সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ সংক্রান্ত সর্বোচ্চ পরিচালনা পর্ষদ মন্ত্রিপরিষদের অধীন একটি স্বাধীন শাখা। যারা নিম্নোক্ত কাজগুলো করে থাকেন: ১- মানুষদেরকে উৎসাহ-উদ্দীপনা প্রদানের মাধ্যমে ভালোকাজ করার পথ দেখায়। ২-
হাতেম আলহাজ আলী : ১৩৮৮ হিজরী সনের ৯ জমাদিউল আউয়াল তারিখ মোতাবেক ২-৯-১৯৬৮ ইং তারিখে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্ম গ্রহণ করেন। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। তিনি বিবাহিত, চার সন্তানের জনক। তিনি আমেরিকার নিউইয়র্কের একটি মসজিদের খতীব আমেরিকার শরয়ী একাডেমীর অধ্যাপক।