উমার আলী কারীম, মোল্লা উমার হিসাবে পরিচিত: কুর্দী দাওয়াত-কর্মী, বৃটেনে বসবাস করেন, বৃটেনের কুল্লিয়াতুশ শরয়িয়া থেকে ডিগ্রীপ্রাপ্ত, বর্তমানে ইংরেজী বিভাগের মাষ্টার্স এর ছাত্র ও কুর্দী দরইয়ায়ে নূর ওয়েব সাইটের পরিচালক।
আল মাকতাবুল ইসলামি (ইসলামি গ্রন্থাগার) প্রকাশনা ও প্রসারে নিবেদিত। সর্বাধুনিক ইসলামি লাইব্রেরী। শায়খ যুহাইর আশ শায়ীশ এটি ১৩৭০ হিজরী মোতাবেক ১৯৫০ ইং সনে দামেশ্কে প্রতিষ্ঠা করেন। অত:পর বৈরুতে প্রতিষ্ঠা করেন ১৩৮২ হি মোতাবেক ১৯৬৩ সনে। এ লাইব্রেরীর ওয়েবসাইট হল http://www.almaktab-alislami.com