-
আব্দুল্লাহ বিন আহমাদ আলে আল্লাফ আল-গামেদী "আইটেম সংখ্যা : 20"
বর্ণনা :নাম : আব্দুল্লাহ বিন আহমাদ আলে আল্লাফ আল-গামেদী।
হিজরী তেরশ তিরাশি সালে সফর সফর মাসের দ্বিতীয় তারিখে জন্ম গ্রহণ করেন।
জন্ম স্থান : গামেদ প্রদেশের আল-বাহাতে
শিক্ষা : প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন তায়েফে। এরপর জেদ্দাস্থ বাদশা আব্দুল আযীয বিশ্ব বিদ্যালয়ে থেকে ডিগ্রী অর্জন করেন ১৪০৭ হিজরী সালে। সর্বশেষে তিনি ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওহাব মাদ্রসায় শিক্ষকতা করেন।