-
আব্দুল আহাদ দাউদ "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :আব্দুল আহাদ দাউদ : তিনি হলে দাফিদ বিনজামিন আল কালদানী।
তিনি ছিলেন রোমান কালদান সম্প্রদায়ের একজন পাদ্রী। ইসলাম গ্রহণের পর তার নাম হয়েছে আব্দুল আহাদ দাউদ।
তার জন্ম ১৮৬৮ সালে ইরানের আরুমিয়াতে । সে শহরেই তার প্রাথমিক শিক্ষা। ১৮৮৬-১৮৮৯ পর্যন্ত তিনি সে শহরের খৃষ্টান শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
১৮৯২ সালে তাকে রোম পাঠানো হয় দর্শন শাস্ত্রে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য।
১৮৯৫ সালে তিনি খৃষ্টান ধর্ম যাজক হিসাবে নির্বাচিত হন।
১৮৯৫ সালে রোম থেকে ফেরার পথে তিনি ইস্তাম্বুল অবস্থান করেন। তখন তিনি তার অনেক প্রবন্ধ ফরাসী ও ইংরেজী পত্রিকায় প্রকাশ করেন।
পরে তিনি ইস্তাম্বুলে ইসলাম গ্রহণ করেন।