ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এর শরী‘আহ ফ্যাকাল্টি থেকে গ্রাজোয়েশন লাভ করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আল-কিয়াস ফিল ইবাদাত।
তিনি শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব ইবন সুলাইমান আত-তামীমী। জন্ম ১১১৫হি. জন্মস্থান: আরব উপদ্বীপের নাজদ অঞ্চলের উয়াইনাহ্ শহর। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। গ্রহণযোগ্য আলেমগণ তার জ্ঞান, দীনদারী ও দৃঢ়তার প্রশংসা করেছেন। ১২০৬ হি. সনে ৯১ বছর বয়সে মারা গেছেন।