আব্দুস সালাম ইবন বারজিস: হিজরী ১৩৮৭ সালে রিয়াদে জন্ম গ্রহণ করেন। পিতা মাতার তত্বাবধানে হিফজ সমাপন করেন। পরে অনেক আলেম উলামাদের থেকে ইলম অর্জন করেন। ইমাম মুহাম্মাদ ইবন সউদ বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত বিশ্ব বিদ্যালয়ে কুল্লিয়াতুশ শরইয়াতে ভর্তি হন। ১৪১০ হিজরী সালে সেখান থেকে ডিগ্রী লাভ করেন। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য বিচার বিভাগীয় একাডেমীতে ভর্তি হন। সেখান থেকে মাস্টার্স শেষ করেন। তার মাস্টার্সের বিষয় ছিল : আত তাওসীক বিল উকুদ ফিল ফিকহিল ইসলামী। তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার থিসিস ছিল: আল ফাওয়ায়েদুল মুনতাখাবাত শরহু আখছারুল মুখতাছারাত। তিনি ১৪২৫ হিজরীর সফর মাসের তের তারিখে মৃত্যু বরণ করেন।
আয়াতুল্লাহ আস সাইয়েদ আবুল ফজল আল বারকায়ী, তিনি হুসাইন রা. এর বংশধর। খোমেনীর ঘনিষ্টজনদের একজন ছিলেন তিনি। কিন্তু তিনি শিয়া মতবাদ পরিহারের ঘোষণা দিয়ে আহলে সুন্নাতের অন্তভূক্ত হন শাহ আমলেই। আয়াতুল্লাহ শায়খ আব্দুল কারীম আল হায়েরীর কাছে কোমে শিক্ষা অর্জন করেন।