-
মুহাম্মদ ইবনে ইবরাহীম আল ওয়াযীর "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :তিনি মুহাম্মদ ইবনে ইবরাহীম ইবনে আলী ইবনে আল মুরতাজা আল ওয়াযীর, ইয়ামেনী সানআনী. তিনি ইবনুল ওয়াযীর নামে পরিচিত. তিনি হাসান ইবনে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর বংশউদ্ভূত। তিনি ৭৭৫ হি. সালে রজব মাসে জন্মগ্রণ করেন। শাউকানী, সাখাবী ও হাফেজ ইবনে হাজার আল আসকালানী তার প্রশংসা করেছেন।
তিনি ৮৪০ হিজরীতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।