যায়েদ বিন আব্দুল আযীয আল ফাইয়াদ: তিনি ১৩৫০ হিজরী সনে সৌদী আরবের রাওজাতু সাদীরের জন্ম গ্রহণ করেন। ১৩৬২ হিজরীতে তার পিতা তাকে শিক্ষা অর্জনের জন্য রিয়াদের পাঠান। তার বেশ কিছু গ্রন্থ রয়েছে। এর মধ্যে আছে : আর রাওজাতুন নাদীয়্যাহ শরহিল আকীদাতুল ওয়াসেতিয়্যাহ, কাজীয়াতুল ফিলিস্তীন ওয়াল ওহদাতুল ইসলামিয়াহ, সু্ওর মিনাল জিহাদ, কাহেরুস সলীবিয়্যিন সালাহ উদ্দীন আল আইউবী, নাসায়েহুল উলামা লিস সালাতীন ওয়াল উমারা, আল ইয়াহুদ ওয়াল হারাকাতুস সিররিয়্যাহ, আর রাফেজা, আল খোমেনী, হাকীকাতুস দুজ প্রভৃতি। ১৪১৬ হিজরীর জুলকদ মাসের একুশ তারিখে মৃত্যু বরণ করেন।