হায়দার আলী বিন ইসমাঈল কলমদারান ইরানের কোম শহরের দিযিজান গ্রামে ১৯১৩ ইং সনে জন্ম গ্রহণ করেন। নিজ গ্রামে তিনি কুরআন শিক্ষার মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। বাল্যবাল থেকে জ্ঞান-চর্চা, ইসলামী বই পড়ার প্রতি তার জোক ছিল। যৌবনে পা দেবার আগেই তিনি কোম ও তেহরানের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা আরম্ভ করেন। তিনি এসব লেখার মাধ্যমে শিয়া মতবাদ খন্ডন করতেন। আর সঠিক ইসলামী শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন। তিনি ১৯৮৯ ইং সনে মৃত্যু বরণ করেন।
সালেহ ইবন আবদুর রহমান আল-হুসাইন, আন-নাসেরী, আত-তামীমী। মাসজিদুল হারাম ও মাসজিদুন নববীর প্রধান পরিচালক। সৌদী আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য। তিনি বনু তামীম গোত্রের নাওয়াসের শাখার সাথে সম্পৃক্ত। তিনি প্রাক্তন মন্ত্রী ও মজলিসে শুরার সদস্য। ২০১৩ সালে মারা যান।
আব্দুস সালাম ইবন বারজিস: হিজরী ১৩৮৭ সালে রিয়াদে জন্ম গ্রহণ করেন। পিতা মাতার তত্বাবধানে হিফজ সমাপন করেন। পরে অনেক আলেম উলামাদের থেকে ইলম অর্জন করেন। ইমাম মুহাম্মাদ ইবন সউদ বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত বিশ্ব বিদ্যালয়ে কুল্লিয়াতুশ শরইয়াতে ভর্তি হন। ১৪১০ হিজরী সালে সেখান থেকে ডিগ্রী লাভ করেন। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য বিচার বিভাগীয় একাডেমীতে ভর্তি হন। সেখান থেকে মাস্টার্স শেষ করেন। তার মাস্টার্সের বিষয় ছিল : আত তাওসীক বিল উকুদ ফিল ফিকহিল ইসলামী। তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার থিসিস ছিল: আল ফাওয়ায়েদুল মুনতাখাবাত শরহু আখছারুল মুখতাছারাত। তিনি ১৪২৫ হিজরীর সফর মাসের তের তারিখে মৃত্যু বরণ করেন।