নাম: ইয়াহইয়া বিন আব্দুল্লাহ বিন দাখেল আস সামালী জন্ম: ১৩৮৪ হিজরী প্রাথমিক শিক্ষা সমাপন করেন সামালাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন করেন তায়েফের দারুত তাওহীদে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে লেসান্স মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার বিষয় ছিল, ইমাম বুখারীর গ্রন্থ আত তারীখুল আওছাত। বর্তমানে তিনি তায়েফ বিশ্ববিদ্যালয়ে আদ দিরাসাতুল কুরআনিয়া ওয়াল ইসলামিয়া শাখার প্রধান হিসাবে কর্মরত।