হাকেম ইমাম আল-ইসমাঈলী সম্পর্কে বলেন, ইসমাঈলী তার যুগের প্রখ্যাত মুহাদ্দিস, ফকীহ, সাহসি ব্যক্তি ছিলেন (সীয়ার আল-আলামিন নুবালা ২৯৪/১৬) সামআনী তার সম্পর্কে বলেন, জুরজানের হাদীস ও ফিকাহ বিশারদ। জাহাবী তার সম্পর্কে বলেন, তিনি ইমাম, হাফেজ, ফকীহ, শাইখুল ইসলাম। (তাজকেরাতুল হুফফাজ ৯৪৭/৩) ইবনে কাসীর তার সম্পর্কে বলেন, তিনি বিখ্যাত হাফেজ ছিলেন (আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৭/১১