ড. মুহাম্মাদ ইয়োসরী ইবরাহীম, অধিকার ও সালিস বোর্ডের সেক্রেটারী জেনারেল। মিসরের নসর শহরের বিলাল ইবন রাবাহ মসজিদে তিনি নিয়মিত দারস দিয়ে আসছেন। আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইঞ্জিনিয়ারিং এবং শরয়ী বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ফতোয়া বিষয়ে রচনার জন্য আমীর নায়েফ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। জিদ্দাস্থ ফিকহে ইসলামী সেন্টারে তিনি গবেষক হিসেবে কাজ করেছেন। তার বহু গ্রন্থ ও বহু আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ রয়েছে।