-
আল ইযয ইবনে আব্দুস সালাম "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :আল ইযয ইবনে আব্দুস সালাম: তিনি হলেন আবু মুহাম্মদ আল ইযয ইযযুদ্দীন আব্দুস সলাম আল কাসেম ইবনে আল হাসান ইবনে মুহাম্মাদ ইবনে মুহাযযাব আস সুলামি, তিনি মরোক্কান উৎস থেকে আগত। তিনি দামেস্কে জন্মগ্রহণ করেন ৫৭৮ হি: সালে। তিনি সেখানেই জীবনযাপন করেন। তিনি দাওয়া ও ফেকাহ শাস্ত্রে খ্যাতি অর্জন করেন। ৬৬০ হি: সালে তিনি পরলোকগত হন।