তিনি হলেন, সম্মানিত শায়খ মুহাম্মাদ রাশাদ বিন মুহাম্মাদ রফীক সালেম। ১৩৪৭ হিজরীতে কায়রোতে জন্ম গ্রহণ করেন। কায়রোর মাদরাসা থেকে তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন করেন। এরপর কায়েরা বিশ্ব বিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। সেখান থেকেই মাষ্টার্স শেষ করেন। তারপর উচ্চতর শিক্ষা অর্জনের জন্য সিরিয়ার দামেশ্কে এক বছর কাটান। বৃটেনের ক্যাব্রিজ বিশ্ব বিদ্যালয় থেকে ১৩৭৯ হিজরী সালে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার থিসিস ছিল, মুআফাকাতুল আকলি লিশশারয়ী ইনদা ইবনে তাইমিয়া। (অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়ার দৃষ্টিতে শরীয়ত ও বিবেকের সমন্বয়। এরপর বাদশা সউদ বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি ১৩৬৯ হিজরী সনে সউদী নাগরিকত্ব লাভ করেন। তার লিখিত গ্রন্থের মধ্যে আছে ১- আল মাদখাল ইলা আস সিকাফাতুল ইসলামিয়া ২- আল মুকারিনাতু বাইনাল গাযালী ওয়া ইবনে তাইমিয়া ৩- তাহকীকুল মাজমুআ আল উলা ৪- তাহকীকুল জুয আল আউয়াল।