-
মুহাম্মাদ আযীয শামস "আইটেম সংখ্যা : 17"
বর্ণনা :মুহাম্মাদ আযীয বিন শামসুল হক বিন রেযাল্লাহ, তিনি ১৯৫৭ সালে ভারতের পশ্চিম বাংলা প্রদেশে জন্মগ্রহণ করেন।
তিনি ১৪০১ সালে মদীনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হন। ১৪০৬ সালে তিনি উম্মুল বিশ্ববিদ্যালয় থেকে মাসটার্স পাশ করেন, তার ডক্টরেট থেসিসের শিরোনাম: ভারতে আরবি কবিতা, পর্যালোচনামূলক অধ্যায়ন। তবে এটি এখনো ডিবেইট এর অপেক্ষায়। আল্লামা বকর বিন যায়েদ তার প্রশংসা করেছেন।
Follow us: