সুলতান বিন সারাই আশ শামরী: একজন ইসলামী গবেষক। তার অনেক সংকলন আছে। যেমন : হাজা আল ইখলাছ। তালখীছ বাবুল মাসহে আলা আল খুফফাইন, তালখীছ কিতাব আল হজ, আত তালখীছ আল মুয়ীন ফী শারহি আল আরবাঈন লিশ শাইখইবনে উসাইমীন।
হুজ্জাতুল্লাহ নিকুয়ী: মধ্য ইরানের কোম নগরীতে জন্ম ও লালিত পালিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন শেষে বাইয়ামনূর বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাষা বিভাগে ভর্তি হন। এরপর তিনি সাযেমানতাবলীগাতে ইসলামিয় (ইসলামী তাবলীগ সংস্থায় কাজ শুরু করেন। এ সংস্থাটি ইরান সরকারের ইসলামী ইরশাদ মন্ত্রণালয়ের অধীনস্থ। তিনি শিয়া ইজমের বিরুদ্ধে অনেক গ্রন্থ সংকলন করেছেন আর অনেক বিতর্কে অংশ নিয়েছেন।