মুহাম্মাদ মুনীর আল-জান্বায: ১৯৪৩ সালে সিরিয়ার হামাহ নগরীতে জন্মগ্রহণ করেন। রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর আরবি ভাষাতত্ত্বের উপর পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি ইমাম মুহাম্মাদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌদি ন্যাশনাল ক্যাডেট কোর এবং রোভার স্কাউটের প্রধান পরিচালক ছিলেন।
মুহাম্মাদ রফিকুল ইসলাম আল-মাদানী। বাংলা ভাষার দা‘ঈ। মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। কিছু দিন ভিয়েনায় দা‘ঈ হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশে সাউদী ধর্মমন্ত্রণালয়ের দা‘ঈ হিসেবে কাজ করছেন। বিভিন্ন টেলিভিশনে তার সরব অংশগ্রহণ রয়েছে।