আল ইযয ইবনে আব্দুস সালাম: তিনি হলেন আবু মুহাম্মদ আল ইযয ইযযুদ্দীন আব্দুস সলাম আল কাসেম ইবনে আল হাসান ইবনে মুহাম্মাদ ইবনে মুহাযযাব আস সুলামি, তিনি মরোক্কান উৎস থেকে আগত। তিনি দামেস্কে জন্মগ্রহণ করেন ৫৭৮ হি: সালে। তিনি সেখানেই জীবনযাপন করেন। তিনি দাওয়া ও ফেকাহ শাস্ত্রে খ্যাতি অর্জন করেন। ৬৬০ হি: সালে তিনি পরলোকগত হন।
নাম: কাসেম বিন ফিররাহ। স্পানিষ ভাষায় ফিররাহ শব্দের অর্থ হল লোহা। তিনি ইমাম শাতেবী নামে পরিচিত। তিনি বিশ্বের বিখ্যাত আলেমদের একজন। জন্ম ৫৩৮ হিজরীতে স্পেনের শাতেবা শহরে। মৃত্যু: ৫৯০ হিজরীর আঠাশে জমাদিউস সানী। মৃতূকালে তার বয়স ছিল বায়ান্ন বছর।
ইমাম আল-বারভারী : একজন হাম্বলী আলেম, বিদগ্ধ হাদীস বিশারদ, নির্ভযোগ্য ফকীহ। তিনি ভরাতের বারভারে জন্ম গ্রহণ করেছেন। মৃত্যু বরণ করেছেন ৩২৯ হিজরীতে, তখন তার বয়স হয়েছিল উনসত্তর বছর। কারো কারো মতে তিনি সাতাত্তর বছর বয়সে মৃত্যু বরণ করেন।