-
আব্দুর রহমান হাসান হাবানকা আল ময়দানী "আইটেম সংখ্যা : 3"
বর্ণনা :শায়খ আব্দুর রহমান হাসান হাবানকা হিজরী ১৩৪৫ মোতাবেক ১৯২৭ সনে, দামেস্কে আল ময়দান এলাকায় জন্ম গ্রহণ করেন।
তাওজীহ আল ইসলামী ইনিষ্টিটিউট থেকে তিনি শিক্ষা লাভ করেন।
এরপর তিনি আল আযহার বিশ্ব বিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভ করেন।
শিক্ষা জীবন শেষ করে তিনি সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালেয়ে ইসলামী শিক্ষা বিভাগের পরিচালক হিসাবে দায়ীত্ব পালন করেন।
১৯৬৭ সনে তিনি সৌদী আরবে চলে যান। সেখানে রিয়াদে ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কাজ করেন। এরপরে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যোগ দেন। প্রায় ত্রিশ বছর তিনি এ পদে দায়ীত্ব পালন করেন।
তিনি ১৪২৫ সনের ২৮ শে জমাদিউল আখের মোতাবেক ১৪ আগষ্ট ২০০৪ তারিখে মৃত্যু বরণ করেন।