বাংলাদেশী আলেম ও দা‘ঈ। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসান্স ডিগ্রীপ্রাপ্ত। বর্তমানে সৌদী আরবের একটি দাওয়াহ সংস্থায় দা‘ঈ হিসেবে চাকুরীরত। তাঁর বেশ কিছু অনুবাদ গ্রন্থ রয়েছে।
তিনি রিয়াদস্থ আল-ইমাম মুহাম্মাদ ইবন সাউদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেখান থেকে ১৪০২ হিজরীতে অনার্স করেন। তারপর উক্ত বিশ্ববিদ্যালয় থেকেই ১৪০৭ সালে মাস্টার্স এবং ১৪১৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সে সময়ে তিনি আল-ইমাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি রিয়াদস্থ বাদশা সৌদ বিশ্ববিদ্যালয়ে চাকুরী শুরু করেন। ১৪১৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।