-
আবদুল হামীদ মাহমূদ তাহমায "আইটেম সংখ্যা : 2"
বর্ণনা :তিনি শাইখ আবদুল হামীদ মাহমূদ তাহমায, আল-হামাভী, তিনি সিরিয়ার হামা নগরীতে ১৩৫৬ হি. মোতাবেক ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। সেখানেই বেড়ে উঠেন, সেখানকার মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেন। তারপর দামেশক বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে সেখানকার দ্বিতীয় ব্যাচ হিসেবে ১৯৫৯ সালে গ্রাজুয়েশন প্রাপ্ত হন। তিনি ১৫ সফর ১৪৩১ হি. মোতাবেক ৩০/১/২০১০ সালে রিয়াদ নগরীতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।