তিনি শাইখ সানাউল্লাহ নজির আহমদ, বাংলা ভাষার দা‘ঈ। বাংলাদেশে বেসরকারী কাওমী মাদরাসায় লেখাপড়া করেন। তারপর ভারতস্থ দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করেন। আল-মুন্তাদা আল-ইসলামী এর বাংলাদেশ শাখার সাথে কাজ করেন। তিনি ইসলাম হাউজ.কম বাংলা বিভাগের সাথে প্রথম থেকেই জড়িত। আকীদা ও ফিরাকের অনেক গ্রন্থ অনুবাদ করেছেন। আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখাও রয়েছে তাঁর।
বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীপ্রাপ্ত। বাংলাভাষায় তাঁর বহু গ্রন্থ রয়েছে। তিনি দাওয়াহ ও তাবলীগের কাজে রত আছেন। আল-মু্নতাদা আল-ইসলামীর শাইখদের সাথে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। ইসলাম হাউজ.কম এর নিয়মিত লেখক। তিনি ‘আলোকিত বাংলাদেশ’ নামীয় একটি পত্রিকার সাথে জড়িত। তাছাড়া তিনি স্থানীয় একটি মসজিদে নিয়মিত খুতবা প্রদান করে থাকেন।
তিনি চৌধুরী আবুল কালাম আযাদ। বাংলাদেশে কাওমী মাদরাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত। ইসলাম হাউজ ডট কম বাংলা বিভাগের অডিও ভিডিও এর দায়িত্বে ছিলেন। হাজীদের মধ্যেও তার দাওয়াতী কাজ প্রশংসনীয়। তিনি মুন্তাদা আল-ইসলামীর সাথে কাজ করেছেন। বর্তমানে বড় এক মসজিদের ইমাম ও খত্বীব এবং বিফাকুল মাদারিসের ইন্সপেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত।