ইসমাঈল অয়ীসুত ফারানী -রহিমাহুল্লাহ- একজন আলেম ও বক্তা। অমুসলিমদের ইসলামের দিকে দাওয়াতের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত আত তারীফ বিল ইসলাম সংস্থার একজন প্রতিষ্ঠাতা।
আহমাদ ইউনূস সামাদী: একজন দাওয়াত-কর্মী আলেম ও লেখক। আরবী বিশ্ব্ববিদ্যালয় থেকে ডিগ্রীপ্রাপ্ত থাই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি শায়খ রেজা আহমাদ সামেদীর ছেলে।
আব্দুল আযীয বিন আব্দুল ফাত্তাহ বিন আব্দুর রহীম আল কারী। ১৩৬৫ হিজরীতে মক্কা আল মুকাররমায় জন্ম গ্রহণ করেন। ১৩৭৫ থেকে ১৩৮০ হি: পর্যন্ত রিয়াদের আল মাহাদুল ইলমীতে শিক্ষা লাভ করেন। ১৩৮৯ হিজরীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় মদীনা থেকে কুল্লিয়াতুশ শরইয়্যাতে ডিগ্রী লাভ করেন। এরপর উচ্চতর শিক্ষার জন্য আলআযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৩৯৩ সনে কুল্লিয়াতুশ শরইয়্যা ও আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। অতপর ১৩৯৯ সনে ফিকহিস সিয়াসাত আশ শরইয়্যাহ বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
তিনি হলেন বিচারপতি মুহাম্মাদ তাকী আল উসমানী। তিনি মুফতী মুহাম্মাদ শফী রহ. এর ছেলে। তার পরিবার উসমান রা. এর বংশধর বলে কথিত আছে। এ জন্য তাকে উসমানী বলা হয়। তিনি ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪৩ ইং সালে জন্ম গ্রহণ করেন ভারতের দেওবন্দে। ভারতের দারুল উলূম দেওবন্দে তিনি শিক্ষা লাভ করেন। তিনি পাকিস্তানের নাগরিক ও সেখানের শরীয়াহ আদালতের প্রধান বিচারপতি ছিলেন। ইসলামের দাওয়াত ও তালীমে তার বেশ ভূমিকা আছে ভারতীয় উপমহাদেশে। তার রচিত অনেক গ্রন্থ আছে।