নেদাউল ঈমান ওয়েব সাইট, মধ্যপন্থী ইসলাম শিক্ষা প্রসারের একটি আন্তর্জাতিক ওয়েব সাইট, এর লক্ষ্য উদ্দেশ্য হল নিম্নরূপ: ১. ইসলামী ওয়েব সাইটের একটি নতুন ধারার সূচনা ২. উদারপন্থী ইসলামী ধ্যানধরাণার প্রচার ও প্রসার ৩. এ সকল কাজ বিশ্বের সকল মানুষের খেদমতে পেশ করা ৪. অন্যান্য ইসলামী ওয়েব সাইটের সাথে যোগাযোগ ও সহযোগিতা ৫. ইসলাম বিষয়ে অভিভাবকের দায়িত্ব পালন ৬. দাওয়াত ও তরবিয়তী বিষয়ে সমস্যাবলির সমাধানে অংশ গ্রহণ ৭. যুবকদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা ও তাদের প্রশ্নের উত্তর দেয়া।