْنِ <نجد ভালো মন্দ দুই পথ

نَجَسٌ جل أَنْجَاسٌ <نجس নাপাক, অপবিত্র

الإِنجِيلُ جل أَنَاجِيْلُ <نجل ইঞ্জিল শরীফ

النَّجْمُ ج النُّجُومُ <نجم নক্ষত্র, লতা

نَجَا [ن]، نَجَاةٌ <نجو মুক্তি পাওয়া

أَنجَى، نَجَّى মুক্তি দেওয়া

نَاجَى، تَنَاجَى কানাকানি করা

نَاجٍ মুক্তিপ্রাপ্ত

نَجِيٌّ ص পরামর্শকারী

النَّجْوَى কানাঘুষা, পরামর্শ

مُنَجِّيٌ মুক্তিদাতা, উদ্ধারকারী

نَحْبٌ مص <نحب দায়িত্ব, কর্তব্য, জিম্মা

نَحَتَ [ض] <نحت ভাস্কর্য বানানো

نَحَرَ [ف] <نحر উট জবাই করা

نَحْسٌ جل نُحُوْسٌ؛ نَحِسَاتٌ و نَحِسَةٌ <نحس অশুভ, দুর্ভাগ্য

نُحَاسٌ অগ্নিশিখা, ধোঁয়া

نَحْلٌ اج <نحل মৌমাছি, মধুপোকা

نِحْلَةٌ جل نِحَلٌ খুশি মনে দেওয়া

نَحْنُ <نحن আমরা, মোরা

نَخِرَةٌ ج نَوَاخِرُ <نخر পুরাতন গলিত হাড্ডি

نَخْلٌ مث نَخْلَةٌ ج نَخِيلٌ <نخل খেজুর গাছ, খেজুর, খুর্মা

أَندَادٌ و نِدٌّ <ندد সমতুল্য, সমকক্ষ

نَادِمٌ <ندم অনুতপ্ত, মর্মাহত

نَدَامَةٌ অনুতাপ, মর্মবেদনা

نَادَى، نِدَاءٌ <ندي আহ্বান করা

تَنَادَى، التَّنَادُ ডাকাডাকি করা

يَوم التَّنَادِ ডাকাডাকির দিন

نَادِيٌ সভা, মজলিস, সভাসদ

نَدِيٌّ جل أَنْدِيَةٌ সভা, মজলিস, এজলাস

مُنَادٍ ঘোষক, আহ্বানকারী

نَذَرَ [ن، ض] <نذر মানত করা, শপথ করা

أَنذَرَ، نُذْرٌ، نُذُرٌ সতর্ক করা

نَذْرٌ ج نُذُورٌ মানত, উৎসর্গ

مُنذِرٌ، نَذِيرٌ ج نُذُرٌ সতর্ককারী

مُنذَرٌ ভিতি প্রদর্শিত

نَزَعَ [ض] <نزع টেনে বের করা

نَازَعَ، تَنَازَعَ ঝগড়া করা

النَّازِعَاتِ প্রাণ টেনে বারকারী ফেরেশতা

نَزَّاعَةٌ চামড়া উৎপাটক অগ্নি

نَزَغَ [ف]، نَزْغٌ <نزغ উসকানি দেওয়া

أَنْزَفَ মাতাল হওয়া

نَزَلَ [ض]، مُنزَلاً، تَنَزَّلَ <نزل অবতরণ করা, নাযিল হওয়া

أَنزَلَ একবারে অবতীর্ণ করা

نَزَّلَ، تَنزِيلاً বারে বারে অবতীর্ণ করা

نُزُلٌ আপ্যায়ন, আথিথেয়তা

نَزْلَةٌ একবার অবতরণ

مَنَازِلُ و مَنْزِلٌ কক্ষপথসমুহ, মঞ্জিল

مُنَزِّلٌ ক্রমান্বয়ে অবতীর্ণকারী

مُنْزِلٌ অবতীর্ণকারী

مُنَزَّلٌ، مُنْزَلٌ নাযিলকৃত

النَّسِيءُ <نسأ মাস পিছিয়ে দেওয়া

مِنسَأَةٌ লাঠি, যষ্ঠি

نَسَبٌ ج أَنسَابٌ <نسب রক্তের সম্বন্ধ

نَسَخَ [ف] <نسخ মুছে ফেলা, রহিত করা

اسْتَنْسَخَ অনুলিপি করা, লেখা

نُسْخَةٌ جل نُسَخٌ অনুলিপি, কপি, নুসখা

نَسْرٌ <نسر নসর দেবতা, প্রতিমূর্তি

نَسَفَ [ض]، نَسْفًا <نسف উড়িয়ে দেওয়া

نَاسِكٌ <نسك  বিধান পালনকারী

نُسُكٌ مص বিধানাবলি, কুরবানি

مَنسَكٌ ج مَنَاسِكُ হজের বিধান

نَسَلَ [ض] <نسل দৌড়ে আসা

نَسْلٌ جل أَنْسَالٌ বংশধর, সন্তান সন্ততি

نِسَاءٌ، نِسْوَةٌ و إِمْرَأَةٌ <نسو নারী জাতি

نَسِيَ [س] <نسي ভুলে যাওয়া

أَنْسَى ভোলানো, বিস্মৃত করা

نَسْيٌ، مَنْسِيٌّ বিস্মৃত

نَسْيًا مَنْسِيًّا একেবারে বিস্মৃত

نَسِيٌّ ص আত্মভোলা, ভুলো

نَشَّأَ <نشأ প্রতিপালন করা, বড় করা

أَنْشَأ، إِنْشَاءً রচনা করা

نَاشِئَةٌ তাহাজ্জুদ পড়া

نَشْأَةٌ সৃষ্টি, সৃজন, সৃষ্টি করা

مُنْشِئٌ রচনাকারী, সৃষ্টিকারী

الْمُنْشَآتُ উচ্চ পাল তোলা নৌকা, সমুদ্রযান, জাহাজ

نَشَرَ [ن]، نَشْرًا <نشر ছড়ানো

أَنْشَرَ পুনর্জীবিত করা

انْتَشَرَ ছড়িয়ে পড়া

النَّاشِرَاتِ মেঘমালা বিস্তৃতকারী ফেরেশতা বা বায়ু

نُشُورٌ مص পুনরুত্থান, পুনর্জীবন

مَنْشُورٌ، مُنَشَّرَةٌ বিস্তারিত

مُنْشَرٌ পুনর্জীবনীয়

مُنْتَشِرٌ বিক্ষিপ্ত, এলোমেলো

نَشَزَ [ن] <نشز উঠে যাওয়া, দাঁড়ানো

أَنْشَزَ দাঁড় করানো

نُشُوزٌ مص অবাধ্যতা, দুর্ব্যবহার

نَشْطٌ [ن] <نشط বাঁধন মৃদুভাবে খোলা

النَّاشِطَاتِদেহ থেকে আত্মার বাঁধন উন্মুক্তকারী ফেরেশতা

نَصِبَ [س] <نصب প্ররিশ্রম করা

نَصَبَ [ن] স্থাপন করা

نُصْبٌ বিপদ, মুসিবত

نَصَبٌ جل أَنْصَابٌ ক্লান্তি, শ্রম, কষ্ট

نُصُبٌ ج أَنْصَابٌ বেদীর পশু

نَصِيْبٌ جل أَنْصِبَةٌ، أَنْصِبَاءُ নসীব, ভাগ্য, প্রাপ্য

نَاصِبَةٌ ক্লান্ত, বিমর্ষ, বিষন্ন

أَنْصَتَ <نصت চুপ থাকা

نَصَحَ [ف]، نُصْحٌ <نصح নসীহত করা

نَاصِحٌ নসীহতকারী

نَصُوحٌ উপদেশমূলক

نَصَرَ [ن]، نَصْرًا <نصر সাহায্য করা

تَنَاصَرَপরস্পরে সাহায্য করা

انْتَصَرَ প্রতিশোধ নেওয়া

اسْتَنْصَرَ সাহায্য চাওয়া

نَصِيرٌ، نَاصِرٌ ج أَنْصَارٌ সাহায্যকারী, পৃষ্ঠপোষক

مَنْصُورٌ সহায়তাপ্রাপ্ত

مُنْتَصِرٌ প্রতিশোধ গ্রহণকারী

نَصْرَانِيٌّ ج نَصَارَى খৃষ্টান

نِصْفٌ جل أَنْصَافٌ <نصف অর্ধেক, আধা, অর্ধাংশ

نَاصِيَةٌ ج نَوَاصِيُ <نصو কপাল, কপালের কেশ, করোটি

نَضِجَ [س] <نضج পোড়া, দগ্ধ হওয়া

نَضَّاخَةٌ <نضخ উচ্ছসিত প্রস্রবণ

نَضِيْدٌ، مَنْضُودٌ <نضد ঘনভাবে সাজানো, স্তরে স্তরে সজ্জিত

نَضْرَةٌ مص <نضر লাবণ্যতা, মাধুরী

نَاضِرَةٌ লাবণ্যময়, কান্তিমান

نَطِيحَةٌ جل نَطَائِحُ، نَطْحًى <نطح শিঙের আঘাতে হত

نُطْفَةٌ جل نُطَفٌ <نطف মনি, বীর্য, শুক্র

نَطَقَ [ض] <نطق বলা, কথা বলা

أَنْطَقَ বাকশক্তি দেওয়া

مَنْطِقٌ ভাষা, কথা, বুলি

نَظَرَ [ن]، نَظَرٌ <نظر দেখা, তাকানো

أَنْظَرَ অবকাশ দেওয়া

انْتَظَرَ অপেক্ষা করা

نَاظِرٌ مث نَاظِرَةٌ দর্শক

نَظْرَةٌ مص একবার তাকানো

نَظِرَةٌ مص অবকাশ,  সুযোগ

مُنْظَرٌ অবকাশপ্রাপ্ত

مُنْتَظِرٌ অপেক্ষমাণ

نَعْجَةٌ ج نِعَاجٌ <نعج দুম্বা,  দুম্বী, ভেড়ী

نُعَاسٌ <نعس তন্দ্রা, ঝিমুনি, শ্রান্তি

نَعَقَ [ض] <نعق আর্তনাদ করা

نَعْلٌ جل أَنْعُلٌ، نِعَالٌ <نعل জুতা, পাদুকা, চপ্পল

أَنْعَمَ، نَعَّمَ <نعم নেয়ামত দান করা

نَاعِمَةٌ সজীব, উৎফুল্ল

نَعْمَةٌ مص উপভোগ্যবস্তু

نِعْمَةٌ ج نِعَمٌ، نَعْمَاءٌ، أَنْعُمٌ নেয়ামত, অনুগ্রহ, দান

نَعِيْمٌ ص বিলাসবহুল, নেয়ামতপূর্ণ

نَعَمٌ ج أَنْعَامٌ গৃহপালিত পশু

نِعِمَّا، نِعْمَ কী চমৎকার!

نَعَمْ হাঁ, ঠিক আছে

أَنْغَضَ <نغض হেলানো, নাড়া দেওয়া

النَّفَّاثَاتِ <نفث ফুৎকারকারিণী

نَفْحَةٌ <نفح বাতাস, হাওয়া, বায়ু, বার, পালা, পর্ব

نَفَخَ [ن]، نَفْخَةٌ <نفخ ফুঁ দেওয়া, ফোঁকা

نَفِدَ [س]، نَفَادٌ <نفد ফুরিয়ে যাওয়া

نَفَذَ [ن] <نفذ অতিক্রম করা

نَفَرَ [ض] <نفر পরিবার ছেড়ে সফর করা

نَفَرٌ، نَفِيرٌ جل أَنْفَارٌ কাফেলা, দল

نُفُورٌ مص ঘৃণা, দূরত্ব

مُسْتَنفِرَةٌ দলছোটা গাধা

تَنَفَّسَ <نفس শ্বাস গ্রহণ করা

تَنَافَسَ আগ্রহী হওয়া

مُتَنَافِسٌ আগ্রহী, প্রতিযোগী

نَفْسٌ ج نُفُوسٌ، أَنْفُسٌ আত্মা

نَفَشَ [ن] <نفش রাতে চরা, ধুনিত করা

مَنْفُوشٌ ধুনিত

نَفَعَ [ف]، نَفْعًا <نفع উপকার করা

مَنَافِعُ و مَنْفَعَةٌ উপকারিত, সুবিধা

أَنْفَقَ، الإِنفَاقُ <نفق ব্যয় করা

نَافَقَ، نِفَاقًا মুনাফেকি করা

نَفَقَةٌ ج نَفَقَاتٌ খরচাপাতি, ব্যয়

مُنْفِقٌ খরচকারী, দানকারী

مُنَافِقٌ মুনাফিক, কপট, দ্বিমুখী

نَفَقٌ جل أَنْفَاقٌ সুরঙ্গ, সুঁড়িপথ

أَنْفَالٌ و نَفَلٌ <نفل গনিমতের মাল

نَافِلَةٌ অতিরিক্ত পুরস্কার

نَفَى [ض] <نفي নির্বাসিত করা

نَقَّبَ <نقب তন্নতন্ন করে খুঁজে বেড়ানো

نَقْبٌ বিদীর্ণ করা, ছিদ্র করা

نَقِيْبٌ جل نُقَبَاءُ সর্দার, দলপতি, নেতা

أَنْقَذَ <نقذ উদ্ধার করা, মুক্তি দেওয়া

اسْتَنْقَذَ উদ্ধারের চেষ্টা করা

نَقَرَ [ن] <نقر ফুক দেওয়া, ফুৎকার করা

نَاقُورٌ جل نَوَاقِيْرُ সিঙা, সিঙ্গা

نَقِيرٌ ص তিল পরিমাণ, স্বল্প, অণু

نَقَصَ [ن]، نَقْصٌ <نقص হ্রাস করা

مَنْقُوصٌ হ্রাসকৃত, কমানো

نَقَضَ [ن]، نَقْضٌ، أَنْقَضَ <نقض ভাঙ্গা

نَقْعٌ جل نِقَاعٌ، نُقُوْعٌ <نقع ধূলা, ধূলাবালি, ধুলো

نَقَمَ [ض] <نقم অপছন্দ করা

انْتَقَمَ، انْتِقَامٌপ্রতিশোধ নেওয়া

ذِي انْتِقَامٍ প্রতিশোধ গ্রহণকারী, শাস্তিদাতা

مُنْتَقِمٌ প্রতিশোধ গ্রহণকারী

نَاكِبٌ <نكب বিপথগামী, পথভ্রষ্ট

مَنَاكِبُ و مَنْكَبٌ কাঁধ, পার্শ্ব, উচ্চস্থান

نَكَثَ [ن] <نكث ভঙ্গ করা

أَنْكَاثٌ و نِكْثٌ টুকরা টুকরা, ভাঙ্গা

نَكَحَ [ض، ف]، نِكَاحًا <نكح বিয়ে করা

اسْتَنْكَحَ বিয়ে করতে চাওয়া

أَنْكَحَ বিয়ে করানো

نَكِدٌ ص <نكد সামান্য, কিঞ্চিৎ, ন্যূনতম

نَكِرَ [س] <نكر অপছন্দ করা

نَكَّرَ বদলে দেওয়া, পালটানো

أَنْكَرَ অস্বীকার করা

نُكْرٌ، نُكُرٌ، مُنْكَرٌ অপ্রিয়, মন্দ

نَكِيْرٌ مص অস্বীকৃতির শাস্তি

أَنْكَرُ জঘন্যতম, শ্রুতিকটু

مُنْكِرٌ مث مُنْكِرَةٌ অস্বীকারকারী

نَكَسَ [ن]، نَكَّسَ <نكس উল্টামুখী করা

نَاكِسٌ নতশির, অধঃমুখী

نَكَصَ [ض] <نكص প্রস্থান করা

اسْتَنْكَفَ <نكف বিব্রত বোধ করা

أَنْكَالٌ و نِكْلٌ <نكل লৌহ শিকল, জিঞ্জীর

نَكَالٌ দৃষ্টান্তমূলক শাস্তি

تَنْكِيْلٌ শাস্তি দেওয়া

نَمَارِقُ و نُمْرُقَةٌ <نمرق গালিচা, কোমল শয্যা

نَمْلَةٌ ج نَمْلٌ <نمل পিঁপড়া, পিপীলিকা

أَنَامِلُ و أنْملَةٌ আঙ্গুলসমুহ, অঙ্গুলি

نَمِيْمٌ جل نَمَائِمُ <نمم নিন্দা, কুৎসা, পরনিন্দা

مِنْهَاجٌ جل مَنَاهِيْجُ <نهج পথ, মহাসড়ক

نَهَرَ [ف] <نهر ধমকানো, ঝাড়ি মারা

نَهَرٌ ج أَنْهَارٌ নদী, নির্ঝরিণী

نَهَارٌ جل أَنْهُرٌ، نُهُرٌ দিন, দিবস, দিবালোক

نَهَى [ف] <نهي নিষেধ করা, বিরত রাখা

تَنَاهَى পরস্পরে নিষেধ করা

انْتَهَى বিরত হওয়া

النَّاهِى বারণকারী

نُهًى و نُهْيَةٌ জ্ঞান, বুদ্ধি, প্রতিভা

اُولِى النُّهَى জ্ঞানী, বিচক্ষণ

الْمُنْتَهَى শেষপ্রান্ত, দূরতম

مُنْتَهِيٌ বর্জনকারী

نَاءَ [ن] <نوء ভারাক্রান্ত করা, ক্লান্ত করা

أَنَابَ <نوب প্রত্যাবর্তন করা

مُنِيْبٌ প্রভুভক্ত

نُوْحٌ <نوح নূহ ‘আলাইহিস সালাম

نَارٌ  جل نِيْرَانٌ <نور আগুন, অগ্নিময় দোযখ

نُوْرٌ جل أَنْوَارٌ আলো, জ্যোতি, কিরণ

مُنِيْرٌ আলোকোজ্জ্বল

النَّاسُ اج <نوس মানুষ, মানবজাতি

أَنَاسِيُّ و إنْسٌ মানুষ, মনুষ্য, মানব

تَنَاوُشٌ <نوش নাগাল পাওয়া

مَنَاصٌ <نوص পলায়ন, নিষ্কৃতি লাভ

نَاقَةٌ جل نُوْقٌ، أُنُوْقٌ <نوق উটনী, উষ্ট্রী

نَوْمٌ مص <نوم ঘুম, নিদ্রা

نَائِمٌ ঘুমন্ত, নিদ্রামগ্ন

مَنَامٌ مص নিদ্রা, স্বপ্ন, খাব

نُونٌ جل أَنْوَانٌ، نِيْنَانٌ <نون মাছ, বৃহৎ মৎস

ذَا النُّونِ মাছওয়ালা, ইউনুস ‘আলাইহিস সালামের উপাধী

النَّوَى و نَوَاةٌ <نوي আঁটি, খেজুরের আঁটি, বিচি

نَالَ [س]، نَيْلاً <نيل পাওয়া, লাভ করা, অর্জন করা, কবুল করা, পৌঁছা, দান করা

واو

وَ এবং, আর, ও, শপথ, সহ, সাথে, এমতাবস্থায়

مَوْئُوْدَةٌ <وأد জীবিত দাফনকৃত কন্যা, জীবন্ত সমাহিত

مَوْئِلٌ <وأل আশ্রয়, আশ্রয়স্থল

أَوْبَارٌ و وَبَرٌ <وبر পশম, লোম, রোম

أَوْبَقَ <وبق ধ্বংস করা,

مَوْبِقٌ ধ্বংসালয়, ধ্বংসস্তুপ

وَابِلٌ <وبل প্রবল বর্ষণ

وَبَالٌ ص কুপরিণতি

وَبِيْلٌ ام ভীষণ শাস্তি

أَوْتَادٌ و وَتِدٌ، وَتَدٌ <وتد পেরেক, কীলক, অর্গল

وَتَرَ [ض] <وتر কম করা, কমিয়ে দেওয়া

تَتْرَا ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে

وَتْرٌ جل أَوْتَارٌ একক, বেজোড় দিবস

وَتِيْنٌ جل أَوْتِنَةٌ <وتن রক্তবাহী নাড়ী, গর্দান

أَوْثَقَ <وثق মজবুত করে বাঁধা

وَاثَقَ দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া

وَثَاقٌ جل وُثُقٌ বন্ধন, বাঁধন

مِيْثَاقٌ، مَوْثِقٌ চুক্তি, প্রতিজ্ঞা

الْوُثْقَى দৃঢ়তম, মজবুত

أَوْثَانٌ و وَثْنٌ <وثن মূর্তি, প্রতিমা

وَجَبَ [ض] <وجب পড়ে যাওয়া

وَجَدَ [ض] <وجد পাওয়া, লাভ করা

وُجْدٌ مص পাওনা, সাধ্য, সম্পদ

أَوْجَسَ <وجس ভয় পাওয়া

أَوْجَفَ <وجف হাঁকানো, দ্রুত চালানো

وَاجِفَةٌ বেগবান, চঞ্চল

وَجِلَ [س] <وجل ভয় পাওয়া, দুরদুর করা

وَجِلٌ  مث وَجِلَةٌ ভীত, শঙ্কিত, আতঙ্কিত

وَجَّهَ، تَوَجَّهَ <وجه অভিমুখী হওয়া

وَجْهٌ ج وُجُوْهٌ চেহারা, সন্তুষ্টি

وِجْهَةٌ দিক, কিবলা

وَجِيْهٌ ص সম্মানিত, মর্যাদাবান

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <وحد এক, একটি, একক সত্তা, একজন, জনৈক, কেউ, অন্যতম

وَحْدٌ এক, অনন্য, অদ্বিতীয়

وَاحِدٌ جل أُحْدَانٌ مث وَاحِدَةٌ একজন, অনন্য

وَحِيْدٌ একাকী, একমাত্র

وُحُوْشٌ و وَحْشٌ <وحش পশু, বন্যপশু

أَوْحَى <وحي ওহী প্রেরণ করা

وَحْيٌ مص ওহী, প্রত্যাদেশ

وَدَّ [س]، وُدًّا <ودد কামনা করা

وَادَّ বন্ধুত্ব করা

مَوَدَّةٌ বন্ধুত্ব, হৃদ্যতা, প্রিতি

وَدُودٌ ام ¯স্নেহপরায়ণ, প্রেমময়

وَدٌّ একটা দেবতা নাম

وَدَعَ [ف]، وَدَّعَ <ودع বিদায় করা

مُسْتَوْدَعٌ আশ্রয়স্থল

وَدْقٌ مص <ودق বৃষ্টি, বর্ষণ

دِيَةٌ جل دِيَاتٌ <ودي খুনের মাশুল, রক্তপণ

وَادٍ ج أَوْدِيَةٌ উপত্যকা

وَذِرَ [س] <وذر পরিহার করা, ছাড়া

وَرِثَ [س] <ورث ওয়ারিস হওয়া

أَوْرَثَ ওয়ারিস বানানো

وَارِثٌ ج وَرَثَةٌ উত্তরাধিকারী

مِيْرَاثٌ، تُرَاثٌ মীরাস

وَرَدَ [ض] <ورد পৌঁছা, অবতরণ করা

أَوْرَدَ পৌঁছানো, নামানো

وِرْدٌ جل أَوْرَادٌ অবতরণস্থল, তৃষ্ণার্ত

وَارِدٌ ج وَارِدُونَঅবতরণকারী

مَوْرُودٌ আনীত, উপনীত

وَرْدٌ جل وُرْدٌ مث وَرْدَةٌ গোলাপী, লাল গোলাপ

وَرِيْدٌ جل أَوْرِدَةٌ، وُرُوْدٌ শাহরগ, ঘাড়ের রগ

وَرَقٌ جل أَوْرَاقٌ مث وَرَقَةٌ <ورق পাতা, পাত

وَرِقٌ جل أَوْرَاقٌ রূপার পাত, রৌপ্যমুদ্রা

وَارَى <وري আবৃত করা, লুকানো

تَوَارَى আবৃত হওয়া

الْمُوْرِيَات পদাঘাতে আলোক বিকীর্ণকারী অশ্ব

وَرَاءٌ পশ্চাতে, ব্যতীত

وَزَرَ [ض] <وزر বোঝা বহন করা

وِزْرٌ ج أَوْزَارٌ বোঝা, পাপ

وَازِرَةٌ বহনকারী, ভারবাহী

وَزَرٌ جل أَوْزَارٌ আশ্রয়স্থল, পানাহ

وَزِيْرٌ جل وُزَرَاءُ উযির, মন্ত্রী

أَوْزَعَ <وزع কুচকাওয়াজ করা, শক্তি যোগানো, অনুকূল করা

وَزَنَ [ض]، وَزْنًا <وزن ওজন করা, মাপা

مَوْزُوْنٌ পরিমিত, সুষম

مِيْزَانٌ ج مَوَازِينُ মাপযন্ত্র

وَسَطَ [ض] <وسط মাঝখানে ঢুকে পড়া

وَسَطٌ جل أَوْسَاطٌ মধ্যমপন্থী

أَوْسَطُ، وُسْطَى মধ্যম

وَسِعَ [س] <وسع প্রশস্ত হওয়া

وُسْعٌ প্রশস্ততা, সাধ্য, সামর্থ্য

وَاسِعٌ مث وَاسِعَةٌ প্রশস্তকারী

سَعَةٌ প্রাচুর্য, প্রশস্ততা

مُوْسِعٌ প্রাচুর্য লাভকারী, ধনী

وَسَقَ [ض] <وسق আচ্ছন্ন করা, ধারণ করা

اتَّسَقَ পূর্ণ হওয়া, ঘিরে ফেলা

وَسِيْلَةٌ جل وَسَائِلُ <وسل মাধ্যম, উপায়, ওসিলা

وَسَمَ [ض] <وسم পোড়া দাগ দেওয়া

مُتَوَسِّمٌ নিরীক্ষণকারী

سِنَةٌ <وسن তন্দ্রা, ঝিমুনি

وَسْوَسَ <وسوس কুমন্ত্রণা দেওয়া

وَسْوَاسٌ وَسَاوِيْسُ কুমন্ত্রণাদাতা

شِيَةٌ مص <وشي দাগ, কলঙ্ক, দোষত্রুটি

وَاصِبٌ <وصب চিরস্থায়ী, বিরামহীন

وَصِيْدٌ جل وُصُدٌ <وصد প্রবেশপথ, চৌকাট

مُؤْصَدَةٌ বন্দি, আবদ্ধ, বেষ্টনী

وَصَفَ [ض]، وَصْفٌ <وصف বর্ণনা করা

 وَصَلَ [ض] <وصل পৌঁছা, নাগাল পাওয়া

وَصَّلَ উপর্যুপরি পাঠানো

وَصِيْلَةٌ جل وَصَائِلُ দেবীর নামে উৎসর্গিত উট

وَصَّى، تَوْصِيَةٌ، أَوْصَى <وصي ওসিয়ত করা, নির্দেশ দেওয়া

تَوَاصَى পরস্পরে পরামর্শ করা, সদুপদেশ দেওয়া

مُوصٍ ওসিয়তকারী

وَصِيَّةٌ جل وَصَايَا ওসিয়ত, উপদেশ

وَضَعَ [ف] <وضع রাখা, স্থাপন করা

أَوْضَعَ ঘোড়া দৌঁড়ানো

مَوَاضِعُ و مَوْضِعٌ স্থান, রনাঙ্গন

مَوْضُوعَةٌ স্থাপিত, রক্ষিত

مَوْضُونَةٌ <وضن সুউচ্চ, অলঙ্কৃত

وَطَأَ [ف]، وَطْئًا <وطأ পদদলিত করা

وَاطَأَ সমন্বয় করা

مَوْطِئٌ পথ, রাস্তা, চলার স্থান

وَطَرٌ جل أَوْطَارٌ <وطر কামনা, প্রয়োজন

مَوَاطِنُ و مَوْطِنٌ <وطن বাসস্থান, স্থান

وَعَدَ [ض]، وَعْدٌ، وَاعَدَ <وعد ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, চুক্তি করা

تَوَاعَدَ পরস্পরে ওয়াদা করা

وَعِيدٌ، مَوْعُودٌ প্রতিশ্রুতি, প্রতিশ্রুত, হুমকি

مَوْعِدٌ مث مَوْعِدَةٌ، مِيْعَادٌ ওয়াদা, প্রতিশ্রুত সময়

وَعَظَ [ض] <وعظ ওয়াজ করা

وَاعِظٌ ওয়ায়েজ, উপদেশদাতা

مَوْعِظَةٌ ওয়াজ, উপদেশবাণী

وَعَى [ض] <وعي মনে রাখা, সংরক্ষণ করা

أَوْعَى সংরক্ষণ করা

وَاعِيَةٌ রক্ষাকারী, শ্রুতিধর

وِعَاءٌ ج أَوْعِيَةٌ থলে, বস্তা

وَفْدٌ جل وُفُوْدٌ <وفد প্রতিনিধি, দলে দলে, দূত

مَوْفُورٌ <وفر পরিপূর্ণ, ভরপুর

أَوْفَضَ <وفض দৌঁড়ানো, ত্বরা করা

وَفَّقَ، تَوْفِيقًا <وفق অনুকূল করা, তাউফিক দেওয়া

وِفَاقٌ مص আনুকূল্য, যথাযোগ্য

وَفَّى، أَوْفَى <وفي পূর্ণ করা

تَوَفَّى জীবনকাল পূর্ণ করে দেওয়া, মৃত্যু দেওয়া

اسْتَوْفَى পূর্ণ করে নেওয়া

أَوْفَى পূর্ণতম, অধিক পূর্ণকারী

مُوْفِيٌ পূর্ণকারী

مُوَفِّيٌ পরিপূর্ণ দানকারী

مُتَوَفِّيٌ পূর্ণ হায়াত দানকারী, জীবনকালের পূর্ণতাদাতা

وَقَبَ [ض] <وقب অন্ধকার আচ্ছন্ন করা

وَقَّتَ، أُقِّتَت <وقت সময় ধার্য করা

وَقْتٌ جل أَوْقَاتٌ সময়, কাল

مِيْقَاتٌ ج مَوَاقِيْتُ নির্ধারিত সময় বা স্থান

مَوْقُوْتٌ নির্ধারিত সময়

أَوْقَدَ، اسْتَوْقَدَ <وقد আগুন জ্বালানো

وَقُوْدٌ مص জ্বালানি, ইন্ধন, খড়ি

مُوْقَدَةٌ প্রজ্বলিত, দাহ্যমান

مَوْقُوذَةٌ <وقذ প্রহারে নিহত

وَقَّرَ <وقر সম্মান করা

وَقَارٌ মর্যাদা, সম্মান, গাম্ভীর্য

وَقْرٌ جل وُقُوْرٌ বধিরতা, শ্রুতিহীনতা

وِقْرٌ جل أَوْقَارٌ ভার, ভারি বোঝা

وَقَعَ [ف]، وَقْعَةٌ <وقع ঘটা, পতিত হওয়া

أَوْقَعَ সংঘটিত করা

وَاقِعٌ مث وَاقِعَةٌ ঘটমান, সম্ভাব্য

مَوَاقِعُ و مَوْقِعٌ পতনস্থল, অস্তাচল

مُوَاقِعٌ পতনশীল, পতনোন্মুখ

وَقَفَ [ض] <وقف দাড় করানো, থামানো

مَوْقُوفٌ দণ্ডায়মান

وَقَى [ض] <وقي রক্ষা করা, মুক্ত করা

اتَّقَى বাঁচা, পাপ পরিহার করা

وَاقٍ রক্ষাকারী, রক্ষক

تَقِيٌّ جل أَتْقِيَاءُ মুত্তাকী, ধর্মপরায়ণ

أَتْقَى সর্বাধিক আল্লাহভীরু

تُقَاةٌ، التَّقْوَى তাকওয়া

الْمُتَّقِي মুত্তাকী, আল্লাহভীরু

تَوَكَّأُ، اتَّكَأَ <وكأ হেলান দেওয়া

مُتَّكِئٌ গদিনশীন, উপবিষ্ট

مُتَّكَأٌ আরাম কেদারা

تَوْكِيدٌ <وكد মজবুত করা

وَكَزَ [ض] <وكز থাপ্পড় মারা, ঘুষি মারা

وَكَّلَ <وكل উকিল নিয়োগ করা

تَوَكَّلَ তাওয়াক্কুল করা

وَكِيْلٌ جل وُكَلَاءُ উকিল, কর্মবিধায়ক

مُتَوَكِّلٌ নির্ভরকারী

وَلَجَ [ض] <ولج প্রবেশ করা

أَوْلَجَ অনুপ্রবেশ করানো

وَلِيْجَةٌ অন্তরঙ্গ বন্ধু

وَلَدَ [ض] <ولد জন্ম দেওয়া

وَلَدٌ ج أَوْلاَدٌ সন্তান, বংশধর

وَلِيدٌ ج وِلْدَانٌ সন্তান, কুমার

وَالِدٌ পিতা, জনক

وَالِدَةٌ ج وَالِدَاتٌ মা, প্রসূতি

وَالِدَيْنِ পিতামাতা

مَوْلُودٌ সন্তান, নবজাতক

مَوْلُود لَه যার সন্তান, পিতা

وَلَى [ض] <ولي নিকটে থাকা

وَلَّى ফিরে যাওয়া, ফিরানো, পিছু হটা

تَوَلَّى ফিরা, বিমুখ হওয়া, পিছু হটা, বন্ধু বানানো

وَالٍ، وَلِيٌّ ج أَوْلِيَاءُ রক্ষক, ওলী, প্রভু, বন্ধু, নৈকট্যপ্রাপ্ত, অভিভাবক, সাহায্যকারী

مُوَلِّيٌ অভিমুখী, মুখকারী

وَلاَيَةٌ রক্ষণাবেক্ষণ, অধিকার

أَوْلَى নিকটতম, শ্রেষ্ঠতর, অকল্যাণ, অমঙ্গল

الْمَوْلَى جل مَوَالِيُ নৈকট্যদাতা, মাওলা, প্রভু, মুনিব, অভিভাবক, বন্ধু

مَوَالِيُ و مَوْلَى ওয়ারিসগণ, চাচাত ভাই, বন্ধু বান্ধব

وَنَى [ض] <وني অলসতা করা

وَهَبَ [ف، ض] <وهب দেওয়া, উৎসর্গ করা

الْوَهَّابُ ام অত্যাধিক দানকারী

وَهَّاجٌ ام <وهج আলোক বিকীর্ণকারী, আলোকবিচ্ছুরক, জ্যোতির্ময়

وَهَنَ [ض]، وَهْنًا <وهن কষ্ট করা, ভেঙে পড়া, দুর্বল হওয়া

أَوْهَنُ দুর্বলতম

مُوْهِنٌ দুর্বলকারী

وَاهِيَةٌ <وهي দুর্বল, চূর্ণ বিচূর্ণ, বিদীর্ণ

وَيْكَأَنَّ <وي+ك+انّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক!

وَيْلٌ <ويل ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক!, দোযখের নাম

أَوْلَى ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক!

يَاوَيْلَتَى হায় আমার ধ্বংস!, হায় দুর্ভাগ্য!, হায় কপাল!

الهاء

ه, هَا তার, তাকে

هَا ج هَاؤُمْ <هوأ নাও, লও, ধর, দেখো! সাবধান!

هَاتُوا <هيت আনো, পেশ কর

هَكَذَا এরূপ, এমন, এমনি, এমনিভাবে

هَهُنَا এখানে, অত্র, এই স্থানে

هَبَطَ [ض] <هبط নামা, নিম্নস্থানে যাওয়া

هَبَاءٌ جل أَهْبَاءٌ <هبو ধুলো, ধূলা, বালি

تَهَجَّدَ <هجد তাহাজ্জুদ পড়া

هَجَرَ [ن]، هَجْرًا <هجر পরিত্যাগ করা

هَاجَرَ হিজরত করা

مَهْجُورٌ পরিত্যক্ত

مُهاجِرٌ হিজরতকারী

هَجَعَ [ف] <هجع ঘুমানো, নিদ্রা যাওয়া

هَدًّا [ن] <هدد ভেঙে পড়া, খানখান হওয়া, বিধ্বস্ত হওয়া

هَدَّمَ <هدم ধ্বংস করা, বিধ্বস্ত করা

هُدْهُدٌ جل هَدَاهِدُ <هدهد হুদহুদ পাখি

هَدَى [ض]، هُدًى <هدي হিদায়াত করা

إهْتَدَي হিদায়াত পাওয়া

الهَادِي، الهُدَى পথপ্রদর্শক

الأَهْدَي সুপথগামী

مُهْتَدٍ হিদায়াতপ্রাপ্ত

الهَدْيُ কুরবানির পশু

هَدِيَّةٌ উপহার, উপঢৌকন

هَرَبًا [ن] <هرب পলায়নপর, পালানো

هَارُوت <هرت ফেরেশতার নাম

أَهْرَعَ <هرع দ্রুত দৌড়ে আসা

هَارُون <هرن হারূন ‘আলাইহিস সালাম

اسْتَهْزَأَ <هزأ ঠাট্টা করা, ঠাট্টা করা, ব্যঙ্গ করা, উপহাস্য বানানো

مُسْتَزِئٌ বিদ্রুপকারী

هُزُوًا উপহাস্য, বিদ্রুপাত্মক

هَزَّ [ن] <هزز ঝাকি দেওয়া, নাড়া দেওয়া, আন্দোলিত করা

اهْتَزَّ নড়ে ওঠা, শিহরণ লাগা

 هَزْلٌ <هزلমিছামিছি, অহেতুক

هَزَمَ [ض] <هزم পরাজিত করা

مَهْزُومٌ পরাজিত, পরাস্ত

هَشَّ [ن] <هشش পাতা ঝরানো

هَشِيمٌ <هشم খোয়াড় নির্মাণের জরাজীর্ণ খড়, শুষ্ক ঘাসের টুকরা, পড়ে থাকা তৃণলতা, শুষ্ক খড়কুটার কাটছাট, ভঙ্গুর খড়

هَضْمًا <هضم আত্মসাত করা, হজম করা, নেকি কমানো, পুন্যহ্রাস করা

هَضِيمٌ হজমযোগ্য, কোমল, মোলায়েম, নরম, ভঙ্গুর, বিচিমুক্ত, সংযুক্ত, লাগালাগি, চমৎকার

مُهْطِعٌ <هطع পলায়নপর, পলকহীন, অপলকদৃষ্টি, দ্রুতধাবমান

هَلُوعٌ <هلع ব্যাকুল, অস্থির

هَلَكَ [ض] <هلك ধ্বংস হওয়া

أهْلَكَ ধ্বংস করা

هَالِكٌ ধ্বংসশীল

مُهْلِكٌ ধ্বংসকারী

مُهْلَكٌ ধ্বংসপ্রাপ্ত

مَهْلِكٌ বিনাশ

التَهْلُكَة ধ্বংস

أَهَلَّ <هلل জবাই করা, বলি দেওয়া

أهِلَّةٌ و هِلَالٌ নতুন চাঁদ

هَلُمَّ <هلم আসো, আনো

هَامِدَةٌ <همد তৃণলতাহীন, শুষ্ক

مُنْهَمِرٌ <همر বর্ষণমুখর, পতনশীল

هُمَزَةٌ، هَمَّازٌ ام <همز নিন্দুক

هَمَزَات ধোকা, প্রতারণা

هَمْسٌ <همس ফিসফিস শব্দ

هَمَّ [ن] <همم ইচ্ছা করা, উপক্রম হওয়া

أهَمَّ উদ্বিগ্ন করা, পেরেশান করা, চিন্তাক্লিষ্ট করা

هَامان <همن হামান

هَنِيئًا <هنأ তৃপ্তির সাথে, সানন্দে

هُنَالِكَ <هنلك সেখানে, ওখানে

هَا ج هَاؤُمْ <هوأ নাও, লও, ধর, দেখো! সাবধান!

هَادَ [ن] <هود ইহুদী হওয়া

هُودٌ হুদ ‘আলাইহিস সালাম

اليهود، يَهُودِيٌّ ইহুদী

انْهَارَ <هور বিধ্বস্ত হওয়া

هَارٍ বিধ্বস্ত, পতনোন্মুখ

أهَانَ <هون লাঞ্ছিত করা, অপমানিত করা,

هَوْنًا সবিনয়ে, বিনয়াবনত

هُونًا লাঞ্ছনাকর, নগণ্য

مُهِينٌ লাঞ্ছনাকারী

هَيِّنٌ جل أَهْوِنَاءُ সহজ, সহজ ব্যাপার

الأهْوَنُ অতিসহজ, সহজতর

مُهَانًا অসম্মানে, অপমানে

هَوَى [ض] <هوي ধ্বংস হওয়া, পতিত হওয়া, অদৃশ্য হওয়া, ঝুকে পড়া, বহন করা

هَوِيَ [س]، تَهْوَي কামনা করা

أهْوَي ধ্বংস করা, আছাড় মারা, সজোরে ফেলে দেওয়া

إسْتَهْوَى দুর্বৃত্ত বানানো

الهَوَى ج الأَهْوَاءِ কামনা, প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, আসক্তি

الهَوَاءُ শুন্য, ফাকা, কুপ্রবৃত্ত

هَاوِيَة দোযখের নাম

هَيَّأَ <هيأ সহজ করা, প্রস্তুত করা

هَيْئَةً جل هَيَّاتٌ আকৃতি, আকার

هَاتُوا <هيت আনো, পেশ কর

هَيْتَ আসো

هَاجَ [ض] <هيج শুষ্ক হওয়া

مَهِيلٌ <هيل এলোমেলো, আলুথালু, আউলানো, বিক্ষিপ্ত, আকীর্ণ, ছড়ানো

هَامَ [ض] <هيم তৃষ্ণায় ঘোরা

هِيْمٌ جل أَهْيَمُ، هَيْمَاءُ পিপাসার্ত, তৃষ্ণার্ত উট

المُهَيْمِنُ <هيمن রক্ষক, আশ্রয়দাতা

مَا هِيَهْ উহা কী?

هَيْهَاتَ <هيهت বহুদূর, সুদূরপরাহত

الياء

يَئِسَ [س]، إسْتَيْئَسَ <يأس নিরাশ হওয়া

يَئُوس নিরাশ, হতাশ

يَبَسًا، يَابِسٌ مث يَابِسَةٌ <يبس শুষ্ক

يَتِيمٌ ج يَتَامَى <يتم এতিম, অনাথ

يَثْرَب <ثرب মদিনা শরীফ

اليَدُ ج أيْدٍ، أيْدِي <يدي হাত, ক্ষমতা, দখল, বাহুবল, অনুগ্রহ

بَيْنَ يَدٍ সামনে, দখলে

يس অনবহিত অর্থ

يَسَّرَ <يسر সহজ করা, প্রাঞ্জল করা

تَيَسَّرَ، إسْتَيْسَرَ সহজ হওয়া

اليُسْرُ، اليُسْرَى সহজ, স্বস্তি

يَسِيرٌ সামান্য, অল্প, তুচ্ছ

المَيْسُورُ সহজ কথা, সুভাষ্য

مَيْسَرَة স্বচ্ছলতা

المَيْسِر জুয়া খেলা

ألْيَسَعَ <يسع আল-ইয়াসা‘আ ‘আলাইহিস সালাম

يَعْقُوْب <يعقب ইয়াকুব ‘আলাইহিস সালাম

يَعُوقَ <يعق মূর্তির নাম

يَغُوث <يغث মূর্তির নাম

اليَاقُوتُ <يقت নীলকান্তমণি

يَقْطِينٌ <يقطن লাউ, কদু, কুমড়া

أَيْقَاظٌ و يَقْظٌ <يقظ জাগ্রত, নির্ঘুম, সজাগ

أيْقَنَ، اسْتَيْقَنَ <يقن দৃঢ়বিশ্বাস করা

اليقِينُ একীন, দৃঢ়বিশ্বাস

مُوقِنٌ، مُسْتَيْقِنٌ দৃঢ়বিশ্বাসী

تَيَمَّمَ <يمم তায়াম্মুম করা

يَمٌّ جل يَمُوْمٌ সাগর, সমুদ্র, জলাশয়

يَمِيْنٌ ج أَيْمَانٌ <يمن দক্ষিণ, ডান হাত, ডান, শপথ, কসম, অঙ্গীকার

الأَيْمَنُ বরকতপূর্ণ, পবিত্র

مَيْمَنَةٌ جل مَيَامِنُ সৌভাগ্য, ডানপন্থী

يُونُس <ينس ইউনুস ‘আলাইহিস সালাম

يَنْعٌ [ض، ف] <ينع ফল পাকা, পরিপক্ক হওয়া

اليهود <هود ইয়াহূদী

اليَوْمُ ج أيَّامُ <يوم আজ, দিন, সময়

يَوْمَئِذٍ যেদিন, সেদিন, ঐদিন