তিনি হলেন আমর আব্দুল মুনইম বিন আব্দুল আল আলে সুলাইম। জন্ম গ্রহণ করেছেন মিশরে ২৪/২/১৯৬৭ ইং সনে। ১৯৭৪ সনে তার পিতার সাথে কুয়েতে আসেন। তার পিতা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন শরীর বিদ্যা কলেজের চাকুরী করেন। তিনি সকল স্তরের শিক্ষা কুয়েতেই সমাপন করেন। তিনি কুয়েত বিশ্ব বিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ১৯৮৮ সনে ডিগ্রী লাভ করেন।
সৌদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াত বিভাগের সদস্য এবং রিয়াদস্থ জামে আত তাওহীদের খতীব। তিনি ইমাম মুহাম্মাদ ইবন সাউদ আল-ইসলামিয়্যাহ থেকে ১৪১৫ হিজরীতে অনার্স ডিগ্রি লাভ করেন। ১৩৮৪ হিজরী সালে তার জন্ম। তিনি কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ১৪১৯ হিজরীতে মাস্টার্স আর লেবানন থেকে ১৪২৬ হিজরীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর রচিত বেশ কিছু গ্রন্থ রয়েছে।