ড. আলী ইবন মুহাম্মাদ আশ-শুবাইলী। রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও তিনি পরিবার, প্রতিপালন ও যুবক বিষয়ে বিশেষজ্ঞ ও প্রাজ্ঞ গবেষক।
বাংলা ভাষার দা‘ঈ। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন, রিয়াদস্থ আস-সুলাই ইসলামী দাওয়া সেন্টারে দা‘ঈ হিসেবে চাকুরীরত ছিলেন। বর্তমানে বাংলাদেশে ইসলামী একটি মাদরাসার শিক্ষক। দাওয়ার ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে।