লুবনা শরফ একজন ফিলিস্তিনি লেখিকা। তিনি কুয়েতে জন্মগ্রহণ করেন, বসবাস করছেন জর্ডানে। তিনি জর্ডান বিশ্ববিদ্যালয়ে কৃষি ফেকাল্টি থেকে গ্রাডুয়েশন করেন। তিনি গ্রাজুয়েট হওয়ার পর স্বেচ্ছায় শরীয়া ফেকাল্টিতে ক্লাশ করেন। আরব দেশের খ্যাতনামা ইসলামী পত্রিকাগুলোয় তার বহু লেখা ছাপা হয়েছে।
আবু সালমা মুহাম্মাদ রুশদী বারাতামা: ইন্দোনেশিয়ায় সালাফী দাওয়াতের একজন নিবেদিতপ্রাণ আলেম ও দাওয়াত-কর্মী। ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতি তৎপরতায় তার রয়েছে বিশেষ কৃতিত্ব। তার ওয়েব সাইট হল http://abusalma.wordpress.com