-
মুহাম্মাদ হিসামুদ্দীন আল খতীব "আইটেম সংখ্যা : 3"
বর্ণনা :মুহাম্মাদ হিসামুদ্দীন আল খতীব: ১৯৪৫ ইং সনে দামেস্কে জন্ম গ্রহণ করেন। তিনি আরবী ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন।
তিনি বিভিন্ন আরব দেশে আরবী ভাষার উপর শিক্ষকতা অর্জন করেছেন।
তিনি সিরিয়া ও মরক্কোতে খতীবের দায়িত্ব পালন করেছেন।
তার বেশ কিছু সংকলন আছে :
১- আহলুল জান্নাত (জান্নাতের অধিবাসী)
২- আহলুন নার (জাহান্নামের অধিবাসী)
৩- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দয়ালু ছিলেন?
৪- অভ্যন্তরীণ ইতিহাস ইত্যাদি।