সালেম আল আজমী : তিনি হলেন কুয়েতের আবু উমার সালেম আল-আজমী, মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয় থেকে ডিগ্রী লাভ করেন, ১৪২০ হিজরী সালে ফিকাহ ও সামসাময়িক আইন বিষয়ে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ব বিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। তার রয়েছে নিজস্ব ওয়েব সাইট http://www.salemalajmi.com
ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওহাব সংকলিত তিনটি মুলনীতি ও তার প্রমাণ গ্রন্থের অনুবাদ করেছেন হলাণ্ডের ভাষায়। ইসলামী বিশ্ব বিদ্যালয়ের প্রকাশনা বিভাগ এটি প্রকাশ করেছে।