তিনি রিয়াদস্থ আল-ইমাম মুহাম্মাদ ইবন সাউদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেখান থেকে ১৪০২ হিজরীতে অনার্স করেন। তারপর উক্ত বিশ্ববিদ্যালয় থেকেই ১৪০৭ সালে মাস্টার্স এবং ১৪১৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সে সময়ে তিনি আল-ইমাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি রিয়াদস্থ বাদশা সৌদ বিশ্ববিদ্যালয়ে চাকুরী শুরু করেন। ১৪১৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।
তিনি ‘বৈধ ও অবৈধের মানদণ্ডে পবিত্র মক্কার বিভিন্ন স্থানসমূহের সম্মাননা’ গ্রন্থের লেখক। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের প্রফেসর। দাওয়াতের ক্ষেত্রে তার বেশ কিছু অবদান রয়েছে। তার ব্যক্তিগত ই-মেইল নং হচ্ছে: [email protected]