তিনি শাইখ জাকের উল্লাহ আবুল খায়ের, বাংলাদেশে সরকারী ও বেসরকারী বিভিন্ন মাদরাসায় লেখাপড়া করেন। আল-মুন্তাদা আল-ইসলামীর সাথে দাওয়াতের কাজ করেছেন। এখনও ইসলামহাউজ.কম এর সাথে জড়িত আছেন। বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধ রচনা ও অনুবাদের ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে। তাছাড়া তিনি ইমামগঞ্জ মসজিদের খত্বীবও বটে।
তিনি শাইখ ইকবাল হুসাইন মাসুম, আলেম ও গবেষক। বেশ কিছু সময় তিনি আল-মুন্তাদা আল-ইসলামীর সাথে জড়িত ছিলেন। সহীহ আকীদার প্রচার ও প্রসার কাজের তার ব্যাপক অবদান রয়েছে। পূর্বে বাংলাদেশের কাওমী মাদরাসা থেকে ডিগ্রিপ্রাপ্ত হন। বর্তমানে আবু হানীফা মাদরাসার মুহতামিম হিসেবে কর্মরত আছেন। তার এলাকা তথা বাংলাদেশ থেকে শির্ক ও বিদ‘আত দুর করার জন্য তার প্রচেষ্টা প্রশংসনীয়