ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এর শরী‘আহ ফ্যাকাল্টি থেকে গ্রাজোয়েশন লাভ করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আল-কিয়াস ফিল ইবাদাত।
সৌদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াত বিভাগের সদস্য এবং রিয়াদস্থ জামে আত তাওহীদের খতীব। তিনি ইমাম মুহাম্মাদ ইবন সাউদ আল-ইসলামিয়্যাহ থেকে ১৪১৫ হিজরীতে অনার্স ডিগ্রি লাভ করেন। ১৩৮৪ হিজরী সালে তার জন্ম। তিনি কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ১৪১৯ হিজরীতে মাস্টার্স আর লেবানন থেকে ১৪২৬ হিজরীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর রচিত বেশ কিছু গ্রন্থ রয়েছে।