-
আল-হাসান বিন আলী বিন খালাফ আল-বারভারী "আইটেম সংখ্যা : 6"
বর্ণনা :ইমাম আল-বারভারী : একজন হাম্বলী আলেম, বিদগ্ধ হাদীস বিশারদ, নির্ভযোগ্য ফকীহ। তিনি ভরাতের বারভারে জন্ম গ্রহণ করেছেন। মৃত্যু বরণ করেছেন ৩২৯ হিজরীতে, তখন তার বয়স হয়েছিল উনসত্তর বছর। কারো কারো মতে তিনি সাতাত্তর বছর বয়সে মৃত্যু বরণ করেন।