-
সানাউল্লাহ আল-আমরতিসরী "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :সানাউল্লাহ আল-আমরতিসরী: তিনি হলেন আবুল ওয়াফা সানাউল্লাহ বিন মুহাম্মাদ খাদরী আল আরতাসরী (১২৮৭-১৩৬৭) সাধারন সকল শিক্ষায় শিক্ষা লাভ করেন। ভ্রান্ত মতবাদ খণ্ডনে তার ছিল অসীম প্রজ্ঞা। একজন সফল তার্কিক হিসাবে তিনি ছিলেন অতুলনীয়। তিনি মির্যা গোলাম আহমাদ কাদিয়ানীর সাথে বিতর্ক করেছেন।