-
মোহাম্মাদ মোশফিকুর রহমান "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :মোঃ মুশফিকুর রহমান, ইবন মোঃ জিল্লুর রহমান, জন্ম ১৯৮৫; রাজশাহী শহরে। অত্যন্ত ধার্মিক ও সালাফী পরিবারে তিনি বেড়ে উঠেন। বেশ কয়েকজন আলেমের হাতে বিবিধ মসজিদ দীনী ইলম শিক্ষা করেন। তিনি মূলত: কম্পিউটার বিজ্ঞানে অনার্স করেন, তারপর তিনি ব্যবসায় অনুষদ থেকে মাস্টার্স করেন। ইলম, আমল ও তাঁর পরিধিতে দাওয়াতের ক্ষেত্রে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।