-
আব্দুর রহীম মোল্লা যাদাহ বেলুচী "আইটেম সংখ্যা : 3"
বর্ণনা :আবু মুনতাসির আল বেলুচী: তিনি হলেন শায়খ আব্দুর রহীম মোল্লা যাদাহ। ইরানে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর ১৯৭৯ সালে মদীনা ইসলামি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি আরবী ভাষায় জ্ঞান লাভ করেন ও কুল্লিয়াতুশ শরইয়া থেকে ডিগ্রী লাভ করেন।
১৯৮৪ সালে তিনি দামেশ্ক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী মাষ্টার্স লাভ করেন।