-
মুহাম্মাদ সিদ্দীক হাসান খান আল-কানুজী "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :তিনি হলেন আল্লামা মুহাক্কিক আবুত-তাইয়েব মুহাম্মাদ সিদ্দীক বিন হাসান বিন আলী বিন লুতফুল্লাহ আল-কানুজী আল-বুখারী, ভুপাল প্রবাসী। তিনি তার দাদার বাস বেরেলীতে জন্ম গ্রহণ করেন (১২৪৮ হিজরী) ভারতের নিজ শহর কানুজে ইয়াতীম অবস্থায় তার মায়ের কাছে লালিত পালিত হন। তিনি কনৌজ ও তার আশে পাশের উলামাদের থেকে ইলম অর্জন করেন। এ বিখ্যাত লেখক ১৩৫৭ হিজরীতে ৫৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন।