আবু বকর আহমাদ ইবনুল হুসাইন বিন আলী বিন আব্দুল্লাহ বিন মূছা আল বাইহাকী ৩৮৪ হিজরীতে খসরু জারাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি চুয়াত্তর বছর বয়স পেয়েছিলেন। মৃত্যু বরণ করে ৪৫৮ হিজরী সনে নিশাপুরে। সেখান থেকে তাকে বায়হাক নিয়ে যাওয়া হয় ও সেখানেই দাফন করা হয়। তার সংকলিত বহু গ্রন্থ রয়েছে। এর মধ্যে আছে: আস সুনানুল কুবরা, মারিফাতুস সুনান ওয়াল আসার, দালায়েলুন নবুওয়ত, মারিফাতি আহওয়ালি সাহেবিশ শরীয়াহ।