পূণর্নাম : ডক্টর আসেম বিন আব্দুল্লাহ বিন ইবরাহীম বিন খলীল বিন মুস্তাফা আলে মামার আল-কারবুতী, কারবুত হল ফিলিস্তিনের নাবুলসের অন্তর্গত এলাকা। জন্ম গ্রহণ করেন জর্দানের যারকা তে ১৩৭৪ হিজরী মোতাবেক ১৯৫৪ ইং সনে। জাতীয়তা : জর্দানী শিক্ষা : ডক্টরেট শিক্ষার বিষয় : ইসলামী স্টাডিজ বিশেষ বিষয় : সুন্নাতে নববীয়া বর্তমানে রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আস সুন্নাহ ওয়া উলুমুহা ও উসূলুদ দীন বিভাগের সহকারী অধ্যাপক।
তিনি হলেন, আবুল মাআলী মাহমূদ শুকরী ইবন আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবিস সানা আল-আলুসী। জন্ম ১৯/৯/১২৭৩ হিজরীতে ইরাকের বাগদাদে। তার রচিত গ্রন্থের মধ্যে আছে শরহু মাছায়েলুল জাহেলিয়্যাহ, ফাতহুল মান্নান। তিনি ইন্তেকাল করেন ১৩৪২ হিজরীর শাওয়াল মাসের চার তারিখ।
তিনি হলেন আমর আব্দুল মুনইম বিন আব্দুল আল আলে সুলাইম। জন্ম গ্রহণ করেছেন মিশরে ২৪/২/১৯৬৭ ইং সনে। ১৯৭৪ সনে তার পিতার সাথে কুয়েতে আসেন। তার পিতা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন শরীর বিদ্যা কলেজের চাকুরী করেন। তিনি সকল স্তরের শিক্ষা কুয়েতেই সমাপন করেন। তিনি কুয়েত বিশ্ব বিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ১৯৮৮ সনে ডিগ্রী লাভ করেন।