রাগেব আস-সারজানী: তিনি ডক্টর রাগেব আল-হানাফী রাগেব আস-সারজানী। মিশরের প্রখ্যাত আলেম ও ইতিহাসবিদ। তিনি কায়রো-এর মারকাযুল হাদ্বারাহ লিদ দিরাসাতিত তারীখিয়্যাহ সেন্টারের প্রধান পরিচালক ও কায়রো বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াত আত-তিব (মেডিকেল ফ্যাকাল্টি)-এর অধ্যাপক। তিনি ইসলামিক স্টোরি (www.islamstory.com). ওয়েবসাইটের পরিচালক। ১৯৬৪ ইং সনের আল গারবিয়্যা জিলায় জন্ম গ্রহণ করেন। তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। ১- তার গ্রন্থ, মুসলিমরা বিশ্বকে কি দিয়েছে. এর জন্য মুবারক পুরষ্কার পেয়েছেন ১৪৩০ হিজরীতে। ২- আর রহমাহ ফী হায়াতুন্নবী গ্রন্থ প্রণয়ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।
ড. আলী ইবন মুহাম্মাদ আশ-শুবাইলী। রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ ইবন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও তিনি পরিবার, প্রতিপালন ও যুবক বিষয়ে বিশেষজ্ঞ ও প্রাজ্ঞ গবেষক।
বাংলা ভাষার দা‘ঈ। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন, রিয়াদস্থ আস-সুলাই ইসলামী দাওয়া সেন্টারে দা‘ঈ হিসেবে চাকুরীরত ছিলেন। বর্তমানে বাংলাদেশে ইসলামী একটি মাদরাসার শিক্ষক। দাওয়ার ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে।