নাম ও বংশ: তিনি আল্লামা আবুল ফারজ মুহাম্মাদ জামালুদ্দীন বিন মুহাম্মাদ সাইদ বিন কাসেম বিন সালেহ বিন ইসমাঈল বিন আবু বকর। তিনি কাসেমী বলে পরিচিত। তিনি ১২৮৩ হিজরী সনে জমাদিউল উলা মাসে দামেশ্কে জন্ম গ্রহণ করেন। তার গ্রন্থের মধ্যে আছে মাহাসিনুত তাবীল, দালায়েলুত তাওহীদ, ইসলাহুল মাছাজিদসহ অনেক গ্রন্থ। তিনি ২৩ শে জমাদিউল উলা ১৩৩২ হিজরী মোতাবেক ১৮-৪-১৯১৪ ইং সনে দামেশকে মৃত্যুবরণ করেন।