-
আহমাদ কাকা মাহমূদ "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :আহমাদ কাকা মাহমূদ: একজন প্রখ্যাত কুর্দী আলেম। ১৯৫০ সালে ইরাকের কুর্দিস্তান প্রদেশের সুলাইমানিয়াতে জন্ম গ্রহণ করেন। সহীহ আকীদার দাওয়াত ও প্রসারে তার রয়েছে বিশাল ভূমিকা। উলুমে শরয়িয়্যাহর খেমদতে তার রয়েছে বিশাল খেদমত। তিনি কুর্দী ভাষায় আল-কুরআনের তাফসীর লিখেছেন। তিনি হালজা শহরে ৬ ই মুহাররাম ১৪২৭ হিজরী মোতাবেক ২৫ জানুয়ারী ২০০৭ ইং তারিখে মৃত্যু বরণ করেন।