-
আমর আব্দুল মুনইম সুলাইম "আইটেম সংখ্যা : 4"
বর্ণনা :তিনি হলেন আমর আব্দুল মুনইম বিন আব্দুল আল আলে সুলাইম। জন্ম গ্রহণ করেছেন মিশরে ২৪/২/১৯৬৭ ইং সনে। ১৯৭৪ সনে তার পিতার সাথে কুয়েতে আসেন। তার পিতা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন শরীর বিদ্যা কলেজের চাকুরী করেন। তিনি সকল স্তরের শিক্ষা কুয়েতেই সমাপন করেন। তিনি কুয়েত বিশ্ব বিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ১৯৮৮ সনে ডিগ্রী লাভ করেন।